Habiba Akter

Habiba Akter Assalamu alikum,Welcome to my page.
''I am a professional digital marketer expert''

ছোট্ট ছোট্ট আমল নেকি অনেক
24/10/2024

ছোট্ট ছোট্ট আমল নেকি অনেক

ফিরাউনের মৃত্যু
08/10/2024

ফিরাউনের মৃত্যু

প্রত্যেক ফরজ নামাজের পরে জিকির সমূহ
07/10/2024

প্রত্যেক ফরজ নামাজের পরে জিকির সমূহ

03/10/2024

কাঁদা মাটি থেকে gold সংগ্রহ

02/08/2024
ঈদ মোবারক,, ঈদ মোবারকসবাইকে জানাই ঈদুল আযহার                শুভেচ্ছা ও অভিনন্দন 🌙🌙
17/06/2024

ঈদ মোবারক,, ঈদ মোবারক
সবাইকে জানাই ঈদুল আযহার
শুভেচ্ছা ও অভিনন্দন 🌙🌙

"আসসালামু আলাইকুম,, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন 🌙🌙
12/03/2024

"আসসালামু আলাইকুম,, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন 🌙🌙

ব্যারিস্টার সুমনবাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্রের নামযিনি দেখিয়ে দিয়েছন শরীরের ঘাম কখনো বৃথা যায় না তার মতো নেতা যদি প্রত...
08/01/2024

ব্যারিস্টার সুমন
বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্রের নাম
যিনি দেখিয়ে দিয়েছন শরীরের ঘাম কখনো বৃথা যায় না
তার মতো নেতা যদি প্রতিটি জেলায় জেলায় হতো
তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যেত
তিনি আমাদের গর্ব আমাদের অহংকার
স্যালুট জানাই আমাদের এই ভাইকে 🎉💐

আসসালামু আলাইকুম দয়া করে কেউ প্রোডাক্ট গুলো কিনবেন না এগুলো ইসরাইলই পণ্য।
04/01/2024

আসসালামু আলাইকুম
দয়া করে কেউ প্রোডাক্ট গুলো কিনবেন না এগুলো ইসরাইলই পণ্য।

29/11/2023
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের পাখিটা আমাদের মাঝে আর নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেননাপেরার দেশে।...
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কোরআনের পাখিটা আমাদের মাঝে আর নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন
নাপেরার দেশে।আল্লাহ ও নাকে জান্নাতুল ফেরদৌসের
মেহমান হিসেবে কবুল করুন।

07/08/2023
!!!আসসালামু আলাইকুম!!! 🤷‍♀️  নারীদের ফ্রিল্যান্সিং:- কেনো নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ 🧕🇧🇩 বাংলাদেশের প্রেক্ষাপটে নারী...
07/08/2023

!!!আসসালামু আলাইকুম!!!
🤷‍♀️ নারীদের ফ্রিল্যান্সিং:-
কেনো নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ 🧕

🇧🇩 বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের ফুল টাইম চাকরি করা অত্যন্ত কঠিন একটা কাজ। বাংলাদেশের বেশীরভাগ স্বামীরা সংসারের কাজ করতে অভ্যস্ত নয়। ফলে, কোন নারী চাকরি করলেও, তাকে সংসারের সকল কাজ করতে হয়। এই কারনেই, বাংলাদেশের নারীরা চাকরি করে না বা তাকে করতে দেয়া হয় না। কিন্তু তারা ইচ্ছে করলেই অনায়াসেই কিছু সময় ফ্রিল্যান্সিং করে ভালো আয় করতে পারে।

👨‍🎓আমার মতে ফ্রিল্যান্সিং নারীদের জন্য অত্যন্ত পারফেক্ট একটি পেশা হতে পারে। আজ আমি নারীদের ফ্রিল্যান্সিং পেশার কিছু সুবিধা নিয়ে আলোচনা করবো।

১. অফিস টাইম নেইঃ
ফ্রিল্যান্সিং এ কোন অফিস টাইম মেইন্টেইন
করতে হয় না। ফলে নারীরা ইচ্ছামতো সময়
বের করে কাজ শেষ করে ফেলতে পারবে।
এমনকি কাজ করতে করতে ফ্যামিলিকেও
সময় দিতে পারবে তারা। তবে হ্যা, এজন্য
ভেবেচিন্তে কাজ নিতে হবে।

২. কাজ বেছে নেয়ার সুযোগঃ
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে প্রচুর কাজ
রয়েছে, সেগুলি থেকে ফ্রিল্যান্সাররা
ইচ্ছামতো কাজ বাছাই করে নিতে পারে।
তাই নারীরা তাদের সুবিধামতো কাজ বাছাই
করে নিতে পারবে।

৩. শখ কে পেশা হিসেবে নেয়াঃ
কারো কারো অনেক শখ থাকে, যেমন আর্ট,
রাইটিং, ইত্যাদি। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে
নারীরা এই শখের কাজগুলি করেও ভালো
একটা ইনকাম করতে পারবে।

৪. নিজের খরচ নিজেই বহন করাঃ
নিজের খরচ নিজেই বহন করার মতো
মজার আর কিছুই নেই। ফ্রিল্যান্সিং করে
একজন নারী স্বাবলম্বী হতে পারবে খুব
সহজেই। ফলে হাত খরচের জন্য কারো
কাছে হাত পাততে হবে না। এমনকি,
সংসারে প্রচুর সাহায্যও করতে পারবে।

৫. কাজ করার স্বাধীনতাঃ
ফ্রিল্যান্সিং এ নিজের ইচ্ছামতো সময় এবং
কাজের ধরন পছন্দ করে নেয়া যায়। ফলে
নারীরা তার সুবিধামত সময়, কাজ, অন্যান্য
বিষয়গুলি নির্ধারণ করে নিতে পারবে।

৬. পরিবারের সাথে সময়ঃ
ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হল,
আপনি বাড়িতে বসেই কাজ করবেন, ফলে
সন্তানসহ পরিবারের সকলের সাথে অনেক
সময় ব্যয় করতে পারবেন। আর নারীরা
সেটাই সবসময় করে থাকে। তাই নারীরা
ফ্রিল্যান্সিং করে সংসার এবং পেশা দুটোতেই
সমানতালে চালিয়ে যেতে পারবে।

বাংলাদেশের নারীদের স্বাবলম্বী হওয়া অনেক বেশী দরকার।
🥰Happy freelancing # Nice job #

Address

Chaumuhani

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habiba Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habiba Akter:

Videos

Share


Other Digital creator in Chaumuhani

Show All