শুভপুর Shuvopur

শুভপুর   Shuvopur ফেনীজেলা ও শুভপুর ইউনিয়নের বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ তুলে ধরা আমাদের মূল উদ্দেশ্য।

আমাদের শুভপুর   Shuvopur পেইজে ৫.৫K ফলোয়ার পূর্ণ হলো 🙏🤗🎉।সকলের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি।
15/01/2025

আমাদের শুভপুর Shuvopur পেইজে ৫.৫K ফলোয়ার পূর্ণ হলো 🙏🤗🎉।

সকলের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি।

14/01/2025

পাঠাগার পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ হোসেন, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মোশারফ হোসেন এর ছোট ভাই বিশিষ্ট ব্যাংকার(ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি) কাজী দেলোয়ার হোসেন।

আয়োজনের খন্ড চিত্র আমাদের পেইজে ইনবক্স করেছেন অত্র এলাকার সকল শিক্ষার্থী ও বই প্রেমী মানুষদের জানিয়ে দেওয়ার জন্য এই পাঠাগারে এসে বই পড়ে জ্ঞান আহরণ করার জন্য।

পরিবারের সবাইকে একত্রে রাখতে ও আবহমান বাংলার ঐহিত্য ধরে রাখতে জেলায় প্রথমবারে মতো এই আয়োজন করা হয়…
05/01/2025

পরিবারের সবাইকে একত্রে রাখতে ও আবহমান বাংলার ঐহিত্য ধরে রাখতে জেলায় প্রথমবারে মতো এই আয়োজন করা হয়…

31/12/2024

শুভপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষা রেজাল্ট প্রকাশিত

বিস্তারিত কমেন্টে.......

শুভপুর নতুন বাজারে শহীদ কাজী মোশারফ হোসেন সৃতি পাঠাগার উদ্ভোদন হবে।এই প্রথম আনুষ্ঠানিক ভাবে শুভপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র...
31/12/2024

শুভপুর নতুন বাজারে শহীদ কাজী মোশারফ হোসেন সৃতি পাঠাগার উদ্ভোদন হবে।

এই প্রথম আনুষ্ঠানিক ভাবে শুভপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র শুভপুর নতুন বাজারে উন্মুক্ত একটি পাঠাগার স্থাপন করা হয়েছে। যেখান থেকে অত্র এলাকার শিক্ষার্থীরা এবং চাকরি প্রত্যাশীরা তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে মনে করেন এই পাঠাগার সংশ্লিষ্ট সকলেই।

নিয়োগ বিজ্ঞপ্তি.....
26/12/2024

নিয়োগ বিজ্ঞপ্তি.....

18/12/2024
18/12/2024

টঙ্গীতে ইজতেমার মাঠ
দ'খল নিয়ে র'ণক্ষে'ত্র,
নি-হ-ত ৩

18/12/2024

শুভপুর ইউনিয়নে বিক্ষিপ্ত ভাবে রাতের অন্ধকারে বসত বাড়িতে চুরির ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে।

ইতিমধ্যে আমাদের পেইজে অনেক ম্যাসেজ এসেছে সতর্কবার্তা পৌঁছে দেওয়ার জন্য।

ধন্যবাদ।

জন্মনিবন্ধনের সনদের অনলাইন কপিটা পাওয়া গেছে।এটি জগন্নাথ সোনাপুরের।পিতার নামঃ জাহাংগির আলম।যিনি পেয়েছেন ওনার নাম্বারঃ +88...
14/10/2024

জন্মনিবন্ধনের সনদের অনলাইন কপিটা পাওয়া গেছে।

এটি জগন্নাথ সোনাপুরের।
পিতার নামঃ জাহাংগির আলম।

যিনি পেয়েছেন ওনার নাম্বারঃ +880 1814-949567

পোস্টটি শেয়ার করে হারানো ডকুমেন্ট পেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।

শুভপুর নতুন বাজার উন্নয়ন কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুভপুর নতুন বাজারকে সুন্দর পরিবেশে এনে এবং একটি নিরাপদ বাজার...
13/10/2024

শুভপুর নতুন বাজার উন্নয়ন কমিটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুভপুর নতুন বাজারকে সুন্দর পরিবেশে এনে এবং একটি নিরাপদ বাজার গড়ে তোলার লক্খে এই কমিটির আহবায়ক আমজাদ হোসেন আজাদ সহ, সদস্যগন এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পেয়ার সহ বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছে।

#শুভ #পুর #শুভপুর

11/10/2024

ফেনীতে অ*পরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন নিজাম হাজারী, শুভপুর সহ ফেনীর সব বালু মহল দখলে ও নিয়ন্ত্রণ করতেন সোহেল চৌধুরীর

ছাগলনাইয়া -ফেনী সড়কে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া নির্ধারণ। ছাগলনাইয়া - রেলগেইট - ৩০ টাকা। ছাগলনাইয়া - হাসপাতাল মোড় - ২৫ ট...
06/10/2024

ছাগলনাইয়া -ফেনী সড়কে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া নির্ধারণ।
ছাগলনাইয়া - রেলগেইট - ৩০ টাকা।
ছাগলনাইয়া - হাসপাতাল মোড় - ২৫ টাকা।
(আগামী কাল ৭অক্টোবর সোমবার থেকে কার্যকর হবে)

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের  দক্ষিণ বল্লভপুর গ্রামের  কৃতি সন্তান এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও নর্থ সাউথ ইউ...
29/09/2024

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লভপুর গ্রামের কৃতি সন্তান এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব এম এ কাশেম আবারও সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন.❤️

চেয়ারম্যানদের অনুপস্থিতিতে ফেনীর ৪০ টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করেছে সরকার।
18/09/2024

চেয়ারম্যানদের অনুপস্থিতিতে ফেনীর ৪০ টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করেছে সরকার।

18/09/2024

আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২ (১) ধারা অনুযায়ী দুই মাসের (৬০ দিন) জন্য এই ক্ষমতা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেসব ক্ষমতা রয়েছে-



ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা।

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা।

ধারা ৯৫(২) : নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা।

ধারা ১০০ : ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা।

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন।

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১০৯ : ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা।

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা।

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা।

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা।

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা।

ধারা ১৩৩

17/09/2024

২ মাসের জন্যে সেনাবাহিনীকে দেওয়া হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার।

Address

Shuvopur
Chhagalnaiya

Alerts

Be the first to know and let us send you an email when শুভপুর Shuvopur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category