Janata Tv News

Janata Tv News জনগণের জন্য সত্য খবরের সর্বশেষ নিয়ে আমাদের পথচলা।
(4)

আল্লাহ ﷻ বলেছেন, আমি জ্বিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে, তারা আমারই ইবাদাত করবে।(আয যারিয়াত, আয়াত ৫৬)অর্থা...
30/09/2024

আল্লাহ ﷻ বলেছেন, আমি জ্বিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে, তারা আমারই ইবাদাত করবে।
(আয যারিয়াত, আয়াত ৫৬)
অর্থাৎ আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। এখানে আমরা মুসাফির হিসেবে এসেছি আখিরাতের পাথেয় সংগ্রহ করার জন্য। আমাদের আসল গন্তব্যস্থল হলো জান্নাত অথবা জাহান্নাম।

আল্লাহ ﷻ বলেন,আর এ দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানত।
(সূরা আল-আনকাবূত : আয়াত ৬৪)

দুনিয়া আমাদের জন্য কর্মক্ষেত্র। দুনিয়ায় আমরা আল্লাহ ﷻ ও তাঁর রাসূল ﷺ এর দেখানো পথে চলবো অথবা নফসের গোলামী করবো আর আল্লাহর এই আনুগত্য অথবা অবাধ্যতার ফলাফল স্বরূপ আমাদের জন্য নির্ধারন হবে জান্নাত অথবা জাহান্নাম।

এখন মানুষের জীবনচক্রকে আমরা দুইভাগে ভাগ করতে পারি।

১. ইহকালীন অর্থাৎ দুনিয়ার জীবন যা ক্ষণস্থায়ী।
২. পরকালীন অর্থাৎ মৃত্যুর পরের জীবন তথা আখিরাত যা চিরস্থায়ী।

আখিরাতের এই জীবনকে আবার কয়েকটি স্তরে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে কবরের জীবন বা বারযাখ।বারযাখ অর্থ পর্দা, আবরণ, প্রতিবন্ধক। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন তথা বারযাখ বলা হয়।
কুরআনে আল্লাহ ﷻ বলেন, "আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।"
(সূরা আল - মুমিনুন : আয়াত ১০০)

মৃত্যুর সাথে সাথেই এই দুনিয়ার সাথে আমাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। শুরু হবে পরপারে যাত্রার প্রথম ধাপ। যে ব্যক্তির দুনিয়ায় ঈমান ও আমলের পাল্লা ভারী হবে আশা করা যায় তার বারযাখের সফরও সহজ হবে। আর যে ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন তার নফস আর শয়তানের পূজা করে যাবে তার বারযাখের সফরও কঠিন থেকে কঠিনতর হবে।
রাসূল ﷺ থেকে বর্ণিত হয়েছে,

فَلَوْلاَ أَنْ لاَ تَدَافَنُوا لَدَعَوْتُ اللَّهَ أَنْ يُسْمِعَكُمْ مِنْ عَذَابِ الْقَبْرِ الَّذِى أَسْمَعُ مِنْهُ»
‘‘এই উম্মতকে কবরের ফিতনায় ফেলা হবে। আমার যদি এ আশঙ্কা না হতো যে, কবরের আযাব শোনালে তোমরা মৃতদেরকে দাফন করা বর্জন করবে, তাহলে আমি আল্লাহর কাছে দু‘আ করতাম, তিনি যেন কবরের আযাব থেকে তোমাদেরকেও কিছু শুনান, যা আমি শুনতে পাই’’।
(সহীহ মুসলিম, হাদীছ নং- ৭৩৯২)

আহলে সুন্নাত ওয়াল জামাআতের সদস্যগণ বলেন, মৃত্যুর সময় দেহ হতে রূহ বের করা হয়। রূহ ধ্বংস হয় না। এর উপযুক্ত ঠিকানা ও স্থিতিস্থানের প্রয়োজন হয়। সব দেহকে কবরস্থ করার পর সাওয়াল-জওয়ারের জন্য উক্ত দেহে রূহ ফিরিয়ে দেয়া হয়। অতঃপর দেহের সাথে রূহের এতটুকু সম্পর্ক অবশ্যই স্থায়ী হয়, যার দ্বারা শান্তি ও শাস্তি অনুভব করতে পারে। (শারহু ফিকহে আকবার : পৃষ্ঠা ১০১)

-খালামনি, আমি শুনেছি কবরে মানুষকে কিছু প্রশ্ন করা হবে।
- হ্যাঁ। কবরে দাফন কাফন সম্পন্ন হ‌ওয়ার পর শুরু হয়ে যাবে প্রশ্ন‌ উত্তরের সিলসিলা। অপরিচিত বিকট চেহারা সম্পন্ন মুনকার-নাকির নামক দুইজন ফেরেশতা আমাদের তিনটি প্রশ্ন করে থাকবেন। মুনকার-নাকির অর্থ হলো অস্বীকারকারী এবং তিরস্কারকারী। তাদের অদ্ভুত চেহারা ও ভীতিকর অবয়বের কারণে এরূপ নামকরণ করা হয়েছে।
যারা প্রশ্নের উত্তরগুলো যথাযথ দিতে পারবে, তারাই সফলকাম। আর যারা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না , তারা ব্যর্থ।

মুনকার-নাকির কবরে এসে মৃতব্যক্তিকে ধারাবাহিকভাবে ৩টি প্রশ্ন করবে-

১ম প্রশ্ন:
مَنْ رَبُّكَ؟
মান রাব্বুকা? আপনার রব কে?

২য় প্রশ্ন:
مَنْ دِيْنُكَ؟
মান দ্বীনুকা? আপনার দ্বীন বা জীবন ব্যবস্থা কী?

৩য় প্রশ্ন:
مَنْ هَذَا الرَّجُل؟
মান হাজার রাজুল? এই ব্যক্তি কে?

যদি সে ব্যক্তি নেককার হয় তবে বলবে-
رَبِّى الله
আল্লাহ আমার রব।
دِيْنِىَ الْاِسْلَام
ইসলাম‌ আমার দ্বীন বা জীবন ব্যবস্থা ।
نَبِيُّنَا مَحَمَّدُ رَّسُوْلُ الله
তিনি আমাদের নবী মুহাম্মাদ ﷺ

অতঃপর জিজ্ঞেস করা হয় তুমি কি করে জানতে পারলে?
তখন সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি।

আর যদি সে মন্দ লোক হয় তবে কোন প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে আমি এ ব্যক্তিকে চিনি না। (নাউজুবিল্লাহ)

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ

অতঃপর নেককার বান্দার উদ্দেশ্যে আকাশ থেকে একজন ঘোষক ঘোষণ করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পড়িয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি ﷺ বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি ﷺ আরো বলেন, ঐ দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়।

আর বদকার বান্দার উদ্দেশ্যে আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলছে। সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আর তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দাও। অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেয়া হয়, ফলে তার একদিকের পাজর অপর দিকের পাজরের মধ্যে ঢুকে যায়। অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফিরিশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে, যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ ﷺ বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে স্বজোরে আঘাত করতে থাকে, এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে। যা মানুষ ও জীন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল সৃষ্ট জীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর (শাস্তি অব্যাহত রাখার জন্য) পুনরায় তাতে রূহ ফেরত দেয়া হয়।
(সুনান আবু দাউদ - ৪৭৫৩)

- আচ্ছা খালামনি মারা যাওয়ার পর কি কবরে কোনো আমল করা যায় না?
- না মামনি। মৃত্যুর সাথেই মানুষের সকল আমল বন্ধ হয়ে যায়। তবে এমন কিছু আমল রয়েছে যেগুলো মানুষের মৃত্যুর পরও চলমান থাকে।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত , রাসুলুল্লাহ ﷺ বলেছেন, ‘মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমল বন্ধ হয় না। ১. সদকায়ে জারিয়া, ২. এমন ইলম যার দ্বারা উপকৃত হওয়া যায় ও ৩. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪৩১০)

১.সদকায়ে জারিয়া: যেসব আমলের সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকবে, সেগুলোকে সদাকায়ে জারিয়া বলা হয়। যেমন: মসজিদ নির্মাণ, খাওয়ার পানির ব্যবস্থা করা, হাসপাতাল নির্মাণ, গাছ রোপণ, নদী খনন, কুরআন বিতরণ, ইলম অর্জনে কাউকে সাহায্য করা, ইসলামী ব‌ই বিতরণ, আল্লাহর পথে দাওয়াত ইত্যাদি।

আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার ফজিলত প্রসঙ্গে রাসূল ﷺ বলেন, ‘তোমার মাধ্যমে একজনও যদি হেদায়েতপ্রাপ্ত হয়, তবে তা হবে তোমার জন্য লালবর্ণের অতি মূল্যবান উট থেকেও উত্তম।’ (সহিহ বোখারি, হাদিস : ২৯৪২)

হাদিসে আরও বলা হয়েছে, ‘যে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করবে, এ কাজ সম্পাদনকারীর অনুরূপ সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে। অথচ তাদের সওয়াব থেকে কোনো কমতি হবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ৬৯৮০)

২.এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হবে: এমন ইলম যা আপনি কাউকে শিক্ষা দিয়ে গেলেন বা বই আকারে লিখে গেলেন আর তা দ্বারা মানুষ উপকৃত হলো। এতে ওই ব্যক্তির করা আমল এর স‌ওয়াব তার সাথে সাথে আপনার আমলনামায় যোগ হতে থাকবে। যতদিন এ ইলমের ধারা চলতে থাকবে ততদিন এর সওয়াবও চলমান থাকবে।

৩.নেক সন্তান: যদি কোন সন্তান তার বাবা-মার মৃত্যুর পরও তাদের জন্য নিয়মিত দোয়া করতে থাকে তাহলে এই দোয়ার বরকত, ফজিলত ও সওয়াব তাদের আমলনামায় যোগ হতে থাকে। কোনো সন্তান যদি হকের পথে থাকে এবং তার মৃত বাবা মায়ের জন্য দান-সাদাকা, রোজা, হজ, কুরবানী করে তবে ইন শা আল্লাহ্ এর সওয়াব পিতা-মাতা পেয়ে যাবেন ইন শা আল্লাহ্।

- আচ্ছা খালামনি আমি আম্মুকে দেখেছি প্রতি রাতে সূরা মূলক পড়তে। আম্মু বলেছে এই সূরা পড়লে কবরের আজাব মাফ হয়।
- হ্যাঁ। তোমার আম্মু একদম ঠিক বলেছে।

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
‘কুরআনের তিরিশ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে , যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং শেষাবধি তাকে ক্ষমা না করিয়ে ছাড়বেনা,সেটা হচ্ছে ‘তাবা-রাকাল্লাযী বিয়্যাদিহিল মূলক’ (সূরা মূলক)। [আবূ দাউদ ১৪০০]

রাসূল ﷺ সূরা মুলক পাঠ না করে কখনও ঘুমাতেন না।
[তিরমিযী,২৮৯৭]

ইবনে মাসউদ রা. বলেন, এ সূরা ‘মানিআহ’-বাধা দানকারী; ব্যক্তি থেকে কবরের আযাব রুখে দেয়। যে ব্যক্তি রাতে এটি তিলাওয়াত করল সে অনেক ভালো ও বড় কাজ করল। (মুসতাদরাকে হাকেম, হাদীস ৩৮৩৯; শুআবুল ঈমান বায়হাকী, হাদীস ২২৭৯)

-খালামনি আমিও এখন থেকে প্রতি রাতে সূরা মূলক পড়তে চেষ্টা করবো ইন শা আল্লাহ্।
- মা শা আল্লাহ্। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ্। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন। বারযাখের সফর আমাদের জন্য সহজ করুন। পাশাপাশি রাসূল ﷺ এর শিখানো নিম্নোক্ত দোয়া আমল করার তৌফিক দান করুন।

اللّهُمّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَمِنْ عَذَابِ النّارِ، وَمِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ المَسِيحِ الدّجّالِ.

হে আল্লাহ! আমি কবরের আযাব থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি। আরো আশ্রয় প্রার্থনা করছি, জীবন-মৃত্যু ও দা*জ্জালের ফিতনা থেকে। (সহীহ বুখারী, হাদীস ১৩৭৭)

মোহাম্মদপুরে ঈদে মিলাদুন্নবী (সঃ)উপলক্ষ্যে                                          ফ্রি মেডিক্যাল ক্যাম্প =============...
17/09/2024

মোহাম্মদপুরে ঈদে মিলাদুন্নবী (সঃ)উপলক্ষ্যে
ফ্রি মেডিক্যাল ক্যাম্প
==================================
জনতা টিভি নিউজ ডেস্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নগরীর মোহাম্মদপুরে এ কর্মসূচীর আয়োজন করে মানব কল্যান ফোরাম।

ফ্রি চিকিৎসা সেবায় মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, হিট স্টোক, পিজিক্যাল মেডিসিন সহ অনেক জটিল রোগের সেবা দেওয়া হয়।
দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন মানবকল্যান ফোরাম ও জনতা টিভির চেয়ারম্যান লায়ন এম এ হাসান বাদল ।

মানবিক এই কর্মসূচীর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ মনির চৌধুরী।সহযোগিতায় ছিলেন লায়ন সাইফুদ্দিন সুমন।

মানবিক এই চিকিৎসা সেবায় নেতৃত্ব দিয়েছেন ডাঃ সৈয়দ আনজারুল হক=চিকিৎসকের নেতৃত্বে টিম ৫১৯জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

মানবিক এই কর্মসূচীতে উপস্থিত ছিলেননাছির উদ্দিন, মাহবুবুল আলম, আবির হোসেন, সাংবাদিক ইলিয়াছ রিপন, মোহাম্মদ ইফতি প্রমুখ।

উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ মনির চৌধুরী বলেন, মানবকল্যান ফোরামের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এভাবে সমাজের প্রতিটি মানুষ মানবতার কল্যানে এগিয়ে আসলে সমাজটা বদলে যাবে।

আয়োজক মানবকল্যান ফোরাম ও জনতা টিভির চেয়ারম্যান লায়ন এম এ হাসান বাদল বলেন, জাতির বিভিন্ন দুর্যোগ মুহুর্তে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জসনে জুলুসে চট্টগ্রামে বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদেরকে সেবা কার্যক্রমে জড়িত সকল চিকিৎসক ও মানব কল্যান ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

মোহাম্মদপুরে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প================================জনতা টিভি নিউজ ডেস্ক :...
17/09/2024

মোহাম্মদপুরে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে
ফ্রি মেডিক্যাল ক্যাম্প
================================
জনতা টিভি নিউজ ডেস্ক :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নগরীর মোহাম্মদপুরে এ কর্মসূচীর আয়োজন করে মানব কল্যান ফোরাম।

ফ্রি চিকিৎসা সেবায় মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস, হিট স্টোক, ফিজিক্যাল মেডিসিন সহ অনেক জটিল রোগের সেবা দেওয়া হয়।

দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন মানবকল্যান ফোরাম ও জনতা টিভির চেয়ারম্যান লায়ন এম এ হাসান বাদল ।

মানবিক এই কর্মসূচীর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ মনির চৌধুরী।সহযোগিতায় ছিলেন লায়ন সাইফুদ্দিন সুমন।
মানবিক এই চিকিৎসা সেবায় নেতৃত্ব দিয়েছেন ডাঃ সৈয়দ আনজারুল হক।

বরেণ্য এই চিকিৎসকের নেতৃত্বে টিম ৫১৯জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মানবিক এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, মাহবুবুল আলম, আবির হোসেন, সাংবাদিক ইলিয়াছ রিপন, মোহাম্মদ ইফতি প্রমুখ।

উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ মনির চৌধুরী বলেন, মানবকল্যান ফোরামের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এভাবে সমাজের প্রতিটি মানুষ মানবতার কল্যানে এগিয়ে আসলে সমাজটা বদলে যাবে।

আয়োজক মানবকল্যান ফোরাম ও জনতা টিভির চেয়ারম্যান লায়ন এম এ হাসান বাদল বলেন, জাতির বিভিন্ন দুর্যোগ মুহুর্তে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জসনে জুলুসে চট্টগ্রামে বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদেরকে সেবা কার্যক্রমে জড়িত সকল চিকিৎসক ও মানব কল্যান ফোরামের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

Murder of children is not self defense.. and no, they were NOT used as human shields, they just happen to live where the...
15/11/2023

Murder of children is not self defense.. and no, they were NOT used as human shields, they just happen to live where the cowards are dropping their bombs.

*** দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি*** প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর*** জাতীয় নির্বাচনের প্র...
15/11/2023

*** দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি
*** প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর
*** জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর
*** প্রার্থিতা যাচাই বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর
*** প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর
*** জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর

ট্রেনে কক্সবাজার থেকে রামু গেলেন প্রধানমন্থী==================================জনতা ডেস্কঃ  চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজা...
11/11/2023

ট্রেনে কক্সবাজার থেকে রামু গেলেন প্রধানমন্থী
==================================
জনতা ডেস্কঃ

চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রুটে বহুল প্রতীক্ষিত রেল চলাচল উদ্বোধনের পর ট্রেনে কক্সবাজার স্টেশন থেকে রামু স্টেশনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২৩ মিনিটে কক্সবাজারের রেলওয়ে স্টেশনে নিজের হাতে ট্রেনের টিকিট কাটেন প্রধানমন্ত্রী।

এরপর সবুজ পতাকা নেড়ে এবং হুইসেল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে এই রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। দুপুর ১টা ২৫ মিনিটে ওই ট্রেনে ওঠেন সরকারপ্রধান।
১টা ২৮ মিনিটে ট্রেনটি প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে কক্সবাজার রেল স্টেশন থেকে রামু রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী রামু স্টেশনে পৌঁছান।
এ ট্রেনযাত্রায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যাত্রার সময় প্রধানমন্ত্রী ট্রেনটির বিভিন্ন বগি ঘুরে ঘুরে দেখেন এবং সফরসঙ্গীদের খোঁজখবর নেন।

এর আগে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত ১০২ কিলোমিটার রেললাইন এবং এই রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি দৃষ্টিনন্দন কক্সবাজার রেল স্টেশন উদ্বোধন করেন।

05/09/2023

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক নেতা, মানবতার সেবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য, রেমিটেন্স যোদ্ধা, জনতা টেলিভিশন এর চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম তালুকদার।

হতাশ হবার কিছু নেই 🙂* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার...
17/05/2023

হতাশ হবার কিছু নেই 🙂

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন। ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। ১৯ বছর বয়সে তিনি বাবা হন। ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে।

সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি। নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন। চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি।

অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন। ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন। তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন।

আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
তখন তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে। আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- তা হল রন্ধনশিল্প।

তিনি ৮৭ ডলার ধার কই না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন।

তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।

এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!

জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিয়নার বনে গিয়েছিলেন।

স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!

----- তাই, হতাশ হবার কিছু নেই। আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন! হতাশ না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন। 🧍‍♂️

মহাবিপদ সংকেত  ৮ নাম্বার এ উঠেছে। আল্লাহ আমাদের হেফাজত রাখুক!
12/05/2023

মহাবিপদ সংকেত ৮ নাম্বার এ উঠেছে।

আল্লাহ আমাদের হেফাজত রাখুক!

র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী প্রতারক কুরবান আলী (৬২)’কে চট্টগ্রাম  বাকলিয়া...
19/04/2023

র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী প্রতারক কুরবান আলী (৬২)’কে চট্টগ্রাম বাকলিয়া হতে গ্রেফতার।
=====================================
জনতা ডেস্ক :

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে।

র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত আসামী প্রতারক কুরবান আলী(৬২) ২০১৫ সালে ভিকটিম মোহাম্মদ শফিফুল ইসলাম এর নিকট জমি বিক্রির কথা বলে ৬,০০,০০০ টাকা গ্রহণ করে। পরবর্তীতে কুরবান আলী বিভিন্ন অজুহাতে শফিকুল ইসলামকে জমি রেজিস্ট্রি করে দেয়নি।

কোনক্রমেই জমি রেজিস্ট্রি করতে না পারায় শফিকুল ইসলাম বাধ্য হয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন যার সিআর মামলা নম্বর ১৪৯/১৬। পরবর্তীতে টিআর মামলা নম্বর ৫৫৮/১৭, ধারা -৪২০/৪০৬ পেনাল কোড আমলে নিয়ে সাক্ষ্যপ্রমাণ শেষে বিজ্ঞ আদালত প্রতারক কুরবান আলীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন কারাদন্ড প্রদান করেন।

বর্ণিত মামলা রুজু হওয়ার পর থেকে প্রতারক কোরবান আলী আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী প্রতারক কুরবান আলী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় অবস্থান আছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৮ এপ্রিল ২০২৩ ইং তারিখ ১৬০৫ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মুহাম্মদ কোরবান আলী, পিতা- মৃত মোজাহারুল হক চৌধুরী, সাং- নাজিরবাড়ি, থানা- পাহাড়তলী, চট্টগ্রাম মহান গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ১০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ০৬ বছর যাবৎ কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ সাড়াশি অভিযানে চট্টগ্রামে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সানি গ্যাং এবং পিচ্ছি সাকিব গ্য...
05/04/2023

র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ সাড়াশি অভিযানে চট্টগ্রামে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সানি গ্যাং এবং পিচ্ছি সাকিব গ্যাং নামে কিশোর গ্যাং গ্রুপের গ্যাং প্রধান সহ সর্বমোট ১১জন সদস্যকে গ্রেফতার।
******************************************

জনতা ডেস্ক : বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন,

অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকান্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে। ‘হিরোইজম’ প্রকাশ করতেও পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠছে।

এরই ধারাবাহিকতায় গত ০৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ ইফতারের পর হতে অদ্য ০৫ এপ্রিল ২০২৩ ইং তারিখ সেহেরীর পূর্ব পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রামের বিশেষ সাড়াশি অভিযানে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সানি গ্যাং এবং পিচ্ছি সাকিব গ্যাং নামে কিশোর গ্যাং গ্রুপের গ্যাং প্রধান সহ সর্বমোট ১১জন সদস্যকে গ্রেফতার করেছে।

*সানি গ্যাং।* এই গ্রুপটি সাধারণত বায়েজিদ এলাকায় সানী গ্যাং নামে পরিচিত। এরা স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই গ্যাংটির লীডার রিয়াজুদ্দিন সানী বায়েজিদ এলাকার ১টি হত্যা মামলার আসামী। সে জামিনে এসেও এই গ্যাং লালন-পালন করার মাধ্যমে তার প্রভাব বিস্তারসহ বিভিন্ন সময় এলাকায় মারামারি-হানাহানি করার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সাথে জড়িত।

এছাড়াও এই গ্যাং এর সদস্যদের প্রকাশ্যে দিনে-দুপুরে বায়েজিদ বোস্তামী এলাকায় ছিনতাই ও চাঁদাবাজী করতে দেখা গেছে। এই গ্যাং এর সদস্যরা সকলেই মাদকাসক্ত বলে জানা যায়। গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলো ১। রিয়াজ উদ্দিন সানি (২৪) (২০২০ সালের হত্যা মামলার এজাহার নামীয় আসামি), ২। সাদ্দাম হোসেন (২০), ৩। আব্দুল মান্নান (২০), ৪। তানভীর (২০), ৫। সোহেল রানা (২১), ৬। রবিউল হোসেন (১৮) এবং ৭। আল রাব্বি (২৪)। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত রিয়াদ, তানভীর এবং আল রাব্বির নামে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তাামী থানায় চুরি এবং হত্যা সংক্রান্ত মামলা পাওয়া যায়।

*পিচ্চি শাকিব গ্যাং।* এই গ্রুপটি পিচ্চি শাকিব গ্যাং নামে পরিচিত। এই গ্রুপটি সাধারনত পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় ছিনতাই, চাদাবাজি এবং ভাড়ায় মারামারি, টাকার বিনিময়ে জমি দখল করার মতো সংঘাতে জড়ানোর মত কাজে লিপ্ত থাকে। তবে এদের মুল কার্যক্রম হলো সন্ধ্যার পর একত্রিত হয়ে রাস্তায় চলাচলকারী মানুষদের কাছে থেকে ছিনতাই করা।

এরা বিভিন্ন দোকানদারদের কাছে চাঁদা আদায় করত। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করত। এদের ভয়ে এলাকার মানুষ স্বাভাবিক কার্যক্রম করতে পারত না। এদের সবার নামে পাহাড়লী থানায় ছিনতাই ও মারামারির মামলা আছে জানা যায়। এছাড়াও, পিচ্চি সাকিবের নামে হত্যা মামলা আছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলো ১। মো: জসিম (২৫) (গ্যাং লীডার), ২। মো: রাকিব(১৯), ৩। বেলাল মিয়া সাজু (২৩) এবং ৪। মো: সাকিব(১৫)। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী জসিম, রাকিব এবং বেলাল এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় ০১টি করে এবং গ্রেফতারকৃত আসামী সাকিবের নামে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এবং আকবরশাহ থানায় ০১টি করে মোট ০২টি ছিনতাই, চাদাবাজি ও মারামারি সংক্রান্ত সংক্রান্ত মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বঙ্গবাজারে পুড়ে যাওয়া  টাকার বান্ডেল..
04/04/2023

বঙ্গবাজারে পুড়ে যাওয়া টাকার বান্ডেল..

এই হলো পুরুষের কান্না। সহজে পুরুষের কান্না আসেনা। যখন স্বপ্ন ভেঙ্গে যায় তখন পুরুষ কান্না করে। 💔 মহিউদ্দিন শাহিন জনতা নিউ...
04/04/2023

এই হলো পুরুষের কান্না। সহজে পুরুষের কান্না আসেনা। যখন স্বপ্ন ভেঙ্গে যায় তখন পুরুষ কান্না করে। 💔

মহিউদ্দিন শাহিন
জনতা নিউজ ডেস্ক

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ঘটনাস্থলে ডাকা হয়েছে ঢাকার সবগুলো...
04/04/2023

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।
নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ঘটনাস্থলে ডাকা হয়েছে ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে।

সেক্টর কমান্ডারস ফোরামের সভায় এম এ সালামজননেতা ড.মাহমুদ হাসান আমৃত্যু মানুষের কল‍্যাণে কাজ করে গেছেন====================...
02/04/2023

সেক্টর কমান্ডারস ফোরামের সভায় এম এ সালাম
জননেতা ড.মাহমুদ হাসান আমৃত্যু মানুষের
কল‍্যাণে কাজ করে গেছেন
====================================
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম বলেছেন, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় ইবাদত; ফটিকছড়ির কৃতিসন্তান ড.মাহমুদ হাসান সেই কাজটিই আমৃত্যু করে গেছেন।
একজন মুক্ত চিন্তার মানবিক মানুষ হিসেবে অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল তার জীবনের রাজনীতির দর্শন।

অর্থ ভিত্তের মালিক হওয়া সত্বেও তিনি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত ছিলেন। মানুষের কল্যানে কাজ করাই ছিল তার জীবনের ব্রত। তার মানবিক কর্মের মাঝেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
২ এপ্রিল রবিবার বিকেলে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও অসাম্প্রদায়িক রাজনীতিবীদ ড. মাহমুদ হাসানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূর খান।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
বক্তব‍্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী,সাংবাদিক কাঞ্চন মহাজন,সাংবাদিক ইমরান এমি,এডভোকেট ইফতেখার রাসেল,আবদুল মালেক খান,সাহেদ মুরাদ সাকু, এডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,হাজী সেলিম রহমান,এডভোকেট জাহাঙ্গীর আলম,মো.নাজিম উদ্দিন,মঈনুল আলম খান,ইয়াসির আরফাত,নাসির উদ্দিন রিয়াজ,শফিকুর রহমান,এডভোকেট কামরুল আজম টিপু,নুরুল হুদা চৌধুরী,মোহাম্মদ কামাল উদ্দিন,মোস্তাফিজ বিপ্লব,নবী হোসেন সালাউদ্দিন,রাজীব চন্দ,ফারজানা মিলা,কোহিনুর আকতার,এডভোকেট মিলাদুল আমীন,এডভোকেট আবছারুল হক,এম এইচ মানিক,মোহাম্মদ সিরাজ, হেলাল তালুকদার,আবদুল খালেক, আবুল কাশেম,এস এম রাফি,ইসমে আজিম আসিফ,নুসরাত জাহান,শাহরিয়ার মুনতাসীর মাহি, আশফাক আহমেদ, নয়ন মজুমদার, ইকবাল করিম,শাহাদাত টিপু,মফিজুর রহমান বাহাদুর,কামাল পাশা,এডভোকেট রুমিনা খানম রুমি,আবু বক্কর সিদ্দিকী, উত্তর জেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন,খালেদুজ্জামান খালেদ ও মরহুম নেতার জেষ্ঠ্যপুত্র,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আকতার উদ্দিন মাহমুদ পারভেজ। সভার পূর্বে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম আশরাফী আল মাইজভান্ডারী।
(সংবাদ বিজ্ঞপ্তি # ০২/৪/২০২৩ )

Address

Nur Ahmed Road, Kazir Dewri, Inside Of Swimming Pool
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Janata Tv News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janata Tv News:

Videos

Share

Janata Tv

JanataTv is online Bangla newspaper in Bangladesh. We provide 24X7 base update news. You can found here entertainment, politics, international, business, science, technology, sports, movies, jobs, feature and others news.

http://www.janatatvbd.com/ is the "Best" Bangladeshi as well as Bengali Language website in the world based on traffic and page views. Around 100k users access this portal every month from over 100 different countries and territories. Through all digital platforms - Bengali portal and YouTube channel - www.youtube.com/c/janatatvbd the daily to reach audience.


Other Broadcasting & media production in Chittagong

Show All