21/07/2025
হ্যালো আমি তেমন একটা ফেসবুকে লেখালেখি করি না আজ লিখতে বাধ্য হলাম যে মানুষ কত বড় বাটপার হয়, চিনে রাখুন এদের , এখানে একজন ক্যানভা সেলার এর সাথে কথা হয় জাস্ট কিছু কনসেপ্ট নেয়ার জন্য সে সম্ভবত বাড়ি ঢাকা রংপুর। এবার ঘটনায় আসা যাক, আমাকে রিকোয়েস্ট করে গত ২০ জুলাই রাতে তার পেজ digital hub এর নামে একটা লোগো এনিমেশন বানিয়ে দিতে! আমি বানানোর পর নাকি তার সেটা পছন্দ হয় নি, তাই সে পেমেন্ট ও করে নি কিন্তু আমার প্রশংসা করে আপনি একটা জিনিস ___এরকম, এরপর সকালে দেখলাম এই চোর আমার কন্টেন্ট তার পেজ এ স্টোরী যে পোস্ট করেছে আমি ইতিমধ্যে কপিরাইট স্ট্রাইক এর জন্য ফেসবুকে ফর্ম জমা দিয়েছি! সবাই এ Fraud কে চিনে রাখেন এই হচ্ছে পেজ স্টোরি লিঙ্ক https://www.facebook.com/share/1GuCAi5GjH/
Fraud ID link 🔗 https://www.facebook.com/share/1J9f6CSoiK/
তার পেজ এর screenshot already দেয়া আছে, সব Screenshot, দেখলে বুঝতে পারবেন সে কিরকম বাটপার, অতি মিষ্টি কথা বলা এসব মুখোশধারীর পাল্লায় পড়বেননা আশা করি।
Facebook Facebook for Creators , please take step I had already filled a form for copyright strike to a fraud who used my content at their story.