06/08/2024
আসসালামুআলাইকুম,
আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো না। আমি শুধুই একজন সাধারণ ছাত্র। এটাই আমার পরিচয়।
আজকে কিছু বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই,,,,
বঙ্গবন্ধুর মূর্তি বানানোর জন্য এক বছরেই খরচ করা হয়েছিলো ৪০০ কোটি টাকা।
আর ঐ বছরেই অভাবের তাড়নায় পারুল চাকমা নামের এক মা ১২ হাজার টাকায় নিজের সন্তান কৃষ্ণ চাকমাকে বাজারে বিক্রি করতে এসেছিলেন।
আজ যারা বঙ্গবন্ধুর মূর্তির জন্য মায়া কান্না করছেন, পারুল চাকমার জন্য সেদিন এক ফোঁটা পানি কেউ ফেলেছিলেন ?
মূর্তি শুধু মাত্র সনাতনী বন্ধুদের মন্দিরে শোভা পায়। কোনো রাস্তায় না।
আরও কিছু কথা বলতে চাই,,,,
বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে এইসব নিয়ে ভিডিও করে আবেগি ক্যাপশন লিখে পোস্ট করছেন,,,,তিনি দেশের জন্য এই করেছে সেই করেছে আরো অনেক কিছু হ্যাঁ আমি মানছি তিনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি মানছি তিনি ছিলেন বলেই জাতি জাতি তখন স্বাধীনতার স্বাদ পেয়েছিল,,,,,,,,, কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা নিজেরাই একটু চিন্তা করেন কি এমন হয়েছিল যে ১৯৭১-১৯৭৪
এই দুই তিন বছরে যে তিনি মরার পর সারা ঢাকার মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল?? একটাবার কি আপনারা ভেবে দেখেছেন? আমি নিজেও এত ইতিহাস জানিনা কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি একটাবার যান ইতিহাস ঘেটে দেখুন সত্যি ইতিহাস ঘাটুন ঠিকই তখন এই মানুষটার জন্য আপনার মনে কোন শ্রদ্ধাবোধ থাকবে না,,,, আজ আপনার মনে যতটুক শ্রদ্ধাবোধ ওনার জন্য আছে,, ওই সকল শ্রদ্ধাবোধ ইতিহাস ঘাটার পর মাটির সাথে ধুলিস্যাৎ হয়ে যাবে।।
"আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি সম্মান রেখেই বলছি আপনাদের ধর্মীয় ভাস্কর্যের উপর কোনো আঘাত আনা হবেনা"
যারা বীর তাদের ভাস্কর্যের প্রয়োজন নেই
বীররা মানুষের মনেই থাকে। আপনি একজন বীর আমিও তেমন বীর।বীর সবার ভিতরেই আছে।
সবশেষে বলতে চাই,,,,
স্বৈরাচার মুক্ত দেশ গড়ি,, দেশকে ভালোবাসি ❤️🩹আমাদের পরিচয় একটাই আমরা সবাই বাঙালি ❤️🩹✊