01/11/2025
পরিবর্তীত প্রচ্ছদ-বন্দি হয়ে বইমেলা ২০২৬ উপলক্ষে চন্দ্রপ্রভা প্রকাশনী থেকে আসছে জনপ্রিয় ছড়াকার সঞ্চিতা দেবনাথের শিশুতোষ ছড়াগ্রন্থ ‘লক্ষ তারার ফুল’ গ্রন্থের দ্বিতীয় সংস্করণ। ‘সময়ের ছড়া’ রচনায় ব্যস্ত এ দেশপ্রেমিক ছড়াকারের ভাবনায় শিশু-কিশোরদের জন্যও আছে চাঁদ-তারা ভরা ভিন্ন ভিন্ন জগতের সরব উপস্থিতি।
গ্রন্থটির মনোরম প্রচ্ছদটি উপহার দিয়েছেন স্বনামধন্য শিল্পী- মোমেন উদ্দীন খালেদ।