আমাদের ঠিকানা→→ ফেসবুকে →www.Facebook.com/Junaidul.Islam97 ফেসবুক পেইজ→ www.facebook.com/Junaidbd97 টুইটারে → www.Twitter.com/Junaidbd97 ওয়েবসাইট → wwww.Junaidweb.Tk মোবাইল নং→ +8801846959497 টুপটাপ বৃষ্টি জরে,
মনের ওটানে,
চুপচাপ রাংগিয়ে দে,
মনের জমিন,
মেঘলা দিনে,
বর্ষা আমায় ডাকে,
একলা দিন,
খুজে বেডায় থাকে,
কিছু ভালবাসা রং ছড়িয়ে,
চুপিচুপি কাছে আসে,
কি করে থাকি ভুলে,
ভাবনায় দিন যায় চলে,
গনি প্রহর অ
পেক্কায়,
তুমি আসবে বলে,
দুর আকাশে চোখ রাখি,
সপ্ন উড়াই বাতাশে,
ছোট ছোট ইচ্ছা গুলো,
অভিমানে হারায়,
ভালবাসার যত কথা,
তোমায় বলতে চাই, ভাল যদি বাসতে হয়,
তবে থাকে বাসো,
যার মন পাথরের মতো শক্ত,
কারন সেই পাথরে যদি তুমি,
একবার ফুল ফুটাতে পারো,
তবে সে ফুল শুধু তোমার জন্যই,
শোভা বিতারন করবে............ আর্য ... অনেকটা পাগল টাইপের একটা
ছেলে, নিজের লাইফ নিয়ে ততোটা
না ভাবলেও
অন্যদের নিয়ে অনেক ভাবে
ছেলেটা,
,,
বিশেষ করে ওর বন্ধুগুলো কে নিয়ে....
যাদের কে ওর জীবনের সবথেকে বড়
অংশ মনে করে আর্য ...
সেই ছোটবেলা থেকে পরিবার
বলতে
তেমন কিছুই ছিলো না আর্যোর , , তাই
ওর ,ঔ বন্ধু গুলোই ছিলো
ওর জন্যে ,ওর পরিবার, জীবন ,
হাসিকান্না
স্বপ্ন আর যা কিছু একজন মানুষের
জীবনে
থাকতে পারে ....সব ....
তবে সময়ের পালাবদলের সাথে
সাথে, হঠাৎ
করেই , কেমন যেন অনেক কিছুই চেঞ্জ
হতে শুরু করে আর্যোর জীবনে..
যেই বন্ধু গুলো ওর জীবনের সব ছিলো ,
হঠ্যাৎ করে ,কেন যেনো হাত ছেড়ে
দেয় তারা ,সরে যায় পাশ থেকে, ,
হয়তো জীবনে নতুন প্রেমের ছোয়া
পেয়েছে তাই , মুল্যহীন বন্ধুটাকে
ভুলে
গেছে ওরা ....
আজ আর্য অনেক একা, বন্ধুগুলোও আর
সেই
আগের মতোন নেই,
জীবনের রং টাও তাই হয়তো আজ
হারিয়ে
যেতে বসেছে প্রায় ....
তাই অনেকটা বাধ্য হয়েই, , রঙ্গিন
ঔ ফেসবুকে প্রবেশ আর্যোর ...হয়তো
জীবনে
কিছু টা রং ফিরিয়ে আনার
প্রত্যাশায় ...
অনেকদিন পর ঢোকা, , তাই প্রাণের
বন্ধুগুলোর সাথে তোলা পুরোনো
সব ছবি গুলোই চেক্ করছিলো আর্য ,
ভাবছিলো হঠাৎ হারিয়ে যাওয়া
পাগলামি গুলির কথা ...
এমন সময় হঠাৎ একটা মেয়ের
ম্যাসেজ আসলো আর্যোর একাঊন্ট
এ ....
- ঔ কেমন আছো??
অনেকটা অপ্রস্তুত হয়েই রিপ্লাই
দিলো আর্য..
- হুম.. এইতো আছি মোটামুটি ..তুমি??
- আমি always ই ভালো থাকি বুঝছো ...
তা তুমি চেনো আমাকে??হুম
- হয়তো না ... তবে চিনতে
কতোক্ষণ , একটু খানিই তো সময় ...
- হুম ... but আমি তোমাকে খুব
ভালোভাবে চিনি ..হিহিহি, ,
কেমন জানি হঠ্যাৎ করেই
মেয়েটাকে,
ভালো লেগে যায় আর্যোর ... মিষ্টি
একটা মেয়ে ..
খুব সহজেই যার সাথে মনের কথাগুলো
শেয়ার করে নেওয়া যায়,,,
খুব তাড়াতাড়িই অনেক ভালো
বন্ধু হয়ে ওঠে রিধি আর আর্য ,,
খুব ভালো বন্ধু ...
যার ওপর রাগ করা যায়, অভিমান
করা যায়,
আর খুব সহজেই শেয়ার করে নেওয়া
যায়
মনের সব কথা ...
ভালোই চলছিলো সব ওদের ভেতর,
সবাই
সুখেই ছিলো নিজের নিজের লাইফ
নিয়ে,
এমন সময় হঠ্যাৎ একদিন রিধি কে
এফবি তে ম্যাসেজ দেয় আর্য ..
- ""