Tanjila's

Tanjila's English is a crazy language. So, you have to learn it. Here i will teach you English.
(2)

08/01/2024

Why on earth/where on earth
(বিরক্তি বা বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয়।)
Why on earth don’t you learn English? - কেন যে তুমি ইংরেজী শেখো না।
What on earth is the problem? - সমস্যাটা যে কি?
When on earth will I get my salary? - কবে যে বেতন পাবো?
What on earth are you doing? - তুমি যে কি করছো?
Why on earth did you do that? - কেন যে তুমি এটা করেছিলে?
Where on earth did you go last night? - গতরাতে যে তুমি কোথায় গিয়েছিলে?

07/01/2024

🧊প্রশ্নই ওঠে না - Unquestionable.
🧊একটু বুঝতে চেষ্টা কর - Try to understand.
🧊কথাটা মন্দ না - That’s not a bad idea.
🧊বিশেষ কিছুই না - Nothing special.
🧊আদৌ নয় - Not at all.
🧊হতাশ হবেন না – Don’t be disappointed.
🧊হাল ছেড়ে দেবেন না - Don’t give up.
🧊সংকোচ করবে না - Don’t hesitate.
🧊ঠিক ঠিক উত্তর দাও - Answer to the point.
🧊মূল বিষয়ে আসো - Come to the point.
🧊ব্যাপারটা দারুন হবে - That will be great.
🧊ওটা হলে খুব ভালোহয়-That will be very nice
🧊মাথা গরম করো না - Don’t lose your temper.
🧊আর কিছুই বলবে না - Don’t say anymore.
🧊বাজে কথা বলো না - Don’t talk nonsense.
🧊পরে দেখা হবে - See you again
🧊পরে কথা হবে - Talk to you later.
🧊বকবক কর না - Don’t gab.
🧊পাগলামি করো না - Don’t get mad.
🧊সন্তোষজনক নয় - Not satisfactory.
🧊শান্ত হও - Keep quite.
🧊দয়া করে বসুন - Please have a seat.
🧊বোকামী করো না - Don’t be silly.

06/01/2024

Dog দিয়ে Idiom
⭕ Dog days = গরম দিন
⭕ Dog fish =ছোট হাঙ্গর।
⭕ Dog sleep =পাতলা ঘুম।
⭕ Dog age=ব্যাপক সময়।
⭕ Dog trick= খারাপ কৌশল।
⭕ Dog end=সিগারেটের শেষ প্রান্ত।
⭕ Cats and dogs = মুষলধারে
⭕ Three dog night- খুবই ঠান্ডা।
⭕ Like a dog with two tails- খুব সুখী

04/01/2024

১০টি ছোট ছোট ইংরেজি বাক্য শিখুন।
💠 চিরতরে - Forever
💠 সঙ্গে সঙ্গে - Instantly
💠 ধীরে ধীরে - Gradually
💠 একটানা - Continuously
💠 মাঝে মাঝে - Occasionally
💠 এই আসছি- Just coming
💠 অল্প সময়ের মধ্যে- In a short time
💠 এই কারনে- For this reason
💠 সত্যি বলতে কি- To speak the truth
💠 তোমার সমস্যাটি কি!- What’s wrong with you!

27/12/2023

গুরুত্বপূর্ণ Idioms ও বাক্য গঠন
💠 I’m broke - পকেট খালি।
I’m broke and cannot afford my bills.
আমার পকেট একদম খালি বিল তো দিতে পারব না।
💠 Tall talk- বড় বড় কথা
সে সর্বদা বড় বড় কথা বলে।
He has always a tall talk.
💠 Make up one’s mind- মনস্থির করা
I’m yet to make up my mind where to take my vacation.
আমি কোথায় ছুটি কাটাব এখনো মনস্থির করতে পারিনি।
💠 Keep an eye on- চোখ রাখা।
Will you keep an eye on my suitcase?
আপনি কি আমার সুটকেইসের উপর একটু চোখ রাখবেন?
💠 Pick one’s pocket = পকেট মারা।
সে পকেট মারতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল।
He has been caught read handed while pick pocketing.
💠 A man of letters-পন্ডিত ব্যক্তি
He was a man of letters with no interest in current affairs.
সে ছিল বর্তমান পরিস্থিতির ব্যপারে অনাগ্রহশীল একজন পন্ডিত ব্যক্তি।
💠 At the eleventh hour - শেষ মূহুর্তে।
He submitted his assignment at the eleventh hour.
সে একদম শেষ মূহুর্তে তার এ্যাসাইনমেন্ট জমা দিল।
💠 In a hurry - তাড়াহুড়ার মধ্যে।
I’m in a hurry- আমি তাড়াহুরোর মধ্যে আছি।
💠 Up and doing- উঠে পড়ে লাগা
The spring has come, and it is time for farmers to be up and doing.
বসন্ত এসে গেছে আর তাই কৃষকদের জন্য এখন উঠে পড়ে লাগার সময়।
💠 In cold blood-ঠান্ডা মাথায়
He had been murdered in cold blood.
তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।
💠 Take a fancy to- ভালো লাগা
I’ve suddenly taken a fancy to detective stories.
হটাৎ করেই আমার গোয়েন্দা গল্প ভাল লাগা শুরু হলো।
💠 Dog days-সবচেয়ে গরমের দিন
During the dog days of summer, I always plan a long vacation to the mountains.
গ্রীষ্মের গরমের দিনে আমি সবসময় পর্বতে দীর্ঘ অবকাশ যাপন করি।

Ride VS Drive
21/12/2023

Ride VS Drive

21/12/2023
21/12/2023

💢 প্রতিদিনের কথা বলায় ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য।
✅ So what - তাতে কি?
✅ Let it be - এটা হতে দাও।
✅ Watch out - সতর্ক থেকো।
✅ How come – কি ব্যাপার?
✅ Talk sense – চিন্তা করে কথা বল
✅ It's too strange - এটা খুব অদ্ভুত!
✅ He is in danger - সে বিপদে পড়েছে।
✅ Do it properly - এটা সঠিকভাবে কর।
✅ Don't make excuses - অজুহাত দিও না।
✅ Pay attention! – মনোযোগ দিন!

18/12/2023

𝐋𝐞𝐭'𝐬 𝐫𝐮𝐧 𝐚𝐰𝐚𝐲 --- চল এক্ষুনি পালাই
𝐈 𝐚𝐦 𝐠𝐞𝐭𝐭𝐢𝐧𝐠 𝐰𝐞𝐭 --- আমি ভিজে যাচ্ছি
𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐜𝐚𝐫𝐞 --- আমার কিছু যায় আসে না
𝐇𝐨𝐰 𝐞𝐥𝐬𝐞 --- আর কিভাবে
𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐛𝐲 𝐥𝐢𝐭𝐭𝐥𝐞 --- ত্রুমান্বয়ে
𝐈𝐬 𝐢𝐭 𝐬𝐨 --- তাই নাকি
𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐝𝐨 𝐞𝐚𝐬𝐞 --- যদি আপনি চান
𝐇𝐚𝐯𝐞 𝐚 𝐠𝐨𝐨𝐝 𝐝𝐚𝐲 --- ভালো একটি দিন কাটাও
𝐋𝐞𝐭'𝐬 𝐬𝐢𝐭 𝐬𝐨𝐦𝐞𝐰𝐡𝐞𝐫𝐞 --- চল কোথায় বসি
𝐒𝐨 𝐟𝐚𝐫 𝐬𝐨 𝐠𝐨𝐨𝐝 --- এ পর্যন্ত সবই ভালো
𝐈 𝐭𝐞𝐧𝐝 𝐭𝐨 𝐭𝐡𝐢𝐧𝐤 --- আমার কেন জানি মনে হয়
𝐈 𝐬𝐮𝐩𝐩𝐨𝐬𝐞 𝐬𝐨 --- আমি ও সেটা ধারণা করছি
𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐦𝐢𝐧𝐝 --- আমি কিছু মনে কিছু করি নি
𝐈𝐟 𝐬𝐨, 𝐬𝐨 𝐰𝐡𝐚𝐭 --- যদি তাই হয় তাতে কি
𝐊𝐞𝐞𝐩 𝐲𝐨𝐮𝐫 𝐰𝐨𝐫𝐝 --- তোমার কথা রেখ
𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐢𝐬 𝐢𝐦𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐥𝐞 --- কোন কিছুই অসম্ভব নয়
𝐖𝐡𝐚𝐭𝐞𝐯𝐞𝐫 (𝐲𝐨𝐮 𝐰𝐚𝐧𝐭)--- তুমি যা চাও
𝐖𝐡𝐚𝐭𝐞𝐯𝐞𝐫 𝐲𝐨𝐮 𝐝𝐨 --- তুমি যা কর
𝐖𝐡𝐲 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐢 𝐜𝐚𝐫𝐞 --- কেন আমি পরোয়া করব
𝐒𝐨𝐦𝐞𝐭𝐡𝐢𝐧𝐠 𝐞𝐥𝐬𝐞 --- অন্য কিছু
𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐞𝐥𝐬𝐞 --- অন্য কিছুই না
𝐓𝐚𝐥𝐤 𝐬𝐞𝐧𝐬𝐞 --- চিন্তা করে কথা বল
𝐃𝐨𝐧'𝐭 𝐬𝐚𝐲 𝐚𝐧𝐲𝐦𝐨𝐫𝐞 --- আর কিছু বলো না
𝐅𝐨𝐫𝐠𝐞𝐭 𝐢𝐭 --- ও ভুলে যাও
𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐩𝐢𝐭𝐲 --- কি দুঃখজনক
𝐋𝐞𝐭 𝐦𝐞 𝐝𝐢𝐠𝐫𝐞𝐬𝐬 --- একটু ভিন্ন পসঙ্গে যাওয়া যাক
𝐒𝐰𝐞𝐚𝐫 𝐢 𝐰𝐞𝐥𝐥 --- কসম আমি করব
𝐈 𝐠𝐚𝐯𝐞 𝐮𝐩 --- আমি ছেড়ে দিয়েছি।

17/12/2023

৩৫ টি গুরুত্বপূর্ণ Linking words :
✪ In fact - আসলে
✪ Indeed - প্রকৃতপক্ষে
✪ So that - এতই যে
✪ Whereas - যেহেতু
✪ As well as - পাশাপাশি
✪ Accordingly - তদনুসারে
✪ Hence - অত:পর/সুতরাং
✪ Such as - যথা/যেমন
✪ Notably - লক্ষণীয়ভাবে
✪ Consequently - অতএব
✪ On the whole - মোটামুটি
✪ Additionally - অতিরিক্ত আরো
✪ Thereupon - উহার ফলে
✪ Eventually - অবশেষে
✪ On the contrary - অপরদিকে
✪ whenever - যখনই
✪ In case - ক্ষেত্রে/যদি
✪ In view of - দৃষ্টিকোণ
✪ For instance - এই ক্ষেত্রে
✪ In any event - যাহাই ঘটুক না কেন
✪ In spite of - তা স্বত্ত্বেও
✪ As a matter of fact - বাস্তবিকপক্ষে
✪ Including - সেই সঙ্গে
✪ Frequently - ঘনঘন
✪ Nonetheless - তবু
✪ Comparatively - অপেক্ষাকৃত
✪ In other words - অন্য কথায়
✪ In this case - এক্ষেত্রে
✪ By all means - সর্বত/সব উপায়ে
✪ In general - সাধারণত
✪ Expressively - খুব স্পষ্টভাবে প্রকাশ
✪ Significantly - উল্লেখযোগ্যভাবে
✪ For this reason - এই কারনে
✪ To emphasize - গুরুত্ব আরোপ করতে
✪ In the light of - কোনো কিছুর সহায়তায়
✪ To say nothing of - কিছুই না বলে
✪ Equally important - সমানভাবে গুরুত্বপূর্ণ

17/12/2023

Cut short your words.
~ তোমার কথা সংক্ষেপ করো।
~ ♻️ Never mind.
কিছু মনে করো না।
~ ♻️ She is very talkative
সে খুব কথা বলে।(সে বাঁচাল)
♻️ Nice to meet you.
~ দেখা হওয়ায় খুশি হলাম।
~ ♻️ See you tomorrow.
আগামীকাল দেখা হবে।
♻️ Mind your own business.
~ নিজের চরকায় তেল দাও।
♻️ She is my best friend.
~ সে আমার সেরা বন্ধু।
♻️ Please stay a little longer.
~ দয়া করে আরেকটু থাকেন।
♻️ Anything else?
~ আর কিছু?
♻️ Nothing else.
~ আর কিছু না।

17/12/2023

★ What is the point to punish him.
=কি লাভ তাকে শাস্তি দিয়ে।
★ What is the point to argue with the man.
=কি লাভ লোকটার সাথে তর্ক করে।
★ What is the point to write the song.
=কি লাভ গান লিখে।
★ What is the point to chat with friends.
=কি লাভ বন্ধুদের সাথে গল্প করে।
★ What is the point to love him.
=কি লাভ তাকে ভালোবাসে।
★ What is the point to think about him.
=কি লাভ তার কথা ভেবে।

15/12/2023

✪ How – কিভাবে?
✪ How long – কতক্ষণ?
✪ How far – কত দূর?
✪ How often – কত সময় পর?
✪ How fast – কত দ্রুত?
✪ How dare – কোন সাহসে?
✪ How fare – কত ভাড়া?
✪ How quickly – কত দ্রুত?
✪ How about-কেমন হয়?
✪ How come-কিভাবে?
✪ How much – কি পরিমাণ? (গননা করা যায় না)
✪ How many – কতগুলো? (গননা করা যায়)
✪ How on earth- কিভাবে (বিরক্ত প্রকাশার্থে)
✪ How else – আর কিভাবে?
✪ How could you- কিভাবে তুমি?
✪ How much longer – আর কতক্ষণ?
✪ How many times-কতবার?
✪ How peaceful! – কি শান্ত!
✪ How else – আর কিভাবে?
✪ How genius you are! – কত মেধাবী তুমি!
✪ How have you been? – তুমি কেমন ছিলে?

14/12/2023

He is a fair-weather friend - সে হচ্ছে সুসময়ের বন্ধু
She is forever mine - সে সারা জীবনের জন্য আমার
He actually fell in love - সে সত্যি সত্যি তার প্রেমে পড়ে গিয়েছিল
He scored good result - সে ভাল রিজাল্ট করেছে
He Fell in love with her - সে তার প্রেমে পড়ে গিয়েছে
She wants to know when you’re coming. - সে জানতে চায় তুমি কখন আসবে
He has gone for forgood - সে চিরকালের জন্য চলে গেছে
He has gone to the dog. - সে গোল্লায় গেছে
How dare he go there! - সে কোন সাহসে সেখানে যায়
What does he do for work? - সে কি কাজ করে?

14/12/2023

আজকে আমরা জানবো 📚শিক্ষা সম্পর্কিত শব্দের অর্থ : 👇
Poem: (পয়েম) = কবিতা
Poetry: (পয়েট্রি) = পদ্য
Prose: (প্রোজ) = গদ্য
Professor: (প্রফেসর) = অধ্যাপক
Promotion : (প্রোমোশন) = উন্নতি
Principal : (প্রিন্সিপাল) = অধ্যক্ষ
Present : (প্রেজেন্ট) = উপস্থিত
Question : (কোয়েশ্চন) = প্রশ্ন
Reading : (রিডিং) = পড়া
Result : (রেজাল্ট) = পরীক্ষা ফল
Rough Book : (রাফ বুক) = খসড়া খাতা
Recitation : (রিসাইটেশন) = আবৃত্তি
Recess : (রিসেস) = বিরতি
Roll Call : (রোল কল) = নাম ডাকা
Success : (সাকসেস) = সাফল্য
Sum : (সাম) = অংক
Study-room : (স্টাডি রুম ) = পড়ার ঘর
Subject : (সাবজেক্ট) বিষয়
Summation : (সামেশন) =যোগাফল
Stipend : (স্টাইপেল্ড) = বৃত্তি
Scholarship : (স্কলারশীপ) = বৃত্তি
Teacher : (টিচার) = শিক্ষক
Tutor : (টিউটর) = গৃহশিক্ষক
Textbook : (টেক্সট বুক) = পাঠ্যপুস্তক
Training : (ট্রেইনিং) = হাতে-কলমে প্রশিক্ষণ
Transfer : (ট্রান্সফার) = পরিবর্তন
Talent : (ট্যালেন্ট) = মেধা
University : (ইউনির্ভারসিটি) = বিশ্ববিদ্যালয়
Universe : (ইউর্নিভার্স) = মহাবিশ্ব

14/12/2023

এই Update post টা কয়েক লাখ শেয়ার পেলে মানুষ সঠিক জানতে পারতো।

ভাষার প্রাণ নাই কিন্তু ভাষা ও ভাষার নিয়ম প্রতিনিয়ত পরিবর্তনশীল। ইংরেজি গ্র‍্যামারের অনেক নিয়ম সময়ের সাথে বদলে গেছে ইংরেজি ভাষা শেখা, বলা ও লেখা সহজ করতে।

ইংরেজি গ্র‍্যামারে ব্যাপক পরিবর্তন হচ্ছে তা এদেশের অনেক প্রশ্নকর্তা অবগত নন, উনারা সেই মান্ধাতার আমলের Traditional grammar বইগুলো থেকে হুবুহু প্রশ্ন করেন তাতে অপ্রচলিত বিষয় চলে আসে যা এখন অপ্রচলিত অথবা অচল অথবা অপ্রয়োজনীয়।

প্রারম্ভিক

এখন Modern grammar এ part of speech কে word class ধরা হয় এবং এখন তা ৮ প্রকার নয়, বরং ১১ প্রকার। নতুন তিনটা হচ্ছে determiner, number/numeral এবং article

আবার, Traditional grammar এ noun মোট ৫ প্রকার ধরা হতো।
এখন Modern grammar এ noun মোট ৪ প্রকার ধরা হয়।
Modern grammar এ material noun কে বাদ দেয়া হয়েছে।
আগে fruit এর নামগুলো material noun ছিল এখন তা countable noun এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আম আমার প্রিয় ফল।
Mango is my favourite fruit. (TG, mango as material noun)
The mango is my favourite fruit.
Or,
Mangoes are my favourite fruit. (MG, mango as countable noun)
আরও বিস্তারিত আলোচনা দেখুন কমেন্টে।

Traditional grammar এ gerund আর present participle এর মধ্যে ব্যবহারগত পার্থক্য আছে।
কিন্তু Modern grammar এ gerund term কে বাদ দেয়া হয়েছে। এখন verb+ing মানেই present participle
আর বাক্যে ব্যবহারের উপরে বিভিন্ন part of speech হয়।
তাই gerund এবং present participle সনাক্তকরণের উপরে প্রশ্ন করা বাদ দেয়া উচিত।

Modern grammar এ Future tense নেই।
তাই এখন Tense দুই প্রকার।
যথা: Present tense এবং Past tense

পয়েন্ট ০১.
আগে ধর্মীয় সম্প্রদায়ের আগে the ব্যবহৃত হতো, এখন হয় না।

Traditional grammar (TG) অনুসারে ধর্মীয় সম্প্রদায়ের নামের আগে the বসে। The Hindus, The Muslims
যেমন: The Hindus have the custom of burning the dead. (হিন্দুদের মৃতদেরকে পোড়ানোর প্রথা আছে)
The Ganges is sacred to the Hindus.
(গঙ্গা নদী হিন্দুদের কাছে পবিত্র)

কিন্তু Modern grammar (MG) এ এক্ষেত্রে the ব্যবহৃত হয় না।
Muslims fast during the Ramadan.
(মুসলিমরা রমজানে রোজা রাখে)
Cows are sacred to Hindus.
(গরু হিন্দুদের কাছে পবিত্র)

Traditional grammar এ the measles, the mumps, the gout ব্যবহৃত হতো, এখন Modern grammar এ the কে বাদ দেয়া হয়েছে।

০২. অনেক প্রবাদের গঠনেও পরিবর্তন হয়েছে ।
কষ্ট না করলে কেষ্ট মিলে না।
No pains, no gains. (Old-fashioned)
No pain, no gain. (Modern/Present)
বসতে দিলে শুতে চায়/লাই দিলে কুকুর মাথায় উঠে।
Give him an inch, and he will take an ell. (Old-fashioned)
Give sb an inch (and they'll take a mile/yard)
= Give him an inch, and he will take a mile/yard. (Modern/Present)

৩. pronoun এর ব্যবহারগত পরিবর্তন হয়েছে।
(ক) Traditional grammar এ comparative এর পরের than কে conjunction ধরা হতো এবং এর পরে subjective pronoun ব্যবহৃত হতো। এখন তা old-fashioned এবং much too formal। আবার, as + positive degree of adjective + as এর পরে subjective pronoun ব্যবহৃত হতো। এটাও এখন old-fashioned এবং অতি formal ধরা হয়। be verb এর পরে pronoun এর subject form ব্যবহৃত হতো।
Traditional grammar এ
He is taller than I.
He is as good as I.
It is I.
কিন্তু than, as, be verb এর পরে Modern grammar এ object form এর ব্যবহার সঠিক ধরা হয়।
You're taller than me. (than as preposition)
You're taller than I am.
Hello, It's me.
If anyone's to blame, It's me.
A: 'Who's there?' B: 'Only me.'
He doesn’t earn as much as me.
He doesn’t earn as much as I do.
(এখানে as, than এর পরে verb ছাড়া শুধু I ব্যবহার করা
old-fashioned অথবা much too formal )

০৪. Preposition এর ব্যবহারে পরিবর্তন
০১। যেমন লোভী অর্থে আগে traditional grammar এ greedy of ব্যবহৃত হতো।
He is greedy of/after riches. (P K De Sarkar)
কিন্তু এখন Modern grammar এ greedy for ব্যবহৃত হয়।
He is greedy for power/success.
The shareholders are greedy for profit. (OALD)

He has no taste for music. (Traditional)
He has no taste in music. (Modern)

০২। কোনো (-) পরিবারে জন্ম নেয়া অর্থে come of ব্যবহৃত হয়,
আগে এক্ষেত্রে come from ব্যবহৃত হতো না।
He comes of a good family.
(সে ভালো পরিবারে জন্মগ্রহণ করেছেন)
He comes of a respectable/noble family.

এখন Modern grammar অনুসারে come from ব্যবহৃত হয়।
He comes from a good family.
He comes from a family of actors.
My wife comes from a pretty rich family.

একইভাবে, জন্মগ্রহণ করা অর্থে
ম্যারাডোনা গরীব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
Maradona was born in a poor family. (TG)
Maradona was born into a poor family. (MG)

Traditional grammar এ 'খুলে ফেলা' অর্থে (remove clothes, shoes etc) অর্থে put off, take off ব্যবহৃত হতো।
এখন শুধু take off ব্যবহৃত হয় (put off ব্যবহৃত হয় না)
তাই put on এর বিপরীত হিসেবে এখন take off ব্যবহার করা হয় (put off নয়)
Put off/Take off your socks and shoes. (TG)
Take off your socks and shoes. (MG)
একইভাবে, আগে (form, gap) পূরণ করা অর্থে fill up ব্যবহৃত হতো, এখন এক্ষেত্রে fill in/fill out ব্যবহৃত হয়।
Fill up/Fill in the form/questionnaire/coupon. (TG)
Fill in (UK)/Fill out (US) the form/questionnaire /coupon. (MG)

আমার চুল পড়ে যাচ্ছে।
My hair is falling out. (Modern)
এটাই এখন প্রচলিত
My hair is falling off. (Traditional)
এটা এখন প্রচলিত নয়।

আমার ব্যবসা পুরোদমে চলছে।
My business is in full swing. (Modern)
be verb + in full swing (MG)
My business is going on in full swing.

মেট্রোরেলের নির্মাণ কাজ পুরোদমে পুরোদমে চলছে।
The construction of Metrorail is going on in full swing. (TG, এটা এখন প্রচলিত নয়)
The construction of Metrorail is in full swing. (MG)

বালকটি/ছেলেটি পথে পথে ঘুরে বেড়ায়।
The boy wanders about in the streets. (TG)
The boy wanders around in the streets. (MG)

সে এই বছর পরীক্ষা দিবে।
He will appear at /sit for/ go in for the examination this year.
(TG = Traditional grammar)
He will take/sit the examination this year. (MG)

সে আমার দুই বছরের ছোট।
He is junior to me by two years. (TG)
Or, He younger than I by two years.

He is junior to me by two years. (MG)
He is two years my junior. (MG)
or, He is my junior by two years.
Or, He is two years younger than me.
Or, He is two years younger than I am.

আগে mankind কে plural noun ধরা হতো তাই এর পরে plural verb ব্যবহার করা হতো।
Mankind are never quite happy.
Mankind are worried about war.
কিন্তু এখন mankind কে uncountable noun ধরা হয় তাই singular verb নেয়।
Mankind ( = the human race) is at stake.
(মানবজাতি বিপন্ন)
Mankind has marvelled at diamonds for at 2000 years. (OALD)
Mankind has always been obsessed by power. (CALD)

plural numeral + pair of + plural noun -
(traditional grammar)
I have three pair of shoes.
(আমার তিন জোড়া জুতা আছে)
plural numeral + pairs of plural noun
(modern standard)
Humans have 23 pairs of chromosomes in their cells. (মানুষের কোষে ২৩ জোড়া ক্রোমোজোম আছে)

Singular -- Plural
die (ছাঁচ) - dice [TG]
dice (ছাঁচ) - dice [MG]

All are invited/preset. All is lost. (TG)
Everybody is invited/present. (MG)
Everything is lost. (MG)

I was annoyed; still I kept quiet. (TG)
[TG তে still হচ্ছে adversative conjunction ]
I was annoyed. Still, I kept quiet. (MG)
[ এক্ষেত্রে Still হচ্ছে sentence adverb; MG তে still এর conjunction হিসেবে ব্যবহার নেই]

We must not be late, else we will miss the train.
(TG = Traditional grammar)
We must not be late, or else we will miss the train.
(MG = Modern grammar)

There is nothing nobler than love.
বাক্যটি Traditional grammar এ complex sentence কারণ TG তে than কে conjunction ধরা হতো।
কিন্তু Modern grammar এ বাক্যটি simple sentence
কারণ, MG তে than কে preposition ও conjunction উভয়ই হিসেবে ব্যবহার করা যায়।
He is taller than I.
(Traditional grammar এ বাক্যটি complex sentence)
Modern grammar এ বাক্যটি হবে He is taller than I
am.

Traditional : He is out and out an aggressive bowler.
Modern : He is an out-and-out aggressive bowler.

Traditional : The Mars is called a red planet.
Modern : Mars is called a red planet.

Traditional : He insisted me on my going there.
Modern : He insisted on my going there

Traditional : I shall do it. (Old-fashioned)
Modern : I will do it.

আমি একটু অসুস্থ বোধ করছি।
Traditional : I feel out of sorts. (Old-fashioned)
Or, I feel slightly ill. Or, I feel a little unwell. (Formal)
Modern : I am feeling a bit under/below par. (Formal)
Or, I am feeling slightly ill. (Formal)
Or, I am feeling a little unwell. (Formal)
Or, I feeling under the weather. (Informal/spoken)
Or, I'm feeling a bit poorly/funny. (Informal/spoken)

Our blessings come from above.
It is five miles far from here.
(এখানে TG অনুসারে above, here হচ্ছে noun,
কিন্তু MG অনুসারে adverb)

Sitting there, the hen laid an egg.
এখানে Sitting there হচ্ছে TG অনুসারে participial phrase কিন্তু MG অনুসারে subordinate clause)

ভাষা পরিবর্তনশীল আর ভাষার নিয়মও পরিবর্তনশীল।

Enough, One as noun/pronoun

One would think he was mad.
(One is noun- Wren & Martin)
কিন্তু এখন modern grammar অনুসারে one কে এক্ষেত্রে pronoun ধরা হয়।

The little ones cried for joy.
(ones is pronoun, Wren & Martin)
কিন্তু এখন little one ( = a young child) কে informal হিসেবে noun বিবেচনা করা হয় এবং spoken এর ব্যবহার বহুল প্রচলিত।
The little ones ( = young children) can play in the garden while we get lunch ready.

I have had enough of this.
(Enough is noun- Wren & Martin)
কিন্তু এখন modern grammar এ enough কে এক্ষেত্রে pronoun ধরা হয়।

determiner নাকি adjective?

All men are mortal. It was all profit and no loss.
Are there any witnesses present?
You cannot have it both ways.
Either bat is good enough.
There is time enough and to spare.
There is little danger in going there.
There is much sense in what he says.
Neither accusation is true.
It is no joke.
One day I met him in the street.
What is that noise?
What evidence have you got?
উপরোক্ত উদাহরণগুলো noun এর পূর্বে বসা word টি (all, any, both, either, enough, little, much, neither, no, one, that, what) High School English Grammar- Wren & Martin এই বইয়ে adjective বলা হয়েছে (traditional grammar অনুসারে)
উদাহরণগুলো ভালো করে দেখে রাখুন। প্রশ্নকর্তারা এই বই থেকে হুবুহু অনেক প্রশ্ন সেট করেছেন।

কিন্তু modern grammar অনুসারে এরা adjective নয়, determiner হবে। Oxford/Cambridge Advanced Learner's Dictionary দ্বয় modern grammar অনুসারে লিখা তাই Dictionary তে এদের noun পূর্বে বসলে determiner হিসেবে দেখানো হয়েছে।

তাই এখন Modern grammar অনুসরণ করা উচিত আর অপশনে determiner রাখা উচিত। অপশনে determiner থাকলে উত্তর determiner ই হবে।
এক্ষেত্রে adjective ও determiner দুটোই থাকলেও determiner যৌক্তিক উত্তর হবে।
modern grammar এ determiners are not adjectives
Traditional grammar এ function অনুসারে adjective দুই ধরনের descriptive adjective এবং limiting adjective; এখন modern grammar এ descriptive adjective গুলো adjective এর অন্তভুক্ত আর limiting adjective {article, adjective of quantity/number, pronominal adjective (possessive, demonstrative, distributive adjective, interrogative adjective, relative adjective, exclamatory adjective) গুলো determiner এর অন্তর্ভুক্ত।

Oxford/Cambridge advanced Learner's Dictionary তেও এডিশন হলে তথ্যে পরিবর্তন আসে। ভুল ত্রুটি থাকে, টাইপিং মিস্টেক থাকে, এডিশন হলে সেগুলো সংশোধন হয়।

Oxford Advanced Learner's Dictionary (OALD) তে ৮ম এডিশনে বলেছিল minute এর comparative নেই।
আবার ৯ম এ comparative & superlative দুটোই
দেখিয়েছে।

আবার, OALD তে ৭ম-৮ম এডিশনে দেখিয়েছে sparse এর comparative হচ্ছে sparser, no superlative
কিন্তু ৯ম এডিশনে দেখিয়েছে
sparse এর superlative হচ্ছে sparsest

আবার, OALD ৮ম এডিশনে দেখিয়েছে
wary -- warier (comparative) --- no superlative
কিন্তু ১০ এডিশনে পরিবর্তন করেছে
wary - warier (comparative) - wariest (superlative)

৮ম-৯ম এডশন পর্যন্ত দেখিয়েছে Caesarean
কিন্তু ১০ম এডিশনে পরিবর্তন করেছে caesarean

In the public interest : Master Jahangir Alam

কিন্তু সমস্যা হলো Modern grammar নাকি Traditional grammar অনুসরণ করবেন?
সমাধান :
দুটোই খেয়াল রাখতে হবে। আর প্রশ্নকর্তাদের উচিত Traditional grammar এর এখন অপ্রচলিত নিয়ম/উদাহরণ পরিহার করা।

এখন যারা প্রশ্ন সেট করেন তারা Traditional grammar এবং Modern grammar উভয়ই অনুসরণ করেন।
সর্বশেষ ৪১তম বিসিএস প্রিলিতেও Traditional এবং Modern grammar এর সংমিশ্রণে প্রশ্ন সেট করা হয়েছে।

P K De Sarkar, Irshadullah, Wren & Martin, J C Nesfield, Mohiuddin and Kashem, P C Das এঁদের বইগুলো Traditional grammar অনুসারে এবং এগুলো থেকে এখনো বিসিএস, ভর্তি পরীক্ষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন সেট করা হয়।

আবার Oxford/Cambridge Advanced Learner's Dictionary, Longman Dictionary of Contemporary English, Collins Dictionary এবং Michael Swan, Martin Hewings, Raymond Murphy এঁদের গ্র‍্যামার বইগুলো Modern grammar অনুসারে এবং এগুলো থেকেও প্রশ্ন সেট করা হয়।

In the public interest : Master Jahangir Alam
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম

11/12/2023

Dare দিয়ে বাক্য গঠন
✪ তোমার সাহস কত!
How dare you!
✪ তুমি কোন সাহসে বল!
How dare you say so!
✪ সে কোন সাহসে সেখানে যায়!
How dare he go there!
✪ তুমি কোন সাহসে এ কাজ কর!
How dare you do so!
✪ তুমি কোন সাহসে এটা করলে!
How dared you do this!
✪ তুমি কোন সাহসে বাহিরে গেলে!
How dare you go outside
✪ তুমি কোন সাহসে আমার ফোন ধরলে!
How dare you touch my phone
✪ তুমি কোন সাহসে আমার ডায়েরী স্পর্শ করলে!
How dare you touch my dairy
✪ তুমি কোন সাহসে আমার সাথে ওভাবে কথা বললে!
How dare you speak to me that way!
✪ তুমি কোন সাহসে আমাদের অবমাননা করলে!
How dare you offend us!
✪ তুমি কোন সাহসে আমাকে অপমান করলে!
How dare you insult me!
✪ তুমি কোন সাহসে এখানে আসলে!
How dare you come here!
✪ তুমি কোন সাহসে আমার বিরুদ্ধে নালিশ করলে!
How dared you complain against me.

10/12/2023

★ আমার কথা কি বুঝতে পারছো?- Are you getting me?
★ আমাকে লজ্জা দিও না - Do not put me in shame.
★ তোমার জামাটার দাম কত? - How much does your shirt cost?
★ যত তাড়িতাড়ি হয় তত ভাল - The sooner, the better.
★ সব ভালো, যার শেষ ভালো - All is well that ends well.
★ আর কে কে তোমার সাথে গিয়েছিল?- Who else accompanied you?
★ আমার বড় ক্ষুধা পেয়েছে -I feel very hungry.
★ আমার ঠান্ডা লেগেছে - I have caught a cold.
★ নিজের চরকায় তেল দাও - Oil your own machine.

★ মন খারাপ - Mood is off,
★ কিছু করতে ইচ্ছে করছেনা - Feeling nothing to do,
★ কিছু লিখতেও ইচ্ছে করছেনা - Feeling nothing to write too

06/12/2023

✪ 𝐃𝐞𝐟𝐢𝐧𝐢𝐭𝐞𝐥𝐲 – অবশ্যই
✪ 𝐋𝐞𝐭 𝐢𝐭 𝐩𝐚𝐬𝐬 - ছেড়ে দিন।
✪ 𝐎𝐛𝐯𝐢𝐨𝐮𝐬𝐥𝐲 – স্পষ্টত, সম্ভবত
✪ 𝐈’𝐦 𝐨𝐟𝐟 - আমি গেলাম।
✪ 𝐀𝐬 𝐢𝐟 - যেন, কি যে হতো
✪ 𝐌𝐲 𝐠𝐨𝐨𝐝𝐧𝐞𝐬𝐬! - একি!
✪ 𝐇𝐨𝐰 𝐜𝐨𝐦𝐞 - কি ব্যাপার?
✪ 𝐃𝐚𝐦𝐧 𝐢𝐭! - চুলায় যাক!
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐬𝐮𝐫𝐩𝐫𝐢𝐬𝐞!- হটাৎ যে!
✪ 𝐆𝐨 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐝𝐞𝐯𝐢𝐥! – গোল্লায় যাক!
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐲𝐨𝐮? – তোমার খবর কি?
✪ 𝐖𝐡𝐚𝐭’𝐬 𝐮𝐩 - কি খবর?
✪ 𝐂𝐚𝐫𝐫𝐲 𝐨𝐧 - চালিয়ে যাও
✪ 𝐖𝐨𝐰 - বাহ, দারুন তো
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐦𝐞𝐬𝐬! - কি এক ঝামেলা!
✪ 𝐎𝐡 𝐬𝐡𝐢𝐭 - ধ্যাত্তেরি
✪ 𝐘𝐞𝐬, 𝐠𝐨 𝐨𝐧 - হ্যা, বলতে থাক
✪ 𝐎𝐡 𝐝𝐞𝐚𝐫! - বলো কী!
✪ 𝐇𝐢 𝐠𝐮𝐲𝐬 - হ্যালো বন্ধুরা
✪ 𝐆𝐨𝐨𝐝 𝐣𝐨𝐛! – সাবাশ!
✪ 𝐒𝐨 𝐰𝐡𝐚𝐭? – তাতে কি?
✪ 𝐎𝐡, 𝐧𝐨! - এ হতে পারেনা!
✪ 𝐏𝐚𝐲 𝐚𝐭𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧! - মনোযোগ দিন!
✪ 𝐈𝐭’𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐭𝐮𝐫𝐧 - এবার তোমার পালা
✪ 𝐈'𝐦 𝐚𝐭 𝐚 𝐥𝐨𝐬𝐬 - কি বলব ভেবে পাচ্ছিনা!
✪ 𝐇𝐞𝐢𝐲𝐚! 𝐈𝐭 𝐢𝐬 𝐲𝐨𝐮 𝐈 𝐬𝐞𝐞 - আরে তুমি যে!
✪ 𝐎𝐡, 𝐜𝐨𝐦𝐞 𝐨𝐧 - আহ! একটু বুঝতে চেষ্টা
করো
✪ 𝐬𝐨 𝐬𝐨 - মোটামোটি
✪ 𝐒𝐨 𝐛𝐞 𝐢𝐭 - তবে তাই হোক
✪ 𝐖𝐡𝐨 𝐜𝐚𝐫𝐞𝐬! – কার কি যায় আসে!
✪ 𝐄𝐱𝐜𝐮𝐬𝐞 𝐦𝐞 - এই যে শুনুন
✪ 𝐍𝐨𝐭 𝐚 𝐛𝐢𝐭 - একটুও না
✪ 𝐓𝐡𝐚𝐭’𝐬 𝐟𝐚𝐧𝐭𝐚𝐬𝐭𝐢𝐜 - এটা সত্যি চমৎকার
✪ 𝐍𝐞𝐱𝐭 𝐭𝐨 𝐧𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 - বলতে গেলে কিছুই না
✪ 𝐌𝐢𝐧𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐥𝐚𝐧𝐠𝐮𝐚𝐠𝐞 - ভাষা সংযত করো
✪ 𝐂𝐨𝐦𝐞 𝐭𝐨 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐢𝐧𝐭 – আসল কথা বল
✪ 𝐓𝐡𝐚𝐭'𝐬 𝐫𝐢𝐠𝐡𝐭 - ঠিক বলেছেন
✪ 𝐓𝐨 𝐛𝐞 𝐟𝐫𝐚𝐧𝐤 - খোলাখুলি ভাবে বলতে
গেলে।
✪ 𝐑𝐞𝐚𝐥𝐥𝐲 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞𝐝 - সত্যি আনন্দিত
✪ 𝐈 𝐚𝐦 𝐝𝐞𝐥𝐢𝐠𝐡𝐭𝐞𝐝- আমি আনন্দিত ।
✪ 𝐒𝐨 𝐤𝐢𝐧𝐝 𝐨𝐟 𝐲𝐨𝐮! - আপনার দয়া।
✪ 𝐀𝐧𝐲𝐛𝐨𝐝𝐲 𝐡𝐨𝐦𝐞? - বাড়িতে কেউ আছেন?
✪ 𝐊𝐞𝐞𝐩 𝐪𝐮𝐢𝐞𝐭 - চুপ কর
✪ 𝐍𝐨 𝐞𝐧𝐭𝐫𝐚𝐧𝐜𝐞 - প্রবেশ নিষেধ
✪ 𝐈𝐭’𝐬 𝐞𝐧𝐨𝐮𝐠𝐡 - যথেষ্ট হয়েছ
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐞𝐝? - কি হয়েছে?
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐚𝐧 𝐢𝐝𝐞𝐚! - কি বুদ্ধি!
✪ 𝐖𝐞𝐥𝐥 𝐝𝐨𝐧𝐞 - সাবাশ
✪ 𝐈𝐧𝐝𝐞𝐞𝐝! - সত্যি!
✪ 𝐇𝐨𝐰 𝐩𝐞𝐚𝐜𝐞𝐟𝐮𝐥! - কি শান্ত!
✪ 𝐆𝐞𝐭 𝐥𝐨𝐬𝐭 - বিদায় হোন।
✪ 𝐋𝐞𝐭 𝐦𝐞 𝐬𝐞𝐞 - আমাকে দেখতে দাও
✪ 𝐎𝐡 𝐬𝐮𝐫𝐞 - ও নিশ্চয়ই
✪ 𝐖𝐡𝐨 𝐤𝐧𝐨𝐰𝐬! – কে জানে!
✪ 𝐁𝐮𝐥𝐥𝐬𝐡𝐢𝐭! – বাজে কথা
✪ 𝐁𝐮𝐭 𝐰𝐡𝐨 𝐜𝐚𝐫𝐞𝐬! - কে ধারধারে!
✪ 𝐍𝐨 𝐦𝐨𝐫𝐞 𝐛𝐮𝐭𝐬 - আর কোন কিন্তু নয়
✪ 𝐇𝐨𝐰 𝐬𝐨? – তা কি করে হয়?
✪ 𝐈 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐬𝐨 - আমি তাই মনে করি
✪ 𝐂𝐚𝐥𝐦 𝐝𝐨𝐰𝐧 - শান্ত হও
✪ 𝐋𝐞𝐭’𝐬 𝐡𝐚𝐯𝐞 𝐚 𝐥𝐨𝐨𝐤 - চল দেখি
✪ 𝐋𝐞𝐭’𝐬 𝐫𝐮𝐧 𝐚𝐰𝐚𝐲 - চলো এক্ষুনি পালাই
✪ 𝐈 𝐚𝐦 𝐠𝐞𝐭𝐭𝐢𝐧𝐠 𝐰𝐞𝐭 - আমি ভিজে যাচ্ছি
✪ 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐜𝐚𝐫𝐞! – আমার কিছু যায় আসেনা!
✪ 𝐇𝐨𝐰 𝐞𝐥𝐬𝐞? – আর কিভাবে?
✪ 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐛𝐲 𝐥𝐢𝐭𝐭𝐥𝐞 – ক্রমান্বয়ে।
✪ 𝐈𝐬 𝐢𝐭 𝐬𝐨? - তাই নাকি!
✪ 𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐝𝐨 𝐜𝐚𝐫𝐞 - যদি আপনি চান
✪ 𝐇𝐚𝐯𝐞 𝐚 𝐠𝐨𝐨𝐝 𝐝𝐚𝐲 - ভাল একটি দিন কাটাও।
✪ 𝐋𝐞𝐭’𝐬 𝐬𝐢𝐭 𝐬𝐨𝐦𝐞𝐰𝐡𝐞𝐫𝐞 - চল কোথাও বসি
✪ 𝐒𝐨 𝐟𝐚𝐫 𝐬𝐨 𝐠𝐨𝐨𝐝 - এ পর্যন্ত সবই ভালো
✪ 𝐈 𝐭𝐞𝐧𝐝 𝐭𝐨 𝐭𝐡𝐢𝐧𝐤 – আমার কেন যেন মনে হয়।
✪ 𝐈 𝐬𝐮𝐩𝐩𝐨𝐬𝐞 𝐬𝐨 – আমিও সেটা ধারণা করছি।
✪ 𝐈 𝐝𝐨𝐧’𝐭 𝐦𝐢𝐧𝐝 – আমি কিছু মনে করি না।
✪ 𝐈𝐟 𝐬𝐨, 𝐬𝐨 𝐰𝐡𝐚𝐭? - যদি তাই হয় তাতে কী?
✪ 𝐊𝐞𝐞𝐩 𝐲𝐨𝐮𝐫 𝐰𝐨𝐫𝐝 – তোমার কথা রেখো।
✪ 𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐢𝐬 𝐢𝐦𝐩𝐨𝐬𝐬𝐢𝐛𝐥𝐞 – কোন কিছুই অসম্ভব
নয়।
✪ 𝐖𝐡𝐚𝐭𝐞𝐯𝐞𝐫 (𝐲𝐨𝐮 𝐰𝐚𝐧𝐭) – তুমি যা চাও।
✪ 𝐖𝐡𝐚𝐭𝐞𝐯𝐞𝐫 𝐲𝐨𝐮 𝐝𝐨 – তুমি যা কর।
✪ 𝐖𝐡𝐲 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐈 𝐜𝐚𝐫𝐞? – কেন আমি পরোয়া
করব?
✪ 𝐒𝐨𝐦𝐞𝐭𝐡𝐢𝐧𝐠 𝐞𝐥𝐬𝐞 – অন্য কিছু।
✪ 𝐍𝐨𝐭𝐡𝐢𝐧𝐠 𝐞𝐥𝐬𝐞 – অন্য কিছুই না।
✪ 𝐓𝐚𝐥𝐤 𝐬𝐞𝐧𝐬𝐞: চিন্তা করে কথা বলো
✪ 𝐃𝐨𝐧’𝐭 𝐬𝐚𝐲 𝐚𝐧𝐲𝐦𝐨𝐫𝐞 – আর কিছু বলো না।
✪ 𝐅𝐨𝐫𝐠𝐞𝐭 𝐢𝐭 - ও ভুলে যাও।
✪ 𝐖𝐡𝐚𝐭 𝐚 𝐩𝐢𝐭𝐲- কী দু:খজনক ।
✪ 𝐇𝐨𝐥𝐝 𝐨𝐧 - লাইনে থাকুন
✪ 𝐃𝐨 𝐢𝐭 𝐚𝐭 𝐨𝐧𝐜𝐞! - এক্ষুনি কর!
✪ 𝐒𝐩𝐞𝐚𝐤 𝐰𝐢𝐭𝐡 𝐜𝐚𝐫𝐞 - সাবধানে কথা বল।
✪ 𝐇𝐨𝐰 𝐬𝐭𝐫𝐚𝐧𝐠𝐞! - কী অদ্ভুত!
✪ 𝐁𝐲 𝐭𝐡𝐞 𝐠𝐫𝐚𝐜𝐞 𝐨𝐟 𝐀𝐥𝐥𝐚𝐡 - আল্লাহর রহমতে
✪ 𝐇𝐨𝐰 𝐚𝐛𝐬𝐮𝐫𝐝! - কি বাজে বকছো!
✪ 𝐆𝐨𝐨𝐝 𝐫𝐢𝐝𝐝𝐚𝐧𝐜𝐞! - যাক বাচা গেল!
✪ 𝐉𝐮𝐬𝐭 𝐟𝐨𝐫 𝐚𝐬𝐤𝐢𝐧𝐠: চাইলেই পাওয়া যায়
✪ 𝐒𝐭𝐚𝐧𝐝 𝐢𝐧 𝐪𝐮𝐞𝐮𝐞 - লাইনে দাঁড়ান
✪ 𝐍𝐨 𝐬𝐦𝐨𝐤𝐢𝐧𝐠 - ধূমপান নিষেধ
✪ 𝐋𝐞𝐭 𝐦𝐞 𝐝𝐢𝐠𝐫𝐞𝐬𝐬 - একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া
যাক
✪ 𝐈 𝐬𝐰𝐞𝐚𝐫 𝐈 𝐰𝐢𝐥𝐥 - কসম আমি করব ।
✪ 𝐈 𝐠𝐢𝐯𝐞 𝐮𝐩 - আমি ছেড়ে দিয়েছি ।
✪ 𝐏𝐚𝐫𝐝𝐨𝐧 𝐦𝐞 - ক্ষমা কর
✪ 𝐈𝐟 𝐬𝐨, 𝐬𝐨 𝐰𝐡𝐚𝐭 - যদি তাই হয় তাতে কী
✪ 𝐈 𝐬𝐮𝐩𝐩𝐨𝐬𝐞 𝐬𝐨 – আমিও সেটা ধারণা করছি।
✪ 𝐖𝐡𝐲 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐈 𝐜𝐚𝐫𝐞? – কেন আমি পরোয়া
করব?
✪ 𝐈𝐬 𝐢𝐭 𝐬𝐨? - তাই নাকি!
✪ 𝐈 𝐚𝐦 𝐝𝐞𝐥𝐢𝐠𝐡𝐭𝐞𝐝- আমি আনন্দিত

05/12/2023

স্বপ্ন= Dream
দু:স্বপ্ন= Nightmare / Bad dream
দিবাস্বপ্ন = Daydream

05/12/2023

⭕ মনোযোগ দাও৷
⭕ Pay attention. (ফেই-এটেন্-শন্)
⭕ বাদ দিন!
⭕ leave it! (লিভ-ইট!)
⭕ জোরে বলুন৷
⭕ Speak up. (স্পিক-আপ)
⭕ ভ্যাপসা গরম৷
⭕ It’s sultry. (ইটজ সাল্ট্রি)
⭕ ঠান্ডায় জমে যাচ্ছি৷
⭕ Freezing in cold. (ফ্রিজিং ইন খৌল্ড)
⭕ ফেলে দিন।
⭕ Throw away. (থ্রো-এওয়ে)
⭕ দাম্পত্য কলহ।
⭕ Marital strife. (ম্যারিটাল স্ট্রাইফ্)
⭕ এক মুহূর্তের জন্যও নয়
⭕ Not even for a moment. (নট্ ইভনে ফ এ মোমেন্ট্)
⭕ ঘুমিয়ে যাও।
⭕ Hit the sack. (হিট দ্য স্যাক)

05/12/2023
04/12/2023

Daily routine related......

💠 ঘুম থেকে উঠো - wake up
💠 বিছানা থেকে উঠো - Get up
💠 গোসল করো - take a shower
💠 নাস্তা করো - Have breakfast
💠 জামাকাপড় পর - Get dressed
💠 চুল আঁচড়াও - Comb your hair
💠 ঘর মোছো - Mop the floor
💠 নোংরা ঝাড়ো - Do the dusting
💠 কাজ শেষ করো - Finish your work
💠 রান্না করো - Cook dinner
💠 শুতে যাও - Go to bed
💠 কুকুরকে খাওয়াও - Feed the dog
💠 রাতের খাবার খাও - Have the dinner
💠 বিছানা ঠিক করো - Make the bed
💠 ঘুমিয়ে পড় - fall asleep

😪
03/12/2023

😪

02/12/2023

আর কোনো কিন্তু নয়
No more buts

01/12/2023

ইংরেজিতে বাংলাদেশের ১৫টি জাতীয় প্রতীক
💠 National Fish (জাতীয় মাছ): Hilsha [ইলিশ]
💠 National Bird (জাতীয় পাখি) : Magpie [দোয়েল]
💠 National Fruit (জাতীয় ফল) : Jack-fruit [কাঠাল]
💠 National Flower (জাতীয় ফুল) : Water-lily [শাপলা]
💠 National Dress (জাতীয় পোশাক): sari/lungi [শাড়ি/লুঙ্গী]
💠 National Tree (জাতীয় গাছ) : mango tree [আম গাছ]
💠 National Mosque (জাতীয় মসজিদ) : baitul mukarram [বাইতুল মোকার্রম]
💠 National Animal (জাতীয় পশু) : Royal Bengal Tiger [রয়েল বেঙ্গল টাইগার]
💠 National Temple (জাতীয় মন্দির) : dhakesshowari temple [ঢাকেশ্বরী মন্দির]
💠 National Drink (জাতীয় পানীয়) : [tea চা]
💠 National Poet (জাতীয় কবি) : kazi nazrul islam [কাজী নজরুল ইসলাম]
💠 National Sport (জাতীয় খেলা) : kabadi/ hadudu [কাবাডি/হাডুডু]
💠 National Fort (জাতীয় দুর্গ) : lalbagh fort [লালবাগ কেল্লা]
💠 National Anthem (জাতীয় সঙ্গীত): amar shonar bangle [আমার সোনার বাংলা]
💠 National Musical instruments (জাতীয় বাদ্যযন্ত্র) : dotara [দোতারা]

Address

Chittagong
4217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanjila's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Chittagong

Show All