ঋদ্ধিময় নিউজ

ঋদ্ধিময় নিউজ বৌদ্ধ ধর্মীয় অনলাইন মুখপাত্র । দেশ-বি?
(2)

02/09/2024
দেশের গন্ডি পেরিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্য  #পূর্ণা_বড়ুয়া ফটিকছড়ি উপজেলার ভূজপুর  হারুয়ালছড়ি গ্রামের সন্তান   #পূর্ণা_বড়ুয়...
31/08/2024

দেশের গন্ডি পেরিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্য #পূর্ণা_বড়ুয়া

ফটিকছড়ি উপজেলার ভূজপুর হারুয়ালছড়ি গ্রামের সন্তান #পূর্ণা_বড়ুয়া থাইল্যান্ডে অনুষ্ঠিত
Bangladesh 37th kings cup World Championship 2024 এ বাংলাদেশ boys and girls team এর প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

ঋদ্ধিময় নিউজ পরিবার পূর্ণা বড়ুয়া'র সুন্দর আগামীর প্রত্যাশায় অনেক অনেক শুভকামনা।

নোয়াখালীর সেনবাগ উপজেলাধীন মইতন গ্রামে পানি বন্দি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন।  #আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_...
30/08/2024

নোয়াখালীর সেনবাগ উপজেলাধীন মইতন গ্রামে পানি বন্দি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন। #আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী ,

বন্যার্তদের জন্য :-২০৫০/- দান করলেন, ফ্রান্স হতে #বাবু_সুমন_বড়ুয়া ,মহোদয়। আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি। শ্র...
30/08/2024

বন্যার্তদের জন্য :-
২০৫০/- দান করলেন, ফ্রান্স হতে
#বাবু_সুমন_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

একজন গুনী শিক্ষকের বিদায়।শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও সকলেই আদর্শ শিক্ষক হতে পারে না। সকলেই শিক্ষার্থীর ভেতরের সত্ত্বাক...
30/08/2024

একজন গুনী শিক্ষকের বিদায়।
শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও সকলেই আদর্শ শিক্ষক হতে পারে না। সকলেই শিক্ষার্থীর ভেতরের সত্ত্বাকে জাগিয়ে তুলতে পারে না, তাদের কৌতূহল উদ্রেক করতে পারে না, আর যারা কৌতূহলী হয় তাদের কৌতূহলকেও শুভ চোখে দেখে না। আর যাঁরা এসব অতিক্রম করতে পারে, তারা নিঃসন্দেহে মহান, কালের আয়নায় তাঁরা অনুসরণীয় তো বটেই। শিক্ষার্থীদেও হৃদয় জয় করা এমনই একজন শিক্ষক হলেন উত্তর ধুরুম খালী মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তুষার বড়ুয়া মহোদয় । তিনি এমন একজন শিক্ষক যাকে শুধু অনুসরণ নয়, নিঃসন্দেহে অনেক বিষয়েই অনুকরণের যোগ্য। তিনি যখন ক্লাস নিতেন তখন কয়েক ঘণ্টাব্যাপী নিতেন। বিশেষ করে গণিত ক্লাস। জটিল বিষয়গুলো সহজ ভাষায়, কখনো বা গল্পে আকারে কখনো বা নানা উপকরণ দিয়ে বুঝানোর চেষ্টা করতেন।কখন দেড় ঘণ্টা, দু’ঘণ্টা, আড়াই ঘণ্টা চলে যেত টেরও পেতাম না!
শিক্ষক-শিক্ষার্থীদের দূরত্ব কমিয়ে তিনি বন্ধুবৎসল হয়ে উঠতেন। তাঁর কথাগুলো সর্বদাই জ্ঞানগর্ভমূলক।
স্কুল প্রতিষ্ঠাতা - শ্রদ্ধেয় শিক্ষক বাবু তুষার বড়ুয়া পিতা সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজ হিতৈষী, সমাজ সংস্কারক,পরম কল্যাণ মিত্র শ্রদ্ধেয় জেঠা শিক্ষক বাবু রাইমোহন বড়ুয়া মহোদয়। প্রতিষ্ঠাকালীন সময় উনি নিজেই ক্লাস করতেন।স্কুলের ভূমি দাতা - শ্রদ্ধেয় শিক্ষক বাবু তুষার বড়ুয়ার মাতা পুণ্যশীলা মল্লিকা বড়ুয়া। উনারা নিজেদের পরিবারের মত করে গড়ে তোলাছেন প্রতিষ্ঠানটিকে।
একসময় অনেক দূরবর্তী মরিচ্যা পালং প্রাথমিক বিদ্যালয় এবং রুমখা চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে হত,যা অনেকের সম্ভবত হত না।
আমিও এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলাম। এক দুই করে এই স্কুলেই তিনি কাটিয়ে দিয়েছেন প্রায় তিনযুগেও বেশি সময়। ছোটো টিনের ঘর দিয়ে স্কুল শুরু করেছিলেন। শিক্ষার্থীসংখ্যাও ছিল তখন একেবারেই হাতেগোনা। আর এখন শিক্ষার্থীসংখ্যা অনেক অনেক বেশি!তাঁর প্রশাসনিক দক্ষতা, বিচক্ষণতা, মননশীলতা, দূরদর্শিতা প্রখর থাকার কারণেই এই স্কুলের আজ প্রভূত উন্নতি।

# কবি গোলাম মোস্তফা যথার্থই বলেছন—
পিতা গড়ে শুধু ছেলের শরীর
শিক্ষক গড়ে তার মন
পিতা বড় না শিক্ষক বড়
বলবে সে কোন জন?
[খন্দকার আবদুল মোমেন, দৈনিক সংগ্রাম, ২০.১০.২০১২।

একজন মানবিকবোধ সম্পন্ন যুক্তিবাদী মানুষ। তিনি যতটা মহৎ ঠিক ততটাই যুক্তিবাদী। ফুলের মতো শিক্ষার্থীদের ফুটাতে যেখানে আলোর প্রয়োজন সেখানে তিনি ঠিকই আলো ব্যবহার করতেন। তিনি জানেন, ফুল ফুটতে তাপ নয়, আলোরই প্রয়োজন,আমিসহ বাড়িতে অনেক ছাত্রকে বিনাবেতনে পড়াতেন । সহকর্মীদের তিনি পরিবারের সদস্যের মতোই মনে করতেন। সহকর্মীরাও তাঁকে বটবৃক্ষের মতোই সম্মান করতেন। তবে অন্যায়কে তিনি কখনোই প্রশ্রয় দিতেন না।
পরিশেষে আপনার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

কুমিল্লা উপজেলার চাঁনগা গ্রামের বানভাসীদের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী জেলা সংগঠনের সদস্য...
30/08/2024

কুমিল্লা উপজেলার চাঁনগা গ্রামের বানভাসীদের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ-তরুণী জেলা সংগঠনের সদস্য বৃন্দ।

29/08/2024

উখিয়া টু কুমিল্লা

এক শিক্ষকের বিদায়ী চিঠি😰😥আমি যেহেতু প্রায় ২২ বছর যাবৎ  প্রতিষ্ঠান প্রধান হিসেবে ছিলাম তাই ব্যর্থতা আমারই। প্রিয় এলাকাব...
29/08/2024

এক শিক্ষকের বিদায়ী চিঠি😰😥

আমি যেহেতু প্রায় ২২ বছর যাবৎ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ছিলাম তাই ব্যর্থতা আমারই।
প্রিয় এলাকাবাসী ক্ষমা করবেন চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমাদের যেমন সীমাবদ্ধতার অভাব নেই,
তেমন চেষ্টারও ত্রুটি ছিল না। কিন্তু পারিনি।

আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় ছাত্রদের জন্যে, ভাটি এলাকার এই কলেজটিও প্রতিষ্ঠিত হয়েছে দরিদ্র এলাকা ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ হাতের নাগালে পৌঁছে দেয়ার উদ্দেশ্য।

সুতরাং তাদের চাহিদা মোতাবেক সাজাতে হয়।
আমি আমার ছাত্রদেরকে নিজের সন্তানের মত ভালোবেসেছি।

তাদের উত্তম ভবিষ্যৎ এর জন্য চেষ্টা করেছি,
আদর দিয়েছি, সোহাগ করেছি, ধমক দিয়েছি,
বুকে টেনে নিয়েছি, কিন্তু চাহিদা পুরন করতে পারিনি।

ইদানিং এ আমার কিছু কথার দ্বারা আমি আমার সন্তানসম ছাত্রদেরকে বেশী কষ্ট দিয়ে ফেলেছি।

তাই তারা আমাকে আর চায়না। ক্ষমার কোনো সুযোগ‌ও নেই, বিচার ছাড়াই ফাঁসির ব্যবস্থা হয়ে গেছে।

আমি মেনে নিয়েছি।
সারা পৃথিবীতেই তো সন্তানের জীবন সাজাতে গিয়ে অনেক বাবা-মা রাই নিঃস্ব হচ্ছে, পথে বসছে। আমি ব্যতিক্রম হব কেন?

তারা তো কোমলমতি বুঝতে পারেনি এক বাবাকে শাস্তি দিতে গিয়ে তারা তার আরেক ভাই /বোনের রিজিক বন্ধের হাতিয়ার হয়েছে।

আমার কোমল মতি শিক্ষার্থীদের আর কি দোষ,
সারা বাংলাদেশে এত এত পদত্যাগ,
ওরা যদি একটা দু'টা পদত্যাগ না করাতে পারে।
তাহলে এটা তাদের ব্যর্থতা মনে হবে !

পৃথিবীর সব বাবার মত আমিও সব সময় আমার সন্তানের বিজয় দেখতে চাই।

আমি একজন ব্যর্থ মানুষ, তবুও স্বপ্ন দেখতাম এই ক্যাম্পাস থেকে সাদা কাফনে বা লাল গালিচায়,
ফুলেল শুভেচ্ছায় বিদায় হবো, আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এক নিমিষেই সব শেষ।

এই শেষ বয়স এসে পৃথিবীর কারোর প্রতি আমার কোন অভিযোগ নেই, কষ্ট পেয়েছি, প্রাণ খুলে কেঁদেছি, হালকা হয়েছি, মেনে নিতে চেষ্টা করছি।

সবকিছুর ফয়সালাতো উপর থেকেই হয়।
আল্লাহর কাছে বলেছি "হে আল্লাহ তোমার দুনিয়া তো অনেক বড়, তুমি নিশ্চয়ই কোন না কোন জায়গায় আমার জন্য, আমার সন্তানের জন্য উত্তম রিজিক এবং সম্মানের ব্যবস্থা করে রেখেছো"।

'আমি আশা করতে চাই বা বলতে চাই.. বাংলাদেশের তথা পৃথিবীর কোন ছাত্র যেন তার নিকৃষ্ট শিক্ষকটিরও রিজিক বন্ধের হাতিয়ার না হয়।

কারণ, এই পদ্ধতি যে কত বেদনার, কত কষ্টের তা আমি ভক্তভুগি ভালোভাবে টের পেয়েছি।

আমি যেন এই পদ্ধতিতে বিদায় হওয়ার পৃথিবীর শেষ শিক্ষকটি হতে পারি।

শিক্ষক বিদায় করার অনেক পদ্ধতি আছে।
সেগুলো প্রয়োগ করা হোক, ছাত্র দিয়ে কেন?

ভালো থেকো "চাতলপাড় ডিগ্রি কলেজ' খুব ভালো থেকো"। আমীন।

©মুহাম্মদ আজমান

29/08/2024

বন্যার্তদের জন্য :-
৫০০/- দান করলেন,
উখিয়া হতে #শ্রীমতি_রিকু_বড়ুয়া।

বন্যার্তদের জন্য :-২০০০/- দান করলেন, ফ্রান্স হতে #বাবু_অপু_বড়ুয়া ,মহোদয়। আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি। শ্রদ...
29/08/2024

বন্যার্তদের জন্য :-
২০০০/- দান করলেন, ফ্রান্স হতে
#বাবু_অপু_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

বন্যার্তদের জন্য :-২০০০/- দান করলেন,  #বাবু_সুজিত_বড়ুয়া ,মহোদয়। আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি। শ্রদ্ধাদান পা...
29/08/2024

বন্যার্তদের জন্য :-
২০০০/- দান করলেন,
#বাবু_সুজিত_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

বন্যার্তদের জন্য :-৫,০০০/- দান করলেন, কুতুপালং হতে,   #জানাব_মোঃ_আবছার  ,মহোদয়। আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছ...
29/08/2024

বন্যার্তদের জন্য :-
৫,০০০/- দান করলেন, কুতুপালং হতে, #জানাব_মোঃ_আবছার ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

বন্যার্তদের জন্য :-১০,০০০/- দান করলেন, ফ্রান্সস্থ কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার। আমরা মেডিটেশন সেন্টারের পুজনীয় পরি...
29/08/2024

বন্যার্তদের জন্য :-
১০,০০০/- দান করলেন, ফ্রান্সস্থ কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার।

আমরা মেডিটেশন সেন্টারের পুজনীয় পরিচালক #ভদন্ত_জ্যোতিঃসার_থের ভান্তের পাদমূলে সশ্রদ্ধ বন্দনা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

বন্যার্তদের জন্য :-৫০০/- দান করলেন, বাংলাদেশ পুলিশ সদস্য   #বাবু_সৈকত_কুমার_বড়ুয়া ,মহোদয়। আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন...
29/08/2024

বন্যার্তদের জন্য :-
৫০০/- দান করলেন, বাংলাদেশ পুলিশ সদস্য #বাবু_সৈকত_কুমার_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

বন্যার্তদের জন্য :-১/চাউল--- ৫০কেজি২/তেল-- হাফ কেজি তেল ২০টি৩/পিয়াজ-- ৫ কেজি৪/কয়েল-- ২০প্যাকেট ৫/গাড়িভাড়া--৫০০ টাকা। দান...
29/08/2024

বন্যার্তদের জন্য :-

১/চাউল--- ৫০কেজি
২/তেল-- হাফ কেজি তেল ২০টি
৩/পিয়াজ-- ৫ কেজি
৪/কয়েল-- ২০প্যাকেট
৫/গাড়িভাড়া--৫০০ টাকা।

দান করলেন,
মধ্যমরত্না গ্রামের #বাবু_রাজেন্দ্র_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

আপনাদের দেওয়া শ্রদ্ধাদান গুলো বন্যার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। আগামী কাল রাতে আমরা নোয়াখালী-ফেনির উদ্...
28/08/2024

আপনাদের দেওয়া শ্রদ্ধাদান গুলো বন্যার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলমান আছে।
আগামী কাল রাতে আমরা নোয়াখালী-ফেনির উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
সকলের প্রতি কৃতজ্ঞতা।
সর্বিক তত্বাবধানে- #আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী

বন্যার্তদের জন্য :-৫০০/- দান করলেন, মধ্যমরত্না গ্রামের  #আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠনের সদস্য  #বাবু_রিকন_...
28/08/2024

বন্যার্তদের জন্য :-
৫০০/- দান করলেন, মধ্যমরত্না গ্রামের #আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠনের সদস্য #বাবু_রিকন_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

চট্টগ্রামের নাট্য-সংগঠন নান্দীমুখ-এর একজন নাট্য কর্মী,সকলের পরিচিত মুখ নাট্য ব্যক্তিত্ব  #অধ্যাপক_বিকিরণ_বড়ুয়া পিএইচডি ...
28/08/2024

চট্টগ্রামের নাট্য-সংগঠন নান্দীমুখ-এর একজন নাট্য কর্মী,
সকলের পরিচিত মুখ নাট্য ব্যক্তিত্ব #অধ্যাপক_বিকিরণ_বড়ুয়া পিএইচডি ডিগ্রী অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন। 💚

প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যে আঞ্চলিক উপাদান: পরিপ্রেক্ষিত বৃহত্তর চট্টগ্রাম’ বিষয় নিয়ে তাঁর গবেষণাপত্রটি সমৃদ্ধ হয়েছে।

গবেষণা তত্ত্বাবধারক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন। যুগ্ম-গবেষণা তত্ত্বাবধারক ছিলেন প্রফেসর ড. মহীবুল আজিজ।
তাঁর প্রথম গবেষণা তত্ত্বাবধারক ছিলেন প্রফেসর ড.মো.আবুল কাসেম, এরপরে ছিলেন প্রফেসর ড.মাহবুবুল হক।

উল্লখ্যে, ২৭জুন'২৪ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এই ডিগ্রি অনুমোদিত হয়।

#ঋদ্ধিময়_নিউজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

বন্যার্তদের জন্য :-১০২০/- দান করলেন, কুতুপালং গ্রামের কৃতি সন্তান সুদূর দুবাই প্রবাসী  #বাবু_রিপন_বড়ুয়া ,মহোদয়। আমরা তাহ...
28/08/2024

বন্যার্তদের জন্য :-
১০২০/- দান করলেন, কুতুপালং গ্রামের কৃতি সন্তান
সুদূর দুবাই প্রবাসী #বাবু_রিপন_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

28/08/2024

২য় ধাপে বন্যার্তদের মাঝে উপহার হিসেবে দেয়ার জন্য:-
তেল ও পেঁয়াজ প্রয়োজন।

শ্রদ্ধাবান দাতাদের সুদৃষ্টি কামনা করছি।

28/08/2024

বন্যার্তদের জন্য :- ১৮৭০/- দান করেছেন, মধ্যরত্না হতে বিমল বড়ুয়া মহোদয়।

বন্যার্তদের জন্য :-৩০৬০/- দান করলেন, রত্নাপালং গ্রামের কৃতি সন্তান সুদূর দুবাই প্রবাসী  #বাবু_রিপন_বড়ুয়া ,মহোদয়। আমরা তা...
28/08/2024

বন্যার্তদের জন্য :-
৩০৬০/- দান করলেন, রত্নাপালং গ্রামের কৃতি সন্তান
সুদূর দুবাই প্রবাসী #বাবু_রিপন_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

বন্যার্তদের জন্য :-৫১০০/- দান করলেন,সুদূর আমেরিকা হতে  #বাবু_স্নেহাশিসপ্রিয়_বড়ুয়া ,মহোদয়। আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন...
27/08/2024

বন্যার্তদের জন্য :-
৫১০০/- দান করলেন,
সুদূর আমেরিকা হতে #বাবু_স্নেহাশিসপ্রিয়_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।
Snehashis PriyaBarua

27/08/2024

বন্যার্তদের জন্য :-
২০৪০/- দান করেছেন, রুমখাঁ বড়বিল হতে #বাবু_শিমুল_বড়ুয়া
আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

বন্যার্তদের জন্য :- ৫০ কেজি পেয়াজ বাবদ-৫,৫০০/- দান করলেন:-  রত্নাপালং গ্রামের কৃতি সন্তান, আয়ারল্যান্ড প্রবাসী   #বাবু_অ...
27/08/2024

বন্যার্তদের জন্য :- ৫০ কেজি পেয়াজ বাবদ-
৫,৫০০/- দান করলেন:- রত্নাপালং গ্রামের কৃতি সন্তান, আয়ারল্যান্ড প্রবাসী
#বাবু_অরূপ_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

27/08/2024

বন্যার্তদের জন্য :-
৬,৭৬৫ /- দান করেছেন।
কক্সবাজার পৌরসভাস্থ ঝিলংজা পূর্ব বড়ুয়া পাড়া গ্রামের হতে কানাডা প্রবাসী, #বাবু_শাওন_বড়ুয়া মহোদয়।
আমরা দাতার সুখময় প্রবাস জীবন ও পরিবারের জয়মঙ্গল কামনা করছি।

27/08/2024

বন্যার্তদের জন্য :-
মধ্যরত্না হতে ফ্রান্স প্রবাসী #বাবু_আকাশ_বড়ুয়া মহোদয়,
৩০ কেজি ডাল দান করেছেন।
আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন করছি।

27/08/2024

বন্যার্তদের জন্য :-
নাম প্রকাশে অনিচ্ছুক -১০০ কেজি চাল দান করেছেন।

বন্যার্তদের জন্য :-৪২০/- দান করলেন:- কুতুপালং হতে   #বাবু_বিপ্লব_বড়ুয়া ,মহোদয়। আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি...
27/08/2024

বন্যার্তদের জন্য :-
৪২০/- দান করলেন:- কুতুপালং হতে
#বাবু_বিপ্লব_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

বন্যার্তদের জন্য :-৩০০/- দান করলেন:- কোটবাজার রেজুরকুল হতে   #মিস্_রৌদ্রশী_বড়ুয়া ,মহোদয়। আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন ...
27/08/2024

বন্যার্তদের জন্য :-
৩০০/- দান করলেন:-
কোটবাজার রেজুরকুল হতে
#মিস্_রৌদ্রশী_বড়ুয়া ,মহোদয়।

আমরা তাহার নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।

শ্রদ্ধাদান পাঠাতে :
বিকাশ নাম্বার :01624113071
নগদ নাম্বার :01621851720,

সার্বিক_সহযোগিতা,
#আমরা_কক্সবাজার_বৌদ্ধ_তরুণ_তরুণী জেলা সংগঠন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ঋদ্ধিময় নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঋদ্ধিময় নিউজ:

Videos

Share

Category

Nearby media companies