06/07/2023
প্রিয়জনের কাছে বারবার ব্যাখ্যা চাইতে নেই। এটা করলে তাকে কষ্ট করে বারবার মিথ্যা বা সত্য ব্যাখ্যা তৈরি করতে হয়। কেউ যখন ব্যাখ্যা চাওয়ার কাজ বারবার করে, তখন তো সে ইতোমধ্যেই আপনার কাছ থেকে দূরে সরে গেছে। এটা বুঝেও তাকে বারবার খোঁচানোর কী দরকার? এতে কেবল সম্পর্ক খারাপ হওয়া ছাড়া আর কোনো লাভই হয় না।
কেউ একজন তাকে ভালোবাসে কি বাসে না, মানুষ এটা যতটা মাথায় রাখে, তার চাইতে ঢের বেশি মাথায় রাখে: সে তাকে ভয়ে বা বিরক্তিতে রাখে কি না...প্রায় সময়ই ব্যাখ্যা চেয়ে চেয়ে। ভালোবাসার মানুষ যখন এমন কেউ হয়ে ওঠে, যার কাছ থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে হয়, তার অনেক আগেই সে সম্পর্ক থেকে ভালোবাসা জিনিসটাই অনেক দূরে সরে যায়।
ব্যাখ্যা চাওয়ার কিছু নেই, সব দেখেও নীরব থেকে বুঝে নিলেই তো হলো! বুঝে নেবার পর নিজেকে সে অনুযায়ী সাজিয়ে ফেললে কষ্টের সাথে নিজেকে মানিয়ে নেওয়া সহজ হয়ে যায়। কিছু জিনিসের কোনো সমাধান হয় না; সেগুলিকে মেনে নিয়ে থেকে যেতে হয়, আর মানতে না পারলে দূরে সরে যেতে হয়---এর বাইরে আর কিছু করার নেই।