05/12/2024
"পাপাচারে" লিপ্ত মানুষ পাপ করতে করতে একসময় ক্ষান্ত হয় অবশেষে যখন বুঝতে পারে তখন তার আয়ু ফুরিয়ে যায়,সময় ফুরিয়ে যায়, চোখে মুখে অন্ধকার নেমে আসে বিবেক কিন্তূ তখনও বেঁচে থাকে। এভাবেই না বুঝেও না জেনেও অগণিত মানব জাতি তার অসমাপ্ত জীবন যুদ্ধ থেকে চির বিদায় নিয়ে চলে যায় পরকালে, এরপরেও আজ অবধি পরকালীন সঠিক মুক্তির অভিলাষ এর স্বপ্ন কারো মাঝেই পূর্ণতা হয়ে ফিরে আসেনি। মানুষ জেনে শুনেই সফল জীবনের হাতছানি থেকে নিজেকে হারিয়ে ফেলে অবিরত।