31/12/2024
বলুন "জয় মা কালি" 🌺🔱
📌 জয়কালি মাতা মন্দির,হাজারি লাইন।
নমষ্কার।
জয় মা দূর্গা।
মহামায়া পরিবারে আপনাকে স্বাগতম।
মহামায়া পরিবারের সাথে পুজো কাটুক আনন্দে 🥀
(2)
Cumilla
Chawkbazar
3500
Be the first to know and let us send you an email when মহামায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to মহামায়া:
নমষ্কার। মহামায়া পেইজটি একটি ধর্মমুখী পেইজ।মহামায়া একটি ধর্মীয় অনলাইন সংগঠন। ১২মাসে ১৩ পার্বণ কথাটি হিন্দু সম্প্রদায়ের জন্য প্রচলন থাকলেও কালের পরিক্রমায় তার পরিসর অনেকাংশেই কমে এসেছে। তবে বাঙালী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব হচ্ছে শারদীয় দূর্গোৎসব।শরৎে মায়ের আরাধনায় মেতে উঠে দুই বাংলার হিন্দু সম্প্রদায়ের লোকেরা।এটি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব।এই উৎসবের অপেক্ষায় থাকে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ।অপেক্ষার যেন শেষ নেই। যখন সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মা আসে আমাদের মাঝে আনন্দের যেন আর কোন শেষ থাকে না।সকলের মাঝে যেন ছড়িয়ে পড়ে আনন্দের জোয়ার। এই দেবীর আগমন মানেই বাঙালির বাড়তি উন্মাদনা ও উৎসাহ। দেবী মহামায়াকে কেন্দ্র করেই তো তৈরি হয় নতুন নতুন পরিবেশ। মোহময় আলোকসজ্জার কারিকুরি দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়ে ভিড়। ধর্ম বর্ণ নির্বিশেষে এ যেন এক মিলন উৎসব। এক খুশির বার্তা নিয়ে আসে এই দুর্গোৎসব। কিন্তু মায়ের বিদায় বেলায় চোখে জল রেখে মাকে বিদায় দিতে হয়। তবুও মনের ভিতর একটি সুর বাজতে থাকে "আসছে বছর আবার হবে"।আর এই সব আনন্দ মায়ের বিদায় বেলার সকল কষ্টআপনাদের সাথে ভাগাভাগি করে নিতে আমাদের এই সামান্য প্রয়াস।এইছাড়াও হিন্দু সম্প্রদায়ের সকল পুজো পার্বণের আপডেট পেতে চোখ রাখুন আমাদের পেইজে। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন। মহামায়া পরিবারের সাথে পুজো কাটুক আনন্দে।