Digital Smart Owner

Digital Smart Owner Digital smart owner be ready to give you full computer skill development and freelancing service . Our team can give you 100% Satisfied support .

04/01/2024
15/12/2023

দেখবেন বর্তমান সময়ে আত্মীয়স্বজনদের মধ্যে যার অর্থ সম্পদ বেশি আছে, সবাই কেবল তার সাথেই সম্পর্ক রাখতে চায় !

✅ ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন,,,,?🆕 চাকুরি/ পড়াশোনা অন্যান্য যে কোন কাজের ফাঁকে অবসর  সময় কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে...
14/08/2023

✅ ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন,,,,?

🆕 চাকুরি/ পড়াশোনা অন্যান্য যে কোন কাজের ফাঁকে অবসর সময় কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন।

ছাত্র কিংবা শিক্ষক, চাকরিজীবী কিংবা বেকার কিংবা হাউজওয়াইফ সবার জন্য উন্মুক্ত একটি পেশা #ফ্রিল্যান্সিং।

অনলাইনে দেওয়া সময়কে সঠিক ভাবে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করি। কাজ করুন,ইনকাম করুন অনলাইনে ঘরে বসে। ফ্রিলান্সিং শিখতে চাওয়া নতুনদের জন্য একটি ফ্রি ক্লাস এর আয়োজন করা হয়েছে।
এবং
ফ্রী ক্লাসে থাকছে ১০০% ডিজিটাল মার্কেটিং লেভেন ১ সম্পূর্ণ ফ্রী তে। এবং কোর্স চলাকালীন অবস্থায় ইনকাম করার সুযোগ। বিস্তারিত জানতে ফ্রী ক্লাসে জয়েনিং করুন।
এবং রেজিষ্ট্রেশন করতে ইনবক্সে যোগাযোগ করুন।

ধন্যবাদ।

➡️ফ্রিল্যান্সিং এর ইতিহাসঃঃফ্রিল্যান্সিং বা মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কা...
15/01/2023

➡️ফ্রিল্যান্সিং এর ইতিহাসঃঃ

ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয় “মুক্তপেশাজীবি বা ফ্রিল্যান্সার।

⛔আজ ইন্টারনেটের ব্যবহার প্রায় সব জায়গায় হচ্ছে এবং ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য সর্ব প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটা হলো “ইন্টারনেট“
কারণ, নিজের জন্য কাজ খোঁজার থেকে আরম্ভ করে, কাজটি তৈরি করে আপনার ক্লায়েন্ট (client) কে জমা দেয়া, সবটাই ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলিতে গিয়ে আপনার করতে হবে।
তাছাড়া,এই মাধ্যমে টাকা আয় করার জন্য আপনার প্রচুর নতুন নতুন কাজ বা প্রজেক্টস (Projects) এর প্রয়োজন হবে।
তার জন্য আপনাকে নিজের কাজ বা দক্ষতার (Skills) প্রচার বা মার্কেটিং ইন্টারনেটের দ্বারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (Platform) গুলিতে গিয়ে করতে হবে।
যেমন, Social Media Websites,Social Media Groups, Freelancing Marketplace আরো অনেক।

১. নিজের লক্ষ্য (Goal) সঠিক ভাবে সেট করুন।।
সর্ব প্রথম আপনার কিছু জিনিস বা লক্ষ্য (goals) সঠিক ভাবে সেট করে নিতে হবে। যেমন, আপনি এই মাধ্যমে কতটুকু কাজ করতে চান???
কতটা সময় দিতে চান???
আপনি কি নিজের চাকরির সাথে সাথে এই কাজ চালিয়ে যাবেন এবং পার্ট-টাইম ইনকাম করবেন না কি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং করবেন।
এসব বিষয়গুলো প্রথমেই ঠিক করে নিতে হবে। এতে করে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন।

২. কোন স্কিল নিয়ে কাজ করবেন ?
২য়ত,আপনার নিজের কাজের টপিক বা সাবজেক্ট কি নিয়ে হবে সেটা নিয়ে ভাবতে হবে। আপনি যেকোনো একটি বিষয় নিয়ে কাজ শুরু করতে পারবেন।
যেমন, content writing, web designing, coding এর কাজ, Logo designing, SEO services, Video creating, video editing, content marketing ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।।।।।

সর্বোপরি,,সবকিছুর জন্য আগে নিজেকে দক্ষ হতে হবে,মাইন্ড সেট করতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে।।।
সো,,,, দক্ষতা এবং মাইন্ড সেট আপনার আছে তো?????

মেনে নিলেই শান্তিমনে নিলেই অশান্তি
15/01/2023

মেনে নিলেই শান্তি
মনে নিলেই অশান্তি

14/01/2023

#একটা_সঠিক_সিদ্বান্ত_বদলে_দিতে_পারে_আপনার_জীবন 🌻

✳️ ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা আমরা সবাই জানি....
ঘরে বসে কাজ করে টাকা আয় করার সবচেয়ে অন্যতম মাধ্যম হলো ফ্রিল্যান্সিং...💥

🔷বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের বাইরে কাজ করা এখনো তত বেশি Secure নয়। কর্মক্ষেত্রে নারীরা প্রায় সময় বিভিন্ন ধরণের হ্যারেজমেন্ট কিংবা বুলিং এর শিকার হয়.. প্রত্যেকটি নারী জানে এবং প্রত্যেকটি পুরুষও এটা নিয়ে অবগত!

এসব দিক থেকে চিন্তা করলে ফ্রিল্যান্সিং বাংলাদেশের মেয়েদের জন্য যথেষ্ট সুবিধাজনক একটি পেশা হতে পারে। মেয়েরা অন্যের উপর ডিপেন্ড নাহ হয়ে ঘরে বসে আত্ননির্ভরশীল হতে পারে খুব সহজে!
তোহ আপুরা বসে নাহ থেকে আত্মনির্ভরশীল হন।❤️

আর চাকরির আশায় বসে নাহ থেকে ছেলেদেরও উচিত দক্ষ হয়ে এ সেক্টরে কাজ করা.... বর্তমানে চাকরির বাজারের অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত... একটা চাকরি সোনার হরিণের মতো এখন!
তাই এ সেক্টরে কাজ করলে অন্তত ছেলেদের বেকার উপাধিটা পেতে হবে নাহ!❤️
#বেকার_থাকার_দিন_শেষ ✌️

★সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন... ভবিষ্যতে আপনারই কাজে আসবে🔥

Contact with:01975526608/01875526607
Email: [email protected]

Congratulations 👏Brand New Premium Freelance Marketer[PFM]❤️❤️  Umme Habiba    ❤️❤️লক্ষে পৌছাতে যদি কেউ পথে নামে, ঐ পথই ...
14/01/2023

Congratulations 👏
Brand New
Premium Freelance Marketer[PFM]
❤️❤️ Umme Habiba ❤️❤️
লক্ষে পৌছাতে যদি কেউ পথে নামে, ঐ পথই তাকে এক সময়, লক্ষে পৌছায়।
যে, কোন বাধাঁয় থেমে না থেকে এগিয়ে যায়, লক্ষে পৌছাতে সে, অনেক পথ খুঁজে পায়।
Umme habiba রা শুধু নিজেরাই সফল হন না সফল হওয়ার পথে সকলকে অনুপ্রেরণা হয়ে পথ দেখান।
অনেক অনেক শুভকামনা আগামির উজ্জ্বল ভবিষ্যতে জন্য।


প্রত্যেক ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সবকিছু দিয়ে চেষ্টা করা উচিত যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সন্তুষ্ট হয়।
14/01/2023

প্রত্যেক ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সবকিছু দিয়ে চেষ্টা করা উচিত যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সন্তুষ্ট হয়।

আলহামদুলিল্লাহ । 🤗বর্তমানে বাংলাদেশে যেই হারে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেড় হচ্ছে সেই হারে আমাদের দেশে চাকরি সুব্যবস্থা নেই...
13/08/2022

আলহামদুলিল্লাহ । 🤗

বর্তমানে বাংলাদেশে যেই হারে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেড় হচ্ছে সেই হারে আমাদের দেশে চাকরি সুব্যবস্থা নেই। ☹️

তাই যারা বেকার জীবন না করে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায় তারাই এখন স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং এর মুক্ত পেশায় রাঙিয়ে নিচ্ছে। 🤗

❝ এখন আর বেকারের দিন নাই
এখন চলে এসেছে ফ্রিল্যান্সিং ❞ 👩‍💻

এখন থেকে স্কিল ডেভেলপ করি বেকারমুক্ত জীবন গড়ি। ✨



11/08/2022

Freelancing profession best profession..!!
আপনি কি Facebook, u tube, imo ব্যবহার করেন??
কতটা সময় ব্যয় করেন?
আপনি কি প্রতিদিন অনলাইন ব্যবহার করছেন, নাকি অনলাইন আপনাকে ব্যবহার করছে??এইটা কি কখনো মাথায় নিয়েছেন??

আপনি প্রতিদিন কতসময় অনলাইনে থাকছেন??সেখান থেকে কি কেনো ফিটবেক পাচ্ছেন??নাকি অযথায় নিজের টাকা খরচ করে অনলাইনে সময় নিচ্ছেন?

নিজের Skill development করে Freelancing করুন,
ক্যারিয়ার নিয়ে ভবিষ্যতে আপনার আর ভাবতে হবে না।

🤗

💻ফ্রিল্যান্সিং করতে আমার কি কি লাগবে?🥰অনেকই আমাকে বলেন যে,😊আমি ফ্রিলান্সিং করতে চাই! 🥰আমাকে একটু সাহায্য করেন,এ বিষয়ে আ...
03/08/2022

💻ফ্রিল্যান্সিং করতে আমার কি কি লাগবে?

🥰অনেকই আমাকে বলেন যে,
😊আমি ফ্রিলান্সিং করতে চাই!
🥰আমাকে একটু সাহায্য করেন,
এ বিষয়ে আমার কোন অভিজ্ঞতা নেই!
আপনি যদি পুরা বিষয়টা আমাকে বলতেন খুব উপকৃত হতাম😊
👉এমন অনেক মেসেজ প্রতিনিয়ত আমার ইনবক্সে আসে।

বর্তমানে দেশের চাকুরির বাজারের যে অবস্থা তাতে করে আপনি ফ্রিল্যান্সিং করতে চান এটা খুবই যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। 🧡

এখন আপনার জানা দরকার ফ্রিলান্সিং করতে চাইলে আপনার কি কি লাগবে? বা কি দরকার হবে।

ফ্রিলান্সিং এর জন্য সর্ব প্রথমে আপনার প্রয়োজন নিজের:-

#ইচ্ছেশক্তি
#ধৈর্য
#শেখার_আগ্রহ
#তারপর_স্কিল
#স্মার্ট_ফোন_বা_ল্যাপটপ
#নেট_কানেকশন

🌟 দিন-দিন ডলারের দাম বেড়েই চলছে।

আজকের হিসাবে, বাংলাদেশ ১ ডলার এর দাম দাঁড়িয়েছে ৯১.৭৫ টাকা।

⛔ ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমে আপনাকে খুব ভালোভাবে কাজ শিখে নিতে হবে। কারণ কথায় আছে,

🌟 First You Learn, Then You remove the L!

এর জন্য প্রয়োজনে আপনি যেকোনো জায়গা থেকে অবশ্যই একটা পেইড কোর্স করে নিতে পারেন যেখানে আপনার একজন মেন্টর থাকবেন।

এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে inbox করুন আমাদের সেমিনারে। https://www.facebook.com/Asadullahmasum607
যোগাযোগ :01985526608
Westapp no 01875526607

❌ তবে ইউটিউব দেখে ফ্রিতে কাজ শিখবো এই ধারণা থেকে বের হয়ে আসেন কারণ এভাবে কখনোই আপনি ভালো একজন ফ্রীল্যান্সার হতে পারবেন না আপনার আগ্রহ কাজ করবেনা, অলসতা এবং হতাশা প্রতিনিয়ত আপনাকে গ্রাস করবে।

বর্তমানে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ভালো ফ্রিল্যান্সিং সেক্টরগুলোর মধ্যে সাথে সাথে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টে ও ফ্রিল্যান্সাররা কাজ করে যাচ্ছে।

সবার জন্য শুভকামনা রইলো ✌️

দক্ষতা হলো একটি তালার চাবির মতো। ওটি ছাড়া হাজারভাবে চেষ্টা করেও সফলতার তালা খুলবে না।বেকারমুক্ত দেশ গড়তে হলে বর্তমানে আম...
15/07/2022

দক্ষতা হলো একটি তালার চাবির মতো। ওটি ছাড়া হাজারভাবে চেষ্টা করেও সফলতার তালা খুলবে না।

বেকারমুক্ত দেশ গড়তে হলে বর্তমানে আমাদের ২টা জিনিস জানা খুবই জরুরি। ইংরেজিতে ভালো দক্ষ হওয়া আর অনলাইনে সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা।

আপনাদের সুবিধার্তে আগামী ২০.০৭.২২ তারিখ চট্টগ্রাম হোটেল এশিয়ান এস.আর (রেলওয়ে স্টেশন এর বিপরীত পাশে,রিয়াজউদ্দিন বাজার) সাকসেস বিজের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে " গ্রেন্ড সেলিব্রেশন প্রোগ্রাম এন্ড ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশের ফ্রি সেমিনার "

আপনিও কোম্পানির এই প্রোগ্রামে উপস্থিত থাকার মাধ্যমে "ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশ" এর ফ্রী ক্লাস করার পাশাপাশি দেখতে পারবেন এ প্লাটফর্ম থেকে কাজ শিখে এবং কাজ করে সফল হওয়া কিছু ব্যক্তিদের।😊
যাদের আমরা সেলিব্রেট করব এবং তাদের সফলতার গল্প শুনবো।

প্রোগ্রামের আপনাদের সকলকে আমন্ত্রণ।📩

তাইলে আর দেরি না করে চলুন আমরা ও শুরু করি ফ্রিল্যান্সিং
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে 👉
📱📞 01975526608

💯যারা প্রোগ্রামে আসতে আগ্রহী দয়া করে ইনবক্স করার মাধ্যমে আপনার আসন নিশ্চিত করবেন।

ধন্যবাদান্তে

02/07/2022

একাডেমিক রেজাল্ট কিংবা জব ইন্টারভিউ, ক্যারিয়ার প্রমোশন কিংবা ইন্টারন্যাশনাল এনজিও অথবা বিদেশগামী কিংবা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে ইচ্ছুক শিক্ষার্থী সবক্ষেত্রে সফলতার শীর্ষে পৌঁছাতে হলে সবার আগে প্রয়োজন ইংরেজিতে কথা বলার দক্ষতা। শুধু ইংরেজি জানলেই যে সবক্ষেত্রে সফল হওয়া যায় তাও না। সঠিক উচ্চারণে ইংরেজি বলতে পারাটাও স্মার্টনেস। এটাও এগিয়ে থাকার অন্যতম কারণ।

হার্বার আইটি ইন্সটিটিউট এসব দিক বিবেচনায় রেখে শুরু করতে যাচ্ছে Spoken English Course এর নতুন ব্যাচ। একাডেমিক স্টুডেন্ট, গ্র‍্যাজুয়েট, চাকরি প্রত্যাশী কিংবা কর্পোরেট প্রমোশন প্রত্যাশী, ফ্রিল্যান্সার কিংবা বিদেশ যেতে ইচ্ছুক এরকম যে কেউ এই কোর্সের মাধ্যমে নিজের English Speaking Skill কে শাণিত করতে পারেন।

স্পেশাল ফ্যাসিলিটিসঃ
১) দক্ষ ও অভিজ্ঞ টিচারস প্যানেল
২) শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম
৩) অনলাইন ক্লাসেরও সু-ব্যবস্থা
৪) পার্সোনাল কাউন্সেলিং উইথ টিচার
৫) গ্রুপ ডিসকাশন
৬) একটি ফ্রি ক্লাসে জয়েন করার উন্মুক্ত সুযোগ

উন্মুক্ত ফ্রি ক্লাসঃ
০৬ জুলাই ২০২২
বুধবার
দুপুর ২ঃ৪৫ মিনিটে

হার্বার আইটি ইন্সটিটিউট

✴ ️একজন প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন-কারী ব্যক্তির চেয়ে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় বেশি। ✴ ️অপরদিকে ক...
19/05/2022

✴ ️একজন প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন-কারী ব্যক্তির চেয়ে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় বেশি।

✴ ️অপরদিকে কোন ডিগ্রি ছাড়াই শিখতে পারেন। এবং আপনার অভিজ্ঞতা বাড়াতে পারেন।

✴ #️Freelancing এর অনেক গুলো শাখা রয়েছে যা থেকে যে কোনো একটিতে আপনি দক্ষ হয়ে উঠতে পারেন। ক্যারিয়ার গড়তে পারেন।

✴ এর বিশাল বাজারে সামান্য অংশ কাজে লাগাতে পারলে,এটি হতে পারে, আমাদের অর্থনীতি মজবুত করার "শক্তি" হাতিয়ার।

#ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে আগ্রহি তাঁরা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সহযোগিতা করবো ধন্যবাদ।

Address

Kazir Dewri 400Division, Bangladesh Chittagong
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Digital Smart Owner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Smart Owner:

Videos

Share