Gobooks

Gobooks SkiBooks দিচ্ছে ঘরে বসে অনলাইনে যেকোন বই কেনার সুযোগ। রয়েছে বই হাতে পাওয়ার পর টাকা পরিশোধের ব্যবস্থা।
(1)

আজ আর কাল এখানে দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকা রিস্ক। পরশু কাকু স্কুল ছুটির পর আসবেন। উনি শিলিগুড়ি যাচ্ছেন। ফিরতে ...
12/06/2021

আজ আর কাল এখানে দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকা রিস্ক। পরশু কাকু স্কুল ছুটির পর আসবেন। উনি শিলিগুড়ি যাচ্ছেন। ফিরতে ফিরতে রাত হবে। আর ওইদিন আমাদের ক্লাস শেষে স্কাউটের ড্রিল হবে। শেষ হবে ৫ টায়। আমি একাই বাসায় ফিরবো। চাইলে দেখা হবে, আমি সুভাষ বসু পার্কের সামনে দিয়ে যাবো।

শর্মিলা
লেখক > মাহতাব হোসেন
মূল্য > ১৭৬ টাকা

'মুসলিম রেনেসাঁর কবি' ফররুখ আহমদ এর আজ জন্মদিন,  যার কবিতা থেকে বাংলার অধঃপতিত মুসলিম সমাজ পুনর্জাগরণের অণুপ্রেরণা পেয়ে...
10/06/2021

'মুসলিম রেনেসাঁর কবি' ফররুখ আহমদ এর আজ জন্মদিন, যার কবিতা থেকে বাংলার অধঃপতিত মুসলিম সমাজ পুনর্জাগরণের অণুপ্রেরণা পেয়েছে। রকমারির পক্ষ থেকে কবি ফররুখ আহমদ-এর জন্মদিনে শুভেচ্ছা ।

আপনার মন প্রচণ্ড শক্তিশালী। যা কিছু ঘটে, আপনার ভাবনাই তাকে নিয়ন্ত্রণ করে। ভাবনারা আপনার হৃদযন্ত্রের ক্রিয়া হ্রাস ও বৃদ্ধ...
03/06/2021

আপনার মন প্রচণ্ড শক্তিশালী। যা কিছু ঘটে, আপনার ভাবনাই তাকে নিয়ন্ত্রণ করে। ভাবনারা আপনার হৃদযন্ত্রের ক্রিয়া হ্রাস ও বৃদ্ধি করতে পারে, পরিপাকে সাহায্য বা বাধা দিতে পারে, রক্তের রাসায়নিক ক্রিয়া বদলে দিতে পারে এবং আপনাকে সারারাত ঘুমাতে দিতে বা জাগিয়ে রাখতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক বা আধ্যাত্মিক তথ্য হলো যে, বেশিরভাগ সময় আপনি যা ভাবেন, নিজে আপনি তা-ই হবেন। আপনার বাহ্যিক পৃথিবী আপনার আন্তঃবিশ্বের প্রতিচ্ছবি। আপনার ভেতরে যা ঘটছে, বাইরে তারই প্রতিফলন দেখা যায়। একজন মানুষের বাইরের অবস্থা দেখলেই তার ভেতরটা পড়া যায়। এর অন্যথা সাধারণত হয় না।
বই : চেঞ্জ ইয়োর থিংকিং চেঞ্জ ইয়োর লাইফ
লেখক : ব্রায়ান ট্রেসি
প্রকাশনী : চর্চা গ্রন্থ প্রকাশ
মূল্য : ১৮% ছাড়ে ২৬২৳

★★★ ‘সিরাত বিশ্বকোষ’ বইটি এবার সর্বাধুনিক মেশিনে শামওয়া ৮০ গ্রাম কাগজে মিশর থেকে প্রিন্ট এবং বাঁধাই হয়ে এসেছে। (সীরাত বি...
02/06/2021

★★★ ‘সিরাত বিশ্বকোষ’ বইটি এবার সর্বাধুনিক মেশিনে শামওয়া ৮০ গ্রাম কাগজে মিশর থেকে প্রিন্ট এবং বাঁধাই হয়ে এসেছে। (সীরাত বিশ্বকোষ উন্নত সংস্করণ ৪৯০০৳) ★

মুহাম্মাদে আরাবী প্রিয় নবীর সীরাত বা জীবনী জানতে চায় না, এমন কে আছে? এমন কোনো মুমিন-মুসলিমকে কি খুঁজে পাওয়া যাবে, নবীজীর জীবন-চর্চায় যার বিন্দুমাত্র আগ্রহ নেই! আমরা প্রত্যেকেই উদগ্রীব হয়ে থাকি এটা জানার জন্য যে, কেমন ছিলেন আমাদের প্রিয়নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! একজন মুমিনের জন্য রাসূল সা.-কে অনুসরণ করতে সীরাত-পাঠের বিকল্প নেই। দ্বীন বা ঈমানের অন্যতম দাবিই হচ্ছে : রাসুল সা.-এর প্রতি সর্বোচ্চ মুহাব্বাতের সম্পর্ক রাখা; কেননা, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত রাসূল সা.-কে পুরোপুরি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিনও হতে পারবে না । তাই আসুন, আমরা রাসূল সা.-এর সীরাত পাঠ করে নিজেদের ঈমান ঝালাই করে নিই। আসুন, বেশি বেশি সীরাতপাঠে নিমগ্ন হই। আমাদের জীবন সাজাই সীরাতের মহান বৈশিষ্ট্যগুণে। আমাদের সীরাত-চর্চাকে সহজসাধ্য করতে মাকতাবাতুল আযহার প্রকাশ করেছে ১১ খণ্ডের বিশাল কলেবরে নবীজীর পূর্ণাঙ্গ জীবনী। সীরাত বিশ্বকোষ।

( বি.দ্র. এবারের মিশরি সংস্করণে এলবাম থাকছে না )

বইগুলো অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন

গণিত নিয়ে নানান প্রশ্ন আমাদের মনে? কখনো উত্তর পাই, কখনো পাই না। গণিত বিষয়ক প্রশ্ন যতো বেশি হবে আমাদের জানাশোনার ভাণ্ডার ...
01/06/2021

গণিত নিয়ে নানান প্রশ্ন আমাদের মনে? কখনো উত্তর পাই, কখনো পাই না। গণিত বিষয়ক প্রশ্ন যতো বেশি হবে আমাদের জানাশোনার ভাণ্ডার তত সমৃদ্ধ হবে। আমরা হয়তো নিজেদের মনে উদ্ভাবিত প্রশ্নগুলোর উত্তর কখনো পাই অথবা কখনো পাই না। এতটুকুতেই সন্তুষ্ট থাকি। এমন যদি হয় আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম প্রশ্ন পেলাম সাথে পেলাম উত্তরগুলোও। তাহলে নিশ্চয়ই মন্দ হতো না।
গণিতের এমন বেশ কিছু কমন-আনকমন প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো বই 'শূন্য দিয়ে ভাগ করলে কী হয়' বইটি। গণিতের জ্ঞানকে সমৃদ্ধ করতে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি।
বই : শূন্য দিয়ে ভাগ করলে কী হয়
লেখক : মুরসালিন হাবিব, অতনু রায় চৌধুরী, আহমেদ জাওয়াদ চৌধুরী, রাহুল সাহা
প্রকাশনী : আদর্শ
মূল্য : ১৮% ছাড়ে ২৬২৳

যেকোনো ওয়েবসাইটে ঢুঁ মারাও হয়তো অনেকের জন্য সহজ নয়, সেখানে ওয়েবসাইট তৈরি করাটা তো অনেক কঠিন একটা ব্যাপার। এমনটা যারা মনে...
31/05/2021

যেকোনো ওয়েবসাইটে ঢুঁ মারাও হয়তো অনেকের জন্য সহজ নয়, সেখানে ওয়েবসাইট তৈরি করাটা তো অনেক কঠিন একটা ব্যাপার। এমনটা যারা মনে করে থাকেন তারা হয়তো প্রযুক্তির এই যুগেও অনেকটা পিছিয়ে আছেন।
ওয়ার্ডপ্রেস!
প্রযুক্তির জগতের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকেরই নামটা মুখস্থ। কিন্তু এ জগতের বাইরের মানুষ তো এমনটা ভাবতেই পারেনা, যে কেউ চাইলেই ওয়ার্ডপ্রেস থেকে প্রোগ্রামিং জানা ছাড়াই ওয়েবসাইট বানাতে পারে।
হ্যাঁ, এই বইটা তাদের জন্যই যারা এমন কিছু ভাবছেন। এই বইয়ে দেখানো হয়েছে-
* খুব সহজে কীভাবে নিজের দরকারি ওয়েবসাইট বানানো যায়,
* প্রোগ্রামিং ছাড়াই কিছু ওয়েব টুলস কীভাবে ব্যবহার করতে হয়,
* ওয়েবসাইটের ডোমেইন, হোস্টিং কী এবং কীভাবে পাওয়া যাবে,
* ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সিস্টেম,
* ওয়েবসাইট বানানো থেকে শুরু করে প্রাসঙ্গিক সকল বিষয়াদি।
প্রোগ্রামিং জানা ছাড়াই যদি ওয়েবসাইট বানানো সম্ভব, তাহলে প্রোগ্রামিং জানলে না জানি কত কিছু করা সম্ভব।
বই : সবার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি ও অপটিমাইজেশন
লেখক : মো: সাজ্জাদুল ফারুক
প্রকাশনী : দ্বিমিক প্রকাশনী
মূল্য : ১৫% ছাড়ে ১৩৬৳

সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে বিজ্ঞানের অবিস্মরণীয় অবদান। জ্ঞানবিজ্ঞানের জাদুস্পর্শে মানবজীবন আজ পালাবাদলের চাকায় সওয়ার। স...
31/05/2021

সভ্যতার উন্নয়নের মূলে রয়েছে বিজ্ঞানের অবিস্মরণীয় অবদান। জ্ঞানবিজ্ঞানের জাদুস্পর্শে মানবজীবন আজ পালাবাদলের চাকায় সওয়ার। সেই প্রাগৈতিহাসিক কাল থেকে শুরু করে বর্তমান আধুনিক সভ্যতার পরতে পরতে মানুষ উদ্ভাবন করে চলছে নিত্য নতুন সকল বিষয়। প্রতিনিয়ত মানুষের নানামুখী সমস্যার সমাধানকল্পে যেসব মস্তিষ্ক অভাবনীয় সাফল্য লাভ করেছে, তাদের অবদান যেমন অনস্বীকার্য, তেমনই প্রাতঃস্মরণীয়। তাদের জীবনটাই যেন বিজ্ঞান, বিজ্ঞানে উৎসর্গকৃত। তাদের জীবন, উদ্ভাবন ও আবিষ্কার সম্পর্কে 'জ্ঞানবিজ্ঞানের হাজারো প্রশ্ন : ব্রেইনওয়াশ' গ্রন্থটি প্রণীত।
বই : ব্রেইনওয়াশ
লেখক : বি এম শাহনেওয়াজ
প্রকাশনী : শিলা প্রকাশনী
মূল্য : ১৮% ছাড়ে ৬৫৬৳

যারা প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছেন, সংগ্রামের সময় অতিক্রম করছেন; হোক সে সংগ্রাম মানসিক, আবেগজনিত, শারীরিক, আর্থিক কিংবা ...
31/05/2021

যারা প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছেন, সংগ্রামের সময় অতিক্রম করছেন; হোক সে সংগ্রাম মানসিক, আবেগজনিত, শারীরিক, আর্থিক কিংবা সম্পর্ককেন্দ্রিক- একটি জিনিস বারবার প্রমাণিত হয়েছে, The Miracle Morning যে কাউকে অনতিক্রম্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় শক্তিমান করে তুলবে, যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে বিরাট সফলতা এনে দেবে এবং পরিস্থিতি পাল্টে দেবে। আর প্রায়ই এসব ঘটবে খুব সংক্ষিপ্ত সময়ে।
যাদের জীবনের চাওয়া-পাওয়া বড়, তাদের জন্য The Miracle Morning একটি পরিপূর্ণ Game Changer যা আপনাকে অধরা পরবর্তী লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে, আপনার ব্যক্তিগত ও পেশাগত সফলতা অতীতের সব অর্জনকে ছাড়িয়ে যাবে।
বই : দ্য মিরাকল মর্নিং
লেখক : হ্যাল এলরড
প্রকাশনী : সূচীপত্র
মূল্য : ২২% ছাড়ে ১৯৫৳

'যদি ব্যর্থ হই তাহলে তো অনেক হতাশ লাগবে। আর তাই সেই অনুভূতির মুখোমুখি হতে চাই না।' কিন্তু আপনি যদি একটু হতাশ হওয়ার ভয়ে ন...
30/05/2021

'যদি ব্যর্থ হই তাহলে তো অনেক হতাশ লাগবে। আর তাই সেই অনুভূতির মুখোমুখি হতে চাই না।' কিন্তু আপনি যদি একটু হতাশ হওয়ার ভয়ে নতুন কিছু না-ই করেন, তাহলে তো সামনে এগোতে পারবেন না। আমরা ঠিকই চেষ্টা করবো ভালো অনুভূতিগুলো বেশি বেশি পেতে, কিন্তু তাই বলে কোনো খারাপ অনুভূতি বা হতাশা আসবে না, এরকম ভাবাটা অযৌক্তিক, হাস্যকর।
কারো জীবন কী অল্প কিছু 'ভাল্লাগে না'র কারণে থেমে যায়? ভালো লাগবে না-ই বা কেন? আমরা কী কখনো তাকিয়ে দেখেছি এই ভাল্লাগে না'র পেছনে আমাদের কী দায়বদ্ধতা, আমাদের করণীয় কী, কী চাইতে বা অর্জন করতে গিয়ে আমাদের এই অনুভূতির মুখোমুখি হতে হচ্ছে? যতদিন আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারবোনা, ততদিন ভাল্লাগে না অনুভূতি আমাদের পিছু ছাড়বে না।
বই : ভাল্লাগে না
লেখক : অন্তিক মাহমুদ, আয়মান সাদিক
প্রকাশনী : আদর্শ
মূল্য : ১৮% ছাড়ে ২৪৬৳

ভাষা তো জানি, কথাও বলতে পারি। করি শুদ্ধ-অশুদ্ধ বিভিন্ন উচ্চারণ। এই উচ্চারণের মাঝে কতটুকু থাকে শ্রুতিমধুরতা অথবা কতটুকু শ...
29/05/2021

ভাষা তো জানি, কথাও বলতে পারি। করি শুদ্ধ-অশুদ্ধ বিভিন্ন উচ্চারণ। এই উচ্চারণের মাঝে কতটুকু থাকে শ্রুতিমধুরতা অথবা কতটুকু শ্রুতিকটু ভাব। অনেকের হয়তো ইচ্ছেও করে অনর্গল শুদ্ধ বাংলায় কথা বলতে, শ্রোতাদের মুগ্ধতা ধরে রাখতে। কিন্তু হয়ে উঠেনা, চেষ্টার করারও মিলেনা কোনো পথ।
আপনার কথা কতটা শুদ্ধ! আবৃত্তি করতে গেলেই বুঝবেন। কিন্তু আপনি এক্ষেত্রে নিজেই নিজেকে তৈরি করে নিতে পারেন। বাসায় বসেই শিখতে পারেন শুদ্ধ উচ্চারণ। আর আবৃত্তির ক্লাস দেবে আপনাকে সেই সহায়তা। বইটিতে সহজভাবে শুদ্ধ উচ্চারণের পন্থাগুলো দেওয়া আছে। এখন শুধু আপনাকে চর্চা করতে হয়।
বই : আবৃত্তির ক্লাস
লেখক : মীর বরকত
প্রকাশনী : ইত্যাদি গ্রন্থ প্রকাশ
মূল্য : ১৮% ছাড়ে ২০৫৳

আসরের পর পরিবারের সাথে যতক্ষণ থাকতেন বেশ আনন্দঘন সময় কাটাতেন নবিজি (ﷺ)। ফাঁকে ফাঁকে অনেক বিষয়ে প্রশ্ন হতো। সমাধান খোঁজা ...
28/05/2021

আসরের পর পরিবারের সাথে যতক্ষণ থাকতেন বেশ আনন্দঘন সময় কাটাতেন নবিজি (ﷺ)। ফাঁকে ফাঁকে অনেক বিষয়ে প্রশ্ন হতো। সমাধান খোঁজা হতো। জ্ঞানচর্চা হতো। নবিজি সব সময় এমন প্রশ্নকে স্বাগতম জানাতেন। স্পষ্ট করে উত্তর দিতেন। এ রকম এক মুহূর্তে আয়েশা রা. নবিজিকে জিজ্ঞেস করেছিলেন, দাওয়াতের কাজে তাঁর সবচেয়ে কঠিন দিন কোনটি: “আল্লাহর রাসূল, উহুদের দিনের চেয়ে মর্মান্তিক কোনো দিন কি গেছে আপনার জীবনে?”
পরিবারের সাথে যতক্ষণ থাকতেন বেশ আনন্দঘন সময় কাটাতেন নবিজি। ফাঁকে ফাঁকে অনেক বিষয়ে প্রশ্ন হতো। সমাধান খোঁজা হতো। জ্ঞানচর্চা হতো। নবিজি সব সময় এমন প্রশ্নকে স্বাগতম জানাতেন। স্পষ্ট করে উত্তর দিতেন। এ রকম এক মুহূর্তে আয়েশা রা. নবিজিকে জিজ্ঞেস করেছিলেন, দাওয়াতের কাজে তাঁর সবচেয়ে কঠিন দিন কোনটি: “আল্লাহর রাসূল, উহুদের দিনের চেয়ে মর্মান্তিক কোনো দিন কি গেছে আপনার জীবনে?”
“পর্বতগিরির ফেরেশতা আমাকে সালাম জানিয়ে বলল, ‘মুহাম্মাদ, আপনার লোকজন কী বলেছে তা আল্লাহ শুনেছেন। আমি পর্বতগিরির দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। আপনার হুকুম তামিলের জন্য আপনার প্রভু আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি ইচ্ছে করলে আমি দুটো পাহাড় দিয়ে চেপে ধরব তাদের।’
“আমি বললাম, ‘না। হয়তো তাদের বংশধরদের মাঝে আল্লাহ এমন এক প্রজন্ম সৃষ্টি করবেন যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশী না বানিয়ে কেবল তাঁর দাসত্ব করবে।’”
নবিজির সঙ্গে আয়েশা রা.-এর এমন উষ্ণ আলাপচারিতা থেকে বোঝা যায় তাঁর ব্যাপারে কত চিন্তা ছিল কিশোরী-বধূ মনে। তাঁর জীবনের কষ্টটা ভাগাভাগি করে নিতে জানতে চেয়েছিলেন তাঁর সবচেয়ে মর্মান্তিক দিনের কথা।
সেদিনের নবিজির সেই আশা একদিন ঠিকই পূরণ করেছিলেন মহাপ্রভু। সাফল্যে ধন্য জীবনের শেষ লগ্নে তিনি দেখেছেন কত দেব-দেবী আর মূর্তিপূজারিদের ছেলেমেয়েরা ইসলামকে বরণ করে নিচ্ছে। কাউকে কোনো অংশী না বানিয়ে একনিষ্ঠ ইবাদত করছে শুধু এক আল্লাহর। আল্লাহর রাসূল ও তাঁর রিসালাতের প্রসার ও সমর্থনে জীবন উৎসর্গ করে দিতে এক পায়ে প্রস্তুত তারা।
বই: এক দিঘল দিনে নবিজি ﷺ
লেখক: আব্দুল ওয়াহাব ইবনু নাসির আত-তুরাইরী
প্রকাশনী: ওয়াফি পাবলিকেশন
মূল্য: ৩০% ছাড়ে ১৮২ ৳
আপনি বইটি অর্ড়ার করতে চাইলে অাপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন। অথবা কল করুন 01834364986 এই নম্বরে।

আলোকিত প্রকাশনীর কোন বইটা আপনার সংগ্রহে আছে আর কোন বইটা সবচেয়ে বেশি ভালো লাগে?
26/05/2021

আলোকিত প্রকাশনীর কোন বইটা আপনার সংগ্রহে আছে আর কোন বইটা সবচেয়ে বেশি ভালো লাগে?

দুপুর থেকে বাইরে কয়লা-পোড়া রোদ। রোদের তেজ আর তাপে ঘরের ভেতরটাও উনুনের মতো গরম হয়ে আছে। মাথার ওপর অবিরাম, অবিশ্রান্তভা...
26/05/2021

দুপুর থেকে বাইরে কয়লা-পোড়া রোদ। রোদের তেজ আর তাপে ঘরের ভেতরটাও উনুনের মতো গরম হয়ে আছে। মাথার ওপর অবিরাম, অবিশ্রান্তভাবে ঘুরতে থাকা সিলিং ফ্যানের হাওয়াগুলোও যেন বিদ্রোহ করে বসেছে। গায়ে হাওয়া লাগছে না আগ্নেয়গিরির তাপ লাগছে বোঝা মুশকিল।
এরই মাঝে রান্নাঘর থেকে খুন্তি হাতে হন্তদন্ত হয়ে ছুটে এলো রেবেকা। এসেই আমাকে বললো, “শুনছো, মাছের তরকারিতে না লবণ একটু বেশি হয়ে গেছে। পানি দিলেই কমে যেতো, কিন্তু তুমি তো অতো ঝোল পছন্দ করো না, তাই দিতে চাচ্ছি না। কোনো সমস্যা হবে তোমার?'
আমি দেখলাম, কথাগুলো বলার সময় রেবেকার কপাল বেয়ে ঝরনাধারার মতো ঘাম ঝরছে। সে অভিজ্ঞ অভিনেত্রীর মতো, ওড়নার একটা অংশ দিয়ে চট করে তা মুছে নিয়ে আমার উত্তরের অপেক্ষায় দরজার কিনারে দাঁড়িয়ে আছে।
আমি হাঁসফাঁস করতে করতে বললাম, “দরকার কী বলো তো এতো কষ্ট করার? সাধারণ কিছু একটা হলেই বেশ চলে যেতো। এই গরমের মাঝে চুলোর পাড়ে বসে হরেক পদের তরকারি রান্না করার কোনো মানে আছে?
আমার এই কথাকে খুব একটা আমলে নিলো না রেবেকা। নিজের ওড়না দিয়ে...
'এই প্রেম, ভালোবাসা' অধ্যায় থেকে। বাকি অংশ পড়তে আজই সংগ্রহ করুন:
বই: জীবন যেখানে যেমন
লেখক: আরিফ আজাদ
প্রকাশনী: সমকালীন প্রকাশন
মূল্য: ৩২% ছাড়ে ১৬১ ৳
বিশেষ অফার: আরিফ আজাদের যে কোনো বই সহ নূন্যতম ৩০০ টাকার একটি অর্ডার করলেই পাবেন তাঁর নিজ হাতে লেখা বাণী ও অটোগ্রাফ সহ একটি প্রিমিয়াম বুকমার্ক ফ্রি!
অর্ড়ার করতে প্রোডাক্টের নাম,অাপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন। অথবা কল করুন 01834364986 এই নম্বরে।

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকরঅর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।এমন মহা উক্তির প্রাণ পুরুষ জাতীয় কবি কাজী...
25/05/2021

বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
এমন মহা উক্তির প্রাণ পুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।যে কবিতায় গেয়ে গেছেন সাম্যের গান। তার ১২২তম জন্মদিন জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

প্রোগ্রামিং!খুবই খটমটে একটা বিষয়। আবার কারো কাছে শখের একটা অনন্য জায়গা প্রোগ্রামিং। অনেকেই চান প্রোগ্রামার হতে, প্রোগ্...
16/05/2021

প্রোগ্রামিং!
খুবই খটমটে একটা বিষয়। আবার কারো কাছে শখের একটা অনন্য জায়গা প্রোগ্রামিং। অনেকেই চান প্রোগ্রামার হতে, প্রোগ্রামিং নিয়ে ক্যারিয়ার গড়তে।
প্রোগ্রামার হিসেবে কাজ করতে হলে আপনাকে প্রায় প্রতিদিন কোড লিখতে হবে এবং এসব কোড হতে হবে মানসম্মত। আর মানসম্মত মানে অনেক কিছু- কোড নির্ভুল কাজ করতে হবে, যতটুকু সময়ের মধ্যে প্রোগ্রামটি চলার কথা সেই সময়ের মধ্যে চলতে হবে, কোডের ডিজাইন এমন হতে হবে যাতে অন্য প্রোগ্রামার সহজেই সেটি পরিবর্তন করতে পারে।
প্রোগ্রামারদের ক্যারিয়ারের একটি বড়ো সময় কাটে কোড পড়া, বোঝা ও প্রয়োজনমতো পরিবর্তন করার পেছনে এবং কাজটি বেশ জটিল। এসব ব্যাপার সামাল দিতে কেবল বেসিক প্রোগ্রামিংয়ের জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে প্রফেশনাল কাজ করা প্রায় অসম্ভব।
কাজেই প্রোগ্রামিংয়ের যুক্তি এবং ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদমে পারদর্শী হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার ওওপি নিয়ে ভালো ধারণা থাকে তাহলে আপনি ভালো কোড লিখতে পারবেন, অন্যের প্রফেশনাল লেভেলের কোড বা ডিজাইন সহজে এবং কম সময়ে বুঝতে পারবেন।
হ্যাঁ! বইটি তাদের জন্য যাদের নির্দিষ্ট কোনো ভাষায় দখল নেই কিন্তু অভিজ্ঞতা আছে জাভা, সি, সি সার্প, পিএইচপি, পাইথন ইত্যাদির মতো একটি ভাষায় প্রোগ্রামিংয়ের।
বই: অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং
লেখক: জহিরুল আলম তাইমুন
প্রকাশনী: দ্বিমিক
মূল্য: ১৮% ছাড়ে ৩১২ ৳
বইটি অর্ড়ার করতে অাপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন। অথবা কল করুন 01834364986 এই নম্বরে।

একটি শিশুকে মানুষ বানানোর জন্য শিশুদের করণীয় কিছু নেই, কিন্তু অভিভাবকদের অনেক করণীয় আছে। সন্তানকে চরিত্রবান বানানো, ধৈর্...
11/05/2021

একটি শিশুকে মানুষ বানানোর জন্য শিশুদের করণীয় কিছু নেই, কিন্তু অভিভাবকদের অনেক করণীয় আছে। সন্তানকে চরিত্রবান বানানো, ধৈর্যশীল, জ্ঞানী প্রজ্ঞাবান হিসেবে গড়ে তোলা বেশ চ্যালেঞ্জিং বিষয়। অনেক অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়। সেজন্য অভিভাবকদেরও মনে রাখতে হয় সকল পদ্ধতি ও ধাপগুলো।
গার্ডিয়ানশিপ বইটি সেই ধাপগুলো নিয়েই রচিত। শিশুদেরকে মানুষের মতো মানুষ বানাতে অভিবাকদের কী কী করণীয় সবিস্তারে আলোচনা করা হয়েছে; যাতে করে আমাদের সন্তান সকল মনুষ্য গুণ অর্জন করতে পারে এবং সেইসঙ্গে সফল ক্যারিয়ারের অধিকারীও হতে পারে।
বই: গার্ডিয়ানশিপ
লেখক: নজরুল ইসলাম টিপু
প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন্স
নির্ধারিত মূল্য: ২৫০ ৳

সাদত হাসান মান্টোর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।
11/05/2021

সাদত হাসান মান্টোর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।

09/05/2021

Gobooks বুকশপের ডেলিভারি কার্যক্রম আজ থেকে স্থগিত। এখন যারা অর্ডার করবেন, তাদের বই ঈদের পর ডেলিভারি দেয়া হবে ইন শা আল্লাহ।

আলাউদ্দিন আল আজাদ-এর জন্মদিনেবিনম্র শ্রদ্ধা।♥♥
06/05/2021

আলাউদ্দিন আল আজাদ-এর জন্মদিনে
বিনম্র শ্রদ্ধা।♥♥

মানুষ খুঁজি, মানুষে বাঁচি সময় সেচি সাধনায় যাচি কল্পনা, কৌতূহল, কৌশল মননে-শ্রবণে মৌষলমনোযোগ গেছে ধনোযোগ মাগে, ৭ ইঞ্চি স...
06/05/2021

মানুষ খুঁজি, মানুষে বাঁচি
সময় সেচি সাধনায় যাচি
কল্পনা, কৌতূহল, কৌশল মননে-শ্রবণে মৌষল
মনোযোগ গেছে ধনোযোগ মাগে, ৭ ইঞ্চি স্ক্রিনে উঠে আর নামে, সাড়ে ৭ হাজার ট্যাব মানুষ ভাসছে ফানুস বাবলে, রিউমার নয় হিউমার আসলে মৌনতা ক্লাবে ভাবনাগুলো ভবের #হিউম্যান_ল্যাব

প্রথম ত্রিশ বছর হওয়া উচিত পর্যবেক্ষণ আর পরিভ্রমণের। একত্রিশতম জন্মদিনে প্রত্যেক বোধসম্পন্ন মানুষের জীবনের লক্ষ্য রচনা লিখে যাচাই করা উচিত কোথায় সে আছে, কোথায় সে যেতে পারে। জীবিকাকে জীবন ভাবার ভুল করিনি বলেই ‘শুনতে চাই’ এটাই জীবনের লক্ষ্য নির্ধারণ করি ত্রিশ পেরুনোর পর। কিন্তু ‘শুনতে চাই’- এটাই যদি জীবিকা বানিয়ে ফেলি? প্রায় প্রত্যেক কোম্পানি তাদের বিজনেস প্রোফাইল বা ব্রোশিউর বানায়। মানুষ আগ্রহ আর উৎসাহ নিয়ে কোনো কোম্পানীর প্রোফাইল কিনে পড়েছে বই হিসেবে, পৃথিবীর ইতিহাস কি এমন ঘটনার সাক্ষ্মী হতে চায়?

‘শুনতে চাওয়াই’ জীবিকা আমার, বিজনেসও; কেমন হবে প্রোফাইলটা? যার সাথে জীবনে সবচাইতে বেশি শব্দ বিনিময় করেছি ইথারে, সেই পাপড়ির কি থাকতে পারে ভিন্ন কোনো দর্শন, পৃথক কোনো ইশতেহার? শুনি তবে...

📖 হিউম্যান ল্যাব
✒️ মাহফুজ সিদ্দিকী হিমালয়
💰 মূল্যঃ ৪৫০ টাকা (২৫% ছাড়ে

- ডেলিভারী চার্জ ৫০ টাকা (অগ্রীম পেমেন্ট)
- ডেলিভারী চার্জ ৭০ টাকা (ক্যাশ অন ডেলিভারী+হোম ডেলিভারী)
- অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন
- কল করুন 01834364986

প্রথম আলামত:-------------------আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাযি.) থেকে বর্ণিত, নবীজি (ﷺ) বলেছেন,'...ঐ রাতের আলামত বা লক্ষণ হল...
05/05/2021

প্রথম আলামত:
-------------------
আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাযি.) থেকে বর্ণিত, নবীজি (ﷺ) বলেছেন,
'...ঐ রাতের আলামত বা লক্ষণ হলো, রাত শেষে সকালে সূর্য উদিত হবে তা উজ্জ্বল হবে। কিন্তু সে সময় (উদয়ের সময়) তার কোন তীব্র আলোকরশ্মি থাকবে না (অর্থাৎ দিনের তুলনায় কিছুটা নিষ্প্রভ হবে)। [সহীহ মুসলিম, ১৬৭০ (ই.ফা. ১৬৫৫, ই.সে. ১৬৬২)]
দ্বিতীয় আলামত:
--------------------
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযি.) হতে বর্ণিত, নবীজি () বলেছেন,
'লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়। না গরম, না ঠাণ্ডা। সেদিন সূর্য উঠবে লালবর্ণে, তবে দুর্বল থাকবে।'

[সহীহ ইবনু খুযাইমাহ (২১৯২); আলবানী (সাহীহ বিল শাওয়াহিদ); মুসনাদু আত-তাআলিসি]
তৃতীয় আলামত:
--------------------
উবাদাহ ইবনু সামাত (রাযি.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (ﷺ) বলেন,
'লাইলাতুল কদর শেষ দশ রজনীতে রয়েছে। যে এই রাত্রে নিজের (আমলের) হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দেবেন। আর এই রাত্রি আছে বেজর রাত্রিগুলোতে: নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাত।' নবীজি আরও বলেন,
'লাইলাতুল কদরের আলামত হচ্ছে, স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি (সাকিনাহ) থাকবে। না ঠাণ্ডা, না গরম। সকাল পর্যন্ত (আকাশে) কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সে রাতের চাঁদের মতই সূর্য উঠবে (তীব্র) আলোকরশ্মি ছাড়া। শয়তান সেই সময় বের হয় না।'

[মুসনাদ আহমাদ (২২৭৬৫) মান: হাসান]
চতুর্থ আলামত:
-------------------
তাবারানীতে বর্ণিত, নবীজি (ﷺ) বলেছেন,
'লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত। না গরম, না ঠাণ্ডা। সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না।'

[তাবারানী (আল-কাবীর); মাজমা' আল-জাওয়ায়িদ (৩/১৭৯) মুসনাদ আহমাদ। হাদীসটি জইফ, কিন্তু একই অর্থবহ আরেকটি হাদীস থাকায় এটিকে হাসান বলেছেন শায়খ আলবানী (সাহীহ আল-জামিঈ, ৫৪৭২) তৃতীয় আলামতটি দেখতে পারেন]
পঞ্চম আলামত:
--------------------
নবীজি (ﷺ) বলেছেন,
'লাইলাতুল কদর রয়েছে সপ্তম, অথবা নবম, অথবা বিংশ, যে রাতে (পৃথিবীর) নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতাগণ জমিনে নেমে আসে।'
[মাজমূ আল-জাওয়ায়িদ (৩/১৭৮); আলবানী (সহীহ আল-জামিঈ, ৫৪৭৩]

সমকালীন প্রকাশনীর প্রকাশিত নতুন বইসমূহ থেকে বেছে নিন আপনার পছন্দের বইটি:১. নবী-জীবনের গল্প (মূল্য: ৳২২১)২. সেরা হোক এবার...
05/05/2021

সমকালীন প্রকাশনীর প্রকাশিত নতুন বইসমূহ থেকে বেছে নিন আপনার পছন্দের বইটি:
১. নবী-জীবনের গল্প (মূল্য: ৳২২১)
২. সেরা হোক এবারের রামাদান (মূল্য: ৳২৬০)
৩. জবাব (মূল্য: ৳৩০০)
৪. জীবন যেখানে যেমন (মূল্য: ৳২৩৭)

ইসলামের পরিচিত বিষয়ক অনেক বই রয়েছে। কিন্তু একজন খ্রিষ্টান যদি ইসলাম সম্পর্কে আরও বিস্তর জানতে চান, তাহলে কোন বই পড়বেন?বে...
05/05/2021

ইসলামের পরিচিত বিষয়ক অনেক বই রয়েছে। কিন্তু একজন খ্রিষ্টান যদি ইসলাম সম্পর্কে আরও বিস্তর জানতে চান, তাহলে কোন বই পড়বেন?
বেশ জটিল প্রশ্ন। কারণ, এই বিষয়ে বাংলায় খুব কম বই-ই দৃষ্টিগোচর হয়েছে। এ ক্ষেত্রে .... বইটি বেশ উপকারী। এতে খ্রিষ্টবাদ এবং ধর্মতত্ত্বের মৌলিক পার্থক্য ও সাদৃশ্যসমূহ আলোচনা করা হয়েছে। ইসলামের ধর্মীয় বিশ্বাস ও আচার-আচরণের ব্যাখ্যা এবং ইসলাম ও মুসলিম সম্পর্কে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের জবাবও তুলে ধরা হয়েছে। পাশাপাশি চেষ্টা করা হয়েছে ইসলামের মূল ভাবধারা ও সৌন্দর্য বর্ণনা করার। আশা করি বইটি অমুসলিমদের মনে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেবে।
বই: ইসলাম সম্পর্কে প্রত্যেক খ্রিস্টানের যা জানা উচিত
লেখক: রুকাইয়া ওয়ারিস মাকসুদ
প্রকাশনী: মাকতাবাতুল ফুরকান
মূল্য: ৪৫% ছাড়ে ১৬৫ ৳

প্রতিটি মুসলিমের কুরআনের জ্ঞান থাকা আবশ্যক। ছোটবেলা থেকেই বাচ্চাদের কুরআনের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আগেই আরবি পড়া ধরি...
04/05/2021

প্রতিটি মুসলিমের কুরআনের জ্ঞান থাকা আবশ্যক। ছোটবেলা থেকেই বাচ্চাদের কুরআনের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আগেই আরবি পড়া ধরিয়ে না দিয়ে যদি আমরা আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকে কুরআনের গল্প শোনাই তবে একটু বড় হয়ে কুরআন শিখবে আনন্দের সাথে।

‘ছোটদের আল-কুরআনের গল্প’ বইতে মহাগ্রন্থ আল কুরআনে বর্ণিত ৮২টি চমকপ্রদ গল্প সন্নিবেশিত হয়েছে। কুরআনে বর্ণিত বিভিন্ন ঘটনা ও দোয়াগুলো অত্যন্ত সহজ-সরল ও সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে, যাতে ছোটরা সহজেই তা বুঝতে পারে এবং এসব কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে শুদ্ধভাবে গঠন করতে পারে। প্রতিটি গল্পের সাথে রয়েছে সুন্দর ও আকর্ষণীয় অলঙ্করণ । এছাড়া রয়েছে সুন্দর সুন্দর দোয়া ও মুনাজাত।

বইটির বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিটি গল্পের সাথে কুরআনের উদ্ধৃতি ও সূত্র যোগ করা হয়েছে।

ছোটদের আল কুরআনের গল্প (হার্ডকভার)
by ইকবাল কবীর মোহন
TK. 210

৩২৫৭৭ পদে বিশাল সার্কুলার হয়েছে প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগের। এরই ধারাবাহিকতায় অন্যতম সেরা ও বিগত পরীক্ষায় সর্বাধিক ক...
03/05/2021

৩২৫৭৭ পদে বিশাল সার্কুলার হয়েছে প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগের।

এরই ধারাবাহিকতায় অন্যতম সেরা ও বিগত পরীক্ষায় সর্বাধিক কমন প্রাপ্ত বই হল গাজী মিজানুর রহমান স্যারের "প্রাইমারি শিক্ষক নিয়োগ এনালাইসিস" বইটি।

সারা বাংলাদেশে যেকোনো জায়গায় ঘরে বসে বইটি সংগ্রহ করুন নিমিষেই।

29/04/2021

খেতে তরমুজের কেজি সাড়ে ৫ টাকা, ঢাকায় ৫০!!
কি দরকার এর চেয়ে বই কিনুন!! জিতুন। :|

পর্ন আসক্তদের ব্রেইনে ডোপামিন লেভেলে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো চিনি খাওয়া কমিয়ে দেওয়া।...
29/04/2021

পর্ন আসক্তদের ব্রেইনে ডোপামিন লেভেলে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো চিনি খাওয়া কমিয়ে দেওয়া। আমি জানি, এ কথা পড়তে আপনার অনেক কষ্ট হচ্ছে। কারণ, অনেক খাবারের মধ্যে চিনি থাকে। আমরা সবাই চিনি খেতে ভালোবাসি। কিন্তু চিনি আমাদের ব্রেইনের ঠিক সেই প্যাথওয়ে (pathway) তে হিট করে যা অবৈধ ড্রাগ বা অ্যালকোহল দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। শুনতে অবাক লাগলেও জেনে রাখুন, চিনি আসক্তিকর!
অতএব খাবারের লিস্ট থেকে চিনি সরিয়ে ফেলা আপনার এই আসক্তি থেকে
আরোগ্য লাভের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
বই: ঘুরে দাঁড়াও
লেখক : ওয়ায়েল ইব্রাহিম
প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন
মূল্য: ৩০% ছাড়ে ২১৭ ৳
অর্ড়ার করতে অাপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন।

হাসান বাসরি (রহ.) বলেন, ‘তোমাদের পূর্ববর্তীরা কুরআনকে তাদের রবের-পক্ষ-থেকে-আসা-বার্তা হিসেবে দেখত।’ (আল-মাজমূ’ শারহ আল-ম...
28/04/2021

হাসান বাসরি (রহ.) বলেন, ‘তোমাদের পূর্ববর্তীরা কুরআনকে তাদের রবের-পক্ষ-থেকে-আসা-বার্তা হিসেবে দেখত।’ (আল-মাজমূ’ শারহ আল-মুহাযাব, ২/১৬৯)
আমাদের পূর্বসূরীগণ কুরআনকে এভাবেই দেখতেন। যদিও কুরআন আরবীতে নাযিল হয়েছে, কুরআন বোঝা, একে উপলব্ধি করা এবং জীবনচলার পথে একে অনুসরণ করা সবার দায়িত্ব। তাই এই লক্ষ্যকে সামনে রেখে সবুজপত্র পাবলিকেশন বাংলা ভাষাভাষীদের জন্য কুরআনের সহজ সরল তরজমা নিয়ে এসেছে। অনুবাদের ক্ষেত্রে সামনে রাখা হয়েছে তাফসীরে ইবনে কাছীর, তাফসীরে কুরতূবী, তাফসীরে জালালাঈন, আইসারুত তাফাসীর, আত্-তাফসীরুল মুয়াস্সার, তাফহীমুল কুরআন, তাফসীরে মাআরিফুল কুরআনের মতো বিখ্যাত তাফসীর গ্রন্থগুলো। এছাড়া পাঠকদের জন্য আয়াতের অর্থ পুরোপুরি বুঝে নিতে যেন সহজ হয়, তাই যেখানেই অর্থ বুঝে নিতে জটিলতা দেখা দেয়ার সামান্য আশঙ্কাও মনে হয়েছে, সেখানেই ব্র্যাকেটের মধ্যে সহজভাবে তা বোঝানোর চেষ্টা করা হয়েছে। ফলে অনুবাদ হয়েছে বেশ সাবলীল এবং সহজবোধ্য।
আল-কুরআনুল কারীম : বাংলা অনুবাদ
প্রকাশনী : সবুজপত্র পাবলিকেশন্স
অনুবাদ: মাসঊদুর রহমান নূর
অনুবাদ-সম্পাদনা: হাফেয মাহমুদুল হাসান মাদানী
হাদিয়া: ৩০% ছাড়ে ৪৩৪ ৳
অর্ড়ার করতে অাপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন।

দৈনন্দিন জীবনের আমরা নানান প্রশ্নের সম্মুখীন হই। এ ক্ষেত্রে ইসলামের বিধান কী—জানাটা খুব জরুরী হয়ে পড়ে। 'দৈনন্দিন জীবনে ই...
28/04/2021

দৈনন্দিন জীবনের আমরা নানান প্রশ্নের সম্মুখীন হই। এ ক্ষেত্রে ইসলামের বিধান কী—জানাটা খুব জরুরী হয়ে পড়ে। 'দৈনন্দিন জীবনে ইসলামের বিধান' তিন খণ্ডে প্রকাশিত এই বইটিতে সাধারণ মুসলিমদের জন্য নিত্য প্রয়োজনীয় প্রায় সকল মাসআলা মাসায়েলের সংকলন করা হয়েছে।
ভারতের দ্বীনি মহলের খুবই পরিচিত এবং আস্থাভাজন আলেম মুফতী মুহাম্মাদ সালমান মানসুরপুরী এই গ্রন্থে দলীলসহ সকল মাসআলা উল্লেখ করেছেন। পাশাপাশি আধুনিক যুগে প্রতিনিয়ত নিত্যনতুন যেসব সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, ফিকহের মূলনীতির আলোকে সেগুলোর সমাধানও উপস্থাপন করেছেন। প্রতিটি মাসআলা যুক্ত করা হয়েছে অধ্যায় অনুসারে। ফলে পাঠক খুব সহজেই যে কোনো সময় নিত্য প্রয়োজনীয় মাসআলা জানতে পারবেন।
বই: দৈনন্দিন জীবনে ইসলামের বিধান (১ম-৩য় খণ্ড)
লেখক: মুফতী মুহাম্মদ সালমান মনসুরপুরী
প্রকাশনী: রাহনুমা প্রকাশনী
মূল্য: ৪২% ছাড়ে ১৩৯২ ৳
অর্ড়ার করতে অাপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন।

জোছনা প্লাবিত রাতের ধবধবে শাদা আকাশ। কোথাও যেন ডাহুক ডাকছে। বুনো ফুলের গন্ধে বাতাস আশ্চর্যরকম ভারি। চাঁদের আলোতে নদী পাড়...
27/04/2021

জোছনা প্লাবিত রাতের ধবধবে শাদা আকাশ। কোথাও যেন ডাহুক ডাকছে। বুনো ফুলের গন্ধে বাতাস আশ্চর্যরকম ভারি। চাঁদের আলোতে নদী পাড়ের বালিগুলো রূপো চূর্ণের মতো ঝিকমিক ঝিকিমিক করছে। থেকে থেকে কানে আসছে কিছু পাতি শেয়ালের ডাক। এসবের বাইরে পুরো দুনিয়াজুড়ে যেন গা ছমছমে নীরবতা! কোথাও কোন সাড়াশব্দের বালাই নেই।

জোছনার জোয়ার ভেদ করে, গ্রামীণ মেঠো পথের ধুলো উড়িয়ে, বুনের ফুলের বুনো গন্ধকে পাশ কাটিয়ে দুজন মানুষ গন্তব্যে ফিরছে। দুজন বলা কি ঠিক? ওদের সাথে তো আরো একজন আছে। চাদরে মোড়ানো বরফ শীতল আস্ত একখানা শরীর— নড়চড়বিহীন। তাকেও কি গোনায় ধরা যায়? জীবনের সম্ভাব্য সকল পাঠ চুকিয়ে যে পাড়ি জমিয়েছে অন্য জগতে, এই জগতের বাসিন্দাদের তালিকায় তার নাম উঠানো উচিত হবে?

মাঝে মাঝে বলদগুলো চেঁচিয়ে উঠছে। গোঙানি উঠলেই তাদের পিটে বসে যাচ্ছে শাদু মিয়ার বেতের বাড়ি। এই জোছনা মুখরিত রাতে, অরণ্যের এই সরু পথ চিনে চলতে বলদগুলোর বিশেষ অসুবিধে হবার কথা নয়। তবু পথ চলতে আজ তাদের রাজ্যের অনীহা! কে জানে— চাদরে মুড়ানো ওই যে নিথর শরীর, তার ভারে হয়তো তারা ক্লান্ত হয়ে পড়ছে বারংবার। এ ভার বয়ে নিয়ে যাওয়া কি এতোই সোজা?

সত্যিই কি সোজা নয়? যদি নাই-বা হবে, শহিদুলের কোলের ওপর ওই নিথর শরীরখানা, ওভাবে নিশ্চিন্তে পড়ে আছে কিভাবে? যে পাথুরে শরীরের ভার বইতে বলদেরা অপারগ, তার ভার কতো সহজেই বয়ে নিয়ে যাচ্ছে শহিদুল! তার কোলে কেমন নিবিড় নিশ্চিন্তে পড়ে আছে ওই দেহখানা! শহিদুলেরও যেন কোন ক্লান্তি নেই। সে-ও নিরাবেগ, নিশ্চল, নিশ্চুপ।

কথা শুরু করে শাদু মিয়া। এই ঘন গহীন অরণ্যের মাঝে, যেখানে বন্য জন্তুরাও বেঘোর ঘুমে অচেতন, সেখানে কতোক্ষণ-ই বা আর চুপচাপ পথ চলা যায়? অন্তত শাদু মিয়ার মতোন মুখরা মানুষের পক্ষে এতোক্ষণ মুখ বন্ধ করে রাখা সম্ভব নয়।

-‘তা ভাইজান, পোলাডা মরলো কেমন কইরা?’

মরে গেছে? সম্বিৎ ফিরে পায় শহিদুল। সত্যিই মরে গেছে? তার ফুটফুটে আদরের সন্তান, যার মাত্র চার মাস হলো বয়স, সে কি মরে গেছে? তুলতুলে হাতখানা ধরে কতো আদরই না করতো শহিদুল! ভারি দেখতে হয়েছিলো ছেলেটা! সেদিন ডাক্তার বললো, ‘আপনার ছেলের বয়স কতো?’

-‘চার মাস’- অস্ফুটে জবাব দিয়েছিলো শহিদুল।

ডাক্তার যেন বিশ্বাস করলো না তার কথা। মুখ তুলে, চশমার চিকন কাঁচের ভিতর দিয়ে ভালো করে আরেকবার দেখলো বাচ্চাটাকে। এরপর বললো, ‘বাচ্চার ডেভলপমেন্ট তো খুব ভালো। দেখে মনে হচ্ছে একবছর বয়স’।

অমন আদুরে চেহারা ছিলো— যেকেউ কোলে না নিয়ে থাকতে পারতো না। তুলতুলে শরীর। সবটা ছাড়িয়ে, তার মুখের হাসিটা ছিলো ভূবন ভুলানো। চোখে চোখ রেখে, মুখখানা খানিক বাঁকিয়ে যখন সে হাসতো, শহিদুলের মনে হতো— জগতের সকল সরলতা, মুগ্ধতা আর বিস্ময় যেন তার চেহারায় এসে মাখামাখি করছে! তার নিটোল চাহনির দিকে তাকিয়ে নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায় একটা মানবজনম।

কিন্তু, একেবারে হঠাৎ করে, সেদিন প্রচন্ড জ্বর উঠলো তার। চোখমুখ ফুলে বিপন্ন অবস্থা! ডাক্তার জানালো তার আমাশয় হয়ে গেছে। সাধারণ আমাশয় নয়, রক্ত আমাশয়। কতো যত্ন-খেয়াল, কতো আদর আর আলিঙ্গনের কাড়াকাড়ি— তার মাঝেও ছেলেটার এমন একটা রোগ হয়ে গেলো?

তারপর... তারপর একদিন অকস্মাৎ, একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে খিঁচুনি এসে কাহিল করে দিলো তাকে। হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয়, ততোক্ষণে সে আর বেঁচে নেই।

বেঁচে নেই! কতো সহজেই হয়ে গেলো বলা! অথচ, শহিদুলের কাছে সে ছিলো তারা ঝলমলে এক পৃথিবী। যেদিন তার জন্ম হয়, যে ভোরবেলায়, কতো কান্ডই না সেদিন করেছিলো শহিদুল! তার পাগলামোতে হাসপালাতের সকলে অতিষ্ট হয়ে যায়। কেউ কেউ বলেছিলো, ‘পাগল!’। হ্যাঁ, পাগলই তো। কতো বছর, ঠিক কতো বছর পরে শহিদুলের ঘর আলো করে এই রত্নখানি এসেছে, তা কি মানুগুলো জানে? আল্লাহর কাছে কতো করজোড় মিনতি, কতো আকুল প্রার্থনা, ব্যাকুল আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এই ফল— তা কি কেউ বুঝবে?

'জীবন যেখানে যেমন' বইয়ের একটা গল্পের শুরুর অংশবিশেষ এটা। এই গল্পটা লিখবার সময় বারংবার আমাকে থামতে হয়েছিলো। কতোবার যে চোখ আমার ঝাপসা হয়ে উঠেছিলো ইয়ত্তা নেই। যদিও এই গল্পটা অনেকের জীবনের বাস্তবতা, তবু আমি খুব করে চাইবো— এমন বাস্তবতা কারো জীবনে না আসুক...
বইটির মুল্যঃ 180Tk
বইটি অর্ডার করতে অাপনার নাম,ঠিকানা, মোবাইল নম্বর আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে দিন।

এই রমযান মাসে নবীজির (ﷺ) সাথে সময় কাটানোর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, নবীজির হাদীস পড়া। হাদীস আমাদেরকে নববী যুগে ফিরিয়ে নিয়...
26/04/2021

এই রমযান মাসে নবীজির (ﷺ) সাথে সময় কাটানোর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, নবীজির হাদীস পড়া। হাদীস আমাদেরকে নববী যুগে ফিরিয়ে নিয়ে যায়। সাহাবীদের মাঝে বসে প্রিয় নবীর বক্তব্য শোনার স্বাদ এনে দেয়।
স্টোরিজ ফ্রম রিয়াদুস সালেহীন এরকম অনুভূতিই দেবে পাঠকের মনে। অনেকটা নববী দরসে বসার মতো অনুভূতি। কারণ, এখানে শুধু হাদীস নয়, হাদীসের ব্যাখ্যাও করা হয়েছে অত্যন্ত সাবলীল ভাষায়। বিখ্যাত হাদীসগ্রন্থ রিয়াদুস সালেহীন থেকে নির্বাচিত হাদীসগুলো এতে স্থান পেয়েছে। ব্যাখ্যা করেছেন এই কাজে বেশ দক্ষদের একজন, শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল-উসাইমীন (রহ.); আকীদাহ, ফিকহ, হাদীস শাস্ত্রে যার সহজবোধ্য কাজগুলো আজও তাঁকে অমর করে রেখেছে ছাত্রদের মনে।
স্টোরিজ ফ্রম রিয়াদুস সালেহীন একগুচ্ছ গল্পের সংকলন। নবীর মুখে শোনা গল্প। আর গল্পের ফাঁকে ফাঁকে রয়েছে চমৎকার সব পাঠ। ব্যক্তিত্ব গঠনে, পরিবার সংশোধনে এবং সবশেষে সমাজ পরিবর্তনে এই গল্পগুলো টনিকের মতো কাজ করবে ইনশা আল্লাহ।
বই: স্টোরিজ ফ্রম রিয়াদুস সালেহীন
হাদীস সংকলক: ইমাম নববী (রহ.)
ব্যাখ্যাকার: শায়খ মুহাম্মাদ বিন সালেহ আল উসাইমীন (রহ.)
প্রকাশনী: সীরাত পাবলিকেশন
মূল্য: ৩০% ছাড়ে ১৫২ ৳
অর্ডার করতে আপনার নাম, ঠিকানা,মোবাইল নম্বর আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে দিন।

প্রশ্ন-০১অমুসলিমদের সন্তান, যারা শৈশবে মারা যায়, তারা কি কাফের? আবার, মুসলিম শিশু শিরক করে শৈশবে মারা গেলে তাদেরকে কাফে...
25/04/2021

প্রশ্ন-০১
অমুসলিমদের সন্তান, যারা শৈশবে মারা যায়, তারা কি কাফের? আবার, মুসলিম শিশু শিরক করে শৈশবে মারা গেলে তাদেরকে কাফের সম্বোধন করা যাবে কি না? জানতে চাই।

উত্তর: এর দুটো দিক আছে । প্রথম হল একজন অমুসলিমের সন্তান শিশু অবস্থায় মারা গিয়েছে আমাদের প্রথমে বুঝতে হবে, ইসলাম মূলত মানুষের ঐচ্ছিক কর্মের উপর নির্ভর করে। জন্ম, বংশ, কার সন্তান, কার পরিবারে জন্ম নিয়েছে, কীভাবে মৃত্যুবরণ করেছে- এটা বড় বিষয় নয়। কাজেই যে শিশুটি জন্মেছে, এখনাে বড় হয় নি, প্রাপ্তবয়স্ক হয় নি। তাই তার তাে কোনো পাপ নেই । কাজেই, কোনাে শিশু শিরক করতে পারে না। কুফর করতে পারে না। সে তাে সচেতন হয় নি এখনাে। এজন্য অমুসলিমের সন্তান যখন মারা যায় তখন তাকে অমুসলিম বা কাফের বলা যায় না।
রাসূল (ﷺ) বলেছেন:
گل مولود يولد على الفطرة، فأبواه يهودانه، أو ينصرانه، أو يمجسانه
"প্রতিটি মানবসন্তানই ফিতরাতের উপরে, মানবীয় প্রকৃতির উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। তার ইয়াহুদী, খ্রিষ্টান, অগ্নিপূজক ইত্যাদি কোনাে পাপ থাকে না। বড় হওয়ার পরে পিতামাতার মাধ্যমে বা সমাজের মাধ্যমে সে নির্দিষ্ট একটা ধর্ম গ্রহণ করে।" (সহীহ বুখারি, হাদীস নং-১৩৮৫; সহীহ মুসলিম, হাদীস-২৬৫৮) কাজেই এই পর্যায়ে যাওয়ার আগে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে আমরা মুশরিক বলতে পারি না। ঠিক তেমনি মুমিনের সন্তানও যদি মারা যায় এই পর্যায়ে, তাকেও আমরা কাফের বলতে পারছি না। সে যদি অপরাধ করেও থাকে সেটা পিতামাতাকে দেখে দেখে করে। সে পাপী নয়।

বই- জিজ্ঞাসা ও জবাব (১ম খন্ড)-ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.)
বইটি অর্ডার করতে অাপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর টি আমাদের ইনবক্স অথবা কমেন্ট করতে পারেন।

আব্দুল কাদের জিলানী রহ. ইতিহাসের এক প্রদীপ্ত মনীষা। প্রায় হাজার বছরব্যাপী মুসলমানদের চিন্তা ও মননকে আলোকিত করছেন। সুফিধা...
25/04/2021

আব্দুল কাদের জিলানী রহ. ইতিহাসের এক প্রদীপ্ত মনীষা। প্রায় হাজার বছরব্যাপী মুসলমানদের চিন্তা ও মননকে আলোকিত করছেন। সুফিধারার বরেণ্য ইমাম হিসেবে তিনি সমধিক পরিচিত। কাল ও শতাব্দী পরম্পরায় তার মুখনিঃসৃত নাসিহাহ মানুষের আত্মোন্নতি, আত্মশুদ্ধির বিপ্লব সাধন করে চলছে। আঁধার ছেড়ে আলোর ভুবনে, পাপের আসর থেকে পুণ্যের মজলিসে কতো শতো লোকেরা ছুটে আসছে তার সুরভিত বাণীর প্রভাবে। সিরিয়ার বিশিষ্ট গবেষক শাইখ সালেহ আহমাদ শামী জীবনগড়ার অমূল্য পাথেয়মূলক তার একগুচ্ছ নাসিহাহ সংকলন করেছেন, বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতায় যা প্রশ্নাতীত।
বই: আব্দুল কাদের জিলানি রহ. এর একগুচ্ছ নাসিহাহ
লেখক : সালেহ আহমদ শামী
প্রকাশনী : হাসানাহ পাবলিকেশন
মূল্য: ৩২% ছাড়ে ১০৮ ৳
অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর টি আমাদের ইনবক্স করুন।

“ডকিনস মনে করেন বিজ্ঞানের বাইরে গ্রহনযোগ্য সত্য খোঁজা দুরাশা। ডকিনসের এহেন চেতনা মোটেই বৈজ্ঞানিক নয়, বরং বিজ্ঞানবাদি। ডক...
25/04/2021

“ডকিনস মনে করেন বিজ্ঞানের বাইরে গ্রহনযোগ্য সত্য খোঁজা দুরাশা। ডকিনসের এহেন চেতনা মোটেই বৈজ্ঞানিক নয়, বরং বিজ্ঞানবাদি। ডকিনসের মিম ধারণাকে প্রয়োগ করে আমরা বলতে পারি—বিজ্ঞানবাদ নিজেই একটা মিম। এই মিমকে ছড়ানোর জন্য বইপত্র লেখা হয়েছে, দাওয়াতি কার্যক্রম চালানো হয়েছে, কারিশমাময় গুরুরা বিজ্ঞানবাদের চ্যাম্পিয়ন হিসেবে জনসম্মুখে উঠে এসেছে। বিজ্ঞানবাদ হলো এমন এক বিশ্বাসব্যবস্থা যা এর ভক্তদের মন জোগায়। তাদের আশ্বাস দেয় যে—জ্ঞান অর্জনের জন্য বিজ্ঞান ছাড়া কোনো উপায় নাই।”

রিচার্ড ডকিনস, বিজ্ঞানবাদ ও ডারউইনধর্ম
মূলঃ ড. কে. গিবারসন ও ড. এম. আর্টিগাস
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশনা
বই: ভাবনার মোহনায়
লেখক: রাফান আহমেদ
প্রকাশনী: মিনারাহ পাবলিকেশন্স
মূল্য: ২২০ ৳

25/04/2021

জান্নাত লাভের ১৭০ আমল!
কেমন হয়, যদি জান্নাত লাভের ১৭০টি আমল এক মলাটে পাওয়া যায়? 'জান্নাত লাভের ১৭০ আমল' বইতে এরকম ১৭০টি আমল উল্লেখ করা হয়েছে কুরআন ও সুন্নাহর আলোকে। বইটি লেখকের ১১ বছরের সাধনা। লেখক তার ব্যক্তিগত পাঠকালে যখনই এমন কোনো হাদিস পেয়েছেন, যেখানে রাসূল (ﷺ) বলেছেন কোন কোন আমল করলে জান্নাত পাওয়া যাবে, তখনই সেই হাদিস টুকে রেখেছেন এবং পরবর্তীতে সেটার তাহক্বীক সহ সংগ্রহে রেখেছেন। শাইখ আবদুল্লাহ শাহেদ আল মাদানীর সম্পাদিত এই বইতে জান্নাত লাভের প্রতিটি উপায় স্বতন্ত্র শিরোনামে সাজানো হয়েছে। ফলে পাঠক সূচি ধরে খুব সহজেই জেনে নিতে পারবেন জান্নাত লাভের উপায়গুলো।
বই: জান্নাত লাভের ১৭০ আমল
লেখক : মো: নুরুল ইসলাম (নয়ন)
প্রকাশনী : আলোকিত প্রকাশনী
মূল্য: ৩০% ছাড়ে ১৯০ ৳

Address

Chittagong

Telephone

+8801834364986

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gobooks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gobooks:

Share