Umme's Kitchen

Umme's Kitchen আমার প্রতিদিনের রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি...
(12)

17/06/2024

আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানায়।🥰

আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। 🥰
17/06/2024

আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। 🥰

15/06/2024

ইত্যাদি এমন একটা শব্দ। যা পরীক্ষায় আমাদের অনেক সময় বাচিয়ে দেয়।😜😂

14/06/2024

আজকে পবিত্র জিলহজ্জ মাসের প্রথম জুম্মা এবং বিশেষ ফজিলতপূর্ন দু'আ কবুলের দিন তাই
আস্তে আস্তে পড়তে থাকেন ❤️
1.সুবাহানআল্লাহ
2.আলহামদুলিল্লাহ
3.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
4.আল্লাহু আকবর
5.আস্তাগফিরুল্লাহ
6. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
7. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
8. আল্লাহুমাগফিরলি
9. আল্লাহুম্মা আজিরনি মিনান্নার
10. ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিস
11.জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু
12. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া
13. আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম
14.লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন
15. ইয়া হালালাল মুশকিলাত
16.আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
17.ইয়া আরহামার রাহিমীন
18.ইয়্যা কানাহ'বুদু ওয়া ইয়্যা কানাসতাঈন
19. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খ তিমাহ
20. আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক
21. আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযু বিকা মিনান্নার
22.আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস সাদাত আস সাবুর
23. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু আহাদান ছমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ
24. লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
25. ওয়াল্লাজিনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আই নিউ ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা
26.ইয়া ওয়াদুদু
27. রাব্বি হাবলি মিনাস সলিহিন
28.ইন্নামা আশকু বাছহি অ হুজনি ইলাল্লাহ
29. ইন্নাল্লাহা মাআ সবেরীন
30.হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
31. ইয়া রাব্বিগ ফিরলি
32.আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম
❤️পড়া শেষে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন।❤️

আমি ইদানিং এই টিপসটা ফলো করছি।😀
13/06/2024

আমি ইদানিং এই টিপসটা ফলো করছি।😀

আলহামদুলিল্লাহ।🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
12/06/2024

আলহামদুলিল্লাহ।🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

12/06/2024
বাঙালি মেক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেয়ার অভ্যাস নেই।কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে,...
11/06/2024

বাঙালি মেক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেয়ার অভ্যাস নেই।কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে,বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে(ব্যতিক্রম আছে তবে হাতেগোনা)।অনেক স্বামীরা স্ত্রীকে বলে তোমার প্রয়োজন হলে আমাকে বলবে।অথচ বেশীরভাগ মেয়েই লজ্জা ও সংকোচে স্বামীকে অনেক কিছুই বলে না।অনেক মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা ও ভাইয়ের কাছেই বলেনা।সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে??
তাছাড়া স্ত্রীর ইচ্ছে হতে পারে দান সাদকা করতে,প্রিয়জনদের ছোটখাটো গিফট দিতে,পছন্দের বই কিনতে।ভাবে মেয়ে বাসায় আছে টাকা লাগবে না,অথচ একটা মেয়ের কি আসলেই কিছুর প্রয়োজন হয় না??
ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে,মেয়ে মানুষের কিসের খরচ??মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই এটা একটা অযৌক্তিক কথা।প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেয়ার টাকাও অনেক মেয়েদের থাকেনা।
কয়জন বাবা,ভাই,স্বামী তার মেয়ে,বোনকে,স্ত্রীকে হাতখরচের টাকা দিচ্ছে??হাত খরচ দেয়ার কথা অনেক পুরুষদের মাথায় ই থাকেনা।বাসায় খাচ্ছে পরছে আবার টাকা লাগবে কেন??
পরিবার থেকেই আগলে রাখুন নারীদের।আপনি নিজের মেয়ের জন্য সব করবেন,স্ত্রীর জন্য কিছুই না।এটা কখনোই ইসলাম বলেনা।.
জননীর কদর নেই।জননীর বাচ্চার কদর!!!!ইসলাম নারীর যে অধিকার দিয়েছে একজন পুরুষ হিসেবে নিজের ঘরেই সে অধিকার প্রতিষ্ঠা করেন।
নিজের ঘরের মেয়েদের কে সামান্য করে হলেও হাত খরচের অভ্যাস গড়ে তুলেন ভাইয়েরা।কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা,স্বামী,ভাই থেকে চাইতে লজ্জাবোধ করে।
বাবা ও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে।কিন্তু স্বামীর কাছে অনেক মেয়েরাই টাকা চাইতে পারেনা।বউদের দোষ বেশী থাকে।কিছু টাকা খরচ করলেও দিন শেষে হিসাব হয় এই টাকা কোথায় খরচ হল?বউ অনেক খরুচে!!মেয়েরা যেহেতু লাজুক তাই মাসে একটা ফিক্সড এমাউন্ট বউকে দিয়ে বলুন এই টাকা তোমার ইচ্ছেমতো খরচ করো।

আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর কখনো খোঁটা দিতে পারবেন না। এই অধিকার আপনার নেই।

বরং তার ভরণ-পোষণ সহ নিত্য প্রয়োজনাদি মেটানো আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য। বাড়িওয়ালার ভাড়া চুকানোর সময় আমরা কখনো এমনটা ভাবি না যে, এটা তার প্রতি আমার অনুগ্রহ। দোকানীকে বিল দেয়ার সময় আমরা কখনো মনে করি না যে, তার প্রতি দয়া করছি। বরং কেউ যদি কখনো এদের সাথে অনুগ্রহ সূলভ আচরণ করে, তার কপালে চড় থাপ্পড়ও জুটতে পারে।

কখনো স্ত্রীকে বলবেন না, 'সারাদিন এতো টাকা টাকা করো কেন? টাকা দিয়ে কী করো? কামাই করো না তো, তাই বুঝো না কত কষ্টে এই টাকা কামাই।'

এমন অনেক মানুষকে চিনি, যারা ঈদ উপলক্ষে পপরিবারের জন্য আয়োজন করে শপিং করে। নানারকম ঈদসামগ্রী কিনে দেয়। অথচ স্ত্রীর সরলতার সুযোগ নিয়ে তাকে পুরোপুরি বঞ্চিত করে।সবারটা হলেও বউয়ের জন্য কিনার সময় কেনো জানি টাকার কম পরে যায়।স্বামীকে খুশী করতে বউ সেটাও মেনে নেন।আচ্ছা এমন কখনও হয়েছে যে আপনার পকেটে টাকা কম মায়ের জন্য কিনবেন নাকি বউয়ের জন্য?আপনি মায়ের জন্যই কিনে বাড়ি ফিরবেন।মা না পেয়ে বউ পেলে বউ খারাপ কিন্তু বউ এর ভাগ মা পেলে বউ অনেক ভালো।এমনও হতে পারে, আপনার পরিবারের অন্যান্য সদস্যদের দেয়ার মতো অনেকেই আছে। আপনার অন্য ভাইবোনেরা আছে।বাবা আছেন।কিন্তু আপনার স্ত্রী? তাকে দেয়ার মতো কে আছে আপনি ছাড়া?আপনিই তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন একমাত্র অভিভাবকের দাবি করে।এখন অভিভাবক হিসাবে কি দায়িত্ব আপনি পালন করলেন তার জবাব সৃষ্টিকর্তাকে কি দিবেন?বাবা ভাই যখন অভিভাবক ছিলেন তখন আরাম আয়েশে নানান আবদারে জীবন কাটানো মেয়েটিও আপনার কাছে এসে হাসিমুখে বলে "কিছু লাগবে না।" তার এই কথার পিছনের প্রয়োজন আপনি না বুঝলেও তার বাবা ভাই কিন্তু বুঝতেন।

একটা কোর্সের রেজিস্ট্রেশনের কাজ সামাল দিতে গিয়ে দেখলাম, বহু বোন তাদের ফ্যামিলির কাছ থেকে নূন্যতম হাত খরচটাও পান না। ইসলামি শারিয়াহর প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা জানিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বাহিরে জব করেন না হয়তো। কিন্তু বাবা, ভাই কিংবা স্বামীর পক্ষ থেকে তাদের ন্যায্য খরচটুকুও পাওয়া হয় না।আআল্লাহর হুকুম মেনে ঘরের বাহিরে তারা উপার্জন করেন না কিন্তু তাদের মধ্যেও একটা লজ্জাবোধ থাকে যে তারা হয়তো পরিবারের পুরুষটার বোঝা।তাই তারা টাকা চাইতে লজ্জাবোধ করেন।অন্যের হক বুঝিয়ে না দিয়ে আপনি মাহফিলে মাহফিলে দৌড়াচ্ছেন? মাসের পর মাস তাবলীগে সময় দিচ্ছেন? এই ইসলাম আপনি পেলেন কোত্থেকে?

লিখাঃ- উস্তাদ আবুল হাসানাত কাসিম,,

ভাগ্য খোলার দোয়া।
11/06/2024

ভাগ্য খোলার দোয়া।

11/06/2024

08/06/2024

07/06/2024

বিস্কুট বা মুড়ি নরম হয়ে গেলে। সেটাকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন 🤔🤔

07/06/2024

আসসালামু আলাইকুম। সাবাইকে পবিত্র জুমার দিনে। জুম্মা মুবারক জানায়।🥰

06/06/2024

বাপের বাড়ী থেকে কাঁঠাল এনেছে। মাশাআল্লাহ আমাদের কাঁঠাল গুলো অনেক মিষ্টি। 😋

06/06/2024

সকালে ঘুম থেকে নিজে উঠেন। নাকি অপমান করে উঠাতে হয়।😜🤣

টাকা পয়সা থাকলে মূর্খ লোকের কথা ও বানী।
05/06/2024

টাকা পয়সা থাকলে মূর্খ লোকের কথা ও বানী।

04/06/2024

ধন -সম্পদ থাকা জরুরি নয়। জীবনে শান্তি থাকা জরুরি।☺️

04/06/2024

01/06/2024

01/06/2024

আপনার অর্ধেক সুন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে,আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে।তাই কথা ও চরিত্র সুন্দর করুন।🌼

যাদের সাথে হিসাব করে কথা বলতে হয়। তারা আবার কেমন আপন জন।
31/05/2024

যাদের সাথে হিসাব করে কথা বলতে হয়। তারা আবার কেমন আপন জন।

30/05/2024

আলো দিয়ে মুরগি রান্না।রুটি আর ভাতের, সাথে খেতে অনেক বেশি ভাল লাগে।😋

মানুষের সাথে কম কথা বলবেন। কম মিশবেন।দেখবেন! আপনার এই পৃথিবীতে কোন শত্রু নেই।🖤
30/05/2024

মানুষের সাথে কম কথা বলবেন। কম মিশবেন।দেখবেন! আপনার এই পৃথিবীতে কোন শত্রু নেই।🖤

29/05/2024

দিন শেষে একটাই ভরসা, হাসবোনাল্লাহু ওয়ানিইমাল ওয়া কিল। আমার আল্লাহই যথেষ্ট। ❤️

অনেক দিন আগের তোলা একটা চবি। গ্রামের পরিবেশ  আমার ছেলেটা অনেক পছন্দ করে।আমার ছেলেটা তার নানার বাড়িতে গেলে এভাবে চোটে বেড়...
29/05/2024

অনেক দিন আগের তোলা একটা চবি। গ্রামের পরিবেশ আমার ছেলেটা অনেক পছন্দ করে।আমার ছেলেটা তার নানার বাড়িতে গেলে এভাবে চোটে বেড়ায়।🥰

28/05/2024

টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ। পৃথিবীর যে কোন মিউজিককে হার মানায়!

27/05/2024

সুখে থাকতে বেশি কিছুর দরকার নেয়। কোন এক বৃষ্টির সকালে এক প্লেট খিচুড়ি যথেষ্ট। ❤️❤️
27/05/2024

সুখে থাকতে বেশি কিছুর দরকার নেয়। কোন এক বৃষ্টির সকালে এক প্লেট খিচুড়ি যথেষ্ট। ❤️❤️

অসাধারন দৃশ্য। আমার সবচেয়ে ভাল লাগা এই রাস্তা। বাপের বাড়ীর   রাস্তা। 🥰
26/05/2024

অসাধারন দৃশ্য। আমার সবচেয়ে ভাল লাগা এই রাস্তা। বাপের বাড়ীর রাস্তা। 🥰

24/05/2024

সম্মান পেতে হলে, সম্মান দিতে শেখো!! যদি তুমি নিজে সম্মান দিতে না পারো।তাহলে অন্যের কাছে সম্মান পাওয়ার আশা করা নিতান্তই মূর্খামি।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Umme's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Video Creators in Chittagong

Show All

You may also like