CTV Live

CTV Live সাদাকে সাদা কালো কে কালো বলার ক্ষমতা রাখে CTV Live

তথ্য দিয়ে সহায়তা করুন... ০১৭২৭৮৭৮৪২৪

02/09/2024

ট্রাক প্রতীক পেলেন গণধিকার পরিষদ

ছাতক মল্লিকপুরে সুরমা নদীর পারে এই শিশুটিকে পাওয়া গেছে ।ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  দুই তিন জন লোক এই নবজাতক বাচ্চ...
01/09/2024

ছাতক মল্লিকপুরে সুরমা নদীর পারে এই শিশুটিকে পাওয়া গেছে ।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই তিন জন লোক এই নবজাতক বাচ্চাকে নিয়ে আসেন। তারা বলেন কে বা কারা বাচ্চাটিকে মল্লিকপুর নদীর পাড়ে নাড়ি পেচানো অবস্থায় বাচ্চাটিকে ফেলে রেখে যায়। বর্তমানে বাচ্চাটি ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এখন পর্যন্ত শিশুটির কোন পারিবারিক পরিচয় পাওয়া যায়নি।

ছাতকে এক শিক্ষকের বদলীতে গড়িমসি, বিভিন্ন টালবাহানা ও ছল চাতুরীর আশ্রয়ডেস্ক নিউজঃসুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার শ্যামনগর ...
30/08/2024

ছাতকে এক শিক্ষকের বদলীতে গড়িমসি, বিভিন্ন টালবাহানা ও ছল চাতুরীর আশ্রয়

ডেস্ক নিউজঃ
সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালে প্রধান শিক্ষক জয়ন্তী রালী দেবনাথ এবং সহকারী শিক্ষক জনাব পংকজ দত্ত-এর বিরুদ্ধে গ্রামবাসী অভিভাবকবৃন্দ, এসএমসি এবং পিটিএ কমিটি সদস্যবৃন্দ কর্তৃক প্রদত্ত বিভিন্ন অভিযোগের তদন্ত সম্পন্নপূর্বক প্রতিবেদন প্রদান করার জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব দীন মোহাম্মদ দায়িত্ব প্রদান করা হয়।তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদনে তিনি উল্লেখ করেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক জনাব পংকজ দত্তের মধ্যে চরম বৈরী সম্পর্কের সৃষ্ঠি হয়েছে। জনাব পংকজ দত্ত একই গ্রামের বাসিন্দা এবং তাঁর এক বোনও এ বিদ্যালয়ে চাকরি করায় স্থানীয় প্রভাব ফেলার চেষ্ঠা করেন। বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ একেবারে নেই বললেই চলে।লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট সহকারী শিক্ষককে প্রশাসনিক কারণে বদলির মতামত প্রদান করেন।তাছাড়া, উপজেলা শিক্ষা কমিটি, ছাতক, সুনামগঞ্জ-এর ১৮ জুলাই ২০২২ এবং ২৯ নভেম্বর ২০২২ তারিখের সভায় শ্যামনগর সরক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জয়ন্তী রনী দেবনাথ ও সহকারী শিক্ষক জনাব পংকজ দত্তকে অন্য বিদ্যালয়ে বদলির সুপারিশ যথে কর্তৃপক্ষের বরাবরে প্রেরণ করার জন্য উপজেলা শিক্ষা অফিসার, ছাতক, সুনামগঞ্জকে অনুরোধ করা হয়। বিদ্যালয় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি এড়ানো শিখন কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, সর্বোপরি কোমল শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট সহকারী শিক্ষককে জরুরি ভিত্তিতে বদলি আবশ্যক বলে প্রতীয়মান হওয়ায় সুপারিশসহ বিভাগীয় উপ পরিচালকের বরাবরে প্রস্তাব প্রেরণ করা হয়।সেই প্রস্তাবের পেক্ষিতে প্রধান শিক্ষক কে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সহকারী শিক্ষক পংকজ দত্ত কে বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করে ০২/০৮/২৩ আদেশ জানি করা হয়। আদেশ অনুযায়ী
প্রধান শিক্ষিকা জয়ন্তী দেবনাথ স্কুলে যোগদান করলেও নিজেকে ছাত্রলীগের সাবেক কর্মী দাবী করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং এমপি মানিকের দোহাই দিয়ে পংকজ দত্ত শ্যামনগর স্কুলে কর্মরত থাকেন।বর্তমান পরিস্থিতিতে গত ২৭ আগস্ট২০২৪ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাকে একই ইউনিয়নের কহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলীর আদেশ দেয়া।কিন্তু কর্তৃপক্ষের দেয়া বদলী আদেশের বিরুধীতা করে সে ২৯ আগস্ট বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে শিক্ষার্থীদের ব্যবহার করে কিছু ভূয়া অভিভাবক জড়ো করে সংবাদ সম্মেলন করে,যা সরকারী চাকুরি আচরন বিধি পরিপন্থী।এলাকায় সরেজমিন গিয়ে জানা যায় সে সিনিয়র শিক্ষকদের ডিঙ্গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতে মরিয়া হয়ে উঠে।স্লিপ,রুটিন, ক্ষুদ্রমেরামতসহ যাবতীয় বরাদ্দের পুরো টাকাই সে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে।শুধু তাই নয় কানাডা ভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠান স্কুলে একটি কম্পিউটার ল্যাব স্থাপন করে এবং ল্যাব পরিচালনায় প্রতি মাসে প্রতিষ্ঠানটি বড় অংকের টাকা অনুদান দিয়ে আসছে।এ টাকার সামান্য অংশ খরচ করে বাকি টাকা সে নিজেই ভোগ করে আসছেন।এ সব সুবিধা প্রাপ্ত পংকজ দত্ত বদলীর আদেশ পেয়ে সাংবাদিক সম্মেলন করে মেকি কান্না আর হা হুতাশ শুরু করে।ইতিপুর্বে সহকারি শিক্ষক পংকজ দত্ত বিদ্যালয়ে প্রভাব বিস্তার,পাবলিক গেদারিং ও গোপনীয়তা নষ্টের অভিযোগের প্রেক্ষিতে সরকারি কর্মচারী(শৃঙ্খলা ও আফিল) বিধিমালা ২০১৮ এর ৩(ঘ) উপবিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয় এবং একই বিধিমালার ৪(৩)(ঘ) উপবিধি অনযায়ী কেনো তাকে চাকুরী থেকে অপসারন করা হবে না এই মর্মে কারন দর্শানো নোটিশ দেয়া হয়।কিন্তু নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে এহেন শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলে জানা যায়।
সহকারী শিক্ষক পংকজ দত্তের বিরুদ্ধে বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব দেখিয়ে নিয়োগ ও বদলী বানিজ্য সহ সাধারণ শিক্ষকদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি অভিযোগ রয়েছে। # #

আমি ৬ মাস গোসলখানায় ফজরের নামায পড়েছি। ছাত্রলীগের পা*ন্ডারা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো। যে নামায পড়ে সে শিবির।
29/08/2024

আমি ৬ মাস গোসলখানায় ফজরের নামায পড়েছি। ছাত্রলীগের পা*ন্ডারা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতো। যে নামায পড়ে সে শিবির।

28/08/2024

🔴মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শ্রীরামপুর গ্রামে বন্যার্তদের পাশে বিডি ক্লিন ছাতক টিম।

ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের যে অঞ্চল তলিয়ে যেতে পারেবিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট ...
26/08/2024

ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের যে অঞ্চল তলিয়ে যেতে পারে

বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) এই গেটগুলো খুলে দেওয়া হয়। ফলে একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। বাঁধ খুলে দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

ভৌগোলিক দিক থেকে এটি ★★রাজশাহীর কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে প্রবল বন্যার শঙ্কা রয়েছে।

এর ফলে দেশের ★রাজশাহী,★চাঁপাইনবাবগঞ্জ,★পাবনা, ★সিরাজগঞ্জ, ★কুষ্টিয়া, ★রাজবাড়ী ও ★মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসকল এলাকার মাছ চাষীদের যার যার খামারের নিরাপত্তার বেবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ছাতকের জাউয়া বাজার ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগডেস্ক নিউজঃছাতক উপজেলার জাউয়াবাজার...
26/08/2024

ছাতকের জাউয়া বাজার ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ডেস্ক নিউজঃ
ছাতক উপজেলার জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা আছাদুর রহমান। আবেদন সূত্রে জানাযায়, ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফারের মৃত্যুর পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক। দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়োগবাণিজ্য, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম আর দুর্নীতি করে আসছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। অভিযোগ থেকে জানা গেছে, বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরি শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ অনুযায়ী ৬ মাসের অধিক ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে থাকতে না পারলেও নিয়ম বহির্ভূতভাবে আড়াই বছরের অধিক সময় ধরে অধ্যক্ষের পদে আসীন রয়েছেন মনি শংকর ভৌমিক। তাছাড়া অভিযোগ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা অনার্সে তৃতীয় বিভাগ থাকা সত্ত্বেও ২০২০ সনে তথ্য গোপন করে উপাধ্যক্ষ পদে অধিষ্ঠিত হন তিনি। অথচ শিক্ষকদের চাকরি শর্তাবলী রেগুলেশন (সংশোধিত) ২০১৯ অনুযায়ী উপাধ্যক্ষ নিয়োগে ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকা আবশ্যক। এছাড়া উপাধ্যক্ষ নিয়োগে ডিগ্রি কলেজে ১২ বছরে পাঠদানের পাশাপাশি সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা রয়েছে - এমন নিয়মেরও তোয়াক্কা করেননি তিনি। সম্পূর্ণ অবৈধভাবে উপাধ্যক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়ে তিনি দাপট দেখিয়ে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া বেতন-ভাতা নেয়ার ক্ষেত্রে কলেজের ফান্ড থেকে মূল বেতনের শতকরা ৪০ ভাগ গ্রহণের বিধান থাকলেও তিনি গ্রহণ করছেন ৭০ ভাগ। অনুসন্ধানে দেখা যায়, ২০২৩ সালের এপ্রিল মাসের সেলারি সিটে কলেজের ফান্ড থেকে ৩১ হাজার ২৭২ টাকা উত্তোলন করেছেন তিনি। যা মূল বেতনের ৭০ ভাগ। আরও অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিক কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে তার সময়ে বিভিন্ন অনারারি শিক্ষক ও বিভিন্ন কর্মচারী নিয়োগ দিয়েছেন। পার্শ্ববর্তী সমতা স্কুল এন্ড কলেজের যুক্তিবিদ্যার প্রভাষক গৌসুল হক নাঈমকে অনারারি আইসিটি শিক্ষক করেছেন তিনি। অবৈধ নিয়োগ প্রক্রিয়ায় উচ্চ মাধ্যমিকে বাণিজ্য বিভাগের সনদ না থাকা সত্ত্বেও অজিত কুমার দাসকে সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দিয়েছেন। আলমগীর নামে সমাজবিজ্ঞানের একজন অনারারি শিক্ষককে নিয়োগ দেয়ার পর নিয়মিত বেতন উত্তোলন করলেও তিনি গত ৫ মাস ধরে স্বাস্থ্য সহকারী পদে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন। এছাড়াও শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত ল্যাবচার্জ, পাবলিক পরীক্ষা ফি, ভর্তি ফি, প্রশংসাপত্র, মার্কসিট উত্তোলন ফি, ইএসআইএফ ফি’র টাকা নয়ছয় করছেন। তাছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলেজ ক্যাম্পাসের ৩০ থেকে ৩৫টি গাছ কর্তন করে টাকা আত্মসাত করেছেন। তবে এ সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিক বলেন, আমার উপর যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তিনি এ প্রতিবেদককে বলেন, আপনি অফিসে আসলে এ নিয়ে বিস্তারিত কথা বলবো। এক পর্যায়ে তিনি ফোনকল কেটে দেন। আবেদনের ব্যাপারে জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী বলেন, আবেদন পেয়েছি। আবেদনটি যাচাই-বাছাই করে এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এবার রাজধানী ঢাকার শাহবাগ মোড় এবং সংসদভবন এলাকায় ৭ দফা দাবিতে অবরোধ করে রেখেছে প্যাডেলচালিত রিকশাচালকরা। এই মুহূর্তে রা...
26/08/2024

এবার রাজধানী ঢাকার শাহবাগ মোড় এবং সংসদভবন এলাকায় ৭ দফা দাবিতে অবরোধ করে রেখেছে প্যাডেলচালিত রিকশাচালকরা। এই মুহূর্তে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

26/08/2024

সামাজিক যোগাযোগ এর মাধ্যমে ★আনসার ★
বিলুপ্ত হউক দাবি উঠেছে।
আপনি কি তার সাথে একমত?
হ্যা / না।

ছাতক কলেজে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের দেয়া তালা খুলে দিল সাধারণ শিক্ষার্থীরা  ডেস্ক নিউজঃতিনদিন তালাবদ্ধ থাকার পর ছাতক স...
25/08/2024

ছাতক কলেজে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের
দেয়া তালা খুলে দিল সাধারণ শিক্ষার্থীরা

ডেস্ক নিউজঃ
তিনদিন তালাবদ্ধ থাকার পর ছাতক সরকারী ডিগ্রি কলেজের সকল কক্ষ খোলে দিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকালে কলেজের শিক্ষার্থীরা শ্রেণী কক্ষ সহ প্রশাসনিক সকল কক্ষ,অধ্যক্ষ ও অধ্যাপক মিলনায়তন খোলে দিলে কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবশে আসে। শিক্ষার্থীদের দাবী ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি শিক্ষাবোর্ড নির্ধারন করবে।

এর জন্য কোনভাবে কলেজের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা সঠিক নয়। কলেজে আসা এবং নিয়মিত পাঠ গ্রহন করা শিক্ষার্থীদের অধিকার। সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। একই সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর স্থলে একজন বিসিএস ক্যাডার অধ্যক্ষ নিয়োগ দেয়ার দাবী জানান শিক্ষার্থীরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরন দাসের বিরুদ্ধে আনা দূর্নীতির বিষয়ে অধ্যাপক আলমগীর হোসেন জানান, কলেজের সকল আর্থিক লেনদেন ব্যাংকিং সিস্টেমে চলে আসছে। এ পর্যায়ে অর্থ আত্মসাৎ বা দূর্নীতি করার কোন সুযোগ নেই। তুলসী চরন দাস বৈধভাবে ভারপ্রাপ্ত অধক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ব্যাপারে যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে শিক্ষা বোর্ড।

এ কলেজের শিক্ষকদের মধ্যে কোন মতবিরোধ বা দলাদলি নেই। শিক্ষার্থীরা ক্লাসে আসলে তারা পাঠদান দিতে প্রস্তুত রয়েছেন। বৃহস্পতিবার কলেজের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের
ও কলেজ থেকে বের করে দেয় ছাত্ররা। সেই সাধারণ শিক্ষার্থীরাই তালা খুলে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনছে। তিনি বলেন, শিক্ষার্থীরা হলো কলেজের প্রাণ। তারা সকলেই সন্তানতুল্যে শিক্ষার্থীদের ভালোবাসেন।
এ কলেজের শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রীয় গুরু দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করবে তিনি বিশ্বাস করেন।

উল্লেখ্য বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরন দাসের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্তÍ কলেজের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা। এসময় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতি,অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ তুলে তারা বিক্ষোভ মিছিল করে।

25/08/2024
টিফিনের টাকা জমিয়ে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।আজ সকাল ১১ ...
25/08/2024

টিফিনের টাকা জমিয়ে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সকাল ১১ ঘটিকার সময় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করেন জাউয়া বাজার ইউনিয়নের ছাত্র সমাজ সদস্যবৃন্দ এবং সাধারণ জনতা- কে এইচ মারুফ, সাইদুর ইসলাম, এহসানুল হক, অপু আহমেদ, তাকছিন আহমেদ, ফাহিম আহমেদ, কাইয়ুম, রেদুয়ান, মুন্না এবং আরো অনেকেই।

রিপোর্ট- Taksin

25/08/2024

প্রায় ৩৭ দিন পর
আবারও মেট্রোরেল
চলাচল শুরু।

25/08/2024

🔴চরমহল্লা ইউনিয়নের চানপুর Vs জয়কলস ইউনিয়নের বগুলারখাড়ার মধ্যকার হাডুডু খেলার দাওয়াতি উৎসব।

হাডুডু খেলা সরাসরি সম্প্রচার হচ্ছে বগুলারখাড়া থেকে।

25/08/2024

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কাবাডি খেলা সরাসরি দেখতে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঐতিহ্যবাহী কাবাডি খেলা নিয়ে সরাসরি লাইভে আসবো।

ছাত‌কে জামায়াতের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন আ.লীগ  দু’নেতা। ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি,অতীত কর্মকান্ডের জন্য অনুত...
25/08/2024

ছাত‌কে জামায়াতের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন
আ.লীগ দু’নেতা।

ছাতক সুনামগঞ্জ প্রতি‌নি‌ধি,
অতীত কর্মকান্ডের জন্য অনুতপ্ত হয়ে ছাত‌কে গোবিন্দগঞ্জ নতুন বাজার মসজিদে গো‌বিন্দনগর ফজ‌লিয়া সি‌নিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ‌্যক্ষ ও নতুন বাজার জা‌মে মস‌জিদের খ‌তিব বি‌শিষ্ট আলেম জামায়াত নেতা আল্লামা আব্দুল সালাম আল মাদানীর কা‌ছে ক্ষমা চাইলেন আওয়মীলীগের দু নেতা।

আওয়ামীলী‌গের উপজেলার আহবায়ক ও সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান ফজলুর রহমান ও গো‌বিন্দগঞ্জ জনতা ফা‌মেন্সী মা‌লিক মাওলানা আক্তার হো‌সেন নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জ‌ামায়া‌ত নেতার কা‌ছে।

গত শুত্রুবার গো‌বিন্দগঞ্জ নতুনবাজার জা‌মে মস‌জিদ জুম্মা নামাজ শে‌ষে জামায়াত শি‌বি‌রের শতা‌ধিক নেতাকমী‌দের সাম‌নে হাত ধ‌রে ভুল স্বীকার ক‌রে ক্ষমা চাইলেন আওয়ামীলীগের এই দু জন নেতা।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন নতুন বাজার ব‌্যবসা‌য়ি ও সা‌বেক মেম্বার লালা মিয়া,ছাতক প্রেসক্লা‌বেব সাধারন সম্পাদক আনোয়ার হো‌সেন র‌নি, সামছুর রহমান, বিএন‌পির নেতা মা‌নিক, আশরাফ, শামীম আহমদ, আতাউর রহমান মগ‌নি,মুক্তার হো‌সেন,জুনাইদ আহমদ,মিজানুর রহমান, রেজ্জাদ আহমদ, শ‌ফিআহমদ প্রমুখ।

আওয়ামীলীগ নেতারা ক্ষমতার দাপট দে‌খি‌য়ে জামায়াত নেতাকমী‌দের উপর মিথ‌্যা মামলা প্রত‌্যাহার কর‌বে ব‌লে প্রতি‌শ্রু‌তি দেন। বৈঠক শেষে সবাইকে নি‌য়ে আল্লামা আব্দুল সালাম মাদানী দে‌শের কল‌্যানে দোয়া অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

22/08/2024

এইমাত্রঃ
মুসাপুর সুইজগেটের ২৩ টা গেট খুলে দেওয়া হয়েছে দ্রুত পানি সাগরে নামতেছে। ফেনী,নোয়াখালীর,পানি কমে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ ভরসা.🤲

22/08/2024

ফেনীর সর্বশেষ আপডেটঃ-
পুরা ফেনী তলাই গেছে পানিতে, লা*শ ভেসে উঠতেছে 😭

দেশের বিভিন্ন জেলায় বন্যার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন সুনামগঞ্জের মানুষ। গত দুই দিন ধরে টানা বৃষ্টি থাকায় এই আতঙ্ক আরও বেড়ে...
22/08/2024

দেশের বিভিন্ন জেলায় বন্যার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন সুনামগঞ্জের মানুষ। গত দুই দিন ধরে টানা বৃষ্টি থাকায় এই আতঙ্ক আরও বেড়েছে। তবে আপাতত বড় বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

22/08/2024

সারাদেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে, বিকাশ এর সকল কর্মীরা তাদের একদিনের বেতন অনুদান করেছেন।

সোর্সঃ বিকাশ অফিসিয়াল পেজ।

ছাতকে নতুন পৌর প্রশাসক ও ইউএনও বরাবরে জনস্বার্থে সাধারণ ছাত্র সমাজে কিছু দাবি উত্থাপন করেছে।।  ডেস্ক নিউজঃজনস্বার্থে ছাত...
22/08/2024

ছাতকে নতুন পৌর প্রশাসক ও ইউএনও বরাবরে জনস্বার্থে সাধারণ ছাত্র সমাজে কিছু দাবি উত্থাপন করেছে।।

ডেস্ক নিউজঃ
জনস্বার্থে ছাতকবাসীর কিছু যৌতিক দাবি উপস্থাপন করা হয়েছে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক
(নব নিযুক্ত পৌর প্রশাসক)সাব্বির আহমেদ আকুঞ্জিও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার কাছে।

বুধবার ২১/০৮/২৪ ইং বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব দাবি উপস্থাপন করেন ছাত্র সমাজ। এসময় ছাতক উপজেলা সহকারী কমিশনার ভুমি ও সেনাবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ছাত্র সমাজ নেতৃবৃন্দকে তারা দাবিগুলো পুরণের জন্য আশ্বস্থ করেছেন।

দাবি গুলোর মধ্যে রয়েছে ছাতক শহর পরিচ্ছন্ন করা, বাজার মনিটরিং করা সহ ছাতক কলেজের বর্তমান পরিস্থিতি,বিদ্যুৎ অফিস কর্তৃক জনগণের ভোগান্তি ও লোড শেডিং দূর করা,ছাতক মেডিকেলে সাস্থ্য সেবার মান নিশ্চিত করণ,ছাতকের বিভিন্ন রোডে সিএনজি ও বাস ভাড়া কমানো,পৌরসভার জন্ম নিবন্ধন, নির্বাচন অফিসে এন আইডি কার্ডের ঝামেলা ও বিভ্রান্তি দ্রুত নিষ্পত্তি,ছাতকে যুব উন্নয়ন অদিপ্তরের কার্যক্রম বিষয়ে প্রচার ও দুর্নীতি বন্ধ করণ,শহরের সৌন্দর্য্য বৃদ্ধি করণে বৃক্ষরোপন করা,ছাতকের মেইন পয়েন্টে যানযট নিরশন, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি সহ মিল কারখানায় দূর্ণীতি বন্ধ ও শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ। মধ্যস্বত্ত্বভোগিরা যাতে শ্রমিকের মজুরিতে ভাগ বসাতে না পারে সেই ব্যাপারে ব্যবস্থা নেয়া। এছাড়া ছাত্র সমাজ আরো কিছু দাবি জনস্বার্থে উপস্থাপন করেছেন।।

21/08/2024

ত্রিপুরায় ৩১ বছর পর বাঁধ খুলে দিল, বাংলাদেশে হু হু করে পানি ঢুকছে। 🥹

21/08/2024

পবিত্র কোরআন শরিফ চুম্বন করলেন ভ্লাদিমির পুতিন।

সোর্স- যমুনা টিভি। লিংক: কমেন্টে

Address

Chhatak
3080

Telephone

+8801727878424

Website

Alerts

Be the first to know and let us send you an email when CTV Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CTV Live:

Videos

Share

Category


Other Media in Chhatak

Show All

You may also like