NIQABIappi Sa I Ma

NIQABIappi Sa I Ma প্রজাপতির ডানা উড়তে ভালোবাসি 🦋

প্রশান্তি খুঁজছেন কোনখানে বলুন?কার্টেসীঃ Lifeline Islam
09/11/2023

প্রশান্তি খুঁজছেন কোনখানে বলুন?

কার্টেসীঃ Lifeline Islam

মানুষের সুখের উৎসমূল হলো আল্লাহর আনুগত্য কিন্তু মানুষ সুখ খুঁজে এমন কিছুতে যা দিনশেষে তাকে যাবতীয় অশান্তির দাবানলে নিক্ষ...
07/11/2023

মানুষের সুখের উৎসমূল হলো আল্লাহর আনুগত্য কিন্তু মানুষ সুখ খুঁজে এমন কিছুতে যা দিনশেষে তাকে যাবতীয় অশান্তির দাবানলে নিক্ষেপ করে।

কথা– আরিফ আজাদ

From Allah, for Allah, to Allah...
31/10/2023

From Allah, for Allah, to Allah...

Alhamdulillah ❤️ This little Angel Sham is fine and safe 🇵🇸
30/10/2023

Alhamdulillah ❤️

This little Angel Sham is fine and safe 🇵🇸

যে লোকটি আপনার সম্পর্কে আপনার পেছনে কথা বলে, সে আসলে অন্ধকারে আপনার দিকে গুলি ছোঁড়ে। যেহেতু আপনি কথাগুলো শোনেননি, তাই স...
27/10/2023

যে লোকটি আপনার সম্পর্কে আপনার পেছনে কথা বলে, সে আসলে অন্ধকারে আপনার দিকে গুলি ছোঁড়ে। যেহেতু আপনি কথাগুলো শোনেননি, তাই সে আসলে লক্ষ্যভেদ করতে পারেনি। তাই, আপনি ব্যথাও পাননি।কিন্তু যে লোকটি আপনার বিরুদ্ধে বলা কথাগুলো আপনাকে শুনাতে আসে, সে যেন প্রকৃতপক্ষে ঐ লোকটির বন্দুকের নলে আপনাকে লক্ষ্যবস্তু বানাতে সাহায্য করে। কাজেই, এটি আপনাকে ক্ষতবিক্ষত করে দেয়। দুটোর কোনোটাই কম খারাপ না।

মেয়েকে ধ্বংসস্তুপ থেকে বের করে বাবা বলছেন, “আল্লাহর শপথ! আমরা পরাজিত হইনি!”এদেরকে কীভাবে পরাজিত করা সম্ভব? কীভাবে?      ...
27/10/2023

মেয়েকে ধ্বংসস্তুপ থেকে বের করে বাবা বলছেন,

“আল্লাহর শপথ! আমরা পরাজিত হইনি!”
এদেরকে কীভাবে পরাজিত করা সম্ভব? কীভাবে?

হাজার ইচ্ছে হলেও, এমন একদিন আসবে— কোলের ওপর মাথা রেখে চোখ বুজে শুয়ে থাকার জন্য মা’কে, এবং একটু জড়িয়ে ধরে কাঁদবার জন্য...
27/10/2023

হাজার ইচ্ছে হলেও, এমন একদিন আসবে— কোলের ওপর মাথা রেখে চোখ বুজে শুয়ে থাকার জন্য মা’কে, এবং একটু জড়িয়ে ধরে কাঁদবার জন্য বাবাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।

যদি আপনার বাবা-মা বেঁচে থাকে, জান্নাতে যাওয়ার দুটো বাড়তি দরোজা এখনও আপনার জন্য খোলা। সুতরাং, দৌঁড়ান...

সহমত?
26/10/2023

সহমত?

আমার অ-কারণ মন খারাপের কারণ হয়তো এখানেই যে, যথার্থ সময়ে এবং যথাযথ ভাবে আমি নামাজ আদায় করতে ব্যর্থ হচ্ছি।আরিফ আজাদ (cr: ফ...
26/10/2023

আমার অ-কারণ মন খারাপের কারণ হয়তো এখানেই যে, যথার্থ সময়ে এবং যথাযথ ভাবে আমি নামাজ আদায় করতে ব্যর্থ হচ্ছি।

আরিফ আজাদ (cr: ফারজানা নীতু)

অপেক্ষার প্রহরগুলো বড় কষ্টের!তবে সবকিছুরই তো শেষ আছে-তিক্ততার শান্তির, অস্থিরতার, জীবনোপন্যাসের। দীর্ঘ অপেক্ষার তো বটেই...
26/10/2023

অপেক্ষার প্রহরগুলো বড় কষ্টের!

তবে সবকিছুরই তো শেষ আছে-তিক্ততার শান্তির, অস্থিরতার, জীবনোপন্যাসের। দীর্ঘ অপেক্ষার তো বটেই। তাই না? ✨🤍

বইঃ আকাশের ওপারে আকাশ ।

‘আপনার দৃষ্টি, প্রতিটা কদম এবং প্রতিটা কথার ব্যাপারে যত্নশীল হোন৷ কারণ—নিশ্চিতভাবেই এসবের ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনাক...
26/10/2023

‘আপনার দৃষ্টি, প্রতিটা কদম এবং প্রতিটা কথার ব্যাপারে যত্নশীল হোন৷ কারণ—নিশ্চিতভাবেই এসবের ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে’।

— ইমাম ইবন জাওযী রাহিমাহুল্লাহ

মাফ—میں گناہ ایسے کرتا ہوں ،جیسے وہ دیکھ نہیں رہا ہے ۔اور وہ معاف ایسے کرتا ہے ،جیساکہ وہ دیکھ نہیں ہے ۔“আমি গুনাহ এভাবে...
26/10/2023

মাফ—

میں گناہ ایسے کرتا ہوں ،
جیسے وہ دیکھ نہیں رہا ہے ۔
اور وہ معاف ایسے کرتا ہے ،
جیساکہ وہ دیکھ نہیں ہے ۔

“আমি গুনাহ এভাবে করি,
যেন উনি দেখেনই না।
আর উনি মাফ এভাবে করেন,
যেন উনি দেখেনই নি।”

থাক না কিছু দূরত্ব,   দ্বীনের পথে চলার জন্য ।থাক না কিছু কষ্ট,   দ্বীনকে আঁকড়ে ধরার জন্য।থাক না কিছু একাকিত্ব,    যে এক...
26/10/2023

থাক না কিছু দূরত্ব,
দ্বীনের পথে চলার জন্য ।
থাক না কিছু কষ্ট,
দ্বীনকে আঁকড়ে ধরার জন্য।
থাক না কিছু একাকিত্ব,
যে একাকিত্বের বিনিময়ে
আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়।

যাক না হাড়িয়ে সেইসব কিছু,
যার বিনিময়ে
আল্লাহকে পাওয়া যায়,
হোক না ত্যাগ সেই সবকিছুর,
যা আমাকে আল্লাহর প্রিয় হতে
সাহায্য করে ।

আল্লাহকে আপন করে পাওয়ার যে,
আনান্দ,যে তৃপ্তি,যে অনুভূতি
তা পৃথিবীর সবকিছুকে
হার মানায়।

হোক না এই পথ,
শুধু আমার আর আমার রবের
মধ্যে সীমাবদ্ধ ।

25/10/2023

The Capital City Of Maldives, Malé is gathering in solidarity with Muslim Brothers and Sisters of Gaza.
18/10/2023

The Capital City Of Maldives, Malé is gathering in solidarity with Muslim Brothers and Sisters of Gaza.

A Child’s Shoes 👟🩸 Palestine 🇵🇸
18/10/2023

A Child’s Shoes 👟🩸 Palestine 🇵🇸

Focus on the solution 💓
06/10/2023

Focus on the solution 💓

বদ নজর 💔
05/10/2023

বদ নজর 💔

 #পর্দা 💔
04/10/2023

#পর্দা 💔

25/09/2023

মানুষের সুখের উৎসমূল হলো আল্লাহর আনুগত্য৷ কিন্তু মানুষ সুখ খোঁজে এমনকিছুতে যা দিনশেষে তাকে যাবতীয় অশান্তির দাবানলে নিক্ষেপ করে৷🌸
~আরিফ আজাদ ।

25/09/2023

দৌড় শুরু করার পরও ইউসুফ (আ.) জানতেন না দরজা খুলে যাবে। মুসা (আ.) জানতেন না সাগর চিরে পথ তৈরি হবে। কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন; তাই হয়েছিল, ভরসা রাখুন আল্লাহর উপর.!🌸

23/09/2023

প্রতিশোধ নয়, হেঁসে বেরিয়ে এসো; ওরা বুঝোক কাকে হারিয়েছে !🖤

23/09/2023

খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয়; কেউ যেন বলছে হতাশ হয়ো না; নিরাশ হয়ো-না আমি সব দেখছি শুনছি; সব একদিন ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ ! 🖤

Even   countries are making it hard on   to practice   or   What are your thoughts? Via: onepathnetwork
23/09/2023

Even countries are making it hard on to practice or

What are your thoughts?

Via: onepathnetwork

15/09/2023

╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇🪴
আপনার ঘর থেকে আজানের ডাকে মসজিদে যাইতে কতো মিনিট লাগে ?.

NIQABIappi Sa I Ma

❝আপনি যেমন আপনার স্ত্রীকে কাউকে দেখান না। আপনিও কারও স্ত্রীকে দেখার, সামনে যাওয়ার অধিকার রাখেন না। পর্দা শুধু নারীর জন্য...
12/09/2023

❝আপনি যেমন আপনার স্ত্রীকে কাউকে দেখান না।
আপনিও কারও স্ত্রীকে দেখার, সামনে যাওয়ার অধিকার রাখেন না। পর্দা শুধু নারীর জন্য না। আপনার বেলায়ও।❞
—আদিব সালেহ।

#পর্দা #ফরয

সময়ের ব্যবধানে মাও সন্তানদের কাছে বোঝা হয়ে যায়। 💔😔🥀
12/09/2023

সময়ের ব্যবধানে মাও সন্তানদের কাছে বোঝা হয়ে যায়। 💔😔🥀

নয়নতারার সাথে এক বিকেলবেলা 🫰🌸🌻 #নয়নতারা
09/09/2023

নয়নতারার সাথে এক বিকেলবেলা 🫰🌸🌻

#নয়নতারা

Good day♡
09/09/2023

Good day♡

07/09/2023

°
︵❝།།২০২৩ সালের সেরা প্রাপ্তি কি?🌸

°

Nights best Photo❤️❤️❤️•   • beautiful •    
07/09/2023

Nights best Photo❤️❤️❤️


• beautiful










07/09/2023

"ততটাই পাথর হতে চাই যতটা পাথর হলে রব ছাড়া অন্য কারো কাছে নিজের দূর্বলতা প্রকাশ পাবে না।"

06/09/2023

বিষাদ যদি আঁধার হয়, সবর তবে শুভ্রতা। শুভ্র কালির আঁচড়ে ফুটুক আসমানী সুখের নিশ্চয়তা !

06/09/2023

কর্মব্যস্ত জীবনেই আখিরাতের ফিকির করতে হয়। অবসর হয়ে ইবাদতগুজার হওয়ার বাসনা একপ্রকার ধোঁকা,বরং ব্যস্ততার মাঝেই ইবাদত খুঁজে নেয়া এবং যিকরে অন্তর ও জিহ্বাকে ব্যস্ত রাখাই ইবাদতের হাকিকাত।ইবাদতকে এভাবেই উপভোগ করতে হয়। নয়তো অবসর ও ঝামেলামুক্তির আশায় অলসতাই দীর্ঘ হবে।

#সবর

06/09/2023

তুমি খুব শীঘ্রই স্বস্তির নিঃশ্বাস নেবে! গন্তব্যে পৌঁছাতে আরেকটুখানি পথ বাকি! এই অবস্থায় নিরাশ হইয়োনা! থমকে যেওনা! আরেকটু কষ্ট করো! আরেকটু সহ্য করো! বিশ্বাস রাখো, আল্লাহ তোমাকে দেওয়ার জন্যই ব্যাকুল হয়ে আছেন! ইচ্ছে পূরণে নাহয় আরেকটু ধৈর্য ধরো, আল্লাহ তোমার সব ইচ্ছে পূরন করবেন!💗
ইনশাআল্লাহ!

#সবর

মানুষ কষ্ট পেতে পেতে পাকা হয়।পাকা হওয়ার আগের কষ্টগুলো জীবনটা তিক্ত করে তুলে,তখন মানুষ শুধু কাঁদে, হতাশ হয়, মরে যেতে চায়।...
05/09/2023

মানুষ কষ্ট পেতে পেতে পাকা হয়।
পাকা হওয়ার আগের কষ্টগুলো জীবনটা তিক্ত করে তুলে,
তখন মানুষ শুধু কাঁদে, হতাশ হয়, মরে যেতে চায়।

আর পাকা হওয়ার পরের কষ্টগুলো রব্বের নৈকট্য বাড়ায়।
মানুষ তখন হাসে, তাওয়াক্কুল শিখে, জীবন সংগ্রামে বেঁচে থাকতে চায়।

#তাকওয়া #সবর

05/06/2023

অবশেষে লুকা প্যাসিওলির ২য় ধাপটাও শেষ হলো ✌️
আলহামদুলিল্লাহ 🤲

যখন কেউ পাশে নেই ; যখন কারো কাছে শেয়ার করতে পারছেন না মনে কথা! যখন একটু সান্তনা জানানোর সুখপাখিরা গায়েব!আপনি হাহাকার করে...
16/05/2023

যখন কেউ পাশে নেই ; যখন কারো কাছে শেয়ার করতে পারছেন না মনে কথা!
যখন একটু সান্তনা জানানোর সুখপাখিরা গায়েব!
আপনি হাহাকার করেন একটু আশ্রয়ের জন্য, কারো মায়ার জন্য, কাউকে বলে মন শান্ত করার জন্য!
তখন আল্লাহ বলেন, "ফায়িন্নি ক্বারি-ব" আমি তোমার নিকটেই। 🖤

Chattogram ||23

Address

Chittagong
AGRABAD

Website

Alerts

Be the first to know and let us send you an email when NIQABIappi Sa I Ma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NIQABIappi Sa I Ma:

Share


Other Digital creator in Chittagong

Show All