প্রকৃত বই কিনুন। পূর্ণাঙ্গ অনুবাদ কিনুন।
আসল খাসায়েসুল কুবরা যা ইমাম সুয়্যুতি রহ: এর অনবদ্য এক সিরাত গ্রন্থ পাওয়া যাচ্ছে পুঁথিনিবাস বুকশপে।
ওদের আমরা দেখতে পারি না কেনো? অন্যতম কারণ উসুলের বাইরে গণহারে শিরক বিদআতের ফতোয়া দেয়া শুরু করে তারা। সবকিছুতে শিরকের গন্ধ পায়। এই দূষিত বাতাস আমাদের মাঝেও আসা শুরু করেছে। না জেনে না বুঝে আমরাও কুফুরি ফতোয়া দেয়া শুরু করেছি।
নবি ﷺ কে জনাব বলা কুফুরি, বিশ্বনবি বলা কুফুরি, নেতা বলা কুফুরি। এসব পোস্ট গত কয়েকদিন ধরে দেখছিই। নবিজি ﷺ এর শানকে উঁচু করতে গিয়ে আমরা আরো সংকীর্ণতা সৃষ্টি করছি। আজ আপনি এসব শব্দে আপত্তি তুলছেন, কাল আরেকজন আরেক শব্দে আপত্তি তুলবে। এভাবে একের পর এক ফিতনা বেড়েই যাবে। কোনো বিষয়ে সমস্যা মনে হলে আলেমের শরণাপন্ন হোন। নিজেরা ফতোয়াবাজি করবেন না। এটা আহলে সুন্নাহর স্বভাববিরুদ্ধ কাজ।
✪ বিশ্বনবি বলা যাবে কি না?
◑ পয়েন্ট নাম্বার এক। হ্যাঁ বিশ্বনবি বলা যাবে। কারণ শাব্দিক তাহকিকে বা বিশ্লেষণে বিশ্বনবিতে কোনো সীমাবদ্ধতা নেই। আরো সহজ করে বলি, বি
#tasawwuf #sufi #booklover #পুঁথিনিবাস
ইমাম কাজী আয়াজ রহঃ রচিত শিফা শরিফের খণ্ড বিশেষ 'হুব্বে মোস্তফা'
হাদিয়া মাত্র ২০০ টাকা।
শরিয়ত ও তরিকত
হাদিয়া মাত্র ১৫০ টাকা
:: ঈদ'এ মীলাদুন নবী ﷺ উপলক্ষে আলা'হযরত একাডেমী কর্তৃক প্রকাশিতব্য নতুন বই ::
এই উম্মাতের ইতিহাস জুড়ে যেখানেই মুসলমান বসবাস করেছে সেখানেই প্রগাঢ় ভালোবাসার সাথে উদযাপন করা হয়েছে সর্বশেষ নবী, আল্লাহ্ তাআলার হাবীব সায়্যিদুনা মুহাম্মাদ মুস্তাফা ﷺ'র জন্মদিবস।
তিনি ﷺ সেই মহিমান্বিত সত্তা যাঁর ﷺ নূরের বিকিরণে পরাজিত হয়েছিলো কুফর ও শিরকের সমস্ত অন্ধকার এবং সত্যের আলো হয়েছিলো সর্বময় উদ্ভাসিত।
তিনি সেই অনুপম সত্তা যাঁকে সর্বাধিক ভালোবাসতে পারার চেয়ে বড় কোনো আরোগ্য (শিফা) হতে পারে না। যাঁকে ভালোবাসতে ব্যর্থ হওয়ার চেয়ে বড় কোনো ব্যাধি হতে পারে না।
নবী পাক ﷺ'র মীলাদের আনন্দঘন দিবস উপলক্ষে ইমাম ক্বাযী আয়ায মালিকী رحمة الله عليه'র অদ্বিতীয় সীরাত গ্রন্থ শিফা শরীফ হতে সংকলিত, আশিক্বান'এ মুস্তাফার জন্য প্রবল আকাঙ্ক্ষিত, বিষয়ভিত্তিক একটি নতুন বই খুব শীঘ্রই আসছে আলা'হযর
Ala'Hazrat Academy'র পঞ্চম বই- 'শরীআত ও তরীক্বাত' প্রকাশিত
আজ ২৫ সফর'উল মুযাফফার, ইয়াওমে আ'লা হযরত উপলক্ষে আলা'হযরত একাডেমীর তরফ থেকে আ'লা হযরত رحمة الله عليه'র রিসালা 'শরীআত ও তরীক্বাত' (মাক্বালুল উ'রাফা-ই বি-ই'যাযী শার'ঈন ওয়া উ'লামা) প্রকাশিত হয়েছে বাংলা ভাষায়।
'শরীআত ও তরীক্বাত' বইটি অনলাইনে অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেইসবুক পেইজে।
বইয়ের ভাষা: বাংলা
সাইজ: ৫.৫" x ৮.২৫"
ওজন: ১৬০ গ্রাম
পৃষ্ঠা সংখ্যা: ১১২
মূল্য: ১৫০/-
সিরাতে রসুল চলে এসেছে
দাম মাত্র ৬০০ টাকা
এবারের ইয়াওমে রেযার প্রথম উপহার
আলা হযরত একাডেমির ৩য় বই
ইমামের একশটি ফতোওয়ার অনুবাদ। আরো আসছে চারটি...