রাষ্ট্রচিন্তা চবি - Rastrochinta CU

রাষ্ট্রচিন্তা চবি - Rastrochinta CU রাষ্ট্র ও রাষ্ট্র-সংশ্লিষ্ট সকল কিছু নিয়ে চিন্তা করার এবং সেসব চিন্তা প্রচারের সংগঠন: রাষ্ট্রচিন্তা।

আজকেই রেজিস্ট্রেশনের শেষ দিন! তারিখ: ১২ই ডিসেম্বর, ২০২৪স্থান: সমাজবিজ্ঞান অনুষদ সেমিনার রুমসময়: সকাল ১১টাঅংশগ্রহণ ফি: ১০...
10/12/2024

আজকেই রেজিস্ট্রেশনের শেষ দিন!

তারিখ: ১২ই ডিসেম্বর, ২০২৪
স্থান: সমাজবিজ্ঞান অনুষদ সেমিনার রুম
সময়: সকাল ১১টা
অংশগ্রহণ ফি: ১০০ টাকা (ফরম পূরণ করে পরবর্তীতে বাছাই হওয়ার পর)
বিকাশ: ০১৫৫৯৫৭৯৮৪৭
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/gtTGvQAVpkT9TVn59

09/12/2024

"Modern Day Economic Slavery: Neocolonialism and the Future of Bangladesh" শীর্ষক আলোচনা সভায় আমাদের সাথে আছেন বিশিষ্ট লেখক, ফিল্মমেকার ও হিউম্যান রাইটস এক্টিভিস্ট সা'দ শাহরিয়ার।

আগামীকাল (৯ ডিসেম্বর) রাষ্ট্রচিন্তা-চবি "Modern Day Economic Slavery: Neocolonialism and the Future of Bangladesh" শীর্ষ...
08/12/2024

আগামীকাল (৯ ডিসেম্বর) রাষ্ট্রচিন্তা-চবি "Modern Day Economic Slavery: Neocolonialism and the Future of Bangladesh" শীর্ষক আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে। আলোচনা সভায় নব্য-উপনিবেশবাদ এবং বাংলাদেশে এর উপস্থিতি, বিস্তার এবং শ্রমবাজারে তার প্রভাব নিয়ে আলাপের পাশাপাশি ভবিষ্যত বাংলাদেশে এই 'নিওকলোনিয়ালিজম'-এর সঙ্গে লড়াইয়ের সময়োপযোগী ও বাস্তবধর্মী উপায়গুলো নিয়েও বক্তব্য রাখবেন তিনি।

আগ্রহীদের আমন্ত্রণ রইলো।

স্থান: কলা অনুষদ গ্যালারি-২
সময়: দুপুর ২:৩০টা
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/5NmbDakeLSCyLkTL6

07/12/2024

ডিসেম্বরের নয় তারিখ, রোজ সোমবার, সাংবাদিক, চলচিত্র নির্মাতা ও এক্টিভিস্ট সা'দ শাহরিয়ার আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে অর্থনৈতিক দাসত্বের আধুনিক পরিণতি নিয়ে আলাপ রাখতে৷

এই আলোচনাসভায় নব্য-উপনিবেশবাদ এবং বাংলাদেশে এর উপস্থিতি, বিস্তার এবং শ্রমবাজারে তার প্রভাব নিয়ে আলাপের পাশাপাশি ভবিষ্যত বাংলাদেশে এই 'নিওকলোনিয়ালিজম'-এর সঙ্গে লড়াইয়ের সময়োপযোগী ও বাস্তবধর্মী উপায়গুলো নিয়েও বক্তব্য রাখবেন তিনি। সভাটি সকলের জন্যে উন্মুক্ত।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/5NmbDakeLSCyLkTL6

এছাড়া, আগামী বারো ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার, সমাজ বিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে চলচিত্র নির্মাণ এবং সাংবাদিকতার বিষয়ে হাতেকলমে একটি কর্মশালার আয়োজনে থাকছেন তিনি। নাগরিক সাংবাদিকতাসহ, সকলধরণের সাংবাদিকতায় আগ্রহী(বিশেষ করে এক্টিভিস্ট জার্নালিজমে)-রা অংশগ্রহণ করতে পারেন এই কর্মশালায়। তবে এক্ষেত্রে আসন সীমিত এবং বাছাইকরণ পরবর্তী ধাপে একটি ন্যুনতম অংশগ্রহণ ফি পরিশোধ করতে হবে।

রেজিস্ট্রেশনের লিংক: রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/gtTGvQAVpkT9TVn59

সংক্ষেপে,

আলোচনাসভা:
"Modern Day Economic Slavery: Neocolonialism and the Future of Bangladesh"

তারিখ: ৯ই ডিসেম্বর, ২০২৪
স্থান: কলা অনুষদ গ্যালারি-২
সময়: দুপুর ২.৩০টা
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/5NmbDakeLSCyLkTL6

কর্মশালা:
"Filmmaking & Journalism in Action: A Hands-On Training"

তারিখ: ১২ই ডিসেম্বর, ২০২৪
স্থান: সমাজবিজ্ঞান অনুষদ সেমিনার রুম
সময়: সকাল ১১টা
অংশগ্রহণ ফি: ১০০ টাকা (ফরম পূরণ করে পরবর্তীতে বাছাই হওয়া সাপেক্ষে)
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/gtTGvQAVpkT9TVn59

06/12/2024

তোমার চিন্তা বদলাবে সমাজ!
রাষ্ট্রচিন্তা-চবি নিয়ে আসছে এমন দুটি আয়োজন, যা আপনার জ্ঞান, দক্ষতা ও উদ্যোগকে সমাজ পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

আলোচনা সভা:
"Modern Day Economic Slavery: Neocolonialism and the Future of Bangladesh"

তারিখ: ৯ই ডিসেম্বর, ২০২৪
স্থান: কলা অনুষদ গ্যালারি-২
সময়: দুপুর ২:৩০টা
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/5NmbDakeLSCyLkTL6

কর্মশালা:
"Filmmaking & Journalism in Action: A Hands-On Training"

তারিখ: ১২ই ডিসেম্বর, ২০২৪
স্থান: সমাজবিজ্ঞান অনুষদ সেমিনার রুম
সময়: সকাল ১১টা
অংশগ্রহণ ফি: ১০০ টাকা (ফরম পূরণ করে পরবর্তীতে বাছাই হওয়ার পর)
বিকাশ: ০১৫৫৯৫৭৯৮৪৭
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/gtTGvQAVpkT9TVn59

আমাদের সঙ্গে থাকছেন:
সা’দ শাহরিয়ার—বিশিষ্ট লেখক, ফিল্মমেকার ও মানবাধিকার কর্মী—যিনি বৈষম্য ও বর্ণবাদের বিরুদ্ধে তাঁর নিরন্তর সংগ্রাম করে গিয়েছেন।

আপনার অংশগ্রহণই হতে পারে পরিবর্তনের প্রথম ধাপ। রেজিস্ট্রেশন করুন এখনই, আসন সংখ্যা সীমিত!

05/12/2024

রাষ্ট্রচিন্তা-চবি কর্তৃক আয়োজিত 'নির্বাচন ও সংবিধান সংস্কার' শীর্ষক আলোচনা সভার ৭ম পর্ব বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও নির্বাচন বিশেষজ্ঞ ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

04/12/2024

রাষ্ট্রচিন্তা জার্নাল অক্টোবর সংখ্যা মাত্র ২০০ টাকা। গণ অভ্যুত্থান পরবর্তী এটাই আমাদের প্রথম প্রকাশিত জার্নাল।

সংশোধন - চট্টগ্রামের কোর্ট বিল্ডিং, হাইকোর্ট না।

রাষ্ট্রচিন্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান' শীর্ষক আ...
04/12/2024

রাষ্ট্রচিন্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান' শীর্ষক আলোচনা সভা সোমবার(২ ডিসেম্বর,২০২৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।

শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ সভার প্রধান আলোচক,শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক সলিমুল্লাহ খান সলিমুল্লাহ খান - Salimullah Khan স্যারের প্রতি। তাঁর অসাধারণ আলোচনা বরাবরের মতোই আমাদের মুগ্ধ করেছে।তাঁর বক্তব্যে তিনি বলেন, ‘ভারত ১৯৭১ সালে আমাদের সাহায্য করেছে, এই অযুহাতে বাংলাদেশকে তার উপনিবেশ করে রাখতে চাইছে। পাকিস্তানিদের উপনিবেশ শাসন থেকে মুক্ত হওয়ার জন্য এত রক্ত আপনি ঢাললেন ভারতের উপনিবেশ হওয়ার জন্য?’
সংবিধান প্রসঙ্গে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন ‘বাংলাদেশের সংবিধান এখন অজ্ঞান অবস্থায় আছে। এতে বলা হয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটি একটি বড় জোচ্চুরি। এখানে হওয়া উচিত ছিল জনগণ সকল ক্ষমতার মালিক। আর এটি না হওয়ার কারণেই প্রতিনিধিত্বের রাজনীতি হচ্ছে। সরকার হয়েছে পাওয়ার অব এটর্নি। সকল ক্ষমতার উৎস নয়, মালিক জনগণ, যেন সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকে সরিয়ে দেওয়া যায় এমন সুযোগও থাকে।’
আবুল মনসুর আহমদের চিন্তা রচনার প্রশংসা করে সলিমুল্লাহ খান বলেন, ‘বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার সময় আবুল মনসুর আহমদ অনেকগুলো আপত্তি করেছিলেন। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের পরবর্তী সংস্করণে তিনি সেটা যোগ করেছেন। সবগুলোই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রাসঙ্গিক মনে হচ্ছে।’

কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান স্যারের প্রতি। ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে এক সেকেন্ডের জন্যও সময় নষ্ট না করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব শতভাগ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পালন করার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুথানের ফলে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন নিরলসভাবে কাজ করছে।’ তিনি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা ও রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার ফিরিয়ে আনতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

কৃতজ্ঞতা জানাই মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন Md. Kamal Uddin স্যারের প্রতি। তিনি বলেন, ‘আবুল মনসুর আহমদ রাষ্ট্র নির্মাণ করার জন্য যে পথ দেখিয়েছেন, তা আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। মহান মুক্তিযুদ্ধে দেশের সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, ২৪ এর আন্দোলনেও ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন। তাই গণঅভ্যুথানের ফলে রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গঠন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষ সকলকে একযোগে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার রক্তের সাথে আমরা কখনো বেঈমানী করতে পারবো না। তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রত্যককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’

কৃতজ্ঞতা জানাই সম্মানিত অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ, এ্যাডভোকেট আরিফ খান স্যারের প্রতি। তিনি বলেন, ‘৭১ ও ২৪ এর গণঅভ্যুত্থান দুটোই বৈষম্যের বিরুদ্ধে ছিলো। দুটোই গণসম্মতিতে হয়েছিলো। যেকোনো রাষ্ট্র প্রতিষ্ঠায় গণসম্মতি প্রয়োজন হয়। গণসম্মতি ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের রাষ্ট্র বিগত ফ্যাসিস্ট আমলে দখল হয়ে গিয়েছিল। আমাদের তরুণরা সেখান থেকে দখলমুক্ত করেছে।’
আবুল মনসুর আহমদকে নিয়ে তিনি বলেন, ' আবুল মনসুর আহমদ তাঁর রাষ্ট্রচিন্তায় সকলের ধর্মের স্বাধীনতা থাকতে হবে বলেছেন। ৭১ ও ২৪ এ আমাদের সংগ্রাম ছিলো বৈষম্যের বিরুদ্ধে। আবুল মনসুর আহমেদও সবসময় বৈষম্যের বিরুদ্ধে কাজ করে গেছেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন আইকনিক ব্যক্তিত্ব। বাঙালি মুসলমানদের প্রতিষ্ঠিত করতে সবসময় কাজ করে গেছেন এ রাজনীতিবিজ্ঞানী।’

কৃতজ্ঞতা জানাই সম্মানিত অতিথি, আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদের আহ্বায়ক, কবি ইমরান মাহফুজ Emran Mahfuz এর প্রতি। তিনি বলেন, ‘আবুল মনসুরের লেখায় উঠে এসেছে। গণতন্ত্রে আমাদের শিক্ষকরা ফেইল করেছে বলেই আমাদের গণতন্ত্র ফেইল করছে। আবুল মনসুর বলেছেন, গণতান্ত্রিক সরকার সঠিক পথে চলতে পারে যদি তার নাগরিক সোচ্চার হয়। আমরা যদি সোচ্চার না হই, তাহলে শুধুমাত্র গণজাগরণ বা ২৪ আবু সাঈদের জীবন দেয়া পরিবর্তন এনে দিতে পারবে না।’

উক্ত আয়োজনে সমাপনী বক্তব্য রাখেন আলোচনা সভার সভাপতি, রাষ্ট্রচিন্তা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক আর রাজী স্যার (Ar Raji)। কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁর প্রতি।

শ্রোতাদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশক’জন সম্মানিত শিক্ষক। তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। তাঁদের উপস্থিতি এ আয়োজনকে এক অনন্য মাত্রায় উন্নীত করেছে।

কৃতজ্ঞতা উপস্থিত সকল শ্রোতাদের প্রতি। আপনাদের সদয় উপস্থিতি আমাদের সত্যিই অভিভূত করেছে। আপনাদের সচেতনতা এবং আগ্রহ আমাদের আয়োজনকে সাফল্য প্রদান করেছে। অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ জানাই উপস্থিত সকল সাংবাদিককে, যারা ‘আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান' শীর্ষক আয়োজন কভার করে আমাদের অনুষ্ঠানকে সকলের কাছে পৌঁছে দিয়েছেন।

অশেষ কৃতজ্ঞতা আয়োজনে নিরলস পরিশ্রম করা রাষ্ট্রচিন্তার সদস্য এবং উপদেষ্টামন্ডলীর প্রতি। আপনারাই আমাদের শক্তি।

জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে এবং শ্রদ্ধা জানিয়ে শেষ করছি, যাদের আত্মত্যাগই আমাদের নির্ভীক রাজনৈতিক আলোচনার অনু্প্রেরণা।

-এস.বি. ফররুখ হোসেন (রি ফু)
-সাদিয়া আফরোজ তৃণা (Sadia Afroz Treena)
সভাপতি ও সহ-সভাপতি,
রাষ্ট্রচিন্তা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ফটো ক্রেডিট: Jahin Abir, Shahaf Chowdhury

04/12/2024

রাষ্ট্রচিন্তা-চবি কর্তৃক আয়োজিত 'নির্বাচন ও সংবিধান সংস্কার' শীর্ষক আলোচনা সভার ৬ষ্ঠ পর্বে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও নির্বাচন বিশেষজ্ঞ ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

04/12/2024

চবিতে রাষ্ট্রচিন্তার সভায় সলিমুল্লাহ খান
"সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ যেন সরিয়ে দিতে পারে, সে সুযোগ রাখতে হবে"
=====
সকল ক্ষমতার উৎস নয়, মালিক জনগণ। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশের মালিক জনগণ যেন তাকে সরিয়ে দিতে পারে, এমন সুযোগ রাখতে হবে। রাষ্ট্রচিন্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা : প্রেক্ষাপট গণঅভ্যুথান’ বিষয়ে সোমবার (২ ডিসেম্বর, ২০২৪) দুপুর ২:৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক জনাব সলিমুল্লাহ খান এ কথা বলেন।

জনাব সলিমুল্লাহ খান বলেন, বাংলাদেশের সংবিধান অজ্ঞান অবস্থায় আছে। যেটিতে বলা হয়েছে, সকল ক্ষমতার উৎস জনগণ। এখানে হওয়া উচিত ছিল জনগণ সকল ক্ষমতার মালিক। আর এটি না হওয়ার কারণেই প্রতিনিধিত্বের রাজনীতি হচ্ছে। সরকার হয়েছে পাওয়ার অব এটর্নি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান নিয়ে আবুল মনসুর আহমেদ কিছু আপত্তি তুলে ধরেছিলেন তার বইয়ে। জুলাই গণঅভ্যুত্থানের পর সেগুলো প্রাসঙ্গিক হয়ে উঠৈছে। শেখ মুজিব আবুল মনসুরকে সংবিধান সংশোধনের জন্য আহ্বান করেছিলেন। শেখ মুজিব কথা দিতেন কিন্ত কথা রাখতেন না। সংবিধান সংশোধনের কথাও তিনি শতভাগ প্রত্যাখান করেন।

শেখ হাসিনার নৈতিক মৃত্যুদণ্ড হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের সাত নং ধারায় আওয়ামীলীগ সরকার একটি সংশোধন এনেছে যে, কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে চাইলে তার শাস্তি মৃত্যুদণ্ড।‌ এ শাস্তি হাসিনারই প্রাপ্য। সে যেখানেই পালিয়ে থাকুক না কেন, তার নৈতিক মৃত্যুদণ্ড হয়েছে।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আরিফ খান ও আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদের আহবায়ক কবি ইমরান মাহফুজ। অনুাষ্ঠানে সভাপতিত্ব করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও রাষ্ট্রচিন্তা এর উপদেষ্টা জনাব খ.আলী আর রাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রচিন্তার সদস্য তানভীন কায়েস।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে এবং জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে এক সেকেন্ডের জন্যও সময় নষ্ট না করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব শতভাগ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পালন করার চেষ্টা করছি। তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুথানের ফলে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন নিরলসভাবে কাজ করছে। তিনি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা ও রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার ফিরিয়ে আনতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, আবুল মনসুর আহমদ রাষ্ট্র নির্মাণ করার জন্য যে পথ দেখিয়েছেন, তা আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি। মহান মুক্তিযুদ্ধে দেশের সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, ’২৪ এর আন্দোলনেও ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন। তাই গণঅভ্যুথানের ফলে রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গঠন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষ সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের সাথে আমরা কখনো বেঈমানী করতে পারবো না। তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রত্যককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

এ্যাডভোকেট আরিফ খান বলেন, দেশে অনেকগুলো গণঅভ্যুত্থান হয়েছে। সাম্প্রতিক সময়ে ২০২৪ এর জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলতে চাই। ৭১ ও ২৪'র গণঅভ্যুত্থান দুটোই বৈষম্যের বিরুদ্ধে ছিলো। দুটোই গণসম্মতিতে হয়েছিলো। যেকোনো রাষ্ট্র প্রতিষ্ঠায় গণসম্মতি প্রয়োজন হয়। গণসম্মতি ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদের রাষ্ট্র বিগত ফ্যাসিস্ট আমলে দখল হয়ে গিয়েছিল। আমাদের তরুণরা সেখান থেকে দখলমুক্ত করেছে।

আবুল মনসুর আহমেদকে নিয়ে তিনি বলেন, ' আবুল মনসুর আহমেদ তাঁর রাষ্ট্রচিন্তায় সকলের ধর্মের স্বাধীনতা থাকতে হবে বলেছেন। ৭১ ও ২৪ এ আমাদের সংগ্রাম ছিলো বৈষম্যের বিরুদ্ধে। আবুল মনসুর আহমেদও সবসময় বৈষম্যের বিরুদ্ধে কাজ করে গেছেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন আইকনিক ব্যক্তিত্ব। বাঙালি মুসলমানদের প্রতিষ্ঠিত করতে সবসময় কাজ করে গেছেন এ রাজনীতিবিজ্ঞানী।

কবি ইমরান মাহফুজ বলেন, আবুল মনসুরের লেখায় উঠে এসেছে। গণতন্ত্রে আমাদের শিক্ষকরা ফেইল করেছে বলেই আমাদের গণতন্ত্র ফেইল করছে। আবুল মনসুর বলেছেন, গণতান্ত্রিক সরকার সঠিক পথে চলতে পারে যদি তার নাগরিক সোচ্চার হয়। আমরা যদি সোচ্চার না হই, তাহলে শুধুমাত্র গণজাগরণ বা ২৪ আবু সাঈদের জীবন দেয়া পরিবর্তন এনে দিতে পারবে না।

আলোচনা সভায় ২৪ গণআন্দোলনে শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
-----------
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ০৪/১২/২০২৪

02/12/2024

২রা ডিসেম্বর, সোমবার, সমাজবিজ্ঞান অডিটোরিয়াম, চবি-তে আমন্ত্রণ জানাই, 'আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান' শীর্ষক একটি আলোচনা সভায়। সভায় প্রধান আলোচক হিসেবে থাকছেন, দেশবরেণ্য চিন্তক, সলিমুল্লাহ খান।
আরও থাকছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্যদ্বয়, অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ, এ্যাডভোকেট আরিফ খান এবং আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদের আহ্বায়ক, কবি ইমরান মাহফুজ।

02/12/2024

আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান

29/11/2024

২রা ডিসেম্বর, সোমবার, সমাজবিজ্ঞান অডিটোরিয়াম, চবি-তে আমন্ত্রণ জানাই, 'আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান' শীর্ষক একটি আলোচনা সভায়। সভায় প্রধান আলোচক হিসেবে থাকছেন, দেশবরেণ্য চিন্তক, সলিমুল্লাহ খান।
আরও থাকছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্যদ্বয়, অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ, এ্যাডভোকেট আরিফ খান এবং আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদের আহ্বায়ক, কবি ইমরান মাহফুজ।

২রা ডিসেম্বর, সোমবার, সমাজবিজ্ঞান অডিটোরিয়াম, চবি-তে আমন্ত্রণ জানাই, 'আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্য...
29/11/2024

২রা ডিসেম্বর, সোমবার, সমাজবিজ্ঞান অডিটোরিয়াম, চবি-তে আমন্ত্রণ জানাই, 'আবুল মনসুর আহমদের রাষ্ট্রচিন্তা: প্রেক্ষাপট গণঅভ্যুত্থান' শীর্ষক একটি আলোচনা সভায়। সভায় প্রধান আলোচক হিসেবে থাকছেন, দেশবরেণ্য চিন্তক, সলিমুল্লাহ খান।

আরও থাকছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্যদ্বয়, অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ, এ্যাডভোকেট আরিফ খান এবং আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদের আহ্বায়ক, কবি ইমরান মাহফুজ।

25/11/2024

অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস: সাফল্য-ব্যর্থতা এবং সংকট-সম্ভাবনা

বক্তব্য: আল মাসনূন

23/11/2024

অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস: সাফল্য-ব্যর্থতা এবং সংকট-সম্ভাবনা

আয়োজক - Student Platform Against Oppression (SPAO)

Address

University Of Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাষ্ট্রচিন্তা চবি - Rastrochinta CU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share