Hasan

Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasan, Chhatak.

10/12/2024

আমরা যখন নিজেদের ছোট মনে করি, তখনই মনে হয় অন্যরা অনেক বড়। এই ভাবনা থেকেই জন্ম নেয় insecurity। আসলে পৃথিবীতে কেউই সম্পূর্ণ নয়। প্রত্যেকের জীবনে আছে অপূর্ণতা, আছে সীমাবদ্ধতা। কিন্তু আপনি শুধু অন্যের উজ্জ্বল দিকটাই দেখেন, নিজের অন্ধকারটুকু নিয়ে হীনমন্যতায় ভোগেন। মনে রাখবেন, insecurity হলো নিজেকে ছোট করে দেখার অভ্যাস। আপনি যদি নিজের প্রতিটি গুণের মূল্য বুঝতে পারেন, তবে এই insecurity ধীরে ধীরে গলে যাবে। নিজের প্রতি বিশ্বাস রাখাই হলো সত্যিকার মুক্তির পথ।

08/12/2024

মানুষ আমি একটাই!
তবে ব্যাক্তিগত ভাবে আমার চরিত্র গুলো আলাদা আলাদা! কারো কাছে আমি এক গম্ভীর মানুষ! কারো কাছে বদমেজাজি! কারো কাছে খুবই ফানি! কারো কাছে হয়তো খুব রোমান্টিক! অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ! আবার কারো কাছে পৃথিবীর সবথেকে খারাপ মানুষটি আমি! তবে মানুষ কিন্তু আমি একটাই!

08/12/2024

অনেক সস্তা করে ফেলেছিলাম নিজেকে! কেউ ডাকলেই ইন্সট্যান্ট সারা দেওয়া, কারো প্রয়োজনে আসা, এই গুলো দিন শেষে কি দেয় জানেন? আপনাকে সস্তা বানিয়ে দেয় মানুষের কাছে!

যাকে বন্ধু ভাববেন, সে আপনাকে চুনো পুটিও মনে করবে না! যার জন্য নিজে চিন্তিত থেকেছেন, আপনার প্রয়োজনে তাকে খুজেও পাবেন না! এমনকি হুট করে অপমান করে বসতেও তাদের বাধবে না!

অনেক তো হয়েছে এই ফেইক লাইফ, ফেইক বন্ধু, ফেইক ক্লাস মেটের জগতে বিচরণ! let's get changed.!

08/12/2024

নিজের সাথে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটবার পরও ভেঙে পড়তে নেই। নদীর পাড় না ভাঙলে সেই নদী কখনো বড় হয়না।

যার জীবন স্মৃতি যত মর্মান্তিক; তার সহনশীলতার স্তম্ভ ততো বেশি মজবুত.......

07/12/2024

বিনয়ের সাথে কথা বলা মানুষ গুলো দুর্বল না। মূলত এই মানুষ গুলো অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। যে মানুষের কথায় সভ্যতা থাকে এবং কথা বলার সময় খুবই বিনয়ের সাথে কথা বলে সে মানুষ সত্যিকার অর্থে সুন্দর।

মানুষের আসল সৌন্দর্য চেহারায় কিংবা পোষাক আসাকে নয়। যে যতবেশি বিনয়ী এবং সম্মান ও সভ্যতার সাথে কথা বলতে জানে সে ততবেশি সুন্দর।

07/12/2024

এই বছর যে সবচেয়ে কঠিন শিক্ষাটি শিখতে হয়েছে তা হল, সবকিছু থেকে পুনরুদ্ধার করা এবং সেই মানুষদের ছাড়া এগিয়ে যাওয়া, যাদের আমি একসময় ভেবেছিলাম যে তারা সবসময় আমার পাশে থাকবে, কিন্তু দুঃখজনকভাবে তা কখনই ঘটেনি। আমাকে বুঝতে হয়েছে যে, জীবনে এগিয়ে যেতে হলে নিজেকেই কাজ করতে হবে, কারণ তোমার পায়ে আবার দাঁড়ানোর একমাত্র ব্যক্তি তুমি নিজে, আর কেউ নয়।

06/12/2024

মানুষ সময়ের সাথে পরিবর্তিত হয়, কিন্তু স্মৃতি সবসময় থেকে যায়।জীবনটা সত্যি বড়োই অদ্ভুত।কেউ আসে কেউ যায়। কেউ থাকে জীবনের পুরো অধ্যায়, আবার কেউবা থাকে শুধু স্মৃতির পাতায়।

05/12/2024

মন খারাপ একধরনের নীরবতা, যেখানে শব্দগুলো হারিয়ে যায় আর অনুভূতিগুলো শব্দহীন হয়ে থাকে। এটা যেন জীবনের এক ছোট্ট বিরতি, যেখানে নিজের সঙ্গে নিজের কথোপকথন হয়। হয়তো আজ কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টই তোমাকে আরও পরিপূর্ণ করবে।
তোমার মনে কষ্ট এলেও, তার মধ্যে রঙ খুঁজে নাও। হয়তো এই বিরতির মধ্যেই তুমি জীবনের নতুন অর্থ খুঁজে পাবে। খারাপ সময় সবই ক্ষণস্থায়ী। এই মুহূর্তও একদিন সুন্দর স্মৃতিতে পরিনত হবে"!

04/12/2024

যে আপনাকে সবচেয়ে বেশী বিশ্বাস করে, তাকে কখনো ঠকাবেননা। তাহলে জীবনের সবচেয়ে বড় ঠকা টা আপনিই ঠকে যাবেন৷

04/12/2024

কে ভুলে গেলো, সেটা ভুলে যাবার মধ্যেই প্রকৃত সুখ,

19/11/2024

শীতের সকালে গ্রামের অপরুপ সৌন্দর্য! ❤️

13/11/2024

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল...
গ্রামে এমন মুহূর্ত দেখার অনুভূতিটা অন্যরকম! ❤️

মুনতাহা আর বেঁচে নেইইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ কতোটা নিষ্ঠুরতম এবং জঘন্যতম মনমানসিকতার হলে এমন ঘৃণ্য ...
10/11/2024

মুনতাহা আর বেঁচে নেই

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মানুষ কতোটা নিষ্ঠুরতম এবং জঘন্যতম মনমানসিকতার হলে এমন ঘৃণ্য ও নিকৃষ্ট কাজ করতে পারে
পারিবারিক কলহের কারণে পাশের ঘরের একজন হ*ত্যা করে পাশের খালে পু তে রাখে।
বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

খুনি-দের চর-ম থেকে চ-রম শাস্তির দাবি জানাচ্ছি।

#মুনতাহা

এই মানুষটার জায়গায় আপনার বাবা অথবা স্বামী কে একবার বসান। নিজের বাবা কিংবা স্বামী হলে এইরকম একটা ছবির জন্য এরকম জ-ঘন্যভাব...
08/11/2024

এই মানুষটার জায়গায় আপনার বাবা অথবা স্বামী কে একবার বসান। নিজের বাবা কিংবা স্বামী হলে এইরকম একটা ছবির জন্য এরকম জ-ঘন্যভাবে ট্রল করতেন? লোকটার বয়স আপাতদৃষ্টিতে আমাদের GEN Z এর না। সুতরাং, স্বাভাবিকভাবেই সে হয়ত আধুনিক পশ কিডসদের চালচলনের সাথে খুব একটা পরিচিত না। যার কারণে কিছুটা আনইউজাল এবং সো কল্ড সোশ্যাল মিডিয়ার পশ কিডসদের মতো ছবিটা তুলতে পারেনি। তাই বলে তাকে এভাবে পাবলিকলি বোডি শেমিং করা বা সবার সামনে হাসির পাত্র তুল্য করে তুলা সভ্য মানুষের কাজ হতে পারেনা।

ইনি হয়ত কারো বাবা কিংবা কারো স্বামী। এইসব ফা-লতু ক্যাপশন দিয়ে মানুষটাকে বডিশেইমিং করে লো লেভেলের সার্কাজম বানায়ে নিজেরে খুব কুল মনে করা অ-শিক্ষিত এবং নিম্ন ব্যাক্তিত্বের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। সস্তা অ্যাটেনশনের জন্য মানুষ এতো নিচে নামে, যা মানুষের 'সর্বশ্রেষ্ঠ জীব' হিসেবে আখ্যায়িত হওয়াকে বারংবার প্রশ্নের মুখে ঠেলে দেয়

বাংলাদেশের চাকরির বাজারের কন্টেক্সটে দেরিতে স্টাবলিশড হওয়া কিংবা দেরিতে সখ আহ্লাদ পূরণ করা স্বাভাবিক ব্যাপার। দেখেন, আজ যারা হাসতেছেন ভবিষ্যতে তারা না সেম হাসির পাত্রে পরিণত হন।

©️ Suborno Islam Rehan

Savoy Ice Cream নামের এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে ভাইবা দিতে আসা যারা সিলেক্ট হয়নি তাঁদের ভাইবা শেষে এই খামটি হাতে ধরি...
07/11/2024

Savoy Ice Cream নামের এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে ভাইবা দিতে আসা যারা সিলেক্ট হয়নি তাঁদের ভাইবা শেষে এই খামটি হাতে ধরিয়ে দিয়েছে,এই নিউজটা আমাকে সত্যিই স্বস্তি দিয়েছে।।

একজন বেকার যুবক পরীক্ষা দিতে আসা যাওয়ার টাকা ম্যানেজ করতে হিমশিম খায়,অনেকে খুব কষ্টে পরীক্ষা দিতে এসে চাকরী না পেলে অনেক কষ্ট পায়।।

Savoy Ice Cream এই কোম্পানিটির HR Practice সত্যিই আমাকে মুগ্ধ করলো,দেশের প্রত্যেকটা কোম্পানি কিছুটা হলেও বেকারদের সাহায্য করা উচিত।।

You deserve respect Savoy Ice Cream❤️❤️

copy

রেড এলার্ট বন্ধুরা! কয়েকদিন ধরে নিখোঁজ এই ছোট্ট মেয়েটি! কানাইঘাট থেকে মুনতাহা এখন প্রায় চার দিন ধরে নিখোঁজ। ধারণা করা...
07/11/2024

রেড এলার্ট বন্ধুরা! কয়েকদিন ধরে নিখোঁজ এই ছোট্ট মেয়েটি! কানাইঘাট থেকে মুনতাহা এখন প্রায় চার দিন ধরে নিখোঁজ। ধারণা করা হচ্ছে, মুনতাহাকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। মুনতাহার পরিবার তার নিরাপদ প্রত্যাবর্তনের বিনিময়ে সবকিছু দিতে ইচ্ছুক, কিন্তু অপহরণকারীরা এখনও তাকে কোনো যোগাযোগ করেনি বা ফেরত দেয়নি। তার পরিবার বিধ্বস্ত এবং মুনতাহাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। মুনতাহাকে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন। অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং সারা বাংলাদেশে এই পোস্টটি ব্যাপকভাবে শেয়ার করুন। মুনতাহাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে। যোগাযোগের তথ্য: 👇
মাহবুব মোর্শেদ:01799675627
সেলিম আহমদ:01732473426 শামীম আহমেদ:01728187655
শাহাবুদ্দিন আহমদ:
01753112448
#নিখোঁজ

Address

Chhatak

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share