Awesome Me

Awesome Me For sponsors. [email protected]
Brand promoting :[email protected]
(1)

আইজ থেইকা ১৬ বছর আগে আমি আমার বউ-বাচ্চাদের নিয়া পটুয়াখালি যাইতে ছিলাম।বড় কোন লঞ্চে যায়গা না পায়া বাধ্য হইয়া ছোট লঞ...
09/12/2024

আইজ থেইকা ১৬ বছর আগে আমি আমার বউ-বাচ্চাদের নিয়া পটুয়াখালি যাইতে ছিলাম।বড় কোন লঞ্চে যায়গা না পায়া বাধ্য হইয়া ছোট লঞ্চে উঠসিলাম।গভীর রাইতে হঠাৎ কইরা লঞ্চটা উলটায়া যায়। চোখের পলক পরার আগেই পানি ডুইকা যায়, পানির ধাক্কায় আমি বাইরে চইলা আসি।
সকালে উইঠা দেখি আমি চাঁদপুরের এক হাসপাতালে।আমি তহনি বাহির হইয়া গিয়া আমার বউ-বাচ্চারে খুঁজতে থাকি।মানুষ একের পর এক লাশ আইনা রাখতাসে।
বিকালের দিকে একটা বাচ্চা মেয়ের লাশ আইনা রাখে আমি মুখের কাপড় সরায়া দেখি আমার মেয়ে।ভাই নিজের ৪ বছরের মেয়ের লাশ দেখা যে কি কষ্টের, আমার বুকটা ফাইটা যাইতে ছিল।যেই মেয়ে কালকে আমারে বলল আব্বা আব্বা আমারে এই জামাটা কিনা দেও ঈদের লেইগা, কিনাও দিলাম।কিন্তু ও জামাডা পইরা যাইতে পারলো না।
কি দোষ করসিলো আমার মায়াডা।আমার বউয়ের লাশডা আমি।খুইজা পাই নাই।
তারপর থেইকা আমি ঢাকার এই ship yard এ কাম করি,সব জাহাজ নিজের মন দিয়া বানাই,কোন খুদ রাখি না।দোয়া করি আমার সাথে যা হইসে তা জানি আর কারো লগে না হয়।

08/12/2024

আলহামদুলিল্লাহ
সিরিয়া ❤️❤️❤️❤️
আল্লাহর বিচার দেরিতে হলেও হয় ঠিকি

Nowrin afrose priya kot Check comment box......link
02/12/2024

Nowrin afrose priya kot
Check comment box......link

16/11/2024

রেনডিয়ার দাদাদের উদ্দেশ্যে বলা হলো আপনাদের মেজ্জানর দাওয়াত থাকলো। আয়্যু মেজ্জান হাইবার লাই,মা।।।র পোয়াইন। ゚viral

15/11/2024

চিন্তা করিও না চট্টগ্রামকে নেওয়ার দুইদিন পরে আবার ফেরত দিবে, শুধু ভাষা না বোঝার ব্যার্থতায়।সাথে‌ গালিতো ফ্রী
লোড নিতে পারবে না ??
😆😆😆
জদি নিতে পারো🤣🤣

13/11/2024

chittagong সি আর বি তে দুই পক্ষের ভয়ানক মারামারি। আশেপাশের মানুষ আতংকে পরে গেসে।ভয়ানক অবস্থা ,আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। ゚viralシ

13/11/2024

চট্টগ্রাম কিছুক্ষণ উপজাতির, কিছুক্ষণ ইস্কনের, কিছুক্ষণ ভারতের! কিছুক্ষণ রোহিঙ্গার
বুঝতেছিনা আমরা কার!!

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দোষ ছিল ৬ বছরের নিষ্পাপ বাচ্চাটার ?আল্লাহ বেহেস্ত নসিব করুন।💔💔💔💔
10/11/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দোষ ছিল ৬ বছরের নিষ্পাপ বাচ্চাটার ?
আল্লাহ বেহেস্ত নসিব করুন।💔💔💔💔

 ৫০,০০০ টাকা পুরস্কার এর ঘোষণা দিয়েছে।মেয়েটা হারিয়ে যাওয়ার আজ ৩দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো ফিরে আসেনি! মা-বাবা ভাইবোনদের...
08/11/2024


৫০,০০০ টাকা পুরস্কার এর ঘোষণা দিয়েছে।

মেয়েটা হারিয়ে যাওয়ার আজ ৩দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো ফিরে আসেনি! মা-বাবা ভাইবোনদের আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে,

যারা এই অবুঝ শিশুটির সন্ধান দিতে পারবেন তাকে পুরস্কৃত করা হবে। দয়া করে এই অবুঝ শিশুকে পেতে সহযোগিতা করার জন্য অনুরোধ রইলো। যোগাযোগের নাম্বার 01725559232

হয়তো আমাদের প্রচুর প্রচারনার কারণে মেয়েটির সন্ধান আসতে পারে।ইনশাআল্লাহ।

মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে...
07/11/2024

মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিগিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ 😭। ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।

যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

অনেক অনেক ধন্যবাদ এমন হাগার হাগার জরিমানার নতুন আইন আনার জন্য অনেক উপকার করলেন।হোগা টা আরেকটু ভালো কইরা মারেন। একদম লাল ...
05/11/2024

অনেক অনেক ধন্যবাদ
এমন হাগার হাগার জরিমানার নতুন আইন আনার জন্য
অনেক উপকার করলেন।
হোগা টা আরেকটু ভালো কইরা মারেন। একদম লাল করি দেন। আরেকটু বারাই দেন মামলার জরিমানা গুলা আপনাদের লস হই জাবে।

16/10/2024

একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যরা তার দিকে ছুড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে।

14/10/2024

হি/জ/বু/ল্লা/হ/র ড্রো"ন হা'ম'লা'য়
ই/জ/রা/য়ে/লে/র সে'না'বা'হি'নী'র প্র'ধা'ন স'হ ৬৭ জ'ন নি'হ'ত

12/10/2024

উমর ইবনে খাত্তাব রাযি. বলেন,

যে ব্যক্তি মানুষের কাছে নিজেকে এমন গুণাবলি দিয়ে সাজিয়ে প্রকাশ করবে, যা তার সত্যিকার অবস্থার বিপরীত, সে আল্লাহ তাআলার কাছে নিন্দিত ও অপমানিত হবে।

- আদ দারাকুতনি, ৪/২০৭

10/10/2024

রাসুল (সা.) বলেছেন, ‘কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ন করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মাদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করবো। (সুনানে আবু দাউদ : ৩০৫২।)

ওই ব্যক্তির উপর জুলুম করাকে ভয় পাও"- যার চোখে পানি ছাড়া আর কিছুই নেই প্রতিশোধ নেয়ার মতো।- হজরত আলী (রাঃ)
09/10/2024

ওই ব্যক্তির উপর জুলুম করাকে ভয় পাও"- যার চোখে পানি ছাড়া আর কিছুই নেই প্রতিশোধ নেয়ার মতো।

- হজরত আলী (রাঃ)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Awesome Me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Chittagong

Show All