Famin tv। ফামিন টিভি

Famin tv। ফামিন টিভি ফামিন টিভি ফেইস বুক পেইজ ও ইউটিউব চ্যানেল।দেশ-বিদেশের সংবাদ,গান, আবৃত্তি, প্রতিবদেন নির্মাতা।
(7)

কণ্ঠ শিল্পীরা গান প্রচার ,নিউজ ও সংবাদের জন্য যোগাযোগ করুন।
ফোন- ০৮১৮-৬৬৮৬৯৩। 01818-668693-ওমর ফারুক।
শর্ত সমুহঃ
১) শিক্ষিত শিল্পী হলে বেশি ভালো ( এস.এস.সি/ এইচএসসি / বিএ / অনার্স ) অধ্যয়নরত। শিশু শিল্পীরা( ছেলে/মেয়ে) গাইতে পারবেন,বয়স (৯-১৭)বছর।
২) শাস্ত্রীয় সংগীতের শিক্ষা থাকতে হবে কমপক্ষে তিন বছর/ তিনটি রাগের খেয়াল তান সহ শিখা থাকলে ভাল।
৩) হামদ,নাত,নাশিদ ও কবিতা আবৃত্তি করতে পারবেন। সম্ভ্

রান্ত পরিবারে সন্তানদের অগ্রাধিকার।
৪) সুন্দর কণ্ঠ,সুশ্রী চেহারা, ভদ্র প্রকৃতির ছেলে মেয়েরা ই সুযোগ পাবে ফামিন টিভি তে গান গাইবার।
৫) গানে বেশি আগ্রহী এবং কণ্ঠ ভালো তাদের জন্য শর্ত সীমিত থাকবে।

22/12/2023

ও প্রেমে প্রেম হয়েগেল রে....

18/12/2023

বাবার বাড়ি ছেড়ে যাচ্ছি স্বামীর ঘরে।
গীতিকার : ওমর ফারুক, সুর ও সংগীত : Suno AI.
সাকির বিয়ে পরিবারকে খুব নাড়া দিয়েছে।

16/12/2023

তোমার স্মৃতি কথা লিখি কবিতায়।
গীতিকার : ওমর ফারুক।
কণ্ঠ, সুর ও সংগীত : Suno AI software.

15/12/2023

গ্রামের বুক চিরে শহুরে রেল গাড়ি। দেখতে মানুষের সারি সারি।

একটি সুন্দর সূর্যাস্ত। রামপুর রেল স্টেশনে।
15/12/2023

একটি সুন্দর সূর্যাস্ত। রামপুর রেল স্টেশনে।

AI দিয়ে তৈরি করা দরিদ্র লোক।
14/12/2023

AI দিয়ে তৈরি করা দরিদ্র লোক।

05/12/2023

সফল কন্টেন্ট ক্রিয়েটর রিয়াদ খানের শুভদিন পালিত হয় মনোরম অনুষ্ঠান করে।
#রিয়াদখান, ,

RK boys page এর এডমিন প্রিয় ছাত্র রিয়াদ খানের শুভ জন্মদিন পালিত। মনোরম অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্য দিয়ে তার জন...
04/12/2023

RK boys page এর এডমিন প্রিয় ছাত্র রিয়াদ খানের শুভ জন্মদিন পালিত। মনোরম অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্য দিয়ে তার জন্ম দিন পালিত হলো। তার শুরু হয়েছিল আমার হাতে। তিন বছর খানেক আগে ফামিনটিভি র জন্য ভিডিও র কাজ করত ও শিখত। এখন নিজের পেইজের জন্য সে কাজ করে সে খুব ভালো করছে। সে মেধাবী, কবিতা,,ছড়া,নাটক লিখত। এখন নিজে নাটিকা তৈরি করে পরিচালনা করে। তার টিমে ডজন খানেক তরুন কাজ করে যাচ্ছে নিয়মিত। ফামিনটিভি র পক্ষ থেকে তার জন্য শুভ কামনা সব সময় থাকবে।

02/12/2023

শহীদ লিয়াকত আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা হযরত ফাতিমা (র) বালিকা ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত।
বেতুয়াবাজার, চকরিয়া কক্সবাজার।
#লিয়াকতআলী, #বৃত্তিপরীক্ষা, #হযরতফাতিমাবালিকা_আলিম_মাদ্রাসা।

কাগজের নকশা ক্ষুদে নকশাবিদ।
02/12/2023

কাগজের নকশা ক্ষুদে নকশাবিদ।

25/11/2023

বার্ষিক মুল্যায়ন পরীক্ষা ৬ষ্ঠ শ্রেণি। অনুশীলন একাডেমী। বিষয়-শিল্প ও সংস্কৃতি।

যে অফিস কক্ষে দৈনিক ৮ ঘণ্টা( দুপুর ১টা থেকে রাত ৯টা) বন্ধী থাকি।ফারিহা স্টুডিও এবং ফামিনটিভি র জন্য অডিও  ভিডিও রেকর্ড ও...
25/11/2023

যে অফিস কক্ষে দৈনিক ৮ ঘণ্টা( দুপুর ১টা থেকে রাত ৯টা) বন্ধী থাকি।
ফারিহা স্টুডিও এবং ফামিনটিভি র জন্য অডিও ভিডিও রেকর্ড ও সম্পানার কাজ করি।
অন্য দিকে আমার প্রিয় স্কুল অনুশীলন একাডেমী জন্য দৈনিক ৫ ঘন্টা ( সকাল ৮ থেকে দুপুর ১টা) পর্যন্ত শিক্ষক হিসেবে চাকরি করার পর ফারিহা স্টুডিও তে কাজ শুরু করি। একটানা চলে রাত ৯টা কখনও ১০টা পর্যন্ত।

সত্যিই তাকে ডাক্তারের মতো মনে হচ্ছে!!!অনুশীলন একাডেমীর সাবেক কৃতিছাত্র ডাক্তার আবু তৈয়ব সাহেবের ভাগিনা আমিরুল করিম শাকিক...
22/11/2023

সত্যিই তাকে ডাক্তারের মতো মনে হচ্ছে!!!
অনুশীলন একাডেমীর সাবেক কৃতিছাত্র ডাক্তার আবু তৈয়ব সাহেবের ভাগিনা আমিরুল করিম শাকিক।পিতা মাহমুদুল করিম। দাদা বহদ্দার কাটার খ্যাতনামা বক্তি জনাব আলী আকবর মুনশি। আমিরুল করিম শাকিক ৭ম শ্রেণির মেধাবী ছাত্র্র। মুল্যায়ন ক্লাসে তাকে ডাক্তারের ভুমিকায় দেখে মেধাবী ডাক্তারের মতো হলো সবার কাছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।।

21/11/2023

অনুশীলন একাডেমীতে ৬ষ্ঠ বিজ্ঞান বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন।।
#মুল্যায়ন, #পরীক্ষা।

20/11/2023

জীবন ও জীবিকা -৭ম শ্রেণি। অনুশীলন একাডেমী। চকরিয়া। ফামিনটিভি।
#মূল্যায়ন, #সামষ্টিক, #বৃত্তিপরীক্ষা #বার্ষিকপরীক্ষা,

19/11/2023

দেখুন বৃত্তি পরীক্ষার খাতা কিভাবে মূল্যায়ন করা হয়।।
#বৃত্তিপরীক্ষা, #পরীক্ষারখাতা,

16/11/2023

কিন্ডারগার্টেনে ছয় শিক্ষকের কম নয়, নিয়োগ যোগ্যতা সরকারির মতোই।।
দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক | ১৪ নভেম্বর, ২০২৩
দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ........................
প্রাথমিক পর্যায়ে পাঠদান করানো কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে ছয়জন শিক্ষক থাকতে হবে। তাদের কমিটির মাধ্যমে নিয়োগ দিতে হবে। কিন্ডারগার্টেনসহ এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো। বেসরকারি এ প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষক অনুপাত হবে ৩০ : ১। নিবন্ধিত হতে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে এসব শর্ত বেধে দিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন বিধিমালা-২০২৩ এ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসব শর্ত দেয়া হয়েছে। সম্প্রতি এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ পেয়েছে।

বিধিমালায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো নার্সারি, কিন্ডারগার্টেন, প্রিপাইটরি স্কুল, ইংরেজি ভার্সন স্কুল, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের সংযুক্ত পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলোকে এ বিধিমালার আলোকে পাঠদানের অনুমতি নিয়ে নিবন্ধিত হতে হবে।

এদিকে নিয়োগ যোগ্যতা বেধে দেয়া হলেও এ বিধিমালায় শিক্ষকদের বেতন কতো হবে সে বিষয়ে কোনো শর্ত বা নির্দেশনা নেই। মন্ত্রণালয় জানিয়েছে, কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের দায় সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।

জানা গেছে, এ বিধিমালা অনুসারে এখন থেকে প্রাথমিক পর্যায়ে পাঠদান করানো কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিবন্ধিত হতে হবে। তবে নিবন্ধিত হওয়ার আগে এ স্কুলগুলোকে নিতে হবে পাঠদানের অনুমতি। প্রতিষ্ঠানের তথ্য ও অবস্থান ভেদে ৫ থেকে ২ হাজার টাকা ফি দিয়ে এ স্কুলগুলোকে এক বছরের জন্য পাঠদানের অনুমতি নিতে হবে। পাঠদানের অনুমতি পাওয়ার ১১ মাস ৩০ দিন পর কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিবন্ধিত হওয়ার আবেদন করতে হবে।
কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নিবন্ধন বা নিবন্ধন সনদের মেয়াদ হবে ৫ বছর। নিবন্ধিত হওয়ার পাঁচ বছর পর নিবন্ধন ফিয়ের অর্ধেক টাকা দিয়ে প্রতিষ্ঠানগুলোকে পরের পাঁচ বছরের জন্য নিবন্ধন নবায়ন করতে হবে।

15/11/2023

এতো সুন্দর শান্ত ভাষা বললেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তফসিল প্রসঙ্গে
#ব্যরিষ্টার , #আন্দোলন , #আন্দালিবরহমান পার্থ। #নির্বাচন , #বিএনপি , #তফশীল

13/11/2023

ছাত্র পরীক্ষা করল শিক্ষকের ডায়াবেটিক। অনুশীলন একাডেমী, চকরিয়া, কক্সবাজার।
#ফামিনটিভি #ডায়াবেটিক, #রোগনির্ণয়, #ব্যবহারিক, #ক্লাস

11/11/2023

রেল দেখতে শিশু,নারী,কিশোর যুবা সবাই সমবেত প্রতিক্ষায় সাহারবিল রেল স্টেশনে ।ফামিনটিভি
#নিউজ, #ফামিনটিভি, #সংবাদ, #রেলপথ #কক্সবাজার #প্রধানমন্ত্রী #রেল

11/11/2023

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র দেখতে মানুষের ঢল।
#কয়লাবিদ্যুৎ, #মাতারবাড়ি, #ফামিনটিভি #নিউজ #সংবাদ #প্রধানমন্ত্রী, #কয়লাবিদ্যুৎকেন্দ্র

10/11/2023

ফসলের রাজা বাংলার কৃষকের দিনকাল।ফামিনটিভি নিউজ।
#নিউজ, #কৃষক, #জমিচাষ, #সবজিচাষ,

10/11/2023

ফাইজা পোশাক কিনছে, দোবাই ফেব্রিক্স-চকরিয়া।

09/11/2023

হামাসের ঝুঁকিপূর্ণ অপারেশনের আসল কিছু কারণ! নতুন তথ্য: ফিলিস্তিনিদের লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি। কিন্তু আসলেই কি তাই? জানাচ্ছেন- মোহাম্মদ হোসেন তোহ্বা।
#নিউজ , #হামাস , #আরবজাতি , #নির্যাতন , #ফিলিস্তিন , #ফামিনটিভি , #মুসলিমজাতি, #সংবাদ , #বিশ্বসংবাদ, #যুদ্ধ , #যুদ্ধকেন,

09/11/2023

বিশ্ববিবেক কোথায় বসে বাজাও তোমার বীণ। মনির খান। Famin tv। ফামিন টিভি। #নিউজ, #হামাস, #ফিলিস্তিন, #ফামিনটিভি, #আরবজাতি,, #ইসরাইল, , #নির্যাতন, #মুসলিমজাতি, #বিশ্ববিবেক, #মনিরখান, #ফিলিস্তিনেরগান,

07/11/2023

জীবন মরন সংগ্রাম কতোদিন চলবে! আহা একটুকরা দেশের জন্য এমন লড়াই করে যাচ্ছে তারা।
#ফামিনটিভি #ফিলিস্তিন #মুসলিমজাতি #নির্যাতন #জালিম #ইসরাইল #আরবজাতি

06/11/2023

রামপুর,চকরিয়া,রেল স্টেশনের নির্মাণ শৈলী অপূর্ব।
#রেলস্টেশন #চকরিয়ারেলস্টেশন, #রেললাইন

04/11/2023

গ্রাম বাংলার কৃষকের সুন্দর সরল জীবন।। সাহারবিল রামপুর,চকরিয়া।।
#কৃষক, #ধানকাটা, #পাকাধান, #চাষীভাই,

31/10/2023

হামুনের আঘাতের চিহ্ন এখনো আছে।

28/10/2023

পুলিশের বাঁধার মুখে জামায়াত ও ছাত্র শিবিরের মিশিল।।
#নিউজ, #আন্দোলন, #বিক্ষোভ,

28/10/2023

নটরডেম কলেজ থেকে ঢাকায় জামায়াতের অবস্থান।। #গণবিক্ষোভ, #গণআন্দোলন, #২৮শেআক্টোবর,, #শপলাচত্তর

27/10/2023

অনুষ্ঠিত হলো মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা। কেন্দ্র গ্রামার স্কুল চকরিয়া কক্সবাজার। #বৃত্তিপরীক্ষা, #আহমদআলী, #গ্রামারস্কুল।

27/10/2023

মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা চলছে।কেন্দ্র- চকরিয়া গ্রামার স্কুল চকরিয়া।।
#বৃত্তিপরীক্ষা, #গ্রামারস্কুল, #আহমদআলীস্মৃতি,

25/10/2023

নারী যুদ্ধার প্রশিক্ষণ। চলছে। ফিলিস্তিনে।।
#নিউজ , #যুদ্ধ #ফামিনটিভ , #ইসরায়েল , #ফিলিস্তিন

22/10/2023

ট্যাংকসহ সৈন্য আটক করল যোদ্ধরা! অসাধারণ দৃশ্য।।
#ফামিনটিভ , #নিউজ , #ফিলিস্তিনযুদ্ধ

18/10/2023

চকরিয়া পৌরসভা প্রশাসনের সুন্দর জনকল্যাণমুখী উদ্যোগ। যানজট সরানো হচ্ছে। নিয়মিত তদারকির মাধ্যমে।

14/10/2023

একান্ত আলাপে সাংবাদিক আবদুল মতিন চৌধুরী।। ফামিন টিভি।। ওমর ফারুক।
#সাংবাদিকতা, #আবদুলমতিন, #ফামিনটিভ, #দৈনিকজনতা, #জাতীয়পত্রিকা,

13/10/2023

সরাসরি যুদ্ধের দৃশ্য দেখুন ফিলিস্তিনে ও ইসরাইলের মধ্যে

13/10/2023

কালো কাক পাখি ও আর সেই সাদাকালো পাতাকা পছন্দ করে না।

Address

Chakaria
Chittagong Division
4741

Alerts

Be the first to know and let us send you an email when Famin tv। ফামিন টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Famin tv। ফামিন টিভি:

Videos

Share

Famin TV। ফামিন টিভি

।।ফামিন টিভি ।। শিক্ষক,গীতিকার ও সুরকার ফারুক মহিমের ইউটিউব চ্যানেল।।

সুমধুর বাংলা গান,গজল, নাত, নাটক, কবিতা আবৃত্তি প্রভৃতি নির্মাণ করার প্রচেষ্টা করে যাচ্ছে।আমাদের প্রচুর সুর করা গান আছে ক্রমাগত তা প্রকাশ করতে থাকব। শিক্ষাবান্ধব ,রুচিশীল ,সামাজিক ও পারিবারিক আমেজ বজায় থাকবে আমাদের কাজে সবসময়।



You may also like