Dawa Zhikr

Dawa Zhikr I'm thankful for every moment. Baap ka beta ❤️🔥

31/01/2025

রমজানের আগে থেকেই রাসূল সাঃ এই দোয়া টা পড়তেন। “আল্লাহুম্মা বাল্লিগনা ফি রামাদান, ওয়া বারিকলানা ফিহি।”

অর্থঃ আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, এবং সেখানে বরকত দিন।
পড়া শেষ হলে বলেন আমিন।🤲❤️‍🩹

31/01/2025

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লাহ 😊

30/01/2025

যত্নশীল পুরুষ
সুদর্শন পুরুষের চেয়ে ভালো.!

30/01/2025

🌿 ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জিকির 🌿

✨ ১. সর্বোত্তম তাসবিহ ✨
📖 আরবি:
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

🔊 উচ্চারণ:
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

📜 অর্থ:
আমি আল্লাহকে পবিত্রতা ও প্রশংসাসহ স্মরণ করছি।
📖 (বুখারি, ৬৪০৫)

🌟 ২. সবচেয়ে প্রিয় জিকির 🌟
📖 আরবি:
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

🔊 উচ্চারণ:
সুবহানাল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।

📜 অর্থ:
আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান।

🕋 ৩. সর্বোত্তম তাওহিদের জিকির 🕋
📖 আরবি:
لَا إِلٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

🔊 উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।

📜 অর্থ:
আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, সমস্ত রাজত্ব তাঁর এবং সকল প্রশংসাও তাঁর। তিনি সবকিছুর উপর ক্ষমতাশালী।
📖 (বুখারি, ৬৪০৪)

💖 ৪. গুনাহ মোচনের জিকির 💖
📖 আরবি:
أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ

🔊 উচ্চারণ:
আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি

📜 অর্থ:
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর দিকে প্রত্যাবর্তন করি।
📖 (মুসলিম, ২৭০২)

🌿 ৫. বিপদ-মুক্তির দোয়া 🌿
📖 আরবি:
حَسْبِيَ اللَّهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

🔊 উচ্চারণ:
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজীম।

📜 অর্থ:
আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি তাঁর উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের রব।
📖 (সূরা তাওবা: ১২৯)

🌟 ৬. দুশ্চিন্তা ও দুঃখ দূর করার দোয়া 🌟
📖 আরবি:
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

🔊 উচ্চারণ:
লা হাউলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।

📜 অর্থ:
আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।
📖 (বুখারি, ৬৩৮৪)

💎 ৭. সকাল-বিকালের বিশেষ দোয়া 💎
📖 আরবি:
رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا

🔊 উচ্চারণ:
রাদিতু বিল্লাহি রাব্বান, ওয়া বিল ইসলামি দ্বীনান, ওয়া বিমুহাম্মাদিন নবিয়্যান।

📜 অর্থ:
আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং মুহাম্মাদ (সাঃ)-কে আমার নবী হিসেবে গ্রহণ করেছি।
📖 (তিরমিজি, ৩৫১০)

📿 ৮. রিজিক বৃদ্ধির জিকির 📿
📖 আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رِزْقًا طَيِّبًا وَعِلْمًا نَافِعًا وَعَمَلًا مُتَقَبَّلًا

🔊 উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিযকান তোইয়্যিবান, ওয়া ইলমান নাফিআন, ওয়া আমালান মুতাক্বাব্বালান।

📜 অর্থ:
হে আল্লাহ! আমি আপনার কাছে হালাল রিজিক, উপকারী জ্ঞান এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।

🔥 ৯. শয়তান থেকে রক্ষার জিকির 🔥
📖 আরবি:
أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

🔊 উচ্চারণ:
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

📜 অর্থ:
আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।
📖 (সূরা নাহল: ৯৮)

🌙 ১০. রাতের জিকির 🌙
📖 আরবি:
بِسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا

🔊 উচ্চারণ:
বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া।

📜 অর্থ:
হে আল্লাহ! তোমার নামে আমি মৃত্যু বরণ করি ও জীবন লাভ করি।
📖 (বুখারি, ৬৩২৪)

🔖 উপসংহার 🔖
✔ আল্লাহর জিকির আমাদের অন্তরকে প্রশান্ত করে।
✔ নিয়মিত জিকির করলে গুনাহ মাফ হয়।
✔ জিকির করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

📢 এই গুরুত্বপূর্ণ জিকিরগুলো শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হয়!

#জিকির_ও_দোয়া
#ইসলামিক_প্রেরণা
#আল্লাহর_স্মরণ

30/01/2025

নিয়মিত জিকির হৃদয়কে প্রশান্ত করে, গুনাহ মুছে দেয় এবং আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে।

30/01/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

প্রতিদিনের সকাল ও বিকাল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এই সময়গুলোতে মহান আল্লাহর স্মরণ আমাদের জন্য কল্যাণ ও বরকত বয়ে আনে। তাই আসুন, আমরা নিয়মিত সকাল ও বিকালের দোয়া ও জিকিরের মাধ্যমে আমাদের দিনকে সুন্দর ও বরকতময় করে তুলি।

☀ সকালবেলার দোয়া ও জিকির ☀
১. সকালবেলার দোয়া:
📖 আরবি:
اللَّهُمَّ أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

🔊 উচ্চারণ:
আল্লাহুম্মা আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি, ওয়ালহামদু লিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।

📜 অর্থ:
হে আল্লাহ! আমরা সকাল করেছি এবং সমস্ত রাজত্বও তোমারই জন্য রয়েছে। সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। সমস্ত রাজত্ব তাঁর এবং সকল প্রশংসাও তাঁর। তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।
📖 (আবু দাউদ, ৫০৭১)

২. তিন কুল (সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস) – ৩ বার করে

৩. তাসবিহ:
📖 আরবি:
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

🔊 উচ্চারণ:
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

📜 অর্থ:
আমি আল্লাহকে পবিত্রতা ও প্রশংসাসহ স্মরণ করছি।
📖 (বুখারি, ৬৪০৫)

৪. তাওহিদের জিকির:
📖 আরবি:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

🔊 উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।

📜 অর্থ:
আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, সমস্ত রাজত্ব তাঁর এবং সকল প্রশংসাও তাঁর। তিনি সবকিছুর উপর ক্ষমতাশালী।

৫. সন্তুষ্টির দোয়া:
📖 আরবি:
رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا

🔊 উচ্চারণ:
রাদিতু বিল্লাহি রাব্বান, ওয়া বিল ইসলামি দ্বীনান, ওয়া বিমুহাম্মাদিন নবিয়্যান।

📜 অর্থ:
আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং মুহাম্মাদ (সাঃ)-কে আমার নবী হিসেবে গ্রহণ করেছি।

30/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

04/12/2024

আজ তরুন সমাজ আল্লাহর থেকে দূরে কেন?
🗣️Abu Taw Haa Muhammad Adnan

12/11/2024

Allah kahta he tu hidayat ke bagair mara gaya to barbaad ho

゚viralシ

02/11/2024

শেষ ১০০ বছরের পুরনো হাদিস 💗

29/10/2024

Those who love Allah are never alone. 💗💗
যে আল্লাহকে ভালোবাসে, সে কখনও একা নয়। 💗💗



゚viralシ

28/10/2024

Little steps lead to big changes.💗💗

Share if you agree! or Tag someone who inspires you.

Reflecting on growth 💗



“Indeed, Allah loves those who are constantly repentant and loves those who purify themselves.”[Quran 2:222]
06/06/2024

“Indeed, Allah loves those who are constantly repentant
and loves those who purify themselves.”

[Quran 2:222]

23/05/2024

ইনশাআল্লাহ ✨🌼

06/04/2024

Beauty of Islam 💝

25/03/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। 😭
মৃত্যু অনিবার্য। তাই কথায়, আচরণে, ভাবনায়, সংযত হওয়া জরুরী, যেকোনো মুহূর্তে ডাক আসতে পারে। আসুন বদলে যাই।

ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে গাড়ী ঘোরানোর সময় অন্য একটি গাড়ীর সাথে সংঘর্ষে আগুন লেগে যায়।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায়।
ঘটনাস্থলে ড্রাইভার পুড়ে ছাই হয়ে গেছে।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সকলকে হেফাজত করুক আমিন.


゚viralシ ゚

16/03/2024

হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমাদের সবাইকে পাপ কাজ থেকে মুক্তি করে দিন 🤲

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Dawa Zhikr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawa Zhikr:

Videos

Share