Fahim ব্যক্তিগত পেইজ

Fahim ব্যক্তিগত পেইজ সবাই যদি বিশ্বস্ত বন্ধু চায় তাহলে.!

আমার মতো বেইমান কই যাবে?💀

23/12/2024

তবে কি তুমি একেবারেই ভুলে গেছো আমারে....!💔

মায়াবতী তুমি আর ফিরে এসো না,তুমি আর একবার আমায় ভালবাসতে চে'ও না'!তোমাকে ফিরে পেলে' আমার বিষন্নতার কবিতা'রা যেন ফিরে পা...
23/12/2024

মায়াবতী তুমি আর ফিরে এসো না,তুমি আর একবার আমায় ভালবাসতে চে'ও না'!

তোমাকে ফিরে পেলে' আমার বিষন্নতার কবিতা'রা যেন ফিরে পাবে প্রেম,তা আমি কখনোই চাই না!

মায়াবতী তুমি ফিরে এসো না,যেমন ফিরে আসে না গতকাল!

তোমাকে ফিরে পেলে' যেন দুঃখদের সাথে করা হবে প্রতারণা,আক্ষেপ বলে আর কিছুই থাকবে না!

তোমাকে ফিরে পেলে যেন আর হওয়া হবে না আত্মপ্রেমী' আত্মবিশ্বাসী,মায়াবতী আমি নিজেকে ভালোবাসি!

তোমাকে ফিরে পেলে বিষাদের দুপুর নিঃসঙ্গ রাত;আর পাবো কই?তোমাকে ফিরে পেতে আমি নিতান্তই প্রস্তুত নই!

23/12/2024

মৃত্যুর আগেই ফিরে এসো মায়াবতী!

22/12/2024

মায়াবতী তোমার ওই বিস্মিত হাসির জন্য' আমি খুন করতে পারি চাঁদ কিংবা সূর্যকে!

দেবদাস ভাবিয়াছিল, তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে, অথচ তাহার জ্বরটুকু অব্দি আসিল না!- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 📺 : Devda...
22/12/2024

দেবদাস ভাবিয়াছিল, তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে, অথচ তাহার জ্বরটুকু অব্দি আসিল না!

- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

📺 : Devdas (2002)

22/12/2024

আমার বিষন্নতার কবিতা'তেই কেবল তোমার অস্তিত্ব থাকুক,ভুলে যা-ও;আমি এক অসুখ!

21/12/2024

পৃথিবীর অর্ধেক সৌন্দর্য বাগান বিলাস,আর বাকি অর্ধেক তুমি মায়াবতী!🙂

21/12/2024

আমাকে ব্যর্থ প্রেমিক ভাবলে তুমি নিতান্তই ভুল করবে' শুনে রাখো, প্রেম এবং প্রেমিকা আমায় পেতে ব্যর্থ!🙂

21/12/2024

গভীর রাতে সুখের মিলনে আমার কথা মনে পরলে থমকে যেয়ো না মায়াবতী..!😊

21/12/2024

অথচ তুমি আর কখনোই জানতে পারবে না' তোমাকে ছাড়া' ভালোবাসা হীন সময় গুলো;কতটা যন্ত্রনা!

জানতে পারবে না' তোমাকে ছাড়া নির্ঘুম গভীর রাতগুলো;কিভাবে কেটে যায় দীর্ঘশ্বাসে!

কতটা ভালোবাসি তা জানতে হলে' আমাকে হারিয়ে ফেলতে হবে তোমার,যেখানে কোন অস্তিত্ব থাকবে না আমার, হয়তো সেখানে তোমার মনে হবে বিরাট দাম ভালোবাসার!

পৃথিবীর এক কোনে ভালোবাসা না পেতে পেতে' আমি হয়তো ঝরা পাতার মতো মিশে যাবো মাটিতে' তুমি জানতে পারবে না' ভালবাসা' হীন কতটা সময় দিয়েছি কাটিয়ে!

16/12/2024

শুধু বাইচ্চা থাকতেই না,আমি মইরা যাওনের পরেও যদি আপনারে আমার থেইকা কেউ বেশি ভালোবাসে!
অনুমতি দিয়া গেলাম থুতু দিয়া আইসেন আমার ঐ কবরে🙂

14/12/2024

স্তন একটি ফুল, ফুল ছেঁড়া নিষেধ।

পুরোহিত ও প্রেমিকের কোন ধর্ম নেই🙂

10/12/2024

কিছুদিন যাবৎ তার facebook এ কোন পোস্ট নেই, WhatsApp এ ও সে নেই, Contract number এ ও তাকে পাওয়া যাচ্ছে না, তার ফোনটাও Switch off আছে, কি হয়েছে তার? কই গেল সে.?

কিছুদিন পর জানা গেল সে আর পৃথিবীতে নেই, তার সাথে যোগাযোগ করারও কোন মাধ্যম নেই! 💔

09/12/2024

তুমি ভালোবাসলা নাকি প্রতিশোধ নিলা,আমি সেটাই বুঝতে পারলাম না,কতই না সাংঘাতিক তুমি!💔

09/12/2024
09/12/2024

মায়াবন বিহারিণী হরিণী।

Adresse

Chittagong
Democratic Republic Of The
4200

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Fahim ব্যক্তিগত পেইজ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Fahim ব্যক্তিগত পেইজ:

Vidéos

Partager