23/03/2023
মনোযোগ সহকারে পড়বেন। প্রয়োজনে নোট এপ্সে নোট করে রাখুন।
🍁🍁🍁🍁🍁
নিজেদের ফেসবুক আইডি যেভাবে সেফ রাখবেন 🔰🔰
আইডি নাম হতে হবে ফেসবুক নাম পলিসিতে পড়ে এমন নাম✅
আইডির DATE OF BIRTH (DOB) সবসময় Only Me করে রাখবেন ✅
আইডির মেইল,নাম্বার Only Me করে রাখবেন ✅
আইডিতে Trusted Contact Add করে রাখবেন আপনার ৩/৫ জন বিশ্বস্ত ফ্রেন্ড সিলেক্ট করে✅(ট্রাস্টেড কন্টাক্ট এড রাখতে হয় আইডি হ্যাক না হওয়ার জন্যে)
Two Factor On করে রাখবেন আইডিতে( কেউ যদি আপনার আইডির পাসওয়ার্ড জেনে গেলে,লগইন করতে পারবে না টু ফেক্টর অন থাকার কারণে)
আইডির ফ্রেন্ডলিস্ট Only Me করে রাখাটা ভাল✅✅
Text Now, 2nd line এর নাম্বার yahoo মেইল এড করে রাখবেন না নিজেদের ব্যক্তিগত আইডিতে।
🍁🍁🍁🍁
আইডি ডিজেবল হয় যেভাবে🔰🔰
বর্তমানে বেশিরভাগ আইডি ডিজেবল হয় ফেচলক থেকে ব্যাক না আসার কারণে।যেটা পড়ে Violence ডিজেবলে✅
প্রিটেংডিং রিপোর্ট পড়লে আগে সেই আইডি Pretending Disable এ পড়তো।এখন কোন আইডিতে সেই রিপোর্ট পড়লে সেটা সরাসরি আপনির আইডির ডকুমেন্ট( কার্ড) চাইবে> Provide Your Id। ✅
নাম্বার সিকিউরিটি লক থেকে কোন আইডি ১/২ মাস এর মধ্যে রিকোভার করতে না পারলে সেই আইডি Violence ডিজেবল হবে✅
আপনার আইডির দুই বা ততোধিক পোস্ট যদি রিপোর্ট মেরে রিমুভ করা হয়,তাহলে সেই আইডি Violence ডিজেবল হবে✅
আপনার ১০-১২ টা কমেন্ট যদি রিমুভ করা হয় রিপোর্ট দিয়ে,তাহলে আপনার আইডি Photoself Lock/ Number Add Lock / Number Security Lock এ পড়বে✅
আপনার ৩-৫ টা পোস্ট যদি কপিরাইট রিপোর্ট এ উড়ানো হয়,তাহলে সেই আইডি Content Disable এ পড়বে✅
নিজ ইচ্ছাই কোন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, পিস্তল, ড্রাগ, ফুল এডাল্ট পিক ও পোস্ট করেন, তাহলে আপনার আইডি ফেসবুক থেকে Violence এ অটো ডিজেবল হবে✅
কাশ্মীরের সন্ত্রাস বোরহান ওয়ানি(Burhan Wani) এর কোন ছবি আপনার আইডির প্রোফাইলে দিলে সেই আইডি কয়েক মিনিটের মধ্যে ডিজেবল হয়ে যাবে✅।
বোরহানের ছবি নিজের টাইম লাইনে পোস্ট করলে সেই পোস্ট অটো রিমুভ হবে সাথে আইডি ফেচলকে পড়তে পারে✅✅
বোরহানের ছবি কোন গ্রুপের কভারে দিলে সেই গ্রুপ পার্মানেন্ট ভাবে ডিজেবল হয়ে যাবে✅✅
🍁🍁🍁🍁
ডিজেবল ব্যাক আনা ও ডিজেবল হলে করণীয় 🔰🔰🔰🔰🔰
আইডিতে টু ফেক্টর এড করে রাখলে, আইডি ফেচলক,ডকুমেন্ট আপলোড লক,নাম্বার এড লক/নাম্বার সিকিউরিটি লকে পড়লে সেই আইডি লক বাইপাস করতে পারবেন দুই চার মিনিটের মধ্যে।তার জন্য লাগবে সেই আইডির নাম ও বার্থের সাথে মিল থাকা কোন সরকারি ডকুমেন্ট (nid,driving license, passport)✅✅
টু ফেক্টর এড না থাকলে অভিজ্ঞ কাউকে দিয়ে আইডি রিকোভার করে নিবেন লক অনুযায়ী ✅
ভায়োলেন্স, প্রিটেংডিং ডিজেবল হলে উপরে বর্ণিত কার্ড সাবমিট দিয়ে ব্যাক আনবেন ✅
কন্টেন্ট ডিজেবল (কপিরাইট) হলে নির্দিষ্ট একটা লিংক আছে, সেখান থেকে Acceptable Card/Document সাবমিট দিয়ে আইডি রিকোভার করবেন ✅✅