30/07/2022
বাঞ্ছারামপুরে অর্থের অভাবে শেষ করা যাচ্ছেনা মসজিদের কাজ, সহযোগিতার হাত বাড়াতে বিত্তবানদের আহ্বানকে।
ব্রাহ্মণবাড়িয়ার দড়ি বাঞ্ছারামপুরের চড়ের কান্দা নূরানী জামে মসজিদ নির্মাণ কাজের, অর্থের অভাবে বন্ধ রয়েছে। জানা যায় দড়ি বাঞ্ছারামপুরের চরের কান্দা নূরানী জামে মসজিদের ছাদের অংশ নির্মাণ বন্ধ রয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে, আর এই ছাদের কাজে অংশ সম্পন্ন করতে, বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান করেছেন এখানকার মুসুল্লিরা, মুসল্লিদের দাবিদার চড়ের কান্দা বসবাসরত, মুসলিম পরিবারগুলি আর্থিক সংকটের কারণে, তাদের চেষ্টা থাকা সত্ত্বেও, মসজিদের আংশিক কাজ করে রেখেছেন, কিন্তু অর্থের অভাবে এখনো ছোট টিনের চালার মসজিদে, নামাজ আদায় করতে হচ্ছে, এলাকায় মুসল্লীদেরকে। এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মসজিদের কাটামো নির্মাণ হলো পুরোপুরি সম্পন্ন হচ্ছে না, মসজিদের কাজ। নগদ অর্থ আর মালামালের অভাবে মসজিদের অবকাঠামো কিছু কাজ করে, নির্মাণ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, চরের কান্দা আর কোন মসজিদ না থাকায়। এখানকার লোকজন আধা কিলোমিটার দূরে গিয়ে নামাজ পড়তে হতো, তাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে জামে মসজিদ করা যায়। সেই স্বপ্ন থেকে নিজস্ব উদ্যোগে মসজিদের নির্মাণ কাজ শুরু করে, এখন যেন অনেকটা বেকায়দায় অবস্থায় পড়ে আছেন। এলাকাবাসীর দাবি করে বলেন দেশ বিদেশের অনেক বিত্তবান মুসলমান রয়েছেন, তারা যদি মসজিদের কাজ সম্পন্ন করার জন্য, অর্থ দিয়ে সহযোগিতা করেন কিংবা মসজিদের অবকাঠামো নির্মাণের মালামাল দিয়ে সাহায্য করেন। তাহলে তারা সুন্দর একটি স্থানে এবাদত-বন্দেগি করতে পারবেন। এতে করে দড়ি বাঞ্ছারামপুর গ্রামের চরের কান্দার মুসলমানদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে। মূলত মুসলিম উম্মাহ কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে মসজিদ মূলত আল্লাহর, সুরা জিন আয়াত: 18, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আল্লাহ কাছে সর্বোত্তম জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। মুসলিম পনেরোশ ষাট , তাই মসজিদের সঙ্গে, মুসলিম উম্মার হৃদয় আত্মার সম্পর্ক, আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ মেরামত ও সংস্কার এবং দান, সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো-লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে। মুসলিমদের স্বতস্ফূর্ত দানকৃত অর্থ-সম্পদে আল্লাহ এর জন্য পুরস্কার ঘোষণা করেছেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। মুসলিম বারোশো আঠারো। মসজিদ নির্মাণ করা কি হাদিসের সদগায়ে জারিয়া, অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে। ব্রাহ্মনবাড়িয়ার দড়ি বাঞ্ছারামপুরের চড়ের কান্দা নূরানী জামে মসজিদের ম্যানেজিং কমিটির, দেশে প্রবাসে অবস্থানরত, বিত্তবানদের আহ্বান করে বলেন,এই মসজিদে অবকাঠামো নির্মাণে, যদি কেউ, সাহায্য করতে চান। তাদের নাম্বারগুলোতে যোগাযোগ করার আহ্বান করেছেন মুসল্লিগণ। অথবা বিকাশ করার আহ্বান করেন, নাম্বার গুলো হল-01923 293701 অথবা 01921 083041