Bancharampur tv

Bancharampur tv ধন্যবাদ

11/04/2023
দাওয়াত করে এনেছেন খাওয়ানোর জন্য।কিন্তু কালেকশন টেবিল দিলেন ক্যান????যদি এত বড় অনুষ্ঠান নিজের টাকায় করতে না পারেন, ছোট পর...
02/12/2022

দাওয়াত করে এনেছেন খাওয়ানোর জন্য।
কিন্তু কালেকশন টেবিল দিলেন ক্যান????
যদি এত বড় অনুষ্ঠান নিজের টাকায় করতে না পারেন,
ছোট পরিসরে অনুষ্ঠান করুন।
তাও যদি সম্ভব না হয় অনুষ্ঠান বাদ দিয়ে দেন।
তবুও খয়রাতি টেবিল দিবেন না।

কারো বাসায় গেলে এবং অসুস্থ রুগি দেখতে গেলে হাদিয়া দেয়া নেয়া সুন্নাত।
কিন্তু হাদিয়া পাওয়ার উদ্দেশ্য টেবিল নিয়ে বসা হলো একটা খয়রাতির সিস্টেম
কি দরকার কিছু টাকার জন্য ব্যক্তিত্ব বিলিন করার

আপনিও এগিয়ে আসুন, আমরাই পারবো এই সমাজ পাল্টাতে।
ইন-শা-আল্লাহ...

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আ-মীন.

02/12/2022

ধন্যবাদ জানাই কাতার কে।
বিশ্বের কাছে বাংলাদেশকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার১ কাঠা = ১.৬৫ শত...
24/10/2022

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।

#লেখা_সংগৃহীত

শাক সবজির  ইংরেজী নাম:✅🟢❤️শাক সবজি (Vegetables)গোল আলু – Potato (পটেটো)টমেটো – Tomato (টম্যাটো)গোল/তাল বেগুন – Brinjal (...
21/09/2022

শাক সবজির ইংরেজী নাম:✅🟢❤️

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

💥 💥📢 বিশেষ মুল্য ছাড়ে, মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন 'ঘরে বসে Spoken English' কোর্সটি ➡️
ভর্তি হওয়ার লিং➡️ https://10ms.io/leXLwE
ইংরেজি কিভাবে শিখবেন তা নিয়ে চিন্তিত?🤔 আজই ভর্তি হয়ে যান "Spoken English" কোর্সে💁‍♂️
৩ মাস মেয়াদি এই কোর্স শেষে পাবেন একটি "সার্টিফিকেট" একদম ফ্রি💯
কোর্স মুল্য মাত্র=

এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোর্স যেখানে এখন পর্যন্ত প্রায় ১ লাখের অধিক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে। 🔥

03/09/2022
হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেননা.! :আমি just জানতে চাই:যদি পারেন উত্তর দিবেন.:1st- শিব ৬০,০০০ বিবাহ করেছিল সেমারা যাবার ...
03/09/2022

হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেন
না.! :আমি just জানতে চাই
:যদি পারেন উত্তর দিবেন.
:1st- শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে
মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় কেন❓
:
একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায়
তার স্ত্রী_দুধ দিয়ে শিবের গোপন_অঙ্গ
ধৌত করে কেন.❓
:
এটা কি কোন সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য.❓

এমন কুরুচি পূর্ন আদেশ সৃষ্টিকর্তা দিতে
পারেন.❗
-
2nd- শিব তার নিজের ছেলে গনেশকে
চিনতে পারেনি কেন.❓

চিনতে না পারার জন্য ছেলের
গর্দান_কেটে ফেলেছিলেন.!
:
তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে
চিনবেন.?
:
ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার
বৈশিষ্ট্য.❓
_
3rd- দেবদাসীর ও যোগিনীর মত
পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মনগন কি অশ্লীলকর্মে লিপ্ত হন.❓
:
যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে
থাকেন❓
_
4th- অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ_নারী ,,,
মুখে দাতেঁ রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার.!
কি করে সৃষ্টিকর্তা হতে পারে.❓
উদাহরন-
দূর্গা.❗
_
5th- কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয়। তবে
সে কেন তার মামীর সাথে
অবৈধ_সম্পর্ক রাখলো...❓
:
তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে
এমন অবৈধ কর্মে লিপ্ত হয় যা তারা নিজেরাই আইনের
বর্হিভূত.❓
_
6th- কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে
পারে.❓
কারন,,,
সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুম
গেছে,
অনেক বিয়ে করেছে, দৈহিক তারনায়,
রাম
নিজের স্ত্রীকে সন্দেহ করেছে.!
এসব কি সৃষ্টিকতার কর্ম হতে পারে ❓
_
7th- যদি রাম সৃষ্টিকর্তাই হন তবে কেন
তিনি হনুমানের সাহায্য চাইবেন.❓
:
তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতার কমতি
আছে.❓
:
_
8th- রাম হনুমানের দু’ভাইকে কেন
অকারনে খুন করলেন.❓
:
যেখানে রামের সাথে তাদের কোন
শত্রুতা ছিল না ❓
:
সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব.❓
_
9th- রাবন যদি শয়তান হয়ে একদিনে
লঙ্কায় পৌছাঁতে পারে.❗

তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন ১২ বছর লাগলো.❓
:
তাও আবার হনুমানের সাহায্যে❗

শয়তানের শক্তি সৃষ্টির্কতা হতে কি
করে বেশি হওয়া সম্ভব❓
_
10th- কৃষ্ণা একজন সৃষ্টিকর্তা হয়ে কি
ভাবে নারীদের স্নানরত_দৃশ্য উপভোগ করেন.❓
:ও তাদের পোষাক_ লুকিয়ে রেখে
দেন❓

11th- গরু হিন্দুদের মা, গরুর পেট থেকে
তো গরুর_বাচ্চা হয়.!
কিন্তু
মানুষের_বাচ্চা তো হয় না.❓
:
তাহলে গরু কি করে মানুষের মা হয়❓

12th- আপনি যাকে বানিয়েছেন সে
বড় নাকি আপনাকে
যে বানিয়েছে সে বড় ❓
উদাহরনঃ
মুর্তি
:
একটু বিবেক দিয়ে চিন্তা করুন কে সত্য।
©️©️©️

যে ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেনঃ-১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।২. viset 5...
01/09/2022

যে ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেনঃ-
১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।
২. viset 50 mg বা Algin 50 mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন।
৩. Napa Extra বা Napa Extend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।
৪. Ecosprin 75 mg. বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।
৫. Flazyl 400 mg বা Filmet 400 mg.পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।
৬. Tufnil 200 mg প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন।
৭. Rolac 10 mg বা Tory 90 mg দাঁত ব্যথ্যা হলে খাবেন।
৮. Rupa 10 mg বা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।
৯. Emistat 8 mg বমি হলে খাবেন।
১০. Tenoloc 50 mg বা Amdocal 5 mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হবেন।)

উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন।

বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে বক্তারা, এখনো মৌলবাদীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।উৎসবমুখর পরিবেশে ব্রাহ...
30/07/2022

বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে বক্তারা, এখনো মৌলবাদীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।

উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সভাপতি বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন আহ্মেদ মহি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, মেয়র মোঃ তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মুরাদ হায়দার টিপু, ইফতিকার আহমেদ সজীব, কেন্দ্রীয় ছাত্রলীগের উপপাঠাগার বিষয়ক সম্পাদক এম আর মুকুট ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, ব্রাহ্মণবাড়িয়ার জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন। ইডেন ছাত্রলীগের কলেজের সভাপতি তামান্না জেসমিন রীবা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আলিমুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া বকুল, বাঞ্ছারামপুর থানা কর্মকর্তা মোহাম্মদ আলম, উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আর রহমান জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, সহ বিভিন্ন উপজেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা, সম্মেলনে, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগের, পৌর ছাত্রলীগের কমিটি পরবর্তী ঘোষণা করা হবে,সম্মেলনে বক্তারা বলেন বিএনপি জামাত শিবির এখনো মৌলবাদীরা, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের ছাত্রলীগের নেতারা শক্ত হাতে প্রতিহত করবে। ছাত্রলীগ' বিভিন্ন আন্দোলনে নিজের জীবন বাজি রেখে অন্যকে সাহায্য সহযোগিতা করার নাম হল ছাত্রলীগ। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নদী ভাঙ্গন রোধে আশুগঞ্জ পাকশিমুল বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জনসভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পানিশ্বর ও আজবপুর সহ...
30/07/2022

নদী ভাঙ্গন রোধে আশুগঞ্জ পাকশিমুল বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জনসভা অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পানিশ্বর ও আজবপুর সহ মেঘনার তীরবর্তী ভাটি এলাকার নদী ভাঙ্গন রোধে, আশুগঞ্জ পাকশিমুল বেড়িবাঁধ নির্মাণের দাবিতে, শনিবার বিকেলে আজব পুর বালুর মাঠে এক জনসমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের,সজীব উদ্যোক্ত শাহজাহান আলম সাজু। প্রবীণ আওয়ামী লীগের নেতা বিশিষ্ট সমাজসেবক শফিউল্লাহ মিয়া সভাপতিত্বে, অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুল ইসলাম। আশুগঞ্জ শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন। আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্রলীগের সম্পাদক প্রভাষক রুহুল আমিন,মোঃ আপেল মাহমুদ, আক্কাস আলী মন্ডল, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল হাসান জয় প্রমূখ, প্রধান অতিথির বক্তব্যে উদ্যোক্ত শাহজাহান আলম সাজু, বলেন সরাইলে মেঘনা তীরবর্তী ভাটি অঞ্চলের মানুষ শত শত বছর প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। অনেক পরিবার নদীভাঙনে সর্বস্বান্ত হয়েছে। বিশেষ করে শত বছরের পুরাতন পানিশ্বর বাজার ও আজবপুর বাজার আজ নদীভাঙন নিশ্চিহ্ন হতে যাচ্ছে। আশুগঞ্জ বন্দর আজ নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। তিনি অনতিবিলম্বে নদীভাঙন রোধে যথাযথ সরকারকে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আশুগঞ্জ বাজার থেকে সরাইলের পাকশিমুল বাজার পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। তার সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, বৈশ্বিক মহামারী করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নানাবিধি প্রভাব মোকাবেলায় সফলভাবে, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি জামাত ও দেশবিরোধী চক্র, আজ সরকারের বিরুদ্ধে নানা ষড় যন্ত্রের লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানান।

টাকার মালা, রঙের খেলাভালোবাসার দায়ে, আমি দেউলিয়া হয়ে যাবো।’ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ নির...
30/07/2022

টাকার মালা, রঙের খেলা

ভালোবাসার দায়ে, আমি দেউলিয়া হয়ে যাবো।’ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থী আল ইমরান কথাটি লিখে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের আইডি থেকে এ স্ট্যাটাস দিয়েছেন। এতে জুড়ে দেওয়া ছবিতে দেখা যায়, তিনি গলায় টাকার মালা পড়ে আছেন। কাউকে সালাম করছেন, কেউ তার মাথায় দুধ ঢেলে দিচ্ছেন, কেউ ধান দুর্বা দিয়ে বরণ করছেন, কেউবা মিষ্টি মুখ করাচ্ছেন। তার সারা শরীরে রঙ।

আগের দিন দেওয়া আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ছুটে চলছি ঋণ শোধ করার আশায়। উল্টো আরো ঋণী হয়ে যাচ্ছি, সাদা পাঞ্জাবি ভালোবাসার রঙ্গে রঙিন।’ এ পোস্টেও তিনি নির্বাচনে জয় উদযাপনের বেশ কিছু ছবি দিয়েছেন।

গত ২৭ জুলাই হওয়া নির্বাচনে আল ইমরান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের মুন্সীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আল ইমরান পেয়েছেন ২৫১৯ ভোট ও আবুল খায়ের পান ১৬৩৭ ভোট।

জয়ের পর এভাবে উদযাপন নিয়ে স্থানীয়ভাবে চলছে নানা আলোচনা সমালোচনা। গত চারদিন ধরে এভাবে ‘জয় উৎসব চলছে।’ গলায় টাকার মালা দেওয়া ও রং দিয়ে টাকা নষ্ট করার বিষয়টি অনেকেই ভালো চোখে দেখছেন না।

কাইতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা বলেন, ‘নির্বাচনের শুরুতে দলের সবাই ঐক্যবদ্ধ ছিলেন। পরে অনেককে পাওয়া যায়নি বলে দলের প্রার্থী হেরেছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভদ্র সমাজ এভাবে জয় উদযাপন সাপোর্ট করে না। টাকা নষ্ট করে আনন্দ উল্লাস করাটা আমিও সাপোর্ট করি না।’

নব নির্বাচিত চেয়ারম্যান জানিয়েছেন, গ্রামবাসীর দ্বারে দ্বারে যাওয়া শেষে উপজেলা পর্যায়ে শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি ছুটে যাবেন। শনিবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা বলে তিনি বলেন, ‘আমি কোনাউর গ্রামের বাসিন্দা। বহু বছর পর এ গ্রামের কেউ চেয়ারম্যান হলো। যে কারণে সবাই মিলে আনন্দ করছে। আমি বিজয় মিছিল করতে না করেছি। যে কারণে ঘরে ঘরে ছুটে যাচ্ছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষ আমাকে টাকার মালা পরিয়ে দিচ্ছে। যারা দিন আনে দিন খায় তারা টাকা দিচ্ছে। যাদের আর্থিক সামর্থ আছে তারা পাঁচ-১০ হাজার টাকাও দিচ্ছে। আমার কেন্দ্রে ৭৮ ভাগ ভোট পড়েছে। দেশের বাইরে থাকা ভোটার, মৃত ও হাসপাতালে থাকা কয়েকজন ছাড়া সবাই ছুটে এসেছে ভোট দেওয়ার জন্য। সবার মাঝে একটা আনন্দ ছিলো। ভোটের আগেও মানুষ আমাকে টাকা দিয়েছে।’

সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যুব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে আদিবা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শা...
30/07/2022

সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে আদিবা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে আজ শনিবার (৩০ জুলাই) বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে। শিশু আদিবা একই গ্রামের পাঠানবাড়ির উজ্জ্বল মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে পরিবারের লোকজন শিশু আদিবাকে না পেয়ে খোঁজাখোঁজি করার এক পর্যায়ে বাড়ির পাশের গর্তের পানিতে আদিবার নিথর দেহ ভাসতে দেখে। এ সময় তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পানিতে ডুবে শিশু মৃত্যুর এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, বিভূতি ভূষণ দেবনাথ টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠন...
30/07/2022

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, বিভূতি ভূষণ দেবনাথ

টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত গতকাল ২৯জুলাই শুক্রবার বিকেল ৫টা ৩০মি. ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট আ ফ মেসবাহ উদ্দীন ইকো”র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান শাহীন,

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বিভূতি ভূষণ দেবনাথ বলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, জাতি-ধর্ম নির্বিশেষে স্বাধীনতার পক্ষের সচেতন জনগোষ্ঠীকে দেশের কল্যানে কাজ করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে মনোনিবেশ করতে হবে ।সমাজে শান্তি প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রসন্ন দাসের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন টুগেদার ফর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের কার্যকরী সদস্য আফরিন ফাতিহা জুঁই,সৈয়দা মুক্তা,তানজিনা,রজত কর,শুভ,অমৃত,জোবায়ের,সৈয়দা স্বর্ণালী প্রমুখ।

জনগণকে দ্রুত ন্যায়বিচার প্রদানের আহবান, আইনমন্ত্রীজনগণকে দ্রুত ন্যায়বিচার প্রদানের প্রতি গুরুত্বারোপ করে বিচারকদের উদ্দে...
30/07/2022

জনগণকে দ্রুত ন্যায়বিচার প্রদানের আহবান, আইনমন্ত্রী

জনগণকে দ্রুত ন্যায়বিচার প্রদানের প্রতি গুরুত্বারোপ করে বিচারকদের উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলার বিচার করতে দেরি হলে ন্যায়বিচার শব্দের ন্যায় কথাটি আস্তে আস্তে অনেক ঝাপসা হয়ে যায়।এই ঝাপসাটা হতে দিবেন না। যখন পরিষ্কার থাকে তখই যাতে মামলাটা শেষ হয়, সেই কাজটা আপনারা করবেন।সেই সাথে মামলা নিষ্পত্তির হার বাড়াবেন।আমি জনগণের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে এটুকু অনুরোধ করছি।আইনজীবীদের সাথে বিচারদের সুসম্পর্ক থাকলে মামলা নিষ্পত্তির হার বাড়বে এবং বিচার বিভাগ শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।

শনিবার (৩০ জুলাই) রাজধানীর ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্টে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মো. গোলাম সারওয়ারকে আইন ও বিচার বিভাগে পূর্ণাঙ্গ সচিব হিসেবে পদায়ন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে স্বাধীন করার চেস্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম চাওয়া ছিল, জনগণকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া।কারণ তিনি কখনও ন্যায়বিচার পাননি।এমনকি মৃত্যুর পরও ন্যায়বিচার পাননি।সেক্ষেত্রে আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, বিচার বিভাগকে এমনভাবে সাজানো, যাতে বাংলাদেশের জনগণের দ্রুত ন্যায়বিচার পাওয়ার অধিকার পূরণ হয়।তিনি বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।

আনিসুল হক বিচারকদের উদ্দেশ্যে বলেন, বিচার বিভাগের স্বার্থে আপনারা সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে যেটাই চাবেন, সেটা দিয়ে দেওয়া হবে। বিনিময়ে দ্রুত ন্যায়বিচার চাই্। তিনি বলেন, আমরা পাকিস্তান আমলে দেখেছি, ১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধুকে ও জাতীয় চার নেতাকে হত্যা করার পর দেখেছি, কোন বিচার হয়নি।এইসব হত্যার বিচার না হওয়াটা আমাদের মনে ও হৃদয়ে রক্তক্ষরণ করেছে।জনগণের এই রক্তক্ষরণ আপনারা বন্ধ করবেন।

মি. হক বলেন, জনগণের টাকা-পয়সায় দেশ চলে, তাদের পরিশ্রমে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করার কারণে আমরা এই অবস্থানে আছি।তাই তাদের ন্যায়বিচার প্রাপ্তিকে নিশ্চিত করতে হবে।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হলো নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সেতু বন্ধন। এই সেতু বন্ধন যাতে আরও দৃঢ় হয়, বিচারকদের যাতে কোন অসুবিধা না থাকে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, বলেন আইনমন্ত্রী।

বিচার বিভাগ স্বাধীন থাকলে সঠিকভাবে ন্যায়বিচার দিতে পারবে-একথা তিনি যেমন বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমনি বিশ্বাস করেন।এমনকি জাতির পিতাও এই বিশ্বাসকে ধারণ করে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, বলেন মি. হক।

আইনমন্ত্রী বিশ্বাস করেন, বিচার বিভাগ স্বাধীনভাবে চলার জন্য নেতৃস্থানীয় এবং প্রত্যেকটা পদে সৎ ও দক্ষ কর্মকর্তা থাকা উচিৎ।তাছাড়া যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন কর্মকর্তা থাকা প্রয়োজন।মো. গোলাম সারওয়ার দক্ষতার সাথে দায়িত্ব পালন করার কারণেই আইন ও বিচার বিভাগের সচিব পদে আসীন হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এসোসিয়েশনের সভাপতি এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব ও এসোসিয়েশনের মহাসচিব বিকাশ কুমার সাহা, ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আ্ইন) মাহাবুবার রহমান সরকার, আইন ও বিচার বিভাগের উপসচিব শেখ গোলাম মাহবুব, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আপীলেট ট্রাইব্যুনালের সদস্য- বিচার(জেলা জজ) মো. সোহেল আহমেদ, বান্দরবান জেলার জেলা ও দায়রা জজ ফজলে এলাহি ভূঁইয়া, নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান, ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবর রহমান, মো. সোহেল আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এসোসিয়েশনের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল পাম্পে ডুকে পড়লো ট্রাক,ডিজেল বিক্রয় বন্ধবেপড়োয়া গতির কাভার্ড ভ্যান ঢুকে পড়েছে পেট্রোল পাম্পে। শন...
30/07/2022

ব্রাহ্মণবাড়িয়ায় পেট্রোল পাম্পে ডুকে পড়লো ট্রাক,ডিজেল বিক্রয় বন্ধ

বেপড়োয়া গতির কাভার্ড ভ্যান ঢুকে পড়েছে পেট্রোল পাম্পে। শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে খাঁটিহাতা এলাকায় ফাহাদ ফিলিং ষ্টেশনে এ ঘটনা ঘটে। এতে পাম্পটির ২টি ফুয়েল ডিসপেনসার ধুমড়ে-মুচড়ে গেছে। এসময় একটি ডাব গাছও ধুলিসাৎ হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই পাম্পের ম্যানেজার তোফাজ্জল হোসেন চৌধুরী। এ ঘটনার পর পাম্পটির ডিজেল বিক্রয় বন্ধ হয়ে যায়।

বেপড়োয়া গতির কাভার্ড ভ্যানটি সোজাসোজি পাম্পের ভেতর ডুকে সামনের দিকে থাকা ডিজেল অয়েল ডিসপেনসার ও গাছের ওপর হামলে পড়ে। গাড়িটি ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ যাচ্ছিল। ঘটনার পর গাড়ির চালক ও গাড়িটি আটক করে পাম্পের লোকজন। পরে গাড়ি ও চালকককে হাইওয়ে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আটক আল আমিন জিজ্ঞাসাবাদে জানায়,সে চালকের সহকারী। চালক নন্দনপুর এলাকায় নেমে যাওয়ার পর সে গাড়িটি নিয়ে আশুগঞ্জের পথে রওনা হয়। চোখে ঘুম নিয়েই সে গাড়ি চালাচ্ছিল। পাম্পের আগে আরেকটি বাসকে পাশ কাটিয়ে রাস্তার অপর পাশে এসে পাম্পের ভেতর ঢুকে পড়ে। চালকের সহকারী আল আমিনের বাড়ি সদর উপজেলার মাছিহাতার ভাদেশ্বরা গ্রামে। গাড়ির মালিক আশুগঞ্জের লোকমান মিয়া। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দেয়া হয়েছে।

বাঞ্ছারামপুরে অর্থের অভাবে শেষ করা যাচ্ছেনা মসজিদের কাজ, সহযোগিতার হাত বাড়াতে বিত্তবানদের আহ্বানকে।ব্রাহ্মণবাড়িয়ার দড...
30/07/2022

বাঞ্ছারামপুরে অর্থের অভাবে শেষ করা যাচ্ছেনা মসজিদের কাজ, সহযোগিতার হাত বাড়াতে বিত্তবানদের আহ্বানকে।

ব্রাহ্মণবাড়িয়ার দড়ি বাঞ্ছারামপুরের চড়ের কান্দা নূরানী জামে মসজিদ নির্মাণ কাজের, অর্থের অভাবে বন্ধ রয়েছে। জানা যায় দড়ি বাঞ্ছারামপুরের চরের কান্দা নূরানী জামে মসজিদের ছাদের অংশ নির্মাণ বন্ধ রয়েছে, গত এক বছরেরও বেশি সময় ধরে, আর এই ছাদের কাজে অংশ সম্পন্ন করতে, বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান করেছেন এখানকার মুসুল্লিরা, মুসল্লিদের দাবিদার চড়ের কান্দা বসবাসরত, মুসলিম পরিবারগুলি আর্থিক সংকটের কারণে, তাদের চেষ্টা থাকা সত্ত্বেও, মসজিদের আংশিক কাজ করে রেখেছেন, কিন্তু অর্থের অভাবে এখনো ছোট টিনের চালার মসজিদে, নামাজ আদায় করতে হচ্ছে, এলাকায় মুসল্লীদেরকে। এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মসজিদের কাটামো নির্মাণ হলো পুরোপুরি সম্পন্ন হচ্ছে না, মসজিদের কাজ। নগদ অর্থ আর মালামালের অভাবে মসজিদের অবকাঠামো কিছু কাজ করে, নির্মাণ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, চরের কান্দা আর কোন মসজিদ না থাকায়। এখানকার লোকজন আধা কিলোমিটার দূরে গিয়ে নামাজ পড়তে হতো, তাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে জামে মসজিদ করা যায়। সেই স্বপ্ন থেকে নিজস্ব উদ্যোগে মসজিদের নির্মাণ কাজ শুরু করে, এখন যেন অনেকটা বেকায়দায় অবস্থায় পড়ে আছেন। এলাকাবাসীর দাবি করে বলেন দেশ বিদেশের অনেক বিত্তবান মুসলমান রয়েছেন, তারা যদি মসজিদের কাজ সম্পন্ন করার জন্য, অর্থ দিয়ে সহযোগিতা করেন কিংবা মসজিদের অবকাঠামো নির্মাণের মালামাল দিয়ে সাহায্য করেন। তাহলে তারা সুন্দর একটি স্থানে এবাদত-বন্দেগি করতে পারবেন। এতে করে দড়ি বাঞ্ছারামপুর গ্রামের চরের কান্দার মুসলমানদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে। মূলত মুসলিম উম্মাহ কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান মসজিদ, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে মসজিদ মূলত আল্লাহর, সুরা জিন আয়াত: 18, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আল্লাহ কাছে সর্বোত্তম জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। মুসলিম পনেরোশ ষাট , তাই মসজিদের সঙ্গে, মুসলিম উম্মার হৃদয় আত্মার সম্পর্ক, আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ মেরামত ও সংস্কার এবং দান, সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো-লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে। মুসলিমদের স্বতস্ফূর্ত দানকৃত অর্থ-সম্পদে আল্লাহ এর জন্য পুরস্কার ঘোষণা করেছেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করলে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। মুসলিম বারোশো আঠারো। মসজিদ নির্মাণ করা কি হাদিসের সদগায়ে জারিয়া, অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে। ব্রাহ্মনবাড়িয়ার দড়ি বাঞ্ছারামপুরের চড়ের কান্দা নূরানী জামে মসজিদের ম্যানেজিং কমিটির, দেশে প্রবাসে অবস্থানরত, বিত্তবানদের আহ্বান করে বলেন,এই মসজিদে অবকাঠামো নির্মাণে, যদি কেউ, সাহায্য করতে চান। তাদের নাম্বারগুলোতে যোগাযোগ করার আহ্বান করেছেন মুসল্লিগণ। অথবা বিকাশ করার আহ্বান করেন, নাম্বার গুলো হল-01923 293701 অথবা 01921 083041

বাঙ্গরায় গাছ কাটার প্রতিবাদে বাড়ীতে ডুকে গৃহবধু ও ছেলেকে মারধরের অভিযোগকুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন র...
30/07/2022

বাঙ্গরায় গাছ কাটার প্রতিবাদে বাড়ীতে ডুকে গৃহবধু ও ছেলেকে মারধরের অভিযোগ

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর দক্ষিণ বাখরাবাদ গ্রামে আম গাছ কাটার প্রতিবাদ করায় বাড়ীতে ডুকে গৃহ বধু ও তার ছেলেকে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে।
থানার অভিযোগ সূত্রে জানা যায় যে,পাশের ইউনিয়নের কৌজুরী গ্রামের আবুল কাশেম মিয়ার প্রবাসী ছেলে মোঃ অহিদ মিয়া দীর্ঘ ১৫ বছর পূর্বে রামচন্দ্রপুর দক্ষিণ বাখরাবাদে বাড়ী করে বসবাস করে আসছেন,

কিছুদিন ধরে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী মধন মিয়ার সাথে বিরোধ চলে আসছিল,

শুক্রবার সকালে মধন মিয়ার ছেলেরা জোর করে বাড়ীর সীমানায় প্রবেশ করে অনেক গুলো আমগাছের ঢালা কেটে ফেলে, এ গাছ কাটার প্রতিবাদ করায় মধন মিয়া ও তার ছেলে মামুন, সাকিব, শাহাবুদ্দিন অহিদ মিয়ার বাড়ীর প্রবেশ করে অহিদ মিয়ার স্ত্রী রোজিনা (৪০) ও তার ছেলে আরমান (১৬) কে এলোপাতাড়ি মারধর শুরু করে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়, এ ব্যপারে অহিদ মিয়ার বাবা আবুল কাশেম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেলপথে সাত মাসে ১হাজার ৫২ দুর্ঘটনায় নিহত ১৭৮মিরসরাইর খৈয়াছড়ায় নির্মম রেলপথ দুর্ঘটনায় নিহত ১১ জনের মৃত্যুর মধ্য দিয়ে গত ৭...
30/07/2022

রেলপথে সাত মাসে ১হাজার ৫২ দুর্ঘটনায় নিহত ১৭৮

মিরসরাইর খৈয়াছড়ায় নির্মম রেলপথ দুর্ঘটনায় নিহত ১১ জনের মৃত্যুর মধ্য দিয়ে গত ৭ মাসে ছোট-বড় ১০৫২ টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৮ জন এবং আহত ১১৭০ জন।

এরমধ্যে অধিকাংশ দুর্ঘটনাই ঘটেছে কেট কিপারদের দায়িত্বে অবহেলার কারণে বলে জানিয়েছেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, শওকত হোসেন ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা জানান, অপরাধ-দুর্নীতির কারণে রেলের ২ হাজার ৮৫৬টি লেভেল ক্রসিং রয়েছে। অবৈধ ১ হাজার ৩৬১টি। অর্থাৎ, প্রায় ৪৮ শতাংশ অবৈধ। উদ্বেগের বিষয় হচ্ছে-৩৩টি ক্রসিং কে বা কারা ব্যবহার করছে, তা কেউ জানে না।

এছাড়া বৈধ লেভেল ক্রসিংগুলোর মধ্যে ৬৩২টিতে গেটকিপার নেই। অবৈধ লেভেল ক্রসিংগুলোয় যেমন গেটকিপার নেই, নেই কোনো সুরক্ষা সরঞ্জামও। বিবৃতিতে উল্লেখ করা হয়, ১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ২৬ টি, আহত হয়েছে ৫২, নিহত হয়েছে ১৪ জন, ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ৪১ টি, আহত হয়েছে ১১১ জন, নিহত হয়েছে ২৭ জন, ১ থেকে ২৮ মার্চ পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ২২২ টি, আহত হয়েছে ১৮৬ জন, নিহত হয়েছে ৩১ জন, ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রেলপথ দুর্ঘটনা ঘটেছে ১১২ টি, আহত হয়েছে ১৬৬ জন, নিহত হয়েছে ৪২ জন; মে মাসে আহত ২২১ জন, নিহত হয়েছে ২৩ জন; দুর্ঘটনা ঘটেছে ২১২ টি; জুন মাসে দুর্ঘটনা ঘটেছে ১৯৭ টি; আহত হয়েছে ১৭২ জন, নিহত হয়েছে ১৭ জন এবং জুলাই মাসে দুর্ঘটনা ঘটেছে ১৪২ টি, ঈদুল আযহার ঈদযাত্রাসহ বিভিন্ন ঘটনায় আহত হয়েছে ২৩২ জন, নিহত হয়েছে ২৪ জন।

২৪ টি জাতীয় দৈনিক, ১৮ টি ইলেকট্রনিক্স গণমাধ্যম, ২২ টি নিউজ পোর্টাল এবং সারাদেশে সেভ দ্য রোড-এর বিভিন্ন শাখার স্বেচ্ছাসেবিদের তথ্যর ভিত্তিতে তৈরি করা এই প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, সেই তথ্যর চেয়েও ভয়ংকর রেলওয়ের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

মাসের নাম রেলক্রসিং দুর্ঘটনা/আহত/নিহত সেলফি দুর্ঘটানা/আহত/নিহত ছাদ/কাটা পরে/ ধাক্কায়/আহত/নিহত
জানুয়ারি ৭/২৯/৮ ১১/২১/৪ ৮/২/২
ফেব্রুয়ারী ২০/৯২/২০ ১১/১০/৫ ১০/৯/২
মার্চ ১১১/১০০/১৫ ৮০/৭০/১০ ৪২/১৬/৬
এপ্রিল ৭১/১২৬/২৩ ৩১/৩০/১৭ ১০/১০/২
মে ১৫০/১৫০/১৫ ৫০/৬০/৫ ১২/১১/৩
জুন ১৪০/১২২/১০ ৪০/৪০/৫ ১৭/২০/২
জুলাই ৯০/১৮৫/১৮
৩০/২৭/৪ ২২/২০/২

ঘটনার সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতদের পরিবারকে কমপক্ষে ১০ লক্ষ এবং আহতদের সরকারি অর্থায়নে চিকিৎসার দাবি জানিয়েছেন সেভ দ্য রোড নেতৃবৃন্দভ। একই সাথে রেলওয়ের বর্তমান পরিস্থিতির উত্তরণে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে ৭ টি সুপারিশ দেয়া হয়েছে। ১. অবৈধ ক্রসিংগুলোর সমাধান করা ২. দুর্নীতিবাজ রেল কর্মকর্তা কর্মচারিদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় ৩. সরকারি লেজুড়ভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের নামে নেতাকর্মীদের দৌরাত্ম বন্ধ করে রেলকে গণমূখি বাহন হিসেবে প্রতিষ্ঠায় আত্ম নিয়োগ করা ৪. যত দ্রুত সম্ভব বাংলাদেশ রেলওয়েকে বেসরকারি খাত থেকে মুক্ত করে রাষ্ট্রিয় তত্বাবধায়নে পরিচালনার সুপরিকল্পিত উদ্যেগ গ্রহণ করা ৫. সচিব-কর্মকর্তা-কর্মচারিদের সকল রকম আরাম-আয়েশ বাতিল করে সারাদেশে রেলওয়ের উন্নয়নে নিবেদিত থাকা ৬. যাত্রী সেবার মান উন্নয়নে সকল কর্মকর্তা-কর্মচারিদের উপর নজরদারি বাড়ানো এবং সারাদেশের সকল স্থানে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন করা ৭. প্রতি ৩ কিলোমিটারে পর্যবেক্ষণ করার জন্য রেলওয়ে পুলিশ-এর বিশেষ বুথ স্থাপন করা।

পল্লী বিদ্যুতের মিটার খুলে নেয়ার ১৫ বছর পর নতুন বিল পৌনে দুই লাখ টাকাসাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার...
30/07/2022

পল্লী বিদ্যুতের মিটার খুলে নেয়ার ১৫ বছর পর নতুন বিল পৌনে দুই লাখ টাকা

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সিডরে বিধ্বস্ত হওয়া পল্লী বিদ্যুতের মিটার অফিসে খুলে নেয়ার ১৫ বছর পরে নতুন করে ১লক্ষ ৮৫হাজার ৮৪১/= টাকা বিল করে দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের বৃদ্ধা আদম আলী গ্রামের রাস্তার পশ্চিম সারিতে একটি মুদি দোকানীর ব্যবসা করত। সে দোকানে তার নামে একটি পল্লী বিদ্যুতের মিটার ছিল। যার হিসাব নাম্বার ৩৭৪-২২০৫। বার্ধক্য জনিত কারনে ২০০৬ সালের ১০নভেম্বর তিনি মৃত্যু বরণ করেন। ২০০৭ সালের ঘূর্নিঝড় সিডরে তার দোকান ঘরটি বিধ্বস্ত হওয়ায় ততকালীন পল্লী বিদ্যুতের লোকজন বিধ্বস্ত হওয়া মিটারটি অফিসে খুলে নিয়ে যায়। মিটার খুলে নেয়ার ১৫ বছর পর মৃত্যু ব্যক্তির পুত্র আনছার উদ্দিনের চলতি জুলাই-২০২২ মাসের বিদ্যুৎ বিলের সাথে তার পিতার বকেয়া বিদ্যুৎ বিল ১লক্ষ ৮৫হাজার ৮৪১/= টাকা যোগ করে দিয়াছে কর্তৃপক্ষ।

শনিবার সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্র জানায়, বৃদ্ধা আদম আলীর মৃত্যুর ২-৩ বছর পরে ২০১০সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত স্থানীয় এনায়েত করিমের পুত্র এনামুল করিম ওই দোকানের অদুরেই রাস্তার পূর্ব পাশের সারিতে অটো রিক্সা চার্জ দেয়ার একটি গ্যারেজের ব্যবসা করছিলো। এ সময় ওই এনামুল করিম বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় আদম আলীর নামের ওই মিটারের স্থান পরিবর্তন করে রাস্তার পূর্ব পাশের খাম্বা থেকে সংযোগ নিয়ে অটো রিক্সা চার্জ দেয়ার গ্যারেজ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দেনা পাওনায় জর্জরিত হয়ে ২০১৮ সাল থেকে এনামুল করিম এখন গাঁ ঢাকা দিয়ে বেড়াচ্ছেন। তবে বর্তমানেও তার ওই গ্যারেজ ঘরে বিদ্যুতের মিটারটি লাইনচ্যুত অবস্থায় লাগানো রয়েছে।

আনসার আলী বলেন, আমার বাবা ১৯৯৮সাল থেকে সৎ ছোট মাকে নিয়ে দোকান ঘরের পিছনেই আলাদা থাকতেন। আমরা তিনভাই আলাদা আলাদা সংসারে বসবাস করতাম। ২০০৬ সালের ১০নভেম্বর বাবা মারা যান। ২০০৭ সালে সিডরের বন্যা হওয়ার কারনে বাবার দোকানঘর ভাইঙ্গা যায়। এর কিছু দিন পরই বিদ্যুৎ অফিসের লোকজন এসে মিটারটি খুলে নিয়ে যায়। এখন অফিসে লোক কাকে মিটার দিছে আমি জানিনা। আমি ও আমার ভাইরা নিজ নিজ নামে মিটার এনে ব্যবহার করছি।

এনামুল করিমের কাছে জানতে চাইলে তার বাড়ীতে কেহকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ০১৭৪২২০০৩১১ নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

পল্লী বিদ্যুতের কলাপাড়া জোনোল অফিসের ডিজিএম সজিব পাল বলেন, আদম আলী মারা যাওয়ার কারণে তার নামের বিদ্যুৎ বিল ওয়ারিশ সূত্রে পুত্র আনছার উদ্দিনের নামে দেয়া হয়েছে।

স্ত্রীরা কখন স্বামীর কাছে তালাক চাইতে পারবে?তালাক ইসলামে সবচেয়ে বৈধ নিকৃষ্ট কাজ। সমাজে নানান যৌক্তিক ও অযৌক্তিক কারণে তা...
30/07/2022

স্ত্রীরা কখন স্বামীর কাছে তালাক চাইতে পারবে?

তালাক ইসলামে সবচেয়ে বৈধ নিকৃষ্ট কাজ। সমাজে নানান যৌক্তিক ও অযৌক্তিক কারণে তালাকের ঘটনা ঘটে। স্বামীরা এ তালাক প্রদান করেন। স্ত্রীরা যৌক্তিক ও প্রয়োজনীয় কারণে স্বামীর কাছে তালাক চাইতে পারেন। ইসলাম নারীর জন্য এ সুযোগ রেখেছে। বিবাহিত নারীরা কখন স্বামীর কাছে তালাক চাইতে পারে?

স্ত্রীরা কারণবশতঃ স্বামীর কাছে তালাক চাইতে পারে। যথাযথ কারণ থাকলে স্ত্রীর তালাক চাওয়া অবৈধ নয় বরং জায়েজ। যে সব কারণে স্বামীর কাছে স্ত্রীরা তালাক চাইতে পারবে, তাহলো-

১. স্ত্রীর ভরণ-পোষণ দিতে অক্ষম হলে।

২. শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে স্ত্রীর জৈবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়।

৩. স্ত্রী ছাড়া অন্য নারীর প্রতি আসক্ত হয় তথা পরকীয়া, পাপাচারিতা কিংবা চারিত্রিক অন্যায়-অপকর্মে লিপ্ত হয়।

৪. বৈধ যে কোনো কারণে স্বামীর প্রতি মনে প্রচণ্ড ঘৃণা সৃষ্টি হলে।

৫. স্বামী দীর্ঘদিন ধরে কারাগারে বা কোথাও বন্দি থাকার ফলে স্ত্রী যদি নিরাপত্তাহীনতা কিংবা ক্ষয়-ক্ষতির আশংকা করে।

৬. স্বামী দীর্ঘ অনুপস্থিতির কারণে স্ত্রী যদি নিজের চারিত্রিক ক্ষতির সম্মুখীন হয়।

৭. ইসলামি শরিয়ত নির্দেশিত কারণ ছাড়া স্বামী যদি স্ত্রীকে শারীরিক আঘাত, অত্যাচার, অপমান কিংবা অভিশাপ ও গালাগালি দেয়।

৮. স্বামীর কোনো দুরারোগ্য বা সংক্রমক ব্যাধিতে স্ত্রী আক্রান্ত হওয়ার আশংকা থাকলে।

৯. স্ত্রীকে যদি নির্বাসিত জীবন-যাপনে অভ্যস্ত হতে বাধ্য করে। অথ্যাৎ স্ত্রীর বাবা-মা, ভাই-বোনসহ মাহরামদের সঙ্গে দেখা-সাক্ষাতে বাধা দেয়।

১০. নামাজ, রোজা, হজ, জাকাতসহ ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে কটুক্তি করার পাশাপাশি স্ত্রীকে ইসলামের বিধান পালনে বাধা দেয় কিংবা স্ত্রীকে কটুক্তি করে।

তবে এ সব ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে। এতে কোনো গুনাহ নেই বরং স্ত্রীর তালাক চাওয়া বৈধ।

তবে তালাক চাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। বরং তালাক চাওয়ার আগে স্বামীকে উল্লেখিত বিষয় সম্পর্কে বুঝানো কিংবা অভিভাবকের মাধ্যমে স্বামীকে সঠিক পথে আনার চেষ্টা করা জরুরি। যদি তাতেও সমাধান না হয় তবে এসব ক্ষেত্রে স্বামীর কাছে স্ত্রীর তালাক চাওয়া বৈধ।

মনে রাখা জরুরি

যেসব স্ত্রী কারণ ছাড়াই স্বামীর কাছে তালাক চায় হাদিসে তাদের ব্যাপারে কঠোর পরিণতির কথা বলা হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

‘যদি কোনো নারী (স্ত্রী) অহেতুক তার স্বামীর কাছে তালাক চায় তবে তার জন্য জান্নাতের সুঘ্রাণও হারাম হয়ে যায়।’ (আবু দাউদ)

সুতরং বিবাহিত নারীদের উচিত উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া এবং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ওপর যথাযথ আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব স্ত্রীদের হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bancharampur tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bancharampur tv:

Videos

Share

Category


Other TV Networks in Chittagong

Show All