Tom & Jerry's World

Tom & Jerry's World Let me make you happy

দেখতে দেখতে  ৮টি বছর কিভাবে যেন কেটে গেলো ☺️ এই ৮টি বছরে কতো খুনশুটি, ঝগড়া,ঝামেলা অতিক্রম করে এসেছি 😐 তবুও কখনো ছেড়ে য...
09/10/2024

দেখতে দেখতে ৮টি বছর কিভাবে যেন কেটে গেলো ☺️
এই ৮টি বছরে কতো খুনশুটি, ঝগড়া,ঝামেলা অতিক্রম করে এসেছি 😐 তবুও কখনো ছেড়ে যাওয়ার কথা মাথায় আসেনি। ৮ বছর কেনো আরো ৮০ বছর ঝগড়া, খুনশুটি করে তোমাকই পাশে চাই। অনেক ভালোবাসি তোমায় । থেকে যেও এইভাবেই ,ইতিহাস গড়ে দিয়ে যাবো💜😊
Happy 8th relationship anniversary 💞

12/08/2024

পরের জন্মে প্রজাপতি হয়ে জন্ম নিব ,খা খা রোদে ঘুরে বেরাবো তবু মেয়ে হয়ে জন্ম নিব না😑

07/08/2024

31-07-24
By the grace of Almighty Allah we blessed with a baby girl Alhamdulillah.
Keep us in your prayer🧡🌸
আলহামদুলিল্লাহ গত ৩১শে জুলাই কন্যা সন্তানের মা হয়েছি।দেশের চলমান এই কঠিন পরিস্থিতির মাঝে এমন খবর পোস্ট করা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারছিলাম না তাই আজকের এই আনন্দের দিনে নিজের অনুভূতি প্রকাশ করলাম 🧡

18/07/2024

উত্তরা আজমপুর ঢাকা ময়মনসিংহ রোড।💔

18/07/2024

স্যালুট বোন তোমাদের 🥺
একটা গোটা ছাত্রসমাজ তোমাদের বিজয় ছিনিয়ে নিয়ে আসার অপেক্ষায় রইলো...
তোমরা যারা পথে নেমেছো,, আমাদের মতো গৃহবন্দীদের দোয়া রইলো তোমাদের সাথে 😭

18/06/2024

বাবাকে হারানোর সেই দিনগুলো!

বুকের বাম পাশে খুব করে লাগে যখন প্রাণ খুলে বাবা ডাকটা ডাকতে পারি না। বাবার অনুপস্থিতিটা আজও মেনে নিতে কষ্ট হয়। সেই জায়গাটা আজ শূণ্য, সত্যিই ভুলতে কষ্ট হয়।

যখন দেখি কেউ তার বাবাকে নিয়ে স্ট্যাটাস দেয়, বাবা এটা দিয়েছেন, ওটা দিয়েছেন অন্যের বাবার ভালোবাসা, শাসন, অনুপ্রেরণা দেখলে নিজেকে অনেক অসহায় মনে হয়। মনে হয় ইশ যদি আমার বাবা বেঁচে থাকতেন।

বাবার অপূর্ণতা পৃথিবীর কোন কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয়।

সবাই আমার বাবার জন্য ও পৃথিবীর সকল বাবাদের জন্য দোয়া করবেন যেনো উনাদের আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম নসীব করেন।💔🌙

17/06/2024

Eid Mubarak Everyone 🌙❤️

এইভাবে মেহেদী সালামি পেলে 😊প্রতিদিন দিয়ে দিতে চাই প্রিয়🥺🫰ঈদ মোবারক জামাই🫰🌙
09/04/2024

এইভাবে মেহেদী সালামি পেলে 😊
প্রতিদিন দিয়ে দিতে চাই প্রিয়🥺🫰

ঈদ মোবারক জামাই🫰🌙

🧡
05/04/2024

🧡

তোমার স্নিগ্ধ ভালোবাসায় আমি সত্যিই পরিপূর্ণ।এই দিনটিতে তোমার গন্ধে মেতে থাকাতে প্রকৃতি যেন‌ ঈর্ষান্বিত। আমৃত্যু তোমার হ...
14/02/2024

তোমার স্নিগ্ধ ভালোবাসায় আমি সত্যিই পরিপূর্ণ।এই দিনটিতে তোমার গন্ধে মেতে থাকাতে প্রকৃতি যেন‌ ঈর্ষান্বিত। আমৃত্যু তোমার হাতটি‌‌ হোক আমার ভরসার সঙ্গী 🩵
শুভ জন্মদিন আমার চোখের ভাষা বুঝতে পারার কবি।

—ধন্যবাদ আপু কেক অনেক মজা ছিল🫰

11/02/2024

অর্থের চেয়ে বিশ্বাসে'র একটা হাত বেশি দামী,ভরসার একটা কাঁধ বেশি দামী,হৃদয় শান্ত হয় এমন একটা বুক বেশি দামী।
অর্থ আপনাকে বিলাসিতা দিবে কিন্তু সুখ এবং শান্তি দিবেনা।
আপনি সুখে থাকতে চাইলে বিশ্বাসে'র একটা হাত,ভরসা'র একটা কাঁধ এবং যে বুকে মাথা রেখে প্রশান্তির নিশ্বাস নেওয়া যায় এমন একটা মানুষ খুঁজুন। দেখবেন আপনার অর্থ না থাকলেও সুখের কোনো কমতি থাকবে না।
মায়াবতী —🌸❤️

28/01/2024

🌸❤️
゚viral

Send a message to learn more

😋🤤
23/01/2024

😋🤤

প্রতিটি দিন সাক্ষী হয়ে থাকবে আমার অসুস্থতা থেকে একটু সস্তির জন্য তোমার প্রতিটি কষ্ট 😭🧡সব রান্নাগুলো খুব বেশি মজা ছিল জাম...
08/01/2024

প্রতিটি দিন সাক্ষী হয়ে থাকবে
আমার অসুস্থতা থেকে একটু সস্তির জন্য তোমার প্রতিটি কষ্ট 😭🧡
সব রান্নাগুলো খুব বেশি মজা ছিল জামাই😋😚

13/12/2023

আমরা স্কুলে থাকতে রিলেশন করি, তখন আমাকে দকোনো কিছু দেওয়ার মতো তার অবস্থা ছিলো না। ভালোবাসা ব্যাতিত. ভার্সিটিতে পড়া অবস্থায় এই ভালোবাসাকে সঙ্গী করে আমি তাকে বিয়ে করি। তারপর আমরা সংসার শুরু করি। প্রতি মাসে বেতন / ব্যবসার টাকা পাওয়ার পর সে আমার জন্য সর্ব প্রথম গিফ্ট কিনবে তার পর অন্য খরচ। যদি কখনো জানতে চাই তুমি আমার জন্য এতো উপহার কিনো কেন? টাকা নষ্ট হয় অনেক। সে তখন আমাকে একটা কথা বলে, তুমি একটা বেকার ছেলের হাত ধরার সাহস দেখিয়েছো, তুমি এই পৃথিবীর সব উপহার ডির্জাব করো। তখন মনে হয় ভালোবাসা সত্যিই খুবই সুন্দর... ❤️❤️

~ মায়াবতি🧡

Address

Chittagong Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tom & Jerry's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tom & Jerry's World:

Videos

Share

Category

Nearby media companies