OMAR FARUK TOPU

OMAR FARUK TOPU 4215 Chittagong Chittagong port..ctg..Bangladesh

05/12/2024

"পাপাচারে" লিপ্ত মানুষ পাপ করতে করতে একসময় ক্ষান্ত হয় অবশেষে যখন বুঝতে পারে তখন তার আয়ু ফুরিয়ে যায়,সময় ফুরিয়ে যায়, চোখে মুখে অন্ধকার নেমে আসে বিবেক কিন্তূ তখনও বেঁচে থাকে। এভাবেই না বুঝেও না জেনেও অগণিত মানব জাতি তার অসমাপ্ত জীবন যুদ্ধ থেকে চির বিদায় নিয়ে চলে যায় পরকালে, এরপরেও আজ অবধি পরকালীন সঠিক মুক্তির অভিলাষ এর স্বপ্ন কারো মাঝেই পূর্ণতা হয়ে ফিরে আসেনি। মানুষ জেনে শুনেই সফল জীবনের হাতছানি থেকে নিজেকে হারিয়ে ফেলে অবিরত।

22/11/2024
It's an incredible journey
11/11/2024

It's an incredible journey

A journey with positive journalism
10/11/2024

A journey with positive journalism

10/11/2024

পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া পবিত্র "আল কোরআনের" অনুসারী না হয়ে দুনিয়ার জমিনে পাপাচারের আধারে ডুবে গিয়ে মহামূল্যবান 'খনি' খুঁজতে চাওয়া শুধুমাত্র নিরাশার বালুচর।

05/11/2024

আজ৫ই নভেম্বর রাত দশটায় মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ফৌজদারহাট কে এম হাই স্কুল সংলগ্ন মসজিদের পাশে ঢাকা চিটাগং মহাসড়কে একটি অটো রিক্সার ভুল পথে আসা এবং একটি ভারি যানবাহনের সাথে প্রচন্ড গতিতে আসা ট্রাকের ধাক্কা খাওয়ার দরুণ দুর্ঘটনা সৃষ্টি হয়।

03/11/2024

গ্রামে ডেঙ্গু ও চিকনগুনিয়া নেই, কিন্তু শহরে ডেঙ্গু আক্রান্ত রোগীর অভাব নাই, আধুনিক উন্নত মেশিন যন্ত্রপাতি ,সভ্যতা পরিবেশবাদীদের আগ্রাসন ,বন বিভাগের আগ্রাসন উন্নত জীবন যাপন চিন্তাভাবনার পরিবর্তন তা সত্ত্বেও এই মরণঘাতী ব্যাধি, তার কারণটি একটু চিন্তা করার মানুষ নেই। এর কারণ আমরা অতিরিক্ত চাকচিক্যতা জৌলুস, উচ্চাকাঙ্ক্ষা এর মধ্য দিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছি ভালো থাকার অভিনয় করছি কিন্তু পরিত্রাণ পাচ্ছিনা কোনভাবেই, সহজ ভাবে বলতে গেলে পরিছন্নতা ব্যবস্থার উন্নয়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার মানসিকতা গড়ে না উঠলে আগামী প্রজন্ম অসুস্থ সমাজ থেকে মুক্তি পাবে না কোনভাবেই। (Dedicated for all of unconscious people)

18/10/2024

পবিত্র "জুমার" দিনে স্মরণ করছি সেই সব বীর ব্যক্তিবর্গকে যারা সত্যের পথে কাজ করতে গিয়ে আততায়ীর দ্বারা শহীদ হয়েছেন।

10/09/2024

এদেশের অসংখ্য মুক্তি কামি শিশু ,কিশোর, ছাত্র জনতাকে একদিকে পুলিশ মারণঘাতি বুলেট দিয়ে খুন করেছে। অন্যদিকে রাতের আধারে এম্বুলেন্সে করে সারিবদ্ধ লাশের স্তূপ আর তাদের জনচক্ষুর আড়ালে চলে গণকবরের কার্যক্রম। যে 'বুলেট' যুদ্ধে ইউজ করা হয় সেই 'বুলেট' আমার দেশের জনগণের বুকে কেন? আর যারা খুন করেছে তাদেরকে একই কায়দায় গণকবরে প্রেরণ করা উচিত। ঢাকা রায়ের বাজারে এই রহস্যজনক গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কোর্ট ও স্বয়ং জাতিসংঘের সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

30/08/2024

তাইতো এখন নিরস্ত্র ছাত্রদের উচিত হবে উপযুক্ত সামরিক ট্রেনিং এর মাধ্যমে পুলিশের বিপরীতে প্রস্তুতি নিয়ে উপযুক্ত জবাব দেওয়ার

26/08/2024

দালাল বিকাশ বাবাদের টাকা না দিয়ে সেনা, নৌ বাহিনীর কাছে দিন। এতে জনগণ পুরো টাকাই পাবে। বাংলাদেশ নৌবাহিনী সকাল থেকে খাবার বিতরন করছে কুমিল্লা ও ফেনীর বন্যাদুর্গতদের মাঝে।❤

Address

Bondor
Chittagong Port

Telephone

+8801818402103

Website

Alerts

Be the first to know and let us send you an email when OMAR FARUK TOPU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share