ব্যর্থতা

ব্যর্থতা Life will never be perfect, but life must be perfected
(1)

17/12/2024

মানুষের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত অন্যের জন্য নিরাপদ হওয়া।

14/12/2024

জীবনে কখনও স্বার্থ নিয়ে কারও সাথে মিশিনি, ভবিষ্যতেও মিশবো না। যাদের সম্মান, ভালোবাসা বা ভালো ব্যবহার দিয়েছি, তা সবসময় নিঃস্বার্থভাবে ছিল। কোনো প্রতিদান আশা করিনি, ভবিষ্যতেও করবো না—🤍🩵
এটা সবার জন্য প্রযোজ্য।

09/12/2024

মানুষের থেকে দূরে থাকা ভালো। একা থাকা ভালো, মানুষ দূর থেকে সুন্দর। মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই, মিশে যেতে নেই, মানুষ মিশে গিয়ে আবার পি'ষে দেয়।

04/12/2024

মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয়,
দূর থেকে তো চাঁদকেও সুন্দর মনে হয়!❤️

30/11/2024

চরম বিষন্নতায় একাকিত্বের আক্ষেপে যদি নিজের অস্তিত্ব ধীরেধীরে ক্ষয়ে যায় তাহলে ধরে নেওয়াই যায় এই পৃথিবীতে কেউ কারো না কেউ কারো জন্য নয়।

নির্দিষ্ট কিছু অভিমান; কিছু অভিযোগ, আর কিছু দীর্ঘশ্বাস একত্রিত হওয়ার পর নিজেকে হারিয়ে ফেলে মানুষ। নিজেকে নিজে হারিয়ে ফেলার মতো বিষাক্ত স্বাদ ও অতৃপ্ত অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা বর্ননা করার ক্ষমতা স্বয়ং তারও নেই যে এই পরিস্থিতিতে আছে।

ভেতর থেকে কতটা ভেঙে যাওয়ার পর আর কিছু ভেঙে যাওয়ার ভয় থাকেনা। কতটা আঘাত নিজের মধ্যে পোষে রেখে দিলে বিচ্ছেদের ব্যথা স্পর্শ করেনা। কতটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেলে আর কোনো স্বপ্ন থাকেনা তা অনুমান করার ক্ষমতা কারো নেই।

28/11/2024

আমি আমিতেই সুন্দর তাই অন্যর কাছে নিজে ব্যখ্যা করতে জাইনা কখনো আমি,,,,!

26/11/2024

লক্ষ্যে পৌছানো না পর্যন্ত আগে থেকে কোনকিছু কাউকে বলতে নেই, মানুষের ন'জর লেগে যায়!❤️

20/11/2024

—আমার রুহে'র সাথে বেইমানি করে আর তো নিলানা খোঁজ! অথচ আমি... সারারাত নির্ঘুমে কাটাইয়া, তোমার ফেলে যাওয়া স্মৃতি গুলা'র সঙ্গ দিয়ে যাই রোজ... '!😅

16/11/2024

ভুল মানুষের বেলায় মানুষ খুব যত্নবান,
আর সঠিক মানুষের বেলায় বড্ড বেখেয়ালি.!💔😥

13/11/2024

আমার যোগ্যতা থাকুক আর না থাকুক কারো সাথে Compare করা আমার পছন্দ না!

12/11/2024

যাদের সাথে আপনার ভেবেচিন্তে হিসেব করে কথা বলতে হয় তারা কখনোই আপনার আপন না।

11/11/2024

সোজা হিসাব! যে আমার জন্য,আমি তার জন্য! যে আমার জন্য না,আমিও তার জন্য না!🖤

10/11/2024

সুখ সবাইকে বিলিয়ে দেওয়ার যায়। দুঃখ সবাইকে বিলিয়ে দেওয়ার জিনিস নয়। তার ভাগ কেউ নেয় না। দুঃখ একান্তই নিজের!

10/11/2024

সময় কি দ্রুত চলে যাচ্ছে নাকি আমি পিছিয়ে যাচ্ছি!' এই যে আরেকটা বছরের প্রায় শেষর দিকে,কিছু কি পেয়েছি?'নাকি শুধু নিজেকে হা'রিয়েছি বার বার!'💔

09/11/2024

যে ট্রেনে আমার থাকার কথা ছিল সেই ট্রেনে নতুন যাএী...!
আমি বোকা তার অপেক্ষায় আজও সেই স্টেশনে...!🥹🌼

08/11/2024

পারফেক্ট হওয়ার দরকার হয় না, একে অপরকে বুঝলেই সম্পর্কগুলো সুন্দর হয়!

08/11/2024

সুবর্ণলতার মতো একদিন সবাইকে 'ক্ষমা' বলে চলে যাবো। কেউ জানবেনা, ক্ষমা চাইলাম নাকি ক্ষমা করে চলে গেলাম।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যর্থতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যর্থতা:

Share