09/01/2025
উমর ইবনুল খাত্তাব (রাঃ) বলেন,আমি রাসুল (সঃ)কে বলতে শুনেছি,কাজ এর প্রাপ্য নিয়ত অনুযায়ী।আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে।তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে,যে জন্য, সে হিজরত করেছে।
সহিহ বুখারী হাদিস নং-০১