07/12/2024
স্ত্রী পেঁপে বীজ সংগ্রহ কৌশল:
যেভাবে বীজ সংগ্রহ করলে অধিকাংশ স্ত্রী গাছ হওয়ার সম্ভাবনা থাকে-
•পরিপক্ক পাঁকা পেঁপে নিতে হবে
•পেঁপের মুখের অংশ থেকে বীজ সংগ্রহ করা যাবে না, মাঝের অংশ বা শেষ অংশ থেকে বীজ নিতে হবে
•শুধুমাত্র কালো ও গাঢ়ো বাদামি বীজ গুলো নিতে হবে। হালকা রঙের বীজ গুলো বাদ দিতে হবে।
•বীজ সংগ্রহের পর শুকিয়ে নিতে হবে। তারপর পানিতে দিলে যেগুলো পানির উপরে ভেসে উঠবে সেগুলো বাদ দিতে হবে ।
*গবেষণায় দেখা গেছে কালো ও গাঢ়ো বাদামি রঙের বীজ গুলো থেকে স্ত্রী ও উভলিঙ্গ পেঁপে গাছ হওয়ার সম্ভাবনা বেশি।
*পেঁপে বীজ সংগ্রহ কৌশল ও বীজ থেকে চারা তৈরি পদ্ধতি, ভিডিও চিত্র কমেন্টে দেওয়া আছে
Garden Science©
#পেঁপে #পেপে #পেঁপে_বীজ