সাম্প্রতিক চট্রগ্রাম

সাম্প্রতিক চট্রগ্রাম সাম্প্রতিক চট্রগ্রাম is professional page for Chittagong news update Our goal is to highlight the lifestyle of sitakunda's people

Sitakunda is one of the traditional upazilas of Chittagong.সাম্প্রতিক চট্রগ্রাম is professional page for sitakunda news .

25/06/2024
25/06/2024

সীতাকুন্ডের ভাটিয়ারী ৪ নং ওয়ার্ড ষ্টেশন দাশ পাড়ায় বসত বাড়িতে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

মিরসরাইয়ে ভারতীয় সীমান্তে চোরাকারবারীর সাথে জড়িত যুবক বিএসএফের গুলি খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে নিহত হয়। চিনি চোরাচালানের ক...
24/06/2024

মিরসরাইয়ে ভারতীয় সীমান্তে চোরাকারবারীর সাথে জড়িত যুবক বিএসএফের গুলি খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে নিহত হয়। চিনি চোরাচালানের কাজে নিয়োজিত জাহেদুল ইসলাম (১৭) উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের ফারুকুল ইসলামের ছেলে।
নিহতের বাবা ফারুকুল ইসলাম জানান, গতকাল রবিবার রাত ১১ টা নাগাদ চিনি আনার জন্য ভারতীয় সীমান্তে যায় আমার ছেলে সহ বেশ কয়েকজন। বিএসএফ এবং বিজিবির মধ্যে গোলাগুলি হয় শুনেছি। নৌকায় আমার ছেলে সহ ২ জন ছিল। আমার ছেলে সাঁতার না জানায় গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে ডুবে যায়। অপরজন সাঁতরে পার হয়ে উপরে উঠে যায়। এখন পর্যন্ত আমার ছেলের কোনো হদিস পাওয়া যায় নি।একাধিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ ভাবে চিনি , মাদক, গরু সহ বিভিন্ন ভারতীয় পন্য বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকছে। বিশেষ করে রাতের অন্ধকারে চিনি চোরাকারবারিরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে এই সীমান্ত।নিহতের লাশ এখনো উদ্ধার সম্ভব হয়নি। নিখোঁজ জাহেদ কে খোঁজার জন্য ৩ ঘন্টা উদ্ধার অভিযান চালায় ডুবুরি দল। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়। লাশ উদ্ধারে আগামীকাল পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস।

অলিনগর বিওপি (বর্ডার আউটপোস্ট) ক্যাম্প কমান্ডার খোরশেদ আলম এর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে সরে পড়েন।

সীতাকুণ্ডে মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সৈয়দপুর ইউনিয়নের শ...
24/06/2024

সীতাকুণ্ডে মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সৈয়দপুর ইউনিয়নের শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমল চন্দ্র কর্মকার বলেন, ভোরে মন্দিরের পুরোহিত মন্দিরে পূজা দিতে আসেন। তখন দেখতে পান মন্দিরের গ্রিল ভাঙা। আর প্রতিমার গায়েও কোনো স্বর্ণালংকার নেই। শুধু তাই নয় মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকাও নিয়ে যায় চোর চক্রটি।

তিনি আরও বলেন, মন্দিরের পাশে থাকা একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, মুখোশ পরা তিন থেকে চারজন লোক লোহার শাবল নিয়ে মন্দিরের দিকে আসছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আর সিসিটিভি ফুটেজ দেখাও হয়েছে এবং কিছু আলামতও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে। মন্দিরে ফেলে যাওয়া লোহার শাবলসহ সরঞ্জাম দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনাই। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

মন্দির পরিচালনা কমিটিকে লিখিত একটি থানায় অভিযোগ করার জন্য বলেছি। আর তাঁরা যদি লিখিত অভিযোগ নাও করেন তারপরও আমাদের তদন্তের কাজ অব্যাহত থাকবে। যেহেতু এটি মন্দিরে চুরির ঘটনা।

চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকায় চুরি করতে এসে ৯ তলা ভবন পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (২৪ জুন) সন্ধ্যায় লাশের পঁচা গন্ধ...
24/06/2024

চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকায় চুরি করতে এসে ৯ তলা ভবন পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় লাশের পঁচা গন্ধা পায় স্থানীয়রা। পরে খোঁজ করে দেখে বন্ধন টাওয়ার ও আলকরণ টাওয়ার নামে দুই ভবনে মাঝামাঝি খালি স্থানে আটকে আছে এক যুবক।

জানা যায়, গত ২২ জুন রাতে বন্ধন টাওয়ারে মোবাইল চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, চুরির ঘটনা টের পেলে ভবনে বসবাসরতদের চিৎকারে পালিয়ে যায় চোরের দল। চুরি করতে এসে পালিয়ে যাওয়ার সময় ভবনের পড়ে মৃত্যুবরণ করে যুবকটি।

ভবনটির মালিক নিজাম হাসান বলেন, আজ সন্ধ্যায় একরকম পঁচা গন্ধা পাওয়া যায় বিল্ডিংয়ের আশপাশে। পরে দেখা যায় দুই বিল্ডিংয়ে মাঝখানে আটকে আছে এক যুবক। পরে স্থানীয় কাউন্সিলরকে খবর দেওয়া হয়। পরে পুলিশ সদস্য এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

আমার বিল্ডিং থেকে গত পরশুদিন রাতে দুই মোবাইল চুরি হয়। তারা দুইজন ছিল। মনে হয় একজন পালিয়ে যেতে পারলে অন্যজন ডিসের তার দিয়ে নামার সম দুই বিল্ডিংয়ের মাঝখানে পড়ে যায়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক বলেন, ভোর ৪ টার দিকে সেখানে একটি চুরির ঘটনা ঘটে। লাশের সাথে চুরি হওয়া মোবাইল দুইটিও পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, তারা এক বিল্ডিং থেকে চুরি করে ছাদের উপর কিছুক্ষণ অপেক্ষা করে। পরে তারা অন্য আরেকটি বিল্ডিংয়ের ছাদে যায়। যেহেতু দুইটা ৯ তলা বিল্ডিং। অন্য বিল্ডিংয়ের সিঁড়ির দরজা খোলা না পেয়ে পাশে আরেকটি দুই তলা বিল্ডিং রয়েছে, সেখানে বাথরুমের পাইপ দিয়ে নামতে গিয়ে পড়ে যায়।

লাশটি দুই বিল্ডিংয়ের লোহার নেটের সাথে আটকানো ছিল। লাশ উদ্ধার করে চমেক মর্গে পাঠানো হয়েছে। ঐ যুবকের নাম পরিচয় সনাক্ত করতে কাজ অব্যাহত আছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ বিল বকেয়া  ১ কোটি ২৮ লাখ!
24/06/2024

চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ বিল বকেয়া ১ কোটি ২৮ লাখ!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত, নাম কামাল -বাড়ি তেলীপাড়া
21/06/2024

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারীতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত, নাম কামাল -বাড়ি তেলীপাড়া

টার্গেট করতো স্বর্ণালংকার, টাকা, স্মার্ট ফোনসহ মূল্যবান জিনিস আছে এমন নারী যাত্রীদের। সিএনজিচালিত অটোরিকশায় তুলে বন্ধুত্...
21/06/2024

টার্গেট করতো স্বর্ণালংকার, টাকা, স্মার্ট ফোনসহ মূল্যবান জিনিস আছে এমন নারী যাত্রীদের। সিএনজিচালিত অটোরিকশায় তুলে বন্ধুত্বসুলভ আচরণ করে কথাবার্তা বলে চেতনানাশক স্প্রে লাগানো টিস্যু দিয়ে ঘাম মুছে দিতো।

এরপর কেড়ে নিতো ব্যাগ, টাকা, স্মার্ট ফোন, কাপড়, খাদ্যসামগ্রীসহ সব কিছু। এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ৷ শুক্রবার (২১ জুন) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল।

গ্রেপ্তার দুইজন হলেন, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বড়ুয়া পাড়াপ্রান্ত বড়ুয়ার কলোনিতে বসবাসকারী শ্রীধন বড়ুয়ার ছেলে সোহেল বড়ুয়া (৩৪) ও বোয়ালখালী উপজেলার ১০নং আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের সারোয়াতলী গ্রামের আহল্লা, হারুন মেম্বারের বাড়ির জসিম উদ্দিনের স্ত্রী রোকসানা আক্তার সুমি (২৫)।

আসামিদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা, ১টি ওজন পরিমাপক যন্ত্র, ও ১টি ব্যানেটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ০১ জুন বেলা সাড়ে ১২টায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাট বাজারের সামনে পাকা রাস্তার উপর দাঁড়িয়েছিলেন এক নারী।

চক্রের গাড়িতে তুলে স্বল্পমূল্যে টিসিবির পণ্যের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে গ্রেপ্তার রোকসানা আক্তার সুমি চেতনানাশক স্প্রে লাগানো টিস্যু দিয়ে ওই নারীর কপালের ঘাম মুছে দেওয়ার ভান করে নাকের সামনে টিস্যু ধরে। এরপরে তাদের কথামতো ওই নারীর হাতে থাকা ব্যাগ, ব্যবহৃত মটরোলা কোম্পানির এ্যানড্রয়েড মোবাইল ফোন (মূল্য অনুমান ১০,০০০/- টাকা,) নগদ ১,০০০/- টাকা, ৩ সেট থ্রি পিছ, মূল্য অনুমান ৭,৫০০/- , শুকনো মরিচ ৫ কেজি, মূল্য অনুমান ৩,০০০/- টাকা আসামীর হাতে তুলে দেয়।

পরবর্তীতে চক্রের সদস্যরা ওই নারীকে পাহাড়তলী বাজারে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। গত ২০ জুন একই স্থান থেকে একই কায়দায় এক নারীকে ফাঁদে ফেলার সময় স্থানীয় লোকজন আটক করে থানায় সোপর্দ করে।

গত ১ জুনের ঘটনার ভুক্তভোগী নারী দুইজনকে শনাক্ত করে। দুই আসামি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

হলের গ্রিল খুলে বিক্রির সময় আটক চবি ছাত্রলীগ কর্মী
20/06/2024

হলের গ্রিল খুলে বিক্রির সময় আটক চবি ছাত্রলীগ কর্মী

19/06/2024
সীতাকুণ্ডে পুলিশের ধাওয়ায় সিএনজি চালকের মৃত্যু
19/06/2024

সীতাকুণ্ডে পুলিশের ধাওয়ায় সিএনজি চালকের মৃত্যু

কক্সবাজারের দুর্গম জনপদ রামুর ঈদগড়ে নব দম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২ ...
19/06/2024

কক্সবাজারের দুর্গম জনপদ রামুর ঈদগড়ে নব দম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় এই লোহমর্ষক ঘটনাটি ঘটে।

নিহত দম্পতিরা হলেন ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকার আমেনা খাতুনের মেয়ে রুবিনা আকতার (১৭) ও চট্টগ্রামের রাউজানের বাসিন্দা নুর মোহাম্মদ (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবিনা আকতারের পিতা কামাল হোছেন বাইশারি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধুইল্যাজিরি এলাকার বাসিন্দা। পিতা মাতার দাম্পত্য কলহের কারণে নিহত রুবিনা আকতার তার নানার বাড়ি ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় থাকতেন।

রুবিনা আকতার ও নুর মোহাম্মদ দম্পতি প্রেম করে বিয়ে করে। তাদের বিয়েটি ছিল বাল্যবিবাহ।

ঈদগড় ৬নং ওয়ার্ডের মেম্বার কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনে প্রশাসনকে অবগত করি। বর্তমানে ঘটনাস্থলে রামু থানা পুলিশ ও সিআইডি কাজ করছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সঠিক বলা যাচ্ছে না। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী জানান, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি, লাশের সুরতহাল রিপোর্টের কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সীতাকুণ্ডের ফৌজদারহাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত
17/06/2024

সীতাকুণ্ডের ফৌজদারহাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত

রাঙামাটিতে পৃথক বজ্রাঘাতে এক নারীসহ নিহত ৫
15/06/2024

রাঙামাটিতে পৃথক বজ্রাঘাতে এক নারীসহ নিহত ৫

(((( দয়া করে সবাই শেয়ার করুন))) আমাদের বোন সাইলার খোঁজ মিলছেনা আজ ২৫ দিন!!!নাম সাবরিনা ইয়াসমিন সাইলা। বাড়ী ফরহাদাবাদ ইউন...
15/06/2024

(((( দয়া করে সবাই শেয়ার করুন)))
আমাদের বোন সাইলার খোঁজ মিলছেনা আজ ২৫ দিন!!!

নাম সাবরিনা ইয়াসমিন সাইলা। বাড়ী ফরহাদাবাদ ইউনিয়ন, হাটহাজারী, চট্টগ্রাম। সে ২০২৩ HSC পরীক্ষা দিয়েছিল। ছোট বেলা থেকে সহজ সরল ও চাপা স্বভাবের। পর্দাসীন ধার্মিক ও দ্বীনি পরিবারের মেয়ে। কিছু দিন আগে থেকে মানসিক ভাবে একটু অসুস্থ ছিল।

কোন ব্যক্তি বা আশপাশের কোথাও চোখে পড়লে বা দেখে থাকলে ইনবক্সে অথবা নিচের মোবাইল নাম্বারে
তথ্য দিয়ে সহায়তা করার বিশেষ অনুরোধ রইলো।

নাম:- সাবরিনা সাইলা (২১)
বাবার নাম:- ফরিদুল আলম
বাড়ি:- সৈয়দ কোম্পানি, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম।
শাওন-০১৮৩৬৫৯৯০৩৭
ওসমান-০১৮১৯৬১৬৪৬৭
©

15/06/2024

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদুল আজহা কাল

14/06/2024

নাফ নদীতে মিয়ানমারের যুদ্ধ জাহাজ!
আতংকে স্থানীয়রা...

চট্টগ্রামের হালিশহরে গোডাউনে মিলল ব্যবসায়ীর লাশ
14/06/2024

চট্টগ্রামের হালিশহরে গোডাউনে মিলল ব্যবসায়ীর লাশ

13/06/2024

সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত

স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার।ভিকটিম ইয়াছমিন আকতার প্র. জেসমিন (২২) গত ০৪ বছর পূর্বে প্রেমের সম্পর্ক থেকে জোবাইর ...
10/06/2024

স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার।

ভিকটিম ইয়াছমিন আকতার প্র. জেসমিন (২২) গত ০৪ বছর পূর্বে প্রেমের সম্পর্ক থেকে জোবাইর উল্লাহ (৩১)-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান আছে। দাম্পত্যজীবনের শুরুতে কিছুদিন সুখে-শান্তিতে কাটালেও জোবাইর উল্লাহ একাধিক পরকীয়ায় আসক্ত হয়ে পড়ায় ইয়াছমিন আক্তার সাথে প্রায়ই ঝগড়াবিবাদে লিপ্ত হতো। গত ২২/০৫/২৪ খ্রি. রাতে ইয়াছমিন আক্তার তার মাকে ফোন করে জানায় যে, তার স্বামী তাকে মারধর করেছে। ভিকটিম ইয়াছমিন আক্তার ইতোপূর্বে তার স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে দুটি মামলা করে। তার স্বামী বিজ্ঞ আদালতে সেই মামলার হাজিরার আগেই তাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে বলেও ভিকমটিম তার মাকে মোবইল ফোনে জানায়।

গত ২৩/০৫/২৪ খ্রি. সকাল আনুমানিক ০৮:৫০ ঘটিকার সময় জোবাইর উল্লাহ তার ভাড়া বাসার মালিককে ফোন করে তার বাসায় কিছু একটা হয়েছে বলে পুলিশকে খবর দিতে বলে। বাসার মালিক এই ফোনকল পেয়ে বাসায় গিয়ে ইয়াছমিনকে মৃত পড়ে থাকতে দেখে চকবাজার থানা পুলিশকে সংবাদ দেয়। জোবাইর উল্লাহর বিরুদ্ধে চকবাজার থানায় হত্যামামলা রুজু হলে থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিশ্বস্তসূত্রের তথ্যমতে ০৯/০৬/২৪ খ্রি. দুপুর আনুমানিক ১৪:২০ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন মালঘর বাজারের পাশে আকবর কলোনি থেকে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে আসামিকে জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে কন্যাসন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে।

চট্টগ্রামের আনোয়ারার হাইলধর ইউনিয়ন অংশের শঙ্খ নদী থেকে বশর (৫২) নামে এক গরুর খামারের শ্রমিকের মরদেহ উদ্ধার
10/06/2024

চট্টগ্রামের আনোয়ারার হাইলধর ইউনিয়ন অংশের শঙ্খ নদী থেকে বশর (৫২) নামে এক গরুর খামারের শ্রমিকের মরদেহ উদ্ধার

পতেঙ্গা সৈকতে দুই গ্রুপের মারামারি, ছুরিকাঘাতে যুবক খুন
09/06/2024

পতেঙ্গা সৈকতে দুই গ্রুপের মারামারি, ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম নগরের বন্দর থানার আবিদার পাড়ার খেলতে গিয়ে একটি খালে পড়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
09/06/2024

চট্টগ্রাম নগরের বন্দর থানার আবিদার পাড়ার খেলতে গিয়ে একটি খালে পড়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

09/06/2024

জরুরী ভিত্তিতে দুই ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে, রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজে ডেলিভারি রুমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । যোগাযোগ নাম্বার ০১৭৭৯৫৯৬১৯৪.

02/06/2024

চট্টগ্রামে ক/ব/র দেওয়ার সময় হঠাৎ কেঁদে উঠল ‘মৃত’ নবজাতক🤲🤲

Address

Faujdarhat
Chittagong
4317

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাম্প্রতিক চট্রগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category