Anonna Fashion Bd

Anonna Fashion Bd content creator
(16)

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা।৷৷  ゚
18/02/2025

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা।৷৷ ゚

শুভ বিকেল বন্ধুরা।৷  ゚৷
18/02/2025

শুভ বিকেল বন্ধুরা।৷ ゚৷

পাত্রীর কৌশলী প্রশ্নে কুপোকাত পাত্রপক্ষ!! এক মেয়েকে তার পরিবার থেকে বলা হলো- আজ তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। তাই পরিবারের ...
18/02/2025

পাত্রীর কৌশলী প্রশ্নে কুপোকাত পাত্রপক্ষ!!

এক মেয়েকে তার পরিবার থেকে বলা হলো- আজ তাকে ছেলেপক্ষ দেখতে আসবে। তাই পরিবারের সকল সদস্য অতিথি আপ্যায়নের আয়োজনে ব্যস্ত। সম্ভব হলে আজই বিয়ের কাজটা সেরে ফেলবেন।
সন্ধ্যায় পাত্রসহ তার পুরো পরিবার, মামা- মামি, কাকা-কাকি, পিসা-পিসি, মেসো-মাসি. পুচকে-পাচকা মিলিয়ে পঁচিশ জনের মতৌ এলেন। একজন মাত্র নারী বা বিবাহযোগ্য পাত্রীর যোগ্যতা যাচাইয়ের গুরু দায়িত্ব পালনের জন্যই এই বিশাল বহর।

ব্যাপারটা এমন যে, পেশীশক্তির বলেই যেনো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেই এই যোগাড় যন্ত্র।
পরিচয়পর্ব শেষে ছেলেপক্ষ মেয়ের বাড়ির ছাদ, দরজার চৌকাঠ, পর্দার রং, ফার্নিচারের বয়সকাল, বাড়িতে মোট রুমের সংখ্যা, ফ্রিজের ব্রান্ড ও তার উচ্চতা, টিভির ইঞ্চি পরিমাপ এবং সিলিং ফ্যানের গতি পরীক্ষা করতে লাগলেন।
এরই মধ্যে ছেলেপক্ষের একজন মহিলা সদস্য ওয়াশরুম খুঁজতে লাগলেন। তিনি ওয়াশরুমে ঢুকে সেখানে ভ্যান্টিলেটর, টুথব্রাশের ব্র্যান্ড ও তার মেয়াদকাল, ব্রাশটি কতখানি পরিষ্কার, কতখানি নোংরা, বাথরুমে টাইলস আছে কিনা- এসব নিরীক্ষার দায়িত্ব নিলেন।

এদিকে পাত্রী ভারি গহনা এবং চকচকে শাড়ি পড়ার প্রস্তাব নাকচ করে দিলেন। এমনকি স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি মাথায় ঘোমটা
দিয়ে মাথা নিচু করে ছেলেপক্ষের সামনে যাবেন না। কারণ, সে কোনো প্রজেক্ট নয় যে. যাকে পরিবেশন করে কন্ট্রাক্ট ফাইনাল
করবে।
তার যুক্তি হচ্ছে- যেহেতু এই পাত্রের সঙ্গে বিয়ে এখনো নিশ্চিত নয়। সুতরাং তাকে অতিরিক্ত সম্মান দেখানোর প্রয়োজন নেই।

আধাঘণ্টা পর তাদেরকে ডাইনিং টেবিলে ডাকা হলো। ৩৩ রকমের খাবার দেয়ার পরও, তাদের কাছে কমতি মনে হলো - ডাইনিং টেবিলে এমন একটা ভাব, এমন রাজভোগ যেন তাদের বাড়িতে সকাল-সন্ধ্যায় হয়ে থাকে।

কেউ বলছেন, মিষ্টি খাবেন না- ডায়াবেটিস প্রবলেম, কেউ ঝাল খাবেন না- গ্যাষ্ট্রিক প্রবলেম, কারো টন্সিল প্রবলেম তাই ঠান্ডা খাবেন না, কেউ আবার গরম খেতে পারেন না।
ঘন্টাখানেক পরে শুরু হলো মেয়ে দেখানোর পালা। ইতোমধ্যেই কানাকানি শুরু- একটু ভালো জামাকাপড়ও পরায়নি, মাথায় কাপড় নেই, গায়ে কোনো গয়না নেই .....ঠিক যেন প্রোডাক্ট এ মনমতো লেভেল লাগানো হয়নি।

এবার প্রশ্নের পালা শুরু.... পড়াশুনা কতটুকু, হাইট কত, ভাইবোন ক'জন, এটা কি নিজের বাড়ি নাকি ভাড়াবাড়ি, বাবা কি করেন, বংশে
কেউ সরকারি চাকরি করেন কি-না, এমনকি প্রশ্নের ধরন এমনও ছিল- এ বাড়ির মহিলারা বাজার করেন কি না।

যাবতীয় প্রশ্নের জবাব শেষে এবার পাত্রীর প্রশ্নের পালা; যা ছিলো এমন:-
পাত্রীঃ আপনারা বাসে এসেছেন না ট্রেনে?...
পাত্রঃ কেন?
পাত্রীঃ না অনেক লোকজন তো, তাই, এত লোক তো গাড়ীতে জায়গা হবার কথা নয়।
যাই হোক গাইতে পারেন?
পাত্রঃ আমার গলা ভালোনা।
পাত্রীঃ কন্ঠনালীর ব্যাপারে জানতে চাইছিলাম, গলার ব্যাপারে নয়।
আচ্ছা গীটার বাজাতে পারেন?
পাত্রঃ আসলে শেখা হয়নি।
পাত্রীঃ আমার আশেপাশের সব ছেলেই তো পারে, তাই জিজ্ঞাসা করলাম
পাত্রীঃ কবিতা লেখেন?
পাত্রঃ না।
পাত্রীঃ মাউন্টেন ক্লাইম্ব, মানে পাহাড় জয়ের ইচ্ছা আছে?
পাত্রঃ ভাবিনি কখনো।
পাত্রিঃ শুটিং করেছেন কখনো, গল্ফ খেলেছেন?
পাত্রঃ না।
পাত্রিঃ পুল খেলতে পারেন?
পাত্রঃ না।
পাত্রিঃ ডাক্তার হতে ইচ্ছে করেনি কখনো? বা ইঞ্জিনিয়ার?
পাত্রঃ আসলে, সুযোগ ছিলো না।
পাত্রীঃ নাচতে পারেন।
পাত্রঃ ( লজ্জায় লাল হয়ে) না।
পাত্রীঃ ফুটবল খেলেন নিশ্চয়,নাকি ক্রিকেট?
পাত্রঃ না, সময় হয়না।
পাত্রীঃ রাঁধতে পারেন?
পাত্রঃ এটাতো মেয়েদের কাজ।
পাত্রীঃ তাই নাকি, মেয়েদের হার্ট থ্রব "সন্জীব কাপুর" খুব ভালো
রাঁধতে পারে, টিভি দেখেন নিশ্চয়, আপনার তো জানার কথা।
পাত্রঃ আসলে টিভি দেখার সময় পাইনা।
পাত্রীঃ হিন্দি বোঝেন, বলতে পারেন?
পাত্রঃ না।
পাত্রীঃ তাহলে তো সমস্যা, আপনি তো তাহলে রোমান্টিক মুভিও দেখেন না।
পাত্রীঃ দেশের বাইরে ঘুরেছেন কোথাও ?
পাত্রঃ না, আসলে যাওয়া হয়নি কখনো।
পাত্রীঃ কি সর্বনাশ..... নিজেই কিছুই দেখেন নি, আমাকে দেখাবেন কি করে?
পাত্রীঃ শিকার করেছেন কখনো, বেয়ার গিল কে চেনেন?
পাত্রঃ না।
সবশেষে পাত্রী দাঁড়িয়ে বললো আপনার এক্সট্রা কারিকুলামে বেশ সমস্যা আছে, ঠিকমত প্রস্তুত হয়ে আগামী বছর চেষ্টা করুন, আমার বিশ্বাস আপনি পারবেন...
শুধু একটা কথাই বলতে চাই, মেয়েরা পণ্য না যে. খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে। মেয়ে দেখতে গিয়ে সেই মেয়েটাকে মানসিকভাবে মেরে ফেলার কোনো মানে হয় না।
আশা করি, মেয়েরাও তার যোগ্য জবাব এভাবে দিতে পারবে!!৷ ゚৷

❝ জীবন এক অদ্ভুত রহস্য—নিরাপত্তার মোড়কে জড়িয়ে থাকা এক অনিশ্চিত যাত্রা। আমরা পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, ভবিষ্যতের রঙিন ছ...
18/02/2025

❝ জীবন এক অদ্ভুত রহস্য—নিরাপত্তার মোড়কে জড়িয়ে থাকা এক অনিশ্চিত যাত্রা।
আমরা পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, ভবিষ্যতের রঙিন ছবি আঁকি, কিন্তু সময়ের স্রোত কখন কোন মোড়ে আমাদের নিয়ে যাবে, তা কেউ জানে না। কখনো এক মুহূর্তেই সব কিছু ঠিকঠাক মনে হয়, পরের মুহূর্তেই কোনো অজানা ঘটনা আমাদের পথ বদলে দেয়।

এই অনিশ্চয়তাই হয়তো জীবনকে মোহনীয় করে তোলে। যদি সবকিছু আগে থেকেই জানা থাকত, তবে কি জীবন এত আকর্ষণীয় হতো? প্রতিটি নতুন সকাল নিয়ে আসে নতুন সম্ভাবনা—কখনো সুখ কিংবা কখনো দুঃখ।শুভ সকাল প্রিয় বন্ধুরা।৷ ゚

Big shout out to my newest top fans! 💎 Onii Chan, Nurul Amin Babu, Mohd Rahim, MD Shaharul Islam Shabu, মোঃ মকবুল হোসেন,...
17/02/2025

Big shout out to my newest top fans! 💎 Onii Chan, Nurul Amin Babu, Mohd Rahim, MD Shaharul Islam Shabu, মোঃ মকবুল হোসেন, Don Imran

পুরুষ শাসিত সমাজব্যবস্থায় মেয়েরা এগিয়ে যাওয়ার সুযোগটা কম। সবচেয়ে বেশি কষ্টে আছে যারা জীবন সংসারে পরাজিত হয়ে অপেক্ষায় বসে...
17/02/2025

পুরুষ শাসিত সমাজব্যবস্থায় মেয়েরা এগিয়ে যাওয়ার সুযোগটা কম। সবচেয়ে বেশি কষ্টে আছে যারা জীবন সংসারে পরাজিত হয়ে অপেক্ষায় বসে আছে। কোনো অপেক্ষায় নয়, নিজের কাজটা পেশা হিসেবে নিন আর পাছে লোকের কথা পায়ে মাড়িয়ে এগিয়ে চলুন। জানা আছেতো! আপনি পেটের ক্ষুধা নিয়ে থাকলেও কেউ জিজ্ঞেস করবেনা ঘরে খাবার আছে কীনা! তাহলে এই সমাজ নিয়ে আপনার এতো চিন্তা কেন?

কে যেন বলেছিলো তার সাথে আমিও বলি,,,,,
লোকে কি ভাববে! এটাও যদি আমাকেই ভাবতে হয় তাহলে লোকে আর কী ভাববে!. সবার জন্য শুভ কামনা রইলো। শুভ রাত্রি প্রিয় বন্ধুরা।৷ ゚

"জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না। চোখের সামনে দেখবেন, কেউ...
17/02/2025

"জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ। যত বড় হবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেয়ারও না।

চোখের সামনে দেখবেন, কেউ অসাধারণ ব্রেইন নিয়ে জন্মেছে। পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টাচ্ছে আর পরের দিন চমৎকার রেজাল্ট করছে। আপনি দিনের পর দিন পাগলের মতো পড়তেছেন, কিন্তু হচ্ছে না।

এর মাঝে দেখবেন, অর্থ-প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম। কখনো তার কিছুর অভাব হয় নাই। আপনার মন খারাপ হবে, বাবার কাছে ফোন করে দশমবারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ঐ যে, জীবনের যুদ্ধ তো ফেয়ার না।

পড়াশুনা করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ঐ ইন্টারভিউটা তার ভালো হইছিলো, হয়তো রেফারেন্স ছিলো, হয়তো স্কিল ছিলো - জানি না, হবে কিছু একটা। স্টার্টআপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েজ নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন।

কারো কারো প্রোমোশন হবে প্রতি বছর, কেউ কেউ নিউইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে। ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ। শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো; বিশতম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে, জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর একটাও নাই।

আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবনযুদ্ধে যে এগিয়ে গেলো, তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছু হবে না। হিসাব মিলাতে পারবেন না। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি - এতো এতো ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না।

ভালো থাকার কোনো শেষ নাই। যার কোনো ঠাঁই নাই, সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি গাড়ির ক্যাটালগ উল্টেপাল্টে দেখে। এসইউভির মানুষটা দু'হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে।

ভালো থাকার জীবনযুদ্ধটা এরকমই। একটা অসীম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নাই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতি মুহূর্ত।"

゚৷

শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা।৷      ゚
17/02/2025

শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা।৷ ゚

আসসালামু আলাইকুম। শুভ বিকেল প্রিয় বন্ধুরা।৷      ゚
17/02/2025

আসসালামু আলাইকুম। শুভ বিকেল প্রিয় বন্ধুরা।৷ ゚

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা।৷      ゚
16/02/2025

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা।৷ ゚

আল্লাহর দিকে ফিরে আসুন, শান্তি পাবেনজীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন মনে হয় চারপাশের সবকিছু ভেঙে পড়েছে। প্রিয়জনের বিশ্বাস...
16/02/2025

আল্লাহর দিকে ফিরে আসুন, শান্তি পাবেন

জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন মনে হয় চারপাশের সবকিছু ভেঙে পড়েছে। প্রিয়জনের বিশ্বাসঘাতকতা, অবহেলা, কষ্ট—সব মিলে যেন বুকের ভেতর একটা শূন্যতা তৈরি হয়। বিশ্বাস ভেঙে গেলে, ভালোবাসার মানুষ আঘাত দিলে, মন যে কতটা ভেঙে যায়, তা কেবল সেই মানুষই বোঝে, যার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়েছে।

আপনি হয়তো কারও প্রতি অকৃত্রিম ভালোবাসা দিয়েছিলেন, বিশ্বাস করতেন যে সে কখনো আপনাকে কষ্ট দেবে না। কিন্তু সে আপনাকে ধোঁকা দিয়েছে, আপনার ভালোবাসাকে তুচ্ছ করেছে। এটা সত্যিই কষ্টদায়ক। মনে হচ্ছে, পৃথিবীটা যেন থমকে গেছে, কোনো কিছুতেই আর আগ্রহ নেই। হয়তো বারবার মনে পড়ছে সেই মুহূর্তগুলো, যেখানে সে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল, ভরসা দিয়েছিল। এখন মনে হচ্ছে, সবটাই মিথ্যে ছিল!

কিন্তু ভাবুন, সত্যিকার অর্থে আপনি একা নন। আল্লাহ আছেন, যিনি কখনো ধোঁকা দেন না, যিনি আপনাকে ভালোবাসেন, আপনার প্রতিটি কান্নার শব্দ শোনেন। দুনিয়ার মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো আপনার হাত ছাড়বেন না।

আপনার এই কষ্ট, এই আঘাত—সবই হয়তো একটা পরীক্ষা। আল্লাহ আপনাকে আরও শক্তিশালী বানানোর জন্য, আরও ভালো কিছু দেওয়ার জন্য হয়তো এই পথ তৈরি করেছেন। আপনি যদি এখন এই দুঃখ থেকে শিক্ষা নেন, ধৈর্য ধরেন, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার জন্য এমন কিছু অপেক্ষা করছে, যা আপনি কল্পনাও করতে পারেন না।

আল্লাহ বলেছেন:
"নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে।" (সূরা আল-ইনশিরাহ ৫-৬)

আপনার এখন যা করা উচিত:

আল্লাহর দিকে ফিরে যান। নামাজে কান্না করুন, তাঁর কাছে মনের সব কষ্ট উজাড় করে বলুন।

কুরআন পড়ুন, বিশেষ করে সূরা আদ-দুহা। এটি এক অসাধারণ সান্ত্বনার সূরা।

সেই ব্যক্তিকে ভুলে যান, যে আপনাকে ধোঁকা দিয়েছে। সে আপনার যোগ্য ছিল না। আল্লাহ আপনাকে হারাম সম্পর্ক থেকে রক্ষা করেছেন।

নিজের মূল্যায়ন করুন, নিজেকে ভালোবাসতে শিখুন। নিজের অন্তত জীবন নিয়ে ভাবুন।

ধৈর্য ধরুন, কারণ ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ পুরস্কার রয়েছে।

আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। একদিন হয়তো আপনি এই কষ্টের পেছনের রহস্য বুঝতে পারবেন, তখন মনে হবে—আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আরও ভালো কিছু দিয়েছেন!

আল্লাহ আপনাকে শক্তি দিন, আপনার মন থেকে কষ্ট দূর করে দিন। আমীন🤲 ゚

শুভ সন্ধ্যা বন্ধুরা।৷      ゚
16/02/2025

শুভ সন্ধ্যা বন্ধুরা।৷ ゚

তোমার বিপদের সময় কেউ পাশে এসে না দাড়ালে, সাহায্য না করলে রাগ করো না। কারণ, কেউ-ই তোমার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে রাখে ...
16/02/2025

তোমার বিপদের সময় কেউ পাশে এসে না দাড়ালে, সাহায্য না করলে রাগ করো না। কারণ, কেউ-ই তোমার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে রাখে নাই।

তোমার কঠিন পরিস্থিতির সময় যখন কেউ বুঝেও না বুঝার ভান করে থাকে, তাদের দোষ দিও না। কারণ, কেউ-ই তোমাকে বুঝার জন্য মানুষ হয়ে জন্মায়নি!

তুমি আলাদা, বন্ধুত্ব করা যায় না বলে হিংসা করো না। তোমার জীবনের পথে "ভাল পরিবার, ভাল বন্ধু, সহকর্মী" থাকতেও পারে আর নাও থাকতে পারে। মাঝপথে ছেড়ে যেতেও পারে, মূল বিষয় হচ্ছে নিজের গন্তব্য পর্যন্ত নিজেকে পৌঁছানো।

যত্ন নেয়ার মানুষ পেলে তাদের যত্ন গ্রহণ করো। কেউ-ই কি নেই? তাহলে নিজেকে নিজে যত্ন নাও। ভালবাসার মানুষ থাকলে তার ভালবাসা গ্রহণ করো। ভালবাসে না? তাহলে ক্ষমা করে দাও।

একজনের হৃদয়ের অন্দরমহলে কখন জায়গা করে নেবে সেটা তুমিও বলতে পারবে না। একপক্ষ যতটুকু থাকতে দেবে ততটুকু তোমাকে থাকতে হবে। সন্তুষ্ট অসন্তুষ্ট হওয়া তোমার বিষয়/কাজ! কেউ-ই তোমার অনুভূতিকে জিজ্ঞেস করতে আসবে না!

এসব স্বাভাবিকভাবে ঘটা ঘটনা, অস্বাভাবিকভাবে ক্লিষ্ট মনে থেকো না। নিজেকে নিজে মানসিক প্রশান্তি দিয়ে না রাখলে কেউ-ই তোমাকে মানসিক শান্তি দিতে পারবে না!৷ ゚

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মা...
16/02/2025

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদার কথা ভাবে। নারী ও পুরুষের চাহিদার এই ভিন্নতার কারণেই তাদের সম্পর্ক আরও জটিল এবং গভীর।

পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে শারীরিক সংযোগে। যদি আপনি আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চান, তবে তার সাথে অবশ্যই শারীরিক Attachment থাকা প্রয়োজন, এবং তা মন থেকে হতে হবে।

নারীরা, বিপরীতে, মানসিক Attachment-এ বেশি গুরুত্ব দেয়। যদি তার মন ভালো থাকে, তাহলে সে স্বাভাবিকভাবেই শারীরিক সংযোগে আগ্রহী হয়। কিন্তু যদি তার মানসিক অবস্থা ভালো না থাকে, তাহলে সে কোনো কিছুতেই সাড়া দেয় না। নারীর মনই তার আসল শক্তি।

একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে। আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্টও করে দিতে পারে।
একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। আবার চাইলে তাকে অসম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে।
নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে। আবার চাইলে তাকে নিঃস্ব করে দিতে পারে।
নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে। আবার চাইলে সেই সংসারকে ধ্বংস করে দিতে পারে।
নারী একজন পুরুষকে পরিবার, সমাজ, এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে। আবার চাইলে সে পুরুষকে একা করে, পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে।
নারী তার শিক্ষা, শক্তি, মায়া, ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে। আবার ভালো মানুষকে নষ্ট করতেও সক্ষম।

নারী, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস।
তুমি তোমার সৌন্দর্য, শিক্ষা, এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার, পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে।
তোমার প্রেম হোক তোমার সংসার,
তোমার ভালোবাসা হোক তোমার স্বামী,
আর তোমার মায়ার বাঁধন হোক তোমার সন্তান।

নারী, তুমি চাইলেই অনেক কিছু করতে পারো। তুমি পারো, পুরো পৃথিবী বদলে দিতে! তোমাকে জানাই সেলুট।৷

আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা।সবাই কেমন আছেন?৷    ゚
16/02/2025

আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা।সবাই কেমন আছেন?৷ ゚

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা।৷    ゚
15/02/2025

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা।৷ ゚

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিট...
15/02/2025

জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, ৩২ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে, ৩৬ এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নাই।

২১ বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে, ৪০ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগাল না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই।

একদিন চাকরি করে বাবা-মাকে দামী দামী জিনিস কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা-বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে! এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন পছন্দের খাবার। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন।

মনে রাখবেন, একদিন সব হবে - এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে।।৷ ゚৷

শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা।মাশআল্লাহ,দেখেন আমার ছোট্ট কিউট বেবি আনাহিতা রুটি বানিয়েছে।৷      ゚
15/02/2025

শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা।মাশআল্লাহ,দেখেন আমার ছোট্ট কিউট বেবি আনাহিতা রুটি বানিয়েছে।৷ ゚

Address

Chittagong

Telephone

+8801892417659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anonna Fashion Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anonna Fashion Bd:

Videos

Share