Aufe Hossen

Aufe Hossen আল্লাহ পাক আমাকেও অন্যদের মত সফলতার মুখ দেখান ।আমিন
(2)

15/10/2024
16/08/2024

বিপ্লবোত্তর সামনের দিনগুলো বেশ ক্রিটিকাল। প্রতি-বিপ্লব ঠেকাতে সদা-জাগ্রত, সদা-সজাগ থাকা চাই। বিপ্লবী ছাত্র-জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরো কিছুদিন। তারুণ্যের এই গণজোয়ার অব্যাহত থাকুক। করুণাময় এ বিজয়কে টেকসই করুন। Miles to go..

যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি...
07/08/2024

যারা ইউনুস কে জানেন না তারা নানা কথা বলেন। ড ইউনুস এতটাই নীতিতে অটল যে উনি তার হাতে গড়া প্রতিষ্ঠানের ১ টি টাকা লাভ নেননি। যে গ্রামীন ব্যাংকের বাজার মূল্য ৯৩০০০০ কোটি টাকা!! তাহলে উনি সুদ খোর হলেন কিভাবে? উনি তার জীবন নির্বাহের জন্য সামান্য বেতনভুক্ত কর্মচারী ছিলেন মাত্র! গ্রামীণ ব্যাংকের সবটাকার মালিক দরিদ্র নারীরা। এমনকি ওনার ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। যারা দুনিয়ায় ধন সম্পত্তির উর্ধ্বে তাকে আপনি সুদখোর বলছেন?
নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!? পৃথিবীর ইতিহাসে Olympic Laurel দেয়া হয়েছে মাত্র দুই জন কে তার মধ্যে ড. ইউনূস একজন।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে🇧🇩
©️collect

06/08/2024

ছাত্রদের দেয়া অর্ন্তবর্তীকালীন সরকারের রুপরেখা:

১. ড. মুহাম্মদ ইউনুস, প্রধান উপদেষ্টা
২. ড. বদিউল আলম মজুমদার
৩. মতিউর রহমান চৌধুরী (মানবজমিন)
৪. ড. আসিফ নজরুল
৫. ড. সলিমুলিলাহ খান
৬. ব্রি. জেনারেল ড. সাখাওয়াত হোসেন
৭. মেজর জেনারেল মুনিরুজজামান
৮. আলোকচিত্র শিল্পী শহিদুল আলম
৯. সৈয়দা রেজওয়ানা হাসান
১০. ⁠ডা: পিনাকী ভট্টাচার্য
১১. ⁠ড. দেবপ্রিয় ভট্টাচার্য
১২. প্রজেশ চাকমা*

সরকারের মেয়াদ ৩-৬ বছর (সর্বোচ্চ)।
মেয়াদ শেষের ৩ মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা।
পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আজ ৬ আগস্ট বিকালের মধ্যেই সরকার গঠন।

প্রধান বিচারপতির অপসারণ/পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ।
আইনশৃঙ্খলাবাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো (তিন বাহিনী বাদে)।
নির্বাচন কমিশন পুনর্গঠন।

সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল।
সরকারের সকল চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল।
ছাত্র-নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।

জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা।
বিগত ১৫ বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা, শ্বেতপত্র প্রকাশ।
দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন।

06/08/2024

আসসালামুআলাইকুম,
আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো না। আমি শুধুই একজন সাধারণ ছাত্র। এটাই আমার পরিচয়।
আজকে কিছু বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই,,,,

বঙ্গবন্ধুর মূর্তি বানানোর জন্য এক বছরেই খরচ করা হয়েছিলো ৪০০ কোটি টাকা।
আর ঐ বছরেই অভাবের তাড়নায় পারুল চাকমা নামের এক মা ১২ হাজার টাকায় নিজের সন্তান কৃষ্ণ চাকমাকে বাজারে বিক্রি করতে এসেছিলেন।
আজ যারা বঙ্গবন্ধুর মূর্তির জন্য মায়া কান্না করছেন, পারুল চাকমার জন্য সেদিন এক ফোঁটা পানি কেউ ফেলেছিলেন ?
মূর্তি শুধু মাত্র সনাতনী বন্ধুদের মন্দিরে শোভা পায়। কোনো রাস্তায় না।

আরও কিছু কথা বলতে চাই,,,,

বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে এইসব নিয়ে ভিডিও করে আবেগি ক্যাপশন লিখে পোস্ট করছেন,,,,তিনি দেশের জন্য এই করেছে সেই করেছে আরো অনেক কিছু হ্যাঁ আমি মানছি তিনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি মানছি তিনি ছিলেন বলেই জাতি জাতি তখন স্বাধীনতার স্বাদ পেয়েছিল,,,,,,,,, কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা নিজেরাই একটু চিন্তা করেন কি এমন হয়েছিল যে ১৯৭১-১৯৭৪
এই দুই তিন বছরে যে তিনি মরার পর সারা ঢাকার মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল?? একটাবার কি আপনারা ভেবে দেখেছেন? আমি নিজেও এত ইতিহাস জানিনা কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি একটাবার যান ইতিহাস ঘেটে দেখুন সত্যি ইতিহাস ঘাটুন ঠিকই তখন এই মানুষটার জন্য আপনার মনে কোন শ্রদ্ধাবোধ থাকবে না,,,, আজ আপনার মনে যতটুক শ্রদ্ধাবোধ ওনার জন্য আছে,, ওই সকল শ্রদ্ধাবোধ ইতিহাস ঘাটার পর মাটির সাথে ধুলিস্যাৎ হয়ে যাবে।।

"আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি সম্মান রেখেই বলছি আপনাদের ধর্মীয় ভাস্কর্যের উপর কোনো আঘাত আনা হবেনা"

যারা বীর তাদের ভাস্কর্যের প্রয়োজন নেই
বীররা মানুষের মনেই থাকে। আপনি একজন বীর আমিও তেমন বীর।বীর সবার ভিতরেই আছে।

সবশেষে বলতে চাই,,,,
স্বৈরাচার মুক্ত দেশ গড়ি,, দেশকে ভালোবাসি ❤️‍🩹আমাদের পরিচয় একটাই আমরা সবাই বাঙালি ❤️‍🩹✊

বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি ক...
01/08/2024

বাঙ্গালী জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েশ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতাও ৯০ ভাগ বাঙ্গালীর নাই। বাঙ্গালীর আরো ৩০/৪০ বছর লাগবে প্রফেসর ইউনুস কোন মাপের মানুষ এটা বুঝতে।

নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের একটা পরিচয়, সব না। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হল:

১। নোবেল।

২। অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড।

৩। মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড।

ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র ১২ জন। তার মধ্যে প্রফেসর ইউনুস একজন।

মেসি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন, আক্ষরিক ভাবেই মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ইউনুসের সাথে ছবি তুলতে।

বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল আলিম্পক গেমস। ধনী দেশগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে অলিম্পিকের হোস্ট হতে। আলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন (প্রধান অতিথি) আলিম্পক মশাল বাহক। ২০২০ সালের জাপান আলিম্পকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস। ভাবা যায়!?

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মত নাকউঁচু জাতির গর্বের অলিম্পিক গেমসের ওয়েবসাইটের টাইটেল পেজে একজন ব্রাউন মুসলমান ড. ইউনুসের ছবি!! ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল।

প্রফেসর ইউনুসের ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋন, সামাজিক ব্যবসা, এবং থ্রি জিরো, এই তিনটি তত্ত্বই গ্লোবাল কমিউনিটি গ্রহন করেছে। এই তিনটা তত্ত্বের তিনটাই যে খুব ভাল, আমি এমনটা মনে করি না। যেকোন সুদ ভিত্তিক পদ্ধতি ভাল হতে পারে না। তবে পয়েন্ট হল সারাবিশ্ব এটাকে গ্রহন করেছে। সামাজিক ব্যবসা এবং থ্রি জিরো— এই দুইটা খুবই জনহিতকর তত্ত্ব, এটা নিয়ে বিতর্ক নেই।

বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যেকোন তালিকাতে প্রফেসর ইউনুস টপ ৫ এর মধ্যে থাকবেন। অনেকে তাকে ১ নম্বরে রাখবে। একজন বাঙ্গালী মুসলমান দুনিয়ার লিডিং স্কলার, এটা ইতিহাসে কখনো ঘটে নাই। আবার কবে হবে কেউ জানে না।

প্রফেসর ইউনুসের সাথে কিছু মূর্খ যে আচরণ করে এটা লজ্জাজনক।
Collected:

মানজুরকে এখন শিবির রাজাকার বানায় দিচ্ছেন! তাঁর সাথে ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং চাকরি মিলিয়ে একসাথে মিডিয়াতে কাজ করছি ...
01/08/2024

মানজুরকে এখন শিবির রাজাকার বানায় দিচ্ছেন!

তাঁর সাথে ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং চাকরি মিলিয়ে একসাথে মিডিয়াতে কাজ করছি গত প্রায় ১৬ বছর। আশপাশ দিয়েও দেখি নাই

ফ্যামিলি এর বাইরে গান, মিউজিক, ফটোগ্রাফি নিয়েই থাকে সে
তার পেশাদারিত্ব, সততা মানবিক গুণ নিয়ে তার শত্রুও সম্ভবত প্রশ্ন তুলতে পারবে না

অবশ্য আমার ধারণা তার শত্রু নাই বা ছিলো না

তার মতো মানুষকে রাজাকার শিবির ট্যাগ দিয়ে জামাত শিবিরের ব্র্যান্ডিং আপনারতো আরো বাড়ায় দিচ্ছেন!

কাউকে খারাপ প্রমাণে এই ধরনের ট্যাগ সেকেলে এবং অচল

বিরোধী মত নিতে শিখতে হবে

যদি তার বক্তব্যের বিরোধিতা করতে চান, পাল্টা যুক্তি দেন

মানজুর আল মতিন পিতম আমার কলিগ। বিষয়টা গর্বের ও অহংকারের 🙏
post credit : Reporter Farabi Hafiz bhai

???
12/07/2024

???

২০১৭ সালে সেন্টমার্টিন পরিবহন থেকে আলাদা হয়ে দেশের পরিবহন জগতে আত্মপ্রকাশ ঘটে নতুন এক অপারেটর এর। যার নাম " SAINTMARTIN ...
07/07/2024

২০১৭ সালে সেন্টমার্টিন পরিবহন থেকে আলাদা হয়ে দেশের পরিবহন জগতে আত্মপ্রকাশ ঘটে নতুন এক অপারেটর এর। যার নাম " SAINTMARTIN HYUNDAI " যা HNS এর নিজস্ব অপারেটর নামেই পরিচিত। যাত্রার শুরু থেকেই কোরিয়ান HYUNDAI বাস দিয়ে ভালোভাবেই যাত্রিসেবা দিয়ে যাচ্ছিলো অপারেটর টি। পরবর্তীতে ২০২০ সালে সেন্টমার্টিন হুন্দাই থেকে নাম পরিবর্তন এর মাধ্যমে রবি এক্সপ্রেস নামধারন করে সার্ভিস দিয়ে যাচ্ছে।

সেন্টমার্টিন হুন্দাই নামের অধীনে থাকাকালীন সময়ে কেবলমাত্র হুন্দাই দিয়ে সার্ভিস দিলেও বর্তমানে রবি এক্সপ্রেস এর নামে হুন্দাই এর পাশাপাশি হাইগার এবং অশোক লেলেন্ড এর বাসও আছে।

ঢাকা - চট্টগ্রাম মহাসড়ক থেকে রবি এক্সপ্রেস এর হুন্দাই বাসের সুন্দর এ ছবিটি পাঠিয়েছেন অর্ণব মজুমদার।

📌 বিডি বাস লাভার পেইজের পাশাপাশি আমাদের রয়েছেন সুবিশাল একটি গ্রুপ, যা একটি পরিবার সমতুল্য। যেখানে দেশের আনাচে-কানাচের সব বাস নিয়েই আলোচনা হয়। তাছাড়া সব ধরনের বাসের তথ্য, ছবি বা সুন্দর ভিডিও তো আছেই। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের পরিবারে।

গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover

05/07/2024

Bus race

⚠️ Hino AK8JRK 🚩 The Beginnings of a New Journeyবাসপ্রেমীদের বহুল আকাঙ্খিত Hino AK8J চ্যাসিস অবশেষে প্রস্তুত। অনেকদিনের ...
02/07/2024

⚠️ Hino AK8JRK
🚩 The Beginnings of a New Journey

বাসপ্রেমীদের বহুল আকাঙ্খিত Hino AK8J চ্যাসিস অবশেষে প্রস্তুত। অনেকদিনের ধৈর্য্য এবং অপেক্ষার পর আফতাব অটোমোবাইলস হিনোর নতুন কোনো চ্যাসিস দেশে নিয়ে এলো। দেশে বিডি বাস লাভার-ই প্রথম এই চ্যাসিস এর এক্সক্লুসিভ ছবি ও তথ্য নিয়ে এলো আপনাদের জন্য।

নতুন এই মডেলের চ্যাসিস সিকেডি পার্টস হিসেবে আরও ৩/৪ মাস আগেই দেশে আসে। ইতোমধ্যেই এই মডেলের প্রথম ৬ টি চ্যাসিসের এসেম্বল কার্যক্রম সম্পন্ন করেছে আফতাব অটোমোবাইলস। কিছুদিনের মধ্যেই বিআরটিএ ক্লিয়ারেন্স কার্যক্রম সম্পন্ন করে নতুন এই চ্যাসিস বাণিজ্যিকভাবে বিতরণ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

★ আসুন এবার দেখে নেয়া যাক এই চ্যাসিসের কিছু বিস্তারিত স্পেসিফিকেশনঃ

মডেল নামঃ Hino AK8JRK
ইঞ্জিনঃ Hino J08E - WL
ইঞ্জিন টাইপঃ Diesel, turbo charged and intercooled, 4-cy., vertical, 6-cyl. in-line, overhead camshaft, water-cooled, Direct injection type

ট্রান্সমিশনঃ 6 forward and 1 reverse speed.
সি.সিঃ 7684
বহন ক্ষমতাঃ 15.000 kg
ফুয়েল ট্যাংক ক্যাপাসিটিঃ 200L + 100L
ম্যাক্সিমাম টর্কঃ 804 nm @ 1500 rpm
ম্যাক্সিমাম আউটপুটঃ 254 HP @ 2500rpm

সাসপেন্সনঃ মাল্টি লিফ স্প্রিং , শক এভজর্বার, স্ট্যাবিলাইজার
গ্রীণ আরপিএমে সর্বোচ্চ গতিঃ 134/kmh
চ্যাসিসের দৈর্ঘ্যঃ 11.685m

বিস্তারিত আরও তথ্যের জন্য লক্ষ্য রাখুন আমাদের গ্রুপে।
✅ গ্রুপ লিংক : BD BUS LOVER
Caption and picture BD BUS LOVER

02/07/2024
Special tea
01/07/2024

Special tea

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:"প্রত্যেহ যখন স...
28/06/2024

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"প্রত্যেহ যখন সূর্য উঠে মানুষের (শরীরের) প্রত্যেক গ্রন্থির সাদকাহ্ দেয়া অবশ্য কর্তব্য। দু'জন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদকাহ্, কোন আরোহীকে তার বাহনের উপর আরোহন করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ্, ভাল কথা হচ্ছে সাদকাহ্, সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকাহ্ এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকাহ্।"

- [বুখারী: ২৯৮৯, মুসলিম: ১০০৯]

অসাধারণ ছবিটি কারিগরি Antu

ফেইসবুক পেইজের পাশাপাশি আমাদের রয়েছে সুবিশাল গ্রুপ, জয়েন হতে পারেন আমাদের ফেইসবুক গ্রুপে,
গ্রুপ লিংক www.facebook.com/grups/bdbuslover

🔰চাঁপাইনবাবগঞ্জ🔰রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে "নবাবগঞ্জ" এবং "চাঁপাই" নামেও ডাকা হয়। ১৯৪৭ সালে এটি ভারতের মালদহ ...
24/06/2024

🔰চাঁপাইনবাবগঞ্জ🔰

রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে "নবাবগঞ্জ" এবং "চাঁপাই" নামেও ডাকা হয়। ১৯৪৭ সালে এটি ভারতের মালদহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্থানে অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মহকুমা হিসেবে গন্য হয়। অতপর ১৯৮৪ সালে একটি একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা কে 'আমের শহর' বা 'আমের দেশ' বলেও জানে।

চাঁপাইনবাবগঞ্জ নামকরণের ইতিহাস: জেলাবাসীর দাবির মুখে ২০০১ সালের ১লা আগস্ট সরকারিভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। পূর্বে এই এলাকা ‘নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। চাঁপাইনবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, প্রাক-ব্রিটিশ আমলে এ অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহারভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়। নবাবরা তাঁদের পাত্র-মিত্র ও পরিষদ নিয়ে এখানে শিকার করতে আসতেন বলে এ স্থানের নাম হয় নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ নামের ইতিবৃত্ত নবাব আমলে মহেশপুর গ্রামে চম্পাবতী মতান্তরে ‘চম্পারানী বা চম্পাবাঈ’ নামে এক সুন্দরী বাঈজী বাস করতেন। তার নৃত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। তার নামানুসারে এই জায়গার নাম হয় ‘চাঁপাই”।

ঢাকা থেকে "আমের শহরে'' যাওয়ার অপারেটর গ্রামীণ ট্রাভেলসের অসাধারণ চিত্রটি BD BUS LOVER গ্রুপে শেয়ার করেছেন আল-মামুন।

পরিবহন সেক্টরের এক অন্যতম সার্ভিস মাস্টারের নাম হলো ইউনিক সার্ভিস। জাপানি ব্র‍্যান্ডের বাস দিয়ে শুরু করে তাদের পথযাত্রা।...
23/06/2024

পরিবহন সেক্টরের এক অন্যতম সার্ভিস মাস্টারের নাম হলো ইউনিক সার্ভিস। জাপানি ব্র‍্যান্ডের বাস দিয়ে শুরু করে তাদের পথযাত্রা। হিনো ১৭২ দিয়ে যাত্রা শুরু করে যুগের সাথে তাল মিলিয়ে যুক্ত করে হিনো ১জে নন এসি কোচ। শুধুমাত্র নন এসি বাস দিয়ে ইউনিক সেবা দিয়ে তার সবার থেকে আলাদাভাবে তাদের ফুটিয়ে তুলেছে। ইউনিক সার্ভিসের বাস গুলো ৩৬ আসন বিশিষ্ট এবং প্রায় সকল বাসেই পাওয়া যায় লেগরেস্ট।

ছবিতে ইউনিক এর অসাধারন ছবিটি উপহার দিয়েছেন মো মাহমুদুল হাসান খান।

📌 বিডি বাস লাভার পেইজের পাশাপাশি আমাদের রয়েছেন সুবিশাল একটি গ্রুপ, যা একটি পরিবার সমতুল্য। যেখানে দেশের আনাচে-কানাচের সব বাস নিয়েই আলোচনা হয়। তাছাড়া সব ধরনের বাসের তথ্য, ছবি বা সুন্দর ভিডিও তো আছেই। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের পরিবারে।

গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover
https://www.youtube.com/

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত  দশটি জেলার বিভাগীয় সদর দপ্তর খুলনা বিভাগ।একসময় ফেরী দিয়ে উত্তাল পদ্মা পার হয়ে স...
22/06/2024

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত দশটি জেলার বিভাগীয় সদর দপ্তর খুলনা বিভাগ।একসময় ফেরী দিয়ে উত্তাল পদ্মা পার হয়ে সড়কপথে এ অঞ্চলে যাতায়াত ছিলো কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যপার।পদ্মা সেতু ও এর দুই পাশের এক্সপ্রেস হাইওয়ে এ অঞ্চলের সহজতর যোগাযোগ ব্যাবস্থায় যুক্ত করেছে এক নতুন মাত্রা।সড়ক পথে এখন এই রুটে দেখা মিলে লাক্সেরিয়াস বাস ও বাস অপারেটরের। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম স্বনামধন্য অপারেটর গ্রীন লাইন পরিবহন তাদের জার্মান MAN ডাবল ডেকার বাস দিয়ে ঢাকা-খুলনা রুটে নিয়মিত সার্ভিস পরিচালনা করে যাচ্ছে।

📷 হাসিবুল হোসাইন রাব্বি।

📌 বিডি বাস লাভার পেইজের পাশাপাশি আমাদের রয়েছে সুবিশাল একটি গ্রুপ, যা একটি পরিবার সমতুল্য। যেখানে দেশের আনাচে-কানাচের সব বাস নিয়েই আলোচনা হয়। তাছাড়া সব ধরনের বাসের তথ্য, ছবি বা সুন্দর ভিডিও তো আছেই। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের পরিবারে।

গ্রুপ লিংকঃ www.facebook.com/groups/bdbuslover
https://www.youtube.com/

Address

Chittagong Division

Website

http://Www.facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when Aufe Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies