আমার মিরসরাই

আমার মিরসরাই মিরসরাই’র প্রতিদিনের উল্লেখযোগ্য ঘট?
(1)

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডি...
14/09/2023

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডিতরা নির্দেশ জারি করেছিল, 'যারা বাংলা ভাষা বলবে ও শুনবে তারা রৌরব নামক নরকে যাবে।' ওই সময় তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নির্যাতিত বাঙালিদের মুক্ত করতে এগিয়ে আসেন এবং ১২০৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৮ জন ঘোড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে স্বাধীন করেন। বক্তারা বলেন, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যম সেই দিন শুধু ভূমির বিজয় হয়নি, সঙ্গে মুক্ত হয়েছিল বাঙ্গালিদের মুখের ভাষা ‘বাংলা’।

ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলেন, 'মুসলমান সম্রাটরা বর্তমান বঙ্গ-সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ-সাহিত্য মুসলমানদেরই সৃষ্ট, বঙ্গ-ভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা।' অধ্যাপক ও গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এ দেশে আরও কয়েক শতকের জন্য পূ্র্বের শাসন অব্যাহত থাকত, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্মৃত-প্রায় হয়ে অতীতের গর্ভে নিমজ্জিত হতো।'

মধ্যযুগে মুসলিম শাসকদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার যে সাহিত্যচর্চা শুরু হয়, তার মাধ্যমে বাংলা ভাষা একটি পরিপূর্ণ ভাষা হিসেবে আত্মপ্রকাশের যোগ্যতা অর্জন করে।

বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা যুগে যুগে আরও হয়। ১৮শ’ সনে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বাংলা ভাষার আরবি ও ফারসি শব্দ বাদ দিয়ে সংস্কৃত শব্দ প্রবেশের উদ্দেশ্যে সাহিত্যচর্চা শুরু করে। তারা দেখাতে চায়—বাংলা ভাষার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই।

মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে প্রচার করা হয়, বাংলা ভাষায় প্রথম কুরআন মাজিদ অনুবাদ নাকি গিরিশ চন্দ্র সেন করেছেন। অথচ ১৮৮৬ খ্রিষ্টাব্দে গিরিশ চন্দ্র সেনের অনুবাদের বহু আগে ১৮০৮ খ্রিষ্টাব্দে বাংলা ভাষায় কুরআন মাজিদের আংশিক অনুবাদ করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। এরপর ১৮৩৬ খ্রিষ্টাব্দে মৌলবি নাঈমুদ্দিন পূরো কুরআনের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। অথচ এ ইতিহাস প্রচার করা হয় না।

সুত্র: খন্দকার কামরুল হুদা, স্বাধীনতা সংগ্রাম ও শেখ মুজিব, ১৯৯৫, পৃ. ৩২, বাংলাপিডিয়া

" সব মেয়েদের পড়ার  এবং সতর্ক থাকার অনুরোধ "১।   সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন।এই জিনিসে কোন কম্প্রোমাইজ করবেন না, মরে...
11/04/2023

" সব মেয়েদের পড়ার এবং সতর্ক থাকার অনুরোধ "

১। সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন।
এই জিনিসে কোন কম্প্রোমাইজ করবেন না, মরে গেলেও না।

২। আত্মসম্মান, আত্মমর্যাদা কক্ষনো বিসর্জন দিবেন না। তাতে মরে যেতে হলে, যাবেন।

৩। চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না। (গনহারে trust এর কথা বলছি, trustworthy man অবশ্যই আছে) পুরা ফেরেশতা মার্কা স্যার, বাবার বন্ধু, মামার ফ্রেন্ড, বড় ভাইয়ের বন্ধু, একদম ফ্যামিলি পার্সন, এরকম-এমন কারো সাথে একা কোথাও থাকবেন না।
Be careful who you trust, the devil was once an angel.

৪। বান্ধবীর বাড়ীতে যেতে হলে পরিবারকে জানান। ফোন নাম্বার মা, বাবা, বড় ভাই, বোন কে দিয়ে যান। সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাড়ীতে ফিরবেন। রাতে চেষ্টা করবেন না থাকার। থাকলেও বাড়ির পরিবেশ দেখে নিয়েন।

৫। নিজের gut feelings -কে সব সময় প্রাধান্য দিবেন। দেখে কিছুই মনে হয় না, খুব ভাল মানুষ, কিন্তু মন কেন যেন ব্যাক্তিটাকে পছন্দ করে না। এমন হলে সেই ব্যাক্তি থেকে ১০০ হাত দূরে থাকেন।
trusting your 'Gut Feeling' is often the best strategy to save yourself.

৬। নিজের আবেগ সব সময় নিয়ন্ত্রণে রাখবেন। মেয়েরা আবেগের কারনে ভিক্টীম হয়।

৭। ফ্যামিলিকে সব সময় পাশে রাখবেন। ফ্যামিলিকে, বিশেষ করে মাকে বন্ধু বানান। তার সাথে সব যেন শেয়ার করা যায় এমন ভাবে সম্পর্ক করবেন বাবা মার গোপনে কিছু কইরেন না। victim হলে আপনি হবেন। তখন বাবা মা এটাই ভাববে "মেয়েটা আমাদের বলল না কেন!!"

৮।৷ কাউকে বিশ্বাস করার আগে ১০০ বার ভাববেন।
You read it right. ১০০ বার।

৯। নিজেকে ভালবাসেন। এটা খুব দরকার। আপনি কালো, শর্ট, মুখে ব্রন --বিলিভ মি এগুলা কিচ্ছু না। ঈশ্বর আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা, ব্যাক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঐভাবে তৈরি করেন।

১০। সব সময় সত্যকে পাশে রাখবেন। মিথ্যা অনেক সহজ। অন্যায় অনেক আনন্দ দেয়। কিন্তু তা সব সময় ক্ষণিকের জন্য। সত্য সব সময়ের জন্য। তা যত কষ্টের হোক।

১১। জীবন অস্বাভাবিক সুন্দর। হতাশা, unexpected crisis, unexpected incident এগুলা লাইফের পার্ট।
ও আচ্ছা, এমন হইল। ঠিকাছে। এরপর কি?-- লাইফের প্রতি এমন attitude রাখলে লাইফ আর সুবিধা করতে পারে না। পেইন দেবার আগে ভাবে এরে পেইন দিয়া লাভ নাই।

১২। মাটি এখন পায়ের নিচে। একদিন এটা আমি, আপনী মাটির উপরে শায়িত থাকবো। আমাদের জন্য একসময় অন্যরা প্রার্থনা করবে, তার আগেই নিজের প্রার্থনা নিজেই অন্তত যেন করি।

১৩। গাড়ির ড্রাইভার, এপার্টমেন্টের দারোয়ান এই দুই দলের সাথে খারাপ ব্যবহার করবেন না। এই দুই দলের মানুষ বিপদে চরম সাহায্য করে।

(বুদ্ধিমানরা এইখানে কি বলি নাই তাও বুঝবে।)

১৪। অতীত নিয়ে একদম ভাব্বেন না। তবে অতীত থেকে শিক্ষা নিবেন। সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয় বার একইভাবে আনন্দিত করবে আপনাকে? nope, never. প্রথমবারের থেকে কম আনন্দের অনুভূতি দিবে। তাহলে অতীতের দুঃখ কেন বারবার কাঁদাবে? সময় নাই, অতীত নিয়ে ভাবার- এভাবে ভাবেন। ইউ উইল বি হ্যাপিয়া।
(সমাজের সমসাময়িক বাস্তবতা থেকে নেওয়া)
পৃথিবীর সকল নারী সুরক্ষিত থাকুক।
(সংগৃহীত)

ফটোগ্রাফ নয় এটি।পেন্সিল ড্রয়িং। এঁকেছেন শানিয়া ম্যাকডোনাহ্। আয়ারল্যান্ডের কিশোরী। ১৭ বছর বয়স মাত্র তার। এই চিত্রটির রহস্...
04/03/2023

ফটোগ্রাফ নয় এটি।পেন্সিল ড্রয়িং। এঁকেছেন শানিয়া ম্যাকডোনাহ্। আয়ারল্যান্ডের কিশোরী। ১৭ বছর বয়স মাত্র তার।

এই চিত্রটির রহস্য হচ্ছে- প্রৌঢ়া নারীটি হাসছেন নাকি কাঁদছেন আজও কেউ নিশ্চিত করে বলতে পারেননি। "মানুষ নির্মাণ করে প্রয়োজনে, আর সৃষ্টি করে আনন্দে।" রবীন্দ্রনাথ ঠাকুর

 #স্বামী-স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর, স্বামী রাগ করে অফিসে চলে গেল।🙂 #দশ মিনিট পরে স্ত্রীর ফোন, "আমি চললাম, তোমার সংসার, ছেল...
11/02/2023

#স্বামী-স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর, স্বামী রাগ করে অফিসে চলে গেল।🙂

#দশ মিনিট পরে স্ত্রীর ফোন, "আমি চললাম, তোমার সংসার, ছেলে মেয়ে সব ফেলে। যে দিকে দু'চোখ যায়।
#স্বামী ঠিক আছে, যাও বলে ফোনটা কেটে দিল। (এটা বিশ্বাস)!🥰

#দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে এবং রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। (এটা মায়া)🥰

#এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোন কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। (এটা অভিমান)🥰

#বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিং-এ চলে গেল। (এটা দায়িত্ববোধ)🥰

#স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে জল ঢালা, তারপর কি ভেবে ফিরে এলো রুমে। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। (এটা অপেক্ষা)🥰

#রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, "তুমি যে কারনে যেতে পারোনি, আমিও সে কারণে খেতে পারিনি।" (এটা ভালোবাসা..!)🥰🖤

#শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকে থাকার জন্য দরকার বিশ্বাস, মায়া,অভিমান,দায়িত্ববোধ এবং অপেক্ষার...!

পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ারের জন্মদিন আজ। দুজনই ফুটবল জগতে নিজেদের প...
06/02/2023

পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ারের জন্মদিন আজ। দুজনই ফুটবল জগতে নিজেদের পোক্ত স্থান তৈরি করেছেন। ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদো ৫বার ও নেইমার জুনিয়র খেলেছেন ৩বার।

নিল আর্মস্ট্রং, এডুইন অলড্রিনের কথা মনে আছে? চাঁদের দেশে যারা প্রথম পা রেখেছিলো—১৯৬৯ সালে। সেই অলড্রিনের বয়স হয়েছে ৯৩ ব...
23/01/2023

নিল আর্মস্ট্রং, এডুইন অলড্রিনের কথা মনে আছে? চাঁদের দেশে যারা প্রথম পা রেখেছিলো—১৯৬৯ সালে।

সেই অলড্রিনের বয়স হয়েছে ৯৩ বছর। গত শুক্রবার (২০ জানুয়ারি) তার জন্মদিন ছিলো। এবং সেদিন তিনি বিয়ে করেছেন।

যাকে বিয়ে করেছেন, তার সাথে অলড্রিনের অনেক দিনের সম্পর্ক। ভালোবাসার মানুষটির বয়স ৬৩।

ওরা আসলে প্রতিদিন বাঁচে। মৃত‍্যুর আগমুহূর্ত পর্যন্ত জীবনকে, জীবনের গতিতেই বাঁচতে দেয়।

তা না হলে, ৯৩ বছর বয়সে প্রেম-ভালোবাস-বিয়ে! —ভাবা যায়!

অভিনন্দন অলড্রিন—বইয়ে পড়া সেই অদেখা নায়ক!
……………………
Alam

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”“বেশ...
14/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”
(সংগৃহীত ও অনূদিত)

08/11/2022

আসুন একটু জেনে রাখি, আরেকটু মেনে চলার চেষ্টা করিঃ

১. একটানা দু'বারের বেশি কাউকে কল করবেন না। যদি তারা আপনার কলটি গ্রহণ না করে,, তার অর্থ হল,, তারা হয়তো আপনার ফোনটির থেকে আরও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যাস্ত আছে।

২. কারো থেকে কিছু ধার করে থাকলে,, দ্বিতীয় ব্যক্তি চাওয়ার আগে তার ধার শোধ করুন। এতে আপনার কর্তব্যপরায়ণতা ও চরিত্র প্রকাশ পায়।

৩. কেউ যখন আপনাকে মধ্যাহ্নভোজ বা রাতের খাবারের জন্য আমন্ত্রন করে তখন,,কখনই মেনুতে ব্যয়বহুল খাবারটি অর্ডার করবেন না। সম্ভব হলে তাদের পছন্দমতো খাবারের অর্ডার করতে বলুন।

৪. কারো কথার মাঝখানে কথা বলে বাঁধা সৃষ্টি করবেন না। আগে মনযোগ দিয়ে শুনুন,, তারপর সময় নিয়ে উত্তর দিন।

৫. কেউ আপনাকে সহায়তা করলে তাকে ধন্যবাদ বলুন। কৃতজ্ঞতা প্রকাশ করুন।

৬. যখন কেউ আপনাকে তাদের ফোনে একটি ছবি দেখাতে চাইবে, তখন ফোনের বাম বা ডানদিকে সোয়াইপ করবেন না। কারন আপনি জানেন না এর পরে কি আছে। ...

৭. যদি আপনার কোনো বন্ধু আপনাকে বলে যে তার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তবে তাদের কখনোই আ্যপয়েন্টমেন্ট এর কারন বা রোগ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, শুধু বলতে পারেন,, আশা করি দ্রুত সুস্থ হও। যদি তারা এ বিষয়ে কথা বলতে চান, তবে তারা আপনাকে নিজে থেকেই বলবে। তাদের ব্যক্তিগত অসুস্থতা সম্পর্কে জানতে চেয়ে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করবেন না ..

৮. অফিস কিংবা রাস্তায় একজন ক্লিনার কে ঠিক ততোটাই সম্মান দিয়েই কথা বলুন,, যতোটা আপনি আপনার অফিসের CEO কে দেন।

৯. দীর্ঘ সময় পরে কারও সাথে দেখা হলে,, তাদের বয়স এবং বেতন জিজ্ঞাসা করবেন না,, অবশ্যই যদি তারা এ ব্যাপারে কথা বলতে না চায়।

১০. রাস্তায় কারও সাথে কথা বলার সময় সানগ্লাসটি চোখ থেকে খুলে নিন। এটি শ্রদ্ধার নিদর্শন,, তাছাড়া চোখের যোগাযোগ বা আই কন্টাক আপনার বক্তব্যের মতোই গুরুত্বপূর্ণ ...

ধন্যবাদ।

(সংগৃহীত)

28/10/2022
🍀এই ছবিটি ১৮৯৯ সালের সিরিয়ার দামেস্কো শহরের, এখানে দুই জনের মধ্যে কাঁধের লোকটার নাম সমীর এবং তিনি ছিলেন খৃষ্টান সে হাঁটত...
24/10/2022

🍀এই ছবিটি ১৮৯৯ সালের সিরিয়ার দামেস্কো শহরের, এখানে দুই জনের মধ্যে কাঁধের লোকটার নাম সমীর এবং তিনি ছিলেন খৃষ্টান সে হাঁটতে পারত না। আর যে লোকটি কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে তার নাম মোহাম্মদ ; তিনি ছিলেন মুসলমান এবং অন্ধ। সমীর কাঁধে চেপে বন্ধুকে পথের নিদর্শনা দিত এবং তারা দুজনে একই রুমে বসবাস করত।

🍀সমীর ছিল হাকাওয়ানি অর্থাৎ গল্পাকার আর মোহাম্মদ ফুটপাতে বোলবোলা নামক খাবার বিক্রি করত, কাস্টমারেরা যখন খাবার খেত তখন সমীর গল্প শুনিয়ে টাকা রোজগার করত।

🍀একদিন সমীর কিছুটা অসুস্থ হয়ে পড়লে সেদিন মোহাম্মদ একাই বাইরে গিয়েছিল, রাত্রে সে রুমে ফিরে দেখে সমীর মারা গেছে। সমীরের মৃত্যুর পর মোহাম্মদ টানা সাত দিন কেঁদেছিল যে তার শরীরের অর্ধেক মারা গেছে বাকি অর্ধেক নিয়ে সে কিভাবে বেঁচে থাকবে। সত্যিই তাই মোহাম্মদ দুই মাস পরেই মারা গিয়েছিল। তাদের মৃত্যুর পর কিভাবে দুই ধর্মের মানুষের মধ্যে এতটা গভীর সম্পর্ক গড়ে উঠেছিল - এই বিষয়টি ব‍্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

🍀আসলে আমরা যে কোন পরিস্থিতিতে থাকি কিংবা যে ধর্মেই আমরা বিশ্বাস করি না কেন ; সম্পর্ক এবং মানবতার চেয়ে বড়ো ধর্ম আর কিছু নেই। সমীর এবং মোহাম্মদ শতাধিক বছর পূর্বে এই বিষয়টি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে।
বন্ধু সেলিনা পান্নার পোস্ট থেকে শেয়ার করা।

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি একটি গরিব পরিবারের...
19/10/2022

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি।

ঘটনাটি একটি গরিব পরিবারের। পরিবারটি পিছনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাস করে। ছেলেটি প্রতিদিন ভোর চারটায় উঠে দূরের শহরে কাজে যায়। তার মা প্রতিদিন এসময় উঠে তাকে প্রস্তুত করে দেয়, খাবার বক্সে দিয়ে দেয়, শেষে নিচে নেমে এগিয়ে দেয়। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখতে ছেলেটির ভাল লাগে না। মানা করে। বলে, তুমি খাবার রেডি করে শুয়ে যেও, বসে থাকতে হবে না, নিচে নামতে হবে না। কিন্তু মা শুনেন না। একদিন বেশ রাগারাগিও করে। তারপরও মা শুনে না। রাগরাগির পর মা বলে, আমি এখন আর নামি না। তুমি চলে যেও, সমস্যা নাই।

তারপরও মা নিয়মিত ভোর চারটায় নিচে নামেন, ছেলে পিছনের দিকে তাকালে মা আড়ালে লুকিয়ে পড়েন।

মা যে প্রতিদিন নামেন, এটা মাকে প্রুভ দেখানোর জন্য পিছনের দিকে না ঘুরে এক্টা সেল্ফি তুলেন, সেল্ফিতে দেখা যায় মা আড়ালে দাড়িয়ে আছেন। মা এখানে ততক্ষণ দাড়িয়ে থাকেন যতক্ষণ ছেলেকে দেখা যায়।

(এর নাম “মা”। মায়ের ভালোবাসার রং সব দেশে একই। নিস্বার্থ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। তাই মাকে কখনো কষ্ট দিবেন না।)

মায়েরা এমনই😒
কালেক্টেড 😊

এমন গোছানো পিডিএফ অনেকদিন ধরেই খুঁজছিলাম। নিজের পছন্দের লেখকের তালিকা ধরে পড়ে ফেলতে পারেন! অবসর সময়ে বাংলা সাহিত্য পড়ুন।...
07/09/2022

এমন গোছানো পিডিএফ অনেকদিন ধরেই খুঁজছিলাম। নিজের পছন্দের লেখকের তালিকা ধরে পড়ে ফেলতে পারেন! অবসর সময়ে বাংলা সাহিত্য পড়ুন।❤

১.মিছির আলি সিরিজ
https://bdebooks.com/genre/misir-ali/
2.আনিসুল হক
https://bdebooks.com/genre/anisul-hoque/
৩.বেগম রোকেয়া
https://bdebooks.com/genre/begum-rokeya/
৪.আহমদ ছফা
https://bdebooks.com/genre/ahmed-sofa/
৫.সমরেশ মজুমদার
https://bdebooks.com/genre/samaresh-majumdar/
৬.ফেলুদা সিরিজ
https://bdebooks.com/genre/feluda/
৭.কাকাবাবু সিরিজ
https://bdebooks.com/genre/kakababu/
৮.শুভ্র সিরিজ
https://bdebooks.com/genre/shuvro/
৯.গোয়েন্দা সিরিজ
https://bdebooks.com/tin-goyenda-pdf-books/
১০.মাসুদ রানার ৪৫০+ বই
https://bdebooks.com/masud-rana-books/
১১.বঙ্কিমচন্দ্রের বই
https://bdebooks.com/genre/bankim-chandra-chattopadhyay/
১২.হুমায়ূন আহমেদের বই
https://bdebooks.com/genre/humayun-ahmed/
১৩.হুমায়ুন আজাদ
https://bdebooks.com/genre/humayun-azad/
১৪.ইমদাদুল হক মিলন
https://bdebooks.com/genre/imdadul-haq-milon/
১৫.জীবনানন্দ দাশ
https://bdebooks.com/genre/jibanananda-das/
১৬.কাজী নজরুল ইসলাম
https://bdebooks.com/genre/kazi-nazrul-islam/
১৭.মাইকেল মধুসূদন দত্ত
https://bdebooks.com/genre/michael-madhusudan-dutta/
১৮.মুহাম্মদ জাফর ইকবাল
https://bdebooks.com/genre/muhammed-zafar-iqbal/
১৯.তসলিমা নাসরিন
https://bdebooks.com/genre/taslima-nasrin/
২০.সৈয়দ শামসুল হক
https://bdebooks.com/genre/syed-shamsul-haque/
২১.তাহনিমা আনাম
https://bdebooks.com/genre/tahmima-anam/
22.কাশেম বিন আবু বকর
https://bdebooks.com/genre/kasem-bin-abubakar/
২৩.মুনীর চৌধুরী
https://bdebooks.com/genre/munier-choudhury/
২৪.আখতারুজ্জামান ইলিয়াস
https://bdebooks.com/genre/akhtaruzzaman-elias/
২৫.জহির রায়হান
https://bdebooks.com/genre/zahir-raihan/
২৬.সুমন্ত আসলাম
https://bdebooks.com/genre/sumanto-aslam/
২৭.আল মাহমুদ
https://bdebooks.com/genre/al-mahmud/
২৮.সৈয়দ মুজতবা আলী
https://bdebooks.com/genre/syed-mujtaba-ali/
২৯.আহমদ শরীফ
https://bdebooks.com/genre/ahmed-sharif/
৩০.মানিক বন্দোপাধ্যায়
https://bdebooks.com/genre/manik-bandopadhyay/

Bangla PDF books of Misir Ali Books. Bengali pdf ebook download. All books of Misir Ali Books download in PDF file. Collection of pdf Bangla ebook. Bangla books of Misir Ali Books. Free download Misir Ali Books's book or read online.

আইসিসি কাপ জেতার পর প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন “কি চাও তুমি?” নিঃসংকোচে নিজের প্রয়োজনীয়তার কথা ভুলে একজন দীপ্ত কণ্ঠ...
06/09/2022

আইসিসি কাপ জেতার পর প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছিলেন “কি চাও তুমি?” নিঃসংকোচে নিজের প্রয়োজনীয়তার কথা ভুলে একজন দীপ্ত কণ্ঠে বলে উঠেছিলেন– ”বুড়িগঙ্গার ওইদিকে বাবু বাজারে একটা ব্রিজ হলে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হত”। অতঃপর সরকার যখন প্রত্যেক খেলোয়াড়কে ৫ কাঠা জমি ও গাড়ী দিলেন উপহার হিসেবে দিলেন, তখন তিনি নিজের জমি দিয়ে দিলেন বিদ্যালয় গড়ার কাজে, আর গাড়ীটা বিক্রি করে পাওয়া অর্থে গড়ে তোললেন বিদ্যালয়ের ঘর!

এই পৃথিবীতে যখন সত্যিকার মানুষ খুঁজে পাওয়াই দুস্কর, তখন এমন একজনকে আপনি কী বলে সম্বোধন করবেন? তিনি তো সোনার বাংলার সোনার মানুষ।

আজ এই মানুষটার ৫৩ তম জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা তাঁর জন্য। শুভ জন্মদিন মোহাম্মদ রফিক ❤❤❤

31/08/2022

🌺 জেনে রাখুন সেরা কিছু আবিস্কারের সাল 🌺

🌷 Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
🌷 Email আবিষ্কৃত হয় 1971 সালে।
🌷 Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
🌷 Ferdous Shipon আবিষ্কৃত হয় 1976 সালে।
🌷 Google আবিষ্কৃত হয় 1998 সালে।
🌷 Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
🌷 Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
🌷 Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।

প্রতিদিন গোসল করতেই হবে৷ গোসল না করলে খাচ্চর৷ এগুলো আসলে ভুয়া কথা৷বরং সপ্তাহে দুইদিন গোসল করা হলো পারফেক্ট৷ প্রতিদিন গোস...
22/08/2022

প্রতিদিন গোসল করতেই হবে৷ গোসল না করলে খাচ্চর৷ এগুলো আসলে ভুয়া কথা৷

বরং সপ্তাহে দুইদিন গোসল করা হলো পারফেক্ট৷ প্রতিদিন গোসল করলে বরং মানুষের ত্বকের ক্ষতি হয় আবার তার সাথে ইউজ করি অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান৷

আপনি বেশি সময় বাহিরে থাকলে কিংবা ফরজ গোসল ছাড়া প্রতিদিন গোসল করতে হবে এমন কোনো কথাই নাই৷

আপনি যদি প্রতিদিন গোসল করেন তাহলে আপনার শরীরে থাকা উপকারী ব্যাকটেরিয়া সাবানের কারণে ধ্বংস হয়ে যায়।

প্রতিদিন গোসল করো এটা মূলত সাবান কোম্পানিদের একটা পলিসি৷ বাসায় যারা রেগুলার থাকেন তাদের সপ্তাহে দুবার গোসল করলেই ইনাফ৷

- Tulon Bhai

নিউজফিড স্ক্রল করতে করতে একটা খবরে চোখ আটকে গেলো, পড়ে রীতিমত গা শিউরে উঠলো...হত্যাকাণ্ডের জন্যে নয়, কিংবা ভয়াবহতার জন্যে...
13/08/2022

নিউজফিড স্ক্রল করতে করতে একটা খবরে চোখ আটকে গেলো, পড়ে রীতিমত গা শিউরে উঠলো...
হত্যাকাণ্ডের জন্যে নয়, কিংবা ভয়াবহতার জন্যেও নয়!
গা শিউরে উঠেছে এটা পড়ে যে, ধুম ধাম করে জন্মদিন পালন করার উদ্দ্যেশ্যে চিকিৎসক স্ত্রী কে হোটেলে নিয়ে গিয়ে, স্বামী নিজ হাতে ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করে।
বা দিকের ছবি টি তেই গাইনি চিকিৎসক জান্নাতুন নাঈম ও তার স্বামী রেজাউল করিম।
ফেইসবুকে পরিচয়, তার পর পালিয়ে গিয়ে বিয়ে। কারন পরিবার মেনে নেয় নি। ছেলে টা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ করে চাকরী করছিলো কোন এক প্রতিষ্ঠানে।

ভাবতে পারেন, একটা মেয়ে তার ক্যারিয়ার, পরিবার, স্বপ্ন সব কিছু ছেড়ে একটা মানুষের হাত ধরে পালিয়ে যায় কখন? যখন মেয়ে টা ভরসা, আস্থা, নিরাপত্তা খুজে পায়। মেয়েরা এসবই উপভোগ করে, ছেলের রুপ সৌন্দর্য নয়।
যৌক্তিক ভাবেই, ছেলে টা নিশ্চয়ই এসব গুনের অধিকারী ছিলো, কারন অনেক ছেলের এসব গুন হলো নেশার মত। এসব দিয়ে তারা নারী নামক নেশা কিনে। 😊

বিয়ের পর স্ত্রী জানতে পারে, ভূল মানুষ কে বেছে নিয়েছে সে। এর পর অবিশ্বাস, অশান্তি, ধর পাকরাও আর শেষ মেষ ভালোবাসার অপমৃত্যু!

অথচ এই মানুষ টা কে ভালোবেসে সে ঘর ছেড়েছে!

এই ছেলে টাই আবার ওর মত একটা মানুষ কে বলেছিলো, অনেক তো ঝগড়া ঝামেলা হলো, এবার জন্মদিন অনেক ইউনিক করে পালন করবো।

নিয়ে গেল হোটেলে। নিজ হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেললো তার জীবনের ঝামেলা কে!
তারপর সেই হোটেলেই গোসল করে, বেরিয়ে চলে যায় সে।

রেজাউল করিম, দশ নারীর সাথে মেলামেশার লোভে, এক নারী কে হত্যা করলো! তাও আবার কালিমা পড়ে, মুনাজাত করে, দোয়া পড়ে যাকে বিয়ে করেছেন তাকে।
প্রত্যকটা মানুষকে একটা নিদির্ষ্ট দূর সীমায় দাঁড় করিয়ে বিশ্বাস করতে হয়।
রিলেশন যদি অর্থ, ক্ষমতা, সৌন্দর্যের হয় তবে সেখানে ভালোবাসা অর্থহীন হয়ে পড়ে। এইটাই তার প্রমাণ।
ভালো মনের মানুষকে কেউ পছন্দ করে না।
আল্লাহ এমন জীবন আর মৃত্যু যেন কাউকে না দেয়।

আমাদের দেশের আইনগুলি দ্রুত সংশোধন করা উচিৎ যেই যেই যাকে যেভাবে হত্যা করবে,তাকে যেন ঠিক সেভাবে রাষ্ট্রীয়ভাবে সবার সামনে হত্যা করা হয়।

বিয়ের পর একজন মেয়ে তার স্বামীর কাছেই সবচেয়ে বেশি নিরাপদ বলেই মেয়েটা স্বামীর সাথে বাকী জীবন কাটানোর জন্য নিজের জন্মস্থান, ঘর সব ছেড়ে দেয় অথচ সেই স্বামীই কিনা তার স্ত্রীকে শুধুমাত্র নিজের পরকীয়ার কারণে খুন করে ফেলছেন কি একটা অরাজক দেশে বসবাস করছি আমরা ভাবতেই ঘৃণা লাগছে।

আমার ভাই ক্লাস ফাইভে পড়ে। আমাদের পাশের বাসায় একটা মেয়ে আছে ,পড়ে ক্লাস সেভেনে। আমার ভাই সেই মেয়েকে প্রেম পত্র দিয়েছ...
12/08/2022

আমার ভাই ক্লাস ফাইভে পড়ে। আমাদের পাশের বাসায় একটা মেয়ে আছে ,পড়ে ক্লাস সেভেনে। আমার ভাই সেই মেয়েকে প্রেম পত্র দিয়েছে।আবার চিঠির সাথে আমার চুড়ি ২টা চু'রি করে সেই মেয়েকে দিছে।মেয়ে এখন আমার আম্মুর কাছে বিচার দিয়ে গেছে।আম্মু চিঠি পড়ে থ..।আজকে মজনু রহমান রোমিওর কপালে মেলা দুঃখ আছে। এখন আরবি পড়তে গেছে। বাসায় আসলে আম্মু ওরে মা''ইর লাগাবে ।
মানে আমার কষ্ট ও লাগছে,হাসিও পাচ্ছে। লাইন বাঁ'কা হয় দেখে স্কেল দিয়ে দাগ টানছে।

আর পুরো চিঠি পড়ে আমি অবাক🙄

কপি

বাংলাদেশে BTS (방탄소년단) আসতেছে এটা কোনো ব্যাপারই না। শোয়ের সাধারণ টিকিটের দাম 18 হাজার আর ভিআইপি টিকিট 55 হাজার হতে পারে। ...
11/08/2022

বাংলাদেশে BTS (방탄소년단) আসতেছে এটা কোনো ব্যাপারই না। শোয়ের সাধারণ টিকিটের দাম 18 হাজার আর ভিআইপি টিকিট 55 হাজার হতে পারে। এটাও তেমন কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আর্মিগুলা তো সব সর্বোচ্চ ইন্টারের নিব্বা নিব্বি! তারা এই টিকিট নিবে কিভাবে?

যদি আসে, শো তো কানায় কানায় পূর্ণ থাকবেই। কিভাবে হবে সেটার ক্ষেত্রে এখনই সাবধান হোন। সো আপনার সন্তান কে চোখে চোখে রাখুন, যেনো র**ক্ত বিক্রি করতে চলে না যায় এবং আপনার গহণা, টাকা সহ সব মূল্যবান বস্তু সর্বোচ্চভাবে সিকিউরড রাখুন যেনো হারিয়ে না যায়।

এমনকি হঠাৎ যদি আপনি ফোন পান আপনার সন্তানকে কিডন্যাপ করে টাকা চাচ্ছে এবং পুলিশকে জানালে ক্ষতি করার হুমকি দিচ্ছে, খবরদার ভয় না পেয়ে অবশ্যই পুলিশকে জানিয়ে পূর্ণ যাচাই করুন, হতে পারে পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটক। এবং তাদের হঠাৎ এক্সপেন্সিভ আবদার রাখতে গিয়ে গলে যাবেন না, যাচাই করুন কোন আবদার পূরণ তার দরকার। এবং তাদেরকে সারাক্ষণ নিজেদের আশেপাশে রাখুন যাতে আবার কোনো অ!ঘটন না ঘটিয়ে বসে। থ্যাংক মি লেটার।

~ রাফি আদনান

ক্রিকেট ও ফুটবল জাতীয় দলের হয়ে খেলা একমাত্র খেলোয়াড় অস্ট্রেলিয়ার এলিসা পেরি।
10/08/2022

ক্রিকেট ও ফুটবল জাতীয় দলের হয়ে খেলা একমাত্র খেলোয়াড় অস্ট্রেলিয়ার এলিসা পেরি।

একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে। যাতে হিরুডিন, ক্যাল...
10/08/2022

একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার
রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে
এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে।
যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের
মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দূষণ দূর
করতে সাহায্য করে।
জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!

Photo Collection : History Unlimited
যারা জোক ভয় পান তারা একটু দেখে নিয়েন🤭

অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর ...
10/08/2022

অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয়, যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে।

শুনে চাষী তৎক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায়। গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে। পোশাক পরিচ্ছদ দেখে কোন শহরের ধনীর দুলাল বলে মনে হচ্ছে।

সাথে বেশ কিছু বন্ধু বান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পারে দাঁড়িয়ে বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে। চাষী আর একমুহূর্ত সময় নষ্ট না কোরে জলে ঝাপিয়ে পরে এবং ছেলেটিকে উদ্ধার করেন।

এই ঘটনার দিন দুয়েক পর হঠাৎ একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি, আগু পিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষীর বাড়ির সামনে এসে থামলো।

চাষী কিছুটা ভয় পেয়েছিল বৈকি। এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে কিন্তু তার মুখের স্মিত হাসি চাষীকে কিছুটা আস্বস্ত করেন। তিনি স্মিত হেসে বলেন,

--- "আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়ে ছিলেন?" কৃষক মৃদু হেসে বললেন,

--- "আজ্ঞে হ্যা।" সেই ব্যক্তি এরপর গরিব চাষীর হাত ধরে অশ্রু সজল চোখে বলেন,

--- "আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। তবু বলুন আমি আপনার জন্য কি করতে পারি?" চাষী প্রথমে কিছু নিতে রাজি হয় না, শেষ মেষ অনেক অনুরোধের পর বলেন,

--- "দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই। তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করদেন তাহলেই আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।" এই শুনে সেই ভদ্রলোক হেসে বললেন,

--- "ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশুনো করবে, এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াবো।"

এরপর অনেক বছর কেটে গেছে। চাষীর ছেলে আর ধনী দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরো গভীর হয়েছে। দুজনেই অত্যন্ত মেধাবী, যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ন আলাদা।ধনীর দুলালের আকর্ষণ রাজনীতি, আর তার বন্ধুর চিকিৎসা বিজ্ঞান।

স্নাতক হবার পর একজন মন দেয় অণুজীব নিয়ে গবেষণায়, আর একজন রাজনীতিতে।গবেষক বন্ধুর এক একটা গবেষণা পত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলছে। তখন আর এক বন্ধুর নেতৃত্ব দানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে।

এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয়। অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয় ফিরে যায়, তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে।

দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন নিজের বন্ধুর। এবং সম্পূর্ন সুস্থ করে তোলেন নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে। কারণ তাকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লেখাই অসম্পূর্ন থাকতো

জানেন এই দুজন কে? সেই চাষীর ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী, পেনিলিসিলিনের আবিস্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং। আর তার বন্ধুটি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।

বন্ধুত্বের কোনো শেষ নেই। বন্ধুত্ব, ঈশ্বরের এক অমূল্য সৃষ্টি। ওদের ছাড়া জীবন সত্যিই খুব অসম্পূর্ণ। এই পোস্টটা আমাদের গ্রুপের সমস্ত বন্ধুদের উৎসর্গ করলাম ।
(সংগৃহীত)

একটা ইদুরের নীরব কথা -"আমি পোষা প্রাণী নই, কিন্তু আপনি আমার সাথে যা করেছেন তা আমাকে প্রচন্ড  আঘাত করে।"আমার পিঠ ভেঙে গেছ...
08/08/2022

একটা ইদুরের নীরব কথা -

"আমি পোষা প্রাণী নই, কিন্তু আপনি আমার সাথে যা করেছেন তা আমাকে প্রচন্ড আঘাত করে।"

আমার পিঠ ভেঙে গেছে, পেটে ব্যথা। 😢
নড়াচড়া করতে পারছি না এবং ব্যথা আরও
ক্রমশ খারাপ হচ্ছে।😪 আমি ভয় পাচ্ছি... আমি ধীরে ধীরে, খুব ধীরে ধীরে মারা যাচ্ছি।😥

যদি তুমি আমাকে না ভালোবাসো, আমাকে খাঁচা করে অন্য কোথাও নিয়ে যাও।অন্য কোথাও ছেড়ে দিয়ে আসো,,,কিন্তু এ যন্ত্রণা খুব ভয়ানক। 😥

❝আমি বিপজ্জনক প্রাণী নই এবং আমি আপনাকে আঘাত করবো না। আমি শুধু ক্ষুধার্ত ছিলাম❞ 😥

©

08/08/2022

একজন লোক একটি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। উনি উনার স্ত্রী কে খুব ভালবাসতেন, হটাৎ উনার স্ত্রীর চর্মরোগ হয়, ধীরে ধীরে স্ত্রী সৌন্দর্য হারাতে শুরু করেন।

একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেলে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান স্বামী।তবে তাদের বিবাহিত জীবন যথারীতি চলতে থাকে,কিন্তু দিন যেতে না যেতেই স্ত্রীর সৌন্দর্য হারিয়ে ফেলেছেন, অন্ধ স্বামী এটা জানতেন না এবং তাদের বিবাহিত জীবনে কোন পার্থক্য ছিল না।

স্বামী স্ত্রী কে ভালবাসতে থাকেন এবং স্ত্রীও স্বামী কে খুব ভালবাসতেন, একদিন হটাৎ স্ত্রী মারা গেলেন।

স্ত্রী মৃত্যু স্বামী একটি বড় দুঃখ নিয়ে এসেছিলো, স্বামী উনার সমস্ত শেষকৃত্য সম্পন্ন করে সেই শহর ছেড়ে চলে যেতে চাইলেন।

পেছন থেকে একজন ডেকে বললেন, “এখন একা একা হাঁটবেন কী করে?এই সমস্ত দিন আপনাকে আপনার স্ত্রী সাহায্য করতেন।"

তিনি উত্তর দিলেন, “আমি অন্ধ নই..!

আমি অভিনয় করছিলাম কারণ তিনি যদি জানতেন যে আমি একটি রোগের কারণে তার ত্বকের অবস্থা দেখতে পাচ্ছি, তবে এটি তার রোগের চেয়ে বেশি ব্যথা দিতো।

আমি কেবল তার সৌন্দর্যের জন্য তাকে ভালবাসিনি, তবে আমি তার যত্নশীল এবং প্রেমময় প্রকৃতির প্রেমে পড়েছি, তাই আমি অন্ধ হওয়ার ভান করতাম।আমি শুধু ওকে খুশি রাখতে চেয়েছিলাম।"

( সৌন্দর্য সময়ের সাথে বিবর্ণ হবে, কিন্তু হৃদয় এবং আত্মা সব সময় একই থাকবে, মানুষটিকে বাহিরে থেকে নয়, অন্তর থেকে ভালোবাসুন। )❤️

সংগৃহীত

সম্পর্ক যখন গভীর হতে থাকে,তখন প্রিয়জনের কাছে মানুষের এক্সপেকটেশন বাড়তে থাকে!আর এক্সপেকটেশন বেড়ে গেলে তখন শুধুই অভিমান মন...
07/08/2022

সম্পর্ক যখন গভীর হতে থাকে,তখন প্রিয়জনের কাছে মানুষের এক্সপেকটেশন বাড়তে থাকে!আর এক্সপেকটেশন বেড়ে গেলে তখন শুধুই অভিমান মনে বাসা বাঁধে!আস্তে আস্তে সেই অভিমানের পরিমাণ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়,তখন মানুষ শুধু প্রিয়জনের বিরুদ্ধে অভিযোগই করে!

একটা সময় এই অভিমান আর অভিযোগ জমতে জমতে শুরু হয় প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার ভয়!আর সেই ভয় থেকেই মানুষ প্রিয়মানুষটাকে চোখের আড়াল হতে দিতে চায় না।ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয়ে মানুষ যখন অস্বাভাবিক আচরণ করতে থাকে,হুটহাট অভিমান করতে থাকে,কারো পাশেই ভালোবাসার মানুষটাকে সহ্য করতে পারে না,ঠিক তখনই সম্পর্ক রূপ নেয় তিক্ততায়!

অপর পাশের মানুষটা এই তিক্ততা থেকে বেরিয়ে যেতে সম্পর্কের ইতি টানে,আর এই পাশের মানুষটা তখন মানসিক ভাবে ভেঙ্গে পড়ে!

সম্পর্কে যে যত বেশি গভীর,আঘাত তার তত বেশি! সম্পর্কে গা ছাড়া ভাব দিয়ে যে থাকে,তার কাছে সম্পর্কের মূল্য ঠিক সময়ের উপর ছেড়ে দেয়ার মতোই!স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়ার মতো করে সে সম্পর্কে থাকতে চায়;গভীর হতে চায় না!

যার কাছে সম্পর্কের মূল্য বেশি,সেই তো বেশি গভীর হয়!আর যে বেশি গভীর হয়,সেই বেশি অভিমান করে এবং ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে বারবার মূর্ছা যায়!মানুষটাকে অন্য কারো পাশে দেখলে হিংসায় জ্বলে পুড়ে নিজের ভেতরই শেষ হয়!

আর তাই সম্পর্ক গভীর হলে অপর পাশের মানুষটার অবহেলা বেড়ে যায়,বেড়ে যায় বিরক্তি ভাব!তারপর একটা সময় সেই মানুষটা থেকে পালানোর পথ খোঁজে!

যাকে হারানোর ভয়ে এত পাগলামি করে,সেই ভালোবাসার মানুষটাই একটা সময় সম্পর্কের শেকল থেকে বেড়িয়ে যায় নিজের অজান্তেই নিঃশব্দে,অযাচিত কিংবা অপ্রত্যাশিত ভাবে!সম্পর্কে গভীর না হলে, পৃথিবীর কেউই সম্পর্কে বেশিদিন আটকে থাকে না–কস্মিনকালেও না!

লেখায়ঃ Md. Fahad Mia🌼

📸অদিতি🌸

এই বৃদ্ধ লোকের একটা গল্প আছে।উনার বয়স ৯০ বছর। কিছুদিন হলো উনি উনার স্ত্রীকে হারিয়েছেন। উনার ছেলের সাথে ট্রেইনে করে কোথাও...
07/08/2022

এই বৃদ্ধ লোকের একটা গল্প আছে।

উনার বয়স ৯০ বছর। কিছুদিন হলো উনি উনার স্ত্রীকে হারিয়েছেন। উনার ছেলের সাথে ট্রেইনে করে কোথাও যাচ্ছিলেন। জানালার দিকে তাকিয়ে কেমন যেনো মন মরা হয়েছিলেন।

তখন উনার ছেলে উনার কিছু ছবি তুলে এবং সেই ছবি গুলো দেখিয়ে জিজ্ঞেস করে "এই লোকটা কে?" কিন্তু বৃদ্ধ লোকের কোনো রিয়েকশনই ছিলো না। তারপর সে তার মায়ের একটা ছবি বের করে দেখায় যিনি মারা গিয়েছেন।-

ছবিটি দেখা মাত্র বৃদ্ধ লোক চিৎকার দিয়ে বলে উঠেন "ফালাইয়া গেলিগা রে আমারে ফালাইয়া গেলিগা।" ৯০ বছর বয়সে এসেও উনি উনার স্ত্রী হারানোর ব্যথায় গোমড়া হয়ে আছেন যার সাথে সংসার বয়স ছিলো দীর্ঘ ৬৫ বছর।

মেয়ে মানুষ একটু সুন্দর হলেই হয়। আর কিছু লাগে না। দীর্ঘমেয়াদি মন খারাপ নিয়ে থাকতে হয় না৷ সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করলেই...
06/08/2022

মেয়ে মানুষ একটু সুন্দর হলেই হয়। আর কিছু লাগে না। দীর্ঘমেয়াদি মন খারাপ নিয়ে থাকতে হয় না৷ সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করলেই রিয়েক্ট, কমেন্টে ভরে যায়। ইনবক্সে সরগম তো লেগেই থাকে।

প্রেমিক থাকলে সেও খুব বেশি কেয়ারিং হয়ে যায়। ছেলে বন্ধুরা তো পাশ ছাড়তেই চায় না৷ আত্মীয়-স্বজনের কাছে কোনো আবদার করলে না রেখে পারে না।

অপরিচিত একজনের কাছে সাহায্য চাইলে দশ জন ছুটে আসে সাহায্য করতে।

ক্লাসে পড়া না পারলে স্যাররা জোরে ধমক দেয় না।

অফিসের বস মুখের দিকে চেয়ে বেশি কাজের চাপ দেয় না।

যে যাই বলুক, পুরুষ মানুষের কাছে সুন্দরী মেয়েরাই বরাবর অগ্রাধিকার পায়। তাদের ন্যাকামি,রাগ,অভিমান,আবদার,চোখের পানি সবকিছুর মোটামুটি ভালোই দাম আছে।

© সেতু জিৎ
📷: palavi

পা দিয়ে লিখে চারবার জিপিএ-৫ পাওয়া তামান্না এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ===================================...
05/08/2022

পা দিয়ে লিখে চারবার জিপিএ-৫ পাওয়া তামান্না এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
===========================================
জন্ম থেকে দুই হাত ও এক পা না থাকা যশোরের ঝিকরগাছার অদম্য মেধাবী তামান্না নুরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছেন। সেই পরীক্ষায় ‘প্রতিবন্ধী কোটা’ ব্যবহার করার সুযোগ থাকলেও তা নেননি তিনি।

ফলাফল প্রকাশের পর তামান্নার সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তামান্না বলেন, এখন তার স্বপ্ন, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিষয়ে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হওয়া।

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) আব্দুর রশিদ অর্ণব বলেন, “তামান্নার প্রতিবন্ধী কোটায় পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ নেয়নি। নিজের মেধার জোরে সে পড়াশোনা করতে চায়।

“তার এ অদম্য ছুটে চলা অবশ্যই প্রশংসিত। ওর জন্য শুভকামনা রইল।”

অভিনন্দন খান সাহেব।
05/08/2022

অভিনন্দন খান সাহেব।

আব্বু কথা রেখেছেন। তিনবার ইন্টারমিডিয়েট ফেল করার পর আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছেন রিকশা‌ওয়ালার সাথে। সব বাবাই যদিও এ...
04/08/2022

আব্বু কথা রেখেছেন। তিনবার ইন্টারমিডিয়েট ফেল করার পর আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছেন রিকশা‌ওয়ালার সাথে।

সব বাবাই যদিও এরকম কথা রা-গ করে বলেন কিন্তু আমার আব্বু এক কথার‌ মানুষ। বলেছেন এবং দিয়েছেন।

আমার রিকশা‌ওয়ালা দুলাভাইকে নিয়ে আমি খুবই বিরক্ত। যখন তখন আমার সাথে এসে শালী শালী বলে ঢং করেন লোকের মধ্যে আমার খুবই বিরক্ত লাগে।

ভয়ে ভয়ে আমি ভালোভাবে পড়াশোনা করছি। আমি ফেল করতে চাইনা। আমি রিকশা‌ওয়ালা বিয়ে করতে আগ্রহী ন‌ই।

দুলাভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা জানতাম না। আব্বু একদিন ওনার রিকশায় বাজার করে ফিরছিলেন তখন উনি আব্বুর সব বাজার নিজে হাতে করে বাসায় পৌছে দিয়ে গেছেন দেখে আব্বু মুগ্ধ হয়েছেন। যার ফলস্বরূপ ওনার সাথে আমার বোনের বিয়ে। কিন্তু ওনার ফ্যামিলির সাথে আমাদের এখনো দেখা হয়নি। দুলাভাই সারাদিন রিকশা চালিয়ে বাসায় এসে ঘাম মুছতে মুছতে ডাকেন,"ও ব‌উ,ও শালী!পানি দেও।''

মনের দুঃখে আমার বোন কয়েকবার আত**** ত্যা করতে গেছে। প্রতিবার‌ই আব্বুর কাছে জোরসে থা - প্প ড় খেয়েছে।

দুলাভাইকে আমার বোন দেখতে পারে না। রাতে আমার ঘরে এসে থাকে আর সারারাত কাঁদে, "লাবণ্য এ আমার কি হয়ে গেল রে!! আমার বয়ফ্রেন্ড ছিল সরকারি অফিসার আর আমার বিয়ে হয়ে গেল একটা রিকশা‌ওয়ালার সাথে রে!!!"

আপুকে সান্ত্বনা দেয়ার ভাষা আমার জানা নেই। সামনে আমারো রেজাল্ট আমি খুবই আ-তংকে আছি। হয়তো আমার বর হবে এক অটো‌ওয়ালা। তারপর দুই ভায়রা-ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সকালে একজন অটো নিয়ে বের হবে একজন রিকশা। এদিকে আমরা দুই বোন প্রাইভেট কার ছাড়া কোথাও যাই না। কি একটা অবস্থা!

দুঃশ্চিন্তায় শিউরে উঠে আমার আর সেই রাতে ঘুম হয় না।

আমার বিদেশ থাকা ফুপী বাসায় এসেই চিল্লাচিল্লি শুরু করেছেন! আব্বুকে বলছেন,এইটা তুমি কি করলা? এতবড় ক্ষতি কেউ নিজের মেয়ের করে? এরচেয়ে আমার কাছে পাঠিয়ে দিতা, আমি কি ম -রে গেছিলাম?

এসব বলতে বলতে আমার দুলাভাইয়ের কাছে গিয়ে রাগী গলায় বললেন,"you scoundrel, How dare you? I will see you!!"

দুলাভাই বললেন, "You can't,bcz she is my legal wife. And whatever, I have no mistakes actually.."

আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছি দেখে দুলাভাই আবার বললেন, "আমিও ভালো ঘরের সন্তান।আমিও ইন্টার ফেইল। ইংরেজিতে ভালোই ছিলাম অংকে ধরা খাইছি। এজন্য আমার আব্বুও আমাকে রিকশা কিনে দিছে!"

~সংগৃহীত

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন। পূ্র্বে এটি চার লাইনের ছড়াই ছিল। কিন্তু পরবর্তীতে এই ৪ লাইনের...
03/08/2022

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন। পূ্র্বে এটি চার লাইনের ছড়াই ছিল। কিন্তু পরবর্তীতে এই ৪ লাইনের ছড়ার সঙ্গে আরও ৪৮ লাইন যুক্ত করা হয়। তাই বলা হচ্ছে এটা ৫২ লাইনের।

৫২পঙ্​ক্তির আসল লেখক, নাদিয়া জামান। ২০১২ সালে এই যুক্তরাজ্য প্রবাসী সামহোয়্যার ইন ব্লগে এটি প্রকাশ করেন। তিনি ৪৮ পঙ্​ক্তি নিজে লিখে শেষের ৪ পঙ্​ক্তিতে প্রচলিত ‘হাট্টিমা টিম্ টিম’ ছড়াটি জুড়ে দেন।
'
'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনলো কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।'

সংগৃহীত : আমার বাংলাদেশ, আমার অহংকার

Address

সেন্টাল প্লাজা (৩য় তলা), জিইসি মোড়, চট্টগ্রাম
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when আমার মিরসরাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies