দৈনিক নারায়ণহাট সংবাদ

দৈনিক নারায়ণহাট সংবাদ নারায়ণহাট ইউনিয়নের জনপ্রিয় অনলাইন নি
(19)

আগামি ১৩ই অক্টোবর ২০২৩ইং রোজ শুক্রবার (আগামিকাল) চাঁনপুর (টিলাপাড়া) সমাজ পরিচালনা পরিষদের  উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নব...
12/10/2023

আগামি ১৩ই অক্টোবর ২০২৩ইং রোজ শুক্রবার (আগামিকাল) চাঁনপুর (টিলাপাড়া) সমাজ পরিচালনা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকলেই আমন্ত্রিত।

আগামীকাল নারায়ণহাট ভূমি অফিস চত্বর থেকে জসনে জুলুস আরম্ভ হবে।
26/09/2023

আগামীকাল নারায়ণহাট ভূমি অফিস চত্বর থেকে জসনে জুলুস আরম্ভ হবে।

অভিনন্দন।ভুজপুর থানার কাজিরহাট বাজার বণিক কল্যাণ সমিতি নির্বাচণে নবনির্বাচিত সভাপতি আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক বখতিয়া...
04/09/2023

অভিনন্দন।

ভুজপুর থানার কাজিরহাট বাজার বণিক কল্যাণ সমিতি নির্বাচণে নবনির্বাচিত সভাপতি আবদুল মন্নান ও সাধারণ সম্পাদক বখতিয়ার তালুকদার সহ পূর্ণাঙ্গ পরিষদকে "দৈনিক নারায়ণহাট সংবাদ" র পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।

যে সমীকরণ টপকিয়ে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে।লাহোরে বাংলাদেশের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। গ্রুপ পর্বে...
03/09/2023

যে সমীকরণ টপকিয়ে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে।

লাহোরে বাংলাদেশের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সাকিব আল হাসানের দল পেল ৮৯ রানের বড় জয়। এই জয়েই টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিতই করে ফেললো সাকিবরা। ‘বি’ গ্রুপে সবার আগে পেল পরের রাউন্ডের টিকিট।
এশিয়া কাপে নিজেদের বাঁচা-মরার ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত’র জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ৩৩৪ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ৩৩৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরিফুল, তাসকিনদের আগুন বোলিংয়ের সামনে পড়ে ২৪৫ রানের বেশি করতে পারেনি আফগানরা। তাসকিন তুলে নেন ৪ উইকেট। ৪ ইকোনমিতে শরিফুলের দখলে ৩ উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩৪ রান স্কোরবোর্ডে জমা করার পর পরের রাউন্ডে যাওয়ার জন্য সমীকরণ ছিল এমন, আফগানদের ইনিংস থামাতে হবে ২৭৯ রানের আগে। ৫৫ রানের ব্যবধানে জিতলে বাংলাদেশ আজই নিশ্চিত করবে পরের রাউন্ড। বাংলাদেশ আফগানদের সহজেই গুঁড়িয়ে এই ম্যাচ জিতেছে ৮৯ রানে। ফলে সুপার ফোরের টিকিট পেতে আর কোনো বাধা বা অন্য ম্যাচের দিকেও তেমন ভাবে তাকাতে হচ্ছে না।

‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবেই সুপার ফোর পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এবার বাকি দুই দলের অবস্থান কী? আফগানিস্তানের যোগ্যতা অর্জনের জন্য তাদের শ্রীলঙ্কাকে প্রায় ৭০ রানে হারাতে হবে। আর যদি টার্গেট টপকাতে নামে তখন প্রায় ৩৬ ওভারের মধ্যেই রান তাড়া করতে হবে।

আগামী ৫ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। তখন দুই ম্যাচেই পরাজিত হওয়া আফগানিস্তান এমনিতেই নিবে বিদায়।

তারিখঃ ৩১ই আগস্ট। আগামী বৃহস্পতিবার।স্থানঃ ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়। আল্লামা গিয়াস উদ্দীন আত তাহেরী বি...
29/08/2023

তারিখঃ ৩১ই আগস্ট। আগামী বৃহস্পতিবার।

স্থানঃ ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়।

আল্লামা গিয়াস উদ্দীন আত তাহেরী বিকাল ৩টায় আলোচনা শুরু করবেন।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গনভবনে তামিম ইকবাল।
07/07/2023

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গনভবনে তামিম ইকবাল।

আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ফটিকছড়ির নারায়ণহাট হানাদার মুক্ত করে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়।আজক...
08/12/2022

আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে ফটিকছড়ির নারায়ণহাট হানাদার মুক্ত করে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়।আজকের এই দিনে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের জানাই দৈনিক নারায়ণহাট সংবাদ পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

04/12/2022

আল হাসানাইন মডেল মাদরাসা

ফটিকছড়ি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন নির্বাচিত নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ"""""""""""""""""""""""""""""""""""""""""...
01/12/2022

ফটিকছড়ি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন নির্বাচিত নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
গত ৩০ নভেম্বর ২২ ইং ফটিকছড়ি উপজেলা প্রসাশন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ বীরমুক্তিযোদ্ধা শফিকুর নূর মওলা হলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাব্বির রহমান সানির সভাপত্বিতে উপজেলা শিক্ষক নেতা মাস্টার নাসির উদ্দীন চৌধুরী'র সঞ্চালনায় জাতীয় যুব দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্ত্যব রাখেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হেসাইন মোহাম্মদ আবু তৈয়্যব।এতে বিশেষ অতিথির বক্ত্যব রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড ছালামত উল্লাহ শাহীন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুর নাহার মুক্তা,বান্দরবন উপজেলা এডি আবদুল হান্নান।
অনুষ্টানে স্বাগত বক্ত্যব রাখেন ফটিকছড়ি উপজেলা যুব উন্নয়ন অফিসার তানভীর আহমেদ সিদ্দিকী।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানে নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ কে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।
সম্মাননা স্মারক গ্রহণ করেন আমেরিকা প্রবাসী ও নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর,মুখপাত্র বীরমুক্তিযোদ্ধা সন্তান মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, মোঃ আবুল হোসেন, মুহাম্মদ দেলোয়ার হোসেন, মুহাম্মদ ইমরান হোসেন রাব্বানী,মুহাম্মদ বাবলু,মুহাম্মদ ইরফানুল আবছার,মুহাম্মাদ মিশকাতুল কাদের,মুহাম্মদ আরফাত, মুহাম্মদ নিয়াজুল নাঈম প্রমুখ।

২০২২ সালের বিশ্বকাপ উপলক্ষে_😎-আর্জেন্টিনা🇦🇷   - ব্রাজিল 🇧🇷 - সহ বিভিন্ন দেশের জার্সি পাওয়া যায়-  🕶️ [_নিউ ফ্রেন্ডস কালেক...
14/11/2022

২০২২ সালের বিশ্বকাপ উপলক্ষে_😎
-আর্জেন্টিনা🇦🇷 - ব্রাজিল 🇧🇷
- সহ বিভিন্ন দেশের জার্সি পাওয়া যায়-

🕶️ [_নিউ ফ্রেন্ডস কালেকশন _]🕶️
📌আব্দুস ছমদ মার্কেট, মাদ্রাসা রোড, নারায়ণহাট, ভুজপুর, চট্টগ্রাম
যোগাযোগ মারুফ উদ্দীন (01878285215)

পাইকারি দামে ও সুলভ মূল্যে বিভিন্ন কোয়ালিটির জার্সি পাওয়া যায়।
জার্সিতে যা যা থাকছেঃ👌
★সব ধরনের জার্সি থাকছে এমব্রয়ডারি করা লোগো।
★জার্সির হাতা ও গলা আলাদা ভালো মানের রিব দেওয়া আছে।
★চাইলে এক্সট্রা ফ্রী দিয়ে নিজের নাম লিখে নিতে পারবেন।
★সাইজঃM,L,XL,XXL
★ ফেব্রিকের স্ট্রিচিং ক্ষমতা বেশি তাই সহজেই নষ্ট হয়ে যায় না।
★দীর্ঘস্থায়ী ও টেকসই।
★Absorbing ক্ষমতা বেশি তাই ঘাম দ্রুত শুকায়,ঘামে দাগ বসে যায় না গন্ধ ও হয়না।
★কমফোর্টেবল, সফট, হালকা ও মসৃণ।
★শতভাগ কালার গ্যারান্টি।
🙏দাম ও বিস্তারিত জানতে দয়া করে ইনবক্সে মেসেজ করুন।
🌍যোগাযোগঃ মারুফ(01878285215)
🌎Whatsapp:মারুফ(01878285215)

30/10/2022
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলা র আওতাধীন হাটহাজারী উপজেলা পূর্ব পরিষদের কাউন্সিল আগামী ২৮ অক্টোবর শুক্রবার বিকাল ৩...
26/10/2022

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলা র আওতাধীন হাটহাজারী উপজেলা পূর্ব পরিষদের কাউন্সিল আগামী ২৮ অক্টোবর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বুড়িশ্চর জিয়াউল উলুম হলে অনুষ্ঠিত হবে।
সর্বাত্মক সফলতা কামনা করি

24/10/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
** চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ
** রাতে পটুয়াখালী উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং
** ঝড়ো হাওয়ায় সেন্টমার্টিনে ১৩টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে

আগামীকাল ২৪ই অক্টোবর ২২ইং দক্ষিণ জুজখোলা সমাজ পরিচালনা পরিষদের উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আ...
23/10/2022

আগামীকাল ২৪ই অক্টোবর ২২ইং দক্ষিণ জুজখোলা সমাজ পরিচালনা পরিষদের উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আজিমুশশান নূরানী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসছে আগামীকাল ১৭ই অক্টোবর ২০২২ ইং রোজ সোমবার চাঁন্দপুর টিলাপাড়া সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিল...
16/10/2022

বিসমিল্লাহির রহমানির রহিম।

আসছে আগামীকাল ১৭ই অক্টোবর ২০২২ ইং রোজ সোমবার চাঁন্দপুর টিলাপাড়া সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন,মোবারক খান খীল জামে মসজিদের খতিব ও চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী #শায়ের মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন কাদেরী।

উক্ত ওয়াজ মাহফিল উপস্থিত হয়ে দোজাহানের কামিয়াবী হাসিল করুন।

ফটিকছড়িতে আসছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ।
15/10/2022

ফটিকছড়িতে আসছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ।

নারায়ণহাট আদর্শ ডিগ্রী কলেজের লেকচারার মুহাম্মদ মুহিউদ্দিন চৌধুরী'র শ্রদ্ধেয় আব্বা রোড এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন।ইন্না...
14/10/2022

নারায়ণহাট আদর্শ ডিগ্রী কলেজের লেকচারার মুহাম্মদ মুহিউদ্দিন চৌধুরী'র শ্রদ্ধেয় আব্বা রোড এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সুখবর সুখবর সুখবর! নারায়ণহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মিরেশ্বরাই রোডস্থ "জুবায়ের ফার্মেসির" স্বত্বাধিকারী জনাব 'আমির হোসেন স...
13/10/2022

সুখবর সুখবর সুখবর!

নারায়ণহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মিরেশ্বরাই রোডস্থ "জুবায়ের ফার্মেসির" স্বত্বাধিকারী জনাব 'আমির হোসেন সাকিব' র ব্যক্তিগত উদ্যোগে নারায়ণহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৩০ বছরের উর্ধ্ব বয়স্ক, হতদরিদ্র অসহায়দের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার কর্তৃক ফ্রি চিকিৎসা ও ঔষধসহ বিনামূল্যে প্রদান করা হবে।

স্থানঃ নারায়ণহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মিরসরাই রোডস্থ জোবাইর ফার্মেসী।

জাতীয় কবি নজরুলের ভাষায়...."ত্রিভুবনের প্রিয় মোহাম্মদএলো রে দুনিয়ায়।আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়"।।আজ পবিত্র ঈদে ...
09/10/2022

জাতীয় কবি নজরুলের ভাষায়....

"ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়"।।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স)।সবাইকে "দৈনিক নারায়ণহাট সংবাদ" পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।

মিলাদ আর নবী তিনটি শব্দ যোগে গঠিত। ঈদ অর্থ-আনন্দোৎসব, মিলাদ অর্থ জন্মদিন আর নবী অর্থ ঐশী বার্তাবাহক। ঈদে মিলাদুন্নবীর অর্থ দাঁড়ায় নবীর জন্মদিনের আনন্দোৎসব। ১২ রবিউল আউয়াল একই সাথে মহানবীর জন্ম ও মৃত্যু দিবস হলেও তা শুধু জন্মোৎসব হিসেবেই পালিত হয়। পৃথিবীর যেকোনো মানুষের মৃত্যুই তার পরিবার, সমাজ ও দেশের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করে। কিন্তু মহানবীর ইন্তেকাল মানবসমাজ ও সভ্যতার কোনো পর্যায়ে কোনো শূন্যতার সৃষ্টি করেনি। যদিও তাঁর ইন্তকালের চেয়ে বেশি বেদনাদায়ক কোনো বিষয় উম্মতের জন্য হতে পারে না। তিনি প্রেরিত হয়েছিলেন সমগ্র পৃথিবীর জন্য আল্লাহর রহমত হিসেবে। এক সময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত। এ অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তায়ালা রাসূলুল্লাহ সা: প্রেরণ করেন এ ধরাধামে।

চল্লিশ বছর বয়সে নবুওয়াতি লাভের পর ২৩ বছর হজরত মুহাম্মদ সা: কঠোর পরিশ্রম ও শত বাধা-বিপত্তি মোকাবেলা করে ইসলামের সুমহান আদর্শ প্রচার করে গেছেন। তার দেখানো পথে পৃথিবীতে নেমে আসে শান্তি। এজন্য তার প্রতিটি কাজ, কথা আমাদের জন্য আদর্শ। বর্তমান অশান্ত পৃথিবীতে তার দেখানো পথেই আসতে পারে শান্তি ও মানবতার মুক্তি। আল্লাহতায়ালা সূরা আল আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে মহানবী হজরত মুহাম্মদ সা: সম্পর্কে বলেন, "আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি"।

03/10/2022

লিটারে ১৪ টাকা কমল সয়াবিন তেলের দাম।

চাঁন্দপুর (টিলাপাড়া) গ্রামের বিশিষ্ট প্রবাসী জনাব 'মোঃ রুবেল হোসেন'র উদ্যোগে ও চাঁন্দপুর টিলাপাড়া,হাজিপাড়া,নবীণ পাড়া'র ব...
20/09/2022

চাঁন্দপুর (টিলাপাড়া) গ্রামের বিশিষ্ট প্রবাসী জনাব 'মোঃ রুবেল হোসেন'র উদ্যোগে ও চাঁন্দপুর টিলাপাড়া,হাজিপাড়া,নবীণ পাড়া'র বেশ কিছু প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের যৌথ অর্থায়নে

"চাঁন্দপুর আন নূর ইসলামী একাডেমি"হিফয ও এতিমখানা'র জন্য ৩৬,৫০০ (ছত্রিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের একটি উন্নতমানের আধুনিক ফ্রিজ প্রদান করা হয়।

এই মহৎ উদ্যোগের জন্য তাদের স্বাধুবাদ জানাই।

ইউসুফ হত্যাকাণ্ডের অন্যতম আসামি শাহাদাত কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউপির হাসন...
16/09/2022

ইউসুফ হত্যাকাণ্ডের অন্যতম আসামি শাহাদাত কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা ইউপির হাসনাবাদে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ইউসুফ হত্যাকাণ্ডের অন্যতম আসামি শাহাদাত হোসেন কে নগরীর চকবাজার এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আরিফুল ইসলাম।আজ বিকাল দুই-টায় নন্দির স্কুল সংলগ্ন স্থানে ইউসুফ হত্যাকাণ্ডের প্রতিবাদে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নিহতদের ভাই আরিফুল ইসলাম। তিনি বলেন সকাল থেকে এলাকা জুড়ে চলছে পাবলিসিটি। আমার ভাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই করে যাব ইন'শাআল্লাহ।

C-কাউসার শিকদার।

ভারতকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ।
13/09/2022

ভারতকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ।

হাসনাবাদ আজলাপাড়ার পোল্ট্রি ও মাছ ব্যবসায়ী (প্রজেক্ট) ইউচুফকে নির্মমভাবে হত্যাকারী হলো মোঃ শাহাবুদ্দিন । নিহত ইউচুপের ভা...
11/09/2022

হাসনাবাদ আজলাপাড়ার পোল্ট্রি ও মাছ ব্যবসায়ী (প্রজেক্ট) ইউচুফকে নির্মমভাবে হত্যাকারী হলো মোঃ শাহাবুদ্দিন ।

নিহত ইউচুপের ভাই আরিফুল ইসলামের ভাষ্যমতে তার ভাইকে হত্যা করেছে মোঃ শাহাবুদ্দিন। সে এখন গ্রাম থেকে পালাতক।

ব্রেকিং নিউজ : পূর্ব হাসনাবাদ আজলা পাড়া নিবাসি, মৎস ও পোল্ট্রি খামারি মোঃ ইউছুপকে পিটিয়ে কে বা কারা গতকাল রাতে নির্মম ভা...
11/09/2022

ব্রেকিং নিউজ : পূর্ব হাসনাবাদ আজলা পাড়া নিবাসি, মৎস ও পোল্ট্রি খামারি মোঃ ইউছুপকে পিটিয়ে কে বা কারা গতকাল রাতে নির্মম ভাবে হত্যা করে পালিয়ে যায়।

04/09/2022

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মুশফিকের।

এশিয়া কাপের ২য় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ইন্ডিয়া।
28/08/2022

এশিয়া কাপের ২য় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ইন্ডিয়া।

22/08/2022

#ব্রেকিং_নিউজঃ-

১) আগামী বুধবার থেকে সরকারি অফিসের সময়সূচি সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত৷৷

২) ব্যাংক লেনদেনের সময় সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ।

৩) শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে।

৪)সেচ প্রদানের সুবিধার্থে গ্রামে রাত ১২টা থেকে-সকাল ৬ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।

21/08/2022

*আজ থেকে মোবাইল ফোনের ৬, ১৫ ও ৪০ জিবি ডেটা প্যাকেজের মেয়াদ থাকবে না, ব্যবহার করা যাবে অনির্দিষ্টকাল: বিটিআরসি

কাজিরহাট বাজারে কসাই সেলিমের মারধরের শিকার হয়ে টিউবওয়েল মিস্ত্রী মোঃ আমীরের মৃত্যু!মাগরিবের পূর্ব মুহূর্তে কাজির হাট ব...
20/08/2022

কাজিরহাট বাজারে কসাই সেলিমের মারধরের শিকার হয়ে টিউবওয়েল মিস্ত্রী মোঃ আমীরের মৃত্যু!
মাগরিবের পূর্ব মুহূর্তে কাজির হাট বাজারের এই ঘটনা ঘটে।
মৃত্যুর খবরে এলাকায় চলছে শোকের মাতম।

19/08/2022

একটি ফোন হারিয়ে গেলে কিভাবে উদ্ধার হয় এবং কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনার ফোনটি উদ্ধার করতে পারবেন। পাশাপাশি কিভাবে আপনি ও নিরাপদ থাকবেন।

আমাদের অনেক এর মনে কিউরিসিটি থাকে যে কিভাবে একটা মোবাইল হারিয়ে গেলে আইনপ্রয়োগকারী সংস্থার তারা উদ্ধার করে।

এই সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে IMEI সম্পর্কে!

এখন মনে আসতে পারে IMEI জিনিসটা কী!?

IMEI নাম্বারের ফুল ফর্ম হল ইন্টারন্যাশানাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি ( International Mobile Equipment Identity ) ।

এটি ফোন চেনার জন্য একটি আইডেন্টিটি নাম্বার।

GSM, CDMA আর IDEN আর কিছু স্টেরেলাইট ফোনের এই নাম্বার দেওয়া হয় আর এই নাম্বার 15 সংখ্যার হলেও অনেক সময়ে নাম্বার 16-17 সংখ্যার ও হয়।

IMEI নাম্বারের মাধ্যমে ফোন হারিয়ে গেলে ফোন খুঁজে পেতে এই নম্বরটি সাহায্য করে।

একটি কোম্পানি যখন একটি ফোন তৈরী করে প্রতিটি ফোন এর মধ্যে এক কিংবা দুইটি IMEI Write করে দেন। এইগুলা আপনার ফোন এর মাদারবোর্ড এর BIOS সিস্টেম এ Write করে দেয় ফোন কোম্পানি গুলো হুবুহু নম্বরটি আবার সেই ফোন এর Box এর মধ্যে ও লেখা থাকে।

এইবার আসি মূল বিষয়ে ধরেন একজন লোক এর ফোন হারিয়ে গেছে কিংবা চোর কেড়ে নিয়ে চলে গেছে এই অবস্থা কি কি করা উচিৎ এবং কিভাবে এই ফোন উদ্ধার করা যাবে।

ফোনটি হারিয়ে যাওয়ার সাথে সাথে যেই এরিয়াতে হারিয়েছে সেই এরিয়া যে থানার Under এ সেইখানে দ্রুত বাসায় যোগাযোগ করে কিংবা যেভাবে হোক ফোন এর Box কিংবা সেলস রিসিট থেকে IMEI নম্বরটি সংগ্রহ করে সেই লোকাল থানায় দ্রুত জিডি করতে হবে।

জিডি করার পর এই ঘটনাটি তদন্ত করা কিংবা ফোনটি উদ্ধার করার জন্য একজন অফিসার কে দেওয়া হয়।

জিডিতে উনার নম্বর নাম উল্লেখ থাকবে সেই নম্বরে কল দিয়ে যোগাযোগ করবেন। অনেক সময় নম্বর থাকে না তাই যিনি জিডি গ্রহণ করছেন উনাকে বলবেন তদন্ত অফিসার এর নম্বর যাতে লিখে দেন।

উনার সাথে যোগাযোগ করার পর তিনি তার মত করে ফোনটি খোঁজ জন্য আরো কিছু এনটিটি পুলিশ এরই ডিপার্টমেন্ট কে এই IMEI এবং GD টি Forward করবে ফোনটি খোঁজ করার জন্য। বিশেষ করে এইগুলা দেখে ডিবি, সিআইডি , কাউন্টার টেররিজম এর সাইবার নিরাপত্তা বিভাগ, RAB, PBI সহ মোটামুটি অনেক গুলো ডিপার্টমেন্ট এইসব নিয়ে কাজ করে। ( দেশের আরো অনেক আইনপ্রয়োগকারী সংস্থার এই সক্ষমতা রয়েছে )

তারা ফোন এর কোন তথ্য পেলে তখন ভিকটিম জিডিতে তার সাথে যোগাযোগ করার জন্য যে নম্বর দিয়েছে সেখানে তদন্ত অফিসার কল দিয়ে আপডেট জানায়। মাঝে মধ্যে বিষয় গুলো অনেক Long Process ও হয়ে যায় কারণ অসংখ্য পেন্ডিং কেস থাকে এজন্য।

এখন আসি কিভাবে আইনপ্রয়োগকারী সংস্থা গুলো এই ফোন গুলো উদ্ধার করে।

তারা IMEI গুলো নোট করে তাদের কাছে বিশেষ কিছু Software থাকে যেইগুলার সাথে Network Operation Maintain Tower কিংবা Mobile Network Provider গুলোর একটা Connection থাকে যেটার মাধ্যমে এই IMEI গুলো Search করলে সেই IMEI এর ফোন এ কোন সিম ব্যবহার হচ্ছে এবং কোন এরিয়াতে কোন লোকেশন এ ফোনটি আছে সকল কিছু দেখা যায়।

সাধারণত একেক দেশে একেক সিস্টেম অবলম্বন করে।

আবার অনেক উন্নত রাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থা গুলো সরাসরি Interceptor software ও ব্যবহার করে সেইগুলা যথেষ্ট শক্তিশালী এবং অনেকরকম ফিচার থাকে সেইগুলাতে এইগুলা সাধারণ মানুষের জন্য নয় বিশেষ করে আইনপ্রয়োগকারী সংস্থা গুলোর জন্য তৈরী করা হয়।

লোকেশন যখন পেয়ে যায় আইনপ্রয়োগকারী সংস্থা গুলো তখনই তারা সেই এরিয়াতে অভিযান পরিচালনা করে পাশাপাশি নতুন Insert করা সিম এর তথ্য গুলো ও দেখে মোটামুটি কিছু ধারণা পাওয়া যায় Suspect সম্পর্কে।

যদি Suspect অন্য কারো নামে রেজিষ্ট্রেশন করা সিম ও ব্যবহার করে এতে সমস্যা নেই কারণ Real Time Location আইনপ্রয়োগকারী সংস্থার কাছে অলরেডি আছে। এটি ডিভাইস এর IMEI + GPS sensors এর Joint Collaboration এ কাজ করে।

এইভাবে অভিযান পরিচালনা করার মাধ্যমে ফোন গুলো উদ্ধার হয়। এইগুলা অনেক সময় কোপাল এর উপর নির্ভর করে দেখা যায় Suspect ফোন নেওয়ার পর অনেক লং টাইম বন্ধ রাখে নতুন সিম লাগায় না তখন আবার আইনপ্রয়োগকারী সংস্থা এই ফোন এর তথ্য পায়না এজন্য ডিজি করে অপেক্ষা করতে হয়।

যাদের কপাল ভালো তাদের গুলো দ্রুত উদ্ধার হয়ে যায়।

এইবার আসি সচেতনতার বিষয়ে ধরেন আপনি ধরে নিলেন জিডি করার পরেও আপনার ফোনটি পাওয়া যাবেনা এমনটাই মনে হয় আপনার কাছে তাহলে আমি বলবো ফোনটি যদি নাও পান আপনার কমপক্ষে জিডি করে রাখা উচিত।

এজন্যই রাখা উচিত কারণ আপনার নামে রেজিস্টার এই ফোনটির মাধ্যমে যদি কোন অপরাধ সংগঠিত হয় দেখা যাবে পুলিশ সেই অপরাধী কিংবা অপরাধ হওয়ার জায়গা এই ফোনটি রিকভারি করে পায় তখন আপনিও অপরাধী হিসেবে সন্দেহের তালিকায় থাকবেন।

এইজন্য যখন ফোন হারাবে সাথে সাথে জিডি করে ফেলুন তাহলে উপরের কথার মত ঘটনা হলে আপনার এই জিডি আপনাকে আইনের যে কোন জটিলতা থেকে নিরাপদ রাখবে।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনযোগ দিয়ে পুরো বিষয় গুলো পড়ার জন্য আমাদের আশেপাশে রেগুলার এমন ঘটনা গুলো হয়ে থাকে এজন্যই সবাইকে সচেতন করার জন্য আমরা এই পোস্টটি সবাই শেয়ার করে এই তথ্য গুলো জানতে সাহায্য করবেন সবাইকে।

আহলে বায়তে রাসুল (দঃ) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আল-হাসানাইন মডেল মাদরাসা হিফজ্ বিভাগে আলো...
15/08/2022

আহলে বায়তে রাসুল (দঃ) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আল-হাসানাইন মডেল মাদরাসা হিফজ্ বিভাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল, নাত, ক্বেরাত,সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আল হাসানাইন মডেল মাদরাসা চেয়ারম্যান এর সভাপত্বিতে হিফজ্ বিভাগের বাংলা শিক্ষক মুহাম্মদ ইসমাইল এর সঞ্চলনায় অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণহাট ইসলামিয়া আলিম মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত শিক্ষক মাওলানা মুহাম্মদ ইয়াকুব,প্রধান আলোচকের বক্ত্যব রাখেন বীরমুক্তিযোদ্ধা সন্তান ও গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ আফিফ,বিশেষ অতিথির বক্ত্যব রাখেন আল হাসানাইন মডেল মাদরাসার ব্যবস্হপনা পরিচালক মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, পরিচালক মাওলানা মুহাম্মদ সৈয়্যদুল হক সৈয়্যদ, মুহাম্মদ নাঈম উদ্দীন, মুহাম্মাদ আবদুস সামাদ,মুহাম্মাদ জাহাঙ্গীর আলম,আল হাসানাইন মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল আত্তারী,হিফজ্ বিভাগের হাফেজ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বিক্রি হবেনা খুচরা সিগারেট,কিনতে হবে পুরো প্যাকেট।
14/08/2022

বিক্রি হবেনা খুচরা সিগারেট,
কিনতে হবে পুরো প্যাকেট।

এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার  মানবিক ভুজপুর এর ব্যতিক্রমী উদ্যোগ।প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত ছাত্রছাত্র...
14/08/2022

এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার

মানবিক ভুজপুর এর ব্যতিক্রমী উদ্যোগ।
প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে ছাতা বিতরণ
পেলারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়,করলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাঁপানিয়া রাজারটিলা প্রাথমিক বিদ্যালয়ে ছাতা বিতরন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক,জনাব সেলিম উদ্দিন, ও মানবিক ভুজপুর। উপস্থিত ছিলেন শামসুদ্দিন হাসান, মাহমুদুল হাসান, সেলিম উদ্দিন, আলিম উদ্দীন, আমির হোসাইন, মনির উদ্দিন মুছা,আমানত খান,সালাহ উদ্দিন।

ফটিকছড়ি উত্তর উপজেলা সদর,মোঃ আকবর হোসেন।
10/08/2022

ফটিকছড়ি উত্তর উপজেলা সদর,
মোঃ আকবর হোসেন।

অবকাঠামোগত সুষম উন্নয়নের ছোঁয়া হতে পিছিয়ে থাকা উত্তর ফটিকছড়ির  প্রাচীন জনপদ হারুয়ালছড়ি-ভূজপুর এবং দাঁতমারা-বাগানবাজারের ...
10/08/2022

অবকাঠামোগত সুষম উন্নয়নের ছোঁয়া হতে পিছিয়ে থাকা উত্তর ফটিকছড়ির প্রাচীন জনপদ হারুয়ালছড়ি-ভূজপুর এবং দাঁতমারা-বাগানবাজারের মধ্যবর্তী ইউনিয়ন ৩নং নারায়ণহাট ইউনিয়নকে প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ঘোষণার জোর দাবি জানাচ্ছি।
নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ

হাপানিয়া আল-কবির জামে মসজিদের খতিব মাওলানা মনির হোসাইন এবং ইমাম মাওলানা মোঃ শাহাদাত হোসাইন কে উপহার স্বরূপ দু'টো মোটর বা...
09/08/2022

হাপানিয়া আল-কবির জামে মসজিদের খতিব মাওলানা মনির হোসাইন এবং ইমাম মাওলানা মোঃ শাহাদাত হোসাইন কে উপহার স্বরূপ দু'টো মোটর বাইক প্রধান করেছেন,অত্র মসজিদের প্রতিষ্ঠাতা ও পরিচালক,আমেরিকান সুনাগরিক,জনাব আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির।

তার এমন মহৎ উদ্যোগের জন্য স্বাগত জানাই।

নারায়ণহাট ইউপির চেয়ারম্যান মহোদয়ের ধারাবাহিক আলোচনা।ফটিকছড়ি উত্তর প্রস্তাবিত উপজেলা টি মধ্যবর্তী স্থান  নারায়ণহাট বাস্তব...
08/08/2022

নারায়ণহাট ইউপির চেয়ারম্যান মহোদয়ের ধারাবাহিক আলোচনা।

ফটিকছড়ি উত্তর প্রস্তাবিত উপজেলা টি মধ্যবর্তী স্থান নারায়ণহাট বাস্তবায়নে ১১ তারিখ গণশুনানি সফল করা লক্ষে গতকাল প্রবাসী মানব কল্যাণ পরিষদের সাথে সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন।

দেশে অবস্থানরত নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সকল কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
ধন্যবাদ সম্মানিত অফিস ও প্রকাশনা বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয় পরিষদ) জনাব,শাহিনুর ভূঁইয়া সাহেব।

05/08/2022

#ব্রেকিং
আজ শুক্রবার রাত ১২টার পর থেকে ,
ডিজেল ১১৪ টাকা , পেট্রোল ১৩০ টাকা,
অকটেন ১৩৫ টাকা।।

Address

Chittagong
4345

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক নারায়ণহাট সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

দৈনিক নারায়ণহাট সংবাদ

সংবাদের সাথে থাকুন সব সময়



You may also like