প্রিয় ফটিকছড়ি-Priyo Fatikchhari

প্রিয় ফটিকছড়ি-Priyo Fatikchhari বস্তুুনিষ্ঠ সংবাদ উপস্থাপন

16/01/2025

শুক্রবার উত্তর ফটিকছড়িতে আসছেন মুফতি আমির হামজা

কাল পর্দা উঠতে যাচ্ছে ইয়ুথ ফোরামের আয়োজনে পাইন্দং ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট।পাইন্দং আমতল মাঠে বিকাল ৩ টায় ...
16/01/2025

কাল পর্দা উঠতে যাচ্ছে ইয়ুথ ফোরামের আয়োজনে পাইন্দং ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট।

পাইন্দং আমতল মাঠে বিকাল ৩ টায় উদ্বোধনী খেলা আরম্ভ হবে।

14/01/2025

নি হ ত দুলা মিয়ার পরিবারকে দেখতে গেলেন বিএনপি নেতা সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে ইট ভাটায় অ ভি যানের ২ লাখ টাকা জ*রি*মা*না
13/01/2025

ফটিকছড়িতে ইট ভাটায় অ ভি যানের ২ লাখ টাকা জ*রি*মা*না

আজ ফটিকছড়িতে যোগদান করলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি)  আবদুল্লাহ আল আমিন,তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন  উপজেলা ...
13/01/2025

আজ ফটিকছড়িতে যোগদান করলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন,
তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

ফটিকছড়ি ধুরং খাল
12/01/2025

ফটিকছড়ি ধুরং খাল

পলওয়েল পার্ক,রাঙ্গামাটি
12/01/2025

পলওয়েল পার্ক,রাঙ্গামাটি

12/01/2025

লেলাং ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে রাস্তায় নামলেন এলাকার শত শত নারী-পুরুষ

মিরসরাইয়ের জামালের দোকান এলাকায় এই ছেলেটি পাওয়া গেছে। নাম নাদিম। পিতার নাম সুজন ( সিএনজি চালক)। ঠিকানা বলতে পারছেনা। কে...
11/01/2025

মিরসরাইয়ের জামালের দোকান এলাকায় এই ছেলেটি পাওয়া গেছে। নাম নাদিম। পিতার নাম সুজন ( সিএনজি চালক)। ঠিকানা বলতে পারছেনা। কেউ চিনে থাকলে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইলো 01838457915

সাংবাদিকরাই জাতির চোখ #নৈসর্গিক ফটিকছড়ির মোড়ক উম্মোচনফটিকছড়ি প্রতিনিধি:সাংবাদিকরাই জাতির চোখ, তারাই সমাজ পরিবর্তনের অগ্র...
11/01/2025

সাংবাদিকরাই জাতির চোখ
#
নৈসর্গিক ফটিকছড়ির মোড়ক উম্মোচন

ফটিকছড়ি প্রতিনিধি:
সাংবাদিকরাই জাতির চোখ, তারাই সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক। তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে গ্রাম শহর বন্ধর ঘুরে সত্য উৎঘটন করেন। তাই তারা রাস্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি ভুমি অফিসকে ঘুষ দূর্নীতিকরা সহজ কাজ নয়। এই কঠিন কাজটি যেই অফিসার করেছেন সেই অফিসারকে সংবর্ধনার মাধ্যমে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব নতুন ইতিহাস সৃষ্টি করলো। এই ধারা অব্যাহত থাকুক।
গতকাল বৃস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে নৈসর্গিক ফটিকছড়ি প্রকাশনার মোড়ক উম্মোচন এবং ঘুষ দূর্নীতিমুক্ত ভুমি অফিস করায় সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দীনের বিদায় সংবর্ধনা সভায় এমনি মন্তব্য করেছেন বক্তারা।

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, সংবর্ধিত অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দীন।
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. সোলাইমান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন
উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিক, ইউআরসি ইনস্ট্রাকটর ইমরান হোসেন, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সরোয়ার মফিজ, জামায়াত নেতা ইউছুফ বিন সিরাজ, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি এস এম ইলিয়াছ, শিক্ষক নেতা রনজিৎ ভট্টাচার্য, জে এম তাওহীদ হোসেন, শিক্ষক হিল্লোল রায়, ক্রীড়া সংগঠক মোঃ রেজাউল করিম, সাংবাদিক এস এম আক্কাস উদ্দীন, শহীদুল আলম, মোঃরফিকুল ইসলাম, সালাউদ্দিন জিকু, মোঃসেলিম, ওবায়দুল আকবর রুবেল, ইউছুফ আরাফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আকিব প্রমুখ।

11/01/2025

সুন্দরপুরে বিএনপির ভূয়া ওয়ার্ড কমিটি তৈরি করে কাউন্সিল ঘোষণা ও সম্মেলন স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন...

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কাঞ্চন নগর ইউনিয়ন শাখার   দ্বি-বার্ষিক সম্মেলনের ফলাফল সভাপতি : হান্নান চৌধুরী ১৫৯ ভোট (...
10/01/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কাঞ্চন নগর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের ফলাফল

সভাপতি : হান্নান চৌধুরী ১৫৯ ভোট (বিজয়ী)
সাধারণ সম্পাদক : শফিউল আজম ১৬৭ ভোট (বিজয়ী)

বিস্তারিত কমেন্টস
08/01/2025

বিস্তারিত কমেন্টস

08/01/2025

ফটিকছড়িতে উপজেলা ভূমি অফিসের গাড়ির শেড উদ্বোধন।

স্বজনরা খোঁজ নিন..নাম: জান্নাতুল কাউসার বয়স ২০। মানসিক ভারসাম্যহীন। সম্ভবত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি ছিল। বাবার নাম: ...
07/01/2025

স্বজনরা খোঁজ নিন..

নাম: জান্নাতুল কাউসার বয়স ২০। মানসিক ভারসাম্যহীন। সম্ভবত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি ছিল। বাবার নাম: তহিদুল আলম। গ্রাম: দক্ষিণ সাদেকনগর, ডাকঘর: রহমানিয়া স্কুল, ইউনিয়ন: সমিতিরহাট, থানা ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম।

সে বর্তমানে চট্টগ্রাম কাজীরদেউরী, সার্কিট হাউজের সামনে স্থানীয়দের জিম্মায় আছে।

নিম্মের নম্বরে মেয়েটির পরিবারের লোকেরা যোগাযোগ করার অনুরোধ রইলো। স্থানীয় বাসিন্দা সাহেদ- 01790557871

নতুন ভোটেরর ক্ষেত্রে যা প্রয়োজন
07/01/2025

নতুন ভোটেরর ক্ষেত্রে যা প্রয়োজন

লেলাং ইউনিয়ন বিএনপির  সম্মেলনে সভাপতি সরোয়ার-সম্পাদক-নাছির নির্বাচিতফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম...
05/01/2025

লেলাং ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি
সরোয়ার-সম্পাদক-নাছির নির্বাচিত

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ৫ জানুয়ারি বিকালে শাহনগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ সরোয়ার হোসেন ৯৪ ভোট পেয়ে সভাপতি এবং মুহাম্মদ নাছির উদ্দিন ১৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ২৫২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ ফরিদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার।
এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।

দাতঁমারা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে১৮৯ ভোটে জয়ী হলেন বোরহান উদ্দিন মেম্বার,সাধারন সম্পাদক পদে ২৬৫ পেয়ে জয়ী হলেন শফিউল আজম...
04/01/2025

দাতঁমারা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে
১৮৯ ভোটে জয়ী হলেন বোরহান উদ্দিন মেম্বার,
সাধারন সম্পাদক পদে ২৬৫ পেয়ে জয়ী হলেন শফিউল আজম চৌধুরী।

Address

MQQR+WGR, R160 Chittagong, Bibir Hat
Chittagong
4350

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় ফটিকছড়ি-Priyo Fatikchhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share