Tohid

Tohid Beautiful things can happen when you distance yourself from the negative.

রমজান মাসে একজন মুসলিমের দৈনন্দিন রুটিন ⤵️🌙 রমজানের আদর্শ মুসলিম রুটিন ও ইবাদতের পরিকল্পনারমজান মাসে সময়ের সঠিক ব্যবহার ...
01/03/2025

রমজান মাসে একজন মুসলিমের দৈনন্দিন রুটিন ⤵️

🌙 রমজানের আদর্শ মুসলিম রুটিন ও ইবাদতের পরিকল্পনা

রমজান মাসে সময়ের সঠিক ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। নিচে একটি আদর্শ রুটিন দেওয়া হলো, যা ইবাদত, কাজ, ও দৈনন্দিন দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে।

---

🌙 রমজানের আদর্শন:

✨ রাত (তাহাজ্জুদ ও সেহরি)

৪:০০ AM – জাগ্রত হওয়া ও ওজু করা

৪:১০ AM – তাহাজ্জুদ নামাজ (২-৮ রাকাত)

৪:৩০ AM – কুরআন তিলাওয়াত, তাসবিহ, দোয়া

৪:৫০ AM – সেহরি খাওয়া

৫:১০ AM – ফজরের প্রস্তুতি ও দোয়া

৫:২০ AM – ফজরের নামাজ ও কুরআন তিলাওয়াত

৫:৪৫ AM – তাসবিহ ও সকালবেলার দোয়া

৬:০০ AM – বিশ্রাম বা হালকা ঘুম

---

☀️ সকাল (ইবাদত ও কাজের প্রস্তুতি)

৮:০০ AM – ঘুম থেকে ওঠা ও দোয়া করা

৮:১৫ AM – কাজের পরিকল্পনা বা কুরআন তিলাওয়াত

৮:৩০ AM - ১২:৩০ PM – অফিস/ব্যবসা/কাজের দায়িত্ব পালন

১২:৩০ PM – যোহরের প্রস্তুতি

---

🕌 দুপুর (যোহর ও বিশ্রাম)

১২:৪৫ PM – যোহরের নামাজ ও কুরআন তিলাওয়াত

১:১৫ PM – হালকা বিশ্রাম বা আত্মউন্নয়নমূলক পড়াশোনা

২:৩০ PM – কাজে ফেরা বা প্রয়োজনীয় কাজ করা

---

🌆 বিকেল (আসর ও ইবাদত)

৪:১৫ PM – আসরের নামাজ

৪:৪৫ PM – দোয়া, তাসবিহ, ইসলামিক বই পড়া

৫:৩০ PM – ইফতার প্রস্তুতি/দান-সদকা

৫:৫০ PM – কুরআন তিলাওয়াত ও দোয়া

---

🌇 সন্ধ্যা (ইফতার ও মাগরিব)

৬:০০ PM – ইফতার

৬:১৫ PM – মাগরিবের নামাজ

৬:৪৫ PM – পারিবারিক সময়

---

🌙 রাত (ইশা, তারাবিহ ও কিয়ামুল লাইল)

৮:৩০ PM – ইশার নামাজ

৯:০০ PM – তারাবিহ নামাজ (৮-২০ রাকাত)

১০:৩০ PM – কুরআন অধ্যয়ন, দোয়া, তাসবিহ

১১:৩০ PM – বিশ্রাম

---

🕌 ইবাদতের পরিকল্পনা (রমজানে বেশি সওয়াব অর্জনের জন্য)

✔ প্রতিদিন অন্তত ১ পারা কুরআন তিলাওয়াত
✔ প্রতিদিন ১০০ বার তাসবিহ ও ইস্তিগফার
✔ অতিরিক্ত নফল নামাজ: তাহাজ্জুদ, দোহা, আওয়াবিন
✔ মাসজিদে বেশি সময় ব্যয় করা (যদি সম্ভব হয়)
✔ সর্বোচ্চ দান-সদকা ও ফিতরা আদায় করা
✔ গীবত, অসৎ কাজ ও সময়ের অপচয় এড়িয়ে চলা
✔ সন্ধ্যায় ও শেষ রাতে বেশি বেশি দোয়া করা

---

📝 অতিরিক্ত পরামর্শ:

✅ সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা
✅ ধৈর্য ও সংযম বজায় রাখা
✅ কম কথা বলা, বেশি ইবাদত করা
✅ পরিবার ও আত্মীয়দের সঙ্গে সময় কাটানো

এই পরিকল্পনা অনুসরণ করলে রমজান আরও বরকতময় হবে, ইনশাআল্লাহ!

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বি...
24/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
(সংগৃহিত)

প্রকৃতির কিছু স্বাভাবিক সত্য মেনেই আমাদেরকে দুনিয়ায় চলতে হবে। এ ব্যাপারগুলো যত ভাল বুঝবো জীবন ততো সহজ মনে হবে। সময়ের সাথ...
22/08/2024

প্রকৃতির কিছু স্বাভাবিক সত্য মেনেই আমাদেরকে দুনিয়ায় চলতে হবে। এ ব্যাপারগুলো যত ভাল বুঝবো জীবন ততো সহজ মনে হবে। সময়ের সাথে সাথে আমি চলে যাব পৃথিবী থেকে।আমার সুখ-দুঃখও চলে যাবে। পৃথিবী আমাকে কেন্দ্র করে ঘোরে না। আমার দুঃখ কষ্টে কারো কিছু যায় আসে না। আমাকে ভাল রাখা মন্দ রাখার জন্য কেউ দায়বদ্ধ না। আমার কাছে পৃথবী বিশাল কিছু মনে হলেও পৃথিবীর কাছে আমি কিছুই না। আমি চলে যাওয়ার পরে পৃথিবীর কোথাও কোন পরিবর্তন হবে না। সব আগের মতোই চলবে। আমার শুন্যতা প্রকৃতি পূরণ করে দেবে খুব সহজেই। শুধু আমিই চলে যাবো অচিন দেশে। জহির রায়হান এর হাজার বছরের মতো মকবুল বুড়োর জায়গায় মন্তু বসে পুঁথি পাঠ শুনবে। সবই থাকবে শুধু আমিই থাকবো না।

প্রকৃতির নির্ধারিত নিয়মের বাইরে আমরা কেউ না। তাই জীবন এমনভাবে সাজাতে হবে যেন বাস্তবতা বিবর্জিত না হয়। জীবন একটি উপহার কিন্তু সেটা খুব সীমিত সময়ের জন্য। নানা অধ্যায়ে জীবন নানা রঙে বর্ণে সাজানো।

সংগৃহীত : কোচ কাঞ্চন ওয়েবসাইট থেকে।

নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ*খাদ্য চাহিদাঃ১)২টা গাভী।২)৬টা মুরগী ১টা মোরগা।৩...
22/08/2024

নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ

*খাদ্য চাহিদাঃ

১)২টা গাভী।
২)৬টা মুরগী ১টা মোরগা।
৩)২বিঘা জমি ধান চাষ।
৪)একটা পুকুর।
৫)সবজি আঙিনা চাষ।

*বস্ত্র চাহিদা(উৎপাদন)ঃ

১)সেলাই ম্যাশিন(ম্যানোয়াল)।

*আদর্শ বাসস্থানঃ

১)বাড়ি সীমানা বেড়া/প্রাচীর দিয়ে ঘিরে দেয়া।
২)বাড়িতে উঠান রাখা।
৩)বাড়ির আঙ্গিনায় হালকা পাঁচ মিশালী সবজি চাষের ব্যাবস্থা করন।
৪)বাড়িতে টিউবয়েল স্থাপন/কুপ/হাউজ স্থাপন।
৫)সৌর বিদ্যুৎ শক্তি ও বায়োগ্যাস ব্যাবহার করা যেতে পারে।

*চিকিৎসাঃ

১)ফাস্ট এইড বক্স।
২)ঔষধি গাছ রোপন ও প্রয়োগ।
৩)নানা ঔষধি বই ও ম্যাটারিয়াল সংরক্ষন।
৪)কমন কিছু অসুস্থতা, যেমনঃ জ্বর, সর্দিকাশি,হাত,পা,বুক,মাথা ও শরীর ব্যাথা,কাটাছেড়া,চর্ম,চুলকানি এবং ঘাঁ ও ফোঁড়া ও গোটা ইত্যাদি বিষয়ের প্রাকৃতিক শুশ্রূষাময় প্রাচীন চিকিৎসা পদ্ধতি জেনে রাখা।

*শিক্ষাঃ

১)পারিবারিক লাইব্রেরী।
২)পারিবারিক হালাকা পয়েন্ট(যেখানে পারিবারিক ভাবে ইলম অর্জনের বা ইলম শেয়ারের ব্যাবস্থা থাকবে)
৩)মাদ্রাসা নির্মান।(সামাজিক ভাবে কয়েকটি পরিবার মিলে)।

Back to Nature Movement

"If you can stay positive in a negative situation, you win."
18/01/2024

"If you can stay positive in a negative situation, you win."

Bangkok Air port 🙂
18/10/2023

Bangkok Air port 🙂

Address

Chittagong

Telephone

+8801906761933

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tohid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tohid:

Videos

Share