চন্দ্রপ্রভা প্রকাশনী-Chandraprova Prokashoni

চন্দ্রপ্রভা প্রকাশনী-Chandraprova Prokashoni সৃজনশীল বই প্রকাশন।

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মহামুনি-পাহাড়তলি গ্রামের উত্তরা-নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের বই বিতরণ অনুষ্ঠান।...
14/09/2023

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মহামুনি-পাহাড়তলি গ্রামের উত্তরা-নবতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের বই বিতরণ অনুষ্ঠান।

আয়োজনে- প্রীতি বড়ুয়া, প্রধান শিক্ষক।

সার্বিক ব্যবস্থাপনা ও চিত্র ধারণ- কেতন মুৎসুদ্দি।

কৃতজ্ঞতা স্বীকার- শিক্ষক মণ্ডলি।

04/09/2023

চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত জুবিলি রোডের চন্দ্রপ্রভা প্রকাশনা মিলনায়তনে ( সওদাগর এজেন্সি ভবন,স্ট্যান্ডার্ড ব্যাংকের চারতলায়) একটি লেকচার ওয়ার্কশপের আয়োজন করেছে।

লেকচার ওয়ার্কশপের বিষয় " বাংলাদেশের চলচ্চিত্রের সূচনা ও বিবর্তন "। ওয়ার্কশপ পরিচালনা করবেন শৈবাল চৌধূরী।
রেজিষ্ট্রেশন ফি ৩০০( তিনশত) টাকা। আসন সীমিত।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।
যোগাযোগ:
01860 008292
01764 723662
01712 216814

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কৃতি ছাত্র ছাত্রীদের বই প্রদান-স্কুল : এ, এম, সরকারি প্রাথমিক বিদ্যা...
16/08/2023

পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কৃতি ছাত্র ছাত্রীদের বই প্রদান-

স্কুল : এ, এম, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিয়া।

কৃতজ্ঞতা স্বীকার : শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ।

সৌজন্যে : শিক্ষক ও কবি রাফেয়া হ্যাপি।

চন্দ্রপ্রভা প্রকাশনী কার্যালয়ে গতকাল ১২-০৫-২০২৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মাসিক সভা।
13/05/2023

চন্দ্রপ্রভা প্রকাশনী কার্যালয়ে গতকাল ১২-০৫-২০২৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মাসিক সভা।

নিটোল ছড়া এবং আবোলতাবোল ছড়া--পাঁচালীর পাশাপাশি চর্চিত হয়ে যা এককালে বাঁচিয়ে রেখেছিল বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, তা এখ...
31/03/2023

নিটোল ছড়া এবং আবোলতাবোল ছড়া--পাঁচালীর পাশাপাশি চর্চিত হয়ে যা এককালে বাঁচিয়ে রেখেছিল বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, তা এখন চর্চা হচ্ছে একেবারেই কম। নিটোলতা হারিয়ে যাচ্ছে নগদে বাহবা পাওয়ার লোভে 'কালের ছড়া' আর 'দিবসের ছড়া'র দাপটের কাছে। যেসব ছড়ার মূল্য আজ আছে, কাল নেই একেবারেই। সেসব ছড়া আবার পত্রিকাও ছাপায় বেশি দিবসের পাতা ভরাতে।
তাই বলে নিটোল ছড়ার চর্চা একেবারে বন্ধ হয়ে যায়নি। বন্ধ না হলেও প্রকৃত শিল্পীসুলভ অভিমানী হন নিটোল ছড়ার লেখকরা; তাঁরা পত্রিকার কাছে যান না, ধরাধরিতে যান না, আড্ডায় গিয়ে অথর্বকে 'দারুণ লিখেছেন' বলেন না পাল্টা সুনাম শুনতে।

তেমন নিটোল ছড়াকারদের একজন হচ্ছেন কবি গল্পকার ছড়াকার তথা ঔপন্যাসিক ছন্দা দাশ। চন্দ্রপ্রভা প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর বিশটি শিশুতোষ নিটোল ছড়ার বই 'মজায় ভড়া আমার ছড়া'। যে বইয়ের প্রচ্ছদ করেছেন যশস্বী শিল্পী শামশুল আলম সোহেল, শিশুতোষ অলংকরণ করেছেন জয়ন্ত সরকার।

দৃষ্টি আকর্ষণ-

*মুদ্রণ সামগ্রী আর কাগজের দুর্মূল্যের সময়েও বইয়ের দাম কমিয়ে আনা চন্দ্রপ্রভা প্রকাশনীর অনেক লক্ষের মধ্যে একটি। তাই দুইশ টাকার বইটি কুরিয়ারে দেয়া হচ্ছে ১৫০ টাকায়।

*কারখানা যেখানেই হোক সারাদেশে প্রতিটা সাবান, প্রতিটা অষুধ বা প্রতিটা ম্যাচের বিক্রয় যেহেতু একই হয়, সে বিবেচনায় চন্দ্রপ্রভা প্রকাশনী দেশের ভেতর কুরিয়ার চার্জ নেয়া বাদ দিয়েছে ইতোমধ্যে।

* আমরা বিশ্বাস করি দূরত্বের দায় ক্রেতার না।

*চন্দ্রপ্রভা প্রকাশনী কোন মানহীন বই প্রকাশ করে না। তারপরও কোন বই পড়ার পর পছন্দ না হলে, বইয়ের কোন প্রকার ক্ষতি না করে চারদিনের মধ্যে (কুরিয়ারে দিলে) ফেরত পাঠালে ক্রেতার অর্থ ফেরত পাঠানো হয়।

30/03/2023

আপনার দৃষ্টিতে বাংলা ভাষার বর্তমান সময়ের পাঁচজন সেরা ছড়াকারের নাম জানান।

23/03/2023

সাহিত্য জগতে খরগোশ হয়ে প্রবেশ করে সিংহ হয়ে ওঠার চেষ্টা করে যাওয়াই নিয়ম। আমাদের বড় বড় কবিদেরও কথার গুঁতো, শব্দের গুঁতো সহ্য করেই বড় হতে হয়েছিল। ঠাকুরকে পড়তে হয়েছিল - "আমাদের রবি
সেও না কি কবি!"

কাজি সাহেবের বিদ্রোহী কবিতার জন্য শুনতে হয়েছিল নকলের অভিযোগ।

জীবনানন্দ সয়েছেন অনেক কাঁটার ঘা। শেষ পর্যন্ত সজনীকান্তের জ্বালায় বিরক্ত হয়ে লিখেছিলেন- 'বাংলায় সজনে গাছ ছাড়া আরও গাছ আছে।'

এখন যেটা হচ্ছে, দলবাজ কবি ছড়াকাররা দলে ভারী থাকার আশায়, নির্মল মন নিয়ে সাহিত্য জগতে খরগোশ হয়ে আসা নতুনদের প্রশংসায় ভাসিয়ে দিয়ে বড়জোর পাতিশেয়াল পর্যন্ত হতে দিচ্ছে, আর তাদের ডেকে বলছে 'সোনার থালায় (মঞ্চে, ছুটা পত্রিকায়) অল্প প্রস্রাব করে যান প্লিজ।'

শেয়ালরাও ব্যাঙ কাঁকড়া খাওয়ার মাঝখানে দু'একটা মুরগি ধরেই ভাবছে- 'বেশ সিংহ হয়ে উঠেছি তো!'
তারপর ভাবছে কে কে তাঁকে 'খ-সিংহ' করে গড়ে তুলেছে তাদের কীর্তন গাওয়া না হলে তো সোনার থালায় আর জল ত্যাগের ডাক আসবে না।
ফলে সাহিত্য হিসেবে ফিরে এসেছে কীর্তন সাহিত্যের স্তুতি পর্ব। তাও আবার ব্যর্থ বাক্যের বোঝা মাথায় নিয়ে।

দলবাজও বোঝে যে তার নড়বড়ে আসনের নীচে কে কে তেল ঢালছে নিয়মিত। বুঝেও না বোঝার ভান করে থাকে সে, কারণ ততদিনে সেও জেনে যায় পানির দেখা সে পাবে না কখনো। সেই ভালো, যে কটা দিন তৈল পান করে বেঁচে থাকা যায়।

মানুষের সবচে সুখের মুহূর্ত কোনটি তা গবেষণা করতে দিয়ে দেখা গেছে যে কোন খেলাধুলায় বিজয়ের ক্ষণটি হচ্ছে সবচে সুখের। নতুন প্র...
16/03/2023

মানুষের সবচে সুখের মুহূর্ত কোনটি তা গবেষণা করতে দিয়ে দেখা গেছে যে কোন খেলাধুলায় বিজয়ের ক্ষণটি হচ্ছে সবচে সুখের।

নতুন প্রকাশিত গ্রন্থ লেখক প্রচ্ছদ ও অলংকরণ শিল্পী, পাঠক ও প্রকাশকের হাতে তুলে দেয়ার মুহূর্তগুলিও একেকটা দৌড়ে বিজয়ের মুহূর্তের মতোই সুখের আবহ হয়ে আনে।

চাঁদ-তারার হাট বসেছিল কাল সন্ধ্যায় চন্দ্রপ্রভা প্রকাশনীতে। রোজা রাখায় অনেক শুভাকাঙ্ক্ষী আসতে পারেননি বটে, তাঁদের মানসিক ...
09/03/2023

চাঁদ-তারার হাট বসেছিল কাল সন্ধ্যায় চন্দ্রপ্রভা প্রকাশনীতে। রোজা রাখায় অনেক শুভাকাঙ্ক্ষী আসতে পারেননি বটে, তাঁদের মানসিক উপস্থিতি অনুভব করছি তাও।

কিছু কিছু কবি আছেন যাঁদের নাওয়া খাওয়া ঘুমানো আর স্বপ্ন দেখা সবই হয় কবিতার সাথে। তেমন একজন কবি হলেন কোহিনুর আকতার।তাঁর রচ...
24/02/2023

কিছু কিছু কবি আছেন যাঁদের নাওয়া খাওয়া ঘুমানো আর স্বপ্ন দেখা সবই হয় কবিতার সাথে। তেমন একজন কবি হলেন কোহিনুর আকতার।
তাঁর রচিত তৃতীয় কাব্যগ্রন্থ 'কেউ আমাকে অনেক যত্নে রাখুক' আজ থেকে পাওয়া যাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত 'মহান একুশে বইমেলা' চট্টগ্রামে।
'চর্চা গ্রন্থ কেন্দ্র'র স্টলে (স্টল নং- ৩৫)।

বাংলা একাডেমি আয়োজিত, ঢাকা বইমেলায় পাওয়া যাবে বইটির পরিবেশক- প্রকাশনা প্রতিষ্ঠান 'বিভাস'র স্টলে (স্টল নং-৫২৯-৩০) ২৫ তারিখ থেকে।

বইটির প্রচ্ছদ এঁকেছেন যশস্বী শিল্পী শামশুল আলম সোহেল।

চন্দ্রপ্রভা প্রকাশনী থেকে প্রকাশিত শিশুতোষ বইসমূহ।
22/02/2023

চন্দ্রপ্রভা প্রকাশনী থেকে প্রকাশিত শিশুতোষ বইসমূহ।

বাংলা সাহিত্যের প্রায় সবকটি শাখায় যাঁদের সগর্ব বিচরণ তাঁদের একজন হলেন কবি ছন্দা দাশ। তাঁর রচিত প্রথম ছড়া গ্রন্থ তথা সপ্ত...
21/02/2023

বাংলা সাহিত্যের প্রায় সবকটি শাখায় যাঁদের সগর্ব বিচরণ তাঁদের একজন হলেন কবি ছন্দা দাশ।
তাঁর রচিত প্রথম ছড়া গ্রন্থ তথা সপ্তম গ্রন্থ আজ থেকে পাওয়া যাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত 'মহান একুশে বইমেলা' চট্টগ্রামে।
'চর্চা গ্রন্থ কেন্দ্র'র স্টলে (স্টল নং- ৩৫)। এবং বাংলা একাডেমি, ঢাকা আয়োজিত বই মেলায় পাওয়া যাবে বইটির পরিবেশক- প্রকাশনা প্রতিষ্ঠান 'বিভাস'র স্টলে (স্টল নং-৫২৯-৩০) ২৩ তারিখ থেকে।

বইটি মেলায় উপস্থাপনে বিলম্বের কারণে চন্দ্রপ্রভা প্রকাশনী, চট্টগ্রামের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হচ্ছে।

বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী শামশুল আলম সোহেল। অলংকরণ করেছেন জয়ন্ত সরকার।

চন্দ্রপ্রভা প্রকাশনীর আজ সকালের অতিথি কবি আখতারি ইসলাম।
22/01/2023

চন্দ্রপ্রভা প্রকাশনীর আজ সকালের অতিথি কবি আখতারি ইসলাম।

কবি ছড়াকার সঞ্চিতা দেবনাথের প্রথম ছড়াগ্রন্থ ‘লক্ষ তারার ফুল’ থেকে দুটি ছড়া।
16/01/2023

কবি ছড়াকার সঞ্চিতা দেবনাথের প্রথম ছড়াগ্রন্থ ‘লক্ষ তারার ফুল’ থেকে দুটি ছড়া।

কবি ছড়াকার ও গীতিকার সঞ্চিতা দেবনাথ ১৯৮১ সালের ২১ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন বরিশাল সদর উপজেলার কাউনিয়া সিটি কর্পোরেশন ...
12/01/2023

কবি ছড়াকার ও গীতিকার সঞ্চিতা দেবনাথ ১৯৮১ সালের ২১ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন বরিশাল সদর উপজেলার কাউনিয়া সিটি কর্পোরেশন এলাকায়। পৈত্রিক নিবাস ভোলা সদর উপজেলার দিঘলদী গ্রামে। বরিশাল বিএম কলেজ থেকে এমএসএস সম্পন্ন করা এ কবি সরকারি স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও ছড়া কবিতায় নিবেদিত থেকেছেন সবসময়। ইতোপূর্বে সম্মিলিত প্রয়াসে কয়েকটি বই প্রকাশিত হলেও 'লক্ষ তারার ফুল' কবির প্রথম ছড়া গ্রন্থ।
১০০ গ্রাম অফসেট কাগজে সম্পূর্ণ চার রঙে ছাপানো ৩৪টি ঝরঝরে ছড়ার এ বইটির দাম রাখা হয়েছে ২৫০ টাকা,
বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী মর্জিনা আক্তার মেরী।

চন্দ্রপ্রভা প্রকাশনীর পক্ষ থেকে কবির উত্তরোত্তর যশোলাভ কামনা করি।

চন্দ্রপ্রভা প্রকাশনীতে স্বাগত।
25/12/2022

চন্দ্রপ্রভা প্রকাশনীতে স্বাগত।

বড়বাবু ধ্রুব নীলের তোলা ছবি।মডেল- বৌমা চন্দ্রা নীতু।
24/12/2022

বড়বাবু ধ্রুব নীলের তোলা ছবি।
মডেল- বৌমা চন্দ্রা নীতু।

প্রকাশনা শিল্পের ১১:৫৯
24/12/2022

প্রকাশনা শিল্পের ১১:৫৯

বিনাকারণে বেড়াতে আসা বন্ধুরা প্রকৃত বন্ধুর কাতারেই পড়েন। কাল চন্দ্রপ্রভায় এসেছিলেন ছড়াশিল্পী কবি গল্পকার ১৮টি গ্রন্থের অ...
16/11/2022

বিনাকারণে বেড়াতে আসা বন্ধুরা প্রকৃত বন্ধুর কাতারেই পড়েন। কাল চন্দ্রপ্রভায় এসেছিলেন ছড়াশিল্পী কবি গল্পকার ১৮টি গ্রন্থের অনুবাদক ফারজানা রহমান শিমু। ছিল চার ঘন্টার ছন্দপতনহীন সাহিত্য আড্ডা।

31/10/2022

সংগঠনবাজি করতে গিয়ে এবং ফেসবুকে বন্ধুত্বের নামে নিজের স্তুতিকারী ধরে রাখতে নতুনদের মিথ্যে প্রশংসায় ভাসিয়ে অগ্রজ লেখকরাই নতুন লেখকদের পঙ্গু বানিয়ে রাখছেন। অনেক লেখকই নতুন থেকে পুরাতন হয়ে উঠেছেন কিন্তু লিখে যাচ্ছেন প্রথম আসা সময়ের মতোই।

চন্দ্রপ্রভা প্রকাশনীতে আজকের অতিথি ছিলেন কবি নুরুন্নাহার ডলি।
15/10/2022

চন্দ্রপ্রভা প্রকাশনীতে আজকের অতিথি ছিলেন কবি নুরুন্নাহার ডলি।

12/10/2022
একজন পরিচালক
08/10/2022

একজন পরিচালক

26/09/2022

গান নয়; আঞ্চলিক ছড়াই বাঁচিয়ে রাখবে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে।

অনুগ্রহ পূর্বক আপনার অভিমত প্রদান করুন।

চন্দ্রপ্রভা প্রকাশনীর আজ সকালের আড্ডায় চাঁদপুরের দুই কবি প্রশিকা সরকার ও মৈত্রী দত্ত।
25/09/2022

চন্দ্রপ্রভা প্রকাশনীর আজ সকালের আড্ডায় চাঁদপুরের দুই কবি প্রশিকা সরকার ও মৈত্রী দত্ত।

24/09/2022

আপনার শিশুকে পাঠ বিমুখ করে তুলছেন না তো?

মলাট সর্বস্ব শিশুসাহিত্য (?) বাচ্চাদের হাতে গছিয়ে দিতে চান অভিভাবক। প্রথমত তাড়াতাড়ি বাড়ি ফিরতে আর দাম একটু কম বলে।

তিন বছর (৩/৪ দিন করে) বইয়ের স্টলে বসে দেখেছি অভিভাবকের চাপে শিশুদের অন্ধকার করে রাখা মুখ।

চন্দ্রপ্রভা প্রকাশনীতে আজ দীর্ঘ আড্ডায় ছিলেন কবি Sayedul Arefin ও Farzana Rahman Shimu. সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই ক...
23/09/2022

চন্দ্রপ্রভা প্রকাশনীতে আজ দীর্ঘ আড্ডায় ছিলেন কবি Sayedul Arefin ও Farzana Rahman Shimu.
সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই কবিদ্বয়কে।

লেখক কপি প্রেরণের আয়োজন
21/09/2022

লেখক কপি প্রেরণের আয়োজন

20/09/2022

চন্দ্রপ্রভা প্রকাশনীতে অনুষ্ঠিত 'কবিতা ও জীবন কথা'র একটি আড্ডার অংশবিশেষ।

সৈয়দা রতনা (ত্ দিয়ে নিজের নাম লিখেন তিনি) আপাদমস্তক কবি হলেও, বিব্রত বোধ করেন কবি পরিচয়ে পরিচিত হতে। তেঁতুলতলা মাঠ রক্ষা...
18/09/2022

সৈয়দা রতনা (ত্ দিয়ে নিজের নাম লিখেন তিনি) আপাদমস্তক কবি হলেও, বিব্রত বোধ করেন কবি পরিচয়ে পরিচিত হতে। তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে আপসহীন ভূমিকা পালন করে শিশুদের অধিকার ছিনিয়ে এনে এখন দেশব্যাপী পরিচিত মুখ তিনি। সারা বাংলাদেশের মাঠ রক্ষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন এখন।
চন্দ্রপ্রভা প্রকাশনী থেকে প্রকাশিত হলো কবির প্রথম কাব্যগ্রন্থ 'চন্দ্রাহত কাব্য'।

আশা করা যায় বইটি কাব্যবোদ্ধা মহলে সমাদৃত হবে।

প্রচ্ছদ- শিল্পী শামশুল আলম সোহেল।

চন্দ্রপ্রভা প্রাকাশনীর গতকালের আড্ডা
14/09/2022

চন্দ্রপ্রভা প্রাকাশনীর গতকালের আড্ডা

এবারের বইপ্রচ্ছদ- শামশুল আলম সোহেল
26/08/2022

এবারের বই

প্রচ্ছদ- শামশুল আলম সোহেল

16/08/2022

শিশুরা বই বিমুখ হওয়ার যে কটা কারণ আছে তার মধ্যে প্রধান হলো বইয়ের নামে প্রচ্ছদ কেনা। 'ভূতের বাবার বাঁশঝাড় যাত্রা' জাতীয় বইয়ের প্রচ্ছদ দেখে বই কিনে বাড়িতে নিয়ে শিশুরা অনুভব করতে পারে বড় ঠকে গেছে। শিশুরা আগ্রহ হারিয়ে ফেলে বই কেনার।

মেলায় গেলে ওদের সময় দেয়া দরকার বই যাচাই করে দেখার। তাদের শেখানো দরকার, যে বই একটু পড়ে কিনতে ইচ্ছে করে না; যে বই পড়ার পর সংরক্ষণ করতে ইচ্ছে করে না, সেসব বই হলো পপ সাহিত্য অথবা 'ভূতের বাপের ছাপাইন্যা কাগজ' মাত্র।

চন্দ্রপ্রভা প্রকাশনীর অতিথি রাউজাত ইউসুফকে বই উপহার।
08/08/2022

চন্দ্রপ্রভা প্রকাশনীর অতিথি রাউজাত ইউসুফকে বই উপহার।

'যে আমার একান্তই ভেতরের লোক' কাব্যগ্রন্থের প্রচ্ছদশিল্পী শামশুল আলম সোহেল ভাইয়ের হাতে বই সমর্পণ।
06/08/2022

'যে আমার একান্তই ভেতরের লোক' কাব্যগ্রন্থের প্রচ্ছদশিল্পী শামশুল আলম সোহেল ভাইয়ের হাতে বই সমর্পণ।

25/07/2022

চন্দ্রপ্রভা প্রকাশনীর গতকালের অতিথি থিয়েটার ও চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রর বন্ধু আশীষ নন্দীদাদা।

বই প্রকাশ করা খুবই সহজ কিন্তু বই প্রকাশ করা সহজ না।
18/07/2022

বই প্রকাশ করা খুবই সহজ কিন্তু বই প্রকাশ করা সহজ না।

চন্দ্রপ্রভা প্রকাশনীতে আজকের সমৃদ্ধ আড্ডা।
09/07/2022

চন্দ্রপ্রভা প্রকাশনীতে আজকের সমৃদ্ধ আড্ডা।

Address

Aziz Chamber (3rd Floor), 6 Jubilee Road
Chittagong
4000

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801568731577

Website

Alerts

Be the first to know and let us send you an email when চন্দ্রপ্রভা প্রকাশনী-Chandraprova Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চন্দ্রপ্রভা প্রকাশনী-Chandraprova Prokashoni:

Share

Category

Nearby media companies