সন্দ্বীপ-Sandwip

সন্দ্বীপ-Sandwip মেঘনার ললাটে সাগরের টিপ-দ্বীপ উপজেলা সন্দ্বীপ-Sandwip. (Sandheap-স্যান্ডহিপ) শব্দ থেকে 💝"সন্দ্বীপ"❤️

আমাদের বেকআপ পেইজ-
https://www.facebook.com/sandwipctgbd/
(310)

সন্দ্বীপ-sandwip পেইজে আপডেট পেতে লাইক দিন,শেয়ার করুন।

সন্দ্বীপ মেরিন সার্ভিসকে কুমিরা ঘাটে কাউন্টার করতে দিচ্ছে না বর্তমান ইজারাদার। আজ সকালে বিআইডব্লিউটিএ নির্ধারিত স্থানে ক...
04/01/2025

সন্দ্বীপ মেরিন সার্ভিসকে কুমিরা ঘাটে কাউন্টার করতে দিচ্ছে না বর্তমান ইজারাদার।
আজ সকালে বিআইডব্লিউটিএ নির্ধারিত স্থানে কাউন্টার করতে গেলে বাধা দেয় বর্তমান ইজারাদার জগলুল হাসান নয়ন ও তার অনুসারিরা।

04/01/2025

গুপ্তছড়া-কুমিরা নৌরুটের অনলাইনে টিকেট কেনার বিস্তারিত নিয়ম । দ্রুত বেশি বেশি শেয়ার করুন

সন্দ্বীপের সকল নৌঘাট উন্মুক্ত হওয়ার পর এবার অনলাইনে টিকেট ক্রয়ের ব্যবস্থা চালু হচ্ছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে পুরনো ইজারাদার মেসার্স আর কে এন্টারপ্রাইজের পরিচালনায় kumiraguptachara.com ওয়েবসাইটে টিকেট ক্রয় করা যাবে বলে ঘাটের ফেসবুক পেজে জানানো হয়েছে।
গত ৩১শে ডিসেম্বর, ২০২৪, বুধবার, বিআইডব্লিউটিএ (BIWTA) সন্দ্বীপ মেরিন সার্ভিস, মেসার্স আর কে এন্টারপ্রাইজ, এবং মেসার্স আদিল এন্টারপ্রাইজকে ১৩টি স্পিডবোট পরিচালনার জন্য রুট পারমিট ইস্যু করেছে। এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে নৌযান চলাচল করবে, যা উন্মুক্ত নৌ-ঘাট কার্যকরের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সন্দ্বীপ নৌঘাটের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে আন্দোলনকারী সংগঠন সন্দ্বীপ অনলাইন এন্ড সোস্যাল এক্টিভিস্ট ফোরাম এই উদ্যোগের জন্য রেল ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এদিকে সন্দ্বীপ মেরিন সার্ভিস লিমিটেড আগামীকাল হালিশহরে এক মতবিনিময়সভার আয়োজন করেছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আটটি স্পিডবোট ক্রয় করেছে এবং এ সপ্তাহের মধ্যেই তাদের নৌযান চলাচল শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে যাত্রীসেবা আরও আধুনিক ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

#কুমিরা_গুপ্তছড়া_আপডেট #সন্দ্বীপ #সন্দ্বীপের_খবর

03/01/2025

সন্দ্বীপের জনগণের দুর্ভোগ চরমে 😓

সুখবর! সুখবর! সুখবর! সন্দ্বীপবাসীর জন্য সুখবর! #সন্দ্বীপ_গণ_উন্নয়ন_পরিষদ_USA এর অর্থায়নে ও লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্ব...
02/01/2025

সুখবর! সুখবর! সুখবর!

সন্দ্বীপবাসীর জন্য সুখবর!

#সন্দ্বীপ_গণ_উন্নয়ন_পরিষদ_USA এর অর্থায়নে ও লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু শিবির - ২০২৫
ও বিনামূল্যে চক্ষু (লেন্স) অপারেশন।

স্থান- সন্দ্বীপ আনন্দ পাঠশালা প্রাঙ্গন।

সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ ইউ.এস.এ. ও লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ এর যৌথ উদ্যোগে আগামী ১০ ও ১১ জানুয়ারি ২০২৫ শুক্রবার ও শনিবার ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হবে।

এখানে গরিব অসহায় ও সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং বাচায়কৃত গরিব রোগীদের চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে প্রি লেন্স অপারেশন করা হবে।

তাই নির্দিষ্ট সময় এর মধ্যে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল ও রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।

রেজিষ্ট্রেশন সময় আগামীকাল ৩ জানুয়ারি ২০২৫ থেকে ৯ জানুয়ারি
২০২৫।
সিরিয়াল ফোন...

01779-479700
01823-144170
01709-903637

নিবেদক..

ফখরুল ইসলাম
সভাপতি
সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ ইউ এস এ

সাইফুল ইসলাম
সভাপতি
লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ

#সন্দ্বীপ #সন্দ্বীপ_গণ_উন্নয়ন_পরিষদ USA #ফ্রিচক্ষুশিবির

#সন্দ্বীপ_গণ_উন্নয়ন_পরিষদ — with Islam Fakhrul.

 #হারানো_বিজ্ঞপ্তিআজ সন্ধ্যা (০৫টা৩০মিঃ) সন্দ্বীপ গুপ্তছড়াঘাটে স্পিড বোট থেকে একজন যাত্রীর মানিব্যাগসহ মোবাইল ভুলক্রমে ...
01/01/2025

#হারানো_বিজ্ঞপ্তি
আজ সন্ধ্যা (০৫টা৩০মিঃ) সন্দ্বীপ গুপ্তছড়াঘাটে স্পিড বোট থেকে একজন যাত্রীর মানিব্যাগসহ মোবাইল ভুলক্রমে বোটে রেখে ব্রিজে উঠে যান। তাৎক্ষণিক স্পিডবোটে গিয়ে খোঁজাখুঁজি করলে মানিব্যাগ সহ মোবাইলটি আর পাওয়া যায়নি । নাম্বারে দুইবার ফোন যাওয়ার পরে এরপরে মোবাইল বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে সন্দ্বীপ থানায় একটি জিডি করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ অথবা কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন। দয়া করে উনার সাথে যোগাযোগ করবেন।

কামরুল হাসান ভূঁইয়া
ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক সাঙ্গু পত্রিকা।
যোগাযোগ- 01862714833

31/12/2024

ভাত পাই না খাইতে
বাজি ফুটায় রাইতে

কাতার প্রবাসী এই লোক,অজ্ঞান পার্টির কবলে পড়ে অসুস্থ দিশেহারা।জানতে পেরেছি উনার নাম রিয়াদ হোসেন।বাড়ি সন্দ্বীপ, রহমতপুর।কব...
31/12/2024

কাতার প্রবাসী এই লোক,অজ্ঞান পার্টির কবলে পড়ে অসুস্থ দিশেহারা।জানতে পেরেছি উনার নাম রিয়াদ হোসেন।বাড়ি সন্দ্বীপ, রহমতপুর।কবির সওদাগরের বাড়ি।বর্তমানে উনাকে যাত্রাবাড়ী একটা মেডিকেলে ভর্তি করা হয়েছে। উনাকে কেউ চিনে থাকলে বা উনার আত্মীয় স্বজন যোগাযোগ করুন এই নাম্বারে।
মহসিন 01614556686

২০২৫ সেশনের জন্য সদস্যদের প্রত্যেক্ষ ভোটে ইসলামি ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব জাহিদুল ইসলাম ।
31/12/2024

২০২৫ সেশনের জন্য সদস্যদের প্রত্যেক্ষ ভোটে ইসলামি ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব জাহিদুল ইসলাম ।

31/12/2024

"২৪ এর ফ্যাসিবাদ পতন আন্দোলনে সহযোদ্ধার ভূমিকায় ছিলো ইসলামী ছাত্রশিবির"
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বলেছেন- ফ্যাসিবাদ পতন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

30/12/2024

গুজব লীগের গুজব আজো বন্ধ হয়নি 😂 সন্দ্বীপের গুজব লীগের পলাতক সদস্য আলিমুর রাজী টিটু

✅ ভোটার স্থানান্তরে করণীয়ঃ নির্বাচন কমিশনের ফরম-১৩ পূরন করে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপ...
30/12/2024

✅ ভোটার স্থানান্তরে করণীয়ঃ নির্বাচন কমিশনের ফরম-১৩ পূরন করে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

✅আবেদনপত্রের সাথে নিম্নের কাগজপত্র জমা দিতে হবে:

১) আবেদনকারীর NID ফটোকপি,

২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,

৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম,

৪) ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট মেয়র/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বারের NID নাম্বারসহ নাম ও স্বাক্ষর, সিল থাকতে হবে।

বি.দ্র: ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেয়া হয় না। কেউ স্থানান্তরিত ঠিকানায় নতুন কার্ড নিতে চাইলে তাকে ২৩০/- সরকারি ফি জমা দিয়ে রি-ইস্যু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।

30/12/2024

কিছু বক্তা যখন মাহফিলকে ধর্মব্যবসায় পরিণত করে তখন মাহফিলের এই অবস্থা হয়।

এটা সাউথ সন্দ্বীপ হাইস্কুল, শিবেরহাটের গতকালের মাহফিল এর চিত্র।

বাংলাদেশ জামায়াতে ইসলামী (সন্দ্বীপ উপজেলা) গাছুয়া  ইউনিয়ন আয়োজিত কর্মী সম্মেলন ২০২৪ ইং অনুষ্ঠিত।ইউনিয়ন সভাপতি মাওলানা নি...
28/12/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী (সন্দ্বীপ উপজেলা) গাছুয়া ইউনিয়ন আয়োজিত কর্মী সম্মেলন ২০২৪ ইং অনুষ্ঠিত।

ইউনিয়ন সভাপতি মাওলানা নিজাম উদ্দিন সাহবেরে সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ কামরুল হাসান মাহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমির জননেতা আলাউদ্দিন শিকদার সাহেব।

প্রধান অতিথি জননেতা আলাউদ্দিন শিকদার বলেন “অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার লক্ষ্যে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশ বিরোধী সকল চক্রান্ত-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। পতিত স্বৈরাচার যেন কোনোভাবেই মাথা চারা দিয়ে উঠতে না পারে। ফ্যাসিবাদমুক্ত দেশগঠন এবং দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য অন্তর্বর্তী সরকারকে টিকে রাখার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসররা ভিন্ন ভিন্ন রূপে নতুন নতুন ইস্যু তৈরি করে বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা কখনো আনসারলীগ, কখনো রিক্সা লীগ, কখনো গার্মেন্টস শ্রমিকলীগ, কখনো ইস্কন লীগ সেজে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করেছে। কিন্তু দেশের আপামর জনতা ঐক্যবদ্ধ থাকায় তাদের সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সন্দ্বীপ উপজেলার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর কাজী ইসমাইল হোসাইন, সন্দ্বীপ উপজেলার নায়েবে আমীর মাওলানা রফিকুল মাওলা, সন্দ্বীপ উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্যাহ, সন্দ্বীপ উপজেলার তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, গাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিদুল ইসলাম,সন্দ্বীপ উপজেলার যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান,মাওলানা এ কে এম কামাল পাশা, মাষ্টার মোহাম্মদ নুরুল হুদা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ হাবিব উল্যাহ মাহদী প্রমুখ।

28/12/2024

আগামীকাল ২৯ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এম হোসাইন শিশু মেধা বৃত্তি পরীক্ষা- ২০২৪ তৃতীয় শ্রেণীর ফলাফল প্রকাশ
28/12/2024

এম হোসাইন শিশু মেধা বৃত্তি পরীক্ষা- ২০২৪
তৃতীয় শ্রেণীর ফলাফল প্রকাশ

28/12/2024

আজহারীর প্রথম মাহফিলেই ১৫লক্ষ মানুষের জনসমুদ্র ,অবাক মিজানুর রহমান আজহারী। full video

27/12/2024

🔴 সরাসরি লাইভ পেকুয়া তাফসির মাহফিল । মিজানুর রহমান আজহারী

পেকুয়া মাহফিল লাইভ ২০২৪ | আলোচনা মুফতি আব্দুল্লাহ আল আমিন

আজহারীর জন্য প্রস্তুত হয়েছে পেকুয়া তাফসির মাহফিল। মিজানুর রহমান আজহারী
মুফতি জসিমউদ্দিন রাহমানি । Jasim uddin rahmani
জসিম উদ্দিন রহমানি
🔴LIVE: সরাসরি লাইভ: আজহারীর জন্য প্রস্তুত হয়েছে পেকুয়া তাফসির মাহফিল। মিজানুর রহমান আজহারী
পেকুয়া মাহফিল লাইভ ২০২৪,

পেকুয়া মাহফিল,
mizanur rahman azhari live,

mizanur rahman azhari waz,

কক্সবাজার পেকুয়া মাহফিল

25/12/2024

কাঁপাকাঁপি ছাড়া জাহাজে উঠার মতো ব্যবস্থা চাই 😁

Address

Sandwip
Chittagong
4300

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ-Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ-Sandwip:

Videos

Share