F Sarker Sumon

F Sarker Sumon :::::::::::::::::::Welcome to my Official ''F Sarker Sumon'' page::::::::::::::::::::::

Patriotism is a thing of the heart.

A man is a patriot if his heart beats true to his country.

06/12/2024

গরু আমাদের দুধ দেয় না, আমরা কেড়ে নিই! গাধাও মোট বয় না, ধোপারা এককালে জোর করে কাজটি করাতো! হিসেব মত সিংহীও দুধ দেয়, সিংহও ওজন বইতে সক্ষম! কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে !!!

এই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়! এই দু'টো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে তাকে অপমান করা! কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে!
সেই সিংহ- যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা!
উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু !!!

অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই! অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না !!!

তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারো ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তার চোখে 'গাধা' ছাড়া আর কিছুই হবে না !!!

যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা!
কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মত হতেই হয় !!!
সফলতার গল্প।

মসজিদ,মন্দিরের বাহিরে সবাই বাংলাদেশী ও মানুষ।সকলে মিলেই দুর্যোগ মোকাবেলা করবো এবং দেশ গড়বো।
24/08/2024

মসজিদ,মন্দিরের বাহিরে
সবাই বাংলাদেশী ও মানুষ।
সকলে মিলেই দুর্যোগ মোকাবেলা করবো
এবং দেশ গড়বো।

23/08/2024

💪এই জাতিকে কেমনে দমাবেন??
পানি ছাড়ছেন বন্যা হইসে!
সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।
স্পিড বোট লাগবে?
কর্নফুলি শিপিং এজেন্সি বোট সাপ্লাই দিচ্ছে!
ইঞ্জিনের জন্য তেল লাগবে?
ফুয়েল স্টেশন মালিকরা তেল ফ্রি করে দিছে।
ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য গাড়ি লাগবে?
পরিবহন মালিকরা যানবাহন ফ্রি করে দিছে।
নৌকা নিয়ে যাওয়া সম্ভব না?
প্রবাসীর হেলিকপ্টার ফ্রি সার্ভিস নিয়ে হাজির।
মোবাইলে ডাটা/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি ডাটা/মিনিট সেবা চালু করে দিছে।
মোবাইলে চার্জ নাই??
টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।
গত দুই দিনে....
•রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ ফাউন্ডেশন দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দু ভাই-বোনরা টাকা দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে ডাটা-মিনিট ফ্রি করে দিয়েছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?
এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি।

কথায় কোন‌ ভেজাল আছে? লাইড এন্ড ক্লিয়ার!

Copy

08/08/2024

বার বার জীবন দিয়ে স্বৈরশাসক পরিবর্তন করার চেয়ে পুরো শাসন ব্যবস্থা পরিবর্তন করতে হবে যাতে স্বৈরশাসক তৈরিই হইতে না পারে।

সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যেভাবে যোগাযোগ করবেন:দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সর...
07/08/2024

সার্বিক নিরাপত্তার জন্য সারাদেশের সেনাবাহিনীর সঙ্গে যেভাবে যোগাযোগ করবেন:
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনীর ক্যাম্পগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন। সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্নলিখিত নম্বরগুলোয় যোগাযোগ করুন:

চট্টগ্রাম বিভাগ:
১। নোয়াখালী ০১৬৪৪-৪৬৬০৫১, ০১৭২৫-০৩৮৬৭৭;
২। চাঁদপুর ০১৮১৫-৪৪০৫৪৩, ০১৫৬৮-৭৩৪৯৭৬;
৩। ফেনী ০১৭৬৯-৩৩৫৪৬১, ০১৭৬৯-৩৩৫৪৩৪;
৪। লক্ষীপুর ০১৭২১-৮২১০৯৬, ০১৭০৮৭৬২১১০;
৫। কুমিল্লা ০১৩৩৪-৬১৬১৫৯, ০১৩৩৪-৬১৬১৬০;
৬। ব্রাক্ষণবাড়ীয়া ০১৭৬৯-৩২২৪৯১, ০১৭৬৯-৩৩২৬০৯;
৭। কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ০১৭৬৯১০৭২৩১, ০১৭৬৯১০৭২৩২;
৮। চট্টগ্রাম (লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলা ব্যতিত) ০১৭৬৯২৪২০১২, ০১৭৬৯২৪২০১৪।

Do not go where the path may lead, go instead where there is no pathand leave a trail.
22/07/2024

Do not go where the path may lead,
go instead where there is no path
and leave a trail.

Pencil: I'm sorry.Eraser: For what?Pencil: I'm sorry, you get hurt because of me. Whenever I make a mistake, you're alwa...
16/07/2024

Pencil: I'm sorry.
Eraser: For what?
Pencil: I'm sorry, you get hurt because of me. Whenever I make a mistake, you're always there to erase it.
But as you make my mistakes vanish, you lose a part of yourself and get smaller and smaller each time.
Eraser: That's true, but I don't really mind.
You see, I was made to do this, I was made to help you whenever you do something wrong, even though one day I know I'll be gone.
I'm actually happy with my job.
So please, stop worrying, I will not be happy if see you sad. Reflection:
"Our Parents are just like the eraser, and we are the pencil. They're always there for their children, cleaning up their mistakes. Sometimes along the way they get hurt and become smaller (older and eventually pass on).

Moral:
Take care of your Parents, treat them with kindness and most importantly love them."

11/07/2024
10/07/2024

Kuwait City by drone | f Sarker Sumon مدينة الكويت من فوق

10/07/2024

Every moment spent in the proximity of nature is the best asset of our life.

07/07/2024

This might sound slightly ridiculous, but I play the ukulele for at least an hour a day and I find something really blissful about it. 🎧

চোর বাটপার গা‌লি গু‌লো অ‌তিশয় ক্ষুদ্র। বড় বড় ডাকা‌তি ব‌লে কথা। আপ‌সোস তো তখনই হয় যখন এ‌দের সন্তানগু‌লো সেই সব বড় মা...
28/06/2024

চোর বাটপার গা‌লি গু‌লো অ‌তিশয় ক্ষুদ্র।
বড় বড় ডাকা‌তি ব‌লে কথা।

আপ‌সোস তো তখনই হয় যখন এ‌দের সন্তানগু‌লো সেই সব বড় মা‌পের ডাকাত বাপগু‌লো‌কে তা‌দের আইডল/আইকন/সুপারস্টার ম‌নে ক‌রে।

ভাব‌তে লজ্জা লা‌গে, এমন সব দুর্নীতির রোজগা‌রে যে মুড মোশান, সে গু‌লো ক‌রেই বুক ফু‌লি‌য়ে সর্বসাধার‌নের সাম‌নে নাম দাম জা‌হির ক‌রে।

তা‌দের পোলা মাইয়াগর ফেইসবুক স্টেটাস দেখ‌লে বুঝা যায় কতটা মহান তা‌দের চোর বাবারা!

সময় কত কিছু কে‌রে নি‌য়ে‌ছে!
30/05/2024

সময় কত কিছু কে‌রে নি‌য়ে‌ছে!

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূ...
29/05/2024

দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।

আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামী। তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছ। ভুল হল সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে।

ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে। আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে।টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।
আপনার ভুলগুলিকে আপনাকে নীচে নামাতে দেবেন না। এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে। আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে!
©️

25/12/2023

নববর্ষের ফেতনা -

রসুলুল্লাহ (সাঃ) মদিনায় হিজরতের পর দুটি উৎসব উদযাপন বন্ধ করেন। একটি হল নওরোজ বা বছরের প্রথম দিন, অন্যটির নাম ছিল মিহিরজান (বায়হাকী, খন্ড -২)। এই উৎসবের বিপরীতে মুসলিমদের আনন্দ উৎসব নির্ধারিত হয় দুই ঈদে। রসুলুল্লাহ (সাঃ) বলেছেন- “যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের অন্তর্ভুক্ত।” (আহমদ, আবু দাউদ, মিশকাতঃ ৪৩৪৭)।

যারা থার্টি ফাস্ট মানছে তারা মনের অজান্তে শিরকী উৎসবে জড়াচ্ছে। রসুল ও সাহাবীরা কখনও মহররম মাসে নববর্ষ উৎসব পালন করেননি, সেখানে আমরা কাফেরদের নববর্ষ উদযাপন ও শিরকী নামের বছরকে শুভেচ্ছা জানাচ্ছি। খ্রিস্টপূর্ব ৪৬ সালে জুলিয়াস সিজার ইংরেজি নববর্ষ প্রচলন করেন। তারপর পহেলা জানুয়ারি নববর্ষের দিন হিসেবে নির্দিষ্ট হয় ১৫৮২ সালে গ্রেগরিয়ান পঞ্জিকা অনুসারে। মূল ব্যাপার হল আরবি মাস ছাড়া অধিকাংশ মাসের নাম মূলত শিরকী দেব-দেবীর ও তা-গুতদের নামে। যেমন-
১. জানুয়ারী মাস- জানুয়ারি নামকরণ হয় জানুস হতে, যিনি রোমান দেবতা। তাদের বিশ্বাস অনুযায়ী জানুসকে বলা হয় গড অফ ডোরস (কোনকিছু শুরু করার দরজা)। বিভিন্ন জাদুঘরে এই দেবতার দুদিকে দুটো মুখবিশিষ্ট মূর্তি আজও আছে। ওদের বিশ্বাস ছিল উনি ভূত ও ভবিষ্যৎ দুটোই দেখতে পেতেন। তাই মনে করা হয় আগের বছরের শেষ আর নতুন বছরের শুরুর দিকে ঘোরানো তার দুই মুখ।

জানুসের নামে তারা বিভিন্ন উৎসব, পূজা করত। ১৫৩ খ্রীস্টপূর্বাব্দ থেকে জানুয়ারির প্রথম দিনে প্রধান বিচারপতিরা তাদের কার্যালয়ে কাজ শুরু করতেন জানুসের প্রার্থনার মাধ্যমে। যেকোন শুভকাজের শুরতে তারা জানুসকে স্মরণ করত ও পূজা করত। বর্তমান থার্টি ফাস্ট নাইট আর কিছু নয় জানুসকে (জানুয়ারি) স্বাগত জানাবার আধুনিক রূপ।
প্রবেশ পথের দেবতা। অনেকের অভিমত, বৈশাখ মাসে বাংলা নববর্ষের সূচনায় বাঙালিরা যে দেবতার পুজো করে, সেই গণেশ দেবতাকে ও দ্বার রক্ষণের দেবতা হিসাবে মানা হতো।

২.ফেব্রুয়ারি মাস- এই মাস গ্রেগরিয়ান ক্যালেন্ডারের দ্বিতীয় মাস। এর নামকরণ করা হয়েছিল ফেব্রুয়ালিয়া, রোমান শুদ্ধির উৎসবের নামানুসারে। মূলত, ফেব্রুয়ারি ছিল রোমান ক্যালেন্ডারের শেষ মাস। ফেব্রুয়াস, যার জন্য ফেব্রুয়ারী মাসের নামকরণ করা হয়েছে, তিনি ছিলেন মৃত্যু এবং শুদ্ধি উভয়ের সাথে যুক্ত একজন দেবতা। কেউ কেউ তাকে ফাউন বলে ডাকত বলে জানা যায়।

• ফেব্রুয়ারী ফেব্রুয়াসের জন্য নিবেদিত ছিল। এটি এমন মাস যখন রোমকে পরিশুদ্ধ করা হয় তাদের মৃতদের দেবদেবীদের জন্য বিভিন্ন উৎসর্গ ও বলিদানের মাধ্যমে।
• ফেব্রুয়ালিয়া হল একটি মাসব্যাপী বলিদান এবং প্রায়শ্চিত্তের সময়, যার মধ্যে দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ, প্রার্থনা এবং বলিদান অন্তর্ভুক্ত ছিল।
• যেহেতু এটি আগুনকে পবিত্রতার মাধ্যম হিসেবে ব্যবহার করত, তাই ঘটনাবশত এটা ভাস্টার (Vesta) সাথে সম্পৃক্ত হয়ে যায়, যে হল অগ্নি বা চুল্লি দেবী।

প্রাচীন রোমানরা ‘ফ্রেরুয়া’ নামে একটি ‘শুদ্ধিকরণ উৎসব’ করতেন। উৎসবে ছাগলের চামড়া দিয়ে তৈরি চাবুক ‘ফ্রেব্রুয়া’ দিয়ে নিঃসন্তান মহিলাদের অত্যাচার করা হত। মনে করা হত, এর ফলে তারা পবিত্র হয়ে সন্তানের জন্ম দেবেন।

বর্তমানে আমরা গ্রেগরিয়ান যুগের ক্যালেন্ডার ব্যবহার করে থাকি। এর আগে জুলিয়ান ক্যালেন্ডারের প্রচলন ছিল। সে সময় রোমনরা গ্রিক পঞ্জিকা অনুযায়ী বছর ধরত ৩০৪ দিনের। মাস ছিল দশটি। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের কোনো অস্তিত্বই ছিল না। প্রথম মাস ছিল মার্চ। রাজা নূমা পম্পিলিয়াস জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসকে ক্যালেন্ডারে যুক্ত করেন। তাই ফেব্রুয়ারি ছিল বছরের শেষ মাস। জানুয়ারি ও ফেব্রুয়ারিকে ৩১ দিন ধরা হতো সে সময়।

নূমা পম্পিলিয়াস ফেব্রুয়ারি মাসকে ২৮ দিনের করেন। তবে প্রতি বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের হয় না। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে সময় নেয় ৩৬৫ দিন ৬ ঘণ্টা। সেই হিসেবে প্রত্যেক ৪ বছর পর ২৪ ঘণ্টা, অর্থাৎ একদিন অতিরিক্ত থেকে যায়। সে দিনটি যুক্ত করা হয় ফেব্রুয়ারি মাসের সঙ্গে। তাই ৪ বছর পর ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা দাঁড়ায় ২৯।

৩. মার্চ মাস- রোমান যুদ্ধের দেবতা ‘মার্স’কে শ্রদ্ধা জানাতে তার নাম অনুসারে এই মাসের নামকরণ। প্রাচীন রোমানরা বিপক্ষকে বাধ্য করতেন যাতে সমস্ত যুদ্ধ মার্চ মাসে বন্ধ থাকে। এর কারণ, সেই সময় মার্চ ছিল নতুন বছরের প্রথম মাস ও উৎসবের মাস।

৪. এপ্রিল মাস- ল্যাটিন শব্দ ‘এপেরিরে’ থেকে এপ্রিল মাসের নামকরণ হয়েছে। আবার অনেকে বলেন, গ্রিক দেবী ‘এফ্রোডাইট’ থেকে এই মাসের নামকরণ হয়েছে।

৫. মে মাস- মে মাসের নামকরণের পিছনে আছে আর এক দেবী যার নাম ‘মাইয়া’। প্রাচীন রোমানদের বিশ্বাস ছিল, দেবদেবীর মধ্যে কখন কোন দেবতা পৃথিবীতে নামবেন, তা নাকি দেবী ‘মাইয়া’ ঠিক করে থাকেন।

৬. জুন মাস- চীন রোমানদের কাছে জুন মাস ছিল বিয়ের মাস। এই মাসের নামকরণের পিছনে আছেন রোমান দেবী ’জুনো’। ইনি ছিলেন দেবতাদের রানি।

৭. জুলাই মাস- এই মাসের নামের পিছনে রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম রয়েছে। এই জুলাই মাসেই সিজার জন্মেছিলেন। তিনি হয়তো তা-গুত শাসক ছিলেন। সেই সময় অবশ্য এই মাসের নাম ছিল ‘কুইন্টিলিস’।

৮. আগস্ট মাস- এই মাসের নামকরণ হয়েছে রোমান সম্রাট অগাস্টাসের নাম অনুসারে।

৯. সেপ্টেম্বর মাস- ল্যাটিন ‘সেপ্টেম’ মানে সাত। রোমান ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর ছিল সপ্তম মাস। খ্রিস্টপূর্ব ৪৫ সালে যখন জুলিয়াস সিজার তার নাম অনুসারে জুলিয়ান ক্যালেন্ডার শুরু করলেন, সেখানে ক্রম অনুসারে প্রথম ছয়টা মাস ঠিক একই থেকে গেল। কিন্তু নতুন দুটো মাস জানুয়ারি ও ফ্রেব্রুয়ারি অতিরিক্ত যোগ হওয়ায় সেপ্টেম্বর হয়ে গেল নয় নম্বর মাস।।

১০. অক্টোবর মাা- ল্যাটিন ‘অক্টো’ মানে আট আর ‘বার’ শব্দটি বিশেষণ হয়ে সাফিক্স হিসেবে ব্যবহার হয়েছে। ‘অক্টো’ শব্দটির অর্থ অষ্টম কিন্তু জুলিয়ান এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে অক্টোবর হচ্ছে দশম মাস।

১১. নভেম্বর মাস- নভেম্বর মাস এসেছে ‘নভেন’ যার মানে নবম থেকে। বাস্তবে নভেম্বর মাস ১১তম মাস।

১২. ডিসেম্বর মাস- একইভাবে ল্যাটিন ‘ডিসেম’ মানে দশ, কিন্তু বাস্তবে ডিসেম্বর দ্বাদশ মাস।

যতদিন মুসলিমদের খেলাফত ছিল- হিজরি সাল প্রচলিত ছিল। সম্রাট আকবরের সময়কালে বাংলা নববর্ষ আসলো।
আজ চাইলেও আমাদের এসব মাস, সাল সম্পূর্নরূপে বর্জন করা সম্ভব বা সহজ নয়। কিন্তু এসব শিরকী দিবস পালন হতে বিরত থেকে ঈমান পরিশুদ্ধ রাখতে পারি। অন্যদের সর্তক করতে পারি - ইনশাআল্লাহ খেলা-ফত যখন ফিরবে তাওহীদ প্রতিষ্ঠা পাবে, শিরকী নামগুলো বিতাড়িত হবে।
- সংগৃহীত

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when F Sarker Sumon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to F Sarker Sumon:

Videos

Share