Masum Billah

Masum Billah artist

Click. Shafayet Ahmed
26/01/2024

Click. Shafayet Ahmed

আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় lবাঙালিমাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনওদিনই ভুলবেন...
26/01/2024

আপনি জানেন কী হাট্টিমাটিম’ আসলে ৫২ লাইনের একটি ছড়া, চার লাইনের নয় l

বাঙালিমাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনওদিনই ভুলবেন না কেউ।

কিন্তু ছড়াটি মোটেই মাত্র চার লাইনের নয়।

মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয়, তার মধ্যে একটি অবশ্যই

‘হাট্টিমাটিম টিম’।
তারা মাঠে পাড়ে ডিম,
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।

এর চেয়ে বেশি তথ্য শতকরা ৮০ শতাংশ বাঙালির কাছে রয়েছে কি না সন্দেহ।

আদতে ছড়াটি মোটেই ৪ লাইনের নয়। রোকনুজ্জামান খানের লেখা একটি ৫২ লাইনের সম্পূর্ণ ছড়া।

রোকনুজ্জামান খান জন্মেছিলেন ১৯২৫ সালের ৯ এপ্রিল অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায়। বাংলাদেশে তিনি ‘দাদাভাই’ নামে পরিচিত ছিলেন। সেদেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু-কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর।

তাঁর রচনার বেশিরভাগই শিশু-কিশোরদের জন্য। হাট্টিমাটিম সম্ভবত তাঁর রচনাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়।

১৯৬২ সালে রচিত হয় ছড়াটি। ১৯৬৮ সালে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৯ সালে মারা যান রোকনুজ্জামান।

সেই 52 লাইনের আসল ছড়াটা এইরকম -

টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।

বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।

সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।

উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।

সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।

উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।

চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।

বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।

শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।

গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।

মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।

গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।

হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।

ইন্টারনেট থেকে সংগৃহীত।

ভালোবাসা সত্যিই সুন্দর ❤️❤️
17/01/2024

ভালোবাসা সত্যিই সুন্দর ❤️❤️

09/01/2024

পানির অপর নাম জীবন!
কি দরকার গোসল করে এক বালতি জীবন নষ্ট করার?

কত নারীর পায়ের ছন্দ, কত কথাআর হাসি-কান্না মিশে আছে এই শিল্পে!❤️..অতীত অনেক সুন্দর ছিলো।😥
03/01/2024

কত নারীর পায়ের ছন্দ, কত কথা
আর হাসি-কান্না মিশে আছে এই শিল্পে!❤️..অতীত অনেক সুন্দর ছিলো।😥

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।আপনি নিরাপদে থাকুন অপরকে নিরাপদে রাখুন।আতশবাজি থেকে দূরে থাকুন।
31/12/2023

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।
আপনি নিরাপদে থাকুন অপরকে নিরাপদে রাখুন।
আতশবাজি থেকে দূরে থাকুন।

কি দারুন এক সময়ে দাঁড়িয়ে আছি আমরা! এমন মিল আর কখনো সম্ভব হবে না!৭১এর ৫২ বছর ৫২ এর ৭১ বছর.
17/12/2023

কি দারুন এক সময়ে দাঁড়িয়ে আছি আমরা!
এমন মিল আর কখনো সম্ভব হবে না!

৭১এর ৫২ বছর
৫২ এর ৭১ বছর.

😭😭 না ফেরার দেশে চলে গেলেন প্রিয় পোষা প্রাণী বিড়ালটা ।আচ্ছা পৃথিবী কি শুধু মানুষের জন্য??মানুষ মানুষের জন্য??তাহলে এই ...
04/12/2023

😭😭 না ফেরার দেশে চলে গেলেন প্রিয় পোষা প্রাণী বিড়ালটা ।
আচ্ছা পৃথিবী কি শুধু মানুষের জন্য??
মানুষ মানুষের জন্য??
তাহলে এই অবলা প্রানীগুলো কাদের জন্য/ এদের জন্য কারা ?

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,আমি বুঝেছিলাম সময় চাইছো;তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",আমি বুঝেছিলাম তোমার মন...
25/11/2023

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে অংক ভালো লাগে না,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে, এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্যের ঘরের ঘরনী
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।
স্যার হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মুস্তফার অসমাপ্ত ভালোবাসার গল্প!🙂💔

25/11/2023

সব ভুলকে 'সরি' বলে সমাধান করা যায় না।
কিছু কিছু ভুল শরীরের ভিতরকার ওই অদৃশ্য মাংসপিন্ডের উপর কঠিন দাগ কেটে দেয়।

Send a message to learn more

21/11/2023

ভর্তি চলছে ভর্তি চলছে
২০২৪ ইং সনের শিক্ষা বর্ষে কারিগরি শাখায় ( জেনারেল মেকানিক্স ও বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে)ফৌজদারহাট খয়রাতি মিঞা উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ভর্তি চলছে।
আসন সংখ্যা সীমিত

অসাধু ব্যবসায়ীদের লালসায় নিষ্পাপ পেঁয়াজ গুলো আজ মা হতে চলেছে।
20/11/2023

অসাধু ব্যবসায়ীদের লালসায় নিষ্পাপ পেঁয়াজ গুলো আজ মা হতে চলেছে।

Very good example of Resistor.
10/11/2023

Very good example of Resistor.

৯০ দশকের ছেলে মেয়েরাই চিনবে🤔তারপর বলুন আপনার এলাকায় কি নামে পরিচিত?
08/11/2023

৯০ দশকের ছেলে মেয়েরাই চিনবে🤔
তারপর বলুন
আপনার এলাকায় কি নামে পরিচিত?

কাজী নজরুল ইসলাম........এই হৃদয়ের ধ্যান-গুহা মাঝে বসিয়া শাক্যমুনি,ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি।এই কন্দরে আরব-...
04/11/2023

কাজী নজরুল ইসলাম........

এই হৃদয়ের ধ্যান-গুহা মাঝে বসিয়া শাক্যমুনি,
ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি।
এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহব্বান,
এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সাম-গান!!!
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির-কাবা নাই।

03/11/2023

২৭ টি ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ 😮

1. Team - ঠীম
2. Teacher -ঠিচা..
3. Table - ঠেইবল
4. Talent - ঠ্যালান্ট
5. Talk - ঠো..ক
6. Tank - l ঠ্যাংক
7. Target - ঠা-গিট
8. Task - ক ঠাস্ক
9. Taste - ঠেইসট
10. Tea - ঠী..
11. Technology - ঠেক-নলজি
12. Technical - ঠেকনিকাল
13. Key - খী
14. Keep - খীপ
15. King - খীং
16. Kick - খিক
17. Kid - খিড
18. Kill - খিল
19. Kingdom - খিং-ডাম
20. Kitchen - খিচান
21. Cat - খ্যাট
22. Come - খাম
23. Can - খ্যান
24. Could - খুড
25. Calendar - খ্যালিন-ডা
26. Queen - খুয়িন
27. Quick - খুয়িক

Assalamu alaikum my all Muslim brother and sister and other religions take my cordial love.How are you all?Alhamdulillah...
01/11/2023

Assalamu alaikum my all Muslim brother and sister and other religions take my cordial love.
How are you all?
Alhamdulillah I am also fit and fine by the grace of almighty Allah.
I hope everyone is fit and fine by the grace of almighty Allah.
Now I would like to say something about money.
Money cannot buy happiness. Money is a must for our life. But it is not the thing that necessary brings our happiness. Happiness is absolutely a psychology thing. It's the name of a fieling. It means the contentment of the mind .

পুলিশ মরলে কেউ পড়বে ইন্না-লিল্লাহ....!!! কেউ পড়বে আলহামদুলিল্লাহ...!!এতে... ও-ই পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের জন্য কোন...
01/11/2023

পুলিশ মরলে কেউ পড়বে ইন্না-লিল্লাহ....!!!
কেউ পড়বে আলহামদুলিল্লাহ...!!
এতে... ও-ই পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের জন্য কোন ফাঁরাক নেই,,!!
হয়তো তার সন্তান এবং স্ত্রীও
অপেক্ষমাণ ছিল...
কাক ডাকা ভোরে ডিউটিতে বেরিয়ে যাওয়া মানুষটি রাতে এসে একসাথে মেঝেতে পাটি বিছিয়ে খাবে,,!!!
তোমরা বরং ডাইনিং টেবিলেই খেও..!!
আমরা না হয় মেঝেতে বসেই দিন পার করতাম!!
সেই সুযোগটুকুও তো রাখলেনা!!
নিহত পুলিশ ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

01/11/2023

আপনার অর্জিত সম্পদ আপনি ভোগ করতে পারবেন কিনা সেটা অনিশ্চিত। কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে আকাম আর কুকাম করছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে সেটা নিশ্চিত !

27/10/2023
উপলব্ধি করতে পারছেন??একটু হৃদয় দিয়ে অনুভব করতে চেষ্টা করুন 😭💔হে আল্লাহ আপনি সকলকে হেফাজত করুন আমীন।
25/10/2023

উপলব্ধি করতে পারছেন??
একটু হৃদয় দিয়ে অনুভব করতে চেষ্টা করুন 😭💔
হে আল্লাহ আপনি সকলকে হেফাজত করুন আমীন।

এটা কেন করা হয়েছে জান‌তে চাই‌লে পূজা ক‌মি‌টির একজন জানান, "পূজার সময় আমাদের ঢোলের বাজনায় অনেক শব্দ হয়। এ‌তে আপনাদের মস...
18/10/2023

এটা কেন করা হয়েছে জান‌তে চাই‌লে পূজা ক‌মি‌টির একজন জানান, "পূজার সময় আমাদের ঢোলের বাজনায় অনেক শব্দ হয়। এ‌তে আপনাদের মসজিদে নামাজের সমস্যা হয়। সময়সূ‌চিটা মূলত এখা‌নে দিয়েছি ‌যেন নামা‌জের শুরু করে ৩০ মিনিট পর্যন্ত আমা‌দের লোকজন ঢোল ব্যবহার বন্ধ রাখে। কেউ ভু‌লে গে‌লেও কারও না কারও তো চো‌খে পড়‌বে",,নিয়মটা সব জায়গায় করা উচিৎ ❤️‍🩹❣️

 #কনফেডারেট_গোলাপলোকেশন: ফৌজদারহাট খয়রাতি মিঞা উচ্চ বিদ্যালয়।গাছটি রোপণ করেন ঐতিহ্যবাহী ফৌজদারহাট খয়রাতি মিঞা উচ্চ বি...
16/10/2023

#কনফেডারেট_গোলাপ
লোকেশন: ফৌজদারহাট খয়রাতি মিঞা উচ্চ বিদ্যালয়।
গাছটি রোপণ করেন ঐতিহ্যবাহী ফৌজদারহাট খয়রাতি মিঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম প্রধান শিক্ষক স্যার ।
ছবি: মুহাম্মদ মাসুম বিল্লাহ

Fuska Lover
27/09/2023

Fuska Lover

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
21/09/2023

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️







Address

Chittagong
4315

Telephone

+8801869708612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Billah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Billah:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All

You may also like