Mirsarai Khobor-মিরসরাই খবর

Mirsarai Khobor-মিরসরাই খবর সারাবেলার সব খবর মিরসরাই উপজেলার সব খবর-সব সময় । আপনার এলাকার যেকোন ঘটনা-দূর্ঘটনা আমাদেরকে ইনবক্সে অথবা ফোন জানান।

12/12/2024
বিস্তারিত কমেন্টে>>
12/12/2024

বিস্তারিত কমেন্টে>>

12/12/2024

রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ........

মিরসরাই সদরের দারুল কুরআন মাদরাসার কৃতি ছাত্র সংবর্ধনা,দস্তারবন্দী ও দোয়া মাহফিল সম্পন্ন   মঙ্গলবার পৌরসভার পূর্ব গোভানি...
04/12/2024

মিরসরাই সদরের দারুল কুরআন মাদরাসার কৃতি ছাত্র সংবর্ধনা,দস্তারবন্দী ও দোয়া মাহফিল সম্পন্ন

মঙ্গলবার পৌরসভার পূর্ব গোভানিয়া ( কলেজ রোডস্থ লোহার ব্রীজের পূর্ব পার্শ্বের ) দারুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদরাসার পরিচালক মাওলানা ইলিয়াস নাঈম ও মুহতামিম মাওলানা মুহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, মাদরাসা পরিচালক মাওলানা মুহাম্মদ মাহমুদুন্নবী মারুফ, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, ব্যবসায়ী সাইফুল ইসলাম, খোরশেদ আলম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। এসময় বক্তারা প্রতিটি শিশুকে দ্বীনি ও নৈতিক শিক্ষা অর্জনের জন্য শিশুদেরকে মাদরাসা শিক্ষায় শিক্ষিত করা উপর গুরুত্বারোপ করেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
রাতে দোয়া মাহফিল অনুষ্ঠানে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুল উলুম লালখানবাজার মাদরাসার নির্বাহী পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হারুন ইজহার।
এসময় তিনি বলেন, আল্লাহর উপর ভরসা করে সৎ পথে চলার চেষ্টা করতে হবে। মেয়েদের জন্য পর্দা ফরজ, চতরের ক্ষেত্রে অবশ্যই ইসলামের বিধি বিধান মেনে চলতে হবে। আমরা কোন কিছু কারো ‍উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু সর্বত্র হক কথা বলতে চাই । এটা সকলের অভ্যাসে পরিনত করতে হবে। স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয়ে জোর করে বোরকা চাপিয়ে দেয়া যাবে না, তাদের কে অবশ্যই জোর গলায় জানাতে হবে চতর ঢাকা ফরজ মুখ ঢাকা ওয়াজিব। জালেমদের বিরুদ্বে কিংবা শক্তিধর ব্যক্তি হয়তো হারাতে পারবেন না কিন্তু তার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বর্তমান সময়ের সংকট হলো ঈমানের সংকট, এটা আমলের সংকট নয়। ওলামায়ে কেরামের উচিত আকিদার এলেম অর্জন করা এবং মানুষের মাঝে পৌঁচে দেয়া।

01/12/2024

জোরারগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার গ্রে'ফ'তা'র। 'জে'ল হা'জতে প্রেরণ।

01/12/2024

বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে
মিরসরাইয়ের কমর আলী শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন...

মিরসরাইয়ে কমর আলী শহীদ জিয়া স্মৃতি সংসদের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে শাহীদ চৌধুরী‘দলের নাম করে যারা চাঁদাবাজি করে সন্...
30/11/2024

মিরসরাইয়ে কমর আলী শহীদ জিয়া স্মৃতি সংসদের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে শাহীদ চৌধুরী

‘দলের নাম করে যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী কার্যক্রম করে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না’ *******************
মিরসরাইয়ে কমর আলী শহীদ জিয়া স্মৃতি সংসদ স্থাপিত হয় ১৯৯১ সালে৷ ২০০৯ সাল পরবর্তী সময় থেকে বিএনপি ক্ষমতায় না থাকায় রাজনৈতিক রোষানলে বন্ধ হয়ে যায় সংগঠনটি৷ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমর আলী বাজারে ফের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় কমর আলী শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আবদুল ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

এসয় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুর রহিম বেলাল, হাইতকান্দি ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন ও কমর আলী শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবুল কালামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন সেলিম চেয়ারম্যান, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক, সাবেক চেয়ারম্যান নুর হোসেন, বিএনপি নেতা আবুল হাশেম, আবুল কালাম আজাদ, লিটু চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসাইন, কাজী মনিরুল ইসলাম মনির, সাহেরখালী ইউনিয়ন যুবদলের সভাপতি নুর উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, প্রকৌশলী মুসলিম উদ্দিন, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবদুল আউয়াল চৌধুরী বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট নেত্রী স্বাধীনতার ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে বিকৃতভাবে উপস্থাপন করেছে৷

প্রধান বক্তার বক্তব্যে উপজলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, 'মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন জিয়াউর রহমান৷ আওয়ামী সরকার সেই ইতিহাসকে মুছে দিয়েছেন৷ সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না৷ পুতে ফেলা সত্য আজ আবার জাতির সামনে উপস্থাপন হচ্ছে৷

শাহীদুল ইসলাম বলেন, ' দলের নাম করে যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী কার্যক্রম করে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না৷ তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে৷ জনগণের কাছে দলের নাম ডুবাবেন না৷ জনসম্পৃক্ততা বাড়ান৷ জনগণের কল্যাণে কাজ করুন৷ '

30/11/2024

বি-ক্ষো-ভ সমাবেশে যা বললেন জামায়াত নেতারা....

মিরসরাই পৌরসভার ০৩ নং ওয়ার্ডে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের উপর হা-মলা-র প্রতিবাদে মিরসরাইয়ে বি-ক্ষোভ মিছিল।

30/11/2024

জামায়াত ইসলামীর নেতাকর্মীদের উপর হা-মলা-র প্রতিবাদে মিরসরাইয়ে বি-ক্ষোভ মিছিল। অবিলম্বে হামলায় জড়িতদের শা-স্তি দাবি।

ডুসাম এর কমিটি গঠিতসভাপতি রাহাত, সাধারণ সম্পাদক নকিব *************ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের ...
24/11/2024

ডুসাম এর কমিটি গঠিত
সভাপতি রাহাত, সাধারণ সম্পাদক নকিব
*************
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ডুসাম এর কমিটি গঠিত হয়েছে। রাহাত হোসাইনকে সভাপতি ও নকিব মুহাম্মদ নুরুন নবীকে সাধারণ সম্পাদক করে রবিবার (২৪ নভেম্বর) বিদায়ী সভাপতি আতিক মুরাদ ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। এতে আগামী সাত দিনের পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
কমিটির অন্যান্যেরা হলেন সহ সভাপতি মাজহারুল ইসলাম নাবিল, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল আকিল ও সাংগঠনিক সম্পাদক মো. সালমান।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবছর মিরসরাই থেকে যে সূর্য সন্তানরা আসে তাদের নিয়ে গঠিত সংগঠন ডুসাম। (Dhaka University Students' Association of Mirsarai)।
মিরসরাইয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে একতা, সহযোগিতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য ডুসাম সবসময় কাজ করে যাচ্ছে।
ডুসামের অন্যতম লক্ষ্য হলো:
১. মিরসরাই উপজেলার শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা।
২. ক্যাম্পাসে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা।
৩. শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা।
4. মিরসরাইয়ের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
৫. শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করা।
৬. মিরসরাইয়ের সামগ্রিক শিক্ষাগত উন্নয়নে ভূমিকা রাখা।

এছাড়াও ডুসাম কিছু নিয়মিত প্রোগ্রাম করে থাকে যেমন
১. নবিন বরণ অনুষ্ঠান:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বরণ অনুষ্ঠান আয়োজন।
২. ক্যারিয়ার গাইডেন্স সেমিনার:

শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান।
৩. শিক্ষা সহায়তা:

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা।
৪. সাংস্কৃতিক কার্যক্রম:

বিভিন্ন সাংস্কৃতিক উৎসব ও প্রতিযোগিতা আয়োজন।
৫. শিক্ষা সফর:

বিভিন্ন শিক্ষামূলক স্থান ভ্রমণের আয়োজন।
৬. মিরসরাই দিবস উদযাপন:

মিরসরাইয়ের ঐতিহ্য ও গৌরব তুলে ধরার জন্য বিশেষ দিবস উদযাপন।
৭. অ্যালামনাই সংযোগ:

প্রাক্তন সদস্যদের সাথে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগের জন্য ফোরাম তৈরি।
৮. জরুরি সহায়তা:

সদস্যদের যেকোনো জরুরি অবস্থায় সহায়তা প্রদান।
ডুসাম মিরসরাইয়ের গর্বিত সন্তানদের একটি মেলবন্ধন হিসেবে কাজ করে, যা একাডেমিক এবং সামাজিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।৷

(প্রেস বিজ্ঞপ্তি)

24/11/2024

এবার যুবলীগ কর্মী পরিচয়ে বাদী হয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ, সাবেদুর রহমান সমু সহ ৫১ জনের নামে জোরারগঞ্জ থানায় মা-ম-লা।

21/11/2024

মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নন এমপিও ভূক্ত ১৩ শিক্ষক কর্মচারীকে জো-র-পূর্বক অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে বি-ক্ষো-ভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিদ্যালয় গেইটে প্রায় দুই ঘন্টা ধরে ওই বি-ক্ষো-ভ করে অবিলম্বে অতিথি শিক্ষকদের অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান।

13/11/2024

নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে মিরসরাইয়ে বিএনপির বিশাল জনসমাবেশ ও র‍্যালি


বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সিপাহি বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে মিরসরাইয়ে বিএনপি আয়োজিত জনসমাবেশ রুপ নিয়েছে জনসমুদ্রে। মিরসরাই সদরে বুধবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, কাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদুল হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যানের বক্তব্যের পর মিরসরাইয়ের স্বরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নুরুল আমিন চেয়ারম্যান। মিছিলটি মিরসরাই থেকে শুরু হয়ে বড়তাকিয়া গিয়ে শেষ হয়।

মহামায়া লেকে ধ*র্ষণ*কাণ্ডে জড়ি*তের অ*ভিযোগে আ*টক ১মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে আসা তরুণীকে জো*র*পূর্বক গ*ণধর্ষ*ণের অভ...
08/11/2024

মহামায়া লেকে ধ*র্ষণ*কাণ্ডে জড়ি*তের অ*ভিযোগে আ*টক ১

মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে আসা তরুণীকে জো*র*পূর্বক গ*ণধর্ষ*ণের অভিযো*গে রিয়াজ উদ্দিন নামের ১জনকে গ্রে*ফতার করেছে মিরসরাই থানা পুলি*শ।

মহামায়া ইকোপার্কে কিশোরীকে সং*ঘব*দ্ধ৷ ধ*র্ষ*ণমহামায়া ইকোপার্কে প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে এক কিশোরী (১৭) সং*ঘবদ্ধ ধ*র্ষ*...
07/11/2024

মহামায়া ইকোপার্কে কিশোরীকে সং*ঘব*দ্ধ৷ ধ*র্ষ*ণ

মহামায়া ইকোপার্কে প্রেমিকের সঙ্গে ঘুরতে এসে এক কিশোরী (১৭) সং*ঘবদ্ধ ধ*র্ষ*ণ হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মহামায়া ইকোপার্ক এলাকার গহীন পাহাড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ফেনী থেকে ইকোপার্কে ঘুরতে আসেন প্রেমিক যুগল। এ সময় পার্কের ভেতর একটি পাহাড়ে প্রেমিককে ধরে রেখে ওই কিশোরীকে সং-ঘবদ্ধভাবে ধ-র্ষ*ণ করে বখাটেরা। তাদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে।

07/11/2024

মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল র‌্যালি....

07/11/2024

মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক নুরুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশাল র‌্যালি প্রদক্ষিণ করে।

05/11/2024

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ ১৫৬ জনকে আ'সা'মী করে মিরসরাই থা'নায় আরো এক মা'ম'লা দায়ের।

Address

Mirsharai
Chittagong
4320

Alerts

Be the first to know and let us send you an email when Mirsarai Khobor-মিরসরাই খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mirsarai Khobor-মিরসরাই খবর:

Videos

Share

Category