AGAMiLabs Limited

AGAMiLabs Limited AGAMiLabs Limited is a creative house of Animation, Software and Web development.

AGAMiLabs Limitedis a creative house developing Animation, Game, Apps, Mobile Intelligence

16/12/2024
বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই-  শুভ নববর্ষ
14/04/2024

বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই- শুভ নববর্ষ

আগামীল্যাবস লিমিটেড এর ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন ব্যবহার করে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি অনুষ্...
23/02/2024

আগামীল্যাবস লিমিটেড এর ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন ব্যবহার করে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি অনুষ্ঠান চলমান।

AGAMiLabs Limited  এর ইভেন্ট ম্যনেজমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে, ৯৪ ব্যাচ কক্সবাজার কর্তৃক আয়োজিত  "৩০ বছর পূর্তি  উৎ...
09/12/2023

AGAMiLabs Limited এর ইভেন্ট ম্যনেজমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে, ৯৪ ব্যাচ কক্সবাজার কর্তৃক আয়োজিত "৩০ বছর পূর্তি উৎসব " অনুষ্ঠান -২০২৪ এর অনলাইন রেজিষ্ট্রেশন, পেমেন্ট কালেকশন, মানি রিসিপ্ট ও প্রয়োজনীয় রিপোর্টিং ব্যবস্থাপনা বিষয়ক AGAMiLabs Limited ও ৯৪ ব্যাচ কক্সবাজার- এর মধ্যকার চুক্তিপত্র স্বাক্ষরিত।

26/11/2023

এইচ এস সি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকলকে আগামীল্যাবস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

AGAMiLabs Limited  এর ইভেন্ট ম্যনেজমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে, নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়ো...
20/11/2023

AGAMiLabs Limited এর ইভেন্ট ম্যনেজমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে, নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত "৫৫ বর্ষ উদযাপন " অনুষ্ঠান -২০২৪ এর অনলাইন রেজিষ্ট্রেশন, পেমেন্ট কালেকশন, মানি রিসিপ্ট ও প্রয়োজনীয় রিপোর্টিং ব্যবস্থাপনা বিষয়ক AGAMiLabs Limited ও নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর মধ্যকার চুক্তিপত্র স্বাক্ষরিত।

রেজিষ্ট্রেশন লিংক :

nghsalumni.org

আপনি কি আপনার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান [স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়] -এর জন্য একটি ডাইনামিক ওয়েবসাইট বা পূর্ণাঙ্...
05/09/2023

আপনি কি আপনার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান [স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়] -এর জন্য একটি ডাইনামিক ওয়েবসাইট বা পূর্ণাঙ্গ অটোমেশন সফটওয়্যার নিতে আগ্রহী?

আগামীল্যাবস লিমিটেডের দক্ষ এবং অভিজ্ঞ CSE গ্র্যাজুয়েটদের দ্বারা তৈরি শিক্ষা প্রতিষ্ঠান অটোমেশন সফটওয়্যার দিয়েই আপনার প্রতিষ্ঠানের যাবতীয় চাহিদা পূরণ করতে পারেন।

⭐ আমাদের অনন্য বৈশিষ্ট্য:

- গ্রাহকের চাহিদাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মানে ও সেবায় ক্লায়েন্টের প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়া।
- যথাযথ ও দ্রুততম ক্লায়েন্ট সাপোর্ট দেয়ার জন্য নিবেদিত ও পরীক্ষিত টিম।
- চাহিদা অনুযায়ী প্যাকেজ ও মডিউল সরবরাহের ব্যবস্থা।
- বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার সলিউশন দেয়ার সফল অভিজ্ঞতা।

⭐ AGAMi EduSoft-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি:

- শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদা ও প্রতিষ্ঠানের আধুনিকায়নের সহযোগী ফিচার সম্বলিত সম্পূর্ণ ডায়নামিক ওয়েবপোর্টাল।
- আধুনিক ব্যবস্থাপনায় ওয়েবসাইসাইটের সকল তথ্য সহজেই পরিবর্তন যোগ্য ও অপটিমাইজেশনের কারণে দ্রুতগতি সম্পন্ন।
- এডমিন, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্টাফদের জন্য স্ব স্ব ইউজার ব্যবস্থাপনা।
- এক্সেল ফাইলের মাধ্যমে একসাথে অনেক স্টুডেন্ট এন্ট্রির ব্যবস্থা।
- প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট তথ্য পিডিএফ/ এক্সেলে ডাউনলোড সুবিধা।
- স্টুডেন্ট আইডি কার্ড প্রস্তুতকরণের সুবিধা।
- স্কলারশিপ ব্যবস্থাপনা।
- রুটিন, সিলেবাস, প্রশংসাপত্র, ছাড়পত্র, হলিডে সেটআপ ও ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা।
- শিক্ষার্থী / অভিভাবক ঘরে বসেই ফি প্রদান ও পেমেন্ট রিপোর্ট।
- উপস্থিতি রিপোর্ট ও এসএমএস পাঠানোর সুবিধা।
- পরীক্ষার ফলাফল, ট্রান্সক্রিপ্ট, হোমওয়ার্ক, রুটিন, নোটিশ ইত্যাদি স্ব স্ব একাউন্ট থেকেই দেখার সুবিধা।
- ঝামেলা মুক্ত ও সহজে অনলাইন ভর্তি, পেমেন্ট, রেজিস্ট্রার ও প্রয়োজনীয় প্রক্রিয়া ব্যবস্থাপনা।
- নতুন ও পুরাতন উভয় পদ্ধতিতে প্রতিষ্ঠানের চাহিদা, নীতিমালা ও নিজস্ব পদ্ধতি অনুযায়ী ফলাফল প্রস্তুত করা এবং স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট তৈরি করার সুবিধা।
- বিনা খরচে অ্যাপের মাধ্যমে সহজ ভাবে ছাত্র, শিক্ষক, স্টাফদের উপস্থিতি, রিপোর্টিং ও এস এম এস পাঠানোর ব্যবস্থা।
- অডিট ফ্রেন্ডলি ও সহজ ইনপুট ব্যবস্থাপনার মাধ্যমে একাউন্টিং ম্যানেজম্যান্ট সিস্টেম যার মাধ্যমে খতিয়ান, ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, গ্রহণ-প্রদান রিপোর্ট, ব্যালেন্সসীট এবং অন্য যেকোন বছরের সাথে তুলনামূলক রিপোর্ট তৈরির সুযোগ।
- প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বেতন-রশীদ তৈরির সুযোগ, ঘরে বসে ফি-দেওয়া ও বিভিন্ন রিপোর্টিং ব্যবস্থা।
- আদর্শ লাইব্রেরি ম্যানেজম্যান্ট সিস্টেম।
- প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য এলামনাই ম্যানেজমেন্ট সিস্টেম যেন পুরাতন শিক্ষার্থীদেন সনাক্ত করা যায়।

# ডেমো লিংক : https://my.eschoolbd.org/

বিস্তারিত জানতে যোগাযোগ করুণ-
👉 আগামীল্যাবস লিমিটেড অফিস: N.K ভবন , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-৪৩৩১
👉 মেইল: [email protected]
👉 মোবাইল: 01312257899 [WhatsApp]
👉 ওয়েবসাইট: agamilabs.com

আগামীল্যাবস লিমিটেডের আরও একটি মাইলফলক!!! আজ চট্টগ্রাম বিজিএমইএ ভবনে- Chittagong University Centre for Business Administ...
01/09/2023

আগামীল্যাবস লিমিটেডের আরও একটি মাইলফলক!!!

আজ চট্টগ্রাম বিজিএমইএ ভবনে- Chittagong University Centre for Business Administration (CUCBA) Alumni Association এবং AGAMiLabs Ltd -এর মধ্যকার Alumni Association Website & Membership Portal নির্মাণ বিষয়ক চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত।

AGAMiLabs Limited  এর ইভেন্ট ম্যনেজমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে, নিজামপুর সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন...
05/08/2023

AGAMiLabs Limited এর ইভেন্ট ম্যনেজমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে, নিজামপুর সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী পরিষদ -২০২৩ এর- প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠান -২০২৩ এর অনলাইন রেজিষ্ট্রেশন, পেমেন্ট কালেকশন, মানি রিসিপ্ট ও প্রয়োজনীয় রিপোর্টিং ব্যবস্থাপনা বিষয়ক AGAMiLabs Limited ও নিজামপুর সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী পরিষদ -২০২৩-এর মধ্যকার চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর সামস-উদ-দৌহা, প্রফেসর বেণু কুমার দে, প্রফেসর রফিক উদ্দিন, এইচ এম জিলানী চৌধুরী, মোঃ কামাল উদ্দিন, মোঃ মাহফুজুল হক মনি, কাজী আফাজউল্লাহ, নুরুল আলম নিজামি, প্রফেসর তাপস কুমার ভৌমিক প্রমুখ।

01/07/2023

আমাদের প্রিয় সহকর্মী ফরহাদ কাসেম টিপু'র মাতা পরলোকগমন করায় আগামীল্যাবস লিমিটেড পরিবার গভীরভাবে শোকাহত।

Address

Chittagong University Road
Chittagong
4331

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801312257899

Alerts

Be the first to know and let us send you an email when AGAMiLabs Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AGAMiLabs Limited:

Videos

Share

WE DREAM. WE BUILD.

AGAMiLabs Limited is a creative house working on Animation, Game development, Application software development, Mobile apps development with intelligence