31/03/2023
নিটোল ছড়া এবং আবোলতাবোল ছড়া--পাঁচালীর পাশাপাশি চর্চিত হয়ে যা এককালে বাঁচিয়ে রেখেছিল বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, তা এখন চর্চা হচ্ছে একেবারেই কম। নিটোলতা হারিয়ে যাচ্ছে নগদে বাহবা পাওয়ার লোভে 'কালের ছড়া' আর 'দিবসের ছড়া'র দাপটের কাছে। যেসব ছড়ার মূল্য আজ আছে, কাল নেই একেবারেই। সেসব ছড়া আবার পত্রিকাও ছাপায় বেশি দিবসের পাতা ভরাতে।
তাই বলে নিটোল ছড়ার চর্চা একেবারে বন্ধ হয়ে যায়নি। বন্ধ না হলেও প্রকৃত শিল্পীসুলভ অভিমানী হন নিটোল ছড়ার লেখকরা; তাঁরা পত্রিকার কাছে যান না, ধরাধরিতে যান না, আড্ডায় গিয়ে অথর্বকে 'দারুণ লিখেছেন' বলেন না পাল্টা সুনাম শুনতে।
তেমন নিটোল ছড়াকারদের একজন হচ্ছেন কবি গল্পকার ছড়াকার তথা ঔপন্যাসিক ছন্দা দাশ। চন্দ্রপ্রভা প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর বিশটি শিশুতোষ নিটোল ছড়ার বই 'মজায় ভড়া আমার ছড়া'। যে বইয়ের প্রচ্ছদ করেছেন যশস্বী শিল্পী শামশুল আলম সোহেল, শিশুতোষ অলংকরণ করেছেন জয়ন্ত সরকার।
দৃষ্টি আকর্ষণ-
*মুদ্রণ সামগ্রী আর কাগজের দুর্মূল্যের সময়েও বইয়ের দাম কমিয়ে আনা চন্দ্রপ্রভা প্রকাশনীর অনেক লক্ষের মধ্যে একটি। তাই দুইশ টাকার বইটি কুরিয়ারে দেয়া হচ্ছে ১৫০ টাকায়।
*কারখানা যেখানেই হোক সারাদেশে প্রতিটা সাবান, প্রতিটা অষুধ বা প্রতিটা ম্যাচের বিক্রয় যেহেতু একই হয়, সে বিবেচনায় চন্দ্রপ্রভা প্রকাশনী দেশের ভেতর কুরিয়ার চার্জ নেয়া বাদ দিয়েছে ইতোমধ্যে।
* আমরা বিশ্বাস করি দূরত্বের দায় ক্রেতার না।
*চন্দ্রপ্রভা প্রকাশনী কোন মানহীন বই প্রকাশ করে না। তারপরও কোন বই পড়ার পর পছন্দ না হলে, বইয়ের কোন প্রকার ক্ষতি না করে চারদিনের মধ্যে (কুরিয়ারে দিলে) ফেরত পাঠালে ক্রেতার অর্থ ফেরত পাঠানো হয়।