03/02/2023
ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সীমান্তে বাংলাদেশ-ভারত সীমান্ত হাট আবার চালু হচ্ছে।
বৃহস্পতিবার সীমান্ত হাট পরিদর্শন শেষে সাংবাদিকের হাট চালু করার সিদ্ধান্ত জানিয়েছে সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির আশঙ্কায় প্রায় তিন বছর বন্ধ রাখা হয় এ সীমান্ত হাট।
দুপুরে উপজেলা হলরুমে সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান সাংবাদিকের বলেন,' ছাগলনাইয়া-শ্রীনগর সীমান্ত হাট চালু করতে বানিজ্য মন্ত্রনালয় থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিজিবি ও ভারতের দিক থেকেও অনুরোধ এসছে। আমরা হাট খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আজ সরেজমিন হাট পরিদর্শন করলাম। আমরা আশা করছি, চলতি মাসের শেষের দিকে বা আগামি মাসের (মার্চ) শুরুর দিকে ছাগলনাইয়া সীমান্ত হাট খুলে দিবো। '
সভায় উপস্থিত ছিলেন, ফেনী পুলিশ সুপার জাকির হাসান, বিজিবির সিও লে.ক. একেএম আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার প্রমুখ।
২০২০ সালের ৩ মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সীমান্ত হাটের কার্যক্রম বন্ধ রাখা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উভয় দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে হাট চালুর সিদ্ধান্ত নিচ্ছে।