Dawah by Shiddika

Dawah by Shiddika আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,,,,🌼

আমার পেজ এ আসলে আমার জন্য দোয়া করবেন।।
(1)

04/01/2025

"আল্লাহ তোমাকে দুনিয়া দিয়েছেন, যাতে এটা দিয়ে তুমি পরকাল তালাস করতে পারো। এজন্য দেননি, যাতে তুমি দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ো"

— উসমান ইবনু আফফান (রাদ্বি.)
[আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৭/২৪১]

03/01/2025

ফজরের স্নিগ্ধতা,,,ফজর এক অলৌকিক তৃপ্তি!🖤🌸
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🌱❤️‍🩹

13/12/2024

আজ আপনি দুনিয়া পেয়ে রবকে ভুলে রইলেন, কাল হাশরে রব আপনাকে ভুলে গেলে কোথায় যাবেন! 🙂🌸

15/08/2024

★----হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে!!!

*
❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❞{ﷺ} 🖤🥀
*

আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল 🌻

15/06/2024

আরাফার দিনের দু‘আ:-

لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ، وهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ। লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

নেই কোন উপাস্য এক আল্লাহ ব্যতীত। তাঁর শরীক নেই। রাজত্ব তাঁর জন্য। প্রশংসা তাঁর জন্য। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।

(তিরমিজী - ৩৫৮৫)

15/06/2024

চারিদিকে হজ্জের সুবাস।
আকাশে-বাতাসে তালবিয়ার প্রতিধ্বনি।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক!🖤

আলহামদুলিল্লাহ

10/06/2024

বছরের উত্তম দিন আরাফার দিন! ❤️

১৫-ই জুন শনিবার পবিত্র আরাফার দিন
এইদিনে রোজা রাখলে দুই বছরের গুনাহ মাফ হবে!

ইন শা আল্লাহ 🖤

22/05/2024

-ন།ম།জ জ།ন্ন།তের চ།বি-☆࿐

আলহামদুলিল্লাহ 🌸🤎

19/05/2024

"শীঘ্রই এমন একটি যুগ আসবে, বাইরে থেকে মানুষকে মানুষই মনে হবে, কিন্তু ভেতর থেকে তারা হবে নেকড়ের চেয়েও নিকৃষ্ট।

তাদের যুবকেরা হবে ধূর্ত। শিশুরা হবে অস্থির, অশান্ত। বৃদ্ধরা হবে সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ থেকে বিরত।
তাদের মাঝে পাপিষ্ঠরা হবে সম্মানিত ও প্রভাবশালী ।
আর মুমিনরা হবে অপমানিত ও অধীনস্থ ।

-ইবরাহিম ইবনু আদহাম (রহিমাহুল্লাহ )

14/05/2024

সবর সহজ নয়! সবর হলো কান্না, সবর হলো একা অনুভব করা, সবর হলো অপমান গ্রাস করা, সবর হলো চোখের পানি ঢেকে রাখা হাসি, সবর হলো আল্লাহর সাড়া পাওয়ার জন্য কান্না। _ 🖤🤍

14/03/2024

—রোজা রাখলে শরীরের ওজন কমে না বরং পাপের ওজন কমে।।। 🖤🖤

আলহামদুলিল্লাহ,,,,,,,,,,,,,🤎☘️

13/03/2024

গলা শুকিয়ে যাবে কিন্তু অন্তরটা আল্লাহর ভয়ে উজ্জীবিত থাকবে;

এটাই রোযা..!🌼

আলহামদুলিল্লাহ,,,☘🖤

26/11/2023

আপনার চোখের গড়িয়ে যাওয়া প্রতি ফোঁটা অশ্রু আর রাতের আঁধারে মোনাজাতে বসে বার বার আকুতি মিনতি করে যাওয়া একটা শব্দ ও বিফলে যাবেনা, ওয়াল্লাহি.!

আপনার রব আপনার আকুতি ভরা কণ্ঠ বার বার শুনতে খুব পছন্দ করেন বলেই তিনি আপনাকে ডাকার সুযোগ করে দিচ্ছেন। আর একটু সময় অপেক্ষা করুন.!

আরশে আজীম থেকে উত্তম ফায়সালা আসবেই, আসবে...!
ইংশা আল্লহ 🖤🥀

08/11/2023

—আল্লাহর উপর তাওয়াক্কুল মু'মিন বান্দার অনেক বড় গুন।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এমন রব্ব যার দরবারে কিছু চাওয়া হলে কখনই তা প্রত্যাখাত হয়ে ফীরে আসবে না।
আপাতদৃষ্টিতে পরিস্থিতি যত নাজুক'ই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আছেন।দুনিয়ায় না পাওয়া হলেও তার থেকেও উত্তম প্রাপ্তি দিয়ে পরকালে পুষিয়ে দিবেন।

সুবাহান আল্লাহ 🌼🥀

03/11/2023



আশা হারাবেন না; আপনি দু'আ করতে থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, আপনি যা আশা করেছিলেন তাঁর চেয়ে বেশি পাবেন,
ইন শা আল্লাহ🖤🌸

02/11/2023

A person who prays Fajr remains under the responsibility of Allah Almighty.

(Sunan Ibn Majah: 3946)🧡

01/11/2023

-কি সুন্দর একটি দু'আ 🖤🌼

'হে আল্লাহ! সেই মৃতদের তুমি ক্ষমা করে দাও, যাদের জন্য দু'আ করার মতো কেউ নেই'!
-আমিন🥀

Address

Chittagong
4202

Alerts

Be the first to know and let us send you an email when Dawah by Shiddika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dawah by Shiddika:

Videos

Share