পি উ

পি উ A positive soul who is celebrating every moments of her life...❤️✨
Let's grow together..🥀
Hit follow and stay tuned..❤️
"DM FOR PROMOTION & SHOOT"🤞
(1)

Men in true love ব্যাপারটা ভ'য়ঙ্কর সুন্দর।আপনি যদি কোনো পুরুষের "শখের নারী" হতে পারেন সে আপনার জন্য সবকিছু করে।বন্ধুমহলে...
10/03/2025

Men in true love ব্যাপারটা ভ'য়ঙ্কর সুন্দর।

আপনি যদি কোনো পুরুষের "শখের নারী" হতে পারেন সে আপনার জন্য সবকিছু করে।বন্ধুমহলে আড্ডা ছেড়ে দেয়, আপনার খা'মখেয়ালি বাচ্চামি কে প্রশ্রয় দিয়ে নিজেই বাচ্চা হয়ে যায়। জানালার ধারে তার পছন্দের সিট ছেড়ে দেয়, পছন্দের লেগ পিস দিয়ে দেয়।

পুরুষ ভালোবাসলে ধৈর্য্যবান হয়ে যায়, যে পুরুষ কখনো কারোর জন্য অপেক্ষা করে না সে ঘন্টার পর ঘন্টা তোমার একটা কলের অপেক্ষা করবে।

পুরুষ চায় তার "শখের নারী" সবসময়ই খুশিতে থাকুক, এতেই তার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যায়!

পিতার কাছেও মেয়ে নিরাপদ না তাহলে যাবে কোথায়..?চট্টগ্রামের নিজের শিশু কন্যাকে নিয়মিত ধ**র্ষ*ণ করতো পিতা প্রদীপ। অতঃপর সেই...
10/03/2025

পিতার কাছেও মেয়ে নিরাপদ না তাহলে যাবে কোথায়..?

চট্টগ্রামের নিজের শিশু কন্যাকে নিয়মিত ধ**র্ষ*ণ করতো পিতা প্রদীপ। অতঃপর সেই ধ*ক পিতা আটক।

৯ মার্চ তারিখ কোতোয়ালি থানাধীন বলুয়ারদিঘীর পূর্বপাড় এলাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মারফত সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে জানতে পারে, জনৈক প্রদীপ কুমার বনিক (৫২) তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করতে যাওয়ার সুবাদে বাসায় একা পেয়ে নিজের কন্যা শিশু বর্ষা বনিক (১০) কে ধ*র্ষ*ণ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায় ইতিপূর্বেও তার বাবা প্রদীপ কুমার বনিক তার সাথে এরুপ আচরণ করেছে। ভিকটিম বর্ষা বনিক (১০) মায়ের পরামর্শে বাবা কর্তৃক ধর্ষণের ভিডিও কৌশলে মোবাইলে ধারণ করেছে। মোবাইল বর্তমানে পুলিশের হাতে জব্দ আছে।

আসামিকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা হাজতে রাখা হয়েছে এবং ভিকটিমকে তার মা এবং খালার সাথে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করা হয়েছে।

আসামী প্রদীপ কুমার বনিক'কে আটক করা হয়েছে। সে চকবাজার মতি টাওয়ার মার্কেটের সিকিউরিটি গার্ডের চাকুরী করে বলে জানা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

©

09/03/2025
Happy Women's Day Bangladesh 🙂
08/03/2025

Happy Women's Day Bangladesh 🙂

07/03/2025

প্রতিটা বাড়িতে লাউড স্পিকার গলার একটা মানুষ থাকে 🔊
আপনার বাড়িতে সেইটা কে?

নাইস!! তারপরও একটু কম হয়ে গেছে আপু🙂
05/03/2025

নাইস!! তারপরও
একটু কম হয়ে গেছে আপু🙂

ভালোবাসার থেকে ভালো রাখার দায়িত্বটা বেশি গুরুত্বপূর্ণ কারণ যেখানে ভালো থাকা যায় সেখানেই ভালোবাসা হয়।🌸🤍
03/03/2025

ভালোবাসার থেকে ভালো রাখার দায়িত্বটা বেশি গুরুত্বপূর্ণ কারণ যেখানে ভালো থাকা যায় সেখানেই ভালোবাসা হয়।🌸🤍

02/03/2025

Bride-to-be celebration & colour fest 👸🏼👑💖

Last part🌹🧿❤️



মির্জা গালিবের একটা কথা আছে  না—'সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে  যায়'।সময়ের সাথে আমরাও চলে  যাচ্ছি । কোথায়  যাচ্ছি জানি না...
01/03/2025

মির্জা গালিবের একটা কথা আছে না—
'সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়'।

সময়ের সাথে আমরাও চলে যাচ্ছি । কোথায় যাচ্ছি জানি না । তবে বুঝতে পারছি কোথাও একটা যাচ্ছি। হয়তো সমুদ্রের দিকে– নয়তো নক্ষত্রের দিকে। নিয়ম করে আমাদের জ্বর, ঠান্ডা, অভিমান হচ্ছে। বিনা পারিশ্রমিকে দিনের পর দিন নিজের সাথে অভিনয় করে যাচ্ছি। নিরপরাধ দুটো চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে। তবুও আমরা যাচ্ছি । প্রিয় মানুষ ফেলে, পরিচিত আকাশ ফেলে আমরা চলে যাচ্ছি। দূরে, বহুদূরে কোথাও!

22/02/2025

bride-to-be celebration & colour fest 👸🏼👑💖
I’ll never forget 🥰
Thank you my pappu shonaaaaa👱🏻‍♀️👱🏻‍♀️👱🏻‍♀️

.

Part 1💁‍♀️💁‍♀️

পৃথিবীতে সবচেয়ে সুন্দর মূহুর্ত গুলোর মধ্যে একটা মূহুর্ত হলো অভিমান সরিয়ে যখন দুজন মানুষ প্রচন্ড মায়ার টানে  এক হয়ে যায় ...
21/02/2025

পৃথিবীতে সবচেয়ে সুন্দর মূহুর্ত গুলোর মধ্যে একটা মূহুর্ত হলো অভিমান সরিয়ে যখন দুজন মানুষ প্রচন্ড মায়ার টানে এক হয়ে যায় । এই মূহুর্ত মানুষের জীবনের মাইল ফলক ।
মানব জন্মের ছোট ছোট সুখের মধ্যে এই ঘটনা গুলো কাউন্ট করার মতন ।❤️

এটা কিসের শুট ছিলো বলো দেখি..!💁‍♀️🤭
20/02/2025

এটা কিসের শুট ছিলো বলো দেখি..!💁‍♀️🤭

So true......😎
19/02/2025

So true......😎

19/02/2025

বিয়ে বাড়ির ব্লগ👩‍❤️‍💋‍👨
/Family/cousins/Groom🌻

It's a wedding Vlog💍

part 3

কোনো মেয়ের'ই নিজস্ব কোন চুলের ঘ্রান নেই! যেটা থাকে সেটা শ্যাম্পুর স্মেল। ঘুমালে সব মেয়েকে সুন্দর লাগে, এটা কিছু ছেলেরা ক...
18/02/2025

কোনো মেয়ের'ই নিজস্ব কোন চুলের ঘ্রান নেই! যেটা থাকে সেটা শ্যাম্পুর স্মেল। ঘুমালে সব মেয়েকে সুন্দর লাগে, এটা কিছু ছেলেরা কেন বলে আমার জানা নাই।

কারন, ঘুমালে সবার মুখ তৈলাক্ত, ফুলে থাকে। নিজের চেহারাই তখন নিজের ভালো লাগে না! এটাই বাস্তব। সিল্কি চুল, ফ্রেশ লুক, চোখে কাজল, গোলাপী ঠোট- এমন রুপেই ছেলেরা মেয়েদেরকে কল্পনা করে।
বিশ্বাস করেন বাস্তবে সবসময় এমন পরিপাটি হওয়ার সময় থাকে না! থাকলেও অতটা ইচ্ছে করে না। মেয়েদের শরীর কোন ফুলের বাগান না, যে সুরভিত স্মেল থাকবে।

মেয়েদেরও ঘাম হয়, ঘেমে একাকার হতে হয় ঘামে, ক্লান্তিতে, চিন্তায় মুখ কালো হয়ে থাকে।
পরিপাটি হয়ে হয়তো ৩/৪ ঘন্টা থাকা যায়। কিন্তু সব মেয়েই সাধারণভাবে থাকতে পছন্দ করে।
আপনারা কল্পনাতে সবসময় একটা পুতুলকে চিন্তা করেন! তারপর যখন বাস্তবে আর তাকে সেভাবে পান না, তখন আর তাকে ভালো লাগে না। সাধারনভাবে চিন্তা করুন। যে যেমন তাকে সেভাবে ভালোবাসুন।🌸❤️

17/02/2025

বিয়ে বাড়ির ব্লগ👩‍❤️‍💋‍👨
/Family/cousins/Groom🌻

It's a wedding Vlog💍

part 2

যারা বলেন না হাসব্যান্ড ওয়াইফের আবার আলাদা করে ডে কিসের? তারা তো প্রতিদিনই একসাথে থাকে??🙂আচ্ছা আপনি আমাকে বলেন তো,,,সকাল...
17/02/2025

যারা বলেন না হাসব্যান্ড ওয়াইফের আবার আলাদা করে ডে কিসের? তারা তো প্রতিদিনই একসাথে থাকে??🙂
আচ্ছা আপনি আমাকে বলেন তো,,,
সকালে ঘুম থেকে উঠে যদি বিছানায় একটা লাল গোলাপ দেখেন আপনার ভালো লাগবেনা?
বাজারের ব্যাগ থেকে বাজার বের করতে গিয়ে দেখলেন একটা কিটক্যাট। আপনার ভালো লাগবেনা?
হাসবেন্ড ওয়াইফ কি ২৪ ঘন্টাতেই রোমান্টিক সময় কাটায়..??
হঠাৎ হাসব্যান্ড যদি বলে বউ এই মাসে অনেক খরচ। টেডি চাইওনা কিন্তু। এই দেখো আমিই তোমার আস্ত টেডি!
আপনি কি শুদ্ধ একটা হাসি দিবেন না?
অথবা বললো তোমার তো বেলি ফুলের মালা অনেক ভালো লাগে তাইনা? আজকে খুঁজলাম গো কিন্তু পেলাম না!
আপনাকে ফুল টা না দিলেও আপনার ভালো লেগেছে শুনে যে আপনার মানুষ টা আপনার পছন্দ মনে রেখেছে!
আমার জানামতে সব হাসব্যান্ড ডেইলি বউ কে আই লাভ ইউ বলেনা। বলুক না একদিন কোনো ডে উপলক্ষেই!
আর যদি বলে আমি তোমাকে সারাজীবন আগলে রাখবো গো প্রমিস!
আপনার শুনতে কিন্তু সেই প্রথম দিনের মতোই লাগবে!
অনেক ব্যস্ততার মাঝে আপনাকে একটু জড়িয়ে ধরলে, কপালে একটা চুমু দিলে কি বলবেন?
আমার রান্না চুলায়, ঢং বাদ দাও? না বলবেন না। আপনি একটু হলেও শান্তি ফিল করবেন আর মনে মনে বলবেন আমি ভুল কাউকে বিয়ে করিনি!❤️

জীবনটা ক্ষনস্থায়ী। টাকা দিয়ে ভালোবাসা দেয়া যায় না।
আজই ভালোবাসুন।কাল কি হবে কে জানে....
©️Saifaner Ammu

Address

Chittagong
4000

Telephone

+8801855184417

Website

Alerts

Be the first to know and let us send you an email when পি উ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পি উ:

Videos

Share