10/12/2024
আমরা যখন নিজেদের ছোট মনে করি, তখনই মনে হয় অন্যরা অনেক বড়। এই ভাবনা থেকেই জন্ম নেয় insecurity। আসলে পৃথিবীতে কেউই সম্পূর্ণ নয়। প্রত্যেকের জীবনে আছে অপূর্ণতা, আছে সীমাবদ্ধতা। কিন্তু আপনি শুধু অন্যের উজ্জ্বল দিকটাই দেখেন, নিজের অন্ধকারটুকু নিয়ে হীনমন্যতায় ভোগেন। মনে রাখবেন, insecurity হলো নিজেকে ছোট করে দেখার অভ্যাস। আপনি যদি নিজের প্রতিটি গুণের মূল্য বুঝতে পারেন, তবে এই insecurity ধীরে ধীরে গলে যাবে। নিজের প্রতি বিশ্বাস রাখাই হলো সত্যিকার মুক্তির পথ।