সিএইচ নিউজ

সিএইচ নিউজ It's a Bangladeshi news page. which publish essential newses for mass people. Countries Development, political, sports, current news etc.

ছাত্রলীগ নেতাকে কু-পি-য়ে হ*ত্যার চেষ্টাচান্দিনায় সাবেক সাংসদ ডা. প্রাণ গোপাল দত্ত সহ ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মা-ম-লা।। মা...
01/09/2024

ছাত্রলীগ নেতাকে কু-পি-য়ে হ*ত্যার চেষ্টা
চান্দিনায় সাবেক সাংসদ ডা. প্রাণ গোপাল দত্ত সহ ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মা-ম-লা

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনায় এবার ছাত্রলীগ নেতাকে কু-পি-য়ে হ*ত্যা চেষ্টা ও চাঁদাবাজীর ঘটনায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সহ ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মা-ম-লা দায়ের করা হয়েছে। এই নিয়ে ওই সাংসদের বিরুদ্ধে মোট ৪টি মা-ম-লা দায়ের করা হলো। এর মধ্যে রাজধানীর কদমতলী থানায় ১টি হ*ত্যা মা-ম-লা রয়েছে। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন প্রাণ গোপালসহ তার নেতাকর্মীরা।

রবিবার (১ সেপ্টেম্বর) নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন বাদি হয়ে চান্দিনা থানায় ওই মা-ম-লাটি দায়ের করেন। এর আগে গত ২০২৩ সালের ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৭টায় চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের ভারারুয়া চৌমুহনীতে ওই ছাত্রলীগ নেতাকে কু-পি-য়ে হ*ত্যার চেষ্টা করে সাংসদ প্রাণ গোপাল দত্তের নেতাকর্মী ও স-ন্ত্রা-সী-রা। প্রাণ গোপালের দল করতে হবে। না হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। মামলায় এমন অভিযোগ আনা হয় আসামীদের বিরুদ্ধে।

মা-ম-লা-য় উপজেলা কৃষকলীগের নেতা নাটিঙ্গী গ্রামের মো. মামুন, তার ভাই মো. আবু সুফিয়ান, ভারারুয়া গ্রামের জাকির মেম্বার, বরকরই গ্রামের আশেক এলাহী ওরফে আশু মেম্বার, রানীচরা গ্রামের মাছুম শিকদার, কৈকরই গ্রামের মো. নাজিমসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮জন সহ মোট ২৭ জনকে আসামী করা হয়।

এব্যাপারে চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন- মা-ম-লাটি প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) বহিতে লিপিবদ্ধ হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চান্দিনায় এক মাস ধরে অনুপস্থিত ইউপি চেয়ারম্যান; সেবা বঞ্চিত হচ্ছে মানুষসংবাদ প্রকাশের পর আত্মসাৎকৃত সেই প্রকল্পের কাজ কর...
01/09/2024

চান্দিনায় এক মাস ধরে অনুপস্থিত ইউপি চেয়ারম্যান; সেবা বঞ্চিত হচ্ছে মানুষ
সংবাদ প্রকাশের পর আত্মসাৎকৃত সেই প্রকল্পের কাজ করার চেষ্টা; এলাকাবাসীর বাঁধা

।। মাসুমুর রহমান মাসুদ ।।

কুমিল্লার চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান এর বিরুদ্ধে অনুপস্থিতির অভিযোগ উঠেছে। ওই চেয়ারম্যান আওয়ামী লীগ এর রাজনীতি করতেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় এক মাস ধরে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত রয়েছেন এই চেয়ারম্যান। এতে ইউনিয়নটির স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সেবা গ্রহিতারা দিনের পর দিন ইউনিয়ন পরিষদে গিয়েও সেবা বঞ্চিত হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্য চরম ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন- বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, তার ভাই ও ছেলে সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে মাধাইয়া বাস স্টেশনে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিলেন।

এদিকে রবিবার (১ সেপ্টেম্বর) চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ইউনিয়নের ৮জন মেম্বার। ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অভিযোগ পত্রে স্বাক্ষর করেন।

অপরদিকে চেয়ারম্যান মো. মজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের বিষয়ে একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এনিয়ে সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হলে রবিবার (১ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আত্মসাৎকৃত ‘আলীরটেক আকমত আলী কাজীর বাড়ি হতে নাছিম ড্রাইভারের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ’ প্রকল্পের কাজটি করার চেষ্টা করেন চেয়ারম্যানের ভাই মো. জসিম উদ্দিন ও তার লোকজন। পরে স্থানীয়দের বাঁধার মুখে কাজটি করতে ব্যর্থ হন চেয়ারম্যানের লোকজন।

৫নং ওয়ার্ড মেম্বার মো. আল আমিন অভিযোগ করেন- এই প্রকল্পের কাজ গত ১৫ জুন শেষ করার কথা ছিল। কিন্তু কাজ শেষ না করেই গত ৪ জুলাই প্রকল্পের জন্য বরাদ্দকৃত ২ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন ওই চেয়ারম্যান। এখন অভিযোগের খবর পেয়ে কাজটি পুনরায় করার চেষ্টা করলে এলাকাবাসী তাদের প্রতিহত করেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব বলেন- ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত টিম গঠন করে রিপোর্ট প্রদান সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ড. রেদোয়ান সহ এলডিপি:বিচার বিভাগসহ সাংবিধানিক পদগুলোতে ব্যাপক সংস্কার, আওয়ামী লীগ নিষিদ্ধসহ ...
01/09/2024

প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ড. রেদোয়ান সহ এলডিপি:
বিচার বিভাগসহ সাংবিধানিক পদগুলোতে ব্যাপক সংস্কার, আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৮৩ প্রস্তাব

।। মাসুমুর রহমান মাসুদ ।।

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সাথে বৈঠক করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র নেতৃবৃন্দ। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ সহ ৮৩টি প্রস্তাব দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (৩১ আগস্ট) বিকেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম এবং দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।

সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ প্রধান উপদেষ্টার ওই বৈঠকের বিষয়ে রবিবার (১ সেপ্টেম্বর) মুঠো ফোনে এই প্রতিবেদককে জানিয়েছেন, ‘আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতার চাহিদার ভিত্তিতে বর্তমান সরকার গঠন হয়েছে। আমরা তাদেরকে অনেকগুলো প্রস্তাব দিয়েছি। বিশেষ করে রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গ আইন, শাসন ও বিচার বিভাগে ব্যাপক সংস্কার করতে হবে। সাংবিধানিক সংস্থা যেমন- নির্বাচন কমিশন, দুর্নিতি দমন কমিশনসহ সরকারি দপ্তর সমূহে যারা ফেসিস্ট হাসিনা সরকারের আমলে নিয়োগ পেয়ে বিভিন্নভাবে অনিয়ম দুর্নীতি করেছে বা দায়িত্ব সঠিকভাবে পালন করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি আরও জানান- ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে জাতীয় নির্বাচনে আমরা দেখেছি আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে হ*ত্যা করেছে। তাই নির্বাচন ব্যবস্থাটিতে ব্যাপক পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছি আমরা। প্রয়োজনীয় সংস্কারের পর গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে। সম্প্রতি চট্টগ্রামে এস.আলম গ্রুপের গাড়ি লুটপাট, টিভি চ্যানেল, ব্যাংক, বীমা দখল, শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো সহ বিএনপি’র নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে মানুষের সম্পত্তি লু-ট-পা-ট এবং ব্যাপক চাঁ-দাবাজির বিষয়টি আমরা প্রধান উপদেষ্টার নজরে এনেছি। তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানিয়েছি।

তিনি বলেন- স্বাধীনতা উত্তর বাংলাদেশে শেখ মুজিব বাকশাল কায়েম করে একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। হাসিনা সরকারও সর্বত্র দলীয়করণের মাধ্যমে একই পথে হাটছিলেন। সর্বশেষ ফেসিস্ট সরকার গু-লি করে সহস্রাধিক ছাত্র হ-ত্যা, সহস্রাধিক ছত্র-জনতাকে পঙ্গু করে দিয়ে আওয়ামী লীগ যে সন্ত্রাসী দল হিসেবে পুনরায় প্রমাণ করেছেন। তাই আমরা এলডিপি’র পক্ষ থেকে আওয়ামী লীগ এর রাজনীতিকে নিষিদ্ধ করার প্রস্তাবও দিয়েছি।

চান্দিনার মাধাইয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগমেম্বারদের ১৭ মাসের ভাতার টাকা আত্মসাৎ।। মাসুমুর রহ...
30/08/2024

চান্দিনার মাধাইয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
মেম্বারদের ১৭ মাসের ভাতার টাকা আত্মসাৎ

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউপি সদস্যদের ১৭ মাসের ভাতা পরিশোধ না করে আত্মসাৎ, ভিজিডি, ভিজিএফ, টিসিবি’র তালিকা ভুক্ত সুবিধা ভোগীদের মধ্যে এগুলো বন্টন না করে আত্মসাতের গুরুতর অভিযোগ এনে বৃহস্পতিবার (২৯ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইউনিয়নের মেম্বাররা। ওই ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পৃথক অভিযোগ পত্রে স্বাক্ষর করেন।

পৃথক অভিযোগে বলা হয়- ইউপি চেয়ারম্যান উন্নয়ন সহায়তা তহবিল সম্পর্কে ইউপি মেম্বারদের কখনোই অবহিত করেননি। ট্রেড লাইসেন্স ও টেক্স আদায়ের কোন হিসাব মেম্বারদেরকে না দিয়ে চেয়ারম্যান নিজেই এসব অর্থ আত্মসাৎ করেন। ইউনিয়ন পরিষদের সকল সেবা থেকে সরকারি ফি এর অতিরিক্ত টাকা আদায় করতেন চেয়ারম্যান।

৪নং ওয়ার্ড মেম্বার মো. মনু মিয়া অভিযোগ করেন- ওই ওয়ার্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মুক্তিযোদ্ধা মো. বাচ্চু চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ দেখিয়ে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ক্ষমতার অপব্যবহার করে ৩ লাখ টাকা আত্মসাৎ করেন। একই ওয়ার্ডে অপর একটি কাজের প্রকল্প দেখিয়ে কাজ না করেই আরও ৩ লাখ টাকা এবং ৪০ দিনের কর্মসূচির আওতায় ভুয়া প্রকল্পের কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান।

একই ভাবে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তুলে ধরে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন, ৫নং ওয়ার্ড মেম্বার মো. আল আমিন।

অভিযোগের বিষয়ে জানতে মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব বলেন- ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চান্দিনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসকে উষ্ণ অভ্যর্থনা জানালেন বিএনপি নেতা-কর্মীরা।। মাসুমুর রহমান মাসুদ ।। কুমিল্লায় বন্য...
28/08/2024

চান্দিনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসকে উষ্ণ অভ্যর্থনা জানালেন বিএনপি নেতা-কর্মীরা

।। মাসুমুর রহমান মাসুদ ।।

কুমিল্লায় বন্যার্তদের খোঁজ খবর নিতে বানভাসিদের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বুধবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় সড়ক পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ পৌঁছলে তাঁকে অভ্যর্থনা জানিয়ে শতাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে কালাকচুয়ার মিয়ামী হোটেল প্রাঙ্গণে পৌঁছেন। এসময় সহস্রাধিক নেতা-কর্মীকে সাথে নিয়ে কেন্দ্রীয় নেতা শিমুল বিশ্বাস এর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি আহবায়ক আতিকুল আলম শাওন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী আরশাদ, চান্দিনা পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মো. সহিদুজ্জামান সরকার, যুগ্ম আহবায়ক শাহজাহান সরকার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাও. মো. আবুল খায়ের, যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, পৌর যুবদল যুগ্ম-আহবায়ক মো. মনির খান, যুবদল নেতা ফরহাদ করিম, মাধাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি কে.এম. জামাল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদল সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন কানন, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. মো. সাইফুল্লাহ বাপ্পি, সদস্য সচিব কামাল হোসেন মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইকরামুজ্জামান শান্ত, চান্দিনা উপজেলা ছাত্রদল আহবায়ক মো. শরীফ খান, সদস্য সচিব কাইয়ূম খান, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুব হোসেন দোলন, সদস্য সচিব মো. হানিফ প্রমুখ।

পরে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কুমিল্লার বুড়িচং উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সহায়তা করেন।

চান্দিনার মাধাইয়া ইউপি চেয়ারম্যানসহ অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে চাঁ-দাবাজী ও লুটতরাজের মা-ম-লাচান্দিনা (কুমিল্লা) প্রতিনি...
27/08/2024

চান্দিনার মাধাইয়া ইউপি চেয়ারম্যানসহ অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে চাঁ-দাবাজী ও লুটতরাজের মা-ম-লা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যানসহ অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে চাঁ-দাবাজী ও লু-টতরাজের অভিযোগ এনে চান্দিনা থানায় একটি মা-ম-লা দায়ের করা হয়েছে। ২০ লাখ টাকা চাঁ-দা দাবির অভিযোগ এনে ফ্রেন্ডস মটরস নামের একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী মহসিন ওই মা-ম-লাটি দায়ের করেন। গত রবিবার মা-ম-লাটি থানার প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গণ্য হয়।

এতে ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান তার ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মেহেদী, ইউপি মেম্বার মো. পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান টিপু, যুবলীগ নেতা মো. সোহাগ ও মো. জোবায়েরসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫জনকে আ-সা-মী করা হয়।

মা-ম-লায় চলতি মাসের ১ তারিখে মাধাইয়া বাস স্টেশনে অবস্থিত ফ্রেন্ডস মটরস নামের ওই প্রতিষ্ঠানে গিয়ে আ-সা-মীরা ২০ লাখ টাকা চাঁ-দা দাবি করে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেয়া হয়। পরবর্তীতে ৯লাখ ৬০টাকা দেওয়ার পর তালা খুলে দেয় আসামীরা। ৪ আগস্ট পুনরায় প্রতিষ্ঠানটিতে গিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ ৪লাখ ৮০ হাজার টাকা লু-টে নেয় বলে অভিযোগ আনা হয়।

এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, মা-ম-লাটি এফআইআর ভুক্ত হয়েছে। তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চান্দিনায় কেরণখাল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আ-ত্ম-সাৎ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ।। মাসুমুর রহমান মাসুদ।। কুমিল্লার চ...
27/08/2024

চান্দিনায় কেরণখাল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আ-ত্ম-সাৎ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনা উপজেলার ৫নং কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূইয়া’র বিরুদ্ধে প্রকল্পের অর্থ আ-ত্ম-সাৎ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে ইউনিয়নের চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত থাকায় জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ভোটার আইডি কার্ড সংশোধনসহ অতি গুরুত্বপূর্ণ সেবা বঞ্চিত হচ্ছে মানুষ।

মঙ্গলবার (২৭ আগস্ট) সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, মাঠ জুড়ে এবং ইউপি ভবন সংলগ্ন পুরো এলাকায় ইট, বালি, কংক্রিট, স্ল্যাব, ট্রাক্টরসহ নির্মাণ সামগ্রী স্তুপাকারে রেখে চেয়ারম্যানের ঠিকাদারী প্রতিষ্ঠান বানিয়ে রাখা হয়েছে। ইউপি কার্যালয় থেকেই নিয়ন্ত্রণ করা হতো নির্মাণ কাজ। ইউপি কার্যালয়ের একটি কক্ষে ট-র্চা-রসেল বানিয়েছিলেন চেয়ারম্যান। তার বিরুদ্ধে কথা বললে তাকে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে তুলে নিয়ে নি-র্যা-তন করা হতো।

ওই ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মো. জামাল অভিযোগ করেন- তার ছেলেকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদে এক দিন, এক রাত রেখে মা-র-ধ-রের পর ইউএনও কে দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সা-জা দিয়েছিলেন চেয়ারম্যান। এমন বহু ঘটনার অভিযোগ রয়েছে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে।

এদিকে আল-আমিন, আ. মতিন ও নাঈম সহ অসংখ্য সেবাগ্রহীতা অভিযোগ করেন- জন্মনিবন্ধন ও আইডি কার্ড সংশোধনের জন্য গত ৩-৪ মাস ধরে নিয়মিত ইউনিয়ন পরিষদে আসছেন তারা। বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নিয়েও কাজ করে দেননি চেয়ারম্যান ও ইউপি উদ্যোক্তা।

অপরদিকে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পসহ সরকারি বিভিন্ন বরাদ্দের টাকা ভুয়া প্রকল্প দেখিয়ে আ-ত্ম-সাৎ করেন চেয়ারম্যান। তেঘরিয়া গ্রামের ইউনুস, শামসুল হক ও জামাল সহ এলাকাবাসী অভিযোগ করেন- ‘বাগমারা ব্রিজ হতে নূরজাহান মেম্বারের বাড়ি পর্যন্ত’ সড়কের উন্নয়ন কাজের একটি কাবিটা প্রকল্প থেকে ৩ লাখ টাকা আ-ত্ম-সাৎ করে চেয়ারম্যান। প্রকল্পের সভাপতির নিকট থেকে জোর পূর্বক টাকা নিয়ে গেছেন তিনি।
এব্যাপারে প্রকল্পের সাধারণ সম্পাদক আলী আযম মেম্বার বলেন- ‘চেয়ারম্যান এর সাথে গত দেড় বছর আমার কোন প্রকার যোগাযোগ নেই। তিনি বিভিন্ন প্রকল্পে আমাদেরকে নামে মাত্র সভাপতি বা সম্পাদক বানিয়ে রাখেন। নিজেই টাকা তুলে খরচ করেন। আমরা জানিও না।’ কাবিটার প্রকল্প সম্পর্কে তিনি বলেন- কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। কাজটি শেষ হয়নি। টাকা কি করেছেন চেয়ারম্যানই বলতে পারবেন।

এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ অভিযোগ করেন- তার ব্রিকস ফিল্ডের ট্রেড লাইসেন্সের জন্য ২০২১ সালে আবেদন করলেও অদ্যাবধি লাইসেন্স দেয়নি চেয়ারম্যান।

এব্যাপারে কেরণখাল ইউপি চেয়ারম্যান মো. সুমন ভূইয়া বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ২০ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দিয়ে একটি টিম করে ৩ মাসে অসংখ্য জন্মনিবন্ধন বিনা টাকায় করে দিয়েছি। আর বয়স নিয়ে জটিলতা বা সংশোধন থাকলে নিবন্ধন পেতে কিছু সময় লাগতে পারে। তবে এটা আমার কারণে নয়। সেটা অফিসিয়াল সিস্টেমের কারণে।
প্রকল্পের টাকা আ-ত্ম-সাৎ এর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন- প্রকল্পের সভাপতি ছিলেন নূর জাহান মেম্বার। মাটির কাজ ছিলো। কাজ হয়েছে। এলাকাবাসী সলিং করতে অনুরোধ করেছিলো। আমি তাদের কথা দিয়েছিলাম।

কর্নেল অলি’র গাড়িতে হা-ম-লাপ্রাণ গোপাল সহ ২ শতাধিক আ’লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।। মাসুমুর রহমান মাসুদ ।।লিবারেল ডেমোক...
26/08/2024

কর্নেল অলি’র গাড়িতে হা-ম-লা
প্রাণ গোপাল সহ ২ শতাধিক আ’লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

।। মাসুমুর রহমান মাসুদ ।।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ এর গাড়িতে হা-ম-লা, হ*ত্যা চেষ্টা ও গাড়ী ভা-ঙ-চুরের অভিযোগ এনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসানের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সহ ২ শতাধিক আওয়ামী লীগ নোতাকর্মীর বিরুদ্ধে মা-ম-লা দায়ের করা হয়েছে। এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বাদি হয়ে চান্দিনা থানায় মা-ম-লাটি দায়ের করেন।

সোমবার (২৬ আগস্ট) মা-ম-লাটি প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গ্রহণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এতে ৪৯ জন আ-সা-মীর নাম উল্লেখ করা হয়। অপর ১৬০ জনকে অজ্ঞাত হিসেবে আ-সা-মী করা হয়।

মামলার বিবরণে জানাযায়, ২০১৮ সালের ১২ জুলাই চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের ক্যাম্পাস-২ মমতাজ ভবন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চান্দিনায় এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ। সভাস্থলে যাওয়ার সময় রাস্তায় তার গাড়ি বহরে হা-ম-লা ও ভ-ঙ-চুর হয়। ওই ঘটনায় দীর্ঘ ৬ বছর পর মা-ম-লা-টি দায়ের করা হয়।

এতে মামলায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক নেতা শামীম হোসেন, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, হুন্ডা শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, প্রাণ গোপাল দত্তের এপিএস সমীর দাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান টিপু, এতবারপুর ইউপি চেয়ারম্যান মো. ইউসুফ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, দিদার আহম্মেদ ভূইয়া মিঠু, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি সহ চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ জনের নাম উল্লেখ করে আ-সা-মী করা হয়।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ মা-ম-লা-র বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বাদির লিখত অ-ভি-যোগ পেয়ে মা-ম-লাটি প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গ্রহণ করা হয়েছে। আ-সা-মীদের গ্রে-ফ-তারের চেষ্টা চলছে।

বি.দ্র.- সিএইচ নিউজ এর কোন খবর কপি করা থেকে বিরত থাকুন।

চান্দিনার মাইজখার, কেরণখাল ও এতবারপুর ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের পদত্যাগ দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের।। মাসুমুর রহমান মাসুদ।...
25/08/2024

চান্দিনার মাইজখার, কেরণখাল ও এতবারপুর ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের পদত্যাগ দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনায় ৫জন জনপ্রতিনিধির পদত্যাগের ১ দফা দাবিতে আন্দোলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এসময় তারা পৃথক মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ মিছিল করেছে। স্ব-স্ব ইউনিয়নের সাধারণ জনগণও এসময় ছাত্রদের সাথে একাত্মতা করেন।

রবিবার (২৫ আগস্ট) দুপুরে ওইসব জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ৯নং মাইজখার ইউনিয়নের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতারা। তারা অভিযোগ করেন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালায় ৯নং মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. সেলিম প্রধান, ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মো. আবুল বাশার এবং ৬নং ওয়ার্ড মেম্বার মো. জহিরুল ইসলাম সহ সন্ত্রাসীরা। তারা রামদা, ছুরি, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলো। ছাত্রদের যৌক্তিক দাবির বিপরীতে অবস্থান নেওয়ায় এই জনপ্রতিনিধিদের পদত্যাগ দাবি করেন তারা।

মানববন্ধন শেষে তারা দাবি ও অভিযোগ উল্লেখ করে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

অপরদিকে বেলা ২টায় কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূইয়া’র বিভিন্ন অত্যাচার, অনিয়ম, জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে হাজার হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনে পদত্যাগ দাবি করেন ওই ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এসময় তারা চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন- ইউনিয়নের উদ্যোক্তা মো. হানিফ সেবা গ্রহিতাদের নিকট থেকে হাজার হাজার টাকা অবৈধভাবে হাতিয়ে নেন। তাদের কারণে ইউনিয়নের মানুষ সীমাহীন দুর্ভোগে রয়েছে বলে দাবি করেন শিক্ষার্থীরা।

এদিকে এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ এর বিরুদ্ধেও ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সে রামদা, ছুরি সহ দেশিয় অস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলা করার অভিযোগ রয়েছে। এছাড়া রাজধানীর কদমতলী থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব কারণে পলাতক রয়েছেন তিনি। ফলে সেবা বঞ্চিত হচ্ছে ইউনিয়নের মানুষ।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব জানান, মাইজখার, কেরণখাল এবং এতবারপুর ইউনিয়নের চেয়ারম্যানরা অফিসে আসে না। সেবা বঞ্চিত হচ্ছে মানুষ। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

বি: দ্র:- সিএইচ নিউজ এর কোন সংবাদ কপি করা অনুচিৎ

25/08/2024

চান্দিনার কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভুইয়া'র পদত্যাগের দাবিতে পরিষদের সামনে আন্দোলন করছেন শিক্ষার্থী ও এলাকাবাসী...

চান্দিনার সাবেক সাংসদ ডা. প্রাণ গোপাল সহ ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে হ*ত্যা মা-ম-লা।। মাসুমুর রহমান মাসুদ ।।হ-ত্যা ও বিস্ফো-র...
23/08/2024

চান্দিনার সাবেক সাংসদ ডা. প্রাণ গোপাল সহ ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে হ*ত্যা মা-ম-লা

।। মাসুমুর রহমান মাসুদ ।।

হ-ত্যা ও বিস্ফো-র-ণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মা-ম-লা দায়ের করা হয়েছে। মা-ম-লায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসানের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ডিবি প্রধান হারুন অর-রশিদ, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, উপদেষ্টা এ্যাডভোকেট শাহজালাল মিঞা শিপন, জেলা স্বেচ্ছাসেবক নেতা শামীম হোসেন, হুন্ডা চোর শাহজাহান, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, প্রাণ গোপাল দত্তের এপিএস সমীর দাস, মিঠু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দীন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন সহ আসামী হিসেবে ৫৫ জনের নাম উল্লেখ করে হ-ত্যা-র সাথে জড়িত বলে অভিযোগ আনা হয়। ওই মা-ম-লা আরও ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ডিএমপি’র কদমতলী থানায় ওই মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয় গত ১৯ জুলাই বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কদমতলী থানাধীন রায়েরবাগ বাস স্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ইমন (২৬) নামে এক যুবককে গু-লি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ-ত্যু হয়। নি-হ-ত ইমন এর আত্মীয় সানি বাদি হয়ে মা-ম-লা-টি দায়ের করেন। মা-ম-লা-টি এফআইআর ভুক্ত করা হয়েছে বলে কদমতলী থানা পুলিশ সূত্রে জানাগেছে।

ওই মা-ম-লা-য় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীকেই আসামী করা হয়।

কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ্ উদ্দিন মা-ম-লা-র বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে অভিযোগ পেয়ে আমরা মা-ম-লা-টি প্রাথমিক তদন্ত বিবরণী (এফআইআর) হিসেবে গ্রহণ করেছি। আসামীদের গ্রে-ফ-তারের চেষ্টা চলছে।

গোমতী নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা। ঘর-বাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে বুড়িচং এর ইছাপুরা'র মানুষ...
23/08/2024

গোমতী নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা। ঘর-বাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে বুড়িচং এর ইছাপুরা'র মানুষ...

22/08/2024

চান্দিনা উপজেলার তেরটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০ টি স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব। পানিবন্দী যে কেউ এগুলোতে আশ্রয় নিতে পারবেন। তালিকা প্রথম কমেন্টে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী সবার জন্য সতর্কবার্তা। মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার অনেক দীর্ঘ একটি অংশ এরই মধ্যে বন্যার পানিতে ...
22/08/2024

ঢাকা থেকে চট্টগ্রামগামী সবার জন্য সতর্কবার্তা। মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার অনেক দীর্ঘ একটি অংশ এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে। এই অংশটিতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।

চান্দিনা পৌরসভায় হাজারো মানুষ পানিবন্দী; অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ি করছেন নাগরিকরা।। মাসুমুর রহমান মাসুদ।। টানা ...
21/08/2024

চান্দিনা পৌরসভায় হাজারো মানুষ পানিবন্দী; অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ি করছেন নাগরিকরা

।। মাসুমুর রহমান মাসুদ।।

টানা পাঁচ দিনের ভারী বর্ষণে রাস্তা-ঘাট তলিয়ে গিয়ে পানিবন্দী হয়ে পড়েছে চান্দিনা পৌরসভার পাঁচ হাজারেরও বেশি মানুষ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা। পৌর সদরের ধানসিঁড়ি, বাগানবাড়ি, মায়াকানন, সবুজবাগ পল্লী বিদ্যুৎ আবাসিক এলাকা, মহারং, হারং, বেলাশ^র এলাকার বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। ঘর-বাড়ি, বিভিন্ন বাসার নিচ তলায় পানি উঠে স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থার জন্য পৌর কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেনেজ ও বিল্ডিং কোড না মেনে আবাসন ব্যবস্থা গড়ে তোলাকে দায়ি করছেন সচেতন ব্যক্তিরা। বুধবার (২১ আগস্ট) সরেজমিনে পৌর এলাকা ঘুরে এসব চিত্র দেখা যায়।

১৯৯৭ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চান্দিনা উপজেলার ১৪.২০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠে চান্দিনা পৌরসভা। এরপর কয়েকটি নির্বাচন হয়। প্রশাসক ছাড়াও ৪ জন মেয়র বিভিন্ন মেয়দে এখানে কাজ করেছেন। পৌরসভাটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হলেও সে অনুযায়ী আশানুরূপ উন্নয়ন হয়নি।

টানা ভারী বর্ষনে চান্দিনা সরকারি হাসপাতালের সামনে থেকে বেলাশ^র সড়ক, দিশা নার্সারি হতে মহারং পশ্চিম পাড়া ও বেলাশ^র সড়ক, মহারং সাব রেজিস্ট্রি জামে মসজিদ সংলগ্ন সড়ক ও আশেপাশের আবাসিক এলাকার সবগুলো সড়ক, বাগানবাড়ি আবাসিক এলাকার সড়ক, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাশের আবাসিক এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া হারং সরকার বাড়ি এলাকার সড়কগুলোও পানিতে তলিয়ে গেছে। ফলে অন্তহীন দুঃখ দুর্দশায় রয়েছে এসব এলাকার মানুষ।

বাগানবাড়ী এলাকার বাসিন্দা চান্দিনা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া মনে করেন, ‘পৌরসভার বেশিরভাগ ড্রেনের আউটফলে ময়লা জমে বন্ধ হয়ে গেছে। পৌর কর্তৃপক্ষের নিয়মিত তদারকি না থাকায় ড্রেন পরিষ্কার করা হয়না। এসব কারণে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে সড়ক ও আবাসিক এলাকাগুলো তলিয়ে গেছে।’

মহারং গ্রামের মো. জাকির হোসেন বলেন- ড্রেন নির্মাণের পর এগুলো আর পরিষ্কার করে না পৌর কর্তৃপক্ষ। পানি চলাচলের ব্যবস্থা না থাকায় আমরা পানিবন্দী হয়ে গেছি। আমার বাড়িতে পানি উঠে গেছে। পানির সাথে এখন বিষধর সাপের আতঙ্কও রয়েছে।

এব্যাপরে চান্দিনা পৌরসভার প্রকৌশলী মো. সাজ্জাদ হাসান বলেন, ড্রেনের মুখ বন্ধ হয়ে আছে এমন কোন বিষয় আমাদেরকে কেউ জানায়নি। পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠের ড্রেনেট টেন্ডার হয়ে গেছে। ঠিকাদার খুব শীঘ্রই কাজ শুরু করবেন। আর কিছু খাল অসাধু মানুষরা দখল করে রেখেছে। মেয়র কাউন্সিলররা পদক্ষেপ নিয়ে খাল উদ্ধার করলে পানিবন্দী দশাটি সহজেই লাঘব হবে।

21/08/2024

চান্দিনায় কোটা সংস্কার আন্দোলনে নি-হ-ত ছাত্রের সমাধিতে বিএনপি’র শ্রদ্ধা নিবেদন ও দোয়া..

নারায়ণগঞ্জ থেকে লুট হওয়া গাজী গ্রুপের মালামাল চান্দিনায় উদ্ধার।। মাসুমুর রহমান মাসুদ ।।কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অভ...
21/08/2024

নারায়ণগঞ্জ থেকে লুট হওয়া গাজী গ্রুপের মালামাল চান্দিনায় উদ্ধার

।। মাসুমুর রহমান মাসুদ ।।

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অভিযান চালিয়ে গাজী গ্রুপের লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীর কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানা সংলগ্ন সড়কে একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে এসব মালামাল উদ্ধার করেন।

চান্দিনা বাজারে এসব মালামাল বিক্রির চেষ্টা করেছিল লুটপাটকারীরা। উদ্ধারকৃত মালের মধ্যে গাজী পাম্প, গিজার, সাব মার্সিবল পাম্প, ইন্ডাট্রিয়াল পাম্প সহ ৩১পিস মালামাল রয়েছে যার বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা।

এসময় কোম্পানীর রিজিওনাল ম্যানেজার মো. মজিবুর রহমান, আনিছুর রহমান, টেরিটরি সেলস ম্যানেজার শুভ্র সেন গুপ্ত উপস্থিত ছিলেন । ৫ আগস্ট থেকে ৮ আগস্ট গাজী গ্রুপের রূপগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত কোম্পানীর গোডাউন থেকে এসব মালামাল লুট হয়েছিলো বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ জানান, কোম্পানীর লোকজন মালামাল উদ্ধার করে আমাদেরকে অবহিত করেছেন। কোম্পানীর নির্দিষ্ট নিয়মের বাইরে কোন ব্যক্তির কাছ থেকে মাল ক্রয় না করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

চান্দিনায় কোটা সংস্কার আন্দোলনে নি-হ-ত ছাত্রের সমাধিতে বিএনপি’র শ্রদ্ধা নিবেদন ও দোয়া।। মাসুমুর রহমান মাসুদ ।।কোটা সংস্ক...
21/08/2024

চান্দিনায় কোটা সংস্কার আন্দোলনে নি-হ-ত ছাত্রের সমাধিতে বিএনপি’র শ্রদ্ধা নিবেদন ও দোয়া

।। মাসুমুর রহমান মাসুদ ।।

কোটা সংস্কার আন্দোলনে রাজধানী ঢাকায় নি-হ-ত হওয়া শিক্ষার্থী ইমাম হাসান ভূঁইয়া তাইম (১৯) এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চান্দিনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। বুধবার (২১ আগস্ট) দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক আতিকুল আলম শাওন এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বিএনপি’র কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নি-হ-তে-র পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী কাজলা এলাকায় গু-লি-বি-দ্ধ হয়ে নি-হ-ত হন ইমাম হাসান ভূঁইয়া তাইম। সে নারায়ণগঞ্জের আদমজী এসডব্লিউ কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। সে চান্দিনা উপজেলার এতবারপুর ভুইয়া বাড়ীর পুলিশ কর্মকর্তা মো. ময়নাল হোসেনের ছেলে।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আরশাদ, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাবেক কাউন্সিলর শহীদুজ্জামান সরকার, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, এতবারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রমিজ উদ্দিন সরকার, সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, পৌর যুবদল নেতা ফরহাদ করিম, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইকরামুজ্জামান শান্ত প্রমুখ।

চান্দিনা উপজেলা সদরের তিনটি খেলার মাঠই পানিতে নিমজ্জিত।। মাসুমুর রহমান মাসুদ।। টানা ভারী বর্ষণে পানিতে নিমজ্জিত হয়ে গেছে...
20/08/2024

চান্দিনা উপজেলা সদরের তিনটি খেলার মাঠই পানিতে নিমজ্জিত

।। মাসুমুর রহমান মাসুদ।।

টানা ভারী বর্ষণে পানিতে নিমজ্জিত হয়ে গেছে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের ৩টি খেলার মাঠ। উপজেলা পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই মাঠগুলোতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিবছরই বর্ষার পানিতে নিমজ্জিত হয়ে যায় মাঠগুলো। এগুলো হলো- চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ মাঠ ও চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ। পাশ্ববর্তী একটি পুকুরের পানির সাথে মাঠের পানি একাকার হয়ে এখন আশ-পাশের আবাসিক এলাকার মানুষগুলোও পানিবন্দী হয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে, পানিতে থৈ থৈ করছে পুরো মাঠ। মাঠের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে তাকালে দেখা যায় যেন চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ ও চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে ভাসছে। মাঠের পানিতে গাঁ ভাসিয়ে যেন বৃষ্টিস্নানে মগ্ন হয়েছে এলাকার শিশু-কিশোররা। পানি বন্দি হয়ে কলেজের সীমানা ও মাঠের পাশে থাকা মসজিদে মুসল্লীদের যাতায়াতও বন্ধ হয়ে গেছে।

চান্দিনার ফুটলার মোস্তফা কামাল, আবদুল বারেক, ক্রিকেটার মানিক জানান- দীর্ঘ কয়েক বছর ধরেই পানির সমস্যায় মাঠটিতে খেলাধূলা প্রায় বন্ধ। বর্ষা মৌসুমে এ মাঠগুলোতে খেলার কোন পরিবেশ থাকে না। বর্ষা মৌসুমের পুরোটাই পানিতে নিমজ্জিত থাকে। এমনও দেখা যায় দীর্ঘ কয়েকমাস পানি জমে থাকায় মাঠের দক্ষিণ পাশে বড় বড় আগাছা বেড়ে উঠে।

সিনিয়র ফুটবলার জুয়েল ভূইয়া বলেন- তিনটি মাঠই পাশাপাশি। পাইলট স্কুল মাঠটির পশ্চিম অংশে পরিকল্পিতভাবে একটি ড্রেনেজ ব্যবস্থা তৈরী করা হলে পানি নিষ্কাশন হবে। মাঠটিতে খেলার পরিবেশ ফিরলে তরুণদের খেলার আগ্রহ বাড়বে। এতে মাদকসহ সামাজিক ছোট ছোট অপরাধও কমে আসবে।

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক বিষয়টি স্বীকার করে জানান, শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার পর স্কুলের মাঠটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এমপি, মেয়র বা উপজেলা নির্বাহী অফিসাররা সংস্কার কাজ না করলে আমাদের আসলে এতো টাকা নেই যে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করবো। মাঠটি সংস্কার করতে আমরা সরাকারের উপরই নির্ভরশীল।

চান্দিনায় বিদ্যালয়ের জমি দখলমুক্ত করার দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন।। মাসুমুর রহমান মাসুদ।। কুমিল্লার চান্দিনা ...
19/08/2024

চান্দিনায় বিদ্যালয়ের জমি দখলমুক্ত করার দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনা উপজেলার অম্বপুর উচ্চ বিদ্যালয়ের বেদখল হওয়া জমি ফিরে পেতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামে অবস্থিত ওই বিদ্যালয়ের সামনের মাঠে ও বাজারে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী পৃথক মানববন্ধন করে তারা। পরে অম্বরপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। দখলদারদের বিচার চাই, স্কুলের জায়গায় ফেরত চাই সহ বিভিন্ন শ্লোগান দেয় তারা। এসময় চার শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন- ‘১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওই সময় এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের লোকজন বিদ্যালয়কে প্রায় ১১একর সম্পত্তি দান করে। আওয়ামী লীগ সরকারের আমলে কিছু কুচক্রী মহল জাল দলিল তৈরী করে স্কুলের অধিকাংশ জায়গা জবর দখল করে। এবিষয়ে আদালতে মামলা করলে দীর্ঘ বছর মামলা পরিচালনার পর বিদ্যালয়ের পক্ষে রায় দেয় আদালত। রায় অমান্য করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিদ্যালয়টির প্রায় ১শত ৭৭ শতাংশ জমি জবর দখল করে নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বাঁধা দিলে দুষ্কৃতকারীরা শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদেরকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়।

মানববন্ধনে বক্তৃতা করেন- অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজিং কমিটির সদস্য মো. আলমগীর হোসেন, শিক্ষার্থী সাব্বির আহমেদ, মো. ইয়ামিন, মারিয়া আক্তার, তাহমিনা আক্তার, মোসা. সামিয়া ইসলাম প্রমুখ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন- গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ওই দলের কিছু ক্যাডার জায়গাগুলো দখল করেছিল। আমাদের স্কুলে আর্থিক সমস্যা আছে। এখানে স্কুলের আওতায় দোকান পাট ও মার্কেট নির্মাণ হলে আর্থিক শঙ্কট দূর হবে।

চান্দিনায় বিয়ের ২৮ দিনের মাথায় স্ত্রীকে হ*ত্যা; পরকীয়া আসক্ত স্বামী আটক।। মাসুমুর রহমান মাসুদ।।কুমিল্লার চান্দিনায় বিয়ের...
17/08/2024

চান্দিনায় বিয়ের ২৮ দিনের মাথায় স্ত্রীকে হ*ত্যা; পরকীয়া আসক্ত স্বামী আটক

।। মাসুমুর রহমান মাসুদ।।

কুমিল্লার চান্দিনায় বিয়ের ২৮ দিনের মাথায় সুমাইয়া আক্তার(২০) নামের গৃহবধূ কে হ*ত্যা*র অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আলীর বিরুদ্ধে।

শুক্রবার (১৬) রাতে উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই মোল্লা বাড়িতে গৃহবধূর পিত্রালয়ে ওই ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া ওই গ্রামের হারুনুর রশিদের মেয়ে। ঘা-ত-ক স্বামী মোহাম্মদ আলী একই ইউনিয়নের কংগাই সোনাকান্দা গ্রামের শাহজাহানের ছেলে। এ ঘটনায় ঘা-ত-ক মোহাম্মদ আলী কে আ-ট-ক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ভোরে স্বামী মোহাম্মদ আলী ঘর থেকে বের হয়ে সুমাইয়া স্ট্রোকে মা*রা গেছে জানিয়ে কান্নাকাটি শুরু করে। পরক্ষণে সুমাইয়া কে দাফনের উদ্দেশ্যে গোসল করা অবস্থায় তার শরীরের বিভিন্ন অংশে দাগ দেখতে পায় দায়িত্বে থাকা মহিলারা। এমনকি সুমাইয়ার গো-প-না-ঙ্গে আ*ঘা*ত দেখে লোকজন কে জানায় তারা। ঠিক তখনি সৃষ্টি হয় রহস্য!

নিহতের চাচা খালেক মেম্বার জানায়- ওই ঘটনার পর মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে সে বাহানা শুরু করে। এক পর্যায়ে রাতে পরকীয়ার জেরে সুমাইয়া কে মা-র-ধ-র করে হ*ত্যার বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ খবর দিলে তাকে আ-ট-ক করে নিয়ে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ জানান- খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ঘা-ত-ক মোহাম্মদ আলী কে গ্রে-ফ-তা-র করা হয়। নি-হ-তে-র ম*র*দেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মা-ম-লা প্রক্রিয়াধীন।

বি:দ্র:- সিএইচ নিউজ এর কোন সংবাদ কপি করা থেকে বিরত থাকুন।

চান্দিনায় ইন্স্যুরেন্স এর প্রাইভেটকার খাদে; চালকসহ নি-হ-ত ৩; আ-হ-ত ১চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ...
17/08/2024

চান্দিনায় ইন্স্যুরেন্স এর প্রাইভেটকার খাদে; চালকসহ নি-হ-ত ৩; আ-হ-ত ১

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় একটি ইন্স্যুরেন্স কোম্পানীর ২ কর্মকর্তা ও চালকসহ ৩ জন নি-হ-ত হয়। এছাড়া চালকের স্ত্রী গুরুতর আ-হ-ত হয়।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাইভেটকারটি সড়করে পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।

ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কুমিল্লা অঞ্চলের ডিএমডি মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় কোম্পানীর কর্মকর্তা মুজাম্মেল হোসেন (৪৬), শাখাওয়াত (৪০), প্রাইভেটকার চালক হোসেন (৩৫) ঘটনাস্থলেই নি-হ-ত হয়েছেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান- প্রাইভেটকারটি মাধাইয়ার নাওতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মা-রা যায়। তিনি আরও জানান, চালকের স্ত্রী গুরুতর আ-হ-ত হয়। তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বি:দ্র:- সিএইচ নিউজ থেকে কোন সংবাদ কপি করা থেকে বিরত থাকুন।

Address

Chandina
Chittagong Division
3510

Telephone

+8801818599199

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিএইচ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিএইচ নিউজ:

Videos

Share



You may also like