Tanzila's World

Tanzila's World Alhamdulillah for everything❤️
(1)

13/07/2024

আল্লাহ ছেলেদের মাথায় লজিক দিছে আর মেয়েদের মাথায় দিছে ইমোশন। কারণ মেয়েদের মাথায়ও যদি লজিক দেয়া হইতো, তাহলে মেয়েরা ছেলেদেরকে সহ্য করার জন্য পুরা পৃথিবীতে একটা লজিকও খুঁজে পাইতোনা।

এই কারণে কোনো পুরুষ যদি চায় তার সংসার টিকুক, তার অবশ্যই বউ এর ইমোশনকে ভ্যালিডেট তো করতে হবেই, আর আল্লাহ'র কাছে কেন্দে কেন্দে দুয়া করতে হবে এই ইমোশন যাতে কোনোদিন ফুরায় না যায়। কারণ মেয়েরা যেদিন যুক্তি দিয়ে ডিসিশন নেয়া শুরু করবে সেদিন জগৎ-সংসারের কোনো সংসারই আর টিকবেনা।

© Shamsun Nahar Priya

18/03/2024

একটা দুঃশ্চিন্তা মুক্ত সুন্দর ও প্রশান্তিময় জীবন উপভোগ করার জন্য মেনে নিতে হবে যে এখানে সব পাওয়া যায়না এবং একথা ভেবে নিজের সকল ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সাথে সপে দিতে হবে যে তিনি কখনো তার বান্দাদের অকল্যাণ চান না।✨

14/03/2024

চাওয়ার সাথে সাথে না পেলে একথা ভেবে সবর করে নিব যে, গুনাহ করার সাথে সাথে শাস্তিও তো আসছে না।

10/03/2024

আপনি যদি জীবনে অনেকবার আঘাত পেয়ে থাকেন, এবং আপনি তারপরেও হাসতে জানেন, বিশ্বাস করুন আপনি ভীষণ Strong একজন মানুষ।

06/03/2024

আমি কেঁদেছি,অনেক কেঁদেছি!

কেউ ছিলোনা চোখের পানি মুছে দেওয়ার, কিন্তু একটা সময় বুঝলাম- আমার দুটো হাত আছে। আমি একটি কাঁধ চাইছিলাম কান্না মুছার জন্য কিন্তু কেউ ছিলোনা এবং আমি বুঝতে পারলাম' আমার মাথা নিচু করার জন্য একটি মাটি আছে!
আমি ভেবেছিলাম আমি সবকিছু হারিয়ে ফেলেছি,

কিন্তু সেজদায় আল্লাহকে খুঁজে পেলাম এবং আল্লাহই সব ব্যথা ভুলিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ!💙

03/03/2024

আল্লাহর প্রতি সুধারণা রাখো। তাঁর ওপর ভরসা রাখো। এই একাকিত্ব শূন্যতা দূর হয়ে যাবে। আল্লাহ দেখছেন তেমার কষ্ট। আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এই বন্দীত্ব থেকে, অদৃশ্য এই কারাগার থেকে খুব শীঘ্রই তুমি মুক্তি পাবে। ♥️

01/03/2024

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন! আপনার মনকে নেতিবাচক চিন্তা এবং আত্ম-সন্দেহ পোষন করা থেকে বিরত রাখুন! আপনি যা ভাবছেন তার বেশিরভাগই সম্ভবত ঘটবে না! নিজের উপর অত্যাচার করবেন না! নিজেকে যথেষ্ট ভালোবাসুন এবং নিজের প্রতি দয়ালু হোন! দিন শেষে মনে রাখবেন আল্লাহ আপনার ভালোই চান!❤

- মুফতি ইসমাইল মেনক।

29/02/2024

যে জীবন তোমার হৃদয়কে বিষণ্ণ করে তোলে, সে জীবনের জন্য কেঁদো না! কেবল এই দু'আ করো, "হে আল্লাহ! এই জীবন ও আখিরাতের জীবনে আমায় কল্যাণ দান করুন!" জেনে রেখো, সিজদার মাধ্যমে দূর হয় বিষন্নতা, আর আন্তরিক দু'আর মাধ্যমেই আসে জীবনের প্রসন্নতা! ✨❤

- ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযিয়্যাহ্ (রাহিমাহুল্লাহ)।

27/02/2024

যদি তুমি একা এবং অসম্পূর্ণ অনুভব করো তাহলে দুঃখ অনুভব করো না, বিষন্ন হয়ো না এবং এটা ভেবো না যে মানুষ সবসময় তোমার সাথে থাকবে যেকোনো পরিস্থিতিতে। এটা ভাবা এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই নয়। সব সময় মনে রাখবে এই দুনিয়াতে তুমি এসেছিলে একা এবং আল্লাহ যখন চাইবেন তখন দুনিয়া থেকে একাই চলে যেতে হবে।

সুতরাং আল্লাহ ছাড়া অন্যের উপর নির্ভর করো না। কারন একমাত্র তিনিই যত্নশীল। ✨❤️

19/02/2024
🖤
07/01/2024

🖤

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanzila's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies