"Modern Day Economic Slavery: Neocolonialism and the Future of Bangladesh" শীর্ষক আলোচনা সভায় আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখক, ফিল্মমেকার ও হিউম্যান রাইটস এক্টিভিস্ট সা'দ শাহরিয়ার।
ডিসেম্বরের নয় তারিখ, রোজ সোমবার, সাংবাদিক, চলচিত্র নির্মাতা ও এক্টিভিস্ট সা'দ শাহরিয়ার আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে অর্থনৈতিক দাসত্বের আধুনিক পরিণতি নিয়ে আলাপ রাখতে৷
এই আলোচনাসভায় নব্য-উপনিবেশবাদ এবং বাংলাদেশে এর উপস্থিতি, বিস্তার এবং শ্রমবাজারে তার প্রভাব নিয়ে আলাপের পাশাপাশি ভবিষ্যত বাংলাদেশে এই 'নিওকলোনিয়ালিজম'-এর সঙ্গে লড়াইয়ের সময়োপযোগী ও বাস্তবধর্মী উপায়গুলো নিয়েও বক্তব্য রাখবেন তিনি। সভাটি সকলের জন্যে উন্মুক্ত।
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/5NmbDakeLSCyLkTL6
এছাড়া, আগামী বারো ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার, সমাজ বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে চলচিত্র নির্মাণ এবং সাংবাদিকতার বিষয়ে হাতেকলমে একটি কর্মশালার আয়োজনে থাকছেন তিনি। নাগরিক সাংবাদিকতাসহ, সকলধরণের সাংবাদিকতায় আগ্রহী(বিশেষ করে এক্টিভিস্ট জার্নালিজমে)-রা অংশগ্রহণ করতে পারেন এই
তোমার চিন্তা বদলাবে সমাজ!
তোমার চিন্তা বদলাবে সমাজ!
রাষ্ট্রচিন্তা-চবি নিয়ে আসছে এমন দুটি আয়োজন, যা আপনার জ্ঞান, দক্ষতা ও উদ্যোগকে সমাজ পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
আলোচনা সভা:
"Modern Day Economic Slavery: Neocolonialism and the Future of Bangladesh"
তারিখ: ৯ই ডিসেম্বর, ২০২৪
স্থান: কলা অনুষদ গ্যালারি-২
সময়: দুপুর ২:৩০টা
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/5NmbDakeLSCyLkTL6
কর্মশালা:
"Filmmaking & Journalism in Action: A Hands-On Training"
তারিখ: ১২ই ডিসেম্বর, ২০২৪
স্থান: সমাজবিজ্ঞান অনুষদ সেমিনার রুম
সময়: সকাল ১১টা
অংশগ্রহণ ফি: ১০০ টাকা (ফরম পূরণ করে পরবর্তীতে বাছাই হওয়ার পর)
বিকাশ: ০১৫৫৯৫৭৯৮৪৭
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/gtTGvQAVpkT9TVn59
আমাদের সঙ্গে থাকছেন:
সা’দ শাহরিয়ার—বিশিষ্ট লেখক, ফিল্মমেকার ও মানবাধিকার কর্মী—যিনি বৈষম্য ও বর্ণবাদের বিরুদ্ধে তাঁর নিরন্তর সংগ্রাম করে গিয়েছেন।
আপনার অংশগ্রহণই হতে পারে পরিবর্তনের প্রথম ধাপ। রেজিস্ট্রেশন করুন এখনই, আসন সংখ্যা সীমিত!
'নির্বাচন ও সংবিধান সংস্কার' শীর্ষক আলোচনা সভার ৭ম পর্ব
রাষ্ট্রচিন্তা-চবি কর্তৃক আয়োজিত 'নির্বাচন ও সংবিধান সংস্কার' শীর্ষক আলোচনা সভার ৭ম পর্ব বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও নির্বাচন বিশেষজ্ঞ ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
রাষ্ট্রচিন্তা জার্নাল অক্টোবর সংখ্যা
রাষ্ট্রচিন্তা জার্নাল অক্টোবর সংখ্যা মাত্র ২০০ টাকা। গণ অভ্যুত্থান পরবর্তী এটাই আমাদের প্রথম প্রকাশিত জার্নাল।
সংশোধন - চট্টগ্রামের কোর্ট বিল্ডিং, হাইকোর্ট না।
নির্বাচন ও সংবিধান সংষ্কার শীর্ষক আলোচনা সভা ৬ষ্ঠ পর্ব
রাষ্ট্রচিন্তা-চবি কর্তৃক আয়োজিত 'নির্বাচন ও সংবিধান সংস্কার' শীর্ষক আলোচনা সভার ৬ষ্ঠ পর্বে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও নির্বাচন বিশেষজ্ঞ ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
২রা ডিসেম্বর, সোমবার, সমাজবিজ্ঞান অডিটোরিয়াম, চবি-তে আমন্ত্রণ জানাই, 'আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান' শীর্ষক একটি আলোচনা সভায়। সভায় প্রধান আলোচক হিসেবে থাকছেন, দেশবরেণ্য চিন্তক, সলিমুল্লাহ খান।
আরও থাকছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্যদ্বয়, অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ, এ্যাডভোকেট আরিফ খান এবং আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদের আহ্বায়ক, কবি ইমরান মাহফুজ।
আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান
আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান' শীর্ষক আলোচনা সভা
২রা ডিসেম্বর, সোমবার, সমাজবিজ্ঞান অডিটোরিয়াম, চবি-তে আমন্ত্রণ জানাই, 'আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান' শীর্ষক একটি আলোচনা সভায়। সভায় প্রধান আলোচক হিসেবে থাকছেন, দেশবরেণ্য চিন্তক, সলিমুল্লাহ খান।
আরও থাকছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্যদ্বয়, অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ, এ্যাডভোকেট আরিফ খান এবং আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদের আহ্বায়ক, কবি ইমরান মাহফুজ।
অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস: সাফল্য-ব্যর্থতা এবং সংকট-সম্ভাবনা
বক্তব্য: আল মাসনূন
অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস: সাফল্য-ব্যর্থতা এবং সংকট-সম্ভাবনা
আয়োজক - Student Platform Against Oppression (SPAO)
অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস: সাফল্য-ব্যর্থতা এবং সংকট-সম্ভাবনা
আয়োজক - Student Platform Against Oppression (SPAO)