Koyes Ahmed

Koyes Ahmed সাদামাটা মানুষ আমি

28/04/2023
Eid mubarak
22/04/2023

Eid mubarak

ইফতার মাহফিল ৮-রামাদ্বান৩১/০৩/২০২৩
31/03/2023

ইফতার মাহফিল ৮-রামাদ্বান
৩১/০৩/২০২৩

রিজিকের একমাত্র মালিক আল্লাহ তায়ালা, এটি স্মরণ করে দেয় আমাদেরকে পবিত্র মাহে রমজান।আলহামদুলিল্লাহআল্লাহ সঠিক ভাবে প্রত্...
25/03/2023

রিজিকের একমাত্র মালিক আল্লাহ তায়ালা, এটি স্মরণ করে দেয় আমাদেরকে পবিত্র মাহে রমজান।

আলহামদুলিল্লাহ
আল্লাহ সঠিক ভাবে প্রত্যেক রোজা রাখার তাওফিক দান করুন ,
আমিন

সকলের উপস্থিত একান্তই কাম্য
03/02/2023

সকলের উপস্থিত একান্তই কাম্য

নিখোঁজ সংবাদঃনামঃ মোঃরামিজুল ইসলাম সাগর (মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ১০মশ্রেণীর শিক্ষার্থী)  বয়সঃ ১৬ পিতাঃ মৃতঃশরিফ...
28/01/2023

নিখোঁজ সংবাদঃ
নামঃ মোঃরামিজুল ইসলাম সাগর (মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ১০মশ্রেণীর শিক্ষার্থী) বয়সঃ ১৬ পিতাঃ মৃতঃশরিফ আলি।মাতাঃসুফিয়া বেগম। গ্রামঃমঈনপুর পোস্টঃমঈনপুর বাজার থানাঃদক্ষিণ ছাতক জেলাঃ সুনামগঞ্জ। সে গত ২৬/০১/২৩ইং রাগ করে বাসা থেকে দুপুর আনুমানিক ১১ঃ৩০ঘটিকায় বেরিয়ে যায়,বেরিয়ে যাওয়ার সময় তার সাথে ছিল কাল একটি স্কুল ব্যাগ, বাম হাতে,কালো একটি ওয়াটারপ্রুফ ঘড়ি,কাল একটি প্যান্ট, সাদা চপ্পল জুতা, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। যদি কোন ব্যক্তি ছোট ভাইয়ের সন্ধান পেয়ে থাকেন দয়া করে উপরের ঠিকানা অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
01717361331(বড় ভাইয়ের নাম্বার )
01732455106(ছোট ভাইয়ের নাম্বার )নিখোঁজ )

09/01/2023

"জরুরী বিজ্ঞপ্তি"

অদ্য ০৯/০১/২০২৩ তারিখ রাত ৩ঃ০৬ ঘটিকায় রামপাল ইউনিট-১ রোটর আর্থ ফল্ট দেখিয়ে ট্রিপ করে এবং ভোলা নতুন বিদ্যুৎ এর জিটি-২ ডিপি হাই দেখিয়ে ৬:১৯ ঘটিকায় ট্রিপ করে । গত ২২/১২/২০২২ তারিখ হতে পায়রা ইউনিট-২ মাইনর মেইনটেনেন্সের কারণে বন্ধ আছে। এছাড়াও ০৭/০১/২০২৩ তারিখ হতে ভেড়ামারা এইচভিডিসি ব্লক -১ বাৎসরিক সংরক্ষণের জন্য বন্ধ আছে। এ সকল কারণে সর্বমোট জেনারেশন ঘাটতির পরিমান প্রায় ৫৫০(রামপাল)+১১০(ভোলা নতুন বিদ্যুৎ)+৪৩০(এইচভিডিসি)+৫০০(পায়রা) = ১৫৯০ মেঃওঃ। গতকাল থেকেই লোডশেডিং চলমান রয়েছে, আজকে আরো বৃদ্ধি পেয়েছে।

এনএলডিসি থেকে বরাদ্দকৃত লোড কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে।

এখানে উল্লেখ্য, রামপাল ইউনিট আগামী ৫-৬ ঘন্টার মধ্যে সিঙ্ক্রোনাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভেড়ামারা এইচভিডিসির সংরক্ষণ কাজ ১১/০১/২৩ তারিখে শেষ হবে এবং পায়রা ইউনিট-২ এর সংরক্ষন কাজ ২৪/০১/২৩ তারিখে শেষ হবে।

সম্মানিত সকল গ্রাহককে ধৈর্য ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিক্রয় ও বিতরণ বিভাগ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
সুনামগঞ্জ।

অনেক দিন-পরে........... ..........একসাথে হলাম ।
05/12/2022

অনেক দিন-পরে........... ..........একসাথে হলাম ।

কথাবার্তা অত্যন্ত নম্র, বোঝবার কোনো উপায় নাই যে ভাইটি ভারসাম্যহীন ৷  কথাবার্তায় বুঝতে পারছি পারিবারিক বিবাদ দেশের বাড়ি ঢ...
27/11/2022

কথাবার্তা অত্যন্ত নম্র, বোঝবার কোনো উপায় নাই যে ভাইটি ভারসাম্যহীন ৷
কথাবার্তায় বুঝতে পারছি পারিবারিক বিবাদ দেশের বাড়ি ঢাকা জেলায় ৷
আল্লাহ আপনি ভাইটি কে সুস্থসবল করে তোলেন ৷
আমিন🤲

23/11/2022
আলহামদুলিল্লাহ ভোরের সকাল
20/11/2022

আলহামদুলিল্লাহ
ভোরের সকাল

Happy birthday bondhu JM Rana
11/11/2022

Happy birthday bondhu JM Rana

ভ্রাম্যমাণ চা বিক্রেতা বন্ধুদের সাথে মঈনপুর মেলায়
10/11/2022

ভ্রাম্যমাণ চা বিক্রেতা বন্ধুদের সাথে
মঈনপুর মেলায়

09/10/2022

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মোবারক র‍্যালী ৷

জুম্মা মোবারক
30/09/2022

জুম্মা মোবারক

আলহামদুলিল্লাহ শুভ সকাল
24/09/2022

আলহামদুলিল্লাহ
শুভ সকাল

স্মৃতিময় দিন ১৮/০৯/২০২২
22/09/2022

স্মৃতিময় দিন
১৮/০৯/২০২২

😠১৮/০৯/২০২২
18/09/2022

😠
১৮/০৯/২০২২

আলহামদুলিল্লাহলতিফি এন্টারপ্রাইজ ও লতিফি পরিবহন ছৈলা,পীরঃ বাজার,ছাতক,সুনামগঞ্জ............... ................(ডিলারঃ মঞ...
17/07/2022

আলহামদুলিল্লাহ
লতিফি এন্টারপ্রাইজ ও লতিফি পরিবহন
ছৈলা,পীরঃ বাজার,ছাতক,সুনামগঞ্জ............... ................
(ডিলারঃ মঞ্জিল গ্রুপ এন্ড কোং)
নতুন ব্যবসার শুরু করলাম,
সবাই দোয়া করবেন আল্লাহ যেন বরকত দান করেন,
আমিন🤲🤲🤲🤲
প্রয়োজনেঃ 01710378972 / 01317017082

10/06/2022

সুনামগঞ্জ টু জগন্নাথপুর

Happy birthday
09/05/2022

Happy birthday

09/05/2022

ছাতকে লাশবাহী এম্বুলেন্স ও অটোরিকশার
মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু, আহত ১১ ||

ডেস্ক নিউজঃ

ছাতকে লাশবাহী এম্বুলেন্স ও একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু ঘটেছে। রবিবার বিকেলে ছাতক -সিলেট সড়কের মাধবপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এম্বুলেন্স যোগে দোয়ারাবাজারের চন্ডিপুর এলাকার জসিম উদ্দিনের ৮ দিন বয়সী শিশু পুত্র মোহাম্মদের লাশ নিয়ে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কের খারগাও- মাধবপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সি এন জি যাত্রী ৪ বছর বয়সী শিশু তানহার মৃত্যু ঘটেছে। সে কোম্পানিগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের আকিক মিয়ার মেয়ে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক জহির আলী যাত্রী গোবিন্দ দাস (১৭),পুজব দাস(১৫), সানজিদা (১০),মারজান (১৪) ও এম্বুলেন্সে থাকা হাবিবুর (২০),নাছুয়া বেগম (২০),কেছন বিবি(৫০), জয়তুন নেছা (২৮), ফুলজান বিবি( ২৬)। আহতদেরকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন। সিএনজি চালক সহ আহত ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত এম্বুলেন্স ও সিএনজি জব্দ করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। # #

21/04/2022
মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত একজন কয়েদি আর তাঁর প্রার্থণার শক্তিঃ খাবার দিতে গিয়ে দেখি উনি সেলের এক কোনে জায়নামাজে বসে আছেন...
19/04/2022

মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত একজন কয়েদি আর তাঁর প্রার্থণার শক্তিঃ

খাবার দিতে গিয়ে দেখি উনি সেলের এক কোনে জায়নামাজে বসে আছেন। পায়ের শব্দে চোখ উপরে তোলেন। অশ্রুসজল চোখ। শান্ত স্বভাব। ধীর স্থির।
মৃত্যদণ্ড প্রাপ্ত আসামীদের এই সেলে নিয়ে আসা হয়। আর আমার মতো যাদের হৃদয় পাথরের মতো শক্ত- তাদেরকেই এই সেলে পাহারায় নিযুক্ত করা হয়। উনার বিরুদ্ধে মামলা খুবই শক্ত। খুনের আসামী। নিম্ন আদালতে মৃত্যদণ্ডের আদেশ হয়েছে। এখন উচ্চ আদালতে রায় বহাল থাকলেই উনার ফাঁসি কার্যকর হবে।
আসামীর প্রতি আমার আচরণ যত কঠোর। উনার আচরণ ঠিক ততোই কোমল। আমার সুদীর্ঘ ত্রিশ বছরের কারারক্ষী জীবনে অনেক খুনিকে দেখেছি। খুনির চোখ দেখে চেনা যায়। কিন্তু উনার চোখ দুটো বড়ই নিষ্পাপ।
উনি আমাকে সালাম দেন। অশ্রুসজল চোখেও একটু স্মিথ হাসেন। আমার বিশ্বাস করতে কষ্ট হয়- এমন নরম স্বভাবের একজন মানুষ এরকম ভয়ঙ্কর খুনি হতে পারে।
আমি সরাসরি জিজ্ঞাসা করি -খুনটা আপনি কেন করলেন?
তিনি কোরআন শরীফ থেকে সুরা মায়েদার একটা আয়াত আরবিতে পাঠ করে বলেন- নিরাপরাধ কোনো ব্যক্তিকে কেউ হত্যা করলো- মানে সে যেন দুনিয়ার সমগ্র মানবগোষ্ঠীকে হত্যা করল; আর কেউ কারও প্রাণ রক্ষা করলো মানে সে যেন পৃথিবীর সমগ্র মানবগোষ্ঠীর প্রাণ রক্ষা করল। এরপর তিনি বলেন- তিরমিজিতে একটা হাদিস আছে- ‘দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা।’ তাই মানুষ খুনের মতো এমন নৃশংস, জঘন্য অপরাধ আমি কেমন করে করতে পারি। উনার কন্ঠ ভারাক্রান্ত হয়।

জীবনের বায়ান্ন বছর বয়সে এই প্রথম বুঝতে পারি- আমার মতো পাথর হৃদয়ের মানুষের মনও নরম হয়।
আচ্ছা- তাহলে এই খুনের মামলায় প্রধান আসামি হিসাবে আপনি জড়িয়ে পড়লেন কেমন করে?
ঘটনা সত্য - একজন প্রভাবশালী মানুষ খুন হয়েছে এবং কাকতালীয়ভাবে এই খুনের ঘটনা থেকে আমি মাত্র কয়েক কদম দূরে ছিলাম। যারা খুন করেছে- তারা আরো প্রভাবশালী। আর আমার মতো এক দূর্বল মানুষকে ফাঁসিয়ে দিয়ে ওরা বেঁচে গেছে আর নিয়তি আমাকে এই নির্জন সেলে নিয়ে এসেছে।
আপনার আত্মীয় স্বজনরা কোনো চেষ্টা করেনি। উকিলরা আপনার পক্ষে দাঁড়ায়নি।
ওরা যে যেভাবে পারে চেষ্টা করছে। আমাকে বাঁচাতে একটুকরো ভিটে ছিলো- সেটা বিক্রি হয়েছে। বউ ছোট দুই সন্তান নিয়ে গৃহহীন হয়েছে। বৃদ্ধা মা আগে থেকেও কম দেখতেন। আমার জন্য কাঁদতে কাঁদতে বৃদ্ধ মায়ের চোখ দুটো এখন আর আলো দেখে না। কিন্তু বিচার, কোর্ট, আদালত, সমাজ, সংবাদ এসবতো আমার মতো দূর্বলের পক্ষে না। তাই, আমার যত দ্রুত ফাঁসি হবে- ওরা সবাই তত দ্রুত বেঁচে যাবে। কিন্তু আমি জানি আমি নির্দোষ। তাই উচ্চ আদালতে আমি পিটিশন দায়ের করেছি। আমার উচ্চ আদালত হলো- আমার আল্লাহ। উনি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আমার নিয়তিতে যদি ফাঁসি লেখা থাকে সেটা হবে। আর যদি আমার মুক্তি লেখা থাকে তবে সেটাও হবে। আমার জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। সবকিছুই আমি আমার রবের উপর ছেড়ে দিয়েছি।

পরদিন উনার স্ত্রী দুই পুত্র সহ উনার মাকে নিয়ে দেখা করতে আসেন। সবাই অনবরত কাঁদছে। বৃদ্ধা মায়ের হাত দুটো ছেলের মুখের উপর হাতড়ে বেড়াচ্ছে। মা ছেলের মুখে, ঠোঁটে, গালে, মাথায় চুমু খাচ্ছেন। পিতা চুমু দিচ্ছে তার নিষ্পাপ দুটো সন্তানের মুখে। সুদীর্ঘ সময়ের কারারক্ষী জীবনে এই প্রথম আমার চোখ দিয়ে পানি পড়ে। বুকের ভিতরটা মোচড়ে ওঠে।

তিনি মাকে বলেন- মা পিটিশনতো দিয়ে রেখেছি। উচ্চ আদালতে। আল্লাহর আরশে। এই যে আমার মুখের সাথে তোমার লেগে থাকা হাত দুটো যত কাছে । উনি তার চেয়েও কাছে মা। উনি খুব কাছে। উনি সব দেখছেন মা। কোনো কিছুই তার পরিকল্পনার বাইরে না। আমি আমার দুটো অবুঝ সন্তানের মতো নির্দোষ আর নিষ্পাপ মা।

আল্লাহর উপর বিশ্বাস আমি অনেক পড়েছি, অনেক গল্প শুনেছি। কিন্তু এমন দৃঢ় বিশ্বাস জীবনে এই প্রথম দেখলাম। কয়েকদিন কেটে গেলো। যখনই খাবার দিতে যাই। দেখি উনি জায়নামাজে আছেন। অথবা সিজদায় পড়ে রয়েছেন। হাইকোর্টে চূড়ান্ত রায় নিষ্পত্তির আগে এক বিস্ময়কর ঘটনা ঘটে।

যে লোক এই নিরাপরাধ মানুষটিকে খুনের মামলায় জড়িয়েছিলো- তার গাড়ী এক মারাত্মক দূর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই স্ত্রী, পুত্র মারা যায়। অজ্ঞান অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসলে সে জানতে পারে- দুর্ঘটনায় তার স্ত্রী-পুত্র মারা গেছে। এটা শুনার পর তার অবস্থায় আরো অবনতি ঘটে। সে বুঝতে পারে- জীবনের সব কিছু দ্রুত ফুরিয়ে আসছে। ধন, দৌলত, ঘর বাড়ি, ক্ষমতা কোনো কিছুই তার আর কাজে লাগবেনা। যে কোনো সময় সে মারা যাবে। তাই, নিজে খুন করে আরেকজনকে খুনের মামলায় ফাঁসিয়ে সে আল্লাহর কাছে এতো বড় পাপ নিয়ে যাবে কেমন করে। সেখানেতো আর কোনো কোর্ট, হাইকোর্ট নেই। হয়তোবা জীবনে সে এমন কোনো কল্যাণ করেছে যার জন্য আল্লাহ তাকে একটা শেষ সুযোগ করে দিয়েছেন। মৃত্যু শয্যায় শুয়ে সে চীৎকার করে বলতে থাকে - সব মিথ্যা, সব মিথ্যা। সত্য হলো- আব্দুল বাতিন নির্দোষ। আর আমিই সেই খুনি।

কোর্টে আব্দুল বাতিনকে বেখুসুর খালাস দেয়া হয়। কোর্টে দাঁড়িয়ে বুঝলাম- যারা নির্দোষ আর যারা গভীরভাবে আল্লাহকে বিশ্বাস করে- আল্লাহ তাদের এভাবেই রক্ষা করেন। উনাকে বুকের সাথে জড়িয়ে ধরে আমি বলি - কারারক্ষি হিসাবে আমার চাকরিরও শেষ দিন গনিয়ে আসছে। আমাকে আপনি এমন কিছু বলুন যা আমি সারাজীবন মনে রাখতে পারি। উনার কথাগুলো হুবুহু নীচে তোলে ধরলামঃ
আল্লাহর চেয়ে আপনজন আর কেউ নেই। জীবনের কঠোর সংকটময় দুঃসময়ে শুধু না যে কোনো সময় তার কাছে চান এবং হৃদয় দিয়ে বিশ্বাস করুন -তিনি আপনার ডাক শুনছেন। আল্লাহ শুধু একটা নাম বা ইমাজিনারি সত্তা না। তিনি এক জীবন্ত বাস্তবতা। ঘাড়ের শিরার চেয়ে তিনি মানুষের সন্নিকটে। আর , আল্লাহ এমন ভাবে মানুষকে সাহায্য করেন পৃথিবীর কোনো উইসডম দিয়ে তার ব্যাখ্যা করা সম্ভব না।

আব্দুল বাতিন দু হাতে তার দু সন্তানকে ধরে হাঁটেন। পিছনে স্ত্রী আর মা। আমি বিস্ময়ভরা চোখে যেন আল্লাহর এক অলৌকিক নিদর্শন দেখি। খার্তুম কোর্টে সেদিন আমি শুধু আব্দুল বাতিনের ঈমান দেখিনি। আমি শুধু তাঁর দোয়ার শক্তি দেখিনি। একজন নিরাপরাধ মানুষের অলৌকিক মুক্তি দেখিনি। এই দিন আমি নতুন করে মুসলমান হয়েছি । এই দিন আমি আমার আল্লাহকে খুঁজে পেয়েছি।

(লিখেছেন-আরিফ মাহমুদ)

05/04/2022

ইসলামিক গজল
শাহান আহমদ এর কন্ঠে
ও গো আমার মা...........

বন্ধু হুমায়ুন রশিদ  জীবন জীবিকার তাগিদে সৌদি আরব ভ্রমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও সকল বন্ধু দের একসঙ্গে পেয়ে আনন্দময় কিছু...
01/04/2022

বন্ধু হুমায়ুন রশিদ জীবন জীবিকার তাগিদে সৌদি আরব ভ্রমণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও সকল বন্ধু দের একসঙ্গে পেয়ে আনন্দময় কিছু সময় ৷

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন(২৪-০৩-২০২২)ইং  রাত ০১ঃ১০ মিনিটের সময় প্রিয় স্যার (মোঃ আমজাদ হোসেন)   না ফেরার দেশ...
24/03/2022

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন
(২৪-০৩-২০২২)ইং রাত ০১ঃ১০ মিনিটের সময় প্রিয় স্যার (মোঃ আমজাদ হোসেন) না ফেরার দেশে চলে গেছেন ৷
হে আল্লাহ প্রিয় স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন -আমিন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  #সর্বশেষ_আপডেট শায়েস্তাগঞ্জ হাইওয়ের সামনে  বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়...
12/03/2022

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

#সর্বশেষ_আপডেট শায়েস্তাগঞ্জ হাইওয়ের সামনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে ৪ জন এক্সিডেন্ট এর রোগী ওসমানি মেডিকেল এসে ভর্তি হয়েছিল😭

এর মধ্যে একটি ছেলের পরিচয় পাওয়া যায় নি,যার পরিচয় পাওয়া যায় নি সেই ছেলেটি কিছুক্ষন আগে না ফেরার দেশে চলে গেছে।

আমাদের সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন(SAFETY social organization) পরিবারের Robiul Islam Robi ভাই এই মাত্র খবর টি নিশ্চিত করছেন।

সবাই বেশি বেশি শেয়ার করে ছেলেটির পরিবার খুজে পেতে সাহায্য করুন🙏

বিস্তারিত জানতে যোগাযোগ করুন
রবি ভাই 01736385140।

09/03/2022

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্

Address

Soila, Pirgonj Bazar, Chhatak, Sunamganj
Chhatak
3083

Alerts

Be the first to know and let us send you an email when Koyes Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Koyes Ahmed:

Videos

Share