04/12/2024
চন্দনাইশের কৃতি সন্তান ডা. মোহাম্মদ নাজিম উদ্দিম রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, লন্ডন থেকে কৃতিত্বের সাথে এমআরসিপি (ইউকে) ডিগ্রী অর্জন করেছেন।
তিনি চন্দনাইশ পৌরসভা ৪নং ওয়ার্ডের হারলা হাফেজ বাড়ীর প্রয়াত ইন্জিনিয়ার মোহাম্মদ আব্দুল জলিল ও লুৎফুন্নেসার কনিষ্ঠ সন্তান।
তিনি বর্তমানে চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে নিউরোলজি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।
ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এরপর তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে মেডিসিনে এমসিপিএস এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে নিউরোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন।
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে যোগদানের আগে তিনি ওমানের সালালাহ শহরের সুলতান কাবুস হাসপাতালে নিউরোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
নিজ পেশার প্রতি গভীর ভালোবাসার কারণে, ডা. নাজিম বিভিন্ন গবেষণা প্রকাশ করেছেন, জাতীয় ও আন্তর্জাতিক বহু কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং নিয়মিত প্রবন্ধ উপস্থাপন করে থাকেন।
মেডিসিনে তাঁর বিশাল অভিজ্ঞতা রয়েছে এবং নিউরো-এমারজেন্সি ও স্নায়ুবৈকল্যের চিকিৎসায় বহু সফলতার গল্প রয়েছে। বিশেষ করে স্ট্রোক, মৃগী, জিবিএস, মাইগ্রেন, পারকিনসনিজম (স্নায়ু-অবক্ষয়জনিত রোগ), মেরুদণ্ডজনিত সমস্যা এবং মাল্টিপল স্ক্লেরোসিসের চিকিৎসায় তিনি বিশেষ দক্ষ।
তিনি যুক্তরাজ্যের চেস্টার হাসপাতালের (COCH) হাইপারঅ্যাকিউট স্ট্রোক ইউনিটে এবং ভারতের কেরালার শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউটে (SCTIMST) মৃগী ও নিউরোমাসকুলার রোগের ওপর ব্যাপক ক্লিনিক্যাল অভিজ্ঞতা অর্জন করেছেন। কলকাতার নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটে (INK) বোটুলিনাম ইনজেকশন পদ্ধতিতে হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি নিউরোইমেজিং, এনসিএস, ইএমজি, ইইজি ব্যাখ্যা, মৃগী ও ব্যথা নিরসনের চিকিৎসায় দক্ষ। চট্টগ্রামে হাইপারঅ্যাকিউট ইস্কেমিক স্ট্রোকে থ্রম্বোলাইসিস এবং বোটুলিনাম টক্সিন ইনজেকশনে অগ্রদূত।
ডা. নাজিম এশিয়ান ওশেনিয়ান ইন্টারন্যাশনাল লিগ এগেইনস্ট এপিলেপসির (ILAE) ইয়ং এপিলেপসি সেকশন (বাংলাদেশ)-এর লিয়াজোঁ হিসেবেও কাজ করেন।
তিনি আন্তর্জাতিক পারকিনসন এবং মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি (আমেরিকা), বাংলাদেশ ব্রেন অ্যানিউরিজম ও স্ট্রোক ফাউন্ডেশন, বাংলাদেশ ভাস্কুলার এবং ইন্টারভেনশনাল নিউরোলজি সোসাইটি (SVIN), বাংলাদেশ মিশন থ্রমবেকটমি (SVIN-MT) গ্লোবাল অ্যাকসেস, বাংলাদেশ স্ট্রোক এবং নিউরোইন্টারভেনশন সোসাইটি (BSSNI), বাংলাদেশ নিউরোলজিস্ট সোসাইটি, বাংলাদেশ মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ওমান লিগ এগেইনস্ট এপিলেপসি, ওমান নিউরোলজি সোসাইটি এবং ওমান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য।
গতকাল এমআরসিপি পরীক্ষা পাসের পর হযরত শাহ হাফেজ আনসুর আলী (রা.) এর মাজার জিয়ারত করেন এবং এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন যেন তিনি দেশ ও সমাজের মানুষের কল্যাণ ও সেবায় নিয়োজিত থাকতে পারেন।