সন্দ্বীপ-Sandwip

সন্দ্বীপ-Sandwip মেঘনার ললাটে সাগরের টিপ-দ্বীপ উপজেলা সন্দ্বীপ-Sandwip. (Sandheap-স্যান্ডহিপ) শব্দ থেকে 💝"সন্দ্বীপ"❤️ সন্দ্বীপ-sandwip পেইজে আপডেট পেতে লাইক দিন,শেয়ার করুন।
(141)

23/12/2023

'নবীজির বহুবিবাহ : কারণ ও প্রাপ্তি '- দ্বিতীয় লাইভ
আলোচনা - রবিউল আলম ।
Alam

সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের সভাপতি আশিক সম্পাদক রেজাউলচট্টগ্রাম কলেজে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদ...
23/12/2023

সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের সভাপতি আশিক সম্পাদক রেজাউল

চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ছাত্র সংগঠন সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশনের কার্যকরী কমিটি ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ ডিসেম্বর) সকল সদস্যদের এসএমএস ভিত্তিক ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৫৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন স্মার্টফোন প্রতীকে আশিক এলাহি এবং সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী থেকে ৩২ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছ বই প্রতীকে মোহাম্মদ রেজাউল করিম।

হালিশহর নয়া বাড়ি রেস্টুরেন্টে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাসুদুর রহমান।

নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আগামী বৎসর সংগঠনকে আরও গতিশীল ও ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। নির্বাচনী ফলাফলে বিজয়ী সভাপতি আশিক এলাহি বলেন, চট্টগ্রাম কলেজ মেধাবীদের মিলনমেলা। এখানে সবাই আসে তাদের নিজেদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি নিজেকে সমাজের একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলতে। সন্দ্বীপের চট্টগ্রাম কলেজে পড়ুয়া সকল শিক্ষার্থীর যেকোন সহযোগিতায় নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো।

সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, এসোসিয়েশন আমাদের ভালোবাসার জায়গা, যেহেতু আমি নির্বাচিত হয়েছি আমার চেষ্টা থাকবে সন্দ্বীপে মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ বিতরণ, ক্যারিয়ার গাইডলাইন, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ নানান কর্মসূচি বাস্তবায়ন করা। সকলের সহযোগিতার মাধ্যমে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

নির্বাচনে সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন নোমান বিন হোসাইন, সৈয়দ নাঈম এবং বাকের হোসাইন কাউছার।

২২/১২/২০২৩ ইং বিকাল ৩:৩০ থেকে শুরু হওয়া অনলাইন ভোট শেষ হয় সন্ধ্যা ৬:৩০ এ, উক্ত নির্বাচন চলাকালীন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক আজাদীর সন্দ্বীপ প্রতিনিধি ওমর ফয়সাল ভাই,সন্দ্বীপ টিভির কর্ণধার খাদেমুল ইসলাম ভাই,সামাজিক সংগঠন খোদাবক্স সাইফুল সহ অন্যান মিডিয়া কর্মী ও সামাজিক সংগঠক।

নির্বাচন পরবর্তী,নির্বাচনী ফলাফল ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের ডেপুটি ডিরেক্টর জ্বনাব মোশাররফ হোসেন,ইউএসটিসি মেডিকেল এর শিশু বিভাগের প্রধান ডা: হাসান উল্লাহ,মোস্তফা হাকিম কলেজ এর প্রভাষক আমিরুল ইসলাম,সামাজিক সংগঠন মাহবুবুল মাওলা সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
এছাড়াও ফোন কলে শুভেচ্ছা বার্তা প্রদান করেন,সংগঠনের উপদেষ্ঠা ডা: সানাউল্লাহ শামামী,ডা: সাখাওয়াত উল্লাহ ও ড.দিদারুল আলম প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রাম কলেজে পড়ুয়া সন্দ্বীপের ছাত্রদের ঐক্যবদ্ধতা, পরস্পরের প্রতি যোগাযোগ সৃষ্টি, সম্প্রীতি স্থাপন ও সহযোগিতার মানসিকতা দৃঢ় করার প্রত্যয়ে অরাজনৈতিক ও সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে ২০১৪ সালে ঐতিহাসিক প্যারেড ময়দানে সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে।

সন্দ্বীপ বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ..সন্দ্বীপ  উপজেলার নতুন অন্তর্ভূক্ত মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজি...
19/12/2023

সন্দ্বীপ বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ..

সন্দ্বীপ উপজেলার নতুন অন্তর্ভূক্ত মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান

উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শফিউল্লাহ বিপিএম পিপিএম বার .। দৈনিক সাঙ্গুর ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীরমুক্তিযোদ্ধাগণ আমাদের দেশের সূর্য সন্তান। তাদের অনন্য ভূমিকার কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এ দেশ এগিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির কাংখিত গন্তব্যে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, নতুন অন্তর্ভূক্ত ০৮জন জীবিত বীরমুক্তিযোদ্ধাকে ডিজিটাল সার্টিফিকেট হস্তান্তর করা হয়েছে।

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ ডিসেম্বর ২০২৩ ০৪:১১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

💝

18/12/2023

🔴হারানো বন্ধুকে খুঁজে পেতে সহযোগিতা করুন।
গুপ্তছড়া বাজার থেকে এনাম নাহার এর মধ্যে রাস্তার পাশে বাড়ি। কেউ জেনে থাকলে আমাদেরকে ইনবক্সে নক দিন।

 #শোকবার্তাসরকারী হাজী এ.বি কলেজ ছাত্র সংসদ এর সাবেক বক্তৃতা ও বির্তক বিষয়ক সম্পাদক, ধোপার হাট ব্যবসায়ী কল্যান সমিতির সা...
15/12/2023

#শোকবার্তা

সরকারী হাজী এ.বি কলেজ ছাত্র সংসদ এর সাবেক বক্তৃতা ও বির্তক বিষয়ক সম্পাদক, ধোপার হাট ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক, সৌদি আরব প্রবাসী জনাব জাকারিয়া ইকবাল Iqbal সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১২:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

শাহারিয়ার কাইফি কে সন্দ্বীপ সারিকাইত ইউনিয়ন সংলগ্ন এলাকা থেকে ০৮/১২/২৩ দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে যদি ...
09/12/2023

শাহারিয়ার কাইফি কে সন্দ্বীপ সারিকাইত ইউনিয়ন সংলগ্ন এলাকা থেকে ০৮/১২/২৩ দুপুরের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাকে যদি কেউ কোথাও দেখেন বা খোঁজ পান দয়াকরে এই নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানিয়েছে তার পরিবারবর্গ।

মোবাইল নাম্বার : 01879-975913/ 01731062353 .

20/11/2023

সন্দ্বীপে ২০ কিলোমিটার ভ্রমনে কি কি দেখেছি

© Mr Guruji360

sandwip travel, sandwip Island, sandwip travel vlog, how to travel sandwip, sandwip Island of Bangladesh, beautiful sandwip, sandwip tour,sandwip travel vlog,sandwip travel,how to travel sandwip,sandwip tour,sandwip island,ঢাকা হতে সন্দ্বীপ,সন্দ্বীপ,sandwip island of bangladesh,sandwip hotel,sandwip,sandwip town,sandwip food,dhaka to sandwip,chittagong to sandwip,সন্দ্বীপ ভ্রমণ,sandip island,beautiful sandwip,island tour,ancient island,beautiful island,saintmartin island,কালাপানিয়া, Cinematic vlog,cinematic vlog shoot, সন্দ্বীপ কালাপানিয়া,

বালু আনলোড করা এই  ডেজার টি ডুবে গেল,,, 😪দক্ষিণ উড়ির চর সন্দীপ চট্টগ্রাম
17/11/2023

বালু আনলোড করা এই ডেজার টি ডুবে গেল,,, 😪

দক্ষিণ উড়ির চর সন্দীপ চট্টগ্রাম

সন্দ্বীপের মিধিলির তাণ্ডব 😭😭
17/11/2023

সন্দ্বীপের মিধিলির তাণ্ডব 😭😭

সন্দ্বীপ মগধরা ৫নং ওয়ার্ডে গাছ পড়ে একজনের মৃত্যুচট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ে ভে...
17/11/2023

সন্দ্বীপ মগধরা ৫নং ওয়ার্ডে গাছ পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ে ভেঙে পড়া গাছের ডালের চাপায় আব্দুল ওহাব (৭১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেঊন! শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুল ওহাব ওই এলাকার হানিফ মাস্টারের বাড়ির বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য জাহেদ সারোয়ার শিমুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বাড়ির দরজায় একটি গাছের ডাল ভেঙে আব্দুল ওহাবের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে গেছে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সন্দ্বীপে প্রচুর বাতাস,,সবাই সাবধানতা অবলম্বন করে চলুন,,আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক

গত ১২ নভেম্বর রবিবার আলী মিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের ১০ লাখ ৭৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার ছিনতাইকারীদ্ব...
16/11/2023

গত ১২ নভেম্বর রবিবার আলী মিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের ১০ লাখ ৭৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার ছিনতাইকারীদ্বয় ডোনার ও জীবনকে গ্রেফতার করে সন্দ্বীপ থানায় আনা হয়েছে। উভয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

15/11/2023
06/11/2023

ফেসবুক এর ব্যাক বাটন কাজ না করলে মোবাইল এর উপর নিপিড়ন করা থেকে বিরত থাকুন।

এটা ফেসবুক Glitch.. দ্রুতই সমাধান হয়ে যাবে।

04/11/2023

আগামীকাল রোজ রবিবার।
সকাল ০৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পুরা সন্দ্বীপে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

ইন্না-লিল্লাহ........! বাউরিয়া ৫ নং ওয়ার্ড আমানির গো এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলেন বিদ্যুৎ পরিবাহী শ্রমিক।
03/11/2023

ইন্না-লিল্লাহ........!
বাউরিয়া ৫ নং ওয়ার্ড আমানির গো এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলেন বিদ্যুৎ পরিবাহী শ্রমিক।

এই বেবী ট্যাক্সিগুলোর কথা কার কার মনে আছে?
01/11/2023

এই বেবী ট্যাক্সিগুলোর কথা কার কার মনে আছে?

29/10/2023

সন্দ্বীপ কে নিয়ে অসাধারণ একটি পরিবেশনা,শেয়ার করুন, শুনুন ভালো লাগবে

গীতিকার ও সুরকার- আলাউদ্দিন মাহমুদ সমীর
সংগীত- সুমন কল্যাণ
#চট্টগ্রাম #সন্দ্বীপ #গান #নৌকা #যাতায়ত

29/10/2023

>>>ব্রেকিং

চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ!হ্যাঁ আর কয়েকঘন্টা পরই শুরু হতেযাচ্ছে চন্দ্রগ্রহণ।এটি চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ ও...
28/10/2023

চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ!
হ্যাঁ আর কয়েকঘন্টা পরই শুরু হতেযাচ্ছে চন্দ্রগ্রহণ।
এটি চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ ও আংশিক চন্দ্রগ্রহণ।
এটি খালি চোখে বাংলাদেশ থেকে স্পষ্ট দেখা যাবে আজ গভীর রাতে।

গ্রহন শুরু হবে রাত ১ টা বেজে ৩৫ মিনিটে,
এবং গ্রহন শেষ হবে রাত ২ টা বেজে ৫৪ মিনিটে।
দেশের সকল স্থান থেকে খালিচোখে এই গ্রহনটি দেখা যাবে।
আপডেট : ২৮ শে অক্টোবর সন্ধ্যা ৫ টা বেজে ৪০ মিনিটে।
Bwot weather.

25/10/2023

২৫/১০/২০২৩
কুমিরাঘাটে স্পিডবোট চলাচল বন্ধ আছে। সার্ভিস বোট চলাচল করবে

ঘূর্নিঝড় "হামুন" এ সন্দ্বীপ উপজেলার জনসাধারনের জন্য প্রয়োজনীয় নাম্বার সমূহ।নিরাপদ থাকুন।
24/10/2023

ঘূর্নিঝড় "হামুন" এ সন্দ্বীপ উপজেলার জনসাধারনের জন্য প্রয়োজনীয় নাম্বার সমূহ।

নিরাপদ থাকুন।

আবহাওয়ার সতর্ক বার্তা
24/10/2023

আবহাওয়ার সতর্ক বার্তা

মাতৃভূমি সন্দ্বীপ-Sandwip এর মন জুড়ানো কিছু অসাধারণ স্থিরচিত্র🤗©ইনবক্সে ছবিগুলো পাঠিয়েছেন-  ইমন চন্দ্র দাস💝
20/10/2023

মাতৃভূমি সন্দ্বীপ-Sandwip এর মন জুড়ানো কিছু অসাধারণ স্থিরচিত্র🤗

©ইনবক্সে ছবিগুলো পাঠিয়েছেন- ইমন চন্দ্র দাস💝

06/10/2023

সন্দ্বীপ-Sandwip বাসীর উন্নয়ন মানেই নেতাদের পকেট গরম 😪
কুমিরা গুপ্তচড়া নৌ আজকের যাত্রীদের বাঁচার আত্মচিৎকার ।

©ভিডিও সংগৃহীত

উত্তাল সাগরে সন্দ্বীপবাসীর ঝুঁকির যাত্রা আজকের দৈনিক আজাদীতে প্রকাশিত।তাং- ২৩/০৯/২০২৩ ইং
23/09/2023

উত্তাল সাগরে সন্দ্বীপবাসীর ঝুঁকির যাত্রা

আজকের দৈনিক আজাদীতে প্রকাশিত।
তাং- ২৩/০৯/২০২৩ ইং

প্রিয় সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম। সন্দ্বীপ-চট্টগ্রাম যাতায়াত ব্যবস্থায় নানা অনিয়ম, নৈরাজ্য ও দুর্ভোগ নিয়ে আমাদের বক্...
23/09/2023

প্রিয় সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম।
সন্দ্বীপ-চট্টগ্রাম যাতায়াত ব্যবস্থায় নানা অনিয়ম, নৈরাজ্য ও দুর্ভোগ নিয়ে আমাদের বক্তব্য একদম পরিষ্কার। কোন কর্তৃপক্ষের মাধ্যমে কোন ইজারাদার ঘাট পরিচালনা করবে এটা আমাদের দেখার বিষয় না, আমরা দেখিও না।
আমরা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নিরাপদ নৌযানে ন্যায্য ভাড়ায় নিরাপদে যাতায়াত করতে চাই। এগুলি আমাদের নাগরিক অধিকার।
আমরা ঘন্টার পর ঘন্টা ঘাটে বসে থাকতে চাইনা, অতিরিক্ত ভাড়া দিতে চাইনা, মানুষ হয়ে মালবোটে যাতায়াত করতে চাইনা।
আমরা ঘাটের অনিয়ম, নৈরাজ্য ও দুর্ভোগ নিয়ে কথা বলেছি, আরো বলবো, যতদিন ঘাটের অনিয়ম, নৈরাজ্য ও দুর্ভোগ বর্তমান অবস্থায় থাকবে ততদিন বলবো। এর জন্য যতদুর যেতে হয় ততদুর যাবো। তালাশ টিম লাগিয়ে কোথায় কি হচ্ছে নাড়িবুড়ি সব বের করে ফেলবো।
প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো। কারো হুমকি ধমকি গালাগালিতে থেমে যাওয়ার সুযোগ নাই। আমরা যারা ঘাটের অনিয়ম, নৈরাজ্য ও দুর্ভোগের বিরুদ্ধে প্রতিবাদ করি তারা বানের জলে ভেসে আসা কেউ নয়। হুমকি ধমকি গালাগালি দেওয়া থেকে বিরত থাকুন।

গাজি মোহাম্মদ আনিসুর রহমান
কার্যকরি সদস্য, সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ
© সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ

সন্দ্বীপের সম্মানসন্দ্বীপের স্বার্থবাংলাদেশের কোথাও কি আছে ইজারাদার তার সুবিধা অনুযায়ী ভাড়া নির্ধারন করে? আমার অন্তত জান...
16/09/2023

সন্দ্বীপের সম্মান
সন্দ্বীপের স্বার্থ

বাংলাদেশের কোথাও কি আছে ইজারাদার তার সুবিধা অনুযায়ী ভাড়া নির্ধারন করে? আমার অন্তত জানা নেই। বরং আমরা জানি সব কর্তৃপক্ষই ঘাটে ইজারাদার নিয়োগের সময় ভাড়াও নির্ধারন করে দেয়। শুধুমাত্র সন্দ্বীপের ক্ষেত্রে উল্টো। এখানে জেলা পরিষদের ইজারাদারই ভাড়া নির্ধারন করে নিজের সুবিধা মত। অথচ দেখুন একই ঘাটে বিআইডাব্লিউটিসির জাহাজ চলাচল করছে যেটার ভাড়াও নির্ধারন করে দিয়েছে কর্তৃপক্ষ।

তাহলে জেলা পরিষদ কেন এমন করবে? তারা কেন ভাড়া নির্ধারন করে দিবে না? আমরা কত বার বললাম। বার বার অনুরোধ করলাম। আইন-কানুন মানেন। নিয়ম-নীতি অনুসরণ করেন। না তারা এসব করবেনা। সারা দেশের সব কর্তৃপক্ষ যেভাবে ঘাট পরিচালনা করবে চট্টগ্রাম জেলা পরিষদেরও তো সেভাবে করা উচিত। না তারা সেটা করবে না। তারা ইজারাদারের মাধ্যমে সন্দ্বীপের মানুষের পকেট খালি করবে, গলা কাটবে?

কি নৈরাজ্য না জেলা পরিষদের ইজারাদাররা সন্দ্বীপের মানুষের উপর চালাচ্ছে—কুমিরা ঘাটে ২০মিনিটের স্পীড বোটের ভাড়া নিচ্ছে ৩৮০ টাকা। ট্রলারে ভাড়া নিচ্ছে ২০০ টাকা। অন্য ঘাটগুলোতে কোথাও ৫০০ টাকা, কোন কোন ঘাটে নাকি সুযোগ বুঝে ১৫০০ টাকাও আদায় করে। মগের মুল্লুকেও এমন অবস্থা ছিলোনা। জেলা পরিষদ কি সন্দ্বীপের অধিবাসীদের মানুষ মনে করে না?

আসলে সন্দ্বীপের মানুষের প্রতি এত অসম্মান মগ- পতূগীজরাও করে নাই। সন্দ্বীপের সম্মান আর স্বার্থ রক্ষাতো আমাদেরই করতে হবে। সুতারাং দল, মত নির্বিশেষে নিজের এলাকার সম্মান, এলাকার মানুষের স্বার্থ রক্ষায় সবাই এগিয়ে আসুন।

সন্দ্বীপের সম্মান-সন্দ্বীপের স্বার্থ

14/09/2023

আগামীকাল ১৫/০৯/২০২৩ রোজ শুক্রবার কুমিরা- গুপ্তছড়া রুটে জাহাজ চলাচল করবে না।শেয়ার করুন

13/09/2023

আগামীকাল ১৪/০৯/২০২৩ রোজ বৃহস্পতিবার কুমিরা- গুপ্তছড়া রুটে জাহাজ চলাচল করবে না।শেয়ার করুন(জাহাজ ডকইয়ার্ড গেছে)

31/08/2023

গাছুয়া মেডিকেল এ শিশুর মৃত্যু! স্বজনদের অভিযোগ চিকিৎসা অবহেলা।

ভিডিও © সন্দ্বীপ সংযোগ

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন😭😭সারিকাইত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল সাহেবের ...
30/08/2023

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন😭😭
সারিকাইত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল সাহেবের ছেলে হাফেজ সাখাওয়াত হোসাইন তিনি গতকাল ব্রেনস্টোক করে চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজা আগামীকাল সকাল ৯ টায় শিবেরহাট সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক আমিন।

সন্দ্বীপে আবারো ভয়াল ডাকাতি!ফারহানা আক্তার মুন্নি, ডাক নাম(জুলি)আসাদুল হকের পুত্রবধূ। আসাদুল হক সওদাগরের ঘর,মুছাপুর, ৯নং...
27/08/2023

সন্দ্বীপে আবারো ভয়াল ডাকাতি!
ফারহানা আক্তার মুন্নি, ডাক নাম(জুলি)
আসাদুল হকের পুত্রবধূ।
আসাদুল হক সওদাগরের ঘর,মুছাপুর, ৯নং ওয়ার্ড, মিনার গো বাড়ি।
৭ মাসের অন্তসত্বা এই অবস্থায় ডাকাতের নির্মম হত্যা চেষ্টা !
তীব্র নিন্দা জানাই।

সন্দ্বীপ উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার হাইস্কুল মোড়ের দৃশ্য 😭
25/08/2023

সন্দ্বীপ উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার হাইস্কুল মোড়ের দৃশ্য 😭

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই 🥲🥲ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
14/08/2023

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আর নেই 🥲🥲
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

সন্দ্বীপের একজন জননন্দিত চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার হাফিজুর রহমান।আপনার জানাজার নামাজে সন্দ্বীপের চারদিক ...
12/08/2023

সন্দ্বীপের একজন জননন্দিত চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার হাফিজুর রহমান।আপনার জানাজার নামাজে সন্দ্বীপের চারদিক থেকে আশা উপস্তিতি তার প্রমাণ।আপনার মৃত্যু হলেও আপনি আজীবন বেঁচে থাকবেন সন্দ্বীপের মানুষের মনে।

বইয়ের উক্তি, কীর্তিমানের মৃত্যু নেই এটাই সত্য:

আল্লাহ আপনাকে জান্নাতে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুক।আমীন।

স্থান :ঐতিহাসিক সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ।
তাং- ১২/০৮/২০২৩ ইং

 #শোকবার্তা১৫নং মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের পরপর ৬ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মাস্টার হাফিজুর রহমান (হাফেজ চেয়ারম্যা...
12/08/2023

#শোকবার্তা
১৫নং মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের পরপর ৬ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মাস্টার হাফিজুর রহমান (হাফেজ চেয়ারম্যান) আজ সকাল ১০ টায় উনার ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।

10/08/2023

আগামীকালের কুমিরা-গুপ্তছড়া ঘাটের সময়সূচি।

আগামীকাল ১১/০৮/২৩ ইং শুক্রবার নদী ভালো থাকলে সকাল ৫:৩০ মি থেকে স্পীড বোট চলাচল করবে।সার্ভিস বোট চলাচল করবে।
কুমিরা থেকে মালের বোট সকাল ৬ টা ছাড়বে
জাহাজের তথ্য জানতে যোগাযোগ
বেলাল 01712-856138
বাপ্পি +880 1890-811882
কুমিরা মাল বোটের কেরানি নাম্বার
+880 1928-154317
সন্দ্বীপ মাল বোটের কেরানি নাম্বার
০১৮১১৮০২৯১১

সাফায়েত ফিমন আর আমাদের মাঝে নেই।ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন কাজী শাফায়েতকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান কর...
06/08/2023

সাফায়েত ফিমন আর আমাদের মাঝে নেই।

ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন
কাজী শাফায়েতকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক। আমিন

সন্দ্বীপে মোবাইল ফোনের জন্য এক শিক্ষার্থীর আত্ম/হত্যা।   সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা অনি...
04/08/2023

সন্দ্বীপে মোবাইল ফোনের জন্য এক শিক্ষার্থীর আত্ম/হত্যা।

সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা অনিল ডাক্তারের বাড়ির ধীরেন্দ মজুমদারের ছেলে সূর্য্য মজুমদার (১৭) সদ্য ঘোষিত ২০২৩ ইং সালের এস এস সি পরিক্ষায় কালাপানিয়া চৌধুরী বিদ্যানিকেতন হইতে মানবিক বিভাগ থেকে ৩.৯৮ পেয়ে উত্তীর্ন হয়। আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় তার নিজ গৃহে গামছা পেছিয়ে আত্ম/হত্যা করেছে বলে জানা গেছে। তার মা আরতি মজুমদার বলেন অনেক আশা বুকে বেঁধে ছিলাম ছেলেটি কলেজে ভর্তি হবে বলে। কিন্তু ছেলেটি আজ আমাকে কোনো কিছু না বলে আত্ম/হত্যা করে বসলো। কিন্তু ছেলেটি এস এস সি পরীক্ষা দিয়ে আমার থেকে একটি মোবাইলের জন্য আবদার করেছিলো। কিন্তু আমার অভাবের কারণেই তার আবদার পূরণ করতে পারিনি। আমি হত ভাগীনি আজ কি বলে মনকে বোঝাবো!

Address

Sandwip
Chittagong
4300

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ-Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ-Sandwip:

Videos

Share


Other Media/News Companies in Chittagong

Show All