Digital Smart Owner

Digital Smart Owner Digital smart owner be ready to give you full computer skill development and freelancing service . Our team can give you 100% Satisfied support .
(1)

04/01/2024
15/12/2023

দেখবেন বর্তমান সময়ে আত্মীয়স্বজনদের মধ্যে যার অর্থ সম্পদ বেশি আছে, সবাই কেবল তার সাথেই সম্পর্ক রাখতে চায় !

✅ ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন,,,,?🆕 চাকুরি/ পড়াশোনা অন্যান্য যে কোন কাজের ফাঁকে অবসর  সময় কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে...
14/08/2023

✅ ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন,,,,?

🆕 চাকুরি/ পড়াশোনা অন্যান্য যে কোন কাজের ফাঁকে অবসর সময় কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন।

ছাত্র কিংবা শিক্ষক, চাকরিজীবী কিংবা বেকার কিংবা হাউজওয়াইফ সবার জন্য উন্মুক্ত একটি পেশা #ফ্রিল্যান্সিং।

অনলাইনে দেওয়া সময়কে সঠিক ভাবে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করি। কাজ করুন,ইনকাম করুন অনলাইনে ঘরে বসে। ফ্রিলান্সিং শিখতে চাওয়া নতুনদের জন্য একটি ফ্রি ক্লাস এর আয়োজন করা হয়েছে।
এবং
ফ্রী ক্লাসে থাকছে ১০০% ডিজিটাল মার্কেটিং লেভেন ১ সম্পূর্ণ ফ্রী তে। এবং কোর্স চলাকালীন অবস্থায় ইনকাম করার সুযোগ। বিস্তারিত জানতে ফ্রী ক্লাসে জয়েনিং করুন।
এবং রেজিষ্ট্রেশন করতে ইনবক্সে যোগাযোগ করুন।

ধন্যবাদ।

➡️ফ্রিল্যান্সিং এর ইতিহাসঃঃফ্রিল্যান্সিং বা মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কা...
15/01/2023

➡️ফ্রিল্যান্সিং এর ইতিহাসঃঃ

ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয় “মুক্তপেশাজীবি বা ফ্রিল্যান্সার।

⛔আজ ইন্টারনেটের ব্যবহার প্রায় সব জায়গায় হচ্ছে এবং ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য সর্ব প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটা হলো “ইন্টারনেট“
কারণ, নিজের জন্য কাজ খোঁজার থেকে আরম্ভ করে, কাজটি তৈরি করে আপনার ক্লায়েন্ট (client) কে জমা দেয়া, সবটাই ইন্টারনেটের মাধ্যমেই বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলিতে গিয়ে আপনার করতে হবে।
তাছাড়া,এই মাধ্যমে টাকা আয় করার জন্য আপনার প্রচুর নতুন নতুন কাজ বা প্রজেক্টস (Projects) এর প্রয়োজন হবে।
তার জন্য আপনাকে নিজের কাজ বা দক্ষতার (Skills) প্রচার বা মার্কেটিং ইন্টারনেটের দ্বারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (Platform) গুলিতে গিয়ে করতে হবে।
যেমন, Social Media Websites,Social Media Groups, Freelancing Marketplace আরো অনেক।

১. নিজের লক্ষ্য (Goal) সঠিক ভাবে সেট করুন।।
সর্ব প্রথম আপনার কিছু জিনিস বা লক্ষ্য (goals) সঠিক ভাবে সেট করে নিতে হবে। যেমন, আপনি এই মাধ্যমে কতটুকু কাজ করতে চান???
কতটা সময় দিতে চান???
আপনি কি নিজের চাকরির সাথে সাথে এই কাজ চালিয়ে যাবেন এবং পার্ট-টাইম ইনকাম করবেন না কি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং করবেন।
এসব বিষয়গুলো প্রথমেই ঠিক করে নিতে হবে। এতে করে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন।

২. কোন স্কিল নিয়ে কাজ করবেন ?
২য়ত,আপনার নিজের কাজের টপিক বা সাবজেক্ট কি নিয়ে হবে সেটা নিয়ে ভাবতে হবে। আপনি যেকোনো একটি বিষয় নিয়ে কাজ শুরু করতে পারবেন।
যেমন, content writing, web designing, coding এর কাজ, Logo designing, SEO services, Video creating, video editing, content marketing ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।।।।।

সর্বোপরি,,সবকিছুর জন্য আগে নিজেকে দক্ষ হতে হবে,মাইন্ড সেট করতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে।।।
সো,,,, দক্ষতা এবং মাইন্ড সেট আপনার আছে তো?????

মেনে নিলেই শান্তিমনে নিলেই অশান্তি
15/01/2023

মেনে নিলেই শান্তি
মনে নিলেই অশান্তি

14/01/2023

#একটা_সঠিক_সিদ্বান্ত_বদলে_দিতে_পারে_আপনার_জীবন 🌻

✳️ ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা আমরা সবাই জানি....
ঘরে বসে কাজ করে টাকা আয় করার সবচেয়ে অন্যতম মাধ্যম হলো ফ্রিল্যান্সিং...💥

🔷বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের বাইরে কাজ করা এখনো তত বেশি Secure নয়। কর্মক্ষেত্রে নারীরা প্রায় সময় বিভিন্ন ধরণের হ্যারেজমেন্ট কিংবা বুলিং এর শিকার হয়.. প্রত্যেকটি নারী জানে এবং প্রত্যেকটি পুরুষও এটা নিয়ে অবগত!

এসব দিক থেকে চিন্তা করলে ফ্রিল্যান্সিং বাংলাদেশের মেয়েদের জন্য যথেষ্ট সুবিধাজনক একটি পেশা হতে পারে। মেয়েরা অন্যের উপর ডিপেন্ড নাহ হয়ে ঘরে বসে আত্ননির্ভরশীল হতে পারে খুব সহজে!
তোহ আপুরা বসে নাহ থেকে আত্মনির্ভরশীল হন।❤️

আর চাকরির আশায় বসে নাহ থেকে ছেলেদেরও উচিত দক্ষ হয়ে এ সেক্টরে কাজ করা.... বর্তমানে চাকরির বাজারের অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত... একটা চাকরি সোনার হরিণের মতো এখন!
তাই এ সেক্টরে কাজ করলে অন্তত ছেলেদের বেকার উপাধিটা পেতে হবে নাহ!❤️
#বেকার_থাকার_দিন_শেষ ✌️

★সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন... ভবিষ্যতে আপনারই কাজে আসবে🔥

Contact with:01975526608/01875526607
Email: [email protected]

Congratulations 👏Brand New Premium Freelance Marketer[PFM]❤️❤️  Umme Habiba    ❤️❤️লক্ষে পৌছাতে যদি কেউ পথে নামে, ঐ পথই ...
14/01/2023

Congratulations 👏
Brand New
Premium Freelance Marketer[PFM]
❤️❤️ Umme Habiba ❤️❤️
লক্ষে পৌছাতে যদি কেউ পথে নামে, ঐ পথই তাকে এক সময়, লক্ষে পৌছায়।
যে, কোন বাধাঁয় থেমে না থেকে এগিয়ে যায়, লক্ষে পৌছাতে সে, অনেক পথ খুঁজে পায়।
Umme habiba রা শুধু নিজেরাই সফল হন না সফল হওয়ার পথে সকলকে অনুপ্রেরণা হয়ে পথ দেখান।
অনেক অনেক শুভকামনা আগামির উজ্জ্বল ভবিষ্যতে জন্য।


প্রত্যেক ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সবকিছু দিয়ে চেষ্টা করা উচিত যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সন্তুষ্ট হয়।
14/01/2023

প্রত্যেক ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সবকিছু দিয়ে চেষ্টা করা উচিত যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সন্তুষ্ট হয়।

আলহামদুলিল্লাহ । 🤗বর্তমানে বাংলাদেশে যেই হারে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেড় হচ্ছে সেই হারে আমাদের দেশে চাকরি সুব্যবস্থা নেই...
13/08/2022

আলহামদুলিল্লাহ । 🤗

বর্তমানে বাংলাদেশে যেই হারে গ্রাজুয়েশন কমপ্লিট করে বেড় হচ্ছে সেই হারে আমাদের দেশে চাকরি সুব্যবস্থা নেই। ☹️

তাই যারা বেকার জীবন না করে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে চায় তারাই এখন স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং এর মুক্ত পেশায় রাঙিয়ে নিচ্ছে। 🤗

❝ এখন আর বেকারের দিন নাই
এখন চলে এসেছে ফ্রিল্যান্সিং ❞ 👩‍💻

এখন থেকে স্কিল ডেভেলপ করি বেকারমুক্ত জীবন গড়ি। ✨



11/08/2022

Freelancing profession best profession..!!
আপনি কি Facebook, u tube, imo ব্যবহার করেন??
কতটা সময় ব্যয় করেন?
আপনি কি প্রতিদিন অনলাইন ব্যবহার করছেন, নাকি অনলাইন আপনাকে ব্যবহার করছে??এইটা কি কখনো মাথায় নিয়েছেন??

আপনি প্রতিদিন কতসময় অনলাইনে থাকছেন??সেখান থেকে কি কেনো ফিটবেক পাচ্ছেন??নাকি অযথায় নিজের টাকা খরচ করে অনলাইনে সময় নিচ্ছেন?

নিজের Skill development করে Freelancing করুন,
ক্যারিয়ার নিয়ে ভবিষ্যতে আপনার আর ভাবতে হবে না।

🤗

দক্ষতা হলো একটি তালার চাবির মতো। ওটি ছাড়া হাজারভাবে চেষ্টা করেও সফলতার তালা খুলবে না।বেকারমুক্ত দেশ গড়তে হলে বর্তমানে আম...
15/07/2022

দক্ষতা হলো একটি তালার চাবির মতো। ওটি ছাড়া হাজারভাবে চেষ্টা করেও সফলতার তালা খুলবে না।

বেকারমুক্ত দেশ গড়তে হলে বর্তমানে আমাদের ২টা জিনিস জানা খুবই জরুরি। ইংরেজিতে ভালো দক্ষ হওয়া আর অনলাইনে সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা।

আপনাদের সুবিধার্তে আগামী ২০.০৭.২২ তারিখ চট্টগ্রাম হোটেল এশিয়ান এস.আর (রেলওয়ে স্টেশন এর বিপরীত পাশে,রিয়াজউদ্দিন বাজার) সাকসেস বিজের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে " গ্রেন্ড সেলিব্রেশন প্রোগ্রাম এন্ড ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশের ফ্রি সেমিনার "

আপনিও কোম্পানির এই প্রোগ্রামে উপস্থিত থাকার মাধ্যমে "ফ্রিল্যান্সিং ও স্পোকেন ইংলিশ" এর ফ্রী ক্লাস করার পাশাপাশি দেখতে পারবেন এ প্লাটফর্ম থেকে কাজ শিখে এবং কাজ করে সফল হওয়া কিছু ব্যক্তিদের।😊
যাদের আমরা সেলিব্রেট করব এবং তাদের সফলতার গল্প শুনবো।

প্রোগ্রামের আপনাদের সকলকে আমন্ত্রণ।📩

তাইলে আর দেরি না করে চলুন আমরা ও শুরু করি ফ্রিল্যান্সিং
আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে 👉
📱📞 01975526608

💯যারা প্রোগ্রামে আসতে আগ্রহী দয়া করে ইনবক্স করার মাধ্যমে আপনার আসন নিশ্চিত করবেন।

ধন্যবাদান্তে

02/07/2022

একাডেমিক রেজাল্ট কিংবা জব ইন্টারভিউ, ক্যারিয়ার প্রমোশন কিংবা ইন্টারন্যাশনাল এনজিও অথবা বিদেশগামী কিংবা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে ইচ্ছুক শিক্ষার্থী সবক্ষেত্রে সফলতার শীর্ষে পৌঁছাতে হলে সবার আগে প্রয়োজন ইংরেজিতে কথা বলার দক্ষতা। শুধু ইংরেজি জানলেই যে সবক্ষেত্রে সফল হওয়া যায় তাও না। সঠিক উচ্চারণে ইংরেজি বলতে পারাটাও স্মার্টনেস। এটাও এগিয়ে থাকার অন্যতম কারণ।

হার্বার আইটি ইন্সটিটিউট এসব দিক বিবেচনায় রেখে শুরু করতে যাচ্ছে Spoken English Course এর নতুন ব্যাচ। একাডেমিক স্টুডেন্ট, গ্র‍্যাজুয়েট, চাকরি প্রত্যাশী কিংবা কর্পোরেট প্রমোশন প্রত্যাশী, ফ্রিল্যান্সার কিংবা বিদেশ যেতে ইচ্ছুক এরকম যে কেউ এই কোর্সের মাধ্যমে নিজের English Speaking Skill কে শাণিত করতে পারেন।

স্পেশাল ফ্যাসিলিটিসঃ
১) দক্ষ ও অভিজ্ঞ টিচারস প্যানেল
২) শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম
৩) অনলাইন ক্লাসেরও সু-ব্যবস্থা
৪) পার্সোনাল কাউন্সেলিং উইথ টিচার
৫) গ্রুপ ডিসকাশন
৬) একটি ফ্রি ক্লাসে জয়েন করার উন্মুক্ত সুযোগ

উন্মুক্ত ফ্রি ক্লাসঃ
০৬ জুলাই ২০২২
বুধবার
দুপুর ২ঃ৪৫ মিনিটে

হার্বার আইটি ইন্সটিটিউট

✴ ️একজন প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন-কারী ব্যক্তির চেয়ে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় বেশি। ✴ ️অপরদিকে ক...
19/05/2022

✴ ️একজন প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন-কারী ব্যক্তির চেয়ে একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয় বেশি।

✴ ️অপরদিকে কোন ডিগ্রি ছাড়াই শিখতে পারেন। এবং আপনার অভিজ্ঞতা বাড়াতে পারেন।

✴ #️Freelancing এর অনেক গুলো শাখা রয়েছে যা থেকে যে কোনো একটিতে আপনি দক্ষ হয়ে উঠতে পারেন। ক্যারিয়ার গড়তে পারেন।

✴ এর বিশাল বাজারে সামান্য অংশ কাজে লাগাতে পারলে,এটি হতে পারে, আমাদের অর্থনীতি মজবুত করার "শক্তি" হাতিয়ার।

#ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে আগ্রহি তাঁরা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ সহযোগিতা করবো ধন্যবাদ।

23/03/2022
22/03/2022

প্রফেশনাল ফ্রিল্যান্সিং কোর্সে ৫০% ডিসকাউন্টে ভর্তি চলছে

ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে একজন মানুষ প্রথাগত চাকরির চেয়ে অনেক বেশি স্বাধীনতা ও সুবিধা পেয়ে থাকে। তাই দেশের অনেক তরুণ/তরুণীর কাছে আউটসোর্সিং একটি আগ্রহের বিষয়। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইন প্ল্যাটফর্মে খুব সহজেই উপার্জন করতে পারেন।

তাই আপনাকে দক্ষতা সম্পন্ন করে গড়ে তোলার জন্যই Success biz family নিয়ে এসেছে বিভিন্ন ধরণের প্রফেশনাল কোর্স।

✅ অফলাইন এন্ড অনলাইন ব্যাচ এ ভর্তি চলছে। চাকরিজীবীদের জন্য রয়েছে ফ্রাইডে স্পেশাল ব্যাচ। ✅

📌 ডিসকাউন্ট পেতে আজই রেজিস্ট্রেশন করুন: আন‍্যতাই রেফারেন্স ঃasad607 দিবেন।

From :https://forms.gle/8gEh5BrhL3yJvHbt5

🟢 ভর্তির শেষ তারিখঃ

বিস্তারিত জানতে কল করুন: 01975526608

আমাদের অফিসের ঠিকানা:
সাকসে্স বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি, ভিআপি টাওয়ার( তয় তলা)
কোতোয়ালী,৪০০০
চট্টগ্রাম।

13/03/2022

🔛 #ডিজিটাল_মার্কেটিং_কোর্সে এডমিশন নিয়ে নিজের ক্যারিয়ার গঠন করতে আগ্রহী হলে এই পোস্ট টি আপনার জন্য ⤵️⤵️⤵️

#ডিজিটাল_মার্কেটিং শিখার পাশাপাশি ইনটার্নির মাধ্যমে পার্ট টাইম কাজ করার সুবর্ণ সুযোগ গ্রহণ করুন ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং কোর্সে এডমিশন নেওয়ার মাধ্যমে।

#ডিজিটাল_মার্কেটিং_কোর্স শিখার পাশাপাশি আমাদের প্রজেক্টে থেকে নিজের চাহিদা মোতাবেক প্রতিদিন ২/৩ ঘন্টা 🧭 সময় দিয়ে
প্রতি মাসে রেগুলার বেইজ আয় করতে চাইলে নিচের দেওয়া নাম্বারে অথবা সরাসরি ইনবক্স করে ফ্রি রেজিষ্ট্রেশন ফর্ম পূরন করে ফ্রি সেমিনারে যোগদান করুন।

🤷‍♂️আসন সংখ্যা সীমিত ।
সেমিনারের সময়সূচী :

১৭ মার্চ, ২০২১ ইং
বিকাল ২:৪৫ ঘঠিকায়।

মাধ্যমঃ জুম এ্যাপ [ Zoom Apps ]
বিঃদ্রঃ উক্ত ক্লাসের লিংক আপনার মোবাইলে এস এম এস করে, মেসেঞ্জারে অথবা ইমেল এ প্রেরণ করা হবে।
💌💌ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন তথ্য জানতে সরাসরি মেসেজ করুনঃ
https://m.me/Asadullahmasum607

অথবা কল করুন :

💫01975526608 💫

⭐ আমাদের ঠিকানাঃ
সাকসে্স বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি, ভিআপি টাওয়ার( ৩য় তলা)
কোতোয়ালী,৪০০০
চট্টগ্রাম।

ইন্সটাগ্রাম মার্কেটিং কী ও কীভাবে করবেন?===========================ফটো ও ভিডিও শেয়ারিংভিত্তিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার...
09/03/2022

ইন্সটাগ্রাম মার্কেটিং কী ও কীভাবে করবেন?
===========================
ফটো ও ভিডিও শেয়ারিংভিত্তিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ইন্সটাগ্রাম মার্কেটিংয়ের জন্য কার্যকর একটি মাধ্যম। এ প্ল্যাটফর্মে আগে কাজ না করে থাকলে আপনার জন্য টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো কঠিন মনে হতে পারে। কিন্তু সাধারণ কিছু উপায় দিয়ে আপনি ইন্সটাগ্রাম মার্কেটিং শুরু করতে পারেন।

ইন্সটাগ্রাম মার্কেটিং কী?
====================================
ইন্সটাগ্রামের নানা ফিচারকে কাজে লাগিয়ে কোনো প্রোডাক্ট, সার্ভিস, ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণাই হলো ইন্সটাগ্রাম মার্কেটিং।

প্রধানত দুই ভাগে আপনি ইন্সটাগ্রাম মার্কেটিং করতে পারেন –

অর্গানিক: অর্গানিক (Organic) কন্টেন্ট ব্যবহার করে। যেমন, ‘Story’ পোস্ট করা।
পেইড: বিজ্ঞাপন দিয়ে ও ইনফ্লুয়েন্সারদের (Influencer) সাহায্যে।
আপনি যে উপায়েই ইন্সটাগ্রাম মার্কেটিং চালানোর চেষ্টা করেন না কেন, এর জন্য দরকার সঠিক পরিকল্পনা আর প্ল্যাটফর্মের ফিচারগুলোর দক্ষ ব্যবহার। এছাড়া, আপনার সামগ্রিক মার্কেটিং প্রচেষ্টার সাথে মানানসই হতে হবে একে। চ্যালেঞ্জিং এ প্রক্রিয়াকে আয়ত্ত করার জন্য ডিজিটাল মার্কেটিং কোর্স করতে পারেন।

ইন্সটাগ্রাম মার্কেটিং গুরুত্বপূর্ণ কেন?
=================================
প্রতি মাসে ১০০ কোটি ইউজার ইন্সটাগ্রাম ব্যবহার করেন। অর্থাৎ, ব্র্যান্ডগুলো পৃথিবীর নানা প্রান্তের মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পায়।
৮৩% ইন্সটাগ্রাম ইউজার এ প্ল্যাটফর্ম থেকে নতুন প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জেনে থাকেন। অর্থাৎ, ব্র্যান্ড পরিচিতি বাড়ানোতে এটি বড় ভূমিকা পালন করতে পারে।
ইন্সটাগ্রাম ফেসবুকের একটি অংশ। তাই ফেসবুক মার্কেটিং করার সময়েই ইন্সটাগ্রামে প্রচারণা চালাতে পারবেন।
‘Business’ অ্যাকাউন্ট ব্যবহার করুন
বিশেষ এ প্রোফাইলে আপনার জন্য এমন কিছু সুবিধা রয়েছে যা আপনি পার্সোনাল প্রোফাইলে পাবেন না। যেমন:

আপনার পোস্ট ও স্টোরির পারফরম্যান্স ডেটা দেখার ব্যবস্থা
আপনার ফলোয়ারদের বিস্তারিত তথ্য
মেসেজ, পোস্ট কমেন্ট ও ইন্টারঅ্যাক্টিভ স্টিকারের মাধ্যমে ফলোয়ারদের সাথে সরাসরি যোগাযোগের সুবিধা
বিজ্ঞাপন দেবার সহজ ব্যবস্থা
ইন্সটাগ্রামে বিজনেস অ্যাকাউন্ট বানাতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১: সাইন-আপ (যদি কোনো অ্যাকাউন্ট না থাকে)
ধাপ ১ সাইন-আপ (যদি কোনো অ্যাকাউন্ট না থাকে)
ইন্সটাগ্রাম সাইন-আপ
ইন্সটাগ্রাম অ্যাপ ডাউনলোড করুন।
অ্যাপ চালু করে অ্যাকাউন্ট বানানোর জন্য ইমেইল বা ফোন নাম্বার লিখুন ও ‘Next’ অপশনে ট্যাপ করুন।
ইউজারনেম ও পাসওয়ার্ড তৈরি করুন।
প্রোফাইলের জন্য প্রয়োজনীয় তথ্য লিখে ‘Next’-এ ট্যাপ করুন।
ধাপ ২: ‘Business’ অ্যাকাউন্টে রূপান্তর
ধাপ ২ ‘Business’ অ্যাকাউন্টে রূপান্তর
Business অ্যাকাউন্টে রূপান্তর
নিজের প্রোফাইলে যান ও ডান পাশে উপরে হ্যামবার্গার আইকনে ট্যাপ করুন।
‘Settings’-এ ট্যাপ করুন। এরপর অ্যাকাউন্ট।
‘Switch to professional account’-এ ট্যাপ করুন।
‘Business’-এ ট্যাপ করে পরের নির্দেশনা অনুসরণ করুন।
আপনার বিজনেস অ্যাকাউন্ট প্রোফাইল ঠিকভাবে সাজান
ইন্সটাগ্রামে মাত্র ১৫০ ক্যারেক্টারের মধ্যে আপনার বায়ো (Bio) লিখতে হবে। অর্থাৎ, প্রথম দেখাতেই আপনার কাস্টমারের কাছে নিজের ব্র্যান্ডকে পরিচয় করিয়ে দেবার জন্য আপনি মাত্র ১৫০টি ক্যারেক্টার পাচ্ছেন। এর বাইরে আপনাকে আরো কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে।

আপনার নাম: নাম লেখার জন্য ৩০টি ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে আপনাকে সার্চ করা যাবে।
আপনার ইউজারনেম: এটাকে অনেকে ইন্সটাগ্রাম হ্যান্ডেল (Handle) বলে থাকেন। এখানেও ক্যারেক্টারের সীমা ৩০।
আপনার ওয়েবসাইট: আপনার ওয়েবসাইটের লিংক এখানে দিতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ হবার কারণ হলো, ইন্সটাগ্রাম সব জায়গায় লিংক ব্যবহার করতে দেয় না। তাই আপনার কাঙ্ক্ষিত লিংকে টার্গেট অডিয়েন্সকে নিয়ে যেতে এটি ভালো একটি সুযোগ।
ক্যাটাগরি: তালিকা থেকে আপনার ব্যবসার ধরন নির্বাচন করুন।
যোগাযোগের তথ্য: কীভাবে আপনার সাথে যোগাযোগ করা যাবে, সে সম্পর্কিত তথ্য দেবার সুবিধা রয়েছে।
‘Action’ বাটন: অপশনটি ব্যবহার করে টার্গেট অডিয়েন্সকে বুকিং বা অর্ডার দেবার ব্যবস্থা করতে পারবেন।
ফেসবুক পেইজ: ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে আপনার ব্র্যান্ডের ফেসবুক পেইজ যোগ করুন। এতে করে দুই প্ল্যাটফর্মে একসাথে মার্কেটিং চালাতে পারবেন।
কন্টেন্টের বৈচিত্র্য বজায় রাখুন
আপনাকে মনে রাখতে হবে, ইন্সটাগ্রাম একটি ভিজ্যুয়াল মাধ্যম। তাই একদিকে আপনাকে যেমন প্রতিনিয়ত গ্রাহককে প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক কন্টেন্ট দেখাতে হবে, অন্যদিকে কন্টেন্টে থাকা চাই বৈচিত্র্য।

শুধু ছবি পোস্ট না করে অন্যান্য ফরম্যাটের কন্টেন্ট ব্যবহার করার কথা বিবেচনা করুন। যেমন:

ফলোয়ারদের পছন্দ-অপছন্দ নিয়ে জিজ্ঞাসা করা পোস্ট,
আপনার ব্র্যান্ড সম্পর্কিত উক্তি বা টেক্সটনির্ভর ছবি,
ইউজারদের বানানো কন্টেন্ট,
ছোট টিউটোরিয়াল, যেগুলো টার্গেট অডিয়েন্সকে নতুন কিছু শেখাতে পারে।
সুন্দর ক্যাপশন লিখুন
ইন্সটাগ্রামে ক্যাপশন নিয়ে হেলাফেলা করার সুযোগ নেই। ক্যাপশন কীভাবে লিখছেন, কী ধরনের শব্দ নির্বাচন করছেন, টার্গেট অডিয়েন্সের মনোযোগ কতটা কাড়তে পারছেন – তার উপর আপনার ব্র্যান্ড ভয়েস (Brand voice) নির্ভর করে।

ইন্সটাগ্রামে ক্যাপশনের জন্য ২২০০ ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে ‘More’ ট্যাপ করার আগে ক্যাপশনে মাত্র দুই লাইন দেখা যায়। এ বিষয়টি মাথায় রেখে অর্গানিক পোস্টের ক্ষেত্রে ১৩৮ – ১৫০ ক্যারেক্টার আর বিজ্ঞাপনের ক্ষেত্রে ১২৫ ক্যারেক্টারের মধ্যে ক্যাপশন লিখুন। অবশ্য কপিরাইটিংয়ে অভিজ্ঞ হয়ে থাকলে আপনি এর চেয়েও লম্বা ক্যাপশন ব্যবহার করতে পারেন।

ভেবেচিন্তে হ্যাশট্যাগ ব্যবহার করুন
ইন্সটাগ্রামে কন্টেন্টের রীচ বাড়াতে হ্যাশট্যাগ বেশ কাজে দেয়। আপনি চাইলে একটি পোস্টে ৩০টি পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তবে প্রতি পোস্টে সর্বোচ্চ ৫ – ৯টি হ্যাশট্যাগ রাখুন। খেয়াল রাখুন যেন হ্যাশট্যাগ আপনার ব্র্যান্ডের সাথে প্রাসঙ্গিক হয়।

‘Instagram Story’ ফিচারের সর্বোচ্চ ব্যবহার করুন
‘Instagram Story’ ফিচারের সর্বোচ্চ ব্যবহার করুন
ইন্সটাগ্রাম স্টোরি – ১ম উপায়
ইন্সটাগ্রাম মার্কেটিং কী ও কীভাবে করবেন?
ইন্সটাগ্রাম স্টোরি – ২য় উপায়
বিশেষ ধরনের এ কন্টেন্ট ২৪ ঘন্টা পর্যন্ত দেখা যায়। স্টোরিতে বাস্তব জীবনের সাথে যায় এমন ছবি বা ভিডিও যত বেশি থাকে, এনগেজমেন্ট তত বাড়ে।

ভালোভাবে স্টোরি ফিচার ব্যবহার করতে ব্র্যান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো বার্তা দিন। প্রথম ৩ সেকেন্ডের মধ্যে সে বার্তা যেন টার্গেট অডিয়েন্স পেয়ে যান, সে চেষ্টা করুন। আরো ভালো হয় যদি ভিউয়ারকে কোনো নির্দিষ্ট কাজ করতে উৎসাহ দেন। যেমন, আপনার সাইট ভিজিট করা।

নিয়মিত লাইভে যান
নিয়মিত লাইভে যান
ইন্সটাগ্রাম লাইভ
টার্গেট অডিয়েন্সের সাথে সরাসরি যোগাযোগ করার ক্ষেত্রে ইন্সটাগ্রাম লাইভ ব্রডক্যাস্টিং খুব কার্যকরী উপায়। এ ফিচারকে নানাভাবে কাজে লাগাতে পারেন আপনি। যেমন:

‘Add a Guest’ অপশনের মাধ্যমে কোনো ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা ইনফ্লুয়েন্সারের সাথে লাইভে আসুন।
প্রাসঙ্গিক বিষয়ে ওয়ার্কশপ বা টিউটোরিয়াল দেখান।
কারো ইন্টারভিউ নিন।
প্রোডাক্ট বা সার্ভিস রিভিউর জন্য কাস্টমার বা ক্লায়েন্টের সাথে লাইভে আলোচনা করুন।
পোস্টের জন্য সঠিক সময় নির্ধারণ করুন
যে সময়ে আপনার টার্গেট অডিয়েন্স ইন্সটাগ্রামে বেশি থাকে, সে সময়ে পোস্ট করলে রীচ আর এনগেজমেন্ট ভালো পাবেন। কিন্ত পুরো ব্যাপারটি নির্ভর করে আপনার ব্যবসার অবস্থান ও ধরনের উপর। যেমন, বাংলাদেশে যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবার-শনিবার, সেহেতু বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত এনগেজমেন্ট হয়তো বেশি হতে পারে।

ইন্সটাগ্রাম মার্কেটিংয়ের শুরুতে দিনের বিভিন্ন সময়ে পোস্ট করুন। এরপর অ্যানালিটিক্স থেকে বুঝতে পারবেন কোন সময় আপনার টার্গেট অডিয়েন্সের কাছ থেকে সবচেয়ে ভালো সাড়া পাওয়া যায়।

সম্ভব হলে ইন্সটাগ্রাম শপ ব্যবহার করুন
ইন্সটাগ্রামের শপ ট্যাবটি ব্যবহারের মাধ্যমে আপনি সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিস টার্গেট অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারেন। তাদেরকে ওয়েবসাইটেও নিয়ে যেতে পারবেন। সেলস বাড়ানোর জন্য এটি সাহায্য করবে।

অ্যানালিটিক্সে মনোযোগ দিন
ইন্সটাগ্রাম মার্কেটিং কী ও কীভাবে করবেন?
ইন্সটাগ্রাম অ্যানালিটিক্স
আপনি যত ভালোভাবে ইন্সটাগ্রাম মার্কেটিং করুন না কেন, আরো ভালো করার সুযোগ ও সম্ভাবনা সবসময় থাকে। এ কাজে আপনাকে সহযোগিতা করবে ইন্সটাগ্রাম ইনসাইটস (Instagram Insights)।

অ্যানালিটিক্সের মাধ্যমে আপনি যেসব তথ্য পাবেন, সেগুলোর মধ্যে রয়েছে –

কোন ধরনের ফরম্যাট ফলোয়ারদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে,
কোন সময়ে করা পোস্টের রীচ ও এনগেজমেন্ট ভালো হয়,
কোন বয়সের, জায়গার, ভাষার ও জেন্ডারের ইউজার আপনার ব্র্যান্ডকে ফলো করে,
আপনার ফলোয়াররা কোন কোন বিষয় বা ইন্ডাস্ট্রি নিয়ে আগ্রহী।
ইন্সটাগ্রাম অ্যানালিটিক্স থেকে পাওয়া ডেটা অ্যানালিসিস করে ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন।

ইন্সটাগ্রাম মার্কেটিংয়ে ভালো হয়ে উঠুন
ইন্সটাগ্রাম মার্কেটিং থেকে সাফল্য পেতে বিজনেস অ্যাকাউন্টের প্রোফাইল ঠিকভাবে গুছিয়ে নিন। পাশাপাশি নিত্যনতুন ভিন্ন ফরম্যাটের কন্টেন্ট পোস্ট করুন প্রাসঙ্গিক হ্যাশট্যাগ আর ক্যাপশন দিয়ে। এর সাথে সঠিক সময়ে ‘Story’ আর লাইভ ব্রডক্যাস্টিংয়ের মতো ফিচার ব্যবহারের মাধ্যমে ব্র্যান্ডের ফলোয়ারদের এনগেজমেন্ট বাড়ান। সেলসের জন্য শপ ফিচার তো আছেই! আপনার যাবতীয় কাজের পারফরম্যান্স অ্যানালিটিক্সের সাহায্যে ট্র্যাক করে পরিবর্তন আনতে পারবেন মার্কেটিং পরিকল্পনায়।

01/03/2022

#দক্ষতা_অর্জনের _পাশাপাশি_আয়_করার সূযোগ নিন_কোর্স চলাকালীন সময়ে।
#ক্যারিয়ার_গড়ুন_ফ্রীল্যান্সিং এ

নিজের দক্ষতা বৃদ্ধির ও আর্থিক সার্পোট এর স্বার্থে
#ডিজিটাল_মার্কেটিং_কোর্সের পাশাপাশি আমাদের প্রজেক্টে থেকে নিজের চাহিদা মোতাবেক প্রতিদিন ২/৩ ঘন্টা সময় দিয়ে
প্রতি মাসে রেগুলার বেইজ আয় করতে চাইলে নিচের দেওয়া নাম্বারে অথবা সরাসরি ইনবক্স করে ফ্রি রেজিষ্ট্রেশন ফর্ম পূরন করে ফ্রি সেমিনারে যোগদান করুন।

🤷‍♂️আসন সীমিত
সেমিনারের সময়সূচী :
4মার্চ,২০২২ইং
বিকাল ২:৪৫ ঘটিকা
মাধ্যমঃ জুম এ্যাপ
বিঃদ্রঃ উক্ত ক্লাসের লিংক আপনার মোবাইলে এস এম এস করে এবং ইমেল এ প্রেরণ করা হবে।
💌💌ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন তথ্য জানতে সরাসরি মেসেজ করুন https://m.me/Asadullah6607
⭐ আমাদের ঠিকানাঃ
সাকসে্স বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি, ভিআপি টাওয়ার( ৩য় তলা)
কোতোয়ালী,৪০০০
চট্টগ্রাম।

🤷‍♂️🤷‍♂️বিঃদ্রঃ
( #কোর্সের_পাশাপাশি_প্রথম_২০_জনকে_আমাদের_সাথে_প্রজেক্টে_কাজ_করে_আয়_করার_সূযোগ_দেওয়া_হবে।

📢📢ঘোষণাঃ যারা মন থেকে রাইট প্লাটফর্ম এবং রাইট মেন্টর এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ সফল হতে চাচ্ছেন এবং প্রজেক্ট মেম্বার হয়ে কোর্স চলাকালীন সময়ে প্রথম মাস থেকে আয়ের সূযোগটি নিতে চাচ্ছেন তারাই শুধুমাত্র রেজিষ্ট্রেশন করার জন্য যোগাযোগ করবেন।

10/02/2022

“তােমার একটি ছােট্ট
পদক্ষেপে হাজার বছরের
সফলতার যাত্রার শুরু হতে পারে।”

📊 ফ্রিলান্সিং কি?
📊 ফ্রিলান্সিং কেন করবেন?
📊 ফ্রিলান্সিং কিভাবে করবেন?
📊 ফ্রিলান্সিং কিভাবে শিখবেন?
📉 ফ্রিল্যান্সিং হিসেবে ডিজিটাল মার্কেটিং সেক্টর কেমন হবে?
📉 কেন শিখবো ডিজিটাল মার্কেটিং?
📉 ডিজিটাল মার্কেটিং শিখে কি আমি নিজেকে দক্ষ করে তুলতে পারব?
🔴ডিজিটাল মার্কেটিং কি শিখবেন?
😍কেন হারর্বার আইটি ইনিস্টিউট কে বেছে নিবেন?

হারর্বার আইটি ইনিস্টিউট এর ডিজিটাল মার্কেটিং প্রোফেশনাল কোর্সটি সাজানো হয়েছে ডিজিটাল মার্কেটিং এর সাম্প্রতিক ট্রেন্ডকে এবং আপডেটগুলোকে মাথায় রেখে। শুধু তাই নয় আমাদের ট্রেইনাররা কমপক্ষে 12+ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের টপ রেটেড Instructor । এছাড়াও আমাদের মডিউল এ থাকছে

📱ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ান ১৬ টি ক্লাস
💻ডিজিটাল মার্কেটিং লেভেল টু তে থাকছে ২২ টি ক্লাস
👉মোট ক্লাস ৩৮ টি
🎓সার্টিফিকেট
💲ইনকাম এর হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা
✊লাইফটাইম সাপোর্ট
✌️মেন্টরশীপ এবং ২৪ ঘন্টা গাইডলাইন সিস্টেম
🇧🇩সফল ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার নিশ্চয়তা

এক কথায় একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে যা যা প্রয়োজন তার সবটুকুই আপনি পাবেন হারর্বার আইটি ইনিস্টিউট থেকে ।

👉 কোর্স মডিউলের এই টেকনিক্যাল বিষয়গুলো ছাড়াও অন্যান্য যেসকল সুবিধা থাকছে-

☑লাইভ প্রজেক্ট করার সুযোগ
☑২৪ ঘন্টা অনলাইন সাপোর্ট
☑ব্যাক আপ ক্লাসের সুযোগ
☑অসাধারণ কাজের কৌশল
এই সহযোগীতায় থাকবে সাকসেস বীজ ফ্যামিলি।

শুধু তাই নয় কোর্স শেষে থাকছে -

☑ভার্চুয়াল ইন্টার্নশিপের সুযোগ
☑আন্তর্জাতিক সার্টিফিকেশন
☑আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ
☑লাইফটাইম সাপোর্ট
☑যোগ্যতার ভিত্তিতে জব প্লেসমেন্টের সুবিধা

নিত্য প্রয়োজনীয় পণ্য বা সেবা থেকে শুরু করে বিলাসবহুল বাড়ি-গাড়িও ক্রয়-বিক্রয় হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। স্বাভাবিক ভাবেই ডিজিটাল মার্কেটিং বর্তমানের আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ডিজিটাল মার্কেটিং পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হলে বেছে নিতে পারেন হারর্বার আইটি ইনিস্টিউট ।

👉এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের অনলাইন সেমিনারে অংশ নিন।

👉অনলাইন সেমিনারে অংশ নিতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রিতে।

✉ এছাড়াও বিস্তারিত জানতে ইনবক্স করুনঃ ডিজিটাল মার্কেটিং

📞 কল করুনঃ 01975526608


সময় ও সভ্যতা থেমে থাকছে না,থেমে থাকছে না আমাদের পথ চলা। 💕আসুন ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করি লকডাউন কে ব্রেকডাউন করি।বেকা...
29/01/2022

সময় ও সভ্যতা থেমে থাকছে না,থেমে থাকছে না আমাদের পথ চলা।
💕আসুন ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করি লকডাউন কে ব্রেকডাউন করি।বেকারত্ব দূর করি, ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ি।🥰।
💫♦ডিজিটাল মার্কেটিং অনলাইন ফ্রি সেমিনার

#বেকার_থাকার_দিন_শেষ
🌺 একটি স্মার্ট ফোনই হতে পারে আপনার আয়ের উৎস ✌️♥️
সুযোগকে সম্ভাবনা হিসেবে কাজে লাগান💪✊🤲
বিস্তারিত জানতে সরাসরি মেসেজ করুন: https://m.me/Asadullahmasum607
অথবা কল করুন নিচের নাম্বারে 👎👎
০১৯৭৫৫২৬৬০৮
০১৮৭৫৫২৬৬০৭

ইমেল বিপণন বিপণনের একটি ফর্ম যা আপনার ইমেল তালিকার গ্রাহকদের নতুন পণ্য, ছাড় এবং অন্যান্য পরিষেবাদি সম্পর্কে সচেতন করতে ...
26/01/2022

ইমেল বিপণন বিপণনের একটি ফর্ম যা আপনার ইমেল তালিকার গ্রাহকদের নতুন পণ্য, ছাড় এবং অন্যান্য পরিষেবাদি সম্পর্কে সচেতন করতে পারে। ... এটি আপনার ব্র্যান্ডের মান সম্পর্কে আপনার শ্রোতাদের শিক্ষিত করতে বা তাদের ক্রয়ের মধ্যে জড়িত রাখতে একটি নরম বিক্রয়ও হতে পারে,

ইমেল বিপণন প্রচারগুলি প্রচারের জন্য ব্যবহৃত হয়, এটি কোনও বিশেষ অফার, একটি নতুন পণ্য প্রকাশ, একটি ইবুক, বা ওয়েবিনার প্রচার করা হোক। একটি প্রচারে ৩ থেকে ১০ হাজারটি ইমেইল বেশ কয়েক দিন বা সপ্তাহে পাঠানো হতে পারে। প্রচারমূলক ইমেলগুলির স্পষ্ট কল টু অ্যাকশন রয়েছে.

‌ইমেল বিপণন একটি বাণিজ্যিক বার্তা প্রেরণের কাজ যা সাধারণত ইমেল ব্যবহার করে একটি গোষ্ঠীর কাছে থাকে। এর বিস্তৃত অর্থে, কোনও সম্ভাব্য বা বর্তমান গ্রাহকের কাছে প্রেরিত প্রতিটি ইমেল ইমেল বিপণন হিসাবে বিবেচিত হতে পারে। এর মধ্যে বিজ্ঞাপন প্রেরণ, ব্যবসায়ের অনুরোধ করতে বা বিক্রয় বা অনুদানের অনুরোধ জানাতে ইমেল ব্যবহার করা জড়িত.

ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন ভালো কথা। তার জন্য ভালো গাইডলাইন ভালো সাপোর্ট দরকার , শুধু  কোর্স করলেই কিন্তু ফ্রিল্যান্সার...
18/01/2022

ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন ভালো কথা। তার জন্য ভালো গাইডলাইন ভালো সাপোর্ট দরকার , শুধু কোর্স করলেই কিন্তু ফ্রিল্যান্সার হওয়া যায় না, ফ্রিল্যান্সিং শিখতে গেছে ৩ জিনিস প্রয়োজন
১/ সময়
২/ ধৈর্য
৩/ পরিশ্রম

18/01/2022

#দক্ষতা_অর্জনের _পাশাপাশি_আয়_করার সূযোগ নিন_প্রথম মাস থেকে
#ক্যারিয়ার_গড়ুন_ফ্রীল্যান্সিং এ

নিজের দক্ষতা বৃদ্ধির ও আর্থিক সার্পোট এর স্বার্থে
#ডিজিটাল_মার্কেটিং_কোর্সের পাশাপাশি আমাদের প্রজেক্টে থেকে নিজের চাহিদা মোতাবেক প্রতিদিন ২/৩ ঘন্টা সময় দিয়ে
প্রতি মাসে রেগুলার বেইজ আয় করতে চাইলে নিচের দেওয়া নাম্বারে অথবা সরাসরি ইনবক্স করে ফ্রি রেজিষ্ট্রেশন ফর্ম পূরন করে ফ্রি সেমিনারে যোগদান করুন।
প্রয়োজনে নিচের ভিডিও টি সম্পূর্ণ শুনে নিতে পারেন।

🤷‍♂️আসন সীমিত
সেমিনারের সময়সূচী :
১৬ জানুয়ারি, ২০২২ইং
বিকাল ২.৪৫ ঘটিকা
মাধ্যমঃ জুম এ্যাপ
বিঃদ্রঃ উক্ত ক্লাসের লিংক আপনার মোবাইলে এস এম এস করে এবং ইমেল এ প্রেরণ করা হবে।
💌💌ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন তথ্য জানতে সরাসরি মেসেজ করুনঃ
https://m.me/Asadullahmasum607
⭐ আমাদের ঠিকানাঃ
সাকসে্স বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি, ভিআপি টাওয়ার( তয় তলা)
কোতোয়ালী,৪০০০
চট্টগ্রাম।
🤷‍♂️🤷‍♂️বিঃদ্রঃ
( #কোর্সের_পাশাপাশি_প্রথম_২০_জনকে_আমাদের_সাথে_প্রজেক্টে_কাজ_করে_আয়_করার_সূযোগ_দেওয়া_হবে।

📢📢ঘোষণাঃ যারা মন থেকে রাইট প্লাটফর্ম এবং রাইট মেন্টর এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ সফল হতে চাচ্ছেন এবং প্রজেক্ট মেম্বার হয়ে কোর্স চলাকালীন সময়ে প্রথম মাস থেকে আয়ের সূযোগটি নিতে চাচ্ছেন তারাই শুধুমাত্র রেজিষ্ট্রেশন করার জন্য আমাকে মেসেঞ্জারে অথবা মোবাইল নাম্বার এ ফোন করবেন।
👇
📱 01975526608✨

12/01/2022

#দক্ষতা_অর্জনের _পাশাপাশি_আয়_করার সূযোগ নিন_প্রথম মাস থেকে
#ক্যারিয়ার_গড়ুন_ফ্রীল্যান্সিং এ

নিজের দক্ষতা বৃদ্ধির ও আর্থিক সার্পোট এর স্বার্থে
#ডিজিটাল_মার্কেটিং_কোর্সের পাশাপাশি আমাদের প্রজেক্টে থেকে নিজের চাহিদা মোতাবেক প্রতিদিন ২/৩ ঘন্টা সময় দিয়ে
প্রতি মাসে রেগুলার বেইজ আয় করতে চাইলে নিচের দেওয়া নাম্বারে অথবা সরাসরি ইনবক্স করে ফ্রি রেজিষ্ট্রেশন ফর্ম পূরন করে ফ্রি সেমিনারে যোগদান করুন।
প্রয়োজনে নিচের ভিডিও টি সম্পূর্ণ শুনে নিতে পারেন।

🤷‍♂️আসন সীমিত
সেমিনারের সময়সূচী :
১৬ জানুয়ারি, ২০২২ইং
বিকাল ২.৪৫ ঘটিকা
মাধ্যমঃ জুম এ্যাপ
বিঃদ্রঃ উক্ত ক্লাসের লিংক আপনার মোবাইলে এস এম এস করে এবং ইমেল এ প্রেরণ করা হবে।
💌💌ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন তথ্য জানতে সরাসরি মেসেজ করুনঃ
https://m.me/Asadullahmasum607
⭐ আমাদের ঠিকানাঃ
সাকসে্স বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি, ভিআপি টাওয়ার( তয় তলা)
কোতোয়ালী,৪০০০
চট্টগ্রাম।
🤷‍♂️🤷‍♂️বিঃদ্রঃ
( #কোর্সের_পাশাপাশি_প্রথম_২০_জনকে_আমাদের_সাথে_প্রজেক্টে_কাজ_করে_আয়_করার_সূযোগ_দেওয়া_হবে।

📢📢ঘোষণাঃ যারা মন থেকে রাইট প্লাটফর্ম এবং রাইট মেন্টর এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ সফল হতে চাচ্ছেন এবং প্রজেক্ট মেম্বার হয়ে কোর্স চলাকালীন সময়ে প্রথম মাস থেকে আয়ের সূযোগটি নিতে চাচ্ছেন তারাই শুধুমাত্র রেজিষ্ট্রেশন করার জন্য আমাকে মেসেঞ্জারে অথবা মোবাইল নাম্বার এ ফোন করবেন।
👇
📱 01975526608✨

08/01/2022

#দক্ষতা_অর্জনের _পাশাপাশি_আয়_করার সূযোগ নিন_প্রথম মাস থেকে
#ক্যারিয়ার_গড়ুন_ফ্রীল্যান্সিং এ

নিজের দক্ষতা বৃদ্ধির ও আর্থিক সার্পোট এর স্বার্থে
#ডিজিটাল_মার্কেটিং_কোর্সের পাশাপাশি আমাদের প্রজেক্টে থেকে নিজের চাহিদা মোতাবেক প্রতিদিন ২/৩ ঘন্টা সময় দিয়ে
প্রতি মাসে রেগুলার বেইজ আয় করতে চাইলে নিচের দেওয়া নাম্বারে অথবা সরাসরি ইনবক্স করে ফ্রি রেজিষ্ট্রেশন ফর্ম পূরন করে ফ্রি সেমিনারে যোগদান করুন।
প্রয়োজনে নিচের ভিডিও টি সম্পূর্ণ শুনে নিতে পারেন।

🤷‍♂️আসন সীমিত
সেমিনারের সময়সূচী :
১২ জানুয়ারী, ২০২২ইং
বিকাল ২.৪৫ ঘটিকা
মাধ্যমঃ জুম এ্যাপ
বিঃদ্রঃ উক্ত ক্লাসের লিংক আপনার মোবাইলে এস এম এস করে এবং ইমেল এ প্রেরণ করা হবে।
💌💌ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন তথ্য জানতে সরাসরি মেসেজ করুনঃ

https://m.me/Asadullahmasum607
⭐ আমাদের ঠিকানাঃ
সাকসে্স বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি, ভিআপি টাওয়ার( তয় তলা)
কোতোয়ালী,৪০০০
চট্টগ্রাম।
🤷‍♂️🤷‍♂️বিঃদ্রঃ
( #কোর্সের_পাশাপাশি_প্রথম_২০_জনকে_আমাদের_সাথে_প্রজেক্টে_কাজ_করে_আয়_করার_সূযোগ_দেওয়া_হবে।

📢📢ঘোষণাঃ যারা মন থেকে রাইট প্লাটফর্ম এবং রাইট মেন্টর এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ সফল হতে চাচ্ছেন এবং প্রজেক্ট মেম্বার হয়ে কোর্স চলাকালীন সময়ে প্রথম মাস থেকে আয়ের সূযোগটি নিতে চাচ্ছেন তারাই শুধুমাত্র রেজিষ্ট্রেশন করার জন্য আমাকে মেসেঞ্জারে অথবা মোবাইল নাম্বার এ ফোন করবেন।
👇
📱 01975526608,01875526607✨

একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার শুধুমাত্র মানসিকতার পরিবর্তন এর মাধ্যমে আমাদের  জীবন পরিবর্তন সম্ভব💪আমাদের ভেতর লুক...
07/01/2022

একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার শুধুমাত্র মানসিকতার পরিবর্তন এর মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন সম্ভব💪

আমাদের ভেতর লুকায়িত পজেটিভ ও নেগেটিভ মানসিকতা দুটোই।আমরা যাকে প্রশ্রয় দিবো সেই রাজত্ব চালাবে☺️

চিন্তাই পজেটিভ,দেখুন পজেটিভ, কথা বলুন পজেটিভ, কাজ করুন পজিটিভ....জীবন ও চলবে পজেটিভলি🥰

Great quote... Negative attitude always kill our possibility... Positive attitude always raise our life🙏

19/12/2021

Special Seminar only For Female Participants!!

স্বামী ব্যাংকে জব করে স্যালারি পায় ৪০ হাজার।
স্ত্রী ঘরে বসে অনলাইনে সেল করে ড্রেস, মাসে ইনকাম ৭০ হাজার।

লাইক আ বস 😎

স্বামী আগে খোটা দিত।
সংসারে টাকাতো আর তুমি দাওনা। ওইটাতো আমাকেই জোগাড় করতে হয়।
আজকাল বউ ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আর উল্টো বলে টাকা লাগলে আমাকে বইলো 😉

লাইক আ বস 😎

স্বামী বিসিএস ক্যাডার
আগে বউকে খোটা দিত,
"আমি ক্যাডার বলেই তোমার বাপ আমার কাছে বিয়ে দিছে।"
স্ত্রী পলিটিক্সে যোগ দিয়ে আজকে বড় যুবনেত্রী।
মানুষ স্বামীকে দেখলে উল্টা বলে,

"আরে অমুক আপার হাজব্যান্ড না এইটা"

এইখানেও বউ - লাইক আ বস 😎

বাট এই মেয়েদের কাজেই সব থেকে বেশি বাধা আসে 😓 খুব একটা বেশি সাপোর্ট না পেয়েও তারা উঠে আসতে জানে। তার উপর এখন তো ইনকাম করার জন্য ঘরের বাইরে বের হওয়ার ও প্রয়োজন হয় না, "ফ্রিল্যান্সিং" শিখে খুব সহজে ঘরে বসে আয় করছে হাজারো নারী, প্রতিষ্ঠিত করছে নিজেকে।

তবে যারা এখনো এ সম্পর্কে খুব একটা জানেনা অথবা জানার পরও কিভাবে ঘরে বসে এই পেশার সাথে যুক্ত হবে ইনকাম করবে এটা নিয়ে কনফিউজড আছেন তাদের জন্য "সাকসেস বিজ" নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং বিষয়ক দারুন একটি সেমিনার শুধুমাত্র মেয়েদের জন্য!! 😍😍

💯আসন সংখ্যা সীমিত দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার সিট টি নিশ্চিত করুন।

💪পরিশেষে,প্রত্যেক টা মেয়ের কিছু না কিছু করা উচিত কারন Boss ফিলিংস টা সত্যিই অসাধারণ। আর তা হোকনা শুরু ফ্রিল্যান্সিং এর এই সেমিনার দিয়ে।

সেমিনারের সময়সূচী :
২১ ই ডিসেম্বর, ২০২১ইং
বিকাল ২.৪৫ ঘটিকা
মাধ্যমঃ জুম এ্যাপ
বিঃদ্রঃ উক্ত ক্লাসের লিংক আপনার মোবাইলে এস এম এস করে এবং ইমেল এ প্রেরণ করা হবে।
💌💌ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন তথ্য জানতে সরাসরি মেসেজ করুনঃ
https://m.me/Asadullahmasum607

অথবা কল করুন : 01975526608
⭐ আমাদের ঠিকানাঃ
সাকসে্স বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি, ভিআপি টাওয়ার( তয় তলা)
কোতোয়ালী,৪০০০
চট্টগ্রাম।
🤷‍♂️🤷‍♂️বিঃদ্রঃ
( #কোর্সের_পাশাপাশি_প্রথম_২০_জনকে_আমাদের_সাথে_প্রজেক্টে_কাজ_করে_আয়_করার_সূযোগ_দেওয়া_হবে।
👇সিট লিমিটেড 💫
বেশি সময় নাই (মাত্র কয়েকজন সুযোগ পাবে এই ক্লাসে)

📢📢ঘোষণাঃ যারা মন থেকে রাইট প্লাটফর্ম এবং রাইট মেন্টর এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এ সফল হতে চাচ্ছেন, তারাই শুধুমাত্র রেজিষ্ট্রেশন করার জন্য যোগাযোগ করবেন।

12/12/2021

🤔৯-৫ টা অফিস লাইফে স্বস্তি খুঁজে পাচ্ছেন না?
🤔স্টুডেন্ট অবস্থায় মনের চাহিদা মতো টিউশন পাচ্ছেন না?
🤔একজন গৃহিনী হিসেবে ঘরে বসে বরিং ফিল করছেন?
🤔একজন ব্যবসায়ী হয়ে নিজের ব্যবসায় প্রচার ও প্রসার নিয়ে ভাবছেন?
👏💪 তাহলে নিজেই নিজের কর্মজীবনের ছক বদলে ফেলুন Success Biz Family এর সাহায্যে।

🤷‍♂️বিশ্বায়নের এই যুগে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে আর্ন করা এখন অনেক সহজ এবং Success Biz Family এমন একটি প্ল্যাটফর্ম যা আপনাকে সঠিক দিকনির্দেশনা দিয়ে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে।

💥বিশ্বমানের পরামর্শদাতা ও লিডারদের থেকে সরাসরি Guideline পেতে Join করুন Success Biz Family এর "Build Career as a Freelancer" -এই ফ্রি অনলাইন সেমিমারে এবং উপভোগ করুন কর্মজীবনের স্বাধীনতা।

🤗শুধু মাত্র ২০ জনকে উক্ত সূযোগটি দেওয়া হবে।
🎓একবিংশ শতাব্দীতে ডিজিটাল দক্ষতা অর্জন করে নিজের ক্যারিয়ারকে Digitally Upgrade করুন !
👌আমাদের এক্সপার্টদের থেকে জেনে নিন নিজের ক্যারিয়ার গ্রোথ এর স্ট্র্যাটিজি সমূহ I

🏃‍♂️শুরু করবো নয়! শুরু করে ফেলতে হবে ! সুতরাং নিজেকে বদলে ফেলার প্রথম পদক্ষেপ গ্রহণ করুন ওয়েবিনারে সাইন-আপ করার মাধ্যমে !

সেমিনারের সময়সূচী :
১৬ ই নভেম্ভর,২০২১
রাত ৮.৩০ ঘটিকা

মাধ্যমঃ জুম এ্যাপ

বিঃদ্রঃ উক্ত ক্লাসের লিংক আপনার মোবাইলে এস এম এস করে এবং ইমেল এ প্রেরণ করা হবে।
💌💌ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোন তথ্য জানতে সরাসরি মেসেজ করুনঃ👉https://www.facebook.com/smartowner123/
অথবা কল করুনঃ 01975526608
⭐ আমাদের ঠিকানাঃ
সাকসে্স বিজ ফ্যামেলি
কাজীর ডেউড়ি, ভিআপি টাওয়ার( তয় তলা)
কোতোয়ালী,৪০০০
চট্টগ্রাম।
🤷‍♂️🤷‍♂️বিঃদ্রঃ
( #কোর্সের_পাশাপাশি_প্রথম_২০_জনকে_আমাদের_সাথে_প্রজেক্টে_কাজ_করে_আয়_করার_সূযোগ_দেওয়া_হবে।
👉🤝👉উক্ত সুযোগটি পেতে আমাকে ইনবক্স করুন

Address

Kazir Dewri 400Division, Bangladesh Chittagong
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Digital Smart Owner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Smart Owner:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All