Freelancer Ripa

Freelancer Ripa জীবনে সমস্যা আসবেই,কিন্তুু সফলতা পেতে চাইলে ধৈর্য এবং সততা রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে

26/12/2023
স্বামী : এত্তো অভিমান কার থেকে শিখলে??স্ত্রী : হুমায়রার থেকে!স্বামী: হুমায়রা??উনি আবার কে?স্ত্রী : উনি রাসূল (সা:) এর কু...
29/04/2023

স্বামী : এত্তো অভিমান কার থেকে শিখলে??

স্ত্রী : হুমায়রার থেকে!

স্বামী: হুমায়রা??উনি আবার কে?

স্ত্রী : উনি রাসূল (সা:) এর কুমারি স্ত্রী আয়শা (রা)!

স্বামী : উহ! তাই বলো! আমি ভাবতেছি কোথাকার কোন হুমায়রা!
তার মানে বিয়ের আগেই সব প্লান করে রাখছ?

স্ত্রী : কিসের প্লান?

স্বামী : এই কিভাবে অভিমান করবে,,কিভাবে রাগ করবে,,,,কিভাবে ভালোবাসবে!

স্ত্রী : আমি কি তা বলছি?
কিন্তু জানেন রাসূল (সা:) সম্পর্কে যতই জেনেছি ততই মুগ্ধ হয়েছি!
খাজিদা (রা:) উনার থেকে ১৫ বছরের বড় তাও দুজনের মাঝে ভালোবাসার অভাব ছিল না।
বরং একদিন আয়শা (রা:) খাদিজা (রা:) কে বুড়ি ডাকার কারণে উনার থুতনি চেপে ধরেছিলেন।
এদিন ছাড়া আর কোন দিন রাসূল (সা:) কোন স্ত্রীর গায়ে হাত তুলেনি!
কতটা ভালোবেসে এমন ব্যবহার করলেন আয়শা (রা:) এর সাথে! ভাবা যায়???

আবার অন্য দিকে আয়শা (রা:) এর কথা ভাবুন!
রাসূল (সা:) এর যখন ৫০ বছর আয়শা (রা:) তখন মাত্র ৯ বছর!
বয়সের কত ব্যাবধান তাও বিভিন্ন কারণে আয়শা (রা:) গাল ফুলিয়ে বসে থাকতেন!
অভিমান তো তার সাথেই করা যায় যাকে খুব বেশিই ভালোবাসা যায়!
৫০ বছর বয়সেও তিনি ৯ বছরের একটা পিচ্চির মান ভাঙ্গাতেন পরম ভালোবাসায়!
যখনি আয়শা (রা:) অভিমান করে থাকতেন তখন রাসূল ( সা:) অনেক সময় তাকে হুমায়রা পাখি
বলে ডাকতেন!
আর আয়শা (রা:) তখন হেসে ফেলতেন!

স্বামী : সত্তিই স্ত্রীদের কিভাবে ভালোবাসতে হয় রাসূল (সা:) থেকেই শিখা উচিৎ!
আচ্ছা তুমি আমার হুমায়রা হবে?

স্ত্রী : হবো! তবে শর্ত আছে!

স্বামী : কি শর্ত বলো!

স্ত্রী : আমাকে অনেক ভালোবাসতে হবে!

স্বামী : আর না বাসলে তুমিও বুঝি গাল ফুলিয়ে বসে থাকবে? হা হা হা!

স্ত্রী : হিহিহি! হুম থাকবই তো!
আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন!
আর আপনি স্বামী হিসেবেও খুব ভালো?

স্বামী : যাক সার্টিফিকেট তাহলে পেয়ে গেলাম!

স্ত্রী : কিসের সার্টিফিকেট?

স্বামী : রাসূল (সা:) তো বলেছেন ;
সেই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো!
তো আমি তো তোমার কাছে ভালো নাকি?

স্ত্রী : জ্বী! কিন্তু আমার কি হবে?

স্বামী : তোমার আবার কি হবে?

স্ত্রী : রাসূল (সা:) তো বলেছেন ;
স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত!

আপনি আমার প্রতি সন্তুষ্ট তো?

স্বামী : পাগলি একটা! হুম এখন যেরকম আছ সেরকমি থেক!
রাগ,অভিমান আর ভালোবাসা দিয়ে সারাটা জীবন ডুবিয়ে রেখ!
আর আমার ইচ্ছার বিরুদ্ধে যেও না কেমন?

❤স্বামী স্ত্রীর মহব্বত যেনো আল্লাহর জন্যই হয়।❤আসসালামু আলাইকুম যারা এমন ইসলামীক গল্প পড়তে ভালোবাসেন তাদের কে আমার পেজে থেকে ঘুড়ে আসার দাওয়াত রইলো আমার পেজে ওনেক ইসলামিক গল্প আছে,আরো নতুন গল্প পেতে Follow দিয়ে সাথে থাকুন😊😊 ইসলামিক স্বামী স্ত্রী ভালোবাসা
পোস্ট নংঃ ৩৩২

আসসালামু আলাইকুম। হযরত মুসা (আঃ) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহ...
19/04/2023

আসসালামু আলাইকুম।
হযরত মুসা (আঃ) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আঃ) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পরে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আঃ) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন

- আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আঃ) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আঃ) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
- আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা জিজ্জসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- 'যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।

অথচ আমরা নিজেরা পাপী হয়ে ও প্রতিদিন, প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন!

13/04/2023

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,
ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দুআ’ পড়বো?

তিনি (রাসূল [সাঃ]) বলেনঃ তুমি বলবে,

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও"

(সুনানে ইবনে মাজাহ ৩৮৫০)

13/04/2023

আবু সাঈদ (রাঃ) ও আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সঃ) বলেছেনঃ

মুসলিমকে যে কোন ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমনকি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।

[রিয়াদুস সালেহীনঃ ৩৮; সহীহ বুখারী-৫৬৪২, সহীহ মুসলিম-২৫৭৩, তিরমিযী-৯৬৬, আহমাদ-৭৯৬৯, ৮২১৯, ৮৯৬৬, ১০৬২৪]

FACEBOOK কীভাবে আয়ের উৎস হতে পারে?ফেইসবুকে বিভিন্ন Ads campaign, marketing করে কাষ্টমার Engage করা যায় এবং তার থেকে বিক্...
16/03/2023

FACEBOOK কীভাবে আয়ের উৎস হতে পারে?
ফেইসবুকে বিভিন্ন Ads campaign, marketing করে কাষ্টমার Engage করা যায় এবং তার থেকে বিক্রয় করার প্রক্রিয়া শুরু হয়।🫰❤️

Digital marketing এর গুরুত্বপূর্ণ সাব্জেক্ট হল Facebook marketing. 🫵

আপনার ফেইসবুক পেইজে যদি ৩০ হাজারের বেশি ফলোয়ার হয়ে যায়,তাহলে আপনি আপনার পেইজের ভিডিও গুলো Monetize করার জন্য আবেদন করতে পারবেন।এর মাধ্যমে ফেইসবুক থেকে টাকা আয় করতে পারবেন।আবার,আপনার এই পেইজ কে সেল করতে পারবেন।😍😋👉

পরবর্তী পোস্টে জানব ডিজিটাল মার্কেটিং এ এর কাজ কি এবং ইনকাম কতভাবে করা যায়?😇

সবচেয়ে বড় শক্তি হলে নিজের বর্তমান অবস্থা কে মেনে নিয়ে ভালো থাকা ,, 🥀🌹
23/02/2023

সবচেয়ে বড় শক্তি হলে নিজের বর্তমান অবস্থা কে মেনে নিয়ে ভালো থাকা ,, 🥀🌹

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।মাত্র ...
15/02/2023

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।

মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোনো
পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই
মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক
এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ( আল্লাহ ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।

স্যার একটা কথা কমু?-কি বল?-আইজ আমারে সাড়ে ১২টায় ছুটি দেবেন?-কেন? কি করবা?-বাসায় গিয়া ভাত খামু,পেটে খুব ক্ষিধা লাগছে।-...
09/02/2023

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সাড়ে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু,পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবন দিয়া ভাত খাইতে পারি না।তাই খাইতে পারি নাই।কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-'মা' কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু রাইন্ধা রাখব।হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।'মা'খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব।
যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।

তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে।এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!!!সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ গুলোর দিকে ফিরেও তাকান না। আর তাকাবেনই বা কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তোনিজেকে নিয়ে ব্যস্ত।হাজার টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই।ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায়।কেউ পাখি,কেউ কিরণমালা!কেউ শীলা!কি বাজে নামক উদ্ভট সব পোশাক কিনতে ব্যস্ত হয়ে পড়ি।কিন্তু বুঝতে চাই না এই বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে???
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা দেন।তখন আমরা বলি ভাংতি টাকা নাই। মাফ কর!গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজে অনেকেই যায়।কত টাকা খরচ হয় হিসাব রাখে না।অথচ গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন। তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না।ঐ গরীব লোক গুলোর অপরাধ কি????

অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন।আসুন আমাদের যার যা সাম্যর্থ রয়েছে আমরা এদের পাশে দাড়াই।আমাদের বাড়তি খরচের টাকার কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করার চেষ্টা করি।

আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দিন আমিন।

08/02/2023

Google কে ভালো মত টেক্কা দিতে চলে আসলো ChatGPT

এটি মূলত Artificial intelligence এর একটা প্রোগ্রাম।
একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন
আপনার একটা আর্টিকেল লিখতে হবে
আপনি Google এ সার্চ করলে আপনাকে গুগল অনেক গুলো সাজেশন লিংক শো করবে।
অন্যদিকে ChatGPT আপনাকে পুরো আর্টিকেল টা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য লিখে দিবে ।
যেভাবে লিখে দিবে আপনি চেষ্টা করলেও এ রকম সুন্দর করে লিখতে পারতেন না।

অর্থাৎ আপনার কঠিন কাজ টা সে ১ মিনিটে করে দিবে।
ভাবতে পারেন কতটা সহজ হয়ে যাবে দুনিয়া।

কিন্তু এর ফলে চাকুরী হারাবে লক্ষ লক্ষ কর্মী
১০০ জনের কাজ যখন একজন কে বসিয়ে মিনিটের মধ্যে করে ফেলতে পারবে তাহলে ১০০ জনকে রেখে বেতন দিবে কেন কোম্পানি।

বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। সময় থাকতে নিজেকে স্কিল করেন আইটি সম্পর্কে না জানলে আপনি অনেক পিছনে পড়ে থাকবেন।


07/02/2023

✍️সময়ের সাথে নিজেকে পরিবর্তন না করলে সময়ই আপনাকে বদলে দিবে। অতীতে যে ঘটনা ঘটেছিলো Yahoo এর সাথে! তবে কি গুগল হাটবে সে পথে?
ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। ChatGPT কি?🤔
ChatGPT আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (ai) এর Chatbot। যা পাগলা এলন মাস্কের একটা অঙ্গপ্রতিষ্ঠান।🙆
গুগল যেখানে একটা সার্চের জন্য হাজারো ওয়েবসাইট শো করে তার সাথে এড হাবিজাবি সহ নানা স্ক্যাম তো আছেই।ChatGPT সেখানে সরাসরি রিসার্চ বেইজড একটা গুছানো উত্তর দিয়ে দেয়।
বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।
👉কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে দক্ষ মানুষের কাছে পেতেন।
👉ধরুণ, আপনি e-Mail লিখায় অদক্ষ। আপনি শুধু ইমেইলের বিষয়টা উল্লেখ করে চ্যাট-GPT কে ইমেইল লিখতে বলবেন🥱এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে।
শুধু তাই নয় ,যে কোন ওয়েবসাইট বা অ্যাপের কোডিং পর্যন্ত দিয়ে দেয় নিমিষে আপনার কাজ কপি পেস্ট করা মাত্র।
Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা এছাড়াও আপনার যেকোনো 👉সমস্যার বিষয় প্রশ্ন করতে পারেন।
এটা তো সিউর এ কোম্পানি গুগলকে খেয়ে ফেলার ক্ষমতা রাখে তাও খুব নিকট ভবিষ্যতের মধ্যে।
এখন দেখার বিষয় গুগল কি করে।
নিজেদের কি আবারও প্রুভ করবে নাকি বোকামি করবে??

Address

Tangail
Chittagong Division
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Ripa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies