Khair Sikder Pro?

Khair Sikder Pro? ₘy cₒᵤₙₜᵣy 🇧🇩 Bₐₙgₗₐdₑₛₕ
00:00●━━━━━━━━━ 09:02
Only - Black

সহ্য করলে লোক দুর্বল ও ভীতু মনে করে। আর যোগ্য জবাব দিলে মনে করে খারাপ।
17/12/2023

সহ্য করলে লোক দুর্বল ও ভীতু মনে করে। আর যোগ্য জবাব দিলে মনে করে খারাপ।

কেউ ভুলে যায় না...প্রয়োজন শেষ…তাই আর যোগাযোগ রাখে না।
17/12/2023

কেউ ভুলে যায় না...প্রয়োজন শেষ…তাই আর যোগাযোগ রাখে না।

কখনো কারো প্রিয়জন ছিলাম না। সব সময় সবার প্রয়োজন টাই ছিলাম।
17/12/2023

কখনো কারো প্রিয়জন ছিলাম না। সব সময় সবার প্রয়োজন টাই ছিলাম।

বদলাতে চাইনি কিন্তু তোর অবহেলা বদলাতে বাধ্য করলো শেষ পর্যন্ত।
16/12/2023

বদলাতে চাইনি কিন্তু তোর অবহেলা বদলাতে বাধ্য করলো শেষ পর্যন্ত।

কথা দিতে সবাই পারে কিন্তু, কথা রাখতে সবাই পারে না।
16/12/2023

কথা দিতে সবাই পারে কিন্তু, কথা রাখতে সবাই পারে না।

কলিজায় জায়গা পাওয়া মানুষ গুলোই এক সময় কলিজায় আঘাত করে।
16/12/2023

কলিজায় জায়গা পাওয়া মানুষ গুলোই এক সময় কলিজায় আঘাত করে।

টাকা মানুষকে আনন্দ দিতে পারে কিন্তু কখনোই সুখ দিতে পারবে না।
16/12/2023

টাকা মানুষকে আনন্দ দিতে পারে কিন্তু কখনোই সুখ দিতে পারবে না।

ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সবকিছু ভুলিয়ে দেয় । আর যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয়।
16/12/2023

ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সবকিছু ভুলিয়ে দেয় । আর যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয়।

দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়।
16/12/2023

দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়।

 #মধ্যবিত্ত পরিবারের সস্তান গুলোর পকেট ভরা টাকা না থাকুক । বুক ভরা স্বপ্ন ঠিক আছে।
16/12/2023

#মধ্যবিত্ত পরিবারের সস্তান গুলোর পকেট ভরা টাকা না থাকুক । বুক ভরা স্বপ্ন ঠিক আছে।

ভালো সময় কখনো আসেনা। ভালো সময় তৈরি করে নিতে হয়।
16/12/2023

ভালো সময় কখনো আসেনা। ভালো সময় তৈরি করে নিতে হয়।

মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়।
16/12/2023

মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরণীর আসল রূপ দেখতে পায়।

অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি না বিশ্বাস করাই ভালো। কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুতই ছড়িয়ে পড়ে।
15/12/2023

অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি না বিশ্বাস করাই ভালো।

কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুতই ছড়িয়ে পড়ে।

ব্যর্থ হলে লজ্জার কিছু নেই। ব্যর্থতা থেকে শেখো, এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো!
15/12/2023

ব্যর্থ হলে লজ্জার কিছু নেই। ব্যর্থতা থেকে শেখো, এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো!

মানুষের মৃত্যু হয় কিন্তু স্মৃতির মৃত্যু হয় না।
15/12/2023

মানুষের মৃত্যু হয় কিন্তু স্মৃতির মৃত্যু হয় না।

কীভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কীভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।
15/12/2023

কীভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কীভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।

কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।
15/12/2023

কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।

কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা।
15/12/2023

কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা।

Address

Chittagong Division

Alerts

Be the first to know and let us send you an email when Khair Sikder Pro? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khair Sikder Pro?:

Videos

Share

Nearby media companies